Bengali Poetry 2023 | মোহাম্মদ শহীদুল্লাহ | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:
BENGALI POETRY

হৃদবদল [Bengali Poetry]

উঠে যাচ্ছে শৈল্পিক আকর্ষীর দোহাই পেরে
লতাবাহুর সমাসবদ্ধ জীবনাচার।

স্পাইরোগাইরার সোপানে
মহাকর্ষীয় সুতোর
নাইলনী দেমাগ দেরাজে ঠেসে ভরার
নিয়তই কৌশল বদলের খেলা।

নিলামের আসরে ঘুম ঘুম
নাগরিক,
পরাহত বিবেকের কাছে।

আবক্ষ চেতনার উন্মেষের
দ্বিপাক্ষিক
তাগিদ থেকেই শৈবালিক সাগর
উষ্ণতর ভূগোল ভালোবাসে।
মোহনায় তাই
বেজেছিল মোহন বাঁশি।

মাটির খরখরে বুকে শুকনো পাতা,
শিরা-উপশিরায় এঁকে রাখা ধামনিক নিকেশ,
পরিযায়ী গতিচক্রে
বাধা পড়েছে।
চক পেন্সিলের গুঁড়োয়
মেতে ওঠার কাল যার।
উঠোনের অবাঞ্ছিত দাঁড়কাক
এখন সময়ের দুরন্তপনার নাম।

চারণিক সংলাপ [Bengali Poetry]

মোহমুগ্ধ যাপন;
ত্রিভুজীয় আক্রমণ ঠেকাতে পারেনি;
মোড়কের বাইরে
ভুল বানানের শিক্ষার্থী।
ভুল কর্কটে ক্রমাগত দংশনে নীল
গ্রন্থিত পাণ্ডুলিপিটার।
নিগৃহীত লাঞ্ছিত,
তাই নিয়তির
আস্তিন জুড়ে অসম কথার চিড়েভাজা
সবাই খাচ্ছি,
জল কামানের ওপাশে কড়া চোখে
নিরীক্ষা চলছে,
সামনেই অশান্ত বলয়ের চিরাচরিত প্রদক্ষিণ
এবং
মহাকাব্যে নির্বাচিত ঘুম।

কবিতার জলসাঘর, এবং — [Bengali Poetry]

নেট জুড়ে বেঠিক বারতায়
প্রতিনিয়ত আঘাত সইবার শক্তি
কমে গেছে বলেই
মহাতাঁবুতে পৌঁছে যাওয়ার সংকলন
বুনো হাওয়ায় ঘুড্ডি হলো।
লেপ-তোষকের তোষামোদ,
ক্লান্ত সূর্য।
দরজায়—
কড়া নাড়া দেবার সেই
ঝোড়ো ঘটনাই
মোবাইলে ঢোকে ঠিক
অথচ——
ক্যামন যেন পি, ডব্লিউ, ডিসি।

হরেকপুর [Bengali Poetry]

হরেক ফুলের অলস বিকেল
হরেক কথার খৈ ফুটিয়ে
হরেক খেলার অবাক জয়
হরেক নিয়ম যখন তখন
হরেক রংয়ের বিপন্ন হাত
হরেক সাপের বাজছে বীণ
হরেক হাটে হরেক বাজার
হরেক অটোর চালক অনেক
হরেক টিভির সিরিজ গুলো
হরেক ঘাটের হাজার নাও
হরেক মাঠে লাঠির খেল
হরেক তেলের বাজার মাত
হরেক ফিকির ফন্দি আঁটা

সব হরেকের ঠিকানা এক
সেই ঠিকানা হরেকপুর।

গতিময় আর গীতিময় [Bengali Poetry]

শালীনতার বিপনি খুলেছে
উত্তুরে আয়ন বায়ু।

বিপন্ন-বিস্ময়ের নীল সমুদ্রে
ভেতরে জল পড়ার ছন্দশীলা
ঝর্ণা এক।
সিন্থেটিক শব্দের কারুকাজে
এপার্টমেন্ট সাজিয়ে অপেক্ষায় আছে
অনগ্রসর মানুষ।
আবহমান নদীর গায়ে তবু
সহনীয় পর্যায়ের সরব ঢেউ।

পাকস্থলীর অন্দরে যৌথ মহড়া,
বিশুদ্ধ ক্লোমরসের মিনিমাম ডোজ
ডাক্তারের অকাট্য নির্দেশনা,
পোস্টারে পোস্টারে অবগুন্ঠন।

নিয়মিত পথসভায় ঘোষণা দিয়েছে
ওরা—-
আগাম ফসলে চাই তার প্রতিশ্রুতি,
অকাতরে উঁকি দিয়ে যায়
যুগের
প্রশান্তি।
চিল-শকুনের টকশোতে
সরব কবিবৃন্দের ব্যাগের ভেতর
অনাবিষ্কৃত আরেক পৃথিবী।

উত্তীর্ণ সময়ের ছায়াতলে [Bengali Poetry]

নিখুঁত পাললিক সুখ বিন্যাস
আরক্তিম পাপড়িতে লেগেছিল বলেই হয়তো অহংবোধের অণু পরমাণু দিয়ে
লিখে রাখি প্রেমের এপিক
অপূর্ব শতদলে,
তাই বিমূর্ত রূপের ছলকে ওঠা
আবাহন।

নিপাট ভদ্রতার মেঘ গেছে
স্বোপার্জনে, সতত সাঁতার কাটে।
জুড়ে দিলাম আয়নিত সুখের প্রোটন,
তিলক পরা একজনের অবিরাম শুভেচ্ছা
আর যত বর্ণাঢ্য লিপিতে—–
ছেয়ে গেছে মুগ্ধতার ফুল
বর্ষার পাঠ পরিক্রমায়।
জলবতী সকালের শুভ্র তার আবাহনে
প্রীতম ভালোবাসার অমিয় চিঠিও
লিখেছিলো একটা।

আহ্নিক শিরোনাম [Bengali Poetry]

যে কিনা এযাবৎ জটিল সমীকরণের
সাঁকোতে
নিঃশেষে বিভাজ্য ছিল,
ফলিত জীবনের তৃষ্ণায় ধুঁকছে তাই
ভগ্নহৃদয়
পরিখা-পাড়ের মানুষ।

কাকতালীয় কিছুটা
শাসনযজ্ঞ থমকে দিয়ে
আস্ফালনের হাপিত্যেশ,
হাঙ্গরের মুখে ভূত ভবিষ্যৎ কাঁপে
বাচ্চা কবুতরের মতো,
কায়মনোবাক্যে জ্বলজ্বল করছিল বনজ সুন্দর
থিতিয়ে গেছে পরিস্রুতকাল।

বেদনার সিরিজের পরিমিত পরাগায়নে
আগাম কাব্যের সর্গে সর্গে গুঞ্জন
একাধিকবার চেয়েছিল,
বারান্দায় যেন এলিয়ে পড়ে টগর বেলি’
নান্দনিক সকালের রোদে
আলুথালু ঘুমের প্রণোদনায়।

নিমগ্ন ঝড়ো হাওয়া [Bengali Poetry]

ঝোলা কাঁধে অমল একটি
নির্মল চিঠিও লিখেছিলো
বরিষণ পরে।
বিক্ষুব্ধ ঢেউয়ের ঠিকানায়
উচ্ছন্নে যাওয়া বন্ধনহীন খেলুড়ে
কবির মতো
যখন নিশিযাপন করতে করতে
লাগাম ছেঁড়ে,
থুবড়ে পড়ে নৈতিকতার ঘোড়া
সমতলে, মৃত্তিকার গান থামিয়ে দিয়ে যায় বেনিয়া শাসন ;
আমৃত্যু চলে তুখোড় কবিতাচয়ন
জোড়ালো শাখায়।
শুনি ঝড়ো সংলাপ।
মাটির যত গান।
ঢেলে দেয়া কষ্টের রঙে আলপনাগুলো
গেঁথে আছে
নিরবধি বয়ে চলা নদীর এপাশ, ওপাশের
যাবতীয় ভাঙ্গাচুরের পদাবলী
মনের চোরাবালিতে আটকে ছিলো
ততদিন।

ম্যান্ডেট [Bengali Poetry]

সুনীল সুন্দর প্রবহমান
নিরঞ্জন একটা একটা
বিদেহী হৃদয়-মন্দিরে
বাজিয়ে দিল ঘন্টা।
এখন সে নিজেও
যথেষ্ট শব্দশৈলীর বাজারজাতে
অভ্যস্ত হয়ে উঠেছে,
তাই তার বিশাল প্রোপাগান্ডা,
বিপুল আয়োজন।

গতায়ু বিপণনের মাঠে ডুবন্ত ফসলের সংবাদ,
ভারাক্রান্ত কলামে গুমোট বাতাবরণে সান্ত্বনা পুরস্কার।
কেবল তিনবেলা অভুক্ত থাকার চর্চা বাড়িয়ে দিয়েছে সবাই,
পায়ের তলায় মেটে পললে ছাপগুলো
অসহনীয় দুর্বল বলে
রাজপথে মিছিলটা শেষ হয়ে যায়।

অনধিক সময়ের কোরক [Bengali Poetry]

শুদ্ধ স্বর বন্ধ রেখেছে জানালায়
আর হাসে না রোদ।
জিইয়ে রাখা পাণ্ডুলিপিটা
ফেরত এসেছে যেদিন—
ব্যথাতুর ট্রাংকের ভেতরে
যদ্দুর যুদ্ধ করতে পেরেছে আরশোলাটা,
হারিয়েছে তার ন্যূনতম অক্সিজেন
হারিয়েছে বেঁচে থাকবার ম্যান্ডেট।
পথগুলো নিকেশ করা ইস্পাত-টিন,
খুইয়েছে সঞ্চিত প্রজ্ঞা
খুইয়েছে জীবনের অলিখিত অধ্যায়।
জুড়িয়ে যায় যত উষ্ণতা ছিলো
জবা,কিংশুকে
জুড়িয়ে যায় যত উষ্ণতা ছিলো
রমা,কান্তার প্রেমের পঙক্তিমালায়।

আয়নাটার পেছনের গল্প [Bengali Poetry]

বেশ রক্তাক্ত নতুন নতুন গল্প
আর হচ্ছে না।
বিষণ্ণতার লতিয়ে ওঠা
কায়িক কবিতাগুলো
ঘুরতে ঘুরতে
অভূতপূর্ব বৃত্তচাপ হয়েছে
মননের বারান্দায়।

খোলা বাতাসের চড়ুই
খড়কুটোর সাথে উড়ে গেছে ঝড়ে।
বিজন বনের হুহু করা ঘুঘুটার
আমিত্ববোধে দ্যোতনা জাগলেও
বরাবরের মতোই ঝলসে ওঠে
আলেয়া

চমক [Bengali Poetry]

আচ্ছাদিত মায়াবী জালবুনন,
এইবেলা চৌহদ্দির মধ্যে
শুধুই একান্নবর্তী শব্দের পাপড়িতে
মধুপিয়াসীর আমন্ত্রণ।

নিরস্ত্র মেঘনাদের মতো
অন্তর্নিহিত একটি কাঁটা-সংকুল ব্যথার
নেই কোনো পরিমাপ।

জারিত মেধাকে সওদা বানিয়ে
বাজার মাতানো ছন্দের পসারী হবার
কোনোকালে ইচ্ছে ছিল না,
শুধু শুধু চমকিত আহ্লাদের
খোলাবাজারে
যতোসব বানোয়াট বন্দনায়
যায় কেটে,
অবিন্যস্ত,
জটিল নিকেশের অর্থ- বছর
কেটে নেয় অপত্য স্নেহ-ভালোবাসার
অগাধ বিশ্বাস।

ডুবে যায় কেবলই [Bengali Poetry]

ঝুঁকি নিতে পারছেনা কেউ,
তাই যত অনুযোগ, অভিযোগের লাগাতার বিস্ফোরণ ঘটে বুকের মোড়ে মোড়ে।
অস্থিতিশীল শব্দের দেয়াল
তাই স্খলিত ইটের
এক একটা বাতিল অধ্যায়।
অন্ধকারে সহসা জ্বলে ওঠা রক্তজবা
স্পর্ধা বুকে চেপেই হাঁটি,
তোমার বিলাসবহুল মনের পাশের সরণীতে। গতানুগতিক বেড়া গুলো ডিঙোবার
সৎসাহস মরে গেছে।
বিরাজমান
এলোমেলো তুফান এলো বলে–
চেতনার সাঁতারু-সুখ
ডুবে যায়,
কেবলই ডুবে যায়।

দাঁড়িয়ে থাকা বিনোদ পহর [Bengali Poetry]

জীবনের জটিলতা সমাপনের যতেক উপপাদ্য মুখস্থ করছি
হৃদ-বারান্দায় ততো
ছলকে ওঠা নরম আলোর মতো একটি নোলক, তোমার জন্য ব্যাকুলতাকে উস্কে দিয়ে যায়। শ্যামলা পাহাড়ের যোনিমুখে
তরুণ তরুণ
ঝর্ণার আবেশ,
অনুভব করছি আজন্ম চিত্রায়নে।

তুলেছে অবিরাম আশ্বিনী ঝড়,
আসে দরোজার পাশে
উপচে পড়া বিনোদ পহরে।

বেজেছে ঢাক, করতাল
বিরাগী করিডোরে,
শিউলি-বকুলে-সরোজের সাজি হাতে
চলে এসো নীরবে,
চটুল নিক্বণে।

এক লোহিতাভ চিত্রপট [Bengali Poetry]

সাঁড়াশি বুলেটে ছিন্নভিন্ন নক্ষত্রের বাগান ।

ক্ষুদিরামের বজ্র-শপথ
ভেঙে দিয়ে আসে ব্রিটিশ বেনিয়ারা
বারবার;

সুনসান অদ্ভুতুড়ে আকাশে বড্ড নীরবতা!
মেঘমল্লারে রক্তাক্ত শার্টের স্মৃতিচারণ,
ইতিহাসের দেয়াল জুড়ে শ্যাওলার সংসার ।
হঠকারী কলমের দাগে পরিত্যক্ত সুখ,
ধমনীর দরজাগুলো বন্ধ,

বিক্ষোভের স্বাধীনতা —- সৃষ্টির উল্লাস নেই
প্রকারান্তরে।
মৃত্যু-মিছিলের সূচকের অগ্রভাগ
আতঙ্কিত পৃথিবীর সবুজ স্পন্দন !

দিকভ্রান্ত পথিকের মতোই হন্যে হয়ে
খুঁজে বেড়াচ্ছি —
স্বাধীনতার সঠিক অর্থ।

মোহাম্মদ শহীদুল্লাহ | Md Shohidullah

Bengali Poetry 2023 | ডাঃ মাধাই মিদ্যা | কবিতাগুচ্ছ ২০২৩

Bengali Article 2023 | দুর্গা পূজার কথকতা | প্রবন্ধ ২০২৩

Bengali Story 2023 | রূপশঙ্কর আচার্য্য | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | ওরাই আমাদের কর্ণধার (শিশুকিশোর) | গল্পগুচ্ছ ২০২৩

উত্তীর্ণ সময়ের ছায়াতলে | আহ্নিক শিরোনাম | নিমগ্ন ঝড়ো হাওয়া | ম্যান্ডেট | অনধিক সময়ের কোরক | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | রহমতের ছায়াতলে | সীরাতের ছায়াতলে | আরশ পাকের ছায়াতলে | আহ্নিক গতি কাকে বলে | পৃথিবীর আহ্নিক গতি | আহ্নিক গতি কাকে বলে উত্তর | আহ্নিক গতি ফলে | আহ্নিক গতি উচ্চারণ | আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে | আহ্নিক গতি ও মাঝখানের দরজা | আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল | আহ্নিক গতির সময়কাল কত ঘন্টা | ঝড়ো হাওয়ায় বৃষ্টি ভেজা মন | ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি | মাঝারি ঝড়ো হাওয়া | আয়নাটার পেছনের গল্প | চমক | ডুবে যায় কেবলই | দাঁড়িয়ে থাকা বিনোদ পহর | এক লোহিতাভ চিত্রপট | আয়নার কুহক | গল্প- আয়নার ইঙ্গিত | হারিয়ে যাওয়া গল্প | আষাঢ়ে গল্প | এ সময়ের গল্প | চমক হাসান | চমলক্ক অর্থ কি | চমক দিয়ে বাক্য রচনা | চওড়া সমার্থক শব্দ | চমকপ্রদ অর্থ | চমক হাসানের গণিত ও জীববিজ্ঞান | আরও চমক এবং উত্তেজনা | লেখক চমক হাসান | চমক মানে কি ইংরেজি | চুম্বকের চমক | তরুণ কবির কবিতা | কবি শঙ্খ ঘোষের কবিতা | শ্রীশ্রীঠাকুরের চিত্রপট | চিত্রপট পাল্টে যায় | আয়না প্রবন্ধ | আয়না গান | আয়না গল্প | আয়না দাম | আয়না লিরিক্স | আয়না ভেঙ্গে গেলে | একটি গোলাকার আয়না | আয়না ঝকঝকে রাখতে করণীয় | ঘরে আয়নার অবস্থান | আয়নার ইতিহাস

Chamok Hasan | Tari Amar Hathat Dube Jai MP3 | Tumi Ki Keboli Chobi | Ayna Lyrics | Hothat Dekha Poem | Hotath Dekha by Rabindranath Tagore | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment