Swami Vivekananda – Talk of an Endless Life | True Leader

Sharing Is Caring:

স্বামী বিবেকানন্দ – এক অন্তহীন জীবনের কথা – অভিজিৎ দত্ত

একটি দেশ বা জাতির উন্নতি নির্ভর করে তার শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতির উপর। কিন্তু সেই শিক্ষাব্যবস্থা যদি ত্রুটিযুক্ত হয়, সংস্কৃতির বদলে যদি অপসংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠে, তাহলে কী আমরা নিরাপদে থাকতে পারবো? আমরা কী কবির মতে ছবি হয়ে দেশের ও দশের অবনতি দেখতে থাকবো নাকি এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে?একজন সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের উচিত রাষ্ট্রের অধিকারগুলো ভোগ করার সঙ্গে,সঙ্গে সঠিকভাবে দেশ ও দশের প্রতি কর্তব্য করা। এর জন্যই মনীষা চর্চার মাধ্যমে দেশবাসীকে সেই আলোয় আলোকিত করা ও দেশ গঠনে উদ্বুদ্ধ করা। এই ব্যাপারে যার নাম সর্বাগ্রে মনে পড়ে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। যাকে বলা হয় ঘনীভূত ভারতবর্ষ। আবার কেউ বলেন ভারত আত্মার মূর্ত প্রতীক। যার সম্বন্ধে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক রমা রোঁলাকে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন”, যদি ভারতবর্ষকে জানতে চাও, তবে বিবেকানন্দকে জানো”।

স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত। মাতা ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দ জন্মেছিলেন ১৮৮৬ সালের ১২ই জানুয়ারি।মৃত্যু ১৯০২ সালের ৪ঠা জুলাই। স্বল্প দৈর্ঘ্যের তার জীবনে রয়ে গেছে অনেক কাজ, বাণী ও অগণিত ভক্তবৃন্দ। মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাটি-যাহার অমর স্থান প্রেমের আসনে/ক্ষতি তার ক্ষতি নাই মৃত্যুর শাসনে/ দেশের মাটি থেকে নিল যারে হরি /দেশের হৃদয় তাকে রাখিয়া ধরি।

নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠার পেছনে যাদের সবথেকে বেশী অবদান ছিল তারা হলেন মাতা, পিতার শ্রীরামকৃষ্ণ। মাতা ভুবনেশ্বরীর কাছ থেকেই তার ইংরেজি শিক্ষার গোড়াপত্তন হয়েছিল বলেই নরেন্দ্রনাথ ইংরেজিতে দক্ষ হয়ে উঠেছিলেন। মায়ের উপবাস ও সত্যবাদিতা বাল্যকালে তার মনে গভীর রেখাপাত করেছিল। পিতা বিশ্বনাথ দত্ত নামকরা উকিল ছিলেন বলে বাড়িতে বহু মানুষের আনাগোনা ছিল। তাদের আলাপ-আলোচনা শুনে নরেন্দ্রনাথের মনে যুক্তিবাদের উন্মেষ ঘটেছিল।

নরেন্দ্রনাথের জীবনকে সবচেয়ে বেশী প্রভাবিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ সবসময় নরেন্দ্রনাথকে স্মরণ করিয়ে দিতেন নিজের জন্য নয়,জগতের কল্যাণের জন্য তোর আগমন। আজকের দিনে শ্রীরামকৃষ্ণের মত গুরুদের বিশেষ প্রয়োজন যারা পথভ্রষ্ট, দিশাহীন যুবসমাজকে পথ দেখাবে,দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যাবে।

আর পাঁচজন সাধারণ মানুষের মতো নরেন্দ্রনাথ ও ছিলেন সাধারণ মানের ছাত্র। ছোটবেলা থেকে তিনি শরীর চর্চা করতেন বলেই তার চেহারা ছিল সুগঠিত ও বলশালী।শরীরের গুরুত্ব তিনি বুঝতেন বলেই তিনি বলেছিলেন-“শক্তিই জীবন, দুর্বলতায় মৃত্যু”।তিনি আরো বলেছিলেন-” গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো”।

সাধারণ মানুষের মতো নরেন্দ্রনাথের জীবনেও আঘাত এসেছিল। প্রথমটি আত্মীয়-স্বজনদের কাছ থেকে, পরবর্তীতে বন্ধুবান্ধবদের কাছ থেকে।পিতার আকস্মিক প্রয়াণের পর সংসারের বিপুল বোঝা হঠাৎ করে তার কাঁধে এসে পড়ে।নরেন্দ্রনাথ ভাইদের মধ্যে ছিলেন বড়।সামান্য চাকুরীর জন্য তিনি হন্যে হয়ে ঘুরছিলেন। একসময় সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করার কথা ভেবেছিলেন কিন্তু রামকৃষ্ণদেব তাকে নিবৃত্ত করেন ও সঠিক দিশা দেখান।নরেন্দ্রনাথের দ্বিতীয় আঘাতটি এসেছিল শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানে (১৮৮৬ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট)।

১৮৮৬ খ্রিষ্টাব্দে স্বামীজীর অন্তরে জেগে উঠল ভারতবর্ষ ভ্রমণের সংকল্প।শুধু চোখের দৃষ্টি দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন ভারতবর্ষকে।পদব্রজে শুরু হল যাত্রা।শেষ হল কন্যাকুমারীতে ১৮৯২ সালের ডিসেম্বরে। এই কন্যাকুমারীতেই স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ হয়ে ভাবতে লাগলেন ভারতবর্ষের অতীত ইতিহাস ও তার গৌরবের কথা।ভাবতে, ভাবতেই বিবেকানন্দ খুঁজে পেলেন ভারতের উন্নতির উপায়। জড়ের শক্তিতে নয়,চৈতন্যের শক্তিতে জাগাতে হবে দেশ তথা বিশ্ববাসীকে। ঠিক করলেন ১৮৯৩ খ্রিষ্টাব্দের আমেরিকার শিকাগো শহরের অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করবেন। সেই ব্যবস্থাও হলো।

বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করে বিবেকানন্দ যে শুধু ভারতবর্ষের প্রাচীন গৌরব সহ ভারতবাসীর মাথা উঁচু করেছিলেন তা নয় ,বিদেশী ভক্তদের সহায়তাই ১৮৯৭ খ্রিষ্টাব্দের ১লা মে ভারতবর্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন। যার মূল কাজ ছিল আর্তপীড়িত মানুষকে সহায়তা করা ও শিক্ষাদান। পাশ্চাত্যে বিবেকানন্দ এত জনপ্রিয় হয়েছিলেন ও তার ধনী শিষ্য ও শিষ্যার সংখ্যা এত বেশী ছিল যে ইচ্ছে করলে তিনি বিলাস,বৈভবে দিন কাটাতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি।তার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের কল্যাণ। এইজন্য বিদেশীদের কাছে হাত পাততে তিনি কুণ্ঠাবোধ করেন নি।এইখানেই বিবেকানন্দ সাধারণের থেকে আলাদা।সাধারণ হয়েও অসাধারণ। বিবেকানন্দের মত এত নিবিড়ভাবে ভারতবর্ষকে কেউ প্রত্যক্ষ করে নি।ভারতবর্ষ ভ্রমণ করে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন আমাদের দেশের প্রধান সমস্যা দুটি -অশিক্ষা ও দারিদ্র। বিবেকানন্দ এই সমস্যা সমাধানে বিশেষভাবে ব্রতী হয়েছিলেন। তিনি বলেছিলেন-“সাধারণ মানুষের টাকায় শিক্ষিত হয়ে যারা তাদের কথা ভাবে না , তাদের মত বিশ্বাসঘাতক আর কেউ নয়”। মানবপ্রেম ছিল তার ধর্মের মূল কথা।তাইতো তিনি বলেছিলেন “বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর/জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর “।

মানুষের দুঃখে তার হৃদয় কাঁদতো বলেই পাশ্চাত্যের বিলাস-বৈভব তাকে আকৃষ্ট করতে পারে নি।জন্মভূমির প্রতিটি ধূলিকণায় তার কাছে ছিল পবিত্র। বিবেকানন্দ বিশ্বাস করতেন সামাজিক সাম্য। শ্রেণীবিভাজন,ধন-সম্পদের বৈষম্য তার পছন্দ ছিল না। তিনি প্রকৃতই ছিলেন সাম্যবাদী। বিবেকানন্দ ধর্ম বলতে বুঝতেন সৎ কর্মকে। তিনি বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তরের পবিত্রতার ওপর বেশী জোর দিয়েছেন। তিনি বলতেন -“খালি পেটে ধর্ম হয় না। তাই ক্ষুধার্তকে অন্ন তুলে দেওয়াই ধর্ম”। অথচ আজকের দিনে দেশে কত বড়লোক আছেন ,কজন সমাজের হিতসাধনে এগিয়ে আসেন ?

পরাধীন ভারতবর্ষে বিবেকানন্দের লক্ষ্য ছিল ভারতবাসীকে আত্মবলে বলীয়ান করা।কেননা আত্মবলে বলীয়ান না হলে কোন জাতির উন্নতি হতে পারে না। বিবেকানন্দ বলতেন,পরাধীন ভারতবাসীর কাছে ধর্ম হলো দেশকে স্বাধীন করা। বিপ্লবীরা তার কথা শুনে ও বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু নিজে একথা স্বীকার করেছেন। বিবেকানন্দ বলতেন, “পৃথিবীতে যখন এসেছো, তখন একটা দাগ রেখে যাও”। বিবেকানন্দের ধর্ম মত ছিল উদার ও যুক্তিনিষ্ঠ। অথচ কেউ, কেউ বিবেকানন্দকে বিশেষ একটি ধর্মের প্রচারক বলে সংকীর্ণতার বেড়াজালে তাকে আটকে রাখার চেষ্টা করেছেন।

বিবেকানন্দ কোন একটি ধর্মের নন, তিনি সবার।মনে রাখা দরকার তিনি হিন্দুধর্মের প্রবক্তা হয়েও বুদ্ধ,যিশুখ্রিস্ট ও হজরত মুহাম্মদ সম্পর্কে যে গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেন তা তার অন্যতম প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতার বহু রচনাতেই পরিস্ফুট। আমেরিকার সানফ্রান্সিস্কোতে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন-“মোহাম্মদকে আমি প্রণাম করি। তিনিই প্রথম সাম্যের বাণী এনেছেন “। একই রকম ভাবে তিনি বলেছেন যদি আমি নাজারেথবাসি ঈশার সময় প্যালেস্টাইনে বাস করতাম তাহলে চোখের জলে নয়, হৃদয়ের শোণিত দিয়ে তার পা দুখানি ধুয়ে দিতাম। বিবেকানন্দের এই চিন্তা নেতাজী বারবার তুলে ধরেছেন। যারা বিবেকানন্দকে একান্ত ভাবে হিন্দুধর্মের প্রবক্তারূপে শুধুমাত্র তুলে ধরেন,অথচ তার জীবনের অন্যদিক গুলি তাদের দৃষ্টিগোচর হয় না তাদের উদ্দেশ্যেই হয়তো শ্রীরামকৃষ্ণ বলেছেন-“তোমাদের চৈতন্য হোক “।

বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে যদি তার শরীর ও স্বাস্থ্য নিয়ে আলোচনা না করা হয় তাহলে একটু ত্রুটি থেকে যাবে। স্বামীজী ছিলেন কর্মপ্রাণ মানুষ ও দেশের জন্য নিবেদিত প্রাণ। তাই তো জীবিত অবস্থায় নানারকম (প্রায় দশ-বারো রকম, পারিবারিক ডায়াবেটিস, অনিদ্রা, চোখের রোগ, পেটের রোগ, হার্টের রোগ ইত্যাদি) রোগে ভুগা স্বত্বেও নিজের কাজে ফাঁকি দেননি। বরং যে অতিরিক্ত পরিশ্রম তিনি করতেন বা শরীরের উপর অত‍্যাচার করতেন তা দেখে ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু তিনি বলতেন যে পরিমাণ কাজ তাকে করে যেতে হবে, তাতে বিশ্রাম নেওয়ার সময় নেই। তিনি আক্ষেপ করে একটা সময় বলেছিলেন, আমি যে কাজগুলো করে যাচ্ছি আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো। এটা ঠিক স্বামীজী জানতেন পৃথিবীতে তার আয়ু বেশিদিন নাই। কাজেই যতটা সম্ভব দ্রুত তাকে কাজ করতে হবে।কেননা জীবনের মূল্য নিহিত আছে সৎ কর্মে। আর সৎ কর্মই হল প্রকৃত ধর্ম। বিবেকানন্দের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। এ নিয়ে অনেক কাহিনী আছে। বিবেকানন্দ ছোটবেলা থেকেই ধ্যান করতে ভালোবাসতেন। এই ধ্যান তার একাগ্রতা শক্তিকে বহুগুণ বৃদ্ধি করেছিল। বিবেকানন্দের মানসিক জোর ছিল দেখার মতো।মানসিক শক্তির জন্যই তিনি সবরকম বাধাকে অতিক্রম করতে পেরেছিলেন।

বিবেকানন্দ সকলের। যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে বিবেকানন্দ তাদের। আর যারা স্বার্থসিদ্ধির জন্য বিবেকানন্দকে ব্যবহার করে, বিবেকানন্দ কখনোই তাদের নয়। তাই বিবেকানন্দকে প্রকৃত শ্রদ্ধা জানাতে চাইলে আগে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে হবে। আমাদের দেশে তার উল্টোটাই ঘটছে বলে সমাজের এত অবক্ষয়, এত দুর্নীতি।তার থেকে উদ্ধার পেতে গেলে দরকার এইরকম মনীষীদের জীবন চর্চা করা। তাদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের জঞ্জাল সরাতে আমাদের এগিয়ে যেতে হবে-নচেৎ ভবিষ্যৎ কিন্তু ভীষণ অন্ধকারময়। তখন আমরা আমাদের উত্তরসূরিদের কাছে ও ক্ষমার অযোগ্য হয়ে উঠবো। তাই বিবেকানন্দ চর্চাই পারে আমাদের প্রকৃত পথ দেখাতে।

তথ্য সূত্র –

১) অচেনা-অজানা বিবেকানন্দ – শংকর
২) ভারত নির্মাণ ও স্বামী বিবেকানন্দ – ড:মধু মিত্র
৩) বিশ্বের বিস্ময় ভারত – সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ – শ্রী মধুসূদন
৪) বিড়ম্বনায় বিবেকানন্দ – কণাদ দাশগুপ্ত ও দেবাশিস পাঠক
৫) আমার ভারত – অমর ভারত – স্বামী বিবেকানন্দ
৬) বিবেকানন্দ ও যুবসমাজ – রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার
৭) স্বামী বিবেকানন্দ : জীবন ও দর্শন – পৃথ্বীরাজ সেন।

অভিজিৎ দত্ত | Abhijit Dutta

Best Story About Travel Experience | Haridwar to Varanasi

Oi Shyama Bama Ke | Best Article on Goddess Kali

Best Gita Theory Discussion | Read the Article

Traveler Swami Vivekananda | পরিব্রাজক বিবেকানন্দ | 2023

Shabdodweep Web Magazine | Talk of an Endless Life | Abhijit Dutta

Swami Vivekananda, the iconic spiritual leader and philosopher, remains one of the most revered figures in Indian history. His message of self-realization, strength, and service to humanity continues to resonate deeply with millions around the world. The concept of Swami Vivekananda – Talk of an Endless Life is not merely a phrase; it encapsulates his vision for a life that transcends materialism and evolves into a deeper, more purposeful existence. This article delves into Swami Vivekananda’s teachings, his legacy as a True Leader, and how his message provides Eternal Inspiration For Youth, inspiring them to live a life of spiritual growth, compassion, and courage.

Swami Vivekananda: A True Leader for the Ages

Swami Vivekananda was born as Narendranath Datta in 1863 in Kolkata, India. He is best known for his contribution to the revival of Hinduism in India and his introduction of Vedantic thought to the Western world. His iconic speech at the Parliament of the World’s Religions in Chicago in 1893 brought him international recognition. Through this speech, Swami Vivekananda not only shared India’s spiritual heritage with the world but also emphasized the unity of all religions and the importance of spiritual growth for humanity.

As a True Leader, Vivekananda’s wisdom was not confined to the intellectual or spiritual realm alone. He actively worked towards the social and cultural upliftment of India. His leadership extended beyond mere words; it was reflected in his actions, particularly his calls for education and empowerment of the youth. His message continues to inspire people across generations, urging them to rise above their circumstances, live with purpose, and contribute positively to society.

The Philosophy of Swami Vivekananda – Talk of an Endless Life

The concept of an Endless Life that Swami Vivekananda espoused is deeply tied to the idea of spiritual evolution. Swami Vivekananda – Talk of an Endless Life is rooted in the notion that human life is not just limited to physical existence but is a journey of continuous growth and self-realization.

Key Teachings of the Talk of an Endless Life

Live with Purpose: Swami Vivekananda encouraged individuals to find their purpose in life and to pursue it with unwavering commitment. He believed that each individual has a unique path and calling, and that true fulfillment comes when one aligns their life with this higher purpose.

The Power of Self-Realization: One of the central themes in Vivekananda’s teachings is the idea of self-realization. He taught that the essence of human life is spiritual, and that through self-realization, individuals can tap into their true potential, which is divine and limitless.

Strength and Courage: Swami Vivekananda often spoke about the importance of inner strength and mental resilience. For him, the pursuit of an endless life required strength to overcome the challenges of life, courage to face difficulties head-on, and the determination to keep moving forward.

Service to Humanity: Another key element of Swami Vivekananda’s philosophy was his emphasis on selfless service to humanity. According to him, a truly meaningful life is one that is dedicated to the welfare of others. He famously said, “The best way to find yourself is to lose yourself in the service of others.”

Spiritual Growth Beyond Time: The Talk of an Endless Life is not about time or duration but about the soul’s eternal journey. Swami Vivekananda believed that the soul is eternal and that real life begins when one connects with their spiritual essence. This path of growth and realization is boundless, transcending time and physical limitations.

Swami Vivekananda: The Eternal Inspiration For Youth

One of Swami Vivekananda’s most significant contributions was his ability to connect with the youth. His speeches and writings were filled with passion, urging the youth to be the change-makers and leaders of tomorrow. He saw in the youth the potential to reshape the future and create a better society. His message of living an endless life filled with purpose, strength, and compassion has inspired millions of young people to live with integrity and dedication.

Key Messages for Youth:

Strength of Mind: Swami Vivekananda emphasized the importance of a strong mind. He often said, “Arise, awake, and stop not till the goal is reached.” His words inspired youth to overcome challenges and work toward their goals with determination.

Education as Empowerment: Education, for Swami Vivekananda, was not just about acquiring knowledge but about empowering oneself to make a difference in the world. He believed that education should be holistic, fostering both intellectual and spiritual development.

Overcoming Adversity: Swami Vivekananda’s life itself is an example of overcoming adversity. Despite many struggles in his personal life, he remained committed to his mission of spiritual awakening and social reform. He inspired youth to look at challenges as opportunities for growth.

FAQ Section: Swami Vivekananda – Talk of an Endless Life

Q1: What does “Swami Vivekananda – Talk of an Endless Life” mean?
The phrase Swami Vivekananda – Talk of an Endless Life refers to Swami Vivekananda’s teachings on living a life that transcends material desires and focuses on spiritual growth, self-realization, and service to humanity.

Q2: How did Swami Vivekananda inspire the youth?
Swami Vivekananda inspired youth by encouraging them to embrace strength, courage, and discipline. His message emphasized that the youth have the power to bring about positive change in society and that they should strive for self-realization and service to others.

Q3: What role did Swami Vivekananda play as a True Leader?
As a True Leader, Swami Vivekananda led by example. He worked tirelessly for the spiritual and social upliftment of India, emphasizing the importance of education, inner strength, and selfless service to humanity.

Q4: How can Swami Vivekananda – Talk of an Endless Life help me live a better life?
Swami Vivekananda – Talk of an Endless Life teaches us that true fulfillment comes from self-realization, living with purpose, and serving others. By embracing these principles, one can lead a life filled with peace, growth, and lasting impact.

Conclusion

Swami Vivekananda – Talk of an Endless Life is not merely about the span of time but the infinite potential of the human spirit. Swami Vivekananda’s vision of living a life filled with strength, purpose, and selflessness has inspired countless individuals across the world, especially the youth, to live with meaning and integrity. His teachings remain an Eternal Inspiration For Youth, guiding them towards self-realization and service to humanity. Through platforms like Shabdodweep Web Magazine, the spirit of his wisdom continues to live on, reflected in the works of writers like Abhijit Dutta, who keep his message alive for future generations.


Sabuj Basinda | Follow our youtube channel – Sabuj Basinda Studio

Leave a Comment