Best Site of Article | Free Online Article Directory

Sharing Is Caring:

শ্রীবাটীর চন্দ্র পরিবার স্মৃতির ছায়ায় – বারিদ বরন গুপ্ত

বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় প্রাচীন খড়গেশ্বরী এবং ব্রহ্মাণী উপত্যকায় অন্যতম প্রাচীন জনপদ শ্রীবাটী! পাশেই রয়েছে বাক্সা বলে এক প্রাচীন জনপদ। প্রাচীনকালে একসময় নদীকেন্দ্রিক সভ্যতা এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই বাক্সা, বর্তমানে পোত বা পোতাশ্রয় হারিয়ে গেলেও অনতিদূরে পোটগ্রাম নামটি সেই ঐতিহ্যের স্মৃতি হয়ে আজও দাঁড়িয়ে আছে। উল্লেখ্য শ্রীবাটী বিখ্যাত হয়ে আছে এখানকার ঐতিহ্যবাহী চন্দ্র পরিবার এবং তাদের ঐতিহ্যমন্ডিত টেরাকোটার সুদৃশ্য বিভিন্ন কারুকার্য সম্মিলিত তিনটি মন্দিরের জন্য! এই তিনটি মন্দির শুধু বর্ধমান জেলা বা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের স্থাপত্য এবং ভাস্কর্যের অন্যতম নিদর্শন!

দোনার ভটচাজ পরিবারের পূজা কভার করে সোজা কাটোয়া রোড ধরেছি, সারি সারি কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে দেখা যায় সবুজ ক্ষেত, দূর থেকে ডাকছে খড়ি, পাশেই রয়েছে ব্রহ্মাণী, কে জানে শোভারাম চন্দ্রের নুনের জাহাজটা ফিরেছে হয়তো শীলের তীরে, এক সময় এই অঞ্চলগুলো শ্রীবাটীর দাপুটে জমিদার চন্দ্রদের অধীনে ছিল! ইতিহাসের পাতাগুলো উঁকি মারে বারে বারে! বাম পাশে করুই, কবিশেখর কালিদাস রায়ের জন্মভূমি, হয়তো একমনে লিখছেন ছাত্রধারা, ডান পাশে ইন্দ্রাণী পরগণায় বসে কাশীরাম দাস একনাগাড়ে মহাভারতের সুরে শুনিয়ে চলেছেন–

“ইন্দ্রানী নামেতে দেশ বাস সিদ্ধিগ্ৰাম।
প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম।।”

হঠাৎ গাড়ীর বিকট আওয়াজে হুশ ফিরল, ডাইনে সাইনবোর্ড জ্বলজ্বল করছে শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত! সারাদিন মেঘলা আকাশ, হঠাৎ বিকেলে শরতের উড়ো মেঘ কাক স্নান করালো, রক্তিম সূর্যের বিদায়ী আলোয় ঝলমল করছে বন ও আকাশ, শ্রীবাটীর চন্দ্র পরিবার আজ খুঁজছে অতীতের ইতিহাস!

নবমীর‌ বিকেলে শ্রীবাটীর চন্দ্র পাড়ার যখন ঢুকলাম মনে হল চারদিক নিস্তব্ধের‌ পাহারা, স্মৃতির চৌকাঠে দাঁড়িয়ে হারিয়ে গেছে চন্দ্র পরিবার! অষ্টাদশ শতকের প্রথম দিকে প্রায় ১৫ একর জায়গা জুড়ে এক সময় বসতি গড়ে উঠেছিল চন্দ্র পরিবারের, দুদিকে সারি সারি গোটা কুড়ি সুদৃশ্য কারুকার্যমন্ডিত বাড়ি, তারমধ্যে বেশ কিছু ভগ্ন প্রায়! ঝোপ জঙ্গল ভরে গেছে, প্রতিটি বাড়িতে রয়েছে সুদৃশ্য লাট মন্দির‌, অতীতের চন্দ্র পরিবারে আভিজাত্যের স্মৃতি হয়ে আছে। আজ শারদ সন্ধ্যায় একাকী ভগ্ন প্রায় লাট মন্দির উদাস নয়নে তাকিয়ে আছে! শুনলাম এই মন্দিরগুলোতে অতীতে দুর্গা পূজা হতো। এখন দু-তিনটি পরিবার ঐতিহ্যবাহী চন্দ্র পরিবারের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে! চন্দ্র পরিবারের দান ধ্যান প্রজাবৎসলের কথা সর্বজনবিদিত! খড়ি এবং ব্রহ্মাণীর বিধৌত অঞ্চলের মানুষজনের মুখে শুনেছি চন্দ্র পরিবারে গুণকীর্তন। এক সময় এই পরিবার তাদের জমিদারি সীমানায় প্রায় 200 পুস্করনী খনন করেন, শুধু তাই নয় অনেক বিদ্যালয়, মন্দির প্রতিষ্ঠার সাথে এই পরিবার জড়িত ছিলেন এই গুজরাটি বনিক পরিবারটি!

পরিবার সূত্রে জানা গেল যে জমিদার কালিদাস চন্দ্র দুর্গা মণ্ডপ তৈরি করে প্রথম দুর্গোৎসব শুরু করেন। একসময় পূজা উপলক্ষে শ্রীবাটি কাছারিতে নায়েব গোমস্তাদের ব্যস্ততা চোখে পড়তো, সংশ্লিষ্ট অঞ্চলের কাছারি থেকে দলে দলে মানুষজন জড়ো হতো, কোথায় গেল সব? আজকে যেন নিস্তব্ধ নগরী! শুনলাম সাতটা মণ্ডপের মধ্যে মাত্র দুটি মণ্ডপে পূজা হচ্ছে! মণ্ডপগুলোর কারুকার্য চোখে পড়ার মতো, এগুলো থেকেই চন্দ্র পরিবারের অতীতের রুচির পরিচয় পাওয়া যায়! প্রায় প্রতিটি মণ্ডপের দরজার চৌকাঠ কষ্টিপাথরে শোভিত, কিছুদিন আগেও সব মণ্ডপেই পূজা হতো, বর্তমানে ঐতিহ্যবাহী বনেদীয়ানা ধরে রাখার সামর্থ্য আর তাদের নেই। ‌ উদাস নয়নে বসে ২-৪ জন সেই দুঃখের কাহিনী শোনালেন। একসময় ট্রাস্টিও ছিল, বর্তমানে তার আর কোন অস্তিত্ব-ই নেই! চন্দ্র পরিবার থেকে বেরিয়ে আসার মুহূর্তে একজন সদস্য আক্ষেপ করে বললেন–‘এইযে দেখছেন কারুকার্যমন্ডিত মন্দির, দরদালান, আজকে আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, এক সময় কি আভিজাত্যই না ছিল, এই বাড়ির ভেতর কারুর প্রবেশের অধিকার ছিল না, আজকে এসব ভগ্নপ্রায় বাড়ি যেন আমাদের উপহাস করে, মাঝে মাঝে মনে হয় কি দরকার ছিল এত কিছু! আজ আমাদের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে, অনেকেই বাইরে চলে গেছে, আমরা কয়েকজন এই পেতপুরি আগলে পড়ে আছি!’ সত্যিই তাই শ্রীবাটীর চন্দ্র পরিবার এক সময় ব্যবসা সূত্রে গুজরাটের পোরবন্দর থেকে পাড়ি দিয়েছিল সপ্তগ্রামে, তখন সপ্তগ্ৰাম দেশী বিদেশী বাণিজ্য তরীতে ছয়লাপ, সেই সপ্তগ্ৰাম ধীরে ধীরে শ্রীহীন হয়ে যায়, তারপর নানা ঘন ঘটায় দাঁইহাট থেকে শ্রীবাটী, এই গন্ধবণিক পরিবারটি শুধু ব্যবসা করেই ক্ষান্ত থাকেনি, কিনেছে জমিদারি, এমনকি চাষবাসেও যথেষ্ট সুনাম অর্জন করেছিল! বাবা কাকাদের মুখে শুনেছি ২০-২৫ জোড়া মহিষ ছিল এই চন্দ্র পরিবারে, বিশাল বড় জোত, আজকে শূন্য গোয়াল ভগ্নস্তূপে দাঁড়িয়ে!

হাজার অভাব অভিযোগের মধ্যেও শ্রীবাটী চন্দ্র পরিবার বেঁচে আছে তিনটি সুদৃশ্য টেরাকোটা মন্দিরের জন্য! কি অপরূপ কারুকার্য! রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য শোভা পাচ্ছে! অবশ্যই তারিফ করতেই হয় দাঁইহাটের শিল্পীদের, বিভিন্ন পৌরাণিক এবং রামায়ণ- মহাভারতের দৃশ্যের অবতারণা ফুটে উঠেছে শিল্প ভাস্কর্যে! অষ্টভুজা মন্দিরের দক্ষিণ দিকে প্রতিষ্ঠা লিপিতে শোভা পাচ্ছে শ্রী শ্রী বিশ্বেশ্বর, শ্রী শ্রী ভোলানাথ, শ্রী শ্রী চন্দ্রেশ্বর, শকাব্দ ১৫৫৮ বাংলা সন ১২৪৩! পরিবার সূত্রে শোনা গেল যে চন্দ্র পরিবার প্রায় তিন লক্ষ টাকা খরচ করে তৎকালীন সময়ে ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট এই সুদৃশ্য পঞ্চরত্ন মন্দিরটি তৈরি করেন! জমিদার রামকানাই চন্দ্রের আমলে ১৮৩৬ খ্রিস্টাব্দে বাকি দুটি মন্দির নির্মিত হয়! প্রতিষ্ঠা লিপি জানাচ্ছে-“লোহারাম চন্দ্র সভারামচন্দ্র গোবিন্দ হরিচন্দ্র ভোলানাথ চন্দ্র পিতা মাতা শ্রীমতী দয়াময়ীদাস্যা, প্রীতিরোভ্যৌ গুরুচরণ চন্দ্র তস্য পতিন! শ্রী গুরু চরণে আস রামকানাঙ্ঘী চন্দ্র দাস!” যাই হোক এই শিল্প ভাস্কর্যের জন্যই হয়তো চন্দ্র পরিবার এবং শ্রীবাটি‌ বহুকাল টিকে থাকবে বাংলা তথা ভারতের মানচিত্রে!

আগেই বলেছি যে এক সময় গুজরাটের পোরবন্দর থেকে পারি দিয়েছিলেন এই চান্দেল বংশীয় গুজরাটি পরিবারটি, তারপর নোঙর করেছিলেন ঐতিহ্যবাহী সপ্তগ্রাম বন্দরে! তখন সপ্তগ্রাম দেশি-বিদেশি বাণিজ্য তরীতে ছয়লাপ! বেশ ছুটছিল বাণিজ্যতরী, তারপর শুরু হল চোর ডাকাতের উৎপাত, বর্গী হাঙ্গামা! সরস্বতী নদীও তার জলপ্রবাহ হারিয়ে ফেলল! ফলে এই গুজরাটি বনিক পরিবারটি বিকল্প বাণিজ্য পথের সন্ধানে পাড়ি দিলো বারোঘাট তেরহাট দাঁইহাট! তখন দাঁইহাট ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল! তারপর দাঁইহাট হয়ে এই পরিবার বাসা বাঁধলো শ্রীবাটীর অনতিদূরে কৈথন গ্রামে, কিন্তু সেখানকার সামাজিক পরিস্থিতি তাদেরকে বেশিদিন স্থায়ী করল না, বেছে নিলেন নিরাপদ স্থান শ্রীবাটিতে, মন্দিরের প্রতিষ্ঠা লিপি অনুযায়ী মনে করা যেতে পারে যে চন্দ্র পরিবার অষ্টাদশ শতকের একেবারে শুরুতে এই শ্রীবাটি গ্রামে বসতি গড়ে তোলেন! তারা বর্ধমান বীরভূম বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে লবণ গোলা গড়ে তোলেন! ব্যবসা-বাণিজ্য সূত্রে নবাবী জমানায় নেকনজরে ছিলেন এই গুজরাটি পরিবারটি! তৎকালীন সময়ে লবণ ছিল একটা লাভজনক ব্যবসা! এই লবণ ব্যবসার সূত্রই তারা প্রচুর অর্থ উপার্জন করেন, খড়ি‍ এবং ব্রহ্মাণী নদীর বিধৌত অঞ্চলে তারা জমিদারি কেনেন! দাঁইহাট বা কাটোয়ার বর্গী হানা পর্বে এরা খড়ি নদীকেই বাণিজ্যের জন্য ব্যবহার করেছিল, পরিবার সূত্রে সে কথাও জানতে পারা গেল। চান্দেল থেকে চন্দ্র পরিবারে যাত্রা পথ সেই শুরু!

এরপর পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়‌ পর্বে জমিদারি উচ্ছেদ হয়! চন্দ্র পরিবারে পৈতৃক ব্যবসা ও তলানিতে এসে ঠেকে! রুজি রোজগার কমতে থাকে, যার ফলে জমিদারি আভিজাত্য বজায় রাখা এই পরিবারের সম্ভবপর হয়নি! ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে স্বর্ণযুগের দ্যুতি হারিয়ে ফেলেছে এই গুজরাটি পরিবারটি, আজ স্মৃতির ছায়ায় বসে খুঁজে ফেরে অতীতের ইতিহাস!!

MODE:: Field study 30 on 4th October 2023
Source: Vikas Chandra, Gautam Chandra, and some aged people of Sribati East Burdwan

প্রাচীন সভ্যতার সন্ধানে খড়ি নদীর তীরে – বারিদ বরন গুপ্ত

আজকে প্রাচীন এক সভ্যতার সন্ধানে রয়েছি খড়ি নদীর নিম্ন অববাহিকা অঞ্চলে। খড়িনদীর নিম্ন প্রবাহের পূর্ব প্রান্তের এলাকাগুলি বেশিরভাগই প্রাচীন কালে সাতসৈকা পরগনার অন্তর্ভুক্ত ছিল, এর পাশেই রয়েছে ইন্দ্রানী পরগনার দাইহাট কাটোয়া। অতীতে নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতা, ক্রমে ক্রমে গড়ে উঠেছিল বাজার, হাট,গঞ্জ। অতীতে অবশ্যই এই সাতসৈকা পরগনার একটা গুরুত্বপূর্ণ গঞ্জ বা বাজার ছিল নন্দন ঘাট, বর্তমানে অপভ্রংশে নাদন ঘাট নামে বহুল পরিচিত।

প্রাচীনকালে এই অঞ্চলের মানুষজনের প্রাণকেন্দ্র ছিল এই নন্দন ঘাট, যা কৃষি কেন্দ্রিক সভ্যতাকে বিকশিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল! কুসুম কলি (বর্তমানে কুসুমগ্রাম) থেকে নন্দন ঘাট, নন্দন ঘাট থেকে সমুদ্রগড় সুটরাঘাট, সাতপোতাঘাট, হলদিপাড়া ঘাট মালডাঙ্গা ঘাট, কুর্মুন এবং কর্জনা ঘাটের সাথে একটা লিঙ্ক যোগাযোগ সেই প্রাচীন কাল থেকেই ছিল। তবে প্রাচীন ব্যবসা কেন্দ্র হিসেবে নন্দন ঘাট ছিল এই সাতসৈকা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর,ব্যবসা-বাণিজ্য স্থল! অতীতে খড়ির নিম্ন উপত্যকায় বিস্তীর্ণ অঞ্চলের কৃষি কেন্দ্রিক সভ্যতা বিকশিত করতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজ এ কথা কিছুতেই অস্বীকার করা যাবে না! এর পশ্চাদভূমি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল! পাল বা সেন যুগে বর্ধমান ভুক্তির নিম্ন অঞ্চলের অধিকাংশ স্থান বিভিন্ন নদী নালার সাথে সংযুক্ত ছিল এই অঞ্চলটি, এখনো অনেক খাল বিলের চিহ্ন পড়ে আছে, মন্ডল গ্রাম, কুল জোড়া, বামুনিয়া, করুন্দা, পিপলন, ভাগরা, কাঠসিঁহি, ফজলপুর, জামনা, দেবপুর, বরনডালা, গনগনিয়া প্রভৃতি অঞ্চলগুলি দামোদরের প্রাচীন এক খাতের সাথে যুক্ত ছিল, বর্তমানে ডুবিখাল নামে পাথারের বিলের সাথে সংযুক্ত হয়ে তার প্রাচীন অস্তিত্ব জানান দিচ্ছে। অন্যদিকে কুসুম কলি, দীর্ঘনগর, মাহমুদপুর, রাইগ্রাম, বরুনা, বন্ধুপুর, গড় সোনাডাঙ্গা প্রভৃতি অঞ্চল সোনাতলীর ঘাট হয়ে নন্দন ঘাটের সাথে সংযুক্ত ছিল। এই বন্দরের মাধ্যমে বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন চাল,আখের গুড়, ছোলা-কলাই, ধান, পাট প্রভূতি কৃষিজাত পণ্য নিয়মিত ভাগীরথীর তীরে বিভিন্ন বন্দরে বন্দরে পৌঁছাতো। উল্লেখ্য যে বন্দরকেন্দ্রিক বাণিজ্য বিস্তারিত যুগে অনেক বিদেশি বণিকরাও সপ্তগ্রাম, দাঁইহাট প্রভৃতি অঞ্চলে ঘাঁটি গেড়েছিল, সেই হিসেবে নন্দন ঘাট বন্দরের গুরুত্ব সহজে উপলব্ধি করা যায়! তাই স্বাভাবিকভাবে প্রাচীন খড়িনদীর ফেরিঘাট গুলির গুরুত্ব মোটেই কম ছিল না! আজকে সমীক্ষায় খড়িনদীর এক ঐতিহ্যবাহী ঘাট, শুটরা ঘাটে দাঁড়িয়ে সেই অতীত ঐতিহ্যের কথা বারে বারে স্মরণ করছি। আজ সন্নিহিত কোরাপুর বেলগোরে এবং সুটরার কয়েকজন বর্ষীয়ান চাষী সেই অতীত ঐতিহ্যের কথাই আমাকে স্মরণ করালেন! আজকে খড়ির দু-প্রান্ত তাকিয়ে শুধু ভাবছি, অতীতের কত স্মৃতি রেখে গেছে এই খড়ি‌, হারিয়ে গেছে সময়, হারিয়ে গেছে সুদিন, পড়ে আছি শুধু শূন্য কায়া, মহাকালের সাক্ষী হতে! অতীতের শুর রাজাদের আমলে কেমন ছিল এই ঘাট, ইতিহাস শুধু আঁধার খুঁজবে! ঝাপসা পাতায় ভরে যাবে! থাক সে কথা, তা খুঁজে আনতে অনেক দেরি হয়ে যাবে! এই ঘাটের বর্তমান মাঝি নব কুমার ঘোষ আমায় জানালেন যে অতীতে সুটরা ঘাট সংলগ্ন এলাকাতেও একটা বাজার ছিল, তার অনেক স্মৃতিচিহ্ন পড়ে আছে। থাকাটাই স্বাভাবিক, নদী কেন্দ্রিক সভ্যতা তো নদীর তীরেই গড়ে ওঠে, গড়ে ওঠে বাজার হাট, মানুষজনের আনাগোনা দিনরাত! যাই হোক নব বাবু আলাপ চারিতায় হারিয়ে গেলেন সেই স্মৃতি মধুর দিনে, আর হয়তো কোনদিনই ফিরে পাওয়া যাবে না, কিন্তু হারানো স্মৃতি আজকে জানো বড্ড কাঁদায় তাকে, মাঝি মাল্লাদের আজ কাজ হারিয়ে গেছে, তাই অভিযোগ আনলেন- সরকারের তরফ থেকে মাঝিদের জন্য তো কোন ব্যবস্থাই করা হলো না! আজ আর খেয়া চালিয়ে সারা বছরের পেট চলে না! এই বর্ষার ক-মাস একটু আধটু যা রোজগার হয়, খাজনা দিয়ে আর তেমন কিছু থাকে না! তবুও পড়ে আছেন ভালবাসার টানে, অতীত দায়িত্বের এক অমোঘ বন্ধনে! সত্যিই তাই, পেটের জ্বালা!সেকথা আজ বোঝাই কাকে?

