New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | শুভশ্রী রায়
শুভশ্রী রায় – সূচিপত্র [Bengali Poetry]

উপাসনা [Bengali Poetry]
তুমি যেন কে! এই পৃথিবীর কেউ?
নাকি ঠিকানায় সীমাবদ্ধ যেমনতেমন প্রাণ এক টুকরো?
অন্ধকার তরল আর প্রশ্ন ঘনীভূত হয়ে আসে
ভোর ডাকে, জানাতে চায়-
এই আকাশ ও বাতাসের সঙ্গে সম্পর্ক তোমার, চালাকিবর্জিত নরম আলো বন্ধু…
এত কিছুর সঙ্গে তোমার আত্মিক যোগ;
কিছুতেই তুমি তুচ্ছ এক নাগরিক নও
নও দুটো ঘর সহ কণা ফ্ল্যাটের বাসিন্দা মাত্র ,
পরিচয় তোমার আরো উদার ,
পরিপূর্ণতা মহাজগতের ভেতরে।
এমন ভোর পাঠিয়ে জগৎ তোমাকে ছুঁতে চায়
তুমি কেন জগৎকে ছুঁতে চাও না?
তার ডাকে সাড়া দাও,
তার স্তুতি রচনা করো সাদা কাগজে,
ভোর পাঠিয়েছে মহাজগৎ
অন্তত একখানি কবিতা তাকে দাও নত হয়ে।
আমার ভেতরে মৃত্যু [Bengali Poetry]
বড় করুণ, অনিবার্য ও সত্য…
আমার ভেতরে যে সব মৃত্যু ঘটে গেছে
তাদের কাহিনী ছিল দস্তুরমতো।
শোক চিরকালীন পাশাপাশি,
নির্ঘুম রাতের নিশ্চুপ সাক্ষ্যে অশৌচ অব্যাহত
যদিও অনিয়মিত।
অনিবার্য যে সব মৃত্যু আমার ভেতরে ঘটে গেছে-
শৈশবের সারল্য, কৈশোরের বিশ্বাসপ্রবণতা
যৌবনের বিশুদ্ধ আবেগ
সকল মৃত্যুর জন্য শোক হয়, তীব্র শোক
পুড়ে যাওয়া দাহ হওয়া
প্রাণের সম্পদ দুয়েকটি শ্বাস
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
সেই সব অমূল্য অনুভূতির কথা ভেবে ।
যে সব মৃত্যু আমার
জীবিত সত্তার ভেতরে থেকে গেছে,
তাদেরকে দিই পরপর নিদ্রাহীন রাত দিয়ে গাঁথা শ্রদ্ধার্ঘ
কখনো সখনো তাদের স্মরণ করি অকপট হয়ে।
পাখী উড়ে এসে [Bengali Poetry]
ধরো আমি লিখছি কখনো,
সেই সময় একটা পাখী টুক করে
লেখার কাগজের ওপর নেমে পড়ল আর
দু’ চারটে শব্দ ঠোঁটে করে উড়েও গেল,
তখন পাখীটার ওপরে রাগ করব কি?
প্রথমে একটু রাগ হবে হয়তো
পরে মাথা ঠান্ডা হলে,
যখন অনুভব করব পাখী তার নিজস্ব মুক্তি
আমার কবিতার মধ্যে রেখে গেছে,
মিশিয়ে দিয়ে গেছে ঘন বনের সবুজ ঘ্রাণ,
সেই সঙ্গে আকাশের আশ্চর্য আলো;
উধাও হয়ে যাবে সব রাগটাগ।
ধরো, আমি লিখছি কোনো এক দিন
আর একটা পাখী উড়ে এসে কিন্তু
জুড়ে না বসেও ঘুরিয়ে দিল লেখার মোড়!
অসহায় [Bengali Poetry]
পালাপার্বণে তারা অচ্ছুত ছিল
সমাজ নিঃসৃত গরল পান করত প্রতি দিন
পালা করে সামলাত হেঁসেল আর সমস্ত গৃহকাজ,
মাথা ঘুরলেও অক্লান্ত ঘুরপাক ঘরদোর ঘিরে,
অন্যথায় সংসার-কেন্দ্র ছিটকে যাওয়ার আশঙ্কা প্রবল
সাদা থানে অনায়াস তাচ্ছিল্য মাখানো যুগরীতি মেনে।
রাত হলে এক ঘরে ঘেঁষাঘেঁষি শুয়ে পড়ত অতৃপ্ত ত্রয়ী
তিনটি বিধবা, চোদ্দ থেকে একুশের মধ্যে বয়স,
যৌনতৃষ্ণা কখনো চোখের জল হয়ে বয়ে যেত
কখনো গোপন অঙ্গে আগুন হয়েও নিভুনিভু বাধ্যত।
চরম চাবুক নেমে আসা তখনো বাকি!
শুনতে চাইত না কান চেপে রাখত, অসহায় প্রার্থনায়
বলত, “সইতে পারি না, আর জ্বালিও না প্রভু”,
দেওয়াল ফুঁড়ে কানে আসত মা-বাবা’র অনিবার্য শীৎকার।
আগুন লেখা মেয়ে [Bengali Poetry]
যে সব মেয়ের কোনো প্রেমিক থাকে না
যে সব মেয়ের গায়ের রং আবহমান চাপা
জিভে ধার আছে যে সব মেয়ের,
শ্লীলতাহানি করে কোনোরকমে ভেগে যাওয়া
পুরুষটিকে রাস্তায় দেখে
মুখে থুতু ছিটিয়ে দেয় যে সব মেয়ে
সেই সব মেয়ে, হ্যাঁ সেই সব মেয়েও
সব জেনে-বুঝে না জানা এই পৃথিবীর সৃষ্টি;
সেই সব মানবীর কবিতা পুরোটা গনগনে ক্রোধ
তা নয়, মায়াও থাকে অনেকটা,
চোখর জলও থাকে বই কি
তবে তাদের লেখায় যদি একটু আগুন থাকেই
সে আগুনের আয়োজন কী আপনারাই করেননি
অনেক, অনেক বছর ধরে?
আগুন লেখা মেয়েরাই শুধু
সব জ্বালানোর দায়ে দোষী হ’বে কেন?
সৌর অস্থি [Bengali Poetry]
আমার হাড়ে হাড়ে সূর্য উঠুক
দিন রুটিন হয়ে ওঠে আকাশে,
কাল রক্তে আমার সূর্য মিশুক
আমার রক্তের রং ফ্যাকাশে।
আমার চোখের মণি সূর্য ধরুক
রোজ জ্বলে পুড়ে আকাশ ধরে,
অস্ত থেকে এক দিনও নেই ছুটি
খেলা করুক আমার প্রতি ঘরে।
সূর্য দুষ্টু করুক আমার ভেতর
দাঁত বসাক আমার ঠোঁটে গভীর,
তাপ লাগুক জ্বলুনি হোক ভীষণ
না থাকুক বিচ্ছিরি ভাবগম্ভীর।
মাথার চুলে সূর্য হাসুক আগামী
এলোমেলো করতে থাকুক পুরো
আপাদমস্তক ঢুকে পড়ুক অসহ্য,
চূড়ান্ত উচ্চতায় যাক সুখের চূড়ো।
দিন খারাপ [Bengali Poetry]
একেকটা দিন কেমন যেন
আকাশ বড়ই নিরুত্তাপ,
সারাটা রাত যেমন ছিল
দিনেও আলোর মনখারাপ।
এসব বেলাতেই সন্ধে হাজির
একেবারে সংজ্ঞা মতো দিনে,
কোথার থেকে কার থেকে
আনব আমরা আলো কিনে?
এ হেন দিন তারিখ শুধু
রুটিন সকাল নামেই শুরু,
কষ্ট পেয়ে দেখছি খবর
কাগজটারও কুঁচকে ভুরু!
এমন দিন নতুন তারিখে
দিনে অনড় বিষাদ ধরে হাত,
কফির তেতোয় বিষণ্ণতা মিশে,
উদ্দীপনাতেও লেগেছে শাপ।
জলে বেদনা [Bengali Poetry]
জলে কিছু ভাসে অন্য রকম,
নিজেকে ভাসাতে এসে কেউ
মায়ার চোরা স্রোতে আটকে
ফিরে গেছে কোলাহলময় অস্তিত্বের
কাছে, জলের কাছে সর্বস্ব সমর্পণ
তার নিয়তিতে নেই সম্ভবত।
অশ্রুর লবণ নদীতে ছেড়ে চলে সে গেছে
জলে ভাসে অসফল হৃদয়ের বিষণ্ণ হলুদ
স্রোতের মুঠোয় আবেগ তার, মানুষটি
কোনও প্রাণে বেঁচে নেবে সাধ্যমতো।
হৃদযন্ত্রটি তার কুড়োবে ঝরাপাতা রঙা
হলুদ আরো, তারপর ফের সে আসবে কী
জলের কাছে কোনও দিন, বিষাদ ভাসাতে?
জলজ হৃদয় তার বেদনায় উথালপাতাল,
ঢেউ থেকে ঢেউয়ে ছড়ায় ব্যক্তিগত হলুদ ।
ধুলো জন্ম [Bengali Poetry]
আমাদের ধুলো জন্ম কখনো মুছে যায় না
ধুলো জড়িয়ে বাঁচা, ধুলোয় শ্বাস নেওয়া
তারই মধ্যে রাজপ্রাসাদের দু’ এক ঝলক,
সমস্ত অস্তিত্ব জুড়ে ধূলিকণার হাত বাড়ানো
ধূসর বা সজ্জিত, অতীত থেকে বর্তমান অবধি
মায়াধুলোর সুড়ঙ্গ ছড়ানো।
ভোর থেকে রাত চোখে ধুলো দিয়ে
এক রাশ শোভা দেখায় পরমাপ্রকৃতি,
সূর্য ক্লান্ত হয়ে গড়িয়ে অন্য গোলার্ধের দিকে যায়
গোধূলি থেকে মনখারাপ ঝরে পড়ে
গত জীবনের বেদনা গাঢ় হয়ে সূর্যাস্তের পাশে ,
অপ্রাপ্তির সান্ধ্য সংকেত পাশে নিয়ে
দিনকে বিসর্জন দেবার শোকে জগৎ বিধুর
আকাশকে রঙে ভাসিয়ে চূড়ান্ত কালো নামে;
চরাচর থেকে ছুটে এসে সৃষ্টির আদি ধুলো
নিশ্চিত ওমে পৃথিবীকে সাঁঝের গর্ভে শোয়ালো।
মুক্তি অধিবেশন [Bengali Poetry]
কবিতা অনেক বয়ে গেছে
আজ বরং পাখীদের কথা হো’ক
তাদের ডানায় মাখানো মুক্তির ধারে ধারে
শেকল পড়ানোর সহস্রাব্দ প্রাচীন প্রয়াস আমাদের;
সেই প্রয়াসকে ধিক্কার জানিয়ে সংসদে প্রস্তাব আনা হোক জরুরি ভিত্তিতে।
সংসদের উভয় কক্ষ খাঁচা ব্যবসায়ীদের নিন্দা করুক সর্বসম্মতিক্রমে
জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে শপথ নিন,
আমরা মুক্তি পুষব না সবুজ টিয়া বা সাদা-কালো পায়রা গোষ্ঠীর,
দেশী-বিদেশী কোনো রকম।
পরের দিন জ্বলজ্বল করুক শিরোনাম
সংসদে পাখীদের মুক্তি বিষয়ে বিরল ঐক্যমত্য।
শুভশ্রী রায় | Suvasri Roy
New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | কল্যাণ সুন্দর হালদার
New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন
New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৫) | উপন্যাস
Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023
bee bengali poetry | bengali poetry about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer bengali poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder