Role of parents in raising children | Bengali Article 2023

Sharing Is Caring:
Role of parents in raising children

সন্তানকে মানুষ করতে মা-বাবার ভূমিকা – প্রবোধ কুমার মৃধা [Role of parents in raising children]

‘আপনি আচরি ধর্ম শেখাও অপরে।’ সন্তানকে উপযুক্ত মানুষ রূপে গড়ে তুলতে গেলে আপ্তবাক্যটি পিতা-মাতাকে জপমালা করে তুলতে হবে। ন‌ইলে বাবা মা থাকবে ফোনে ডুবে‌ আর সন্তান থাকবে পড়াশোনায় ডুবে‌, তা হয় না। ‘নৈব নৈব চ।’ সন্তানকে মানুষ করার ক্ষেত্রে পিতা-মাতার ভূমিকার গুরুত্ব অপরিসীম। এক কথায় কোন বিকল্প নেই। কেবল উদাহরণ নয় দৃষ্টান্ত স্থাপন এক মাত্র উপায়।

সারদা মায়ের বাণীতে এক জায়গায় বিলাস এসে বলছেন যে, আমাদের – সাধুদের কত সাবধানে চলতে হয় মা। সাধুরা হলো সাদা কাপড়, আর গৃহীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে দাগ লাগলে ঠাওর করা যায় না, কিন্তু সাদা কাপড়ে একবিন্দু কালি পড়লে সবার নজরে লাগে। সাধুদের কত সাবধানে থাকতে হয় মা। অনুরূপভাবে সন্তান পালনের ক্ষেত্রে পিতা-মাতাকে সব সময় খুব সাবধানে, অতি সন্তর্পণে পদক্ষেপ করতে হয়। এমন অনেক ছোট-খাটো সূক্ষাতি-সূক্ষ্ম বিষয় আছে যেগুলিকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। সন্তানকে খারাপ কাজের জন্য প্রয়োজনে যেমন মৃদু তিরস্কার করা দরকার তেমনি তার যে‌কোনও ভালো কাজের প্রশংসা করে ক্ষেত্র বিশেষে ক্ষুদ্র উপহার প্রদানের দ্বারা উৎসাহিত করা একান্ত জরুরি। তবে পুরস্কার প্রদানের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ব্যাপারটা যেন উৎকোচের পর্যায়ে উন্নীত না হয়ে যায়। অনেক সময় মৌখি‌ক প্রশংসাই যথেষ্ট। দেখা যাবে শিশুটি বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ভালো কাজের প্রতি স্বাভাবিকভাবে আগ্ৰহ দেখাতে শুরু করছে।

গৃহ‌ই শিশুর প্রথম শিক্ষালয়। মা-বাবা সেখানে শিশুর প্রারম্ভিক শিক্ষক। মা-বাবা এবং সাংসারিক পরিবেশ শিশুর মনের ভিত্তিভূমি গড়ে দেয়, পরে সে যখন‌ ধীরে ধীরে বৃহত্তর জীবনে প্রবেশ করে তখন তার বিদ্যালয় শিক্ষকবৃন্দ বাবা-মায়ের গড়ে দেওয়া ভিত্তির ওপর তার চরিত্রের ইমারৎ‌ গড়ে তুলতে মূল্যবান ভূমিকা গ্ৰহণ করে থাকেন। সন্তানের চরিত্র গঠনে মায়ের ভূমিকাটাই মূখ্য। মা-ই তার প্রথম শিক্ষক, একাধারে friend, philosopher and guide। শিশু সন্তানের বোধ অনুসারে মা হলো তার প্রথম কাছের মানুষ, আপনজন। মাকে সে জানে যেমন‌, মানেও তেমন, অনুসরণও করে ভীষণভাবে। মা হ‌ওয়া মুখের কথা নয়, সন্তানের ব্যথা-বেদনা, সন্তানের মর্মের বাণী অনুধাবন করার মতো সহমর্মিতা থাকা প্রয়োজন। আদর্শ মা না হলে আদর্শ সন্তান সাধারণত গড়ে ওঠে না। চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা বলছে যে, জাতক তার গর্ভধারিণী মায়ের হৃদয়ের গুণাবলী প্রাপ্ত হয়ে থাকে। অত‌এব সুসন্তান গড়ে তুলতে মায়ের আপন হৃদয়ে দয়া-মায়া, স্নেহ-ধৈর্য, ত্যাগ-তিতিক্ষা প্রভৃতি সৎ বৈশিষ্ট্য সমূহ থাকা আবশ‌্যক। বুদ্ধি বৃত্তিটা যত‌ই থাক, হৃদয় বৃত্তিটা জাতকের মানবিকতার পরিচায়ক।

একটা বাচ্চাকে মানুষ অর্থে‌ মানুষ করে তুলতে পিতা মাতা তথা অভিভাবকদের কতটা গভীর এবং স্বচ্ছ চিন্তা ভাবনা, কতটা আত্মত্যাগ, ধৈর্য, সহনশীলতা দরকার সে সম্পর্কে ন্যূনতম ধারণা অবশ্যই থাকা উচিত। আর কিছু সম্ভব নাও যদি হয়, শুধু ত্যা‌গ আর ধৈর্যের শিক্ষা সন্তানের মধ্যে চারিত‌ করে দিতে সক্ষম হলে‌ সে সন্তান জীবনে চলার পথে সঠিক দিশাটি‌ অনুসরণ করে চলতে সমর্থ হবে।

‘আমার সন্তান যেন‌ থাকে দুধে ভাতে।’ এমন একটা সময় ছিল যখন পিতা-মাতা সন্তানদের জন্য দুবেলা দুমুঠো অন্নের সংস্থান অর্থাৎ মোটা ভাত, মোটা কাপড় কামনা করে এসেছেন। আজ যুগের‌ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সভ্যতার‌ যেমন‌ অগ্ৰগতি ঘটেছে, তেমন মানুষের জীবন জীবিকা কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। দুধে ভাতে থাকার দিন এখন অতিক্রান্ত। জীবনের সরল গতি, সহজ ভাবনা আজ জটিল থেকে জটিলতরের দিকে ধাবিত। বেড়ে চলেছে আমাদের অনন্ত চাহিদা, আকাশচুম্বী ভোগবাদী উচ্চাকাঙ্ক্ষা। তাই বর্তমান যুগোপযোগী করে সন্তানকে গড়ে তুলতে পিতা-মাতার দায়িত্ব এবং কর্তব্য কঠোর চ্যালেঞ্জের সামনাসামনি।

BENGALI ARTICLE

মাঝ নদীতে তুফান উঠলে মাঝিকে যেমন শক্ত হাতে, সাহসভরে হাল ধরতে হয়, তেমনি নানান প্রতিকূলতার মধ্যে সন্তানকে সঠিক পথের দিশা দিতে মা-বাবাকে দৃঢ়‌ সংযমের মাধ্যমে কর্তব্যে অবিচল থাকতে হবে। শিশুর শৈশব-কৈশোর উৎরে দিয়ে যৌবনে উপনীত করতে গেলে শিশু-মনস্তত্ত্ব বিষয়ে কম-বেশি ধারণা থাকা মা-বাবার পক্ষে সন্তান পালনে যথেষ্ট সহায়তা দান করে। এই ধারণা কেবলমাত্র গ্ৰন্থপাঠের মাধ্যমে লাভ করতে হবে তেমন কোন বাধ্য-বাধকতা নেই, কারণ উপযুক্ত গ্ৰন্থ সব সময় সবার হাতের নাগালে পাওয়া সুলভ নয়। সুতরাং লোকমুখে শুনে, পারিপার্শ্বিক থেকে নিজেদের সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছুই শে‌খা যায় এবং চেষ্টা করে তার থেকে অনেক সুফল লাভ করা যায়। এজন্য দরকার অধ্যবসায়ের, দরকার স্বচ্ছ দৃষ্টিভঙ্গীর। সন্তানের মন মানসিকতা, বুদ্ধি, প্রবণতা ইত্যাদি সম্যকরূপে পর্যবেক্ষণ পূর্বক তাকে সেভাবেই গাইড‌ করা পিতা-মাতার কর্তব্যের মধ্যে গণ্য হয়। সেখানে নিজেদের অহমিকা, উচ্চাকাঙ্ক্ষা বা অপূর্ণ ইচ্ছা পূরণের অহেতুক জেদ কোমলমতি সন্তানের ওপর অবাঞ্ছিত বোঝা স্বরূপ চাপিয়ে দেওয়াটা পিতা মাতার উচিত কর্তব্যের ঘোর পরিপন্থী।

আজ কাল গ্ৰামে ঘরের দিকেও দেখা যাচ্ছে একটু স্বচ্ছল পরিবারের পিতা মাতা নিজেদের সন্তানের বুদ্ধি বা সামর্থ্যের সীমার বাইরে গিয়ে বিজ্ঞান শাখায় ভর্তি করে দেওয়ার প্রবণতা দেখাচ্ছেন। বাবা মায়ের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌অহেতুক জেদ পূরণ‌ করতে ব্যর্থ হয়ে‌ ডাক্তার বা ‌‌‌‌ইঞ্জিনিয়ার হতে অসফল তো হলোই, উপরন্তু শিক্ষার লাইন থেকে বিচ্যুত হয়ে নিজেদের জীবনের ভবিষ্যৎটা পঙ্গু করে ফেলল। এভাবেই পিতা-মাতা বা অভিভাবকদের ভুলের মাশুল গুণতে হয় সন্তানদেরকে। এক তো শিশুদের শৈশব আমরা কেড়ে নিয়েছি, প্রকৃতি পাঠে‌র মতো বিরাট গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শিশুদের জীবন থেকে out of syllabus করে দিয়েছি, মাতৃভাষার পরিবর্তে বিদেশি ভাষার গুরুভার বেচারাদের ঘাড়ে‌ চাপিয়েছি, খেলাধুলোর বিকল্প হিসেবে নাচা-গানা-আঁকা-জোকা ইত্যাদি social status-এর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছি। ইচ্ছা বা প্রবণতার বিরুদ্ধে যান্ত্রিকভাবে এতোগুলো বিষয় সামলাতে শিশুদের ওপর বড়োদের জেদের‌ রোলার‌ চালাচ্ছি, পরিণামে দেখা যাচ্ছে অনেকেই মাঝপথে রণে‌ ভঙ্গ দিয়ে সীমানায় পৌঁছাতে পারছে না। টার্গেট ফুল ফিল করার প্রতিযোগিতায় বিফল হয়ে শেষ মেশ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এতো কিছুর পরও যদি বাবা মায়ের চৈতন্যোদয় না ঘটে তো ভবিষ্যৎ প্রজন্মের পরিণাম আরো ভয়ঙ্কর হতে বাধ্য।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

New Bengali Poetry | কবিতাগুচ্ছ | কল্যাণ সুন্দর হালদার | 2023

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | অমিত চক্রবর্তী

New Bengali Story 2023 | আঁধার পেরিয়ে (পর্ব ২) | গল্প

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | স্বপন নাথ

বাংলা প্রবন্ধ | বাংলার লেখক | প্রবন্ধ ও প্রাবন্ধিক | সেরা প্রবন্ধ | শব্দদ্বীপ | শব্দদ্বীপের লেখক | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | সন্তানকে মানুষ করতে মা-বাবার ভূমিকা | সন্তানের চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা | সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পিতা-মাতার ভূমিকা | সন্তানের সাফল্যের জন্য বাবা-মায়ের ভূমিকা | সন্তানের সাফল্যের জন্য মা-বাবার করণীয় | সন্তানের সাফল্যে বাবা-মায়ের ভূমিকা | আদর্শ মানুষ গড়ার কৌশল | সন্তানের চরিত্র গঠনে বাবা-মায়ের প্রতি | পরিবারে বাবার ভূমিকা | সন্তানের হক আদায় না করার শাস্তি | আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা | মা বাবার শিক্ষা | সন্তানের শিক্ষায় মায়ের ভূমিকা | আমার জীবনে মায়ের ভূমিকা | মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে | অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা | একজন মায়ের ভূমিকা | সন্তান পালনে মা-বাবার ভূমিকা প্রসঙ্গে | সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা | জীবন গঠনে পারিবারিক সুশিক্ষা | সন্তানের জীবনে মা-বাবার প্রভাব | সন্তানের প্রথম শিক্ষক মা-বাবা | আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা | সন্তানের জীবনে বাবার ভূমিকা | শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা | আমার জীবনে মায়ের ভূমিকা | মা বাবার শিক্ষা | শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা | প্রথম শিক্ষক মা | শিশুর চরিত্র গঠনে পরিবারের ভূমিকা | তোমার জীবনে মায়ের ভূমিকা রচনা | শিশু বিকাশ ও পারিবারিক পরিবেশ

Role of parents in raising children | article – Role of parents in raising children | 2023 article – Role of parents in raising children | Pdf article – Role of parents in raising children | trending article – Role of parents in raising children | video – Role of parents in raising children | video download – Role of parents in raising children | video 2023 – Role of parents in raising children | new journal – Role of parents in raising children | new study – Role of parents in raising children | Shabdoweep Founder | Shabdodweep | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Bhimrao Ramji Ambedkar | Bharat Ratna Dr. Bhim Rao Ambedkar | Dr. Babasaheb Ambedkar | Why is Ambedkar so famous? | How many degrees did Dr BR Ambedkar have? | Is Ambedkar a freedom fighter? | How many hours did Ambedkar study in a day? | Who is the first doctor of science in India? | Who is the real father of Indian Constitution? | Who is known as father of India? | Which person has most statue in India? | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bangla article rewriter | bengali article writing format | bengali article writing ai | bengali article writing app | article writing book | bengali article writing bot | bengali article writing description | article writing example | bengali article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali article writing format | article writing gcse | bengali article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | bengali article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | bengali article writing pdf | bengali article writing practice | Bengali article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Bengali Article Writer | Short Bengali Article | Long Bengali Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Free article – Role of parents in raising children | Read article – Role of parents in raising children | journal 2023 – Role of parents in raising children

Leave a Comment