এই সুটরাঘাট এক অতি প্রাচীন ফেরিঘাট! সেই সুদূর প্রাচীন কাল থেকে অনেক মাঝি-মাল্লা এখানে দাঁড় বেয়ে গেছেন! অতীতে শোনা যেত পাটনি মাঝির হাঁক ! আজও ধ্বংসস্তূপে উঁকি মারে পাটনি বাড়ি! আজকে হয়তো তাদের আর খুঁজে পাওয়া যাবে না! সেই প্রাক ব্রিটিশ পর্বে স্বয়ংসম্পূর্ণতার আবেশে বেশ কয়েকটি জনপদকে বেঁধে রেখেছিল এই ফেরিঘাট! তার মধ্যে রয়েছে কাইগ্রাম, রাউতগ্ৰাম, সুটরা, বোঁদপুর, গাগড়া, কোরাপুর বেলগোরে, যশপুর, মিনাপুর, গোকর্ণ বকপুর, চন্ডিপুর দামোদর পাড়া, ভাতুরিয়া প্রভৃতি প্রাচীন জনপদ! আজ এই ফেরিঘাটের মাঝি নব বাবু আমায় জানালেন এই ফেরিঘাটটি এক সময় ছিল এখানকার স্থানীয় জমিদার বোঁদপুরের মল্লিকদের! এদের কাছ থেকেই পাটনি মাঝিরা লিজ নিয়েছিলেন, তারপর পাটনী মাঝিরা এই ঘাট ছেড়ে চলে যায়, তারা সুটরার মল্লিকদের এই ঘাট সমর্পণ করে, পরে সুটরার গন পরিবাররাও এর অংশীদার হয়! সেই সূত্র অনুযায়ী অনাদি মল্লিক বা নারু মল্লিকদের শেয়ার ছিল ৭৫% আর শশাঙ্ক গনদের শেয়ার ছিল ২৫%। জমিদারি উচ্ছেদের পর এই ঘাট চলে যায় বিডিও অফিসের তত্ত্বাবধানে, সেখান থেকেই নিয়মিত দরপত্র ডাকা হতো, তবে বর্তমানে এই ঘাট পঞ্চায়েতের অধীন!

আজ নৌকা থেকে নেমে, গাড়িতে উঠে বারে বারে পিছন ফিরে তাকাচ্ছি। আমার সহযাত্রীরা দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে, সবাই ছুটছে কাজের তাগিদে, নয়তো আপন আলয়ে, নৌকা থেকে নেমে সবাই ভুলে যায় মাঝিকে, ভুলে যায় নদীকে! সামনে একটা জেলে আপন খেয়ালে মাছ ধরছে, আমায় এভাবে তাকাতে দেখে বলল —

“দাদা কাউকে খুঁজছেন?”

— না না এই সূটরাঘাট, এই নদী আমায় ডাকছে! তাই বারে বারে পিছন ফিরে তাকাচ্ছি!

— মনে মনে সে আপন খেয়ালে একবার হাসলো!

কয়েকটা বক, শামখোল আপন খেয়ালে তন্দ্রা ভাঙছে! একটা মাছরাঙ্গা মাছ ধরে বিজয়ী উল্লাসে উড়ে গেল! আমারও ঘর ফেরার সময় হয়ে এলো!

Mode FIELD STUDY-23 on September 6, 2023
Sources – Naba Kumar Ghosh, Vikas Ghosh, Rothin Mitra, Sutra Purba Bardhaman

বারিদ বরন গুপ্ত | Barid Baran Gupta

Is Cheetah and Leopard same? | Anindya Paul | 2023

Kolkata to Kashmir Trip | আবেগের নাম কাশ্মীর | 2023

New 18+ Bangla Galpo | বৈশালী পাড়ার প্রতিমারা | Saswata Bose

New Bangla Upanyas Online 2023 | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৪) | Joynal Abedin

Shabdodweep Web Magazine | Site of Article | Barid Baran Gupta

In today’s digital era, content creation is an integral part of online success. Whether you are a writer, blogger, or content creator, submitting your articles to a reliable and authoritative platform can significantly boost your visibility. This is where the site of article comes into play. A trusted free online article directory or article submission site can be a game-changer in getting your work noticed by a larger audience. In this article, we will delve into the benefits of using a site of article submission, why it matters, and how platforms like Shabdodweep Web Magazine can help amplify your content.

At Shabdodweep Web Magazine, we understand the importance of having a strong online presence. Our platform serves as a leading site of article submission, where writers, authors, and content creators can showcase their work to a wide, engaged audience. With contributions from writers like Barid Baran Gupta, our magazine has become a trusted hub for quality content across genres. So, whether you’re looking to publish stories, essays, or other forms of writing, our free online article directory offers a space for growth and exposure.

What is a Site of Article Submission?

A site of article submission is an online platform where content creators can upload and share their articles for free. These platforms typically host a variety of content—ranging from educational pieces to personal stories—and allow others to read, comment, and even share the articles.

A free online article directory functions as a central repository for articles on diverse topics, where writers can submit their work and make it accessible to a global audience. The primary goal of such platforms is to provide writers with an easy and effective way to increase their reach, engage readers, and build credibility. By submitting articles to trusted sites, writers can establish themselves as thought leaders in their niche.

Why Use a Site of Article Submission?

  1. Boost Your Visibility and Reach
    Submitting your articles to a site of article helps increase your visibility. A large audience of readers is often actively searching for fresh and informative content. By placing your work on an established article submission site, you can instantly tap into this audience and grow your reach.

Shabdodweep Web Magazine serves as a prime example of a platform that promotes quality articles. Writers like Barid Baran Gupta regularly contribute insightful articles that cater to a diverse range of topics. By submitting articles to such a reputable site, you increase the chances of your work being noticed by readers from around the world.

  1. SEO Benefits
    When you submit your articles to a free online article directory, you gain a valuable SEO advantage. These platforms are designed to be search engine-friendly, making it easier for your articles to appear in search engine results. High-quality backlinks from trusted article directories can also enhance your SEO ranking, driving more organic traffic to your website or blog.

For example, Shabdodweep Web Magazine publishes articles that are optimized for search engines, making them more likely to appear in search results when readers search for relevant topics. This kind of exposure can significantly improve your website’s visibility in search engines.

  1. Credibility and Authority
    By contributing to a reputable site of article submission, you gain credibility and authority in your field. When your articles are published on trusted platforms, readers begin to recognize your expertise. This can help you build a loyal audience and open doors to more opportunities, such as guest posts, collaborations, and even paid writing gigs.

Barid Baran Gupta, a well-known writer featured on Shabdodweep Web Magazine, has built a strong reputation through his consistent contributions. His insightful articles on various topics, combined with his presence on an authoritative platform, have made him a trusted voice in the literary community.

  1. Free Content Distribution
    One of the most significant advantages of using a free online article directory is the ability to distribute your content without any cost. Many writers and bloggers are looking for platforms where they can share their work without incurring fees. Article submission sites offer exactly this: a free and easy way to distribute your articles to a broad audience.

At Shabdodweep Web Magazine, we make it simple for writers to submit their articles for free, allowing them to share their work with our growing community. We offer a space for diverse genres and writing styles, making it an ideal platform for writers of all kinds.

  1. Engage with Readers
    When you submit an article to a site of article, you are also opening the door to meaningful interactions with readers. Readers can comment on your articles, share their thoughts, and even ask questions. This engagement allows you to connect with your audience, improve your writing, and build relationships that can lead to more opportunities.

Shabdodweep Web Magazine encourages interaction between writers and readers, making it a dynamic platform for content creators. Writers can respond to comments, gain feedback, and create a strong online presence.

How to Submit Articles to a Site of Article Submission?

Submitting articles to a site of article is a simple and straightforward process. Here’s how you can get started:

Choose the Right Platform: Make sure you choose a reputable article submission site like Shabdodweep Web Magazine. Look for platforms that have a good reputation, high-quality traffic, and a wide readership.

Submit Your Article: Write your unpublished plagiarism free Bengali article following the platform’s submission guidelines. Be sure to check for any formatting requirements or word count restrictions. Email us your article written only in Bengali language on Email Id – [[email protected]].

Promote Your Article: After your article is published, share it on social media or with your network to increase its reach. The more exposure your article gets, the better the chance of it being read and shared by others.

Engage with Readers: Respond to comments and questions from readers. Engaging with your audience helps build a loyal following and increases the likelihood of future interactions.

Frequently Asked Questions (FAQs) About the Site of Article Submission

  1. What is a Site of Article Submission?
    A site of article submission is an online platform where content creators can submit articles for free. These sites typically offer writers the opportunity to share their work with a broad audience and gain exposure.
  2. How Does a Free Online Article Directory Work?
    A free online article directory is a platform where articles on a variety of topics are published. Writers can submit their work, and readers can search for and access articles based on their interests. Many article directories are optimized for SEO, making it easier for articles to rank on search engines.
  3. What Are the Benefits of Submitting Articles to a Site of Article?
    Submitting your articles to a site of article helps increase visibility, drive traffic, and establish your authority in your niche. It also offers SEO benefits and connects you with a global audience.
  4. How Can I Submit My Articles to Shabdodweep Web Magazine?
    To submit your articles to Shabdodweep Web Magazine, simply create an account on our website, follow our submission guidelines, and upload your article. Our platform offers a great space for writers to share their work and reach a wide readership.
  5. Who Can Submit Articles to Shabdodweep Web Magazine?
    Anyone can submit articles to Shabdodweep Web Magazine. Whether you’re an established writer or a new author, we welcome articles on a wide range of topics. Our platform provides an excellent opportunity to gain exposure and engage with readers.

Conclusion

In the ever-evolving digital landscape, the importance of using a site of article submission cannot be overstated. It is a powerful tool for writers to increase their visibility, establish authority, and connect with a larger audience. Whether you are an aspiring writer or a seasoned content creator, submitting your work to platforms like Shabdodweep Web Magazine can significantly enhance your reach and reputation.

Writers like Barid Baran Gupta have successfully used our platform to share their stories and articles, and you can do the same. Join Shabdodweep Web Magazine today, submit your articles, and start your journey to greater recognition in the world of writing.


Sabuj Basinda | High Challenger | Follow our youtube channel – Sabuj Basinda Studio

Leave a Comment