Read Kabita Sangraha – Md Hasan Uz Zaman
প্রেম – মো: হাসান উজ জামান
প্রেম হলো প্রথম দেখা,
যেখানে এক মুহূর্ত থেমে যায় সময়।
তোমার চোখের গভীরতা
আমার হৃদয়ের সুরেলা বীণায় বাজে।
প্রেম হলো অপেক্ষা,
যে অপেক্ষা কোনো হিসাব মানে না।
প্রেম মানে সন্ধ্যার নীরবতা,
যেখানে বাতাস শুধু তোমার নাম বলে।
প্রেম কখনো কষ্টের গান,
তবু সেই সুরে মিশে থাকে আনন্দ।
এটি একটি নৌকা,
যা দুজনকে ভাসিয়ে নিয়ে যায় দূর অজানায়।
প্রেমের রঙ কখনো লাল,
যা দহন করে সমস্ত অহংকার।
আবার কখনো নীল,
যেখানে আকাশের গভীরতা খুঁজে পাই।
প্রেম হলো নিঃশব্দ সংলাপ,
যেখানে কোনো ভাষা লাগে না।
এটি মনের এক শূন্যতা,
যা শুধু তোমার ছোঁয়া পেলেই পূর্ণ হয়।
প্রেম মানে তুমুল ঝড়ের রাতে
একটি মোমবাতি ধরে রাখা,
যা আশার প্রতীক হয়ে থাকে।
প্রেম মানে ভাঙা মন নিয়ে
পুনরায় ভালোবাসার স্বপ্ন দেখা।
প্রেম হলো ভোরের প্রথম আলো,
যা প্রতিদিন নতুন সূচনা আনে।
এটি এক নক্ষত্র,
যা পৃথিবী থেকে দূরে, তবু অদ্ভুতভাবে কাছের।
প্রেমের কোনো শেষ নেই,
এটি চলতে থাকে জীবনের শেষে পর্যন্ত।
প্রেম তুমি, প্রেম আমি,
প্রেম আমাদের একত্রে বেঁধে রাখা চিরন্তন সুর।
তুই আমার জীবন রে সখী – মো: হাসান উজ জামান
তুই আমার জীবন রে সখী,
তোর প্রেমে বুকের পাঁজর কাঁপে,
তোর হাসিতে ছড়িয়ে পড়ে সব আলো,
তোর চোখে জ্বলছে আমার স্বপন।
তুই আমার ভালোবাসার রং,
যে রঙে আমি প্রতিদিন বাঁচি,
তোর কথায় সুরের মধুরতা,
তোর ছোঁয়ায় সব দুঃখ হারায়।
তুই আমার পৃথিবী, তুই আকাশ,
তোর ছায়াতেই দিন চলে যায়,
তোর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত,
যেন চিরকাল স্থির হয়ে থাকে।
তুই আমার মন, তুই আমার প্রাণ,
যেখানে তুই, সেখানে আমি,
তোর স্পর্শে জীবনের গান বাজে,
তুই ছাড়া কিছুই নেই, সখী।
তুই আমার প্রথম কথা, তুই শেষ,
তোর হেসে থাকা, তোর সঙ্গ পাওয়া,
এটাই আমার বেঁচে থাকার রূপ,
তুই আমার সব, রে সখী, তুই আমার জীবন।
আজও দাঁড়িয়ে আছি সখী, তোমার অপেক্ষায় – মো: হাসান উজ জামান
আজও দাঁড়িয়ে আছি সখী, তোমার অপেক্ষায়,
যতদিন তুমি আসবে, ততদিন এই পথ চেয়ে থাকি।
তোর হাসির ছটা, তোর চোখের মায়া,
সব কিছু মনে পড়ে, গহীন রাতের আঁধারে।
তুমি যখন ছিলে কাছে, সব ছিল সোনা,
এখন তোর স্মৃতিতে হারানো দিনের বোনা।
তোর ছোঁয়ায় যেমন জেগে উঠেছিল সারা রাত,
আজও সেই ছোঁয়া খুঁজে ফিরি আমার নিঃসঙ্গ স্মৃতির পাতায়।
আজও দাঁড়িয়ে আছি সখী, তোমার অপেক্ষায়,
যতদিন তোমার পায়ের শব্দ শোনার আশা জাগে।
তোমার অন্তরের দিশারী, আমার হৃদয়ের পথ,
প্রত্যেক পদক্ষেপে হারাই, তবুও তোর জন্য খুঁজে যাই।
তোর অশ্রু ছিল বৃষ্টি, তোর হাসি ছিল রোদ,
তুই ছিলি আমার জীবনের অমূল্য রত্ন।
আজও সেই রত্নের খোঁজে,
আমি রয়ে গেছি তোর অপেক্ষায়, যেন অনন্তকাল।
কখনো তুমি ফিরে আসবে, এ আশায় দাঁড়িয়ে আছি,
তবুও জানি, সময় আর প্রতীক্ষা শুধুই ভুলের কাহিনী।
তবু, তোর জন্য এই হৃদয় অপেক্ষা করবে চিরকাল,
যতদিন না ফিরে আসবে, সখী, ততদিন তোমার স্বপ্নে হারিয়ে যাব।
বল না সখী, তুই আসবি কবে? – মো: হাসান উজ জামান
বল না সখী, তুই আসবি কবে?
আমার পথে শূন্যতা, তোরই তো প্রয়োজন।
তোর হাসির আলো, তোর চোখের মায়া,
সেই স্পর্শেই তো আমি হারিয়ে গেছি প্রিয়।
তুই কোথায় আছিস, বল না সখী, তুই আসবি কবে?
আমার অন্তর ফেটে যায়, তোর জন্যে রইলাম অপেক্ষায়।
নীরব রাতগুলো আরও দীর্ঘ হয়,
তুই নেই, তুই ছাড়া পৃথিবী শূন্য।
মনে পড়ে সেই দিনগুলো,
যে দিনগুলোতে ছিল তুই আমার পাশে।
তোর কথা, তোর ছোঁয়া, তোর হাসির ঝর্ণা—
এখন সব যেন ফিকে, যেন এক দূরের ছবি।
বল না সখী, তুই আসবি কবে?
যতদূর যাই, তুই ছাড়া কিছুই আসে না মনে।
তোর প্রতিটি স্মৃতি জড়িয়ে থাকে হৃদয়ে,
আর প্রতিটি শ্বাসে তুই, তুইই বেঁচে থাকিস।
এখন একা, তবু তোর অপেক্ষায়,
কখন ফিরে আসবি, আমার সাথী, আমার সখী?
তোর জন্যেই তো এই জীবন,
বল না সখী, তুই আসবি কবে?
ঘুমের মধ্যেও সখী ভেসে ওঠে তোর মুখ – মো: হাসান উজ জামান
ঘুমের মধ্যেও সখী ভেসে ওঠে তোর মুখ,
যেন স্বপ্নের স্রোতে হারিয়ে যাওয়া কোনো রূপ।
তোর হাসি ছড়িয়ে পড়ে মনের গহীনে,
আর আমি অবাক হয়ে দেখি তোর চেহারার রূপে।
আলোর মতো উজ্জ্বল তুই, ছায়ার মতো নীরব,
মনে পড়ে সেই দিন, যখন ছিলি পাশে, কাছে।
যতবার চোখ বন্ধ করি, ততবার তোর মুখ,
ঘুমের মধ্যে যেন আসবে আবার, আমার বুকের ভেতর।
তোর মুখ, যেন রাতের তারা,
যা উজ্জ্বল হয়ে ওঠে আকাশের কোণে।
এটা কি সত্যি, নাকি কোনো অদৃশ্য স্বপ্ন?
কিন্তু তুই, সখী, সবসময় আমার মাঝে।
ঘুমের মধ্যে তোর শ্বাসের আওয়াজ শুনি,
আমার স্বপ্নে তুই বাস কর, আমার ঘুমের প্রতি মুহূর্তে।
তোর চেহারায় মিশে থাকে সব সুখ,
ঘুমের মধ্যেও সখী, ভেসে ওঠে তোর মুখ।
আমি জানি, তুই আমার কাছে নেই,
তবু স্বপ্নে তোর ছায়া চলে আসে মৃদু।
ঘুমের মধ্যেও তুই বেঁচে থাক,
যতদিন না আমি তোর কাছে ফিরে আসি, সখী।
মো: হাসান উজ জামান | Md Hasan Uz Zaman
New Bengali Poetry 2023 | তৌহিদুল ইসলাম | কবিতাগুচ্ছ
New Bengali Poetry 2023 | প্রতিম ঘোষ | কবিতাগুচ্ছ
New Bengali Poetry 2023 | গোবিন্দ মোদক | কবিতাগুচ্ছ
New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক
Shabdodweep Web Magazine | Md Hasan Uz Zaman | Read Kabita Sangraha
Bengali literature has a rich history filled with masterpieces of prose and poetry that reflect the culture, emotions, and social contexts of Bengal. Among the many gems of Bengali literary tradition, the Kabita Sangraha stands out as an important collection of poetry, offering readers a glimpse into the essence of the Bengali poetic landscape. If you’re interested in exploring the world of Bengali poetry, Read Kabita Sangraha is an experience that should not be missed.
Here, we will explore the significance of Kabita Sangraha, delve into the realm of modern poetry, and introduce you to the writings of poets like Md Hasan Uz Zaman, whose stories have enriched platforms like Shabdodweep Web Magazine. Whether you’re a poetry enthusiast or a newcomer to Bengali literature, this article will guide you through the captivating world of Kabita Sangraha and encourage you to dive deeper into the literary treasures offered by Shabdodweep.
What is Kabita Sangraha?
A Kabita Sangraha is essentially a collection of poems, often compiled by a poet to showcase a variety of themes, emotions, and poetic styles. These collections can be thematic, focusing on love, nature, human struggles, or social issues, or they can offer an eclectic mix of different forms of poetry. For lovers of modern poetry, a Kabita Sangraha provides the perfect platform to experience a poet’s growth and versatility.
By reading Kabita Sangraha, one can immerse themselves in the profound expressions of Bengali culture and language, enjoying both classical and contemporary styles. The beauty of these collections lies in their ability to bring forth the voices of poets who offer new insights into age-old themes, blending the traditional with the modern.
Modern Poetry in Bengali Literature
The genre of modern poetry in Bengali literature has evolved over the years, introducing new forms, perspectives, and themes. While traditional Bengali poetry was often steeped in classical meters and forms, modern poetry began to embrace free verse, experimentation with language, and the exploration of contemporary issues.
Poets writing in the modern era have tackled a wide range of topics, from the complexities of human relationships to the challenges of living in a rapidly changing world. The Kabita Sangraha has played an essential role in showcasing these poets and their contributions to Bengali literary history. Whether it’s addressing political unrest, social reforms, or personal introspection, modern poetry has managed to weave the pulse of contemporary life into its verses.
Shabdodweep Web Magazine: A Hub for Bengali Literature
If you’re an avid reader and passionate about Bengali literature, Shabdodweep Web Magazine is the ideal destination for you. This platform not only features the works of writers like Md Hasan Uz Zaman, but it also serves as a hub for modern poetry, short stories, and novels that represent the evolving landscape of Bengali writing.
At Shabdodweep, you can discover a wide array of genres, including Kabita Sangraha, contemporary short stories, and thought-provoking essays that reflect the pulse of modern-day Bengal. The magazine regularly publishes works that explore diverse themes, from human emotions to social issues, providing readers with a platform to explore the beauty and complexity of Bengali literature.
Why You Should Read Kabita Sangraha on Shabdodweep Web Magazine
Reading a Kabita Sangraha offers more than just an aesthetic experience; it allows you to connect with the cultural and emotional depths of Bengali poetry. On Shabdodweep Web Magazine, you can explore Kabita Sangraha collections by both established and emerging poets, offering a comprehensive view of contemporary Bengali poetry. Here are a few reasons why you should check out these collections:
Diverse Themes: The Kabita Sangraha collections available on Shabdodweep cover a wide range of themes, from the intricacies of love to the challenges of modern existence. These collections reflect the changing moods and perspectives of Bengali poets.
Modern Voice: Many of the poems included in these collections embrace modern poetry techniques, including free verse and vivid imagery, offering a fresh perspective on age-old topics.
Access to Acclaimed Writers: With writers like Md Hasan Uz Zaman contributing to the magazine, readers have access to stories and poetry that capture the essence of contemporary Bengali writing.
A Platform for New Talent: Shabdodweep Web Magazine also provides a platform for emerging poets and writers, offering a unique opportunity to explore new voices in Bengali literature.
How to Read Kabita Sangraha on Shabdodweep Web Magazine
To start reading Kabita Sangraha on Shabdodweep Web Magazine, simply visit the website and navigate to the poetry section. There, you’ll find an assortment of poetry collections available for free reading. The magazine’s clean layout and easy-to-navigate interface make it simple to explore and enjoy the works of talented poets.
As you explore the collections, you’ll uncover a world of emotion, language, and literary craftsmanship that will enhance your understanding of Bengali literature. Whether you’re looking for classical poetry or contemporary works, Shabdodweep Web Magazine has something for every poetry lover.
Frequently Asked Questions (FAQ)
- What is Kabita Sangraha, and why should I read it?
Kabita Sangraha is a collection of poetry, often by a single poet, showcasing their diverse works across various themes. Reading a Kabita Sangraha allows you to experience the emotional depth, cultural richness, and artistic beauty of Bengali poetry. On Shabdodweep Web Magazine, these collections offer insights into both traditional and modern forms of Bengali poetry.
- What kind of poetry can I expect to find in a Kabita Sangraha on Shabdodweep?
On Shabdodweep, you can find a wide variety of poetry in the Kabita Sangraha, ranging from modern poetry to classic forms. Themes may include love, human struggles, nature, and social issues, presented through free verse and traditional poetic styles. The works reflect both the heritage and modern-day spirit of Bengali literature.
- How can I access Kabita Sangraha collections on Shabdodweep Web Magazine?
You can easily access Kabita Sangraha collections by visiting the Shabdodweep Web Magazine website and navigating to the poetry section. The website offers easy-to-read formats, allowing you to enjoy poems and stories at your convenience.
Conclusion
For anyone passionate about Bengali literature, reading Kabita Sangraha on Shabdodweep Web Magazine offers a unique opportunity to explore the evolution of Bengali poetry. With works from established and emerging poets alike, Shabdodweep provides a platform for readers to connect with the cultural and emotional richness of Bengali literary traditions. Whether you are drawn to modern poetry, social issues, or personal introspection, the Kabita Sangraha collections on Shabdodweep Web Magazine promise an enriching reading experience.
Sabuj Basinda | Follow our youtube channel – Sabuj Basinda Studio