Bengali Poetry 2023 | শিশির দাশগুপ্ত | কবিতাগুচ্ছ ২০২৩

শিশির দাশগুপ্ত – সূচিপত্র [Bengali Poetry]
ঝিলমিল [Bengali Poetry]
পরশ পাওয়ার পর যৌগিকতা বেরিয়ে আসে
রসায়নাগার থেকে, দুর্দমনীয়ভাবে
রক্তে তঞ্চকতা বাড়ে
পিষ্টনে বিজ্ঞানবলয়; শক্তিতে সামাজিক
দেহ, মন, মগজ পতাকা ওড়ায় সুখসমুদ্রে
অবগাহনের শেষে উড়ে যায় পাখি
গমনাঙ্গে ধূলিকণা সভ্যতার উর্বশী
মস্তিষ্ক ঘেরাও হলে, পৃষ্ঠা বদলে যায়
এভাবেও সভ্যতার মুন্ডুপাত হয়।
অবসর [Bengali Poetry]
লালবাতি জ্বলে যদি মানসচক্ষে
শক্তিমান ঘোড়া নিলামে চড়ে
বটবৃক্ষ শুকনো পাতা গোনে, নিরন্তর
ছায়াকাশে।
অবরুদ্ধ চাকা ত্যাগের লড়াইয়ে
সিনেমা গড়ে ওঠে;
অন্তর্জালে তুমি আর আমি
লালপতাকা কাঁটা ফোটায়, আবার বিপ্লবও বটে
সূর্যও খসে পড়ে অবসরে অন্তর্জলী ঘাটে।
হরতাল [Bengali Poetry]
আলোচিত সব শব্দরাই তখন ডানা মেলেছে
ল্যান্ডস্কেপে নতুন ভাবনা—
ইতিউতি খবরে প্রকাশ, অস্ত্রে শান হবে এইবার
এমতাবস্থায় প্যান্ডেলে ভরে ওঠে আনন্দ
যাত্রায় নামে কিছু ওস্তাদ
তুমি আমি একপাশে দর্শক, তথাপি
আমাদের শব্দেরাও প্রাণ চায়
আমাদের শব্দেরা কথা বলে কবিতায়
শয়নেস্বপনে নতুন ভাবনায়
আমাদের কবিতায় যাপনকাল
তোমাদের শব্দচিত্রে হরতাল।
উৎসব [Bengali Poetry]
আকাশ থেকে নেমে আসছে মেঘেরা,
আন্দোলিত হচ্ছে বৃক্ষরাজি
আলস্য ঝেড়ে গ্রীবা উচ্চে তুলে,
কেউবা আওয়াজ তোলে বৃংহিত
আনন্দে স্বর্গরাজ্য হতেছে নিলাম
স্ত্রী-সকল কেমন যেন নিমরাজি
চাষী মদ গিলেছে সায়াহ্নে,
এখন এই দুনিয়ার আনন্দে সেই একমাত্র পুরোহিত
আমরা ত্রিপল খাটাই, বাঁশ বাঁধি
ভোগান্ন রান্নায় হাত লাগাই
চোখের জলে আনন্দ ভাগ করতে জানে দিদিমণি
অলস কলসিতে টগবগ আওয়াজে চলকে ওঠে পাড়ার জগাই-মাধাই
মেঘেরা জায়গা করে নিয়েছে ত্রিপলের ওপরে, জল ঝরছে রিনিঝিনি
সমাজটা ভেঙ্গে গেছে, সম্পর্কে বাড়তি চিনি
উৎসব চলতে চলতে আমরা বুঝে যাই —
কে আসল খুনি।
পুড়ছি সবাই [Bengali Poetry]
আজো অসহায়তার দিনে বিশ্বাসে লব্ধ থাকে মন,
উড়ে যায় কা কা রবে বস্তুত সমস্ত স্বপ্নেরা
মুঠি ধরে সৈনিকের মতো, অথবা বাংলা
মায়ের চোখ; ভাসাভাসা পূর্ব আকাশ
সন্ধ্যায় আগুনতি ভিড়ে, কাব্যগাথা জুড়াতে পারে না মন
খিল দিয়ে চোখ বুজি, তথাগত সাজি
কুমারীর স্তনে দেখি নাছোড় ক্ষিদে
স্বল্প কিছু রান্না আছে
রেকাবি সাজানো আছে থরেথরে, বাক্যবিনিময়ে
ও মেয়ে, তুই ঘুমাতে যা, প্রাণপণে
হারানো বিছানায়
দ্যাখ, সকলেই পুড়িতে ব্যস্ত
কেউ উল্লাসে; কেউ বা হতাশায়
সম্পর্কের স্বর [Bengali Poetry]
মেঘ সরে গেলে পুকুরের চোখে জল,
যদি রোদ আসে ; অশ্রু শুকায় আপনা হতেই
দিন গত হলে, অন্ধকার মনে চলে দাবার আসর
সেখানে যুদ্ধ হয়, অগুনতি সময় নীরবে বয়ে যায়
ঝড় ওঠে, দরজা-জানালায় ঝাপটির শব্দ
মেঘ তখন হাওয়ার জাহাজে, ভাবে সময় হয়েছে আজ জব্দ।
মেঘ এলে, শুনশান হাওয়া বয় পুকুরের বুকে
নিঃশব্দে কলা- বৌ সিঁড়ি ভাঙ্গে ঝুঁকে
অমিত চরণ ফেলে, অন্ধকার নেমে আসে জলের উপর
অগুনতি সময়কণা ব্যস্ত হয়, উষ্ণতার উষ্ণীষ গায়ে চড়ায়
পুকুরের উপরিতলে ছায়াখেলা শুরু হয় ;
মেঘেরা হাত বাড়ায়
পুকুর আনন্দে জন্মদিন মানায়, পাখি হয়,
পাখা মেলে আকাশে উড়ে যেতে চায়।
পরাজিত বর্ষা [Bengali Poetry]
হিংস্র অরণ্য থেকে বেরিয়ে আসা নখ
খুবলে নিতে চাইলো শিশুর হৃৎপিণ্ড
উস্কোখুস্কো চুল ছুঁলো মেঘ
হাত ফস্কে উড়ে গেলো সমস্ত বেলুন
মুহূর্তে রঙিন উধাও মেঘের আকাশে
বর্ষা পেখম মেলেছে শিশু বেলুন-বিক্রেতার চোখের উপর ; বেদম হাওয়ার চাবুকও তার সাথী
উপোসী শরীরে শুধু হাহাকার, যন্ত্রণা
বেলুনখেকো আকাশের প্রতি ভর্ৎসনা
শিশু নিধিরাম, গরীব নিধিরাম, দুঃখী নিধিরাম তখন ঘরমুখো
বদলের ধরাধামে—
এখন সমুদ্রতট হাসিমুখ, নান্দনিক
এখন নিধিরাম অশ্রুহীন, সর্বভুক
পৃথিবী তার শীতল আবাস, যুদ্ধ-ময়দান
যুবক নিধিরাম স্বপ্নবিমুখ, এক মৃত্যযান
সব কান্না- অনাহার- যন্ত্রণার পাশবিক গোলা
শক্ত করেছে তার শরীর, হারিয়ে গেছে শিশু বেলুনওয়ালা।
ভদ্রলোক [Bengali Poetry]
১.
ছুটে চলেছে চাঁদ মানিকগঞ্জের মাথার উপর দিয়ে
বাজা মহিলারা ঘোমটার আড়ালে
কপালে তাদের ভরসা চোখ
বুকের ভেতরে আগুন আর শোক
২.
হুশ শব্দে ছুটে চলেছে কামানের গোলা
ঝড়ের মত হাওয়ায় নদীতে তুফান
পদ্মার সেতুতে ওড়না জড়িয়ে যাচ্ছে
কেমন যেন ধারণাশক্তির গতিরোধ হচ্ছে
শুধু চোখে মুখে তৈজসের কথা
ভাল – মন্দ উভয়েরই ব্রতকথা।
৩.
লক্ষ্মীছাড়া ধনের জ্বালায় হাতসাফাই শেখা
মন না চাইলেও পরিখাতে ঢুকে থাকা
চাঁদ ডুবলে কালো মনে রোদ-রচনা
তখন পরিখাতে সোনার বাংলা গান
ঝুলে ভরা শহরের দেয়ালে ভোটের শ্লোগান
এইসব বকবকানিতে পয়সা পাওয়া যায় না
এইসব রাস্তায় ভাল পোশাকের আনাগোনা।
ঝট করে দু-পেগের নেশায় টলছে শহর
বাজা মহিলাদের ঘরে ঢোকে নতুন নাগর
ভুল পায়ের ব্যাখ্যায় আইন দেখে স্বপ্নলোক
ট্যাক গরম থাকলে তুমি-আমিও ভদ্রলোক।।
পালোয়ান [Bengali Poetry]
কবিতাও এমন এক রণাঙ্গন হতে পারে
ভাবতে পারেনি সে
কবিদেরও ভাগ আছে; মহিলা ও পুরুষে
ভালমন্দ মিশিয়ে কে যেন নির্মাণ করেছে এক সবুজ সমাজ
সেখানে পাখীর গান, ফুলেদের ফিসফাস, মোটা ফ্রেমের রাজ
সন্ধ্যা ভুলিয়ে দেয় মাটি, পথ, পাড়া
জুটে যায় মৌ – চোর, ভাঙা শিরদাঁড়া
রাতে অন্ধ হয় কবিকুল, ক্ষুধার্ত পণ্ডিত
অজ্ঞাত কারণসকল; তারা তখন তারকারঞ্জিত
হাওয়া বয় তিরতির, চারাগাছ নিশ্চিত – ভয় নাই, ভয় নাই, ঝড়কে সে করে আহ্বান
বড় গাছ চুপচাপ, ভয়ে পাংশুটে সে
ঝড় – ভয়ে জড়সড়;
মই ভেঙে পড়েছে কোথাও একজন
বুঝে গেছ তুমি, সেটা আসলে কবির তিরোধান ।
সম্পত্তি [Bengali Poetry]
ভাগ – বাটোয়ারা শেষে জলেতে উঠেছে ঢেউ
সেখানেও দাবি পেশ, আমার আমার করে কেউ কেউ
যদি কূল ছাপায়, হাঁটাপথ বদলে হয়ে যায় জলপথ
সেখানেও হট্টগোল; চিন্তায় মশগুল,
যাবে কোথা দিয়ে পিতার নামাঙ্কিত রথ
রথও ভাগ হয়; ভাগ হয় জলপথ
সম্পত্তি মুচকি হাসে; এখনো হয়নি শেষ
জানে সে শেষ অধ্যায়ের নাম – রক্তপথ।
টাকা [Bengali Poetry]
স্বর্ণ-কলস ভরে চুপিসারে কে যেন গিয়েছে গোপন অভিসারে
সেখানে নিতম্বে গৌরবগাঁথা, শরীরের কোটি কোষে নিয়ত লালা ঝরে
ভোগারতি শেষ হলে, অন্ধকারে কুপিত হয় মন
তবু আনচান আনচান, স্বর্ণ-কলসে আছে ভরা মধুর গুপ্তজ্ঞান
আধোবুলি ফুটেছে মুখে, রঞ্জিত করেছে বংশ
তারই নাম স্বর্ণ-কলস, সেখানেই গোপনে বাড়ে মৃত্যুঞ্জয়ী কংস
নাই বুঝতে পারো তুমি, না বোঝাতে পারি আমি
অর্থ এমনই সদাশয়; ঘোরেফেরে হাতে হাতে; অবশেষে শুরু করে ভেদবমি।
এখন [Bengali Poetry]
মৃত্যু শিয়রে এলে নীরব হয় চারপাশ
কান পাতলে শোনা যায় চুপচাপ হা-হুতাশ
আপনজনের চোখে বয়ে যায় নদী
অবশেষে ভাগফল – ভাগশেষ ইত্যাদি
মৃত্যু হাত বাড়ালে পরিবেশে শীত নামে
তারা সব নিভে যায় পোড়া কাঠের ধামে
শরীর শূন্য হয় যেন চাতক পাখির দাবি
নগ্ন পরিবেশে কে যেন আঁকে সময়ের ছবি।
নিদ্রা [Bengali Poetry]
ঘুম এখন এক জুয়া
কাগজের টুকরো যেমন হাওয়ায় ভাসে
জল যেমন আকাশে বাসা বানায়
ঘুমও যেন কীভাবে উবে যায়
পারাপারের জন্যে নৌকা দরকার
মাঝি দরকার ; মন দরকার
জলের বিছানায় শান্তি দরকার
ঘুম বিছানায় হয় না
বালিশে হয় না ; চাদরে হয় না
উবে যাওয়া সবকিছু আসলে রূপান্তর
জুয়াতে হারজিত আছেই
ফিরে আসা টাকা, মন, শরীরও রূপান্তর
আসল ঘুম এক রূপান্তরিত অবস্থা
সঠিক ঘুম আকৃতিহীন
সুন্দর অথচ বসনহীন, বিছানাহীন।
মাটি [Bengali Poetry]
প্রতিটি ইটের শরীরে বাস্তুহারা ঠিকানা
দেশ-বিদেশে ঘোরার শখ
বালি-সিমেন্টের সঙ্গে ভাব করার প্রয়াস
চরিত্রে কুলি মানসিকতা
প্রতিটি ইটের শরীরে ভয়ার্ত চোখ
ভুল পথ যেমন কিশোরীর ভাগ্যলিখন
পোড়াকপাল ও অশ্রুত জীবন
আচার-ব্যবহারে ভালবাসাহীন ভিখারি
প্রতিটি ইটের চোয়াল শক্ত
ইমারতের রক্তস্নান- কাহিনী
অন্ধকারে হারিয়ে যাওয়া কিশোরী- মাতা
যেন জমে যাওয়া বরফ ; শব্দহীন; বোবা
প্রতিটি ইটের শরীরে চাকা
প্রতিটি ইট ঘুরেফিরে স্টেশনে পৌঁছায়
প্রতিটি ইট আগুনজন্মা
অবশেষে মাটিতে গেঁথে যায় তার চাকা।
শ্রান্ত মন [Bengali Poetry]
জানা- অজানার ভারসাম্যহীনতা অসহ্য
বেদুইনের হাতে যেমন পৃথিবী- পতাকা
হাওয়া-বাতাসের রাতে সুর সাধে কেউ
বাড়ি ফেরে না কোনো কোনো নাগরিক
ভারসাম্যহীন শরীরে শ্রান্ত, অবসন্ন
এক জোড়া চোখ
হাওয়ার বিমুখতায় হারিয়ে যায় পথিক
ভারসাম্যহীন বলো না তাকে ;
তারও এক নিজস্ব রাষ্ট্রব্যবস্থা থাকে,
আচরণ-শৃঙ্খলতা থাকে; থাকে
রহস্যে মোড়া যুদ্ধ-ব্যবস্থা
প্রতিদিনের নাট্য- বিনোদনের সমাপ্তিতে
থাকে সম্মান- সংগীত
ভারসাম্য বজায় রাখে গোপন লজ্জা
ভারসাম্যহীনতা সত্যি এক গোপন শয্যা।
হিস্ট্রি রিপিটস [Bengali Poetry]
বাল্মিকীর আর্যবন্দনা কারণহীন নয়
বাল্মিকীর শৌর্যবন্দনা কবিতা হয়ে রয়
মুখর সমাজের নম্রতা আশাহীন হয়
বাল্মিকী উদ্ধতের হাতে নয়ছয় হয়
মেধার বাজারে উদ্ধত চাকুরি বিকোয়
লালা সুযোগ বুঝে ব্যবসা ছড়ায়
টাকা ও ক্ষমতা বন্ধু যোগান দেয়
রঙ করা খবর টি আর পি বাড়ায়
বাল্মিকী ঘুরেফিরে রত্নাকর হয়ে আসে
ইতিহাস আড়াল থেকে মুখ টিপে হাসে।
বন্দুক [Bengali Poetry]
বন্দুকের চলন হাতে হাতে; কাঁধে,কাঁধে
বন্দুক ইউনিফর্ম বোঝে না, চেনেও না
বন্দুক জলের চরিত্র বয়
বন্দুকের লক্ষ্য মূর্তিপূজা
বন্দুকের পথে নিষিদ্ধ লালবাতি
বন্দুক বধির, সময়ে অন্ধ
বন্দুকে থাকে বোকা বুলেট
বন্দুকের তখন অপ্রতিরোধ্য ক্ষমতা
বন্দুক মিত্রহীন, অপ্রেমে নিযুক্ত
বন্দুক এক অসহায় কাঁধ
কান-খাওয়া এক শশ্মানের চিৎকার
শৈশবের আদুরে খেলনা
বন্দুক জলের মতো অসহায়
বন্দুক ক্ষমতার উৎস
বন্দুক ক্লান্তিহীন, মালিকের তেজ
বন্দুক হাঃ হাঃ হাস্যরসের উপাদান বয়
আত্মসমর্পণের পর বন্দুক মাটিতে লুটায়।
নিকেশ [Bengali Poetry]
রস ভরে আছে জলে; সেখানে প্রাণ নেই
আগুনে আছে বরফ; সেখানে মান নেই
শিক্ষাতে বরাভয়
ভাল’তে হায় হায়
লক্ষ গানে হাওয়া কন্ঠে ছোঁয়; রক্ত নেই
নিশানায় চোখ নেই; ধারাপাতে সুর নেই
রক্ত লালা হয়ে ঝরে
মন হারালে মুক্তি হারে
সুকৌশলে মালা গাঁথে কেউ; পণ্য ও পণ্য
গরীব চাকার তলায়; ধনী তুমি ধন্য, ধন্য।
শিশির দাশগুপ্ত | Sisir Dasgupta
Bengali Poetry 2023 | সুভাষ নারায়ণ বসু | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | বৃন্দাবন ঘোষ | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | যুবক অনার্য | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Story 2023 | ইচ্ছাপূরণ | গল্পগুচ্ছ ২০২৩
পালোয়ান | সম্পত্তি | টাকা | এখন | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | পালোয়ান – সুকুমার রায় | পালোয়ান – উইকিপিডিয়া | পালোয়ান সমার্থক শব্দ | সম্পত্তি – অসমীয়া | সাধারণ সম্পত্তি সংক্রান্ত | সম্পত্তি কী বা কাকে বলে | স্থাবর সম্পত্তি কি | পৈতৃক সম্পত্তি | হিন্দু সম্পত্তি বিলিব্যবস্থা আইন | সম্পত্তি কাকে বলে | ওয়ারিশ সম্পত্তি বিক্রি | সম্পত্তি বন্টন | ৰাজহুৱা সম্পত্তি | সম্পত্তি কত প্রকার | সম্পত্তি থেকে বঞ্চিত | ভারতীয় টাকা | টাকা সংক্রান্ত | টাকা ছবি | টাকা কি | টাকা তৈরির উপাদান | টাকা রেট | বাংলাদেশী টাকা ছবি | টাকা ছাপানোর নিয়ম | নিদ্রা | মাটি | শ্রান্ত মন | হিস্ট্রি রিপিটস | বন্দুক | নিকেশ | সচেতন নিদ্রা | যোগ নিদ্রা | নাম নিদ্রা | অনিদ্রা | অনিদ্রা রোগ | নিদ্রা কবিতা | ঘুম কি | গভীর নিদ্রা অর্থ | ঘুমের মধ্যে | নিদ্রা সমার্থক শব্দ | নিদ্রাহীনতা কি | তেতুল পাতার নিদ্রা | কত নিদ্রা যাওগো বন্ধু | বিশ্ব নিদ্রা দিবস | নিদ্রা কুসুম তৈল | অপূর্ব নিবিড় নিদ্রা | নিদ্রা-দেবী | মাটি কাকে বলে | মাটি ও মাটির ধর্ম | মাটি কী | পিটি মাটি কাকে বলে | মাটি কিভাবে তৈরি হয় উত্তর | মাটির প্রকারভেদ | দোআঁশ মাটির ছবি | এটেল মাটি কোথায় পাওয়া যায় | মাটির প্রধান পুষ্টি মৌল কি | বেলে মাটি | বাগানের মাটি | মাটির উর্বরতা বৃদ্ধি | মাটি সংরক্ষণ কেন | মাটির ম্যাজিক | ভারতের মৃত্তিকা | মাটি ক্ষয় | টাকা মাটি, মাটি টাকা | খড়ি মাটি | ক্লান্ত দেহ শ্রান্ত মন | ক্লান্ত শরীরে শ্রান্ত মন | বন্দুক সংক্রান্ত সাম্প্রতিক খবর | বন্দুকের দাম | খেলনা বন্দুক | বন্দুক অর্থ | বন্দুকের ছবি | বন্দুক সমার্থক শব্দ | বন্দুকের গুলির ছবি | বন্দুক থেকে গুলি | বন্দুক তাক করা ছবি | বন্দুক এবং কার্তুজ | বন্দুকের সহজলভ্যতা | হাতে বন্দুক
bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder