Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩

Sharing Is Caring:
BENGALI ARTICLE
Bengali Article

চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য [Bengali Article]

ধর্মমঙ্গল বাংলার মঙ্গলকাব্য ধারার অন্যতম জনপ্রিয় সাহিত্য। যদিও মঙ্গলকাব্যের মধ্যে ধর্মমঙ্গলের কাব্যগুলির তুলনামূলকভাবে সাহিত্যমূল্য সামান্য। ধর্ম দেবতার পূজা ও চর্চা সর্বাধিক রয়েছে রাঢ়বঙ্গে। ধর্ম দেবতার মিশ্র সংস্কৃতির দেবতা। আর্যায়ত হিন্দু মত, আর্যেতর লোকায়ত মত ও বৌদ্ধ মতের মিশ্রণে রাঢ়বঙ্গে ধর্ম দেবতার প্রসার লাভ ঘটেছে। বাংলা মঙ্গলকাব্যের প্রচলিত ছক ধর্মমঙ্গল কাব্যে মানা হলেও মঙ্গলকাব্য ধারায় ধর্মমঙ্গল কাব্য স্বাতন্ত্র্যের অধিকারী—ধর্ম পূজা ও ধর্ম দেবতার আখ্যান রাঢ় বাংলার জনসমাজে সর্বাধিক প্রচলিত। ধর্ম দেবতার পূজা ও আখ্যান বহুকাল আগে থেকে নিম্নবর্গের মানুষদের মধ্যে জনপ্রিয় ছিল। বর্তমান রাঢ়বঙ্গ অর্থাৎ অজয় ও দামোদর নদের মধ্যবর্তী ভূ-ভাগ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মালভূম অঞ্চলে ধর্মমঙ্গলের প্রসার রয়েছে। হাখণ্ড ছিল ধর্ম দেবতার প্রাচীন পীঠস্থান। কাব্যে আরাধ্য ধর্ম দেবতা মূলত ডোম সমাজের দেবতা। তাই ব্রাহ্মণ্যবাদী সংস্কারাচ্ছন্ন উচ্চবর্ণের মানুষরা ধর্মের উপাসনাকে ভালো চোখে দেখেননি। এই ঘৃণা কমে আসে ধীরে ধীরে, কিন্তু এরপরেও ধর্ম দেবতা মনসা ও চণ্ডীর মতো সর্বজন স্বীকৃত আসন পাননি। অষ্টাদশ শতকের কবি মানিক গাঙ্গুলী তাঁর কাব্যে লিখেছেন— “জাতি যায় তবে প্রভু যদি করি গান।” ধর্মমঙ্গলের আখ্যান লিখেও তিনি সংশয়দীর্ণ ছিলেন! ধর্মমঙ্গল কাব্যে দেখা যায় ব্রাহ্মণ ছাড়াও কায়স্থ, কৈবর্ত ও শুঁড়ি সম্প্রদায়ের কবিগণ কাব্য রচনা করেছেন। নিম্নবর্গের মানুষের বিদ্যাচর্চার অধিকার না থাকায় তাদের লেখা কোনো পুথি পাওয়া যায়নি, সম্ভবত তাঁরাও তাঁদের আরাধ্য দেবতাকে ঘিরে গান বেঁধেছিলেন। তুলনামূলকভাবে অন্যান্য মঙ্গলকাব্যে ব্রাহ্মণ কবিদেরই বেশি পরিচয় পাওয়া যায়। ধর্মমঙ্গলের কবিগণ প্রায় সকলেই রাঢ় বঙ্গের লোক। এই গ্রন্থ রাঢ়ের জাতীয় মহাকাব্য।

ধর্মমঙ্গলের কবি ও কাব্যে বাঙালির অজানা ইতিহাসের গোপন কথা লোকানো রয়েছে। ধর্ম দেবতার পূজা প্রচার ও ধর্মমঙ্গলের কাহিনীর মধ্যে বাঙালি রহস্যাবৃত জীবন ইতিহাসের এক বিচিত্র উপাদান দেখা যায়। ধর্মমঙ্গলের কাহিনীতে রয়েছে এই দেশের নৃ-বিজ্ঞানের ও সংস্কৃতির আকর। নৃতত্ত্ব বৈজ্ঞানিক গবেষকরা এ সমস্যার নানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। বিশেষত ধর্মমঙ্গল কাব্যে উল্লেখযোগ্য যেসব স্থান প্রভৃতির নাম পাওয়া যায়, তা বঙ্গের ঐতিহাসিকতা বজায় রাখে। মধ্যযুগের বাঙালির শৌর্য-বীর্যের কাহিনী ধর্মমঙ্গল কাব্যে স্থান পেয়েছে। লাউসেনের কাহিনী পশ্চাতে সম্ভবত কোন স্থানীয় ঘটনার ছায়াপাত রয়েছে। কারণ প্রায় সমস্ত ধর্মমঙ্গল কাব্যে লাউসেনের কাহিনীর ছাঁদটি প্রায় একই রকম। সাধারণত স্থানীয় সুপরিচিত ঘটনা যখন সরাসরি সাহিত্যে জায়গা পায় তখনই এমন হওয়া সম্ভব। লাউসেনের উপাখ্যানে গৌড়ের সিংহাসনে ছিলেন ধর্মপালের পুত্র। যদিও কোনো কবির কাব্যে তার নামের উল্লেখ নেই। ইছাই ঘোষ সেই সময়ে বিদ্রোহ করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে এই গৌড়েশ্বরের পুত্র সম্ভবত দেবপাল। ধর্মমঙ্গলের লাউসেন ও ইছাই ঘোষ দেবপালের অধীনস্থ দুইজন সামন্ত রাজা। যদি এমন হয়, তবে ধর্মমঙ্গলের কাহিনীর ঐতিহাসিকতা মেনে নিতে হয়। এছাড়াও ধর্মমঙ্গল কাব্যে যেসব বিশিষ্ট স্থানের উল্লেখ রয়েছে তার অধিকাংশই বাংলার নিজস্ব জনপদ।

ধর্মমঙ্গলের আরাধ্য দেবতা ধর্মরায় হিন্দু সংস্কৃতির ধর্মরাজ বা যমরাজ নন, তা স্পষ্ট বোঝা যায়। পণ্ডিত হরিপ্রসাদ শাস্ত্রী মনে করেন এই ধর্ম হলেন গৌতম বুদ্ধের শেষ পরিণতি। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের (অর্থাৎ বুদ্ধ ধর্ম ও সংঘের) মধ্যে ধর্ম কাল পরম্পরায় পরিবর্তিত হয়েছে এবং এইভাবে রূপান্তরিত হয়ে এখনও টিকে আছে। ধর্মমঙ্গলের ধর্ম পূজা পদ্ধতির অংশকে ‘শূন্যপুরাণ’ নাম দিয়ে একে বারে বারে বৌদ্ধ যুগের বাংলা সাহিত্য রূপে ফিরে দেখার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এমন চেষ্টা অন্য কোনো মঙ্গলকাব্যের ক্ষেত্রে ঘটেনি। ধর্মমঙ্গলের সৃষ্টি প্রকরণ প্রক্রিয়া ও অন্যান্য মঙ্গলকাব্যে একভাবে দেখা যায় না। সৃষ্টির আদিতে শূন্য রূপে বিরাজ করছিলেন ধর্ম। তাঁর থেকে তিনি প্রথমে ধীরে ধীরে অনিল ও নীল তৈরি করলেন। এরপর তিনি ধীরে ধীরে গোটা সৃষ্টির জন্ম দিলেন। সবকিছুর উৎস তিনি! এখানে তিনিই আদিদেব হিসেবে প্রতিষ্ঠিত। শূন্যপুরাণের কাহিনীর সঙ্গে এর সামান্য মিল রয়েছে।

ধর্মমঙ্গলের আখ্যানে বাঙালির বীরত্বগাঁথা গাওয়া রয়েছে। বাঙালির সংগ্রামের ইতিহাস ও রাজনৈতিক উত্থান-পতনের ইতিবৃত্ত ধর্মমঙ্গলের কাহিনীতে প্রকারান্তরে প্রতিফলিত হয়েছে। লাউসেনের বিজয় যাত্রা কোনো অতিকথন নয়। নিম্নবর্গের বাঙালি সমাজের বিশেষত ডোম, হাড়ি, চণ্ডাল সমাজের মানুষের চরিত্র চিত্রণে ধর্মমঙ্গলের কবিদের দক্ষতা অসাধারণ। এত জীবন্তভাবে নিম্নবর্গের শ্রেণীর মানুষের চরিত্র নির্মাণ ধর্মমঙ্গল ছাড়া আর কোন মঙ্গলকাব্যে দেখা যায়নি। ধর্মমঙ্গলের কবিদের সমাজ অভিজ্ঞতা, বিশেষত নিম্নবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা এ ক্ষেত্রে ছিল প্রত্যক্ষ লব্ধ। নিম্নবর্গের বাঙালি নারীর চরিত্র চিত্রণের ক্ষেত্রে ধর্মমঙ্গলের কবিগণের ছিল সুস্পষ্ট ধারণা। নারীর বীরত্বগাঁথা ধর্মমঙ্গল ছাড়া আর কোনো প্রথম শ্রেণীর মঙ্গলকাব্যে তেমন ভাবে দেখা যায়নি। কালু ডোমের স্ত্রী লখাই-এর মতো বীরাঙ্গনা সমগ্র মঙ্গলকাব্যেই দুর্লভ। এমনকি চণ্ডীমঙ্গল কাব্যের ব্যাধখণ্ডের নায়িকা ফুল্লরা চরিত্রেও লখাই সদৃশ নারীর বীরত্বের আখ্যান নেই।

অভিজিৎ পাল | Avijit Pal

Bengali Article 2023 | আশা নিরাশার দোলাচলে বাঁকুড়া জেলার কাঁসা শিল্প

Bengali Novel 2023 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৭) | উপন্যাস

Bengali Article 2023 | শ্রমিক আন্দোলনে সুভাষচন্দ্র বসু | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ

চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | ধর্মমঙ্গল | ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য আলোচনা | ধর্মমঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপট আলোচনা করো | ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য | মঙ্গলকাব্য | ধর্ম মঙ্গল কাব্যের রচয়িতা কে | লাউ সেন চরিত্র | মঙ্গলকাব্যের নারী চরিত্র | ধর্ম মঙ্গল কাব্য কাহিনী | ধর্মমঙ্গল কাব্যকাহিনী | ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে | ধর্মমঙ্গলের নদী বল্লুকা | ধর্মমঙ্গল কাব্যের চরিত্র পরিচিতি | ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর | ধর্মমঙ্গল কাব্যের ঘনরাম চক্রবর্তী | ধর্মমঙ্গল কাব্যে ইছাই ঘোষ চরিত্র | ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে | ধর্মমঙ্গল কাব্যের সমাজচিত্র | ধর্মমঙ্গল আর শিবায়ন কাব্য | বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ ২০২২ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali article writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali article rewriter | article writing | bengali article writing ai | bengali article writing app | bengali article writing book | bengali article writing bot | bengali article writing description | bengali article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment