ডাঃ অনিরুদ্ধ পাল – সূচিপত্র [Bengali Poetry]
মন দিয়ে শোন – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
তোমারে শোনাতে চাই
একটি মিষ্টি গান,
যেখানে গাঁথা আছে
যে মোর মন প্রাণ।
যখন জন্মেছি এ ধরায়
তখন নিয়ে এসেছি সে গান —
ওঁয়া ওঁয়া স্বরে।
আবার বিদায় নেবার পালায়
গাইতে হবে সেই ধ্বনিময় গান —
ওঁ ওঁ ওঁ ওঁ রবে।
চলতে ফিরতে শুতে
বিবিধ কর্মের মাঝে
ভেসে আসে সেই গান
আকুল করে মন প্রাণ।
হাতে কাজ মুখে নাম
ভজরে মন অবিরাম।
নাম কর জপ কর নাম কর তার,
এ নামেই হবে ভব পারাপার।
মধুমাখা হরিনাম
ভজরে মন অবিরাম —
হরে কৃষ্ণ হরে রাম,
রাম নারায়ণ রাম।
ওংকার ধ্বনি-মিশ্রিত যে এই নাম,
করিলে পূর্ণ হবে মনস্কাম।
বিপদে আপদে করো সবে এই নাম।
সর্ব বাধা বিনাশিতে করো এই নাম।।
সর্ব পাপতাপ দূরীভূতে
করো এই নাম।
মহাকাশের মহানাম
জপরে মন অবিরাম।
কী সুন্দর এ বৃষ্টি – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
বৃষ্টি বাদলার রাতে
দু’হাত বুকের কাছে।
ঘুম জড়ানো চোখে,
নানান অলস স্বপ্নে,
মন চলে যায় হেথায় হোথায়
ভাই মায়াবী রাতের মায়ায়।
কখন আবার ঘুমিয়ে পড়ি,
ভোরের বেলায় জেগে উঠি।
আকাশে মেঘের গর্জন,
আর সঙ্গে বৃষ্টির পতন।
বর্ষার ভোরে একলা ঘরে,
বালিশ বুকে জাপটে ধরে,
বিরহ কাতর মনে,
গোপনে সংগোপনে —
কত কথা তোমাতে আমাতে,
প্রেমের বন্যা বয়ে যায় অন্তরে।
দেখতে দেখতে সূর্যের উদয়,
উঠে পড়ি সকাল বেলায়।
দেখি তখনও ঝরিছে বাদলধারা,
আনন্দিত চিত্তে মন আমার পাগলপারা।
বৃষ্টি পড়ার রিম ঝিম নূপুরের ছন্দে,
সিক্ত হয় ধরিত্রী নান্দনিক কন্দে।
কী মিষ্টি সে সকাল,
ভরে যায় যে মন প্রাণ।
নতুন বছর – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
১৪২৯ পেরিয়ে ১৪৩০ বঙ্গাব্দ চলে এল।
নতুন বছরকে সুস্বাগতম জানাবার পালা এসে গেল।
নতুন বছরের প্রথম দিনের আলো,
সে তো মুছে দেয় যা কিছু কালো।
নতুন বছর মানে নতুন শপথ গ্রহণ করা,
মনকে নতুন আত্মবিশ্বাসের আলোয় ভরা।
নতুন বছর মানে নতুন করে বাঁচার আশা,
জীবন সমুদ্রে তা যেন নতুন করে ভাসা।
বর্ষবরণ নয় কেবল নতুন পোশাক পরা,
বর্ষবরণ নয় কেবল নতুন গান গাওয়া,
নয় কেবল মন্ডামিঠাই ভূরিভোজ খাওয়া,
নয় কেবল মেলায় গিয়ে আনন্দ করা।
এর সঙ্গে অন্যায় আর অপশক্তি দূর করা,
মঙ্গল শোভাযাত্রা বের করা,
মানবকল্যাণকারী গান গাওয়া।
সমাজে যারা অবহেলিত, নিপীড়িত
তাদের আপন করে ভাবা,
তাদের মঙ্গল সাধন করা।
সারা বছরের গ্লানি মুছে দিয়ে,
জরা ব্যাধি দুঃখ ঘুচিয়ে দিয়ে,
দেহ প্রাণে শুচি শুদ্ধ হওয়া —
এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা।
নতুন করে তাই ইতিবাচক কাজের ইঙ্গিতে,
নতুন বছর সত্যিকারে নতুনভাবে রবে।
নব সুরে-ছন্দে, রঙে-রসে-রূপে ভরে উঠুক,
মনের বাগানে নতুন করে আবার ফুল ফুটুক।
জীবন তখন এক সাজানো বাগান,
সৃষ্টি হউক জীবনের নতুন গান।
মোদের মাঝে প্রাণের হিল্লোল দেখাও,
মোদের নতুন আলোয় নতুন আশা জাগাও।
পুরানো বছরের মহামারী শোক ভুলে,
মোরা জাগবো নতুন আশায় নতুন ভাবে।
ফুলের মাঝে শুভ্র যেমন,
প্রেমের মাঝে রাঙা তেমন।
মঙ্গলালোকে আলোকিত হোক অন্তর,
শুভ কামনায় নন্দিত হোক নতুন বছর।
প্রেমের যাচনা – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
বিশ্বের সর্বপ্রেমময় প্রভু তুমি হে —
প্রেমের আবেষ্টনে রক্ষা করো মোরে।
স্বার্থপরতা এবং অন্য সব মনোবৃত্তি –
তোমা হতে দূরে সরিয়ে দেয় দিবানিশি।
সে সকল হতে রক্ষা করো মোরে,
তোমার প্রতি প্রেম যেন মোর থাকে।
আমাকে অনুপ্রেরণা দান করো,
আমার ভক্তি বিশ্বাস সবল করো।
তুমি তো ভক্তের ভগবান,
আমি তোমার প্রেমে কাঙাল।
চরণ ধ্বনি শুনি তব প্রভু, জীবন তীরে;
কত নিস্তব্ধতা মাঝে, মধুর সমীরণে।
খুলে দাও আঁখি, মায়ার বন্ধন,
ঢালিতে ভকতি-কুসুম-চন্দন।
যেন শান্তিসুধা লভে এ জীবন,
যতনে পূজিয়া তোমার ঐ চরণ।
অন্তরঙ্গ – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
মন্দিরের এ বদ্ধ দুয়ারে
কত কথা তোমাতে আমাতে।
প্রেমের আলো জ্বালি সারাক্ষণ,
সঙ্গেতে সম্বল রাখি পুণ্যধন।
যতনে অতি গোপনে সঙ্গোপনে,
কত বৈচিত্র্যময় ভাবের বিনিময়ে।
অপরে তো বুঝিল না মোরে,
মোরে ভুল ভাবে তাদের দৃষ্টিতে।
কত অপবাদ আমাকে দিয়ে থাকে,
তাদের দৃষ্টিতে আমাকে পাগল ভাবে।
সহ্য করি কত লাঞ্ছনা গঞ্জনা,
যদিও ত্যাগ করেছি লোভ, যশ, কামনা।
আজীবন যেন তোমার চরণে
ঠাঁই পেয়ে মাতি তব সেবাতে।
জীবের কল্যাণে কৃপা করে এলে তুমি,
সর্বঘটে, সর্বপটে তুমি ভুবনমোহিনী।
আজও তোমাকে যারা চিনতে পারলো না,
ক্ষমা করো তাদের, বঞ্চিত করোনা।
ব্রহ্মরূপে দেখাও জগৎ তুমি যে মহান,
আত্মারূপে সর্বভূতে তুমি বিদ্যমান।
তুমিই পিতা,তুমিই মাতা, পারের কাণ্ডারি,
ওহে মোর প্রাণের ঠাকুর তোমায় প্রণাম করি।
ঠাঁই দিও তব রাতুল চরণে,
শয়নে স্বপনে জাগরণে।
তোমার চরণ যেন ধরিতে পারি,
সুখে দুঃখে থাকে তোমাতে মতি।
জীবন যেন মোমবাতি – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
জীবন মোদের যেন একটি মোমবাতি,
যেন সেথায় আসে চৈতন্যজ্যোতি।
মোমবাতি আস্তে আস্তে নিভে যায়,
জীবনও আস্তে আস্তে ফুরিয়ে যায়।
শিশু থেকে কিশোর, কিশোর থেকে আসে যৌবন,
যৌবন থেকে প্রৌঢ়, তারপর বৃদ্ধাবস্থার আগমন।
যাই এগিয়ে এক রূপ থেকে আর এক রূপে,
চলেছি মোরা পরিবর্তনের সুরে।
পরিবর্তনশীলতাই যদি হয় জীবনের ধর্ম,
পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলাই মোদের কর্ম।
কালচক্র ঘুরছে আপন গতিতে শাশ্বত যুগ ধরে,
দেখি উত্থান পতন ঘটছে গতির ছন্দে ছন্দে।
অদৃশ্য নিয়ন্তাশক্তি সবার অলক্ষ্যে,
এই সবকিছু পরিবর্তন করিয়ে নিচ্ছে।
তাকে কেউ বলি ঈশ্বর, কেউ বলি ব্রহ্ম।
কেউ বলি আল্লাহ্, কেউ বলি চৈতন্য।
কেউ বা বলি গড্, তো কেউ বা ভগবান,
যা বিবেকরূপে করে মোদের সাবধান।
যদি বিবেকের নির্দেশে চলি,
প্রকৃতির সুরে সুর মিলিয়ে চলি,
তো এ বিশ্বে ভারসাম্য বজায় থাকবে,
সবাই তখন সুখে শান্তিতে বাঁচবে।
শিক্ষক দিবস – ডাঃ অনিরুদ্ধ পাল [Status Bangla Kobita]
৫ই সেপ্টেম্বর হলো সেই দিন,
যেদিন রাধাকৃষ্ণণের জন্মদিন।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ,
ভারতের সারস্বত সাধনার এক শিক্ষক মহান।
তাই তাঁর শুভ জন্মদিন জাতীর উদ্দেশ্য উৎসর্গীকৃত –
শিক্ষক দিবস রূপে, যার জন্য সকল শিক্ষক হন সম্মানিত।
দিনটি শুধু ছাত্র আর শিক্ষকদের কাছেই নয়,
সকলের কাছেই গভীর ব্যঞ্জনায় সমৃদ্ধ।
তো শিক্ষকরা হলেন জাতির মেরুদণ্ড,
তাঁরাই দেশ ও জাতির অগ্রগতির উৎস।
অথচ শিক্ষাযজ্ঞের ঋত্বিকরা যুগে যুগে –
নানাভাবে হয়েছেন উপেক্ষিত, দারিদ্র্য হয়েছে
তাঁদের নিত্যসঙ্গী। তাই তাঁদের জন্য আর্থিক নিরাপত্তা,
আর্থিক কৌলীন্য ফিরে না পেলে নাই কোন মর্যাদা।
বহুদিন আর্থিক মর্যাদা থেকে তাঁরা বঞ্চিত,
সেই বঞ্চনার হলাহল পান করে তাঁরা হয়েছেন নীলকণ্ঠ।
তাই শিক্ষকরাই একদিন করলেন ঐক্যবদ্ধ সংগ্রাম,
যার ফলে তাঁদের আর্থিক অধিকার অর্জন।
এহেন শিক্ষকতা নিছক পেশা বা জীবিকা নয়,
শিক্ষার্থীকে অনুপ্রাণিত করার এক মহান ব্রত।
সাধারণ মানুষ শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবান হোক,
ছাত্ররাও শিক্ষকদের শ্রদ্ধা প্রদর্শন করুক, মান্যতা দিক;
আবার শিক্ষকগণও তাঁদের প্রকৃত ভূমিকা পালন করুন,
এটাই হোক শিক্ষক দিবসের মহিমা কথন।
ডাঃ অনিরুদ্ধ পাল | Aniruddha Pal
Bengali Poetry 2023 | সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | প্রবীর রঞ্জন মণ্ডল | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ
Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩
Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | short story length | long story short | long story short meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | Bangla Online Kobita | Bangla Online Kobita 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | Bangla Online Kobita pdf | Bangla Online Kobita pdf book | Bangla Online Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Kabita 2023 | Natun Bangla Kabita 2023 book | Natun Bangla Kabita 2023 pdf book | Writer – Natun Bangla Kabita 2023 | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Natun Bangla Kabita 2023 | Top poetry – Natun Bangla Kabita 2023 | Best seller – Natun Bangla Kabita 2023 | Full pdf book – Natun Bangla Kabita 2023 | Free download pdf – Natun Bangla Kabita 2023 | Audio book – Natun Bangla Kabita 2023 | Video book – Bangla Kabita 2023 | Video poetry – Bangla Kabita 2023 | Audio poetry – Natun Bangla Kabita | New Poetry book | Shabdodweep poetry book | Shabdodweep International Web Magazine | International Bengali poetry | Bengali Poetry publisher | Shabdodweep Publisher | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Shabdodweep Video Book | Shabdodweep Mp3 poetry | Audio Poetry mp3 | Audio Poetry wmv | Video poetry mp4 | Modern Bangla Kobita 2023 | High Challenger | Status Bangla Kobita | Status Bangla Kobita in pdf | Status Bangla Kobita Collection