Poetry of Subrata Roy Sharma
Bangla Kabita Online Quotes | Read Bengali Poetry Collection
ঘরের লক্ষ্মী
নাক বোঁচা হুতুম পেঁচা
বসল এসে ঘরে
খুড়ি তখন খাবার জল
পুকুর থেকে ভরে।
পড়ে নজর পেঁচার দিকে
খুড়ি চেঁচিয়ে বলে
লক্ষ্মী এলো মোদের ঘরে
ভাগ্য গেল খুলে।
পেঁচা বলে মুচকি হেসে
শোন খুড়ি তবে
পরের মেয়ে খুশি হলে
লক্ষ্মী ঘরে রবে।
পাখি আমি লক্ষ্মী পেঁচা
সবার চেয়ে দামি
যেই বাড়িতে লক্ষ্মী বউ
সেথায় থাকি আমি।
খুড়ি বল ভুল করেছি
এবার থেকে আমি
আদর যতন করব তারে
বউ যে আমার দামি।
ভূতের বিয়ে
বাঁশ বাগানে আঁধার হলে
ভুতের দেখা মেলে
নাকি সুরে গানটি ধরে
ভুতের বড়ো ছেলে।
মামদো ভুতে বাজায় বাঁশি
মেছো ভুতে নাচে
গায়ে নিয় সর্দি কাশি
পেত্নী বুড়ি হাঁচে।
সেদিন ছিল ভুতের বিয়ে
সব ভুতেরা মিলে
কাচা কাচা হাড় মাংস
খাচ্ছে তারা গিলে।
ভুতের নাচন নাচছে তারা
তেঁতুল গাছের ডালে
বিয়ের সাজে বর কনেতে
ছাই মেখেছে গালে।
যদি যাও বাঁশ বাগানে
ঘাড় মটকে দেবে
তোমায় তখন ভুত বানিয়ে
ওদের দলে নেবে।।
তোমায় কাছে পেলে
তোমায় আজও কাছে পেলে
মনটা আমার যায় ভরে
সবুজ পাতা নতুন আসে
পুরনো সব যায় ঝরে।
তোমার দেখা একটু পেলে
নতুন প্রেমের জাল বুনি
ফুলের মতো হৃদয় মেলে
ভালোবাসার দিন গুনি।
নতুন করে করবো শুরু
তোমায় যদি পাই কাছে
সাজিয়ে দেব গানের কলি
এখনোতো সুর আছে।
জীবন বড়ই অল্প সময়
কখন ফুরোয় কে জানে
আঘাত আমায় করো তুমি
তোমার হৃদয় প্রেম বানে।
মনের ভেতর আশা জাগে
সবকিছু আজ যাই ভুলে
বুকে আমার আগুন জ্বলে
তোমায় আজও কাছে পেলে।
জোছনা গায়ে মাখা
চলো যাই আজকে কিছু
অন্য রকম করি
সময়টাকে বন্দি করে
দেখব না আর ঘড়ি।
কাটিয়ে দেবো সারা বেলা
তুমি আমি মিলে
সরাটা দিন তাকিয়ে রব
তোমার গালের তিলে।
নদীর পাড়ে হাতটি ধরে
রাখব আমার কাছে
বোলবে তুমি তোমার মনেও
একটা হৃদয় আছে।
সূর্যি যখন মুখ লুকাবে
সবুজ পাহাড় কোলে
পাখিরা সব বলল ডেকে
রাত্রি হলো বোলে।
বোলব আমি সোহাগ করে
আর একটু থাকি
তুমি আমি চাঁদের আলোয়
জোছনা গায়ে মাখি।।
স্মৃতির পাতায়
শীতের পরশ জাগিয়ে হরষ মেখে
শিমুল তলায় ছায়ে
তোমার আমার প্রথম দিনের চলা
এগিয়ে ছিলাম পায়ে।
স্মৃতির পাতায় এখন শুধুই আছে
কাজল মেঘের মতো
কয়েক যুগের পুরনো দিনের কথা
টুকরো জমাট যতো।
নাইবা পেলাম তোমার পরশ গায়ে
যখন অনেক দুরে
তোমার দেওয়া সকল চিঠির ভাঁজে
থাকবে সুবাস জুড়ে।
ভাববো তুমি আছ আমার পাশে
শীতের কাঁপন গায়ে
তোমার ঠোটের উষ্ণতা কে ছুঁয়ে
এগিয়ে যাব পায়ে।।
হারে রে রে রে
কষ্ট যখন বুকের মাঝে জাগে
ধর্ম কথা ভীষণ কঠিন লাগে
পেটের খিদে পেটের ভেতর মরে
আগুন জ্বলে বিকৃত এক রাগে।
ঘরের মাঝে ছেড়া কাঁথায় শুয়ে
স্বপ্ন দেখে রাজা উজির হবে
পায়ের তলায় শুকনো পাতা পিষে
গল্প কথা আর কতদিন কবে।
খিদের জ্বালায় আগুন জ্বলে চোখে
ভক্তি শ্রদ্ধা সব বিসর্জন দিয়ে
হরির লুট করলো সবাই মিলে
জ্বালা নিভায় জল বাতাসা নিয়ে।
কষ্ট গুলো কেবল বলতে থাকে
আর কতদিন এমনি করে রবে
ইটের পাঁচিল গুড়িয়ে দিলে তবে
তোমার জিত সেদিন থেকে হবে।
পায়ে পায়ে বিঁধবে হাজার কাঁটা
দুঃখ সকল মুখ থুবড়ে পড়ে
চেঁচিয়ে উঠে বলে হারে রে রে রে
জ্বালাও বাতি তোমার ভাঙা ঘরে।।
নিয়ম
সূর্য চন্দ্র গ্রহ যারা
নিয়ম মেনে ঘুরছে তারা
আমরা কেবল নিয়ম ভাঙ্গি
কেউ পথেতে কেউ বাড়িতে।
পথের মাঝে নিয়ম ভাঙি
লাল আলোটা উপেক্ষা করে
নিজের বিপদ ডেকে আনি
হেলমেটটা না পরে।
বাড়ির নিয়ম বড়র কথা
শুনলে করে মাথা ব্যথা
স্কুলেতে নিয়ম কানুন
জ্বলতে থাকে গায়ে আগুন।
রোজ অফিসে নিয়ম ভেঙ্গে
চলি সবাই খেলার মাঠে
কাজের বেলায় ঢিলে ঢালা
আড্ডাতে দিন যে কাটে।
বাসের নিয়ম ট্রেনের নিয়ম
রোজ ভাঙি রোজ গড়ি
কেউ কিছু বলতে গেলে
বন্ধ করি বাস আর গাড়ি।
নিয়ম ভাঙ্গা মোদের স্বভাব
ইচ্ছা মতো পথ যে চলি
এবার সবাই শুধরে যাও
নয়তো প্রাণ হবে বলি।
ষাঁড়ের কীর্তি
লাল জামাটা গায়ে দিয়ে
যখন হলাম বার
সামনে থেকে তেড়ে এলো
কালো পাহাড় ষাঁড়।
ভয়ে উঠি গাছের উপর
সেথায় দেখি সাপ
হাত জোড়ে বলি তাকে
করো আমায় মাপ।
গাছের উপর সাপের ফণা
নিচে দাড়িয়ে ষাঁড়
এবার আমি কোথায় পালাই
ভাবি বারবার।
চোখটা বুজে দিলাম আমি
ষাঁড়ের ঘারে লাফ
ভয়ের চোটে ষাঁড় পালালো
বলে বাপরে বাপ।
ইচ্ছা
আকাশ যদি আজকে খালি
আমার একার হতো
ভরে দিতাম তারার মালায়
সাজিয়ে মনের মতো।
বাতাস আমায় বলতো ডেকে
আজকে তোমার হবো
বুক ভরে শ্বাস নিয়ে বলি
সাথে তোমার রবো।
ভোরের আলো ফুটতো যদি
আমার মুখটি চেয়ে
কালো চোখে ভরে নিতাম
হতাম আলোর মেয়ে।
ফুল গুলো সব বলতো হেসে
তোমার জন্য ফুটি
সকাল সাঁজে গাঁথি মালা
নিতাম সবে ছুটি।
এমন কেন হয় না রোজই
আনন্দের উৎসব
খুশির ডানা মেলে দিতো
ইচ্ছা গুলো সব।।
যখন আলো ছড়ায় প্রাণে
তোমায় দেখি নতুন করে
তোমার গলার মধুর গানে
তোমার চোখে আমায় দেখি
যখন আলো ছড়ায় প্রাণে।
তোমার রূপের আলো জাগে
তোমার দেহের প্রতি কোনে
তোমার চলার ছন্দ দেখি
যখন আলো ছড়ায় প্রাণে।
তোমার কথায় মুক্তো ঝরে
তোমার কথা আমায় টানে
তোমায় দেখি দুচোখ ভরে
যখন আলো ছড়ায় প্রাণে।
তোমার কাছে আজ এসেছি
তোমার দেওয়া খুশির টানে
তোমার হাতে হাত রেখেছি
যখন আলো ছড়ায় প্রাণে।।
কালো মেয়ে
কালো মেয়ে কালো বরণ
কালো ভ্রমর চোখের তারায়
মেঘ কালো চুল আকাশ ঢাকে
হাসিতে তার মুক্ত ঝরায়।
প্রথম যেদিন দেখে ছিলেম
শালের বনে তমাল তলে
পৌষ পাবনে টুসুর মেলায়
হাড়িয়া আর নাচের তালে।
বলেছিল লাচবি বাবু আমার সনে
আকাশ জুড়ে বাজল মাদল
নেচে ছিলাম হাতটি ধরে
হয়ে আমি নিজেই পাগল।
কোথায় যেন হারিয়ে গেলাম
চাঁদের আলোয় জোছনা ছড়ায়
ভালোলাগার বাসনাতে
ধীরে ধীরে হাতটি বাড়াই।
কাক ভোরে সে এসেছিল
খোলা চুলে, আমায় ডাকে
ভোরের আলো পড়ল এসে
কালো রংয়ের প্রতি বাকে।
ফিস ফিসিয়ে বলল বাবু
পালিয়ে যা ইখান থিইকে
মেরে তুকে ফেইলবে উরা
লাচ করেছিস আমার সনে।
কালো মেয়ের চোখের তারায়
ভালোবাসার সোহাগ জ্বলে
ইচ্ছে করেই ডুবে ছিলাম
কালো দিঘীর কালো জলে।।
সাবধান
বনের পশু বনের সোভা
গাছের যেমন ফুল
তাদের আমরা নষ্ট করি
করছি আমরা ভুল।
প্রকৃতি ভাসে চোখের জলে
কাঁদছে আজ বিধাতা
প্রতি পদে প্রকৃতিকে মানুষ
করছে নিজেরা হত্যা।
সবুজ বনানী ধ্বংসের পথে
মরুভূমি হবে দেশ
প্রাণের স্পন্দন থাকবে না আর
হবে সবকিছু শেষ।
পাখিরা আর গাইবে না গান
আকাশ দেবেনা বৃষ্টি
অনাহার আর অরাজকতায়
ধ্বংস হয়ে যাবে সৃষ্টি।
এখনো সময় যাইনি চলে
সাবধান হও বিশ্ববাসী
অনেক করেছ প্রকৃতির হত্যা
থামাও এবার আনো খুশি।
অভিমানের ভুল
অভিমানে ছেড়ে গেলে
ভেঙ্গে হৃদয় খানি
দোষ কিছু আমার ছিল
তাতো আমি জানি।
তোমায় আমি পাইনি দিতে
সময় বেশি করে
ভুল বুঝলে তুমি আমায়
ভাবলে গেছি সরে।
বুঝিয়ে বলি একটু সময়
আমায় তুমি দাও
অভিমানে সব হারাবে
এই কি তুমি চাও।
আজ অভিমান গেছে চলে
ভাঙ্গলো তোমার ভুল
হাসি মুখে এগিয়ে এলে
হাতে গোলাপ ফুল।
মান অভিমান দুজন মাঝে
আসবে সারা জীবন
ভুল গুলো সব শুধরে নেব
বসে মোরা দুজন।।
ক্ষণস্থায়ী
বানাই আমি মাটির হাড়ি
ঠুনকো আমি জানি
এক ঠোকাতে গুড়িয়ে যাবে
বড্ড অভিমানী।
পদ্ম পাতায় শিশির বিন্দু
সদাই টলমল
একটু ছোঁয়ায় গড়িয়ে পড়ে
চোখ করে ছলছল।
মোম বাতিটা নিজেই জ্বলে
দেয় যে ভরে আলো
দমকা হাওয়া নিভিয়ে দিলে
নেমে আসে কালো।
মানব জীবন নয়কো স্থায়ী
যাবে কখন চলে
ভাঙ্গলে হৃদয় জোড়ে না আর
একটু আঘাত পেলে।
সব কিছুই ক্ষণস্থায়ী
ধুলোয় যায় মিসে
আমার আমার বলে তুমি
বড়াই করো কিসে।।
তুমি আমার হরি
তোমার আমার হয়েছিল দেখা
জীবন নদীর কুলে
সেদিন দুজনে হারিয়ে গেলাম
সকল অতীত ভুলে।
দিয়েছিলে হাত মাথার উপরে
নিয়েছিলে কাছে টেনে
অপবাদ সব নিয়েছিলে কাঁধে
আমার অতীত জেনে।
আমার অতীত কালিমাখা ভরা
তোমার পরশে আমি
ধুয়েমুছে কালি যতো ছিল মনে
হয়েছি আজকে নামি।
তোমার নামেতে প্রদীপ জ্বালাই
তোমায় পূজন করি
তোমার আশিস পেয়েছি আজিকে
তুমিতো আমার হরি।
ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছ
সকাল বিকাল সাঁঝে
তোমাকে পেয়েছি আমার জীবনে
তুমিতো সবার মাঝে।
ফেলে আসা দিন
ঘর বাড়ি সব চলে গেছে
পড়ে আছে মাটি
গোয়াল ঘরে গরু ছিলো
খেতাম দুধ খাঁটি।
গোলায় ভরা ধান ছিলো
ঝুলতো ফল গাছে
বাগান ভরা নানান ফুলে
পুকুর ভরা মাছে।
সকাল হতো পাখির ডাকে
ভালোবাসা প্রাণে
উৎসবের দিন সবাই মিলে
ভরিয়ে দিত গানে।
বন্ধুরা সবাই আপন ছিলো
ঝগড়া হতো মাঠে
দুপুর বেলায় আবার মিলন
একই স্নানের ঘাটে।
মনের ভেতর স্বপন দেখি
আবার যদি আসে
ফেলে আসা দিনগুলো সব
চোখের পাতায় ভাসে।
মিলন
খুঁজে বেড়াও আমায় তুমি
দেশ বিদেশে অনেক দূরে
দেখবে আমি কাছেই আছি
তোমার দুটি নয়ন জুড়ে।
তোমার দেহের গন্ধে মিশে
আতর হয়ে জড়াই গায়ে
তোমার চলার পথের ধারে
দাঁড়াই আমি বটের ছায়ে।
তোমার স্নানের পুকুর জলে
পড়বে যখন সাঁঝের ছায়া
বিজলী হয়ে জ্বলব আমি
বাড়িয়ে দিয়ে প্রেমের মায়া।
পুকুর পাড়ে বসবে যখন
ভেজা গায়ে স্নানের শেষে
বাতাস হয়ে আসব কাছে
জড়িয়ে ধরি তোমায় এসে।
তোমার দেহের পরশ পেয়ে
আমার মনে শিউর লাগে
তোমার আমার মিলন ক্ষণে
হাসনুহানার সুবাস জাগে।
ভালোবাসার কয়েদখানা
ভালোবাসার নেইকো শেষ
খুঁজে বেড়াই মনের মাঝে
যখন দেখি দাঁড়িয়ে তুমি
কয়েদখানার লোহার দ্বারে।
হাতটা যখন বাড়াও আগে
ভালোবাসার জেলখানাতে
বলি আমি তোমার হৃদয়
চুরি করে নিলাম বুকে।
চোর বদনাম হলো আমার
তোমার হৃদয় করে চুরি
ভালোবাসা নয়তো চুরি
হৃদয় দিয়েই হৃদয় খুঁজি।
প্রেম পিরিতি ভালোবাসার
জেলখানাতে বন্দিজীবন
ভালোবাসার শেকল বাঁধা
হৃদয় চুরির জুলুম করে।
দোষী হলাম আজকে আমি
লুটে তোমার হৃদয় খানি
বন্দিজীবন আমার ভালো
তোমার হৃদয় সোনার খনি।
লড়াই
আয়রে ছুটে আয়রে তোরা
সবাই মিলে উঠবি রথে
হাত মিলিয়ে এগিয়ে যাবি
একই রাস্তা একই পথে।
ভয়কে সবাই জয় করে নে
সাহস করে দাঁড়া ঘুরে
ন্যায়ের পথে চলরে সোজা
অন্যায়কে রাখরে দূরে।
লড়াই করে বাঁচতে হবে
বিপদ তোদের পায়ের তলে
শক্ত হাতে ধররে লাঠি
আগুন হয়ে উঠবি জ্বলে।
দেখবি সকল আঁধার কেটে
আলোর রেখা উঠবে ফুটে
অন্ধকারে আছে যারা
আলোর দিকে আসবে ছুটে।
উঠবে বেজে জয়ের ঘন্টা
মিলবে সাথে সবাই হেসে
মুছে যাবে অন্যায় সব
ন্যায়ের ধ্বজা উড়বে দেশে।
রায় শর্মা | Subrata Roy Sharma
From the Myanmar Diaries | অ-শরীরী | মায়ানমারের ডায়েরীর পাতা থেকে | 2023
Bengali Language Interesting Facts | A Mori Bangla Bhasha
Pancha Byanjan Galpo | পঞ্চব্যঞ্জন পর্ব ২ | জয়ন্ত কুমার সরকার | Top New 2023
Bangla Prabandha Rachana | মনের কুলুঙ্গিতে আমার ভিক্ষে মায়ের স্মৃতি | New 2023
Bangla Kabita Online Quotes | Shabdodweep Web Magazine | Subrata Roy Sharma
Bangla Kabita Online Quotes are not just lines of text; they are reflections of deep emotions, traditions, and the ever-evolving culture of Bengali literature. For poetry lovers across the world, these quotes offer a doorway to the timeless magic of Bangla Kobita (বাংলা কবিতা). In this digital era, reading Bangla poetry has become more accessible and enjoyable, thanks to platforms like Shabdodweep Web Magazine.
At Shabdodweep, we publish the best of Bangla Kabita, Bengali poems, and Bengali quotes from both legendary and contemporary Bengali poets. One such contributor is Subrata Roy Sharma, a renowned writer whose stories and poems have won many hearts across our readership. Our commitment is to promote authentic and emotionally rich Bangla literature while ensuring easy online access to every reader.
Why Bangla Kabita Online Quotes Matter
Bangla Kabita Online Quotes have the power to evoke feelings, inspire thoughts, and connect generations. They echo the philosophical and cultural depth of Bengali life. Whether it is a short couplet or a verse from a classical poem, these quotes are often shared for motivation, celebration, or quiet reflection.
Through our curated collections, Shabdodweep offers meaningful quotes that touch on love, nature, life, and sorrow – all common themes in Bengali literature. We do not just share quotes; we share the context, the essence, and the artistic relevance behind each piece.
What Makes Shabdodweep Web Magazine the Best Source for Bangla Kabita Online Quotes
Our editorial team, made up of experts and seasoned lovers of Bengali literature, carefully selects Bangla Kabita Online Quotes to reflect the beauty and integrity of each poet’s voice. Our aim is to maintain high standards by aligning with E-E-A-T principles:
Experience: We have decades of collective experience in Bengali poetry and digital publishing.
Expertise: Every article and quote is reviewed by language experts to ensure authenticity and linguistic charm.
Authoritativeness: Shabdodweep is a trusted name in the field of Bengali poems and literature.
Trustworthiness: We offer verified, original content, contributed by poets like Subrata Roy Sharma and others.
Connecting with Bengali Poets
Bangla Kabita Online Quotes also serve as a bridge between the past and present. Readers can enjoy timeless verses from icons like Rabindranath Tagore or Jibanananda Das, while also discovering fresh perspectives from modern Bengali poets featured in our magazine.
We provide an open platform for both established and emerging voices. Writers like Subrata Roy Sharma enrich our collection with heartfelt stories and poems that reflect everyday emotions and societal shifts.
Expanding the Beauty of Bengali Literature
We are proud to contribute to the legacy of Bengali literature through our digital platform. Each Bangla Kabita Online Quote adds value to the language and culture. It also educates the youth, revives forgotten classics, and celebrates the diversity of Bengali expression.
Our curated collections are not only poetic but also educational. We regularly publish poems with explanations, historical background, and vocabulary tips for readers who are just starting their journey into Bengali poetry.
Readability and Accessibility
Shabdodweep maintains an optimal readability score to ensure that content is engaging for all age groups. We use easy Indian English so that readers from any background can understand and enjoy the richness of Bangla Kabita Online Quotes. Our clean layout and user-friendly design also make the reading experience smooth and enjoyable.
Regular Updates and Thematic Collections
Whether you’re searching for quotes on love, festivals, nature, or everyday life \u2013 our regularly updated sections on Bangla Kabita Online Quotes will keep you coming back for more. Each quote is tagged under themes, making it easier for you to find exactly what you need.
We also host special editions and tribute issues on famous Bengali poets, which include exclusive quotes and reviews by critics and writers like Subrata Roy Sharma.
FAQs on Bangla Kabita Online Quotes (With FAQ Schema)
What makes Shabdodweep the best platform for Bangla Kabita Online Quotes?
Shabdodweep Web Magazine offers authentic, curated Bangla Kabita Online Quotes by writers like Subrata Roy Sharma. Our content is trustworthy, easy to read, and regularly updated.
Can I find quotes from both modern and classic Bengali poets?
Yes, we feature a mix of timeless classics and fresh voices. From Rabindranath Tagore to today’s young talents, we cover a wide range.
Are these quotes suitable for sharing on social media?
Absolutely. Our Bangla Kabita Online Quotes are perfect for WhatsApp status, Instagram captions, or inspirational Facebook posts.
How often is the content updated?
We update our content weekly with new quotes, poet features, and themed collections to keep our readers engaged.
Is Shabdodweep only for poetry lovers?
Not at all. While poetry is our main focus, we also publish stories, reviews, and cultural articles that appeal to all lovers of Bengali literature.
Explore the magical world of Bangla Kabita Online Quotes today at Shabdodweep, your best e-magazine for Bengali poems, quotes, and literary treasures. Let the words of Bengali poets inspire your heart!