New Bengali Story 2023 | আঁধার পেরিয়ে (শেষ পর্ব) | গল্প

Sharing Is Caring:
Bengali Story

আঁধার পেরিয়ে (শেষ পর্ব) – প্রবোধ কুমার মৃধা [Bengali Story]

মূল কাজের আগে মাঝে একদিন শোভনের দুই দাদা, বোন ও জামাই বাবুদের একজোট করে কীভাবে কাজটা হবে সেই নিয়ে আলোচনায় বসল।অভ্রকে সঙ্গে নিয়ে নমিতাকে আসতে হলো। জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বয়স্ক দু-চারজন‌ উপস্থিত থাকল। দীর্ঘ সময় ধরে পুরো বিষয়টি নিয়ে আলোচনা চলল। প্রধান সমস্যা দাঁড়াল অর্থের,আপাতত কিছু ধার-দেনা ছাড়া দায়টা থেকে উদ্ধার হ‌ওয়া‌ সম্ভব নয়। উপস্থিত সবাই অল্প‌ বিস্তর আলোচনায় অংশগ্ৰহণ করল কিন্তু নমিতা উপস্থিত থেকে ও সারাক্ষণ চুপচাপ শুনেই গেল। একটা কথাও বলল না ।আলোচনার শেষে সবাই যখন উঠতে চাইছে এমন সময় নমিতা সবাইকে উদ্দেশ্য করে খুব‌ই ধীরে ধীরে জানাল, ‘ওদের বাবা বেঁচে থাকলে দায়টা প্রধানত নিতে হতো তাকেই, চাষবাস ছাড়া দাদাদের বাইরের উপায়‌ তো তেমন নেই, এ অবস্থায় আমার কী করণীয় বলুন।’ বড়‌দিদি, জামাইবাবু রে রে করে উঠল,’ সংসার আর ছেলে দুটোর পেছনে তোমার অনেক খরচ হয়‌, এ সংসার থেকে তো তুমি কিছু নাও না। তোমার কাছে আমরা কিছুই দাবি করতে পারি না। সেটা ঠিক হবে না।

‘না দাদা,সে সমস্যা তো সারা বছরের ব্যাপার,মাস গেলে নিজের তো একটা আয়‌ আছে তাছাড়া, অল্প হলেও সামান্য‌ পেনসন পাই। ঠাকুরের কৃপায়‌ চলে যায়। মায়ের তো এই শেষে কাজ, এ সময়ে আমার তরফ থেকে কিছু না করলে তাঁর মৃত সন্তানের আত্মা শান্তি পাবে না। ‘বলতে বলতে ঝর ঝর করে কেঁদে ফেলল নমিতা। সবাই‌ চুপচাপ। শেষে বড়‌ জামাইবাবু বললেন, ‘তাই যদি মনে করো, তোমার সাধ্য মতো সাহায্য‌ ক’রো।আমরা কিছু বলব না। তুমি খুশি হলে আমরা খুশি হবো। তারপর অভ্রকে লক্ষ্য‌ করে বললেন, ‘কি রে অভ্র‌, কি বলিস বাবা, মায়ের সঙ্গে পরামর্শ করে যা ভালো বুঝিস করিস। আমরা চাইনা তোদের অসুবিধে হোক।’

অভ্র মুখ তুলে শুনল নীরবে, কোন উত্তর দিল না। কী উত্তর দেবে সে! এই সংসারের, এই সমাজের আর্থিক বা বৈষয়িক বিষয়‌ সম্পর্কে ন্যূনতম ধারণা তার গড়ে ওঠেনি। বাবাকে খুব বেশি দিন পায়নি তারা, এ পর্যন্ত আশা-ভরসা, সমস্যা-সমাধান সবের মূলে এক মাত্র ‌নির্ভরস্থল মা। বিপদে-সম্পদে যখন যেদিকে তাকিয়েছে, অভয়‌মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে মাকে। মা ছাড়া নিজস্ব অস্তিত্বের পৃথক ভাবনা তাদের চিন্তায় আজও অনুপস্থিত।

সন্ধ্যে নাগাদ মাকে নিয়ে বাসায়‌ ফিরল অভ্র। বাড়ির সঙ্গে সম্পর্কটা খুব‌ই মন্থর গতিতে স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে বুঝে ভালো লাগছে নমিতার।দুই ভাশুরের ছেলে মেয়েরা ছোট কাকিমাকে পেয়ে সবাই খুব আন্তরিকতা দেখালো। দুই ভাশুরের দু‌ই মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগে, তারা ও আজ উপস্থিত ছিল ।সব মিলিয়ে ছোট একখানা মিলন উৎসব হয়ে গেল যেন।

পিসি ওদের পথ চেয়ে অপেক্ষা করছিল। ওরা কেউ দীর্ঘক্ষণ বাইরে থাকলে পিসি উদ্বিগ্ন হয়ে পড়ে এবং নানা রকম অনিষ্ট আশঙ্কা তাকে গ্ৰাস করে ।এখনি আসছি বলে শুভ্রটাও সারা বিকেলটা কাটিয়ে অভ্রদের ফেরার আগে আগে ঘরে ফিরেছে। ওরা বড়ো হচ্ছে, স্নেহ-শাসনের আবেষ্টনী ক্রমশ অতিক্রম করতে চাইছে বুঝে ও মন থেকে সম্পূর্ণ ‌সায় দিতে‌ পারছে না। অনেক সময় চুপ করে থাকে আর মনে মনে খুশি হয়।

Natun Bangla Kabita 2023

কাজের ক’টা দিন নমিতা শ্বশুর ভিটেয়‌ থেকে গেল।বিয়ের পর প্রায় চার বছর এখানে কাটিয়ে ছিল সে। গ্ৰামের বাড়ি ছেড়ে যাওয়ার সময় শুভ্রের বয়স ছিল বছর খানেক।নতুন ঘরে ওঠার পর শোভন প্রয়োজনে-অপ্রয়োজনে গ্ৰামের বাড়িতে আসত, মায়ের কথা রাখতে এক-আধ রাত কাটিয়ে যেত।কিন্তু নমিতার আর আসা হয়ে‌ ওঠেনি ।সে কিছুটা কাজের চাপে, কিছুটা ইচ্ছার অভাবে। অভ্র আর শুভ্র‌ দুটো দিন সকালে এসে সন্ধ্যেয়‌ বাড়ি ফিরে যায়‌।গ্ৰামের বাড়িতে সারাটা দিন সবার সাথে কাটাতে ভালো লাগলেও এখানে রাত কাটাবার কথা চিন্তায়‌ আনতে পারল না, তাছাড়া পিসি দিদাকে ওখানে একা রাখতে ভরসা হয় না।

বড়ো জায়ের মুখে এতো বছরের জমে থাকা সাংসারিক ঘাত-প্রতিঘাত ভরা বহু ঘটনা শুনল‌ নমিতা। অনেক ঘটনা, অনেক দুঃখ-কষ্টের টুকরো টুকরো কাহিনী।সারকথা একটাই বুঝল যে, মেজো ভাশুর পায়ে পায়ে তাদের সঙ্গে লেগে‌ই আছে ।মেজো ভাশুরের মতি গতি খুব যে একটা ‌সুবিধের ছিল না, তার আভাস নমিতা এখানকার চার বছরের সংসার জীবনে অনেকটা উপলব্ধি করতে পেরেছিল। সে তুলনায় বড়‌ ভাশুর বেশ সংবেদনশীল মনের মানুষ।তার সঙ্গে ঝামেলা পাকানোর মূলে যে মেজো ভাশুরের নির্মম ভূমিকা সক্রিয় ‌ছিল তা আজ নমিতার কাছে স্পষ্ট হয়ে গেল। তা নিয়ে তার কোন দুঃখ নেই, যা হয়ে গেছে তা অতীত। অনেক ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে সে আজ একটা স্থিতি পেয়েছে, ঈশ্বরের দেওয়া আঘাতটার কাছে মানুষের দেওয়া আঘাতে তার আর কিছু মনে হয় না! অনেক আঁধার পেরিয়ে কোথায়‌ যেন ক্ষীণ আলোর দিশা দেখতে পাচ্ছে। সংসারে‌র নিত্যদিনের ঘাত-প্রতিঘাত ভুলে দু-তিনটে দিন যেন আনন্দের মেলা বসল। পরিচিত, অপরিচিত আত্মীয় বন্ধু-বান্ধবের সমাগমে গৃহ পরিবেশ উৎসবের চেহারা নিয়েছিল।প্রাত্যহিক জীবনের একঘেয়েমি দূর করতে উৎসব আসে, উৎসব চলে যায়, সাময়িক বিষাদের ছায়া ফেলে বার্তা দিয়ে যায়‌ সা‌মনে এগিয়ে চলার ‘চরৈবেতি’ মন্ত্রের।

সকালে অভ্র-শুভ্র‌ এসেছিল মাকে নিয়ে যেতে।যাবার সময় দাদা দীপক তাদের সঙ্গী হলো। মেসে খুব অসুবিধে হচ্ছে শুনে বড়জা, বড়ো ভাশুরের সম্মতিক্রমে দীপক তার ছোট কাকিমার কাছে কলেজের শেষ বছরটা কাটাবে বলে সিদ্ধান্ত হয়েছে ।জেনে অভ্র-শুভ্র ‌ বেজায় খুশি। বিদা‌য় বেলায়‌ নমিতার দু-চোখ ঝাপসা হয়ে এলে ও একটা আনন্দঘন ভালোলাগা নিয়ে চারজনে বেরিয়ে পড়ল।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

ট্যাটুর ইতিহাস ও আমরা | History of Tattoo | Reasons for using tattoos | 2023

Bengali Novel 2023 | স্টেশন কান্তার (১ম পর্ব) | উপন্যাস ২০২৩

Bengali Poetry 2023 | গোবিন্দ মোদক | কবিতাগুচ্ছ ২০২৩

Bengali Poetry 2023 | প্রতিম ঘোষ | কবিতাগুচ্ছ ২০২৩

bengali story new | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short bengali story definition | short story english | short story for kids | short bengali story generator | bengali story 2023 | short story ideas | short story length | long story short | long story short meaning | long bengali story | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | bengali story writing | bengali story dictation | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali story news| article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Shabdodweep Bengali Writer | Shabdodweep Bengali Story | Updated Bengali Story 2023 | Onek Adhar Periye PDF | Andhar Periye

Leave a Comment