Bengali Poetry – কল্যাণ সুন্দর হালদার – সূচিপত্র
দেশ প্রেমের মডেল [Bengali Poetry]
দেশ প্রেমের মডেল গুলো
রিক্ত শেয়াল
ক্ষুধার পেটে বন্য প্রাণীর
ক্ষুব্ধ খেয়াল।
বুদ্ধিজীবীর বুদ্ধি নাশে
দেশ রসাতল
ধ্বংস বিবেক চামচে গুলো
যায় তলাতল।
শীতল বারি পাতাল ফুঁড়ে
করতে সৃজন
শুদ্ধি করন করবে কেডা
নাই মহাজন।
অঙ্গে লাগাও মাটির ধুলো
শুদ্ধ মনে
বোদ্ধারা সব বুদ্ধি বানাও
সাধুর সনে।
গণ্ডগোল [Bengali Poetry]
দিন যায় দিনের শেষে
মানুষ কেন গরুর বেশে
দাঁত কেলানো হাসি হেসে
শুয়োরের বাচ্চা গুলো
বাধায় বহুত গণ্ডগোল।
বিবেক নীতি গেল কোথায়
ছদ্মবেশে ছাতার তলায়
গদির উপর নেতা চেঁচায়
ধোকা বাজি হিংস্র নেশায়
শিরায় শিরায় গণ্ডগোল।
গর্জেতো কই ওঠেনা কেউ
চা দোকানে কেবলই ঘেউ
বাঘের পিছে নেইতো ফেউ
গলির পথে দেখি হট্টগোল
শিক্ষা চোর জেলে বসে
খাচ্ছে পাঁঠার ঝোল।
চলছে দিন [Bengali Poetry]
সিক্ত পেয়ালা রিক্ত হাতে
শিউলি বকুল মড়ার খাটে
গামবাটেরা পুরানো হাটে
নগ্ন ষোড়শী নাচছে রাতে
এইতো দিন চলবে দিন।
সারাটি দিন মগজ ধোলাই
ভিক্ষা গ্রহণ বিবেক সেলাই
সবার উপরে ব্রজের কানাই
তবুও চোরে বাজায় সানাই
এইতো মজার চলছে দিন।
হাড় হাবাতে মাথা মোটা
আস্ত পুকুর গিলছে গোটা
কুকুর গুলো বাঁধছে লোটা
জন্মে ধিক্ ধিকরে নোটা
চলছে দিন চলবে দিন।
জিজ্ঞাসা [Bengali Poetry]
মনের অগোচরে হৃদয় আকাশে
জমে যায় কিছু ভাষা
কলম পিপাসু মনের কলমে
লিখে যাই কাঁদা-হাসা।
কত জঞ্জাল কত ময়লা
পথের দু-ধারে দেখি
সময়ের তালে সময় হারায়
ভালবাসা শুধু মেকি।
জন্ম-মৃত্যু জীবনের দুই ধারে
মাঝে কটা দিন বাঁচা
রঙিন মদের ঠুনকো পেয়ালায়
চুমুক দিয়ে শুধু নাচা।
লাভের খাতায় লোকসান কেন
হিসাবের খাতা বলে
ধিক্কারে আজ বনেরা পশুরা
শিক্ষা হারা প্রতি পলে।
স্বপ্ন চোর [Bengali Poetry]
ছোট্ট মদন পকেট কাটে বাবার পকেট
ভাই বোনেরা সামলে রাখে গলার লকেট,
ইসকুলেতে পেন চুরি আর খাতা চুরি
মদন সোনা একাই করে নেইতো জুড়ি।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
যৌবনে সে বাবার কথা নেয়নি মোটে
পুকুর চুরি করবে বলে দাঁড়ায় ভোটে,
অম্ল -মধুর সন্ধ্যা বেলায় রূপসী নিয়ে
বাংলা মদে আসর জমায় হোটেলে গিয়ে।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
মদন চোরা দু-কান কাটা সবাই জানে
সব কথাটি হেসে ওড়ায় বিজ্ঞ জ্ঞানে,
সঙ্গে আরো জুটল দেখি মাতাল কজন
নৌকা বিহার ও মাই ডিয়ার এরাই সুজন।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
গলাবাজি তোলাবাজি মদনা করে
বিয়ের পিঁড়ি বসবে না সে ছুতো ধরে,
বৃদ্ধ পিতার চোখের জলে স্বপ্ন গুলো
মায়ের স্বপ্ন টুকরো হয়ে হল ধুলো।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
আইন বাবু আইন দিয়ে ধরল জালে
মদন চোরা বন্ধু নিয়ে জেলের ঘালে,
এখন দেখি কাঁদছে বসে নিঃস্ব পিতা
কান্না-হাসির স্বপ্নে দোলে বিশ্ব পিতা।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
পঞ্চরস [Bengali Poetry]
শান্ত রসে দাস্য খতে
সখ্য প্রেম নিধি
বাৎসল্য বসে মধুর রসে
প্রেম শিখাল বিধি।
নিত্য অতীত গৌর পতিত
কোল দিয়েছে ভাল
মধুর পিরীত হয় গুণাতীত
প্রেমের আগুন জ্বালো।
গৌর চরণ করহ স্মরণ
গৌর করিবে আশ
গৌরের আগে দেখ পুরোভাগে
গৌর বারো মাস।
নিত্য লীলায় গৌর খেলায়
গৌর আপন জন
গৌরের প্রেম অভিনব হেম
নিকুঞ্জ কানন।
শখের রাজা [Bengali Poetry]
আজকে আমি শখের রাজা
সভ্যতাকে চমকাব
পাবে যারা ভুলের নাগাল
সেপাই দিয়ে ধমকাব।
চলব আমি খেয়াল খুশি
নিয়ম নীতি মানব না
শুনবে সবাই আমার কথা
দুখী মানুষ রাখব না।
ভিক্ষা করেই ভিক্ষা দেব
শিক্ষা হারাক জনতা
দীক্ষা পাবে শিষ্য গুলো
শিখবে দেখে ক্ষমতা।
অযোগ্যদের চাকরী দেব
যোগ্যরা থাক পথে
আমলা গুলো গামলা ভরে
চলবে আমার মতে।
রাজতন্ত্র করব কায়েম
জনগণ সব ফেলনা
ভোটের সময় দু-চার আনা
বাজিকরের খেলনা।
সৃষ্টি ছাড়া চিন্তা করি
বৃষ্টি আনি মেঘ ডেকে
কৃষ্টি গুলো পাল্লায় ভরি
শুভ বুদ্ধি যাক বেঁকে।
ধান্দাবাজি করব শুধু
গাঁজার নেশায় বুঁদ থাকি
পঞ্জিকাটি লিখব বলে
গঞ্জিকাতে মন রাখি।
আদরের বোন
ঝর্ণা ধারায় জ্যোৎস্না মায়ায়
মিষ্টি মুখের সুধা
সুধার ধারায় জগৎ হারায়
চাতক বাড়ায় ক্ষুধা।
অসীম আকাশ মলয় বাতাস
সৃষ্টি চমকে ধায়
পাহাড় ডাকে সাগর মাকে
মরু থমকে যায়।
চোখের ভাসায় অনেক কাঁদায়
কথার মাঝে হাসি
হৃদয় মাঝে সকাল সাঁঝে
বোনকেই ভালবাসি।
ঠোঁটের মাঝে লালের খাঁজে
না বলা অনেক কথা
মনেতে জমাও একটু কমাও
হাল্কা হবেই ব্যথা।
শিশির বিন্দু পাইলে সিন্ধু
যেমন বুকেতে রাখে
হিমালয় জানে বলি তার কানে
ভালো রেখো শুধু মাকে।
রাত জাগা পাখি
বিবেকের চৌকাঠে বসে দিন যায়
রাত জাগে একাকীত্ব
তুমি আসবে বলে এখনো ফোটেনি রজনীগন্ধা
সুবাস ছাড়েনি তাই
কোকিলের ডাক বন্ধ হল একটু আগে
কষ্টের বারোমাস্যা অব্যাহত
তুমি আসবে বলে চাঁদ ওঠেনি এখনও
বসন্ত কষ্টে ঘুমায়
এত বড় আকাশের বুক খালি করে আজও
নিরুদ্দেশের পথে চাঁদ
তাই—–
জোছনা পায়নি পৃথিবী
কবির কলম থেমে গেছে প্রতীক্ষাতে
মেঘের রাশি আকাশের বুকে জমেছে অনেক
জমাট বেঁধে ভারী
বৃষ্টি হয়নি — হতাশায় রাত জাগে দুটি চোখ ।
প্রেম যমুনা ঘাটে
প্রেম যমুনার ঘাটে
বসে আছে বাম্বটে
পিছল নদীর বাঁকে
প্রেম খালি হয় ঝাঁকে
পৌঁছে গেলাম ষাটে।
এবার অশ্রু ধারা
আগে পিছে কারা
মলাট হল মলিন
স্বপ্ন গুলো বিলীন
জীবন নদীর হাটে ।
যুদ্ধে হেরে সৈনিক
অতীত ভাবে দৈনিক
এইতো সেদিন এসে
সঙ হয়েছি কষে
চেয়ে আছি চৌকাঠে ।
কেউ নহে পূর্ণ আনা
পেতে চাই ষোল আনা
পেতাম যদি বারো আনা
দিত না আর চোরে হানা
এখন অস্তাচলের মাঠে ।
ঢেউয়ের তালে
ঢেউ উঠেছে নদীর জলে
ঢেউ লেগেছে কূলে
ঢেউ লেগেছে ডাঙায় দেখি
ঢেউ তো ছিন্ন মূলে।
সাগর জলে আছাড় খেয়ে
ঢেউ উঠেছে ফুলে
নদীর জলে তুফান এল
তরীকে গেল ভুলে।
মাঝির হাতে ছোট্ট তরী
একলা ঘরে মা
পেটের জ্বালা বড় জ্বালা
সঙ্গ দিচ্ছে না।
স্বপ্ন
স্বপ্ন গেছে উড়ে
স্বপ্ন গেছে অচিনপুরে
অধরাকে যায়না ধরা
মুখটা গেল পুড়ে।
দেখি গলির বাঁকে
কত স্বপ্ন মুখ থুবড়ে
চুম্বন শুধু মাটির বুকে
নতুন চিত্র আঁকে।
অসভ্যরা সভ্য সেজে
ঠোঁটের ফাঁকে মুচকি হাসে
মোটা চামড়ার জামা পরে
আগুন লাগায় লেজে।
নিষ্পাপ যন্ত্রণা
নাড়ী ছেঁড়া ধন অরূপ রতন
আর পাবনা তোরে
মন উচাটন কাঁদি ঘন ঘন
যাস না ফেলে মোরে।
দশ মাস ধরে মাতৃ জঠরে
লালন পালন করা
সেই গুণনিধি পাঠায়েছে বিধি
দেখাল সবুজ ধরা।
সুখের ঝলক হারাল পলক
বৃদ্ধা হয়েছি আজ
পরিচয় দিতে বাধে তোর হিতে
তাই ভিখারির সাজ।
ভোর হল যেই পাখি ডাকে সেই
রিক্ত করুন সুরে
ফিস ফিস কানে কান ধরে টানে
পাখি গেছে উড়ে।
চাকা
চাকার ঘর্ঘর শব্দ আতঙ্কে
কাঁদে বাঁকা চাঁদ
পথের শেষ কবে জানিনা
পাতা পুরানো ফাঁদ।
জন্ম থেকেই শুধু পথ চলা
কত অজানার পথে
বৃন্ত খসা ফুলের পাপড়ি
দেখি সুদূরের রথে।
বিশ্রাম বলে কিছু নেই
অবসর আরো দূরে
ক্যাঁচ কোঁচ শব্দ বিভ্রাট
শব্দ করুন সুরে।
নিয়তির হিসাবের খাতা
দেখিনিতো কোনদিন
জানিনা কত পাপ রাশি
জমা হয় প্রতিদিন।
ষোড়শী চাঁদের চোখের কোনে
জমে থাকা কথা
নিয়তির পরিহাস আর কত
পরিশোধ হবে ব্যথা।
থাকতো যদি ডানা
থাকতো যদি ডানা
বিশ্ব পিতার কাছে, যত আশিস আছে
এক নিমেষে বস্তা ভরে
কাঁধের উপর নিতাম ধরে
বঙ্গে দিতাম হানা।
করুন সুরে গান
সুরা-সুরের লড়াই, ঢপের চপের বড়াই
রাস্তা জুড়ে মিছিল ভরা
চিঠি পিঠে ডাক হরকরা
ভিন্ন স্বাদের টান।
অন্ন হারা বঙ্গবাসী
খুশির গান গায় না, সামনে পিছে হায়না
চেয়ে আছে প্রভুর দিকে
ছুঁড়বে রুটি চতুর্দিকে
লজ্জা ভরা চতুর্দশী।
কল্যাণ সুন্দর হালদার | Kalyan Sundar Haldar
Top Bengali Article 2022 | বসন্ত উৎসব | প্রবন্ধ ২০২২
Bengali Story 2022 | জয়ন্ত কুমার সরকার | গল্পগুচ্ছ ২০২২
Top Bengali Story 2022 | আমাদের একাল-সেকাল | গল্প ২০২২
Bengali Story 2023 | সন্ধ্যে নামার আগে | গল্প ২০২৩
story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder