Read Online Bengali Story | Tanushri Giri | Best 2023

Sharing Is Caring:

কালি কথা – তনুশ্রী গিরি [Read Online Bengali Story]

|| পর্ব ১ ||

স্বাধীনতার ঠিক পর পরই জায়গায় জায়গায় জাত পাতের ভেদাভেদ, মারামারি, চুরি, ডাকাতি, মহামারী দিন কে দিন বেড়ে যাচ্ছিল। বাংলাদেশ আর ভারত যখন নতুন নাম পেল, তখন ওপার বাংলা থেকে লোকেরা এপার বাংলায় চলে আসতে লাগল প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য। হাজার হাজার মানুষের ভিড়ে ছোট্ট একটি ৭বছরের ছেলেও তার বাবার হাত ধরেছিল সেদিন।

ছেলেটির নাম কালিদাস। লোকে ভালোবেসে কালি বলে ডাকে। সৎ, নির্ভীক, সাহসী ছেলেটি কি যেন খুঁজতো সারাদিন ঘুরে ঘুরে। সিঙ্গেল চাইল্ড বলে মা বাবার নয়নের মণি সে। এপার বাংলায় এসে থাকার মত জায়গা হল বনে, জঙ্গলে। মাঠে, ঘাটে ঘুরে সংসারের পেট চালানো দায় হল সবার। তারই মধ্যে কালির বাবা একটা চাল ডালের দোকানে চাকরি পায়, মাইনে দুই টাকা প্রতি মাসে। কোনমতে সংসার চলতে লাগলো। এদিকে ততদিনে বর্ষা আসতেই বিষধর সাপের দৌরাত্ম্যে পাশাপাশি অনেক মানুষের প্রাণ গেল। এমনি এক রাতে প্রায় কুড়ি জন মারা গেছিল। কালি থাকত মায়ের সাথে আর বাবা বেশ কিছুদূরে দোকানে। তার বাবা সপ্তাহ শেষে বাড়ি ফিরত, দোকানে যাওয়ার আগে কালিকে প্রত্যেক বার বলে যেত ‘ মা কে দেখে রাখিস ‘।

কালি ছিল ডানপিটে, দুষ্টু ও মিষ্টি। সারাদিন মাঠে, ঘাটে ঘুরে আম, লিচু, কুল এই সমস্ত ফল পেড়ে পেড়ে মা কে এনে দিত। মায়ের হাতের ফ্যান ভাত ছিল তার প্রিয় খাবার। ঠিক সময়ে এসে মাকে কাজে সাহায্য করে দিত। হাসি, খুশি ছিল তার চেহারার বিশেষ বৈশিষ্ট্য। রোগা,ছিপছিপে ছেলেটি এমনি ভাবেই বড় হতে লাগল। এরমধ্যে বাবার পাকাপাকি ভাবে সোনার দোকানে কাজের জোগাড় হওয়াতে তাদের পরিবারের হাল কিছুটা হলেও উন্নতি হয়েছিল। সেই সময়ে ইংরেজরা সবে দেশ ছেড়েছে, তাহলেও শাসন আর শোষণ নীতি তখনও বিদ্যমান। কিছু অসাধু গরুর ব্যবসায়ী নিজেদের মুনাফা লাভের জন্য, খাটাল তৈরি করে। গাইদের দুধ দেওয়া শেষ হয়ে গেলে বাছুরদের আর খেতে দিত না, সেবা – শুশ্রূষা করত না। ফলস্বরূপ, পথের ধারে রাতের বেলা মরা বাছুরদের ফেলে দিত। ছোট্ট কালি একদিন লুকোচুরি খেলতে গিয়ে রাস্তা ভুলে সেই খাটালে ঢুকে পড়ে। এত গাই আর গরু দেখে চোখে জল আসে তার। একটা বাছুর তখন শেষযাত্রার পথে, সে দেখলো এই মুহূর্তে একটু জল না দিলে সব শেষ। এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে খাটালের মালিকের সাথে দেখা হল। মনে মনে গালি দিলেও মুখে হাসি রেখে সাহস করে বলল ‘ আমি একে নিয়ে যাবো ‘। মালিক যেন চাঁদ হাতে পেল, কোনরকম দ্বিধা না করে বলল ‘ নিয়ে যা যত তাড়াতাড়ি , আর একটু দেরি হলেই এর ডেড বডি সরাতে আমাকে লোক খুঁজতে হবে ‘।
কালি শেষ কথাটা শোনার অপেক্ষা না করে দৌড়ে বাছুরকে নিয়ে এল বেশ কিছুদূর।

এদিকে মা ততক্ষণে সারা পাড়া খোঁজ করছে কালি কোথায়! একটু এগিয়ে মা জননী দেখল তার নয়নের মণি আরেক মণি কে কোলে করে নিয়ে এসেছে। মরণাপন্ন পশুকে কীভাবে সারিয়ে তোলা যায় প্রথমটা বুঝতে না পারলেও পরে ঠিক মানুষের মত করে একটু একটু করে প্রাণে জোর এল বাছুরটির। কালি খুব খুশি, এর পেছনে দুটি কারণ প্রথমত, সে পেরেছে এক নিরীহ প্রাণীকে বাঁচাতে, দুই হল বাছুরটি ছিল মেয়ে। তাই কালি আর কালির মা খুব যত্নে তাকে লালন পালন করতে লাগল। কিছুদিন পর তাদেরও গরুর সংখ্যা বাড়তে লাগল, ফলে দুধ বিক্রি করে সংসারের হাল বেশ কিছুটা উন্নতি হল।

|| পর্ব ২ ||

কালি ছিল খুব মেধাবী। পড়াশোনায় ফাঁকি দিত না। ক্লাসের শিক্ষকরা তখনকার দিনে টিউশান করাতেন না বরং রাতের বেলায় কোন স্টুডেন্ট পড়ছে কিনা তা দেখতে যেতেন চুপি চুপি। কালির মায়ের খুব ইচ্ছে যে ছেলে বড় হয়ে সরকারি চাকরি করবে। সেইমত তিনি ছেলের পরীক্ষা ও পড়া নিয়ে খুবই সচেতন ছিলেন। যখন ক্লাস নাইন, গ্রামে দেখা দিল আকাল মানে মহামারী, চারদিক শুধু কলেরা আর ডায়েরিয়ায় মৃত রোগীর পরিবারের হাহাকার। জিনিসপত্রের দামও বেড়ে যাওয়ায় সংসারের দুটো পেট চালানো দায় হয়ে পড়ল তাদের। কালি দশমের পরীক্ষা দিতে চাইল না। সেইমত বইপত্র কলেজস্ট্রিটে বিক্রি করে ২০ টাকা নিয়ে এল। মা এবিষয়ে কিছু জানতেন না, ছেলের স্কুল না যাওয়া দেখে সন্দেহ হল। পাশের বাড়ির ঝন্টুর কাছ থেকে জেনে মায়ের চোখ কপালে ওঠার জোগাড়। কালিকে তৎক্ষণাৎ বই আনতে বললেন মা। মায়ের কথা ফেলার ছেলে নয় সে, তড়িঘড়ি করে ফেরৎ আনল সব বই। কাঁদো গলায় মায়ের গলা জড়িয়ে কালি বলতে লাগল ‘আমি বড় হব মা, একটা না একটা চাকরি ঠিক জোগাড় করব’।

Golpo Dot Com

দশম পরীক্ষার টাকা জোটাতে সে কাজ খুঁজতে খুঁজতে ইটভাটার মালিকের সাথে দেখা করে। ঠিক হল পরের দিন থেকে কাজ শুরু। সেইমত, সকাল সকাল মাথায় ইটের বোঝা বইতে শুরু করল। টানা ৩ঘন্টা কাজ করে হাঁপিয়ে পড়ে সে। বোঝা বইতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। ভাটার মালিক এসে গালি গালাজ করার সাথে সাথে মারতে থাকে। পিঠে কালো দাগ বসে যায় কালির। কাঁদতে কাঁদতে বলে,’আমার আজকের দিনের পারিশ্রমিক দিয়ে দাও আমি চলে যাব ‘। টাকা দেওয়া তো দূরের কথা মায়ের নাম জড়িয়ে বাজে কথা বলে তাড়িয়ে দেয় তাকে। মা চুপ থাকার পাত্রী ছিলেন না, সেও ও ছেলের অপমান সহ্য করতে না পেরে ছেলের জন্য চাকরি জোটাতে মরিয়া হয়ে উঠল । মায়ের চেনাশোনা দূর সম্পর্কের এক কাকা একজনের ঠিকানা দিয়ে সেখানে যোগাযোগ করতে বলল। কথামত কালি ও তার মা সেই জায়গায় গিয়ে এক বিশাল বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে লাগল। সন্ধ্যে হওয়ার মুখে বাড়ির কর্ত্রী বাইরে থেকে এসে তাদের দেখে বলে উঠল ‘ আজ বাবুর মেজাজ ভালো না, তোমরা পরের দিন এসো’। কালি ছিল খুব জেদী, যে কাজ একবার ভাবে করবে তো সেটা করেই ছাড়ে। পরের দিন সকাল সকাল সেই বাড়ির সামনে ঠায় বসে থাকল, দেখল বাড়ি পুরো ফাঁকা, ভেতর থেকে কোন সাড়া, শব্দ নেই। একটু পরে দেখল সবাই ছোটাছুটি করছে। পাড়ার লোকেরা কাকে যেন খুঁজছে। গিন্নিমার মুখ শুকিয়ে কাঠ, বাবু যেন বরফের মত হয়ে গেছে। ব্যাপারখানা কি! বুঝতে খানিকক্ষণ লাগল কালির। সে গিন্নী মা ও বাবুকে আশ্বস্ত করল যে যেভাবেই হোক ছোট বাবুকে খুঁজে আনবে। একমাত্র ছেলে হারিয়ে গেছে সকাল থেকে, কোন জায়গায় সন্ধান পাওয়া যাচ্ছে না, পুকুরে জাল ফেলা হল, রেল লাইন দেখা হল। নাহ, কোত্থাও নেই ছোটবাবু। সব আশা যখন শেষ, কালি বলল যে সে একবার বাড়ির ভেতরটা দেখবে। শেষমেশ পাওয়া গেল ছোটবাবুকে বিছানায় ঘুমন্ত অবস্থায়। এমনভাবে শুয়ে ছিল আর ভুলবশত মশারী ঢাকা পড়ে যাওয়ায় সবার চোখের আড়াল হয়ে যায়। এখন বাবু খুব খুশি। গিন্নিমা কালিকে ডেকে বললেন বাবুর সাথে কথা বলতে।

ততদিনে দশম ক্লাস পার হয়ে গেছিল সে। বাবু মন দিয়ে কালির ইচ্ছের কথা শুনল। সে তাকে একটা অফিসে নিয়ে গেল, তারপর ইটভাটার হিসাবরক্ষক হিসেবে কন্ট্রাক্ট চুক্তিতে কাজ দিল। সেই ভাটা যেখানে কয়েকদিন আগে এসে মার খেয়ে গেছে। অতীতের কথা মনে পড়তেই চোখে জল এল। মায়ের অপমানের বদলা এতদিনে সে নিতে পেরেছে ভেবে মনে মনে খুশি হল। কিন্তু বাকি লোকেরা কিছুতেই এই বাচ্চা ছেলেটিকে হিসেব নিকেশের দায়িত্বে মেনে নিতে পারল না। তারা পেছনে চক্রান্ত শুরু করল যে কিভাবে একে এই পদ থেকে সরানো যায়। কালি সমস্ত চালাকি ধরতে পেরে আগেভাগে কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিল । তার জন্য ভাটা থেকে ইট চুরি যাওয়া থেকে রক্ষা পেল। কালির কাজে খুশি হয়ে তাকে সুপারভাইজার পদে পার্মানেন্টলি নিয়োগ করা হল। মা, বাবা সবাই খুশি। কাজের চাপে এতদিনে ঠিক করে পড়াশোনা করতে পারে নি সে। এবার মন দিয়ে পড়াশোনা করে বি.কম পাস করল। কালির কাজের জায়গাতেও সবাই লোকে সম্মান করতে শুরু করল। যাঁরা তার মাকে একদিন অপমান করেছিল, তারা আজ কালির একটা কালির দাগ মানে সই পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে।

তনুশ্রী গিরি | Tanushri Giri

Inspector | ইন্সপেক্টর | New Bengali Story 2023

Foodie Jagannath | ভোজনরসিক জগন্নাথ | New Article 2023

Countdown 99 | বিধি রে | কুহেলী দাশগুপ্ত | New Story 2023

Poila Baisakh 1430 | স্মরণে-বরণে ১লা বৈশাখ

Read Online Bangla Golpo | New Read Online Bengali Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Best Story Blogs 2023 | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Best Story Blogs in India | World’s Best Story Blogs | Best Story Blogs in Online | Online Interesting Bangla Golpo | Full Read Online Bangla Golpo | Online Best Story Blogs | Best Story Blogs in Bengali | Best Story Blogs in English | Full Bangla Galpo 2023 pdf | Full Bangla Galpo online | New Full Bangla Galpo | Golpo Dot Com – Episode | Golpo Dot Com Series | Horror Adult Story Video | Horror Adult Story Audio | Full Bangla Galpo Audio | Read Online Bengali Story Video | Full Bangla Galpo Netflix | Full Bangla Galpo Read | Read Online Bengali Story Download | Shabdodweep Competition | Story Writing Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trend Full Bangla Galpo | Recent Full Bangla Galpo | Top Read Online Bengali Story | Popular Full Bangla Galpo | Best Read Online Bengali Story | Read Online Bengali Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Golpo Dot Com Download | Bengali Famous Story – audio | Horror Adult Story | Read Online Bengali Story Collection | Read Online Bengali Story – video | Bengali Golper Apps APK | Read Online Bangla Golpo Download | Read Online Bengali Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bengali Famous Story – audio | Top Read Online Bangla Golpo | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story – Tanushri Giri | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Golpo Dot Com Writer | Shabdodweep Writer | Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 book | Read Online Bengali Story Ebook | Read Online Bangla Golpo Link | Horror Adult Story in Bengali | Natun Bangla Galpo 2023 pdf book | Writer – Natun Bangla Galpo 2023 | Golpo Dot Com in pdf | Top Writer – Read Online Bengali Story | Natun Bangla Galpo 2023 video series | Best Read Online Bangla Golpo | Read Online Bengali Story – web series | Natun Bangla Galpo 2023 – Latest version | Golpo Dot Com Full Download | Google Bengali Golper Apps 2023 | Natun Bangla Galpo 2023 pdf book | web video – Natun Bangla Galpo 2023 | web reader – Natun Bangla Galpo 2023 | pdf reader – Natun Bangla Galpo 2023 | pdf publisher – Natun Bangla Galpo 2023 | Read Online Bengali Story Translation | Shabdodweep Publisher | Shabdodweep Golpo Dot Com | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | New Read Online Bangla Golpo | Bengali Horror Adult Story | Best Selling Horror Adult Story | Shabdodweep Video Book | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults

Leave a Comment