Best Poetry Archive in Bengali | Shabdodweep Kobita

Sharing Is Caring:

Poetry Archive in Bengali – Sumita Choudhury

মিঠে শ্রাবণ – সুমিতা চৌধুরী

শ্রাবণ আঁকিবুঁকি কাটছে
মনের গলিপথে,
রুদ্ধ দ্বার হাটখোলা আজ
ঝোড়ো হাওয়ার সাথে।
ভালোবাসার জলতরঙ্গ
বাজছে নিরালায়,
এক অবয়ব উঠছে ফুটে
চোখের আয়নায়।
আনকোরা পাতা উঠছে ভরে
স্বর্ণালী অক্ষরে,
স্মৃতির উজানে সময় ফের
নতুন আলাপ সারে।
শ্রাবণ এক মিঠে অনুভূতি
উদাসী অন্তরে।।

রূপকথার বিকেল – সুমিতা চৌধুরী

কোথায় যেন এক বিকেল সাজে আজও রামধনুর পসরায়,
যার শরীর চুইয়ে নামে কনে দেখা আলোর বন্যা।
হাসনুহানার গন্ধে বুঁদ হয় মন,
রাখালিয়া বাঁশি দেয় ফেরারি হওয়ার উদাসী ডাক।

মনের পানসি ভেড়ে স্মৃতির খেয়া ঘাটে,
লাল নীল রাংতার মোড়ক খুলে ওড়ে রঙিন প্রজাপতির ঝাঁক।
চিলেকোঠাগুলো সাজে সময়ের ধুলো ঝেড়ে,
যার মধ্যে জেগে ওঠে এক আবেগী রূপকথা।

বর্তমানকে ছেড়ে দৃষ্টি ছুঁয়ে আসে সেই অতীতকে,
যেখানে এক পড়ন্ত বিকেলের গল্প লেখা আছে সযত্নে।
ভালোবাসার স্বলাজে যেখানে অস্তরাগের লালিমায় রাঙে মন,
কোনো এক প্রিয় মিলনের মধুর পিয়াসে।।

বড়ো সাধ জাগে – সুমিতা চৌধুরী

বড়ো ইচ্ছে করে,
বয়সকালের সীমা ভুলে,
কল্পলোকের গল্পটা আজ সত্যি হোক।
ঝরঝর বারিধারায় মন ভিজিয়ে,
পায়ে পায়ে হেঁটে চলি দূর অজানায়।
এক ছাতার তলায় আধভেজা তুমি আমি,
যে কথা হয়নি কখনো বলা,
সে কথার পরশ মেখে,
কিছু সময়কে করি মনের সান্নিধ্যে ভীষণ দামী।
একবার নাহয় করি মোরা প্রেমযাপন,
বৃষ্টিকে সাক্ষী রেখে,
আপন মনের ঘরে চলো না,
আরো একবার প্রেমকে করি আলিঙ্গন।
বৃষ্টি ভেজা সোঁদা গন্ধে,
আজও যে মন আকুল হয়।
বড়ো সাধ জাগে বর্ষা মাখতে,
বৃষ্টি চাখতে,
টিনের চালে বৃষ্টিফোঁটার জলতরঙ্গ শুনতে,
সেই কাগজের নৌকাগুলো ভাসাতে আরেকবার।
জানি পৌঁছেছি বেলা শেষে,
তবু, মনের সাধ নাহয় হলোই বা পূর্ণ,
এই অবেলায় এসে।।

বৃষ্টি থামার শেষে – সুমিতা চৌধুরী

এখনো টুপটাপ ঝরছে জলের ফোঁটা,
টিনের চালে জলতরঙ্গের রেশ,
উদাস মন আঁকছে আলপনা,
মন যমুনায় সুখেরই আবেশ।
গাছের পাতায় লক্ষ হীরের দ্যুতি,
হাসছে যেন রোদের আদরে।
মনের আলসেতে ভালোবাসার অনুভূতি,
জমছে আদুরে মনের সুখের চাদরে।
বৃষ্টি শেষে মেঘেদের ভেলায়,
রামধনু আসে রংবাহারি সাজে।
মন বাউলের মিঠে সুর কানে বাজে,
মন লাগে না আর কোনো কাজে।
নিরালা দুপুর এসে দাঁড়ায় সংগোপনে,
সুখপাখিটা রূপকথার গল্প শোনায় এসে,
সেথা প্রিয় আসে যেন রাজপুত্তুর বেশে,
মনের ঘরে বৃষ্টি থামার শেষে।।

ভাঙা হাট – সুমিতা চৌধুরী

রথের মেলায় চলে
হরেক রকম বিকিকিনি,
পাঁপড় ভাজা, খাস্তা গজা,
আরো কতো না জানি।
কেউ বা বাঁশের ভেঁপু বাজায়,
কেউ উল্লাসে নাগরদোলা চড়ে,
মেলার আনন্দে মেতে সবাই
আসে হরেগড়ে।
খুকুর বায়না রেশমি চুড়ি,
পুতুল, খেলনাবাটি।
খোকার চাই লাটাই, ঘুড়ি,
আইসক্রিম কাঠি।
তবে আজ মেলার আসরে
কেবলই ভাটার টান।
নেই সেই উৎসবের আমেজ,
নেই মেলার আপন প্রাণ।
হারিয়ে গেছে রথের মেলায়
দেখা সেই প্রাণের স্পন্দন।
আজ যেন ভাঙা হাটে ফেরে
শুধুই স্মৃতির ক্রন্দন!
আজও বসে মেলা,
তবে প্রাণ নেই তাতে কোনো।
অনুভূতির বাঁধন, হৃদয়ের টান,
হারিয়েছে সবই যেন!
আজ শুধু সবই চোখের ধাঁধা,
জৌলুসের চমক মেকি।
কবে যেন ছেড়ে গেছে ভক্তের ভগবান,
ফাঁকা দেউল আজ একাকী!
তবু আজও মেলায় গেলে
আপন শৈশবে হারাই,
কোথায় যেন স্মৃতির টানে
ছেলেবেলাকে খুঁজে বেড়াই।।

মে দিবস – সুমিতা চৌধুরী

আঠারোশো ছিয়াশির শিকাগো শহরের হে মার্কেট
কেঁপে উঠেছিল মুষ্ঠিবদ্ধ হাতের শ্রমিক আন্দোলনে।
বিরামহীন কাজের প্রতিবাদে সংঘটিত হয়েছিল কত-শত,
লাগাম টানতে অত্যাচারী মালিকশ্রেণীর দৈনিক শোষণের।

শাসকের গোলাবারুদেও যায়নি রোখা
সে জনপ্লাবনের প্রতিবাদ মিছিল,
আপন অধিকারের লড়াই লড়েছিল তারা শাসকের চোখে চোখ রেখে,
আপন আত্মবলিদানের নিরিখে, বিশ্বের মজদুর হয়েছিল তাতে সামিল।

জিনে নিয়েছিল তারা আপন অধিকার,
অক্লান্ত নিরবচ্ছিন্ন গণ আন্দোলনে।
জয়ের প্রতিকে পালন করেছিল শ্রমহীন মে দিবস,
পয়লা মে-তে বিশ্বব্যাপী সকল মজদুর সংগঠনে।

দৈনিক আট ঘন্টার শ্রমেই পড়েছিল সাক্ষর,
লেখা হয়েছিল আইন দেশে-দেশে সর্বস্তরে।
মানতে বাধ্য হয়েছিল শ্রমহীন মে দিবসের দাবী,
শ্রমজীবীদের গণবিপ্লবকে সমীহ করে।

আজও বহমান সেই প্রতীকি বিজয় দিবস,
শ্রমিকশ্রেণীর আত্মবলিদানকে জানাতে শ্রদ্ধা।
আপন আপন কাজের হাতিয়ারকে করে সম্বল,
জীবন সংগ্রামে লড়াই করে একতার মুষ্ঠিতে সকল যোদ্ধা।

তবু আজও চলে শোষণ, উৎপীড়ন, ক্ষমতার শাসনে,
যাঁরা শ্রমদান করে গড়ে বিশ্ব তাঁরাই মরে অনাহারে!
তাঁদের যাপনে নিত্য গরিবী আজও করে বাস,
পুঁজিপতিরা তাঁদেরই পদদলিত করে আপন মসনদের ভিত গড়ে!!

শ্রমজীবী – সুমিতা চৌধুরী

দিবসের ভিড়ে হারিয়ে গেছে
মে দিবসের মর্ম,
টাকার বিনিময়ে আজও বেকে
শ্রমিকের স্বেদ চর্ম!

সময়ের লাগাম আছে আজও
মালিকের সবল মুঠোয়,
অসহায় দুর্বলতা তুলাদণ্ডে চড়ে
উন্নয়নের জোয়ারের ছুতোয়।

দিন বদলায়, বদলায় মসনদ,
বদলায় না শ্রমজীবী!
শোষণের চাকায় আজও তাদের
যাপন জুড়ে গরিবী।।

শ্রমিকের ভাষা – সুমিতা চৌধুরী

মালিক- যা, কাল তো তোদের দিবস, ছুটি,
কর মহা সুখ ভোগ।
শ্রমিক- যাদের জোটে না আজও সব দিন রুটি,
তাদের জীবন যন্ত্রণা যেন নরক ভোগ।
মালিক- বিশ্ব জুড়ে চলে তো উৎযাপন,
অধিকারের লড়াইয়ে বিজয়ী তোরা।
শ্রমিক- হ্যাঁ, লড়াই ই তো মোদের একমাত্র হাতিয়ার,
উৎযাপনে তাই স্মরণ করি মোরা।
মালিক- তাহলে এতো তর্ক কিসের?
আমোদ কর সবাই মিলে।
শ্রমিক- আমোদ আহ্লাদ সাজে আপনাদের,
আমরা তো আজও জীবন বহি অত্যাচার গিলে।
সকল মুনাফায় অধিকার আপনাদেরই,
আমরা তো শ্রমেই হই ক্ষয়।
সুখের মিনারে আসীন তবুও,
লোভকে করেননি আজও জয়!
মালিক- সাহস তো দেখি তোর বেপরোয়া,
কে জোগাচ্ছে এ ভাষা বল?
শ্রমিক- মোদের জীবন সংগ্রামে সাহসই হাতিয়ার,
আর আছে একতার বল।।

শ্রমিক দিবস – সুমিতা চৌধুরী

মোদের শ্রমে জগৎ চলে,
তোমরা লোটো মুনাফা!
ঘামে, রক্তে জমিন সিঁচে
দানা জোটে না দু’দফা!

বিজ্ঞানের আবিষ্কারের চাকা
নিত্য খোঁজে আমায়,
তোমার মুখে শ্রমের বুলি,
কালির দাগ আমার জামায়।

হাজার অত্যাচারের ক্ষত
আজও আমার বুকে,
কালো চাবুকের শাসন, শোষণ,
ডরাই না, দিয়েছি রুখে।

কলুর বলদের মতোই তোমরা
ঘানিতে আমাদের জুতে,
দিন-রাত্রি স্বপ্ন দেখো
আমাদেরই ঘাম রক্ত শুষে নিতে।

সারা বিশ্বে একজোট আমরা,
সোচ্চার, অবিভেদ্য।
লড়াই করি আপন অধিকারের
অভিন্ন, অবিচ্ছেদ্য।

তোমার রক্ত চক্ষুকে জেনো
ডরাই না তাই আর,
নিজেদের রক্তেই ছিনিয়ে নিয়েছি
শ্রমিকের অধিকার।

একতাই আমাদের বল ভরসা,
একতাই হাতিয়ার।
নিজেদের লড়াইয়ের সার্থকতা,
শ্রমিক দিবস আমার।।

রক্তে বোনা ধান – সুমিতা চৌধুরী

রক্তে বোনা ধানের জয়,
রক্তের বিনিময়ে,
কত শত প্রাণ গেল বলি!
শাসকের চাবুকের ঘা,
শত অত্যাচারেও টলেনি পা,
মুখে “হেই সামালো ধান”এর বুলি।
রূপভেদে প্রলোভন,
যাচিত সুখজীবন,
সব ছেড়ে চেটেছে আপন ধরার ধূলি।
শীত, গ্রীষ্ম, বর্ষা,
মনোবলই ভরসা,
বজ্রকঠিন হাত নিয়েছে লড়াইয়ের মশাল তুলি।
ঘুরেছে কালের চাকা,
তাই ফের হলো লেখা,
স্বাধিকারের লড়াই যায় না কভু বিফলি।
ক্ষমতাসীনের কুশাসনের,
জবাব গণ আন্দোলনেই,
সদর্প পথে এগোও কিষাণ ভাই সকলি।।

শিক্ষার আদর্শতা – সুমিতা চৌধুরী

আদর্শতার বড়োই অভাব,
আজকের সমাজে।
প্রকৃত শিক্ষকই ব্রতী,
মানুষ গড়ার কাজে।
শৈশবের প্রথম পাঠ,
মায়ের আদর্শে।
বাবার আঙুল ধরে শেখা,
জীবনের পথ চলা যে।
দেশ-বিদেশের জ্ঞানের আলো,
জানা-অজানার পাঠ,
শিক্ষক-শিক্ষিকার সাহচর্যে,
বসে সংস্কৃতির হাট।
মানবিকতার আদর্শে
পূর্ণতা আসুক শিক্ষায়,
সফলতা আসুক,
প্রতিটি মানুষ হওয়ার দীক্ষায়।
প্রতিযোগিতার যন্ত্রে,
পিষো না আগামীকে অহর্নিশি,
কুড়িয়ে জ্ঞানের রত্ন,
হোক তারা প্রকৃত শিক্ষানবিশি।
ব্যাগের বোঝা কমুক,
নামুক মনের বোঝা,
শিক্ষা হোক ভালোবাসা,
নয় কখনোই সাজা।।

বাস্তব শিক্ষা – সুমিতা চৌধুরী

বাস্তব দেয় শিক্ষা জীবনের প্রতি পদে,
রঙিন ফানুস পলকে হয় উধাও।
শিক্ষক সে যে জীবনের প্রতিষ্ঠানের,
সময়ের সমানুপাতে বয় তার নাও।
কল্পনার জগতে তার ঠাঁই নেই কোনো,
রঙিন চশমার আড়ালে সে থাকে না কখনো।
দিনের আলোর মতোই তার স্বতঃস্ফূর্ত প্রকাশ,
নেই বাহ্যিক আড়ম্বরের জৌলুস দেখানো।
হয়তো সে কভু নিঠুর বড়োই,
যেন দর্পণে ফুটে ওঠা নিদারুণ এক ছবি।
করে সে সত্যের মুখোমুখি সতত,
কেড়ে সুখ স্বপ্নের ইমারত সবই।
তবু সে দেয় প্রকৃত শিক্ষার পাঠ,
বিদ্যালয় বিহীন আপন জমিতে।
গড়ে যোদ্ধা আগামীকে করতে সুরক্ষিত,
ঋজু শিরদাঁড়ায় শেখায় কভু না পরাজয়কে নমিতে।।

জীবনের পাঠশালা – সুমিতা চৌধুরী

জীবন এক বৃহৎ পাঠশালা,
শিক্ষা দেয় প্রতি পদক্ষেপে।
কতোটা মনোযোগ দিলে তুমি তাতে,
পরীক্ষা নেয় নিক্তি মেপে মেপে।
ভ্রূণ সঞ্চারে পরীক্ষা হয় শুরু,
সাথেই চলে শিক্ষানবিশির পাঠ।

লড়াই করে বাঁচার মন্ত্র শেখায় ,
প্রতিদিন এক নতুন শিক্ষা-পাঠ।
অভিজ্ঞতার নুড়ি পাথর দিয়ে,
সিঁড়ি বানাও, পেরোও প্রতি ধাপ।
তাড়াহুড়োয় ডিঙোও যদি সিঁড়ি,
নামবে তাসের ঘরের অভিশাপ।

একনিষ্ঠ, দৃঢ়চেতা হলে,
লক্ষ্য যদি থাকে তোমার স্থির
জীবনেরই কঠিন পরীক্ষাগারে,
জিতবে তুমি, হবে পরমবীর।
সংসারেতে থাকবে সবার হয়ে,
সন্ন্যাস তবু থাকবে মননে।
সবার জন্য বাঁচার সার্থকতা,
জীবন শেখায় জীবনেরই মানে,
কঠিন কঠোর প্রশ্নপত্র মাঝে।

হারার আগেই করছো কি আত্মসমর্পণ?
মরার আগেই মরছো কি প্রতিনিয়ত?
জীবন দেখে তোমার জীবনেরই পণ,
সত্যি যদি জীবন থেকে শিক্ষা নাও।
ভয়কে যদি করতে পারো জয়,
আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তুমি,
জীবনকেই হাসিমুখে করবে জয়।।

হৃত শিক্ষার মান – সুমিতা চৌধুরী

সবই পণ্য আজ প্রতিযোগিতার হাটে,
সময়ের তাই বেজায় বেড়েছে দর।
শিক্ষাও আজ হারিয়েছে তার মান,
অধ্যবসায় নিয়েছে অবসর।
পঠনপাঠনে সময় আজ কই?
মূল্যায়ন শুধু একটুকরো কাগজ।
নকলনবিশে ছেয়েছে আজ জগৎ,
আবর্জনায় ভরা সকল মন-মগজ।
সবাই দৌড়ে প্রথম হতে চায়,
জানার চেষ্টার / ইচ্ছার নেই কোনো দাম,
পাঠাগারে জমছে ধুলোর আস্তরণ,
শিক্ষানবিশের আজ বিধি বাম।
জ্ঞানের স্রোতে জমেছে আজ পলি,
ভাটার টানে বইছে অনুক্ষণ,
শ্বাসরোধ হয় সবজান্তার ভিড়ে,
শিক্ষা গেছে বনবাসে, ছেড়ে বাগদেবীর প্রাঙ্গণ।
কবে আসবে আবার ফিরে সুদিন?
শিক্ষা পাবে নিজ হৃত মান,
পঠনপাঠন, অনুশীলন, অধ্যবসায়,
শিক্ষাকে দেবে সতত সম্মান।।

পাশ ফেল – সুমিতা চৌধুরী

জীবনের রাস্তায়,
হাজার প্রশ্নের সম্ভার।
সবেরই কি উত্তর মেলে?
কিছু নীরবতাও দরকার ।
জীবন শেখায় অবিরত
রোজনামচার প্রয়োগে,
কেউ লক্ষ্যভেদে উত্তীর্ণ হয়,
কেউ লক্ষ্যভ্রষ্ট হয় কোনো বিভাগে।
ইস্কুলের গণ্ডির বাইরেও,
নিত্য চলে পাশ ফেলের লড়াই।
কঠিন লক্ষ্যমাত্রা নির্ধারিত,
আমরা সবাই জীবন সংগ্রামের সেপাই।
সময়ের কালস্রোতে
জীবন এক কঠিন শিক্ষক,
নির্ধারিত প্রশ্নপত্রের
সময় সেথা পর্যবেক্ষক,পরীক্ষক।
প্রতিটি পদক্ষেপে
অচেনা অজানা মোড়,
গতায়াতের গণিতে
কভু জোড়, কভু বা বিজোড়।
শিক্ষা নিয়ে যাও,
পাশ ফেলে হয়ো না বিব্রত।
শিক্ষক চায় মনোযোগী ছাত্র
হোক না মান একটু অনুন্নত।।

“তুমি”র আদল – সুমিতা চৌধুরী

“তুমি” শব্দটাই বড়ো আপন, বড়ো আবেগী অনুভূতি,
“তুমি” কথাটির অনুরণনে, জ্বলে ওঠে মনের সকল বাতি।
একটা তুমির মাঝে থাকে বিশ্বাস, আশা-ভরসা, আশ্রয়ের মুক্তাঙ্গন,
একটা “তুমি”র আশ্বাসে কাটে, আদ্যোপান্ত জীবন ও যাপন।

মন যেন কখন স্বপ্ন বোনে সেই “তুমি”কে ঘিরে,
তখনই অদেখা “তুমি”র আদল ফুটে ওঠে মন ক্যানভাসে ধীরে-ধীরে।
সুখবাসরে সাজানো সে “তুমি” বাস্তবে কদাচিৎই ধরা দেয়,
বাকী জীবন চলে অনন্ত খোঁজ, সেই “তুমি”র প্রতীক্ষায়।

সে “তুমি”র এক বিশাল ব্যাপ্তি, যেন অসীম এক আকাশ,
এক প্রশস্ত কাঁধের নির্ভরতা জোগায় সে, নিশ্চিন্তে বারোমাস।
যে দরাজ বুকে উজাড় করা যায়, রাগ- ক্ষোভ- অভিমান- দুঃখের যতো কান্না,
যার আদরে- প্রশ্রয়ে ঝরে পড়ে, প্রাণবন্ত খুশির- সুখের হীরে- পান্না।

এমনই একটা “তুমি”কে লালন করি সবাই অন্তরাত্মায় সযত্নে,
খুব চেনা মুখের আদলে খুঁজে ফিরি সেই কাঙ্ক্ষিত “তুমি”কেই প্রযত্নে।
খেলাঘর সাজাই সেই “তুমি”কে ঘিরেই, কতো না স্বপ্ন নিয়ে,
যাকিছু ধরা ছোঁয়ার বহির্জগত, তাকেও ছুঁতে চাই “তুমি” প্রতিধ্বনি দিয়ে।

এভাবেই এক কল্পনা- বাস্তবের মিশেলে গড়া হাজারো “তুমি”,
হাজারো আদলে বেড়ে ওঠা, আদপে এক ভালোবাসার পটভূমি।
স্বপ্নের রামধনু রঙে সাজানো সে “তুমি”রা যে বড়োই অপরূপ,
মনজমিতে সেঁচা সে আদল যে, আপন প্রেমেরই প্রতিরূপ।।

ঝড় ধ্বংসের এক নাম – সুমিতা চৌধুরী

কতো ঝড়ই তো আসে জীবন প্রকৃতিতে,
কাটে তাল-ছন্দ-লয়, ভাঙে মন, ভাঙে ঘর,
তছনছ হয় জীবন পরিধি, সত্তা,
বহিরঙ্গে কখনো রেশটুকুও না রেখে!

প্রকৃতির তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত হয় কতোই,
নিরাশ্রয় হয় কত- শত জন একই সাথে,
উপড়ে যাওয়া গাছপালায়, ভেঙে যাওয়া বাড়ির চালে,
রেশ লেগে থাকে পর্যাপ্ত ধ্বংসলীলার।

কিন্তু মনপ্রকৃতিতে যে ঝড় ওঠে আগলভাঙা,
তার প্রতিভাস কায়ার ছায়ায় কতোটুকু হয় দৃশ্যমান?
কজনই বা দেখি, কজনই বা বুঝি, সেই ঝড়ের প্রকোপ,
যাতে ধ্বংসপ্রাপ্ত হয় এক বা একাধিকের জীবনের পরিসর!

যাকিছু দৃশ্যমান, তারই রয়ে যায় সাক্ষী,
অতীতকালের অভিধানে স্মৃতি হয়ে।
ইতিহাস লেখে কিছু অক্ষর আপন জমিতে,
স্মৃতিচারণে যা ফিরে আসে লোকমুখে।

যে ঝড়ের কবলে জীবন হয় ধ্বংসপ্রাপ্ত,
মনের ঘরে পড়ে থাকে চিতার ছাই,
সম্পর্কের সুতোগুলো হয় বিচ্ছিন্ন নিমেষেই,
তার খবরও হয় বিলীন, কালও দেয় না তাকে আশ্রয়!

ঝড় এক ধ্বংসলীলা, এক অনভিপ্রেত রূঢ় বাস্তব,
ঝড় এক সর্বহারার ছবি, যাকে আভাসেও রোখা হয় না সম্ভব!
দৃশ্যত ধ্বংসের ক্ষতিপূরণ সামান্য কিছু হলেও,
অন্তরালের ধ্বংসস্তূপে পড়ে থাকে, আজন্মের জীবন্ত কত- শত শব!!

ছলনার বশে – সুমিতা চৌধুরী

কতো ছলনার অবতারণা এই জীবন জুড়ে,
কতো মেকি জৌলুসের চোখ-ধাঁধানো চ্ছটা।
রঙ বেরঙের ফানুসের আকর্ষক হাতছানি,
স্বপ্ন দেখায় সাজানো কথার ঘনঘটা।

পথ বিভ্রমে বেশিরভাগই হাঁটছে সে অন্ধ গলিপথে,
রঙিন চশমা এঁটে সকল নির্দেশ মেনে।
চোরাবালির গ্রাসের শিকার বাড়ছে গুণিতকে,
হচ্ছে বিবেক নিখোঁজ, মানবজাতির অভিধানে।

সত্যের অনুজ্জ্বল সাদামাটা পথ,
রয়েছে পড়ে পথিকহীন অবহেলে!
শিক্ষার যতো বহুমূল্য মণিরত্ন সম্ভার,
আগ্রাসী অশিক্ষার দানব, সবই নিচ্ছে গোগ্রাসে গিলে!

শিরদাঁড়া বিক্রি হয় আজ রদ্দির দরে!
স্বার্থসুখের পসরা সাজে সেই মূল্য বিনিময়ে!
সরীসৃপেরা গড়েছে বসতি আজ জনপদের সর্বত্র,
লোলজিহ্বার হিসহিসে অব্যর্থ ছোবল লয়ে।

শত শত শকুনি আজ জিতছে পাশার দান,
আপন বশংবদ অক্ষের ছলাকলায়।
ভরা সভায় সত্য আজ হচ্ছে নিত্য লাঞ্ছিত,
শ্রীকৃষ্ণও সমাধিস্থ আজ বিষ্ণুর অনন্তনিদ্রায়।

মহাকাল হাসে শুধু অন্তের অপেক্ষায়,
নিয়ে শেষ প্রলয়ের আহ্বান ডঙ্কা।
অবহেলিত সত্যের বিলাপে প্রতিধ্বনিত হয়,
আগামীর উন্মুক্ত নরকের শঙ্কা।।

বৃষ্টি ভেজা শহরের গল্প – সুমিতা চৌধুরী

শহর ভিজছে আজ তুমুল বৃষ্টিতে,
স্নান সারছে গাছ-গাছালি দহনজ্বালার পরে,
আদুল গায়ে ভিজছে দেখো দামাল শৈশব,
আদুরে আলাপ সারছে প্রেম কতো না কাব্যের শরীরে।

খোলা জানলায় বৃষ্টি ছাটের উপোসী না কতোই,
যুগলে ভেজার সুখ চাদরে শহর কোথাও মাতাল,
তারই মাঝে চাতক, ফটিক জলে আকণ্ঠ তৃষ্ণা মেটায়,
কেউ বা আবার ফাটা ত্রিপলের মেরামতিতে, দিচ্ছে ঘর সামাল।

কেউ রয়েছে অপেক্ষায় প্রিয়জন ফেরার,
কেউ বা গন্তব্যে যাওয়ার তাড়ায় করছে বারি শেষের অপেক্ষা,
কারো কেবল শরীর ভিজছে অঝোর বারি ধারায়,
মরুমন উপহাসে করছে শুধুই উপেক্ষা।

এমনই হাজার চিত্র নিয়ে ভিজছে আজ শহর,
হাজার গল্পের আখর লেখা হচ্ছে তার গায়ে,
ডায়েরি পাতাও রাখছে হিসেব, তারই গুটিকতক,
জীবন উপন্যাস চলছে অনন্ত, কভু ডাইনে, কভু বাঁয়ে।।

অনাথ – সুমিতা চৌধুরী

মা-বাপ হীন শিশুটাই,
অনাথ কি শুধু হায়?
যে পাখিটার ডানা ভাঙা,
অনাথ কি সেও নয়?
যে মনটা একাকীত্বে ভোগে,
তার অভিভাবক কে?
মাঝ দরিয়ায় ডুবেছে যার নাও,
কূল খুঁজে কি পায় সে?
চার-দেওয়ালের বন্ধ ঘরে
পাশাপাশি সহবাস,
আধুনিকতায় ব্যস্ত জীবন,
কর্তব্যের দাসানুদাস।
বার্ধক্যের পরাধীনতায়
বেঁচে আছে যেসব লাশ,
তারাও যে অবোধ- অনাথ,
খুঁজে ফেরে সন্তান সান্নিধ্যের আশ।
হোস্টেলের ঐ একলা ঘরে
বৃষ্টি ভেজা মন,
ভালোবাসার কাঙালপনায়
বাঁধভাঙা অভিমান,
বলতো তোরা ঐ ক্ষণটায়
অনাথ কি সেও নয়?
অনাথালয়ের শিশুরাই শুধু
আজ আর অনাথ নয়।।

সুমিতা চৌধুরী | Sumita Choudhury

New Bengali Poetry 2023 | সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ

New Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | কল্যাণ সুন্দর হালদার

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | বিকাশ চন্দ

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

Bangla Kobita Abritti Songs | Mixed Kobita Bengali Kobita | Sound of bangla kobita lyrics | Sound of bangla kobita in english | Sound of bangla kobita mp3 download | bluetooth bandopadhyay kobita | bratati bandyopadhyay kobita lyrics | bratati bandopadhyay kobita mp3 download | Bangla Kobita Abritti | Best Bangla kobita MP3 Songs | Kobor Bangla Kobita.mp3 | Hits of Bratati Bandopadhyay | Bangla kobita music | Bangla Audio Book | Esho Abritti Kori | Bengali Recitation | Kobita Lyrics Poetry In Bengali | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Poetry Archive in Bengali 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books

Poetry Archive in Bengali pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Poetry Archive in Bengali Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023

story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Poetry Archive in Bengali | Poetry Archive in Bengali – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield

spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | English Literature | Poetry Archive in Bengali examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | Poetry Archive in Bengali Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life

Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | New Poetry Archive in Bengali | Writer – Poetry Archive in Bengali | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Poetry Archive in Bengali | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Poetry Archive in Bengali | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf

Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Poetry Archive in Bengali | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video

Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Kabita Archive Library | New Bengali Poetry House | Full Bengali Poetry Collections PDF | Library of Bangla Kobita | Bengali Poetry and Story | Bengali Poetry Writing Competition | World Record of Bengali Poetry Writing | Peaceful Poetry | Online High Trend Bangla Kobita Selection | High Trend Bangla Kobita translation in english | High Trend Bangla Kobita | High Trend Bangla Kobita for instagram | romantic bengali poem lines | bengali short poem lyrics

Leave a Comment