Bengali Poetry 2023 | ডাঃ মাধাই মিদ্যা | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:
BENGALI POETRY

ডাঃ মাধাই মিদ্যা – সূচিপত্র [Bengali Poetry]

কোথায় আছো তুমি? – ডাঃ মাধাই মিদ্যা

স্বাধীনতা স্বাধীনতা কোথায় আছো তুমি ?
তোমাকে খুঁজে ফিরি আমি —।
স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসের খাতা
না মেনেছি আইনের চোতা ।

বলি যদি বেশি কথা পড়ে এক দুই পাতা
মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়,
এটাই আইন রক্ষকের ক্ষমতা ।

স্বাধীনতার সূর্য গিয়েছে অস্ত
মুষ্টিবদ্ধ হস্তে আছে আইনের অস্ত্র ।
স্বাধীনতার অর্থ;
তাদের কাছে ব্যর্থ-মর্মার্থ রিক্ত সিক্ত দুর্বল শীর্ণ জীর্ণ ক্ষুধার্ত আহত সন্তান যারা গিয়েছে মারা!!

ওই দেখো নেতা দেয় শুধু কথা
বিনিময়ে ন্যায় কেবল স্বাধীনতা !
দেশটা বেঁচে আছে আশীর্বাদে ভারত মাতা,
বুঝে নিও শ্রোতা রাষ্ট্র আর রাজ্যে কার
আছে বেশি ক্ষমতা।

বৈশাখী সন্ধ্যা – ডাঃ মাধাই মিদ্যা

দুরন্ত কালবৈশাখীর ঝড়ে !
পঁচিশ বছর পরে,
তোমার কথা মনে পড়ে ।
দক্ষিণ বারান্দায় বসে থাকি
আর মনে মনে ছবি আঁকি।
তোমার সঙ্গে দেখা হবে
এই ভাবনায় বিভোর থেকে —
বিপদে পড়ি দিনে রাতে !!

বৃক্ষ রোদন – ডাঃ মাধাই মিদ্যা

বৃষ্টি তুমি না এলে হবে অনাসৃষ্টি!
বৃষ্টি তুমি আসবে বলে চেয়ে থাকি এক পলক দৃষ্টি
বৃষ্টি তোমার আশায় প্রেমের ভেলা ভাসাই ;
বৃষ্টি তোমার প্রেম সাগরের যৌবন জলে ।

বৃষ্টি তুমি না এলে হবে না বর্ষণ ও কর্ষণ
বৃষ্টি তোমার জন্য লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে একা চাষা;
হারিয়ে জীবনের সবটুকু ভরসা!

বৃষ্টি তোমার জন্য লয়ের পথে সৃষ্টি
বৃষ্টি দাও দৃষ্টি করো তুষ্টি !!

বৃষ্টি তুমি কি শুনতে পারছো ?
আমার হৃদয় মাঝে বাজে ঘুমন্ত ভালোবাসার কথা
বৃষ্টি তুমি কি চাও ইতি হয়ে যাক আমার জীবনের খাতা ?

বৃষ্টি তুমি কি চাও অঙ্কুরে বিনাশ অঙ্কুরোদগমনের ?
বৃষ্টি তোমার না আসার ফলে জীবন যাচ্ছে জ্বলে দাবানলে !!
বৃষ্টি মহীরুহ হতে চাই তোমার হাত ধরে!

তুমি কেবল ভালো – ডাঃ মাধাই মিদ্যা

চারিদিকে আলো আর আলো
তারই মাঝে দেখা যাচ্ছে বিদঘুটে কালো।
সমস্ত দিক তাকিয়ে দেখি তুমি কেবল ভালো;
পরের ঘরে থেকে ও আমার জীবন প্রদীপ জ্বালো !!

শুনেছিলাম স্বামী তোমার চরিত্রহীন লম্পট
তোমার কাছে ভিজে বিড়াল দেখায় না দম্পট ।
তুমি ও তোমার সতীত্ব করেছ অর্জন;
আমার বন্ধুত্ব দিয়াছ বিসর্জন !

প্রেম করিলে চরিত্র হয় হরণ,
শারীরিক সম্পর্কের না থাকলে ও বন্ধন ।
ভবিষ্যতের স্বপ্ন দেখতে বিভোর দুটি প্রাণ
হঠাৎ করে ছড়িয়ে পড়ে বীভৎস দুর্নাম !!

কি জানি কখন হবে এর সমাধান
প্রেম প্রস্তাবে ঘুচবে কি অপমান ?
যেদিকে তাকাই সবই জেন ঘুটঘুটে কালো
মোর জীবনে চলার পথে তুমি কেবল ভালো।

বৃষ্টি তোমার জন্য – ডাঃ মাধাই মিদ্যা

বৃষ্টি তোমার জন্য একবুক ভালোবাসা নিয়ে কেঁদে ফিরি আমি অরণ্য !

সরকারের উদাসীনতায় মানুষ রূপি হিংস্র জানোয়ারের বেপরোয়াতায় অরণ্য আজ বিপন্ন !

বৃষ্টি তোমার জন্য অপেক্ষায় থাকি এখনোও…..
বৃষ্টি তোমাকে ভালোবাসি এটা কি জান না ?
নাকি অরণ্যের আকর্ষণ ক্ষমতাকে মান না?

বৃষ্টি তুমি কত মিষ্টি তোমার রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না,

বৃষ্টি তোমার গন্ধে তুফান উঠে জায় অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে; বিকশিত হয় পুষ্প,
বৃক্ষে বৃক্ষে সুরক্ষিত হয় পরিবেশ ।

বৃষ্টি তুমি বন্ধু আমার শোন মোর কথা,
ফিরে এসো তাড়াতাড়ি দিয়ো না মোর বুকে ব্যথা!

বৃষ্টি তোমার ভালোবাসি করোনা অস্বীকার ;
অরণ্য আমি বলছি তোমায় করবো প্রাণ হানি!
খাবো আমি নোনা পানি।

আমি দেখেছি তোমার – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

আমি দেখেছি তোমার ঘুমের ঘোরে…
আমি দেখেছি তোমার পূর্ণিমার রাতে যাচ্ছ সরে;
আমি দেখেছি তোমার হাসপাতালে ঘুরে,
আমি দেখেছি তোমার ইটভাটার ঘরে!

আমি দেখেছি তোমার কয়লা খনির অন্ধকারে;
আমি দেখেছি তোমার রাজপথের উপরে।
আমি দেখেছি তোমার গঙ্গা ভাঙ্গনের পরে;
আমি দেখেছি তোমার ভাসতে দুঃখ সাগরে!!

আমি দেখেছি তোমার পরাধীনতার শৃঙ্খল পরে,
আমি দেখেছি তোমার পালিয়ে যেতে শ্রমিকের হাত ধরে…
আমি দেখেছি তোমার ঘুরে বেড়াতে হাটে বাজারে;
আমি দেখেছি তোমার চা বাগানে কাজ করে মরতে!

আমি দেখেছি তোমার দেশের বর্ডারের পরে,
আমি দেখেছি তোমার শহরের মাঝে বাইজীর ঘরে…
আমি দেখেছি তোমার সাম্প্রদায়িক দাঙ্গার পরে,
আমি দেখেছি তোমার ঝরে যেতে বাংলার ঘরে ঘরে!!

ভাব ভালোবাসা এক নয় – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

ভাব ভালবাসা এক নয় !
প্রেম পিরিতি যার তার সাথে নয়—
জীবনে একবার মাত্র প্রেম হয়।

ভাব ভালোবাসা এক নয়!
ফিজিক্যালি ইন্টিমেট চায়,
প্রেমের কবলে পড়ে হায় হায় জীবনটা যায়!
ভাব ভালোবাসা ক্ষণিকের জন্যে হয়
প্রেমটা মৃত্যু পর্যন্ত রয়ে যায়; কিছু পায় আর না পায়।

ভাব ভালবাসা এক নয়!
দেখাতে যখন ভাব হয় লোকে তারে ভালোবাসা কয়, যত সময় গড়ায় স্বার্থের আড়ম্বর বেড়ে যায়।
স্বার্থ ফুরায়ে ভালোবাসা ছেড়ে যায় কিন্তু প্রেম মৃত্যু পর্যন্ত দাপিয়ে বেড়ায়; কিছু পায় আর না পায়।

ভাব ভালবাসা এক নয়!
ভাব ভালোবাসা পক্ষপাতিত্ব হয় কিন্তু প্রেম নীরবে নিরপেক্ষতায় সাক্ষ্য দেয়; তাতে কিবা আসে যায়
ভাব ভালোবাসা কোন কোন সময় অন্যায় সয়,
প্রেম কেবলমাত্র ধার্মিকতা চায়।

কভু এক নয় – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

প্রেম হল কচুর পাতায় জল
সে অবিরত করে টলমল….
আজকের আছে তোমার কোলে,
কালকের সে অন্য কারোর শপিং মলে।

আজকে যারে বাসছ ভালো
হতে পারে কালের সে … ও …
বিষের চেয়ে কালো !
ভালোবাসি বোলে মিথ্যা কথা কয়
ভালোবাসা অমর রবে;
যদি নিঃস্বার্থ হয় ।

স্বার্থ ছাড়া দুনিয়া হয় বিকল,
মাতৃ প্রেমে ভরে ওঠে পৃথিবীর সকল।
প্রেম আর ভালবাসা কভু এক নয়;
দুইটি শব্দের আলাদা সত্তা রয়ে যায়।

ভালো লাগা থেকে ভালোবাসা হয়
মনের গভীরে অজান্তে প্রেম এসে যায়!
ভালোবাসা যার তার সাথে হয়–
প্রেম শুধু মনের মানুষই চায়।

ওরা কারা? – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

দুর্ধর্ষ না দুর্বৃত্ত ?
ওরা কি ন্যায়-নীতি মানতো?
নাকি সত্য কোনদিন জানতো ?

অন্যায় করে সরলতার সুযোগ নিয়েছিল ভোরে
জোর করে ঢুকেছিল মোদের ঘরে ঘরে,
ধরলো মারলো সম্পদ নিল;
স্ত্রী-কন্যা ও মাকে ওরা সঙ্গে নিল,
খেললো ওরা পৈশাচিক যৌন খেলা!

কেউ চলে গেল কেউবা রয়ে গেল,
ধীরে ধীরে আমাদের সব সয়ে গেল।
যারা চলে গেল আমাদের বাঁচার সুযোগ করে দিল কিন্তু যারা রয়ে গেল; তারা গাছে খেলো তলায় কুড়ালো।

ওরা কারা ?
শোষণ শাসন ও অত্যাচার করছে যারা ?
ওরা আজও মারে ধরে স্ত্রী-কন্যা ও মাকে শয্যাসঙ্গিনী করে কৌশল বলে!!

ডিফেন্স যদি হয় খোঁড়া – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

সলিউশন নেই আছে শুধু পলিউশন !
কথায় – বার্তায়, চলা – ফেরায়, কাজ-কর্মে,
শোনায় ও দেখায় সর্বত্রে আছে বাজে বাজে রাজনীতির কূটনীতির পলিউশন !

সলিউশন নেই আছে শুধু পলিউশন!
শিক্ষা – ময়লা, খনি – কয়লা, সোনা – হীরা, দুধ -খিরা সব খাচ্ছে মহাবীররা ; বোম – বন্দুক, চা – মুড়ি শিল্প আছে ভুরি ভুরি; নেতারা তাও করে দিনে রাতে চুরি।

সলিউশন নেই আছে শুধু পলিউশন!
দেশকে ভালবেসে তুমি হবে শেষ
দেশের মাথায় বসে নেতারা করবে আয়েশ!
ভোটের জোটে তোমাকে খাবে চেটেপুটে
সবার জন্য তুমিও যাবে ছুটে ছুটে।

সলিউশন নেই আছে শুধু পলিউশন!
ডিফেন্স যদি হয় খোঁড়া, দেশবাসীর হতে হবে ন্যাড়া; সিভিকের হাতে দেশবাসীর আছে বড় ফাঁড়া!

তুমি কি জানতে – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

বাচ্চার স্কুলের মিটিং; গিয়ে দেখি সেটিং,
মনে পড়ে যায় “যুগ যুগ যুগ” আগের ডেটিং!
দেখা হয়েছিল দুইজনার; যখন ছিলে বোডিং।

চলছিলাম সবাই মিলে মেইন লাইনে—
কিছু দিনের মধ্য কর্ড লাইন হয়ে চলে গেলে তুমি আউট লাইনে । সব আছে আজ আমার শুধু নাই তুমি; তাই দিনের শেষে কর্মের বেশে তোমাকেই পাবার আশায় খুঁজে ফিরি মেইন লাইনে!!

তুমি কি জানতে? জীবনের পড়তি বিকেলে দেখা হবে “যুগ যুগ যুগ” রাখা বেদনার অবসান ঘটবে এবং দর্শনে না পাওয়ার জ্বালা মিটবে!

হৃদয় জ্বলবে নাকি; ছাই চাপা পড়বে?
যার সুবাদে নতুন সম্পর্ক গড়বে।
সমাজে কুকথা ভাইরাসের মতো ছুটবে——।
পবিত্র শিক্ষা ক্ষেত্র পবিত্র থাক আমাদের বন্ধুত্ব নিপাত যাক!!

জীবন খেয়া – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

ভেবে ছিলাম আসবে ফিরে
ফেরা তো আর হলো না,
যখন ফিরলে শেষে ……..
আমার জীবনের অবশেষে।

কি হবে বল আমায়
তোমাকে ভালোবেসে ?
অপেক্ষায় ছিলাম আমি
ভালোবাসার ভালোবেসে।
জীবন টারে কাটিয়ে দিলাম
প্রেমিকের ভালোবাসার ছদ্মবেশে!

কি হবে এখন এসে;
আমার জীবনের বেলা শেষে?
প্রয়োজন ছিল যখন
কোথায় ছিলে তুমি তখন?

প্রিয়া তোমার ছিল না হৃয়া!
বলেছিলে করব না বিয়া,
মিথ্যা বলেছিলে আমার রীয়া।
পাড়ি দেব এখন জীবন খেয়া!

অসুর শব্দের মানে কি – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

সুর-সুরা মদ
সমাজ ধ্বংসের ফাঁদ,
জাত-জাতি ও জ্ঞাতি
আদি ভারতের বাতি ।
অবক্ষয়ে ভুগছে যারা
সবাই আমাদের সাথী তারা।

অসুর শব্দের মানে কি ভাই;
শিক্ষিত সমাজ জানে কি তাই?
সুর – অসুর এর লাগিয়ে দ্বন্দ্ব,
আষ্টে-পিষ্টে কুসংস্কারে …..
মুড়ছে শিক্ষিত মূর্খ অন্ধ।

বাংলা সাহিত্যের পন্ডিতেরা…….
দুইটি শব্দের ব্যাখ্যা কর দেখি একবার;
জাতির চক্ষু খুলে দেখতে হবে বারবার
অসুর সুর দুইটি শব্দের ব্যাখ্যা কর শতবার,
যতবার ভুল ব্যাখ্যা করেছে ততবার।

অসুর বলে ভুল শিক্ষার মোড়কে
দেশের সর্বস্ব দাঁড় করাচ্ছো সড়কে।
সূরের তালে দুর্গাপূজায় অনুদান দিয়ে
অসুরের বাচ্চারা মারা যায় না খেয়ে!

সূরা পান করে বিছানায় তুলে,
অসুরের মেয়েদের খুবলে খেলে;
রাত পোহালে রাস্তায় দিলে ফেলে

কালো কুৎসিত বোলে!

একদিন জাগবে অসুর
সেদিন সকলে হবে বেসুর।

কন্যা বাঁধিবে কোথায় ঘর? – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

বৌ আপন ভাই পর এ কেমন সংসার?
একটি মায়ের নাড়ি কেটে জন্ম হল দুই ভাইয়ের
তার পর বলবো আমরা; বৌ আপন ভাই পর!

বৌ আসিল পরের ঘরে…..
ঘরে নাও তারে ভালোবেসে আপন করে,
আপন বোলে হৃদমাঝারে রাখবি জারে;
দুইদিন পরে সংসার খানি দেবে ছারে-খারে।

গাছে খায় তলায় কুঁড়ায়; এমন যেন বৌ না হয়।
কাজের ফাঁকে মাঠে-ঘাটে ট্রামে বাসে
কথা কয় সে; চুপিসারে আড়ে আড়ে,
ভেবে রাখ বিপদ আসছে তেড়ে -ফুঁড়ে।

স্বামী আপন বাবা- মা পর কন্যা বাঁধিবে কোথায় ঘর?
পর আপন আপন পর; এসব মায়া ভরা সংসার।
মেয়ে চাইলে সংসার যাবে রসাতলে
মেয়ে চাইলে সংসার ভরে যাবে ফলে ফুলে!

কন্যা বাঁধিবে কোথায় ঘর?
যেখানে থাকবে সেখানে পর।
শৈশবে বাবার বাড়ি; যৌবনে স্বামীর ঘর,
বৃদ্ধা বলে ছেলে আপন বৌ পর।
নারী তোমার কে আপন কে পর?
কন্যা বাঁধিবে কোথায় ঘর?

সিদ্ধান্তের ফল – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

যৌবনের ডাকে; কিশোরের হাঁকে —
রাস্তার বাঁকে; কিশোরী দাঁড়িয়ে থাকে,
আমাকে সে বকে, বলে যাও এখান থেকে!

আমি তাকে ভালবাসি; বলেছিলাম ছবি এঁকে,
মূল্য দেয়নি তখন; তাই কাছে পেতে চায় এখন।
ডাক্তার আমি করিতে চাইছো স্বামী?
হবে না সোনা; আমি মোনা……
বিবি আছে মোর একখানা।

যাবে না কষ্ট দেওয়া তাকে, বিপদে যে ছিল সাথে!
এখন তুমি কাঁদিছো একা; সখার সাথে হবে না দেখা।
তখন তো দিয়েছিলে বকা;মিথ্যা কাঁদো একা!

বিপদে যায় বন্ধুর দেখা; চলতে হবে একা একা,
বলেছিলাম ভালোবাসো মোর সখা, বলে ছিলে দুর হও বোকা!
কেঁদে ছিলাম আমি একা, হেসেছিল তুমি সখা।

স্কুলেতে যাবার পথে, দেখতে যেতে তুমি তাকে
আমি তখন বলতাম ডেকে, কথা শুনে যাও আমার থেকে।
ফাঁসাবে যে সে তোমাকে, পড়িবে তুমি দুর্বিপাকে!

মেলায় এসে হোটেল গেলে,
স্বামীকে তখন দেখতে পেলে।
বসে আছে অন্যের কোলে…
তখন ও ঘরে আমি একলা ছেলে!

তালাক দিলো সে যখন;
সত্যি হলো কথা তখন।
আফসোস করে মর এখন!

হঠাৎ দেখা – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

এতো বছর পরে কোথা থেকে এলে মোর ঘরে,
প্রাতঃকালে দিলে মোর মন খারাপ করে !
কেন আসিলে ? জানিতে চাহিলে কেমন আছি?

আছি ভালো কেবলমাত্র মনটা কালো !
শুনেছি আমি বিয়ে করে আছো ভালো—
এখন আবার কি হলো?

তোমার বাবার অগাধ টাকা
স্বামীর আছে লকার ভরা ।
আমার আছে জোয়ার দুঃখ ভরা !

শৈশবের প্রেমিককে ভালো বাসতে চাইতে
কৈশোরে গোপন ভাবে কাছে আসতে চাইতে
যৌবনেতে খুঁজি তোমার যাইতে যাইতে ।

চাতক যেমন বারি যাচে;
তুমি এলে না আমার কাছে,
এখন আমি বিদায় পথে
তুমি চাইছো থাকতে সাথে।

অর্ধশত বছর – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

অর্ধশত বছর পর দেখা হল আবার !
কিভাবে কেটে গেল দুই জনার,
মৃত্যু হবার কথা ছিল বহুকাল আগেই
সংসার নামক ব্যাধির কবলে।
কিন্তু – মরিনি তোমার সাথে দেখা হবে বলে;
আজও বেঁচে আছি এই পৃথিবীর কোলে ।

শুনেছিলাম একবার কলেজ থেকে
পালিয়ে ছিলে যে বার —-
ধণীরামের মামার খামারে
দেখা গিয়েছিল সেবার ।
আমি দিয়েছিলাম খাবার
রঙিন নেশায় চিনতে পারোনি আমার।

অর্ধশত বছর পর দেখা হল আবার!
এখন আর কিছু নেই খাবার
তোমার দেবার …
অঙ্গ-প্রত্যঙ্গ হয়েছে ভাগ আছে শারীরিক খাক।

অর্ধশত বছর আগে যৌবন দিয়েছিলে ভাগে
যে পেরেছে সে খেয়েছে প্রভাত হবার আগে,
যৌবনের সূর্য ডুবেছে যখন দরকার পড়েছে আমার তখন!

আমি তো কঙ্কাল – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

মনে হয় দহন করি কিন্তু কিভাবে করব আমি? আমি তো কঙ্কাল ! কি আছে মোর সম্বল ?সরকার নাকি দুরাচার, ভিক্ষা দেয় আর রক্ত নেয় দিনরাত; বিনিময়ে পাই রেশনের চালের ভাত আর পাঁচশত টাকা।

খেলা মেলা চুরি নারী এটা হল সরকারি
দোকানদারি, সব বেচা হয়ে গেছে খুলে কাপড়ের কাছা ।
এখন তো আর কিছু নেই বাকি; কি করবে বাছা?
মনে হয় দহন করি কিন্তু কিভাবে করব আমি? আমি তো কঙ্কাল ! কি আছে মোর সম্বল ?সরকার নাকি দুরাচার, ভিক্ষা দেয় আর রক্ত নেয় দিনরাত; বিনিময়ে পাই রেশনের চালের ভাত আর পাঁচশত টাকা।

অন্যায়কে স্বর্ণলতা করে ফেলছে আমার ত্রাতা;
খনি থেকে মণি যা কিছু চুরি যাচ্ছে যখনই
প্রশাসন সব ভাগ নিচ্ছে তখনই।
মায়ের দুগ্ধ, বাপের বীর্য বিক্রি হচ্ছে
কি আর বাকি আছে এ রাজ্যে?
মনে হয় দহন করি কিন্তু কিভাবে করব আমি? আমি তো কঙ্কাল ! কি আছে মোর সম্বল? সরকার নাকি দুরাচার, ভিক্ষা দেয় আর রক্ত নেয় দিনরাত; বিনিময়ে পাই রেশনের চালের ভাত আর পাঁচশত টাকা।

এসব মিথ্যা কথা – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

পাপ উঁকি মারে সে তো দেখা যায় না;
লোভের বশবর্তী হয়ে গড়ে শুধু গহনা ।
সত্য পথে চলি; মন তা চায় না ।
চুরি দারি সব করি; জীবন শেষে হরি-হরি !

পাপ পূর্ণ স্বাধীনতা এসব মিথ্যা কথা
সাধুরা সব বলে –আরাম আয়েশ অর্থ
মিছে মায়ায় ভরা সংসার কেবল ব্যর্থ !
আছে কি শর্ত? মিথ্যা বলার অর্থ ?

আছে কি তোমার সামর্থ্য?
রাস্তার পাশে ফুটপাতে ঘেঁষে
গ্ৰামের শেষে মেঠো ঘরে বসে
বল দেখি এসে নুনভাত খেয়ে থাকবো তোমাদের সকাশে!

এসি ঘরে বসে ঘি-মাখন খেয়ে
কামিনী কাঞ্চনের বসে মিথ্যা ধর্মের আড়ালে
সাধুরূপে নোংরা হাত বাড়ালে রাজনৈতিক অন্দরে ।

রাস্তায় পড়ে মরে – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

সাদা খাতা দাও যদি জমা
সাথে যদি থাকে শাসকের মামা
পরীক্ষা করবে তোমায় ক্ষমা,
ব্যাংকে টাকা হবে জমা ।

পিতা মাতা আছে যত ক্ষমতা,
দিয়ে ফেরাতে চায় সন্তানের ভবিষ্যতের সমতা
কে জানে অদূর ভবিষ্যতে কি হবে?
শাসকের অপশাসনের জেরে
গরিব শিক্ষিত ঘরের ভবিষ্যৎ
রাস্তায় পড়ে মরে !

লুম্পেন লুটেরা চাকরি করে টাকার জোরে,
প্রশাসনের অপশাসন এ জেন বিদেশিদের উপনিবেশের অধিবেশন !

দেশের যৌবন চুষে খায় প্রশাসনের অপশাসন
রাজ্যের মাতা জন নেতা…
“কানা রে কয় পদ্মলোচন
খঞ্জরে‌ কয় সব্যসাচী”
এ কোন রাজ্যে আছি?

বাঙালির অবস্থা – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

বাঙালি বাংলার গর্ব?
না কি; না খেয়ে মরবো?
না কি;কর্মের তাগিদে অন্যত্র চলে যাব?

শুনেছিলাম বাংলা পৃথিবীর স্বর্গ!
দেখছি এখন বাংলা হচ্ছে খর্ব।
বিশ্বের সমস্ত জাতি
দিয়েছে বাংলার সুখ্যাতি!

বাংলার সর্বস্ব নিয়ে গিয়েছে রাত্রি রাত্রি,
যা ছিল সম্পদ…
হয়েছে লুম্পেন, লুটেদের আত্মসাৎ।

জাতি – ধর্ম – কর্ম বোঝেনি সে মর্ম
গিয়েছে কর্ম; ছাড়িয়েছে মানুষের চর্ম !
গণতন্ত্র হয়েছে তাদের মন্ত্র,
জনগণ হয়েছে রোবটের মত যন্ত্র
অবিরত লেগে আছে দ্বন্দ্ব।

যদিওবা খাদ্য নেই; মানুষ তবুও জ্যান্ত—
হুকুম চলে রঙিন পানিও আনতো
বিরোধী শূন্য করে হবো ক্ষান্ত !
বাংলার মানুষের পুড়িয়ে মারোত জ্যান্ত!!

এসব তো রটনা;বাংলার ঘরের ঘটনা।
উন্নয়নের জোয়ার বইছে
তোমরা তো তা চোখে দেখ না?

মনের স্বপ্ন – ডাঃ মাধাই মিদ্যা [Bengali Poetry]

চোখের জলে মনের স্বপ্ন মিশে যায়
কতো শত রাত পার হয়ে যায়,
মনের স্বপ্ন সকালের ব্যস্ততায় হারিয়ে যায় ।

গায়ের রক্ত জল হয়ে বেরিয়ে যায়;
দিন শেষে আবার রাতের অন্ধকারে
চোখের জলে মনের স্বপ্ন মিশে যায়!

ভাবনায় আর বাস্তবে রূপ রেখার ম্যাপ তৈরিতে—
ব্যস্ত হয়ে সিস্টেমের বেড়াজালে আবদ্ধ।
গুলিবিদ্ধ সৈনিক হিসেবে চোখের জলে মনের স্বপ্ন মিশিয়ে
নিঃশেষে বিশেষ দেশের উদ্দেশ্যে রওয়ানা করতে হয়!!

চোখের জলে মনের স্বপ্ন হয়ে যায় দুঃস্বপ্ন
সময় করে অট্টহাসি শত্রু মিত্র উভয় পক্ষ
সুযোগ বুঝে লিপ্ত হয় কু-কাজে।

শরীর মনের সর্বোচ্চ দিয়ে; উচ্চতর শিক্ষা নিয়ে
দেশের হয়ে দেশের খেয়ে কর্ম করি নিম্ন-মানের ।
আমলা সেজে ঘাপলা মেরে পশুদের কোলে তুলে
নিজেই যাই ফাঁসিই ঝুলে।

ডাঃ মাধাই মিদ্যা | Dr. Madhai Middya

Bengali Article 2023 | দুর্গা পূজার কথকতা | প্রবন্ধ ২০২৩

Bengali Story 2023 | রূপশঙ্কর আচার্য্য | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | ওরাই আমাদের কর্ণধার (শিশুকিশোর) | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | লুনি বা টুনী | গল্পগুচ্ছ ২০২৩

এসব মিথ্যা কথা | রাস্তায় পড়ে মরে | বাঙালির অবস্থা | মনের স্বপ্ন | আমরা কেন মিথ্যা কথা বলি | এগুলোই মিথ্যা | কীভাবে বুঝবেন কেউ মিথ্যা বলছে | মিথ্যা নয় সত্য বলতে শিখি | মিথ্যা বললে রক্ষা নেই | মিথ্যা কথা বলার প্রযুক্তি আবিষ্কার | মিথ্যা কথা | জেনে নিন মিথ্যা ধরার কৌশল | মিথ্যা নির্ণয়ের বৈজ্ঞানিক উপায় | শিশুরা কেন মিথ্যা বলে | মিথ্যার পার্থিব ও অপার্থিব ক্ষতি | শ্রেণিকক্ষে মিথ্যা কথা বলার কারণ | রাস্তায় মরে কয়েকশ কাক | রাস্তায় স্তূপীকৃত বালিতে ধাক্কা | পুলিশের সঙ্গে ধস্তাধস্তি | রাস্তায় মরে পড়েছিলেন এনায়েত | রাস্তায় মরে পড়ে থাকা ব্যক্তি | পাকিস্তানের পরাজয়ে বাঙালির অবস্থা | ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি | প্রাচীন বাংলা ভাষার কালসীমা লেখো | আদি মধ্য বাংলা ভাষার কালসীমা | বাংলা ভাষার উৎপত্তি কত শতকে | প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য | প্রাচীন বাংলা ভাষার কালসীমা ও নিদর্শন | বাংলা ভাষার ইতিহাস | দেশের বভমান অবস্থা | বাঙালি জাতি | বাঙালি সংস্কৃতি | বাঙালি জাতির ইতিহাস | বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ | বাঙালি বানান | বাঙালি জাতীয়তাবাদ | বাঙালি সংকর জাতি | স্বপ্ন কি সত‍্যি হয় | মনের স্বপ্ন উম্মোচন করো | মনের স্বপ্ন মনের স্বপ্ন | ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব | মনের ভুল | স্বপ্ন বিজ্ঞান | ভবিষ্যৎ স্বপ্ন | স্বপ্ন দেখা | ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব | স্বপ্ন ব্যাখ্যা | জীবন ও স্বপ্ন | স্বপ্ন বিলাসী মন | স্বপ্ন নিয়ে উক্তি কবিতা ও স্ট্যাটাস | আমরা স্বপ্ন কেনো দেখি | মনে মনে স্বপ্ন সাজাই | তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল | ঘুমিয়ে কেন স্বপ্ন দেখে মানুষ | কে পাবেন ব্যবসায় সাফল্য | সকাম ও নিষ্কাম কর্ম | একটি সিদ্ধান্ত গাছ কি | হঠাৎ দেখা ক্যাপশন | হঠাৎ দেখা কবিতার মূলভাব | হঠাৎ দেখা প্রেমের কবিতা | হঠাৎ দেখা গল্প | হঠাৎ দেখা কবিতা | হঠাৎ দেখা কবিতা লিরিক | হঠাৎ দেখা কবিতা সৌমিত্র | হঠাৎ দেখা কবিতা কোন কাব্যগ্রন্থের | অর্ধশত বছর ধরে | সংকট নিয়েই অর্ধশত বছর পার | বঙ্গবন্ধু উপাধির অর্ধশত বছর | কঙ্কাল গল্প | কঙ্কাল গল্পের বিষয়বস্তু | কঙ্কাল গল্পের প্রশ্ন উত্তর | কঙ্কাল গল্পের সার্থকতা | কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর | কঙ্কাল গল্পের চরিত্র | কঙ্কালের | কঙ্কগড়ের কঙ্কাল | কঙ্কালের ব্যবসার পরিকল্পনা | তরুণীর কঙ্কাল | কঙ্কাল ভূত | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

Hothat Dekha Poem | Hotath Dekha by Rabindranath Tagore | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment