New Bengali Article 2023 | কবিতার কাঠামোগত রূপান্তর

Sharing Is Caring:
BENGALI ARTICLE

গদ্য অপেক্ষা কবিতার আধিক্য কেন? | কবিতার কাঠামোগত রূপান্তর [Bengali Article]

পদ্য বা কবিতা সাহিত্যের আদিমতম রূপ।চর্যাপদ থেকে মধ্যযুগ পর্যন্ত সাহিত্য মাত্রেই পদ্য সাহিত্য। বলা যেতে পারে, বাংলা সাহিত্যর ইতিহাস মূলতঃ বাংলা কবিতার ইতিহাস। সেখানে বাংলা সাহিত্যে গদ্য রীতির সূত্রপাত ষোড়শ শতকে। সাহিত্য গবেষকদের ধারণা অনুযায়ী ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলা গদ্যের নমুনা প্রধানত চিঠিপত্র আর দলিল-দস্তাবেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রকৃত রূপে গদ্যের সূচনা হয় উনবিংশ শতক থেকে। প্রাচীন সাহিত্য ও প্রধানত পদ্য তথা ছন্দ নির্ভর; যে কারণে পৃথিবীর প্রথম কাব্য রামায়ণ মুখ্যত পয়া‌র ছন্দের শৃঙ্খলে আবদ্ধ কাহিনী মূলক কবিতার সমষ্টি। রামায়ণ সৃষ্টির উৎস হলো আদি-কবি বাল্মীকির মুখ নিঃসৃত প্রথম শ্লোক বা কবিতার দুটি পংক্তি‌:

‘মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমাঃ ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কাম‌ মোহিতম্।।’

এরপর ব্রহ্মার নির্দেশে বাল্মীকি অনুরূপ ছন্দযুক্ত পংক্তি‌ সহযোগে সৃষ্টি করলেন শ্রীরাম মাহাত্ম অবলম্বনে মহাকাব্য ‘রামায়ণ’। যে গ্ৰন্থ আসমুদ্র-হিমাচল সমগ্ৰ ভারতীয় জীবন যাত্রায় গভীর প্রভাব বিস্তার করে চলেছে যুগ যুগ ধরে। কল্পনার সাহায্যে ভাবলোক থেকে রসদ সংগ্ৰহ করে কবিতা। মানুষ মাত্রেই কল্পনাপ্রবণ। সেখানে আছে গান, আছে সুর-তাল-ছন্দ-লয়ে বিধৃত এক অনির্বচনীয় স্বপ্নলোক। কল্পলোকের স্বপ্নসৌধে নির্মিত হয় কবিতার কায়া। কিন্তু গদ্যের ক্ষেত্রে বাস্তবের ছায়া অবলম্বন করতে হয়। সেখানে বস্তুনির্ভর উপাদান সংগ্ৰহের তাগিদ থাকে। গদ্যের ক্ষেত্রে ভাব অপেক্ষা ভাবনার প্রাধান্য বেশি। ফলে য‌ত সহজে কবিতা সৃষ্টি হয় তত সহজে গদ্যের আবির্ভাব ঘটে না। কবিতার আবেদন হৃদয়ে আর গদ্যের আবেদন মগজে।

গদ্য-পদ্যকে নর ও নারীর সঙ্গে তুলনা করা চলে। গদ্য রুক্ষ, কঠিন, বাস্তবের ঘাত-প্রতিঘাতের দর্পণ। তুলনায় কবিতা নারীর মতো স্নিগ্ধ,কোমল,শান্ত। কবিতা ভাবলোকের ললিত-লবঙ্গলতা, মানব হৃদয়ে সহজে সুরের ঝংকার তোলে, গদ্যের কুঠারাঘাত কিন্তু সহজে সাড়া দেয় না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথায় বলা চলে, ‘ছন্দ হচ্ছে কবিতার বর্ম, রক্ষাপ্রাচীর।…..‌‌‌
পদ্য অন্তঃপুর ও গদ্য বহির্ভবন। উভয়ের ভিন্ন স্থান নির্দিষ্ট আছে।’

প্রাণী বা পদার্থের বাহ্যিক রূপটি অবলম্বন করে সামগ্ৰিক একটা বর্ণনা কবিতার বিষয় হতে পারে। কিন্তু সেই প্রাণী বা পদার্থের পুঙ্খানুপুঙ্খ কাটা-ছেঁড়া বা বিচার-বিশ্লেষণ করাই হলো গদ্যের কাজ। সেখানে সুন্দরের সাথে সাথে অসুন্দরকে লিপিবদ্ধ করার দায়বদ্ধতা থেকে যায়। যেহেতু কবিতা সৃষ্টির ক্ষেত্রে ভালো মন্দ বিশ্লেষণের দায়বদ্ধতা তেমন থাকে না,ফলে সাহিত্য সৃষ্টির কলাকুশলীগণের অধিকাংশ‌ই কবিতা সৃষ্টিতে য‌তটা আগ্ৰহী, গদ্য সৃষ্টিতে ততটা নন।

কবিতার কাঠামোগত শ্রেণিবিভাগ

সাহিত্য-শিল্পের দীর্ঘতম, বৃহত্তম ও প্রাচীনতম এই শাখাটি নিয়ে যুগ যুগ ধরে কবিগণ এবং কবিতা গবেষকগণ মিলে কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে এনেছেন নানা পরিবর্তন। কাঠামোগত-ভাবে বাংলা কবিতা আজ নানা আঙ্গিকে বিভক্ত। (ক) অণু কবিতা (খ) গদ্য কবিতা (গ) প্রচলিত কবিতা

অণু কবিতা

কবিতার ইতিহাসের ধারায় অণু কবিতা নবতম সংযোজন। একবিংশ শতাব্দীর শুরু থেকেই যার ব্যাপক আত্মপ্রকাশ বলা যেতে পারে। গদ্য এবং পদ্য দুই কাঠামোতেই অণু কবিতার দেখা মেলে। খুবই সংক্ষিপ্ত আকারের কবিতাকে বলা হয় অণু কবিতা। প্রধানত পাঁচ বা ছ’লাইনের হয়ে থাকে। এই অতি সংক্ষিপ্ত সীমার মধ্যে কবি খুব অল্প কথায় আপনার মনের ভাব-ভাবনাকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে সক্ষম হন।

‘মেঘ ছিল পরিযায়ী, পুরাতনী চর্যায়
ইদানীং ধবধবে আকাশের পর্যায় ।
কারা ধোয় ইতিহাস ?
প্রার্থনা করে ঘাস। –
দেশে দেশে শ্রমিকেরা যেন ঠিক ঘর যায়…।’

– শ্রীজাত

গদ্য কবিতা

বর্তমানে গদ্য কবিতার রমরমা চোখে পড়ার মতো। ‘চিল’ এর সঙ্গে ‘বিল ‘ এর ছন্দ মিলিয়ে কবিতা লেখার কাল অতিক্রান্ত। আজকের গতিময় যান্ত্রিক জীবন শৈলীতে ইনিয়ে বিনিয়ে ছন্দের মিল ঘটানোর সময় এবং সামর্থ্য দুয়ের‌ই বোধকরি বড়ো অভাব। এমন কি প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ ছন্দ মেলাতে গিয়ে কবি-মানসের ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক সময় উপযুক্ত মাত্রার শব্দ খুঁজে না পেয়ে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বর্তমানে কবিতার রচয়িতাগণকে।

প্রচলিত ছন্দ সমূহ এবং অলংকারাদি গদ্য কবিতার ক্ষেত্রে অচল। গদ্য কবিতা মুক্ত ছন্দের কবিতা, ফলে এই শ্রেণির রচনার ক্ষেত্রে রচয়িতাদের স্বাধীনতা প্রশ্নাতীত। এমন ও অনেক গদ্য কবিতা আজ কাল দেখা যাচ্ছে, যেখানে ‘কবিতা’ শিরোনামে চিহ্নিত না করে দিলে পাঠক মাত্রেই গদ্য রচনা বলেই ধরে নেবেন। গদ্য কবিতার ক্ষেত্রে গদ্য ছন্দের পর্বগুলো বিষম দৈর্ঘ্যের হয়।পর্ব অথবা পংক্তি‌, কোনটির উপর ছন্দের নিয়ন্ত্রণ থাকে না এবং পর্বের মধ্যে বৈচিত্র্য থাকে।

প্রকৃতির সব কিছুর মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা ছন্দ কাজ করে। আমাদের জীবনও চলে ছন্দে। যুগের দাবির তালে তাল রাখতে সে ছন্দেও ঘটে পরিবর্তন। কবিতার দুই রূপ। পদ্য কবিতা ও গদ্য কবিতা। কবিতার ইতিহাস খুবই দীর্ঘ। প্রাচীন চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি কবিতার আঙ্গিকে, ভাব-ভাষা ও বিষয়বস্তুতে অনেক সংযোজন ও বিয়োজন ঘটেছে। লেগেছে নতুনত্বের ছোঁয়া। বহু গড়াপেটার পর অত্যাধুনিক যুগে কবিতা গদ্যছন্দে এসে স্থিরতা লাভ করেছে।

রবীন্দ্রনাথের ‘পুনশ্চ ‘কাব্য গ্ৰন্থটি সম্পূর্ণ গদ্য কবিতায় সমৃদ্ধ। পুনশ্চ কাব্যের ভূমিকায় কবি লিখছেন, ‘পদ্য কাব্যে ভাষার ও প্রকাশ রীতিতে যে একটা সসজ্জ সলজ্জ অবগুণ্ঠন প্রথা আছে, তাও দূর করলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে। অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব এই আমার বিশ্বাস এবং সেই দিকে লক্ষ্য রেখে এই গ্ৰন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি।’

‘তোমাকে পাঠালুম আমার লেখা
এক-ব‌ই-ভরা কবিতা
তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল
এক‌ই সঙ্গে এক খাঁচায় ।
কাজেই আর সমস্ত পাবে,
কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে।’

– রবীন্দ্রনাথ

বর্তমানে কবিগণ গদ্যছন্দে কবিতা লিখতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে কবিতা রচনার ক্ষেত্রে এই উন্মুক্ত স্বাধীনতার অবকাশে এমন অনেক আনাড়ি কবির আবির্ভাব ঘটছে যাঁদের কবিতার ভাষা, ছন্দ ও অন্ত্যমিল পাঠকের বোধগম্য হচ্ছে না।।কারণ কবিতা লিখলেই কবি হ‌ওয়া যায় না। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে তরুণ-তরুণীদের মনের ভূমি তারুণ্যের উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে ওঠে এবং সেখানে বিচিত্র রঙিন সব ভাবের উদয় হয়। যার প্রবল আবেগ বশে অনেকেই আপন মনের ভাবকে ভাষায় প্রকাশ করে খাতা ভরায়, যা এক শ্রেণির অসংলগ্ন আবোলতাবোল আকার ধারণ করে, নামান্তরে যেগুলোকে কবিতা বলা যায়। তাই বলে সেই প্রলাপ-বিলাপের স্রষ্টাগণকে কবি আখ্যায় আখ্যায়িত করা যায় না। আসলে কবিতা আকারে থাকলেই তাকে কবিতা বলা যায় না, তা পড়তে এবং শুনতে কবিতার মতো হ‌ওয়া দরকার। বর্তমানে সুনির্বাচিত উচ্চ-আঙ্গিকের শব্দ সম্বলিত কবিতা পাঠের মতো বিদগ্ধ পাঠকের সংখ্যা ও সময় দুটোই অপ্রতুল। তাই সাধারণ পাঠকের বোধগম্যতার বিষয়টি মাথায় রেখে গদ্যরীতিতে কবিতা রচনা করলে তার জনপ্রিয়তা ক্রমবর্ধমান।

প্রচলিত কবিতা

কবিতার এই ধারাটি অতি প্রাচীন‌। এই ধারার কবিতার সঙ্গে আমরা বহুজনে, বহুকাল ধরে, বহুভাবে পরিচিত। গতানুগতিক ধারার এই কবিতা, কবিতা সৃষ্টির আদিকাল থেকে আজও অম্লান। সযত্নে চয়ন করা সুচারু শব্দ, পয়ার, মহাপয়ার, ত্রিপদী, অনুষ্টুপ প্রভৃতি ছন্দের প্রাচীরে সুরক্ষিত; শব্দালঙ্কার ও অর্থালঙ্কারে ভূষিত, ললিত পদ বিন্যাসে নির্মিত কবিতা, যা কবিতার রসাস্বাদনে বিদগ্ধ পাঠককুলকে আকৃষ্ট করে, এমন দীর্ঘ বা হ্রস্ব যে আকারের‌ই কবিতা হোক না কেন, বাংলা সাহিত্যের কাব্য-ভান্ডারকে পুষ্ট করে এসেছে। পরিবর্তিত যাপন প্রণালীতে এই ধরণের কবিতা এখন আর সেভাবে সৃষ্টি হচ্ছে না। তবে প্রচলিত ধারা অর্থাৎ ছন্দ সমন্বিত কবিতার ভান্ডার এতটাই সমৃদ্ধ যে, সেই সঞ্চিত ভান্ডার শেষ হবার নয়, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ‌ই একাই একশ’।

‘ঐ আসে ঐ অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতি সৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যাম গম্ভীর সরসা।
গুরুগর্জনে নীলমঞ্জরী শিহরে,
শিখীদম্পতি কেকাকল্লোলে বিহরে।
দিগ্‌বধূচিতহরষা
ঘনগৌরবে আসে উন্মদ বর্ষা ।’

– রবীন্দ্রনাথ

পরিশেষে একটা কথা বলা বোধকরি অনুচিত হবে না যে, কবিতা যে আঙ্গিকের হোক না কেন, পাঠক যদি তাতে পঠনে বা শ্রবণে আনন্দ না পান, যদি সাবলীলতা না থাকে, পঠনে বার বার হোঁচট খেতে হয়, তবে তাকে আর যাই বলি না কেন, কবিতা বলা যায় না।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

New Bengali Story | কুহেলী দাশগুপ্ত | Kuheli Dasgupta\

Traditional Seth Family Durga Puja | চন্দননগরের ঐতিহ্যবাহী হরিহর শেঠ পরিবারের দুর্গাপূজা

Teachers day in honor of teachers | শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস

New Bengali Story | গল্পগুচ্ছ | বিপাশা চক্রবর্তী

বাংলা কবিতার আদ্যোপান্ত ইতিহাস | ইতিহাস আর কবিতা | আধুনিক কবিতার ইতিহাস | আধুনিক কবিতার বৈশিষ্ট্য | আধুনিক বাংলা কবিতার ইতিহাস | কবিতার শ্রেণিবিভাগ | কবিতার গুরুত্ব | ইতিহাস ও কবিতা ওক্তাবিও পাস | কবিতা মানে কবিতার ইতিহাস | বাংলা কবিতার উদ্ভব ও বিকাশ | বাংলাদেশের কবিতা | অসমীয়া কবিতার ইতিহাস | পৃথিবীতে কবিতার ইতিহাস | একটি রক্তাক্ত কবিতার ইতিহাস | কবিতার ইতিহাস হয়ে ওঠা | লিচু চোর কবিতার ইতিহাস | বাংলাদেশের কবিতার ইতিহাস | বাঙ্গালা ভাষা প্রবন্ধের রচয়িতা কে | বাঙ্গালা ভাষা প্রবন্ধ মূলভাব | বাঙ্গালা ভাষা প্রবন্ধ অনুযায়ী ভাবের বাহক কী | বাঙ্গালা ভাষা প্রবন্ধ | বাঙ্গালা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম | বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত | বাংলা ভাষার প্রবন্ধের রচয়িতা কে | কবি কবিতা ও মানবতাবোধ | অনু কবিতা | অণু কবিতা | একগুচ্ছ অণু কবিতা | অণু কবিতা কাকে বলে | প্রেমের কবিতা | প্রেমের অনু কবিতা | চার লাইন অনু কবিতা | ফিরে পাওয়ার কবিতা | শরীর মিলনের কবিতা | তাকে নিয়ে কবিতা | তীব্র প্রেমের কবিতা | শ্রীজাতর অণু কবিতাবলী | কবিতা ও অণু গল্প | গদ্য ছন্দে কবিতা | গদ্য কবিতা | বিখ্যাত গদ্য কবিতা | গদ্য কবিতা উদাহরণ | গদ্য কবিতা সমগ্র | রোমান্টিক গদ্য কবিতা | আধুনিক গদ্য কবিতা | গদ্য ছন্দের বৈশিষ্ট্য | গদ্য কবিতা লেখার নিয়ম | রবীন্দ্রনাথের গদ্যকবিতা | আধুনিক গদ্য কবিতা | গদ্য, পদ্য ও কবিতা | বাংলা গদ্য কবি ও কবিতা | গদ্য কবিতা ও পাঠক | শিশুদের প্রচলিত ছড়া | চিরায়ত বাংলা কবিতা ও ছড়া | বাংলা ভাষা’র প্রচলিত ছড়া | বাংলা ছড়া | বিখ্যাত বাংলা ছড়া | ছোটদের ছড়া | জ্ঞানী কবিতা | ছোটদের ভাষার কবিতা | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | bengali article writing pdf | article writing practice | bengali article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment