Bengali Poetry 2023 | প্রবীর রঞ্জন মণ্ডল | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:

পাঁকের বর্ম কেটে [Bengali Poetry]

গাঢ় অন্ধকার নেমে যাচ্ছে একটু একটু করে
মধ‍্যরাত জীবনের চোরা পথ হতে;
সাদা কুয়াশার বর্ম আঁটা মুখ
ভিজতে ভিজতে এগিয়ে যায় শেষ রাতের দিকে।
মুখোশের অন্তরালে ভেসে যায় হাসি কান্না
শেষ ধাপের কুয়াশার গভীরতা মেপে
সূচিত হয় একক একটি দিনের,
ওই বুঝি সব পাপ তাপ ধুয়ে মুছে সাফ হলো
পাঁকের বর্ম কেটে বেরিয়ে পড়ে পাঁকালের দল।
আকালে সবদিকে তাকালেও রক্ষা পেয়ে যাবে
গলায় ঝুলানো আছে মায়াবী রক্ষা কবচ।
তাই গোয়েন্দার ডেরায় ঢোকে হাসিমুখ
বুকের পাঁজরে আর
হাড়ে হাড়ে গোঁজা আছে বুকের যন্ত্রণা
কত নিরন্নের কেড়ে নেওয়া সুখ।
এ অসুখ আর ভালো হবার নয়,
একদিন দধীচির হাড়েই হবে তাদের সর্বক্ষয়;
সেই মধ্যরাতের বিভীষিকা কেটে যাওয়ার দিন
আর বেশি দূরে নয়
ওই দ্যাখো কুয়াশা ভেদ করে নিষ্পাপ সূর্য হাসছে।

রুখবার কে আছে [Bengali Poetry]

সব পাড় ভাঙা হয়েছে শুরু
বুকের মধ্যে বেশ্যা বোধের টান
সমাজের বুক করছে দুরুদুরু
সবদিকে বাজে অসাম্যের গান।

খেলা নেই তবু শুরু হয় খেল
উদ্দাম নাচে ভাঙে ধর্মের কারা
কাদের জীবন হয়ে পড়ে উদ্বেল
আশঙ্কায় ঘুমিয়ে পড়ে পাড়া।

দুর্নীতি সব নীতির বাকল পরা
রঙিন চশমায় আঁটা সমাজের চোখ
সব নাকি রাজনীতির পরম্পরা!
রুখবার কে আছে পারলে রোখো?

কূলহারা নদী [Bengali Poetry]

অদূরেই আগুন স্রোত বাঁক খায় নদী
এপার ওপার জুড়ে স্রোত খেলে যায়
সময় সুযোগ সহ খড়কুটো ভাসে
প্রবাহ জীবনধারা এমনই বয়ে চলে।

কখন যে ভাটা নামে বিরামহীন বেগে
ঘোলাজলে ফিরে আসে সুখ শান্তি আশা
বিকলাঙ্গ দিকগুলো সব ফুটে ওঠে
জেগে ওঠে দ্বীপ আর হ্রদ অশ্বক্ষুর।

বিদুরের খুদ জেনো জমে থাকে বুকে
নদী আর নদীকথা আমাদের মুখে
এখনো পলির চরে দখলদারি আমার
খুদের মহিমাটুকু বুঝও মাথা ঠুকে।

গড়ে ওঠে ঘরবাড়ি দখলের চরে
আতঙ্কের স্রোত ঢোকে প্রতি ঘরে ঘরে
এখনই মজায় মজে কূলহারা নদী
বুকের পাঁজরে তাই ইতিহাস খুঁজি।

আমার আস্তিনে [Bengali Poetry]

শুধু মনটুকু রেখে গেছি,
ঠোঁট নয়
সেটুকু দূরে রেখে বিষাদময় হও!
কার অভিসারে বয়ে চলো অস্থিময় শরীর?

সেটুকুও বাদ দিলাম

পারলে অন্দরে ডেকে আনো প্রেমময় পুরুষ
আমার পৌরুষের অন্ধকার চিরতরে দূর করে
নতুন করে মনের বারান্দায় লিখে ফেলো
একক প্রনয়ের কবিতা।
শুধু মনটুকু নিয়ে নিলাম চিরতরে আমার আস্তিনে।

বিষাদ আগুন [Bengali Poetry]

শরীরের ভিতরে এখন জ্বলছে
চার খোঁটার আশ্রয়ে বিষাদ আগুন।
সব অহংকার পুড়ে একবারে ছাই
ওখানে নতুন বসত বাঁধবার কোনো স্থান নেই;
উপরি উপরি লোভ, ক্রোধ, মোহ সবাই
হাল ছেড়ে আশ্রয় নিয়েছে মস্তিষ্কে
তাদের ডানায় এখন আগুন পোড়ার গল্প।
অল্প অল্প করে ব্রহ্ম তালুতে নামছে জল
প্রবল বর্ষণ হলে সব ধুয়ে সাফ হবে
এই ভাবনার পাঁকে যাদের আঁটকে যাচ্ছে মন
তারা একবার ডানা ঝেড়ে বসে পড়ুন
আর ব্রহ্ম তালুতে ঠান্ডা হাত বুলান
অন্তত নতুন করে আশ্রয় পাক
নির্জন দ্বীপের মধ্যে ঘুরে বেড়ানো
কাম, ক্রোধ, মোহ আর অস্থির মন।

কারুময় [Bengali Poetry]

উঠে দাঁড়াও
বলো একবার
তুমি পূর্ব দিগন্তের সূর্যের মতোই
একরাশ আলো দেবে আমাকে ;
তোমার নিষ্পাপ আলোর জন্যই
কতকাল বসে আছি অনন্ত রাত জেগে।
তোমার কারুকাজ কারুমায়ার মতোই
রোশনাই ছোটায়
আমার বুকের অলিতে গলিতে
তাইতো এখনো আমার রাত জাগা।
এখনই আলো গিলে নেবো
দাঁড়াবো গিয়ে পুব দুয়োরে
অবিকল সহস্র শতাব্দী প্রাচীন স্ট্যাচুর মতো।
সবাই ছুঁয়ে দেখবে,তারিফ করবে
কেউবা ছবি নিয়ে দেবঘরে,
দেব সিংহাসনে দেবে আশ্রয়।
আমি আমার স্বপ্ন পূরণের ছবি আঁকব
কোটি কোটি মানুষের হৃদয় মন্দিরে।
শুধু তুমি একবার
উঠে দাঁড়িয়ে হাত রাখো
আমার কারুময় মাথার উপর।

উদ্দীপিত যৌবন [Bengali Poetry]

উত্থিত যৌবন
ভরা বসন্ত তোমার বুকে
লালিত হচ্ছে দীর্ঘক্ষণ।
কৃষ্ণচূড়ায় দখিনা বাতাস
মগ্ন তপস্যায় বিভোর হয়ে
সাঁতার কাটছে সারাক্ষণ।

কাল মধুমাস বাসন্তিকা রঙে
বিমুগ্ধ হয়েছে ফাল্গুন,
আগুন উদ্দীপ্ত যৌবন ছুটছে
ভ‍্যালেন্টাইনস ডে;
গোলাপের ছোঁয়ায় স্মৃতিচিহ্ন
ভালোবাসার রক্তিম দিন!
বসন্ত দখিনা বাতাসে জানান দিচ্ছে
এসো হাত ধরো
প্রজাপতি হয়ে ধরা দিক
নতুন জীবন।

টুকরো আশা [Bengali Poetry]

এক টুকরো আশা
ভালোবাসার মতো স্বচ্ছ কাঁচ
জুড়ে দেখি অজস্র ক‍্যানভাস
রাতের রজনীগন্ধার মতো
একবুক সুবাস বিলিয়ে দিচ্ছে
বাতাসের হাত ধরে।

একটুকরো আশা
অগুনতি শব্দের মতোই
নৈশব্দের নিঃসরণ ঘটিয়ে চলেছে নিরন্তর
আমার এ ভগ্ন হৃদয় জুড়ে।
তাইতো মরীচিকার মতো আশার পিছনে
ছুটে চলেছি অনন্তকাল।

দৃষ্টি রেখো [Bengali Poetry]

একটা নদী
চলতে চলতে
বাঁকের মাঝে থামল যখন,
তখন আমি
তাকিয়ে দেখি
চলতে চলতে পৌঁছে গেছি ;
যেথায় আমার যাওয়ার ছিল
অনেক কিছু পাওয়ার ছিল
সেথায় পড়ল নোঙর।
নদী তখন- – –
মুচকি হাসে
বললে আমার কানের কাছে
সময় হলে স্রোতের টানে
ফিরব আবার নতুন গানে
ভাটিয়ালি সুরে ;
সূর্য যখন যাবে পাটে
সাঁঝের প্রদীপ নেভার আগে
দৃষ্টি রেখো দূরে।

মনের রঙে [Bengali Poetry]

এসো, গাঙচরে এসে
করি বালি নিয়ে খেলা,
ঘর বানাই আপন মনে
রঙিন এক নতুন তুলির টানে।
প্রাণে জাগুক আপন গোধূলি বেলা
চাঁদের আলো ফিরে আসুক
সারা চর জুড়ে।
উড়ে যাক দু’একটি বনচরা পাখি
আঁখির মাঝে জেগে উঠুক স্বপ্ন উজাগর।
স্মৃতিসৌধ যা কিছু বানাই
সবটাই বালির ঘর;
ঠুনকো স্পর্শে ভাঙবে সবই
গড়বো তুলে নতুন চালে।
মনের থেকে মুছবে না তা
জানবে সেটি কোনো কালে!
সেই ঘরটা আমার আপন
থাকবে মনের রঙে;
ওকেই আমি আঁকব জেনো
নতুন থিমসঙে।

মাটির টান ছেড়ে [Bengali Poetry]

সবুজ, স্রোত, আর পলি বোঝাই নদীর ঘাট
পারের মধ‍্যে পার
ছোট ছোট নতুন গড়ে ওঠা রাস্তা
আটপৌরে জীবন যাত্রার মানুষ
রুটি রুজির টান
বিদেশ বিভূঁইয়ে নতুন প্রজন্ম
চাকচিক‍্যের মাঝেও নাড়ীর টান
গল্পগুজব তত্ত্ব তামাশার দিন শেষ।
বিকেলের বৈঠকি তাসের আসর মৃতপ্রায়
খোলা আকাশের নীচে ফুটবল বাদ রেখে
অ‍্যান্ড্রয়েড মুঠোফোনে প্রজন্মের চোখ গোঁজা
কেমন এক দিশেহারা জীবন সংগ্রাম!
ধূর্ত অথচ চতুর চাণক্যের মতো একশ্রেণী
যাদের হাতে বাঁদরের পিঠে ভাগের গল্প।
এলিট শ্রেণিরা সব মাটির টান ছেড়ে
বিদেশ বিভূঁইয়ে জীবনের মানে খোঁজায় ব‍্যস্ত।
এক সর্বনাশা ঝড় ও তুফানের সংকেত
জ্বলন্ত আলোর মধ্যে লুকিয়ে পড়েছে
ধ্বংসের বারুদ।
তাইত আজ এই জলাজঙ্গল ঘেরা
সুন্দরবনের মরুত পাথারে ভাসে বারুদের ঘ্রাণ।
কেউ করে দান ত্রাণ
রাজবেশী কেউ কাড়ে ঘ্রাণ!

লোকটা [Bengali Poetry]

জড়িবুটি আর বুক জুড়ে একটা তাবিজ
নিষ্ঠা, বিশ্বাস ভবিষ্যৎ নিয়ে রাস্তায় চলেছেন
একান্ত এক মেরুদণ্ড ভাঙা দুশ্চিন্তার মানুষ।
বিশ্বাসে নিঃশ্বাস নিতে এগিয়ে ছিল গনৎকারের ঘর
চড়চড় করে বেড়ে যাচ্ছিল ভবিষ্যৎ দ্রষ্টার ভবিষ্যৎ।
কারো কারো হাতের রেখায় খুঁজে পাচ্ছিলেন
মৃত্যু, প্রেম, বিবাহ, বিচ্ছেদ যন্ত্রণার প্রতিচ্ছবি;
প্রতিকারে গুচ্ছ গুচ্ছ পাথর আর দেবস্তুতির
নিদান দিচ্ছিলেন এক একজনের এক এক রকম।
ভেঙে পড়েননি ঠিকই, দুশ্চিন্তায় ভরা ছিল বুক
একটু অস্থির অপেক্ষায় অন্ধকার সময় কাটাচ্ছিলেন তিনি।
সময় অতিক্রান্ত হতেই ভবিষ্যৎ দ্রষ্টার ওঠবার পালা
মালা তাবিজ আর গণনার ল্যাপটপে মাথা গুঁজে দিলেন।
স্ট্রোকের রক্ত গড়িয়ে ল্যাপটপ অতিক্রম করল;
বাম হাতটা তুলে ধরলেন দুশ্চিন্তাগ্রস্থ লোকটি।
ভাগ্য গণনা করলেন কিনা জানিনা!
হাতের নাড়ীটা তখনও অল্প অল্প রিদম রেখে
এগিয়ে চলেছে পরপারের গ্রহ নক্ষত্রের দিকে। দেখলেন।
তারপর লোকটা মেরুদণ্ড সোজা করে এগিয়ে গেলেন
সমস্ত জড়িবুটি,মাদুলি, তাবিজ ছুঁড়ে দিয়ে
একান্ত ভালবাসার বাড়ির দিকে।

সেই মেয়েটি [Bengali Poetry]

ভোর হলেই তোমার পরনে থাকত
একটি লাল রঙের হাফপ্যান্ট ;
উদোম ছুটতে ওই মাঠের বুক জুড়ে
উড়ে আসত নাম না জানা কতরকম পাখির দল
হুস করে উড়ে যেতো ছন্দপতন ঘটিয়ে।
তোমাকে দেখতে পেয়ে ক‍্যাচর ক‍্যাচর করত কত!
তারা ভাবত তুমি নির্দয়
অথচ তুমি নির্দয় ছিলে না কখনো।
তোমার প‍্যান্টের রঙ হাওয়ার বেগে মিলিয়ে যেতো
একটা সময় ওই দূরে বহু দূরে।
আবার হুস করে যখন ফিরে আসতে
পাখিরা জানান দিতো সে কথা।
এখন পাখিরা কেউ কথা বলে না জানো?
যেদিন তুমি শেষ গেলে
কথা দিয়ে যাওনি তুমি ফিরবে না!
পাখিরাও জানে না সে কথা,
তাই তোমার অপেক্ষায় অপেক্ষায়
নীরবে দাঁড়িয়ে থাকা তোমার আপনজন মেয়েটি
রাস্তার সারি-পথে তোমার ফেলে রাখা পায়ের দাগ
কুয়াশায় লেগে থাকা ছোপের দিকে
নির্নিমেষ তাকিয়ে দেখেছে।
সেই বিন্দু পথে চোখ রেখে রেখে
দিনের পর দিন, মাসের পর মাস,বছরের পর বছর কাটিয়েছে।
আর দীর্ঘশ্বাস ছড়িয়ে দিয়েছে বাতাসে
চারিদিকে পাখিরা কত আসে!
কিন্তু তোমার ফিরবার খবর এনে দেয় না কেউ তার কাছে।
তুমি ফিরবে কী ফিরবে না
একথা কেউ বলেনি তাকে।
শুধু বাতাস বলে গেছে অপেক্ষায় অপেক্ষায় কাটিয়ে দাও
জীবনের আর কয়েকটা বছর।

বাঁক জোয়ার [Bengali Poetry]

নদী উজাড় করা ঢেউ
মাখতে মাখতে নারীর যোনির মতো
ছুটে চলেছে পালতোলা নৌকা।

চৌকস চোখে তাকিয়ে দেখছি
নদীর ছলাৎ ছলাৎ রমণ;
নতুন জীবন বাঁক নিচ্ছে
গোল গোল সাদা মার্বেলের মতো
আমাদের বিস্ফারিত চোখে!

নদী কী নতুন করে জন্ম নিচ্ছে আবার?
নাহলে এতো পলিচর
দিনের পর দিন ঘুমপাড়ানি গান গাইছে কেন?
ভরা জোয়ার এলে
জিজ্ঞাসা করে দেখব একবার।

মায়াময় ছায়া [Bengali Poetry]

মায়াময় এক ছায়া
প্রতিনিয়ত এসে হাতছানি দেয়
আমার খুলে রাখা দরজার কাছে।
রঙ তুলি অবয়বহীন উপস্থিতি
কখন যে ঘাড়ের নিকট এসে নিঃশ্বাস ফেলে!
চমকে ফিরে তাকাই পিছনে।
দেওয়ালে টাঙানো প্রপিতামহের বিবর্ণ ছবি
স্মিত এক বিভাজন হাসি হাসে;
আমার ঠাম্মার উল্কি আঁকা চোখের পাতায়।
নিরুপায় এক হেলে-পড়া বিকেল
ঝরে যাওয়া ধূসর পাতায়
ছায়া এসে গড়াগড়ি খায়
রোমশ বুকে হাঁটা শীত ইঁদুরের মতো।
কালপেঁচা ডাক ফেরে
সিঁদকাটা এক বিষন্ন রাতে।

বিশ্বাস অবিশ্বাস [Bengali Poetry]

দুটি হাত নীরব স্তব্ধতায়
তুলে দিতে হলো আকাশের ওপারে
চোখের কোণায় বিন্দু বিন্দু অশ্রুকণা রেখে
নীল আকাশে ঈশ্বর বিশ্বাসে।

চারিদিকে অগণিত লাশের মিছিল
ঢেকে গেছে রাজপথ, অলিগলি পথ প্রান্তর।
ওদিকে তাকিয়ে আছে মানুষের ঈশ্বর
কপোলের গা বেয়ে অঝোর ধারায় নামে
কত অসহায় জল।
একটা অশ্রুসিক্ত আবেদন ছিল মানুষের কাছে
ঘরের মধ্যে নিজেকে সংযমী রাখা কয়েকটি দিন
ছক ভেঙে কেটে দেওয়া দানবের ছল।
কেউ কথা রাখেনি।
জীবনের সব স্বাদ পূর্ণতায় ভাসিয়ে শরীর
উদোম চলাচল গলি হতে রয়েছে রাজপথ
মদ মত্ততায় ছুটিয়েছে ফোয়ারা বার, রেস্টুরেন্ট, সপিংমলে
বিনিময়ে হারিয়েছে অমূল্য সম্পদ,জীবন
আর শাসক হারিয়েছে তার জনগণ
যার ভিতে দাঁড়িয়ে ছিল তার গর্বের সিংহাসন।
সুতরাং শাসক তার সুশাসন ভুলে
উপরে তুলে দিল হাত ঈশ্বরের জিম্মায়।

চিরকালীন ভাষা [Bengali Poetry]

কাদা মাটি, নদীর চর আর ধুলোর উপর
অক্ষর হাতড়ে হাতড়ে খুঁজি আমার প্রাণ।
মনের গভীরে আজন্ম বেড়ে ওঠা
বাবা মায়ের স্বভাবজাত জিন
মুখের স্বরে নেমে আসে খোলা আকাশের নীচে;
তারাও তো পিতৃপুরুষের রেখে যাওয়া সব
আঁকড়ে নিয়ে মনন স্মৃতিতে গেঁথে রেখেছিল।
এইভাবে কাল থেকে কালান্তরে স্বরের প্রক্ষেপণ
একুশে ঝরে যাওয়া রক্তের দাগে
মায়ের ভাষার সমাক্ষর-পাতন
চোখের সামনে বুলেটের দাগ হয়ে ঘুরে বেড়ানো।
বাংলার ভাষা বাংলা ভাষা সারা পৃথিবী চক্কর কাটে
রফিক, সালাম, বরকত, জব্বারের বুকের রক্ত
চিরকালীন ভাষা হয়ে নির্ঝরের স্বপ্ন ঝরে।
পৃথিবীর এলিট শ্রেণির মাতব্বরের দল
বাংলা ও বাঙালির তাজা রক্তে আত্মসমর্পণ করে
আন্তর্জাতিকতায় বিভাষিত হয়ে জেগে ওঠে
ওমকার ধ্বনি আ মরি! বাংলা ভাষা।

প্রবীর রঞ্জন মণ্ডল | Prabir Ranjan Mandal

সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023

মন্টুর মা | গল্পগুচ্ছ ২০২৩ | Bengali Story 2023

মহা রফিক শেখ | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023

মোঃ ওয়াসিউর রহমান | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023

পাঁকের বর্ম কেটে | রুখবার কে আছে | কূলহারা নদী | আমার আস্তিনে | বিষাদ আগুন | কারুময় | উদ্দীপিত যৌবন | টুকরো আশা | দৃষ্টি রেখো | মনের রঙে | কারুময় খামে অচেনা প্রেম | এক টুকরো আশা | তোমার দৃষ্টি রেখো মানে কি ইংরেজি | ছেলের দিকে দৃষ্টি রেখো | জানালায় রেখো দৃষ্টি | মনেরও রঙে রাঙাবো | মনেরও রঙে রাঙাবো লিরিক্স | ঘর সাজুক মনের রঙে | নতুন বছরে ঘর সাজুক মনের রঙে | কূলহারা উপকূলবাসী | মরা নদী কূলহারা | কূলহারা মানুষ ছাড়ছে উপকূল | আমার আস্তিনে কবিতা | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Karumoy fashion | Monero Ronge Rangabo | Monero Ronge rangabo lyrics | Ami Jeno Kulhara Nodi | Kulhara Village | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment