New Bengali Story 2023 | গল্পগুচ্ছ | রানা জামান

New Bengali Story 2023

কাঁটা – রানা জামান [New Bengali Story 2023]

কালপুরুষের জীবনে অনন্যার প্রেমলাভ আকাশের চাঁদ প্রাপ্তির চেয়েও বেশি, অনেক বেশি। নখদর্পণে হিসাবের জমানায় শতভাগ বেকারের প্রেমে অনন্যা ছাড়া পড়েনি আর কেউ। এই ভাবনায় কালপুরুষ অনন্যার সামনে হয়ে যায় আব্দুর রহমান বয়াতি অথবা লালন শাহ।

অনন্যার প্রেম আগ্রাসী ভীষণ। সপ্তাহ ফুরোবার আগেই অনন্যা ওকে নিয়ে যায় বাড়িতে। কালপুরুষ প্রথমে যেতে চায় না। এতো তাড়াতাড়ি প্রেমিকার বাড়ি গিয়ে হবু শ্বশুর-শাশুড়ির বকা খেতে সে কোন মতেই রাজি হতে চায় না। কিন্তু প্রেমিকা গো ধরলে প্রেমিককে হতেই হয় কুপোকাত। সমস্যা দেখা দেয় ওর নাম ও পোশাক নিয়ে। অনন্যার ভাষায়: এই উদ্ভট নাম ও সয়ে নিলেও মা-বাবা কখনই সইবে না; ভাইটা তো প্রথমে বিদ্রূপ হাসবে, তারপর দিয়ে দেবে একটা আবোলতাবোল নাম। একবার ঐ নাম মা-বাবার পছন্দ হয়ে গেলে পাল্টাবে এমন সাধ্য কারো নেই।

অনন্যার টাকায় কেনা পোশাক পরতে কালপুরুষ রাজি হলেও নাম পাল্টাতে রাজি হয় না কিছুতেই। সে যতবার এই নাম রাখার শানেনূযুল বলতে চায়, ততবার অনন্যা ওকে দেয় থামিয়ে। ঘটনার দিন কালপুরুষকে দেখে অনন্যা বেকুব-রাগবে না কাঁদবে, বুঝতে পারে না। কালপুরুষ ওর কেনা পোশাক না পরে নিজেরটাই পরে আসে, যা অন্যান্য গত এক সপ্তাহ ধরে ওর গায়ে দেখে আসছে: কুচকানো হাফহাতা শার্ট, নিচের দিকে বর্ডার ছেড়া জিন্সের প্যান্ট ও গোড়ালির দিকে ক্ষয়ে ফুটো হয়ে যাওয়া স্পঞ্জের চপ্পল। অনন্যা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে ফুটপাতে। পথচারীদের প্রত্যেকেই যাবার সময় ঘাড় বাঁকিয়ে ওকে বারবার দেখতে থাকে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বারবার ফোন আসতে থাকে বাড়ি থেকে অনন্যার মোবাইল ফোনে। অনন্যা আরেক সেট নতুন পোশাক কালপুরুষের জন্য কিনতে পারতো;কিন্তু ওর মনেও জেদ আসে যে এভাবেই ওকে বাসায় নিয়ে যাবে, যা থাকে কপালে। অত্যন্ত কঠিন কষ্ট হবে যদি এই নির্বিকার লোকটা বিয়ের পর গাছতলায় থাকার গো ধরে!
নিঃসঙ্কোচেই কালপুরুষ অনন্যার পাশাপাশি বাসায় ঢুকে।

নাম ও সম্পর্ক জানার সাথে সাথে অনন্যার বড় ভাই ইকরাম ফরিদ তেড়ে আসে ওকে মারতে। ড্রয়িংরুমে হৈ চৈ শুনে মা-বাবা একত্রেই ছুটে আসেন ড্রয়িংরুমে।

বাবা ফরিদ আজহার ছেলের হাত ধরে টেনে রাখেন আর মা আস্রফিয়া ফরিদ মেয়ের কাছে ঘটনা শুনে হাসিতে ফেটে পড়েন। সাথে সাথে ফরিদ আজহারও হাসতে থাকে। অনন্যা ও কালপুরুষকে বসার ইঙ্গিত দিয়ে আস্রাফিয়া একটা একক সোফায় বসেন। ফরিদ আজহার ছেলেসহ একটি সোফায় বসেন।

হাসি থামিয়ে চোখের কোণের অশ্রুবিন্দু মুছে আস্রাফিয়া ফরিদ বলেন, খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। আমি অনন্যার জন্য এমনই একটা ছেলে খুঁজছিলাম।

ইকরাম ফরিদ বিস্মিত হয়ে মার দিকে তাকিয়ে বলে, কী বলছো তুমি মা!

ছেলের মন্তব্য বিবেচনায় না এনে ফরিদ আজহার বলেন, ঠিক তাই। এই যে বাবা, তুমি কালকেই তোমার মা-বাবাকে নিয়ে এসো। বিয়ের দিন-তারিখ ঠিক করে ফেলবো!

আস্রাফিয়া ফরিদ বলেন, আমরা এখন হবু জামাতাকে নিয়ে হোটেল লা-মেরিডিয়ানে সেলিব্রেট করতে যাবো। ওকে?
কল্পনাতীত হলেও অনন্যা অত্যন্ত খুশি। সে বড় ভাইকে ভেংচি কেটে কালপুরুষের হাত ধরে চলে যায় নিজ শয্যাকক্ষের দিকে।

ওদিকে কালপুরুষ পড়ে যায় ঘোরের মধ্যে। রাতের ঘুম তার উধাও! আসলেও গতকাল ওরকম কোন ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করার জন্য অনন্যার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে। প্রকৃতপক্ষে ওর তরফ থেকে কোন টান সৃষ্টি না হওয়ায় অনন্যার মোবাইল ফোন নম্বর নেবার কথা মনে হয়নি ওর। সে বাসে করে এবং বাকি পথটা হেটে চলে আসে অনন্যাদের এপার্টমেন্টের সামনে।

এপার্টমেন্টের সামনে অনেক লোক। সবাই অনন্যাদের ফ্লাটের দিকে তাকিয়ে। আসলে এরা ফ্লাটটায় ঢুকতে পারছে না-এপার্টমেন্টের সামনে থেকে সিঁড়িঘর হয়ে ওদের দোতলার ফ্লাট পর্যন্ত প্রচুর লোক। অনেক ঠেলাঠেলি টানাটানি গুঁতাগুঁতি করেও কালপুরুষ সিঁড়ি পর্যন্ত যেতে পারে না। উপরে উঠার হাল ছেড়ে দিয়ে উপরে কী হয়েছে একজনকে জিজ্ঞেস করে।

ভদ্রলোক বলেন, ফরিদ সাহেবের ভাস্তিটা গতরাতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

পাশের আরেকজন বলেন, মেয়েটা মরে যাওয়াতে ছেলেটার পথ পরিস্কার হয়ে গেলো।

ভালোবাসার ভিন্ন মূল্য – রানা জামান [New Bengali Story 2023]

মোবাইল ফোনে মিসড কল হতে পারে, ভুল ডিজিট টিপে দেবার কারণে অন্য নম্বরে কল চলে যেতে পারে। কিন্তু ক্রস কানেকশন? এটাও হয়ে যায় মাঝেমধ্যে। গায়ে না লাগালে বিন্দাস জীবন; আর প্রলুব্ধ হলে ভালো বা খারাপের যে কোনো একটা ঘটতে পারে। অর্থাৎ ঘটে যেতে থাকবে ঘটনা।

নাদিয়ার জীবনে তেমনই ঘটনা ঘটে চলেছে। ভাবনার অতীত!

নাদিয়া কল করেছিলো মাকে। সংযোগ হবার পরে হ্যালো বলতে গিয়ে থেমে গেলো নাদিয়া। মার হ্যালোর জবাব না দিয়ে অন্য আরেকটা কথোপকথন শুনছে।
-মাস্ক সমস্যা! মাস্ক পরলে দম নিতে বা ফেলতে সমস্যা হয়! মাস্ক না পরলে করোনাভাইরাস! এখন আবার আরো শক্তিশালী ওমিক্রন ভ্যারাইটি!

অজান্তেই নাদিয়া হেসে দিলে বন্ধ হয়ে গেলো ওদিকের কথোপকথন। নাদিয়া ঠোঁট উল্টে মার সাথে সংযোগ স্থাপন করে কথা বললো। অদরকারি বাঁধা-ধরা কথাবার্তা।
— কেমন আছো মা?

— কী করছো?

— নাস্তা দেরি করে খাও কেন?

— বাবাকে বাজারে না পাঠিয়ে বেকার ভাইয়াকে পাঠালেই পারো!

— আমার লেখাপড়া চলছে!

— অনলাইনে ক্লাসের চাপ কম থাকলেও এসাইনমেন্টের চাপ বিস্তর!

— পরীক্ষা কিভাবে হবে এখনো জানায়নি।

— অটোপ্রমোশন না হলেই ভালো।

মার সাথে কথা শেষ হবার সাথে সাথে একটা অপরিচিত নম্বর থেকে রিং হলো। ও অপরিচিত নম্বরের কল গ্রহণ করে না। পরপর তিনবার রিং এলেও ও ধরলো না।

ম্যাসেজ টোন এলে নাদিয়া খুলে দেখলো একটা অনুরোধ:

— একটু আগে ক্রস-কানেকসনের আমি। কলটা ধরুন। প্লিজ!

কী এক অমোঘ টানে ঐ নম্বর থেকে কলটা এলে নাদিয়া ধরে পড়ে গেলো আটকা। একেবারে জিগারের আঠায়! বাড়তে থাকলো কলের সংখ্যা এবং আলাপের সময়। ওর নাম ইস্তিয়াক। কোনো এক অজানা কারণে ইস্তিয়াকের ফোন নম্বরে ধ্যান দেয়নি নাদিয়া।

ইস্তিয়াক ভিডিও কল করলে নাদিয়া ওর পেছনের দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, জায়গাটা কোথায় ইস্তি?

ইস্তিয়াক টি-শার্টের কলার নেড়ে বললো, ফুকেট।

অবাক হয়ে নাদিয়া বললো, অনেক সুন্দর ফুকেট! বাংলাদেশের কোথায় এটা? আগামী সপ্তাহে ওখানে বেড়াতে যাবো।

— ফুকেট বাংলাদেশে না, থাইল্যান্ডে।

— কী বলছো তুমি! কবে তুমি থাইল্যান্ড গেলে?

— আমি থাইল্যান্ডে থাকি।

— বাহ! আমার থাইল্যান্ডে যাবার খুব সখ।

— আমি ভিসা পাঠিয়ে দিচ্ছি। তুমি আগামী সপ্তাহে চলে এসো।

— একা আসবো?

— সমস্যা কী! আমি হার্মফুল না!

থাইল্যান্ড প্রবাসী জামাই পাবার প্রত্যাশায় মা-বাবা নাদিয়াকে থাইল্যান্ড যাবার অনুমতি দিলেন। নাদিয়ার ভাগ্য দেখে ওর বান্ধবীরা করতে থাকলো ইস্ ইস্!

আজ নাদিয়া থাইল্যান্ড যাচ্ছে। পরিবার ও বান্ধবীরা ওকে বিদায় জানাতে এসেছে। নাদিয়া ছাগলছানার মতো ছটফট করছে। তখন ইস্তিয়াক ফোন করে একটা প্যাকেট নিয়ে আসতে বললো যা ওর এক আত্মীয় দিয়ে যাবে বিমানবন্দরে। লোকটা বিমানবন্দরেই ছিলো। সাথে সাথে এসে হাজির। প্যাকেট খুলে দেখালো:

কুমড়োবড়ি।

প্যাকেট নিয়ে নাদিয়া চলে এলো থাইল্যান্ড। থাইল্যান্ডে তিন দিন অনেক আনন্দে কাটলো নাদিয়ার। আশ্চর্য হয়েছে নাদিয়া সুযোগ পেয়েও ইস্তিয়াক ওকে স্পর্শ না করায়। বেশ কেনাকাটা করে নাদিয়া ফিরে এলো বাংলাদেশে। থাইল্যান্ড বিমানবন্দরে একটা ফলের প্যাকেট আনতে হলো নাদিয়াকে।

নাদিয়া বুঝতে পারলো ইস্তিয়াককে ও খুব ভালোবাসে। ও খুব ভালো ও পরিশীলিত। আনুষ্ঠানিকভাবে ‘ভালোবাসি’ কথাটা না বললেও ভিডিও ও ননভিডিও কলে প্রেমের কথাই চলে। তিনমাস পরে ফের থাইল্যান্ড যাবার সুযোগ পেলো নাদিয়া। পূর্বের মতো এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাপার প্যাকেট পেলো নিয়ে যাবার জন্য। ফেরার সময় একটা ঔষধের প্যাকেট আনতে হলো ওকে।

বার্ষিক পরীক্ষার পরে লম্বা ছুটি নাদিয়ার। চলে এলো ছুটি কাটাতে থাইল্যান্ডে। মা-বাবা সাথে আসতে চাইলে আনন্দ নষ্ট হবে ভেবে নাদিয়া রাজি হলো না। উষ্ণ অভ্যর্থনা জানালো ইস্তিয়াক এবারও। বিমানবন্দর থেকে সরাসরি চলে গেলো পাতায়া। চারতারা হোটেলে একক কক্ষ পেলো নাদিয়া। ইস্তিয়াক পাশের কক্ষে। এবার পাঁচ দিনের ভ্রমণ। পাতায়া চষে বেড়ানোর পরে এক রাতের জন্য চলে গেলো ফুকেট। পঞ্চম দিন ওখান থেকে বিমানবন্দরে যাবার প্রস্তুতি চলছে নাদিয়ার।
লাগেজ নিয়ে কক্ষ থেকে বের হলে নাদিয়ার হাত থেকে লাগেজটা নিয়ে ইস্তিয়াক বললো, তুমি লাগেজ নিচ্ছো কেন! এটেন্ডেন্ট নিয়ে আসবে। চলো আমরা লবিতে যাই।

লাগেজ তোলার পরে ওরা বসলো জিপে। বিমানবন্দরে পৌঁছে নাদিয়াকে ইমিগ্রেশনে ঢুকিয়ে ইস্তিয়াক চলে গেলো বিদায় নিয়ে। ডিউটি-ফৃ শপ থেকে কিছু কেনাকাটা করে বিমানে ঢোকার জন্য লাইনে দাঁড়ালে মাইকে নাদিয়ার ডাক পড়লো এবং বিমানবন্দর কাস্টমসের এক কর্মকর্তা ওকে নিতে এলো। নাদিয়া কাস্টমস অফিসে গিয়ে ওর লাগেজ দেখতে পেয়ে হতবাক। লাগেজ খোলা এবং কাপড়ের ভাঁজে ভাঁজে শাদা পলিথিনের প্যাকেট।

নাদিয়া এসব প্যাকেটের বিষয়ে কিছু জানে না বললে ও এতোদিন থাইল্যান্ডে কোথায় কার সাথে ছিলো জানতে চাইলে নাম বলে মোবাইল ফোন থেকে ইস্তিয়াকের ছবি দেখাল।

ছবি দেখে এক কাস্টমস অফিসার বললেন, এর নাম ইস্তিয়াক না, জাফর! ও কুখ্যাত বাংলাদেশি স্মাগলার হায়দার পাঠানের ভাতিজা!

হেলমেট – রানা জামান [New Bengali Story 2023]

বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছেন সার্জেন্ট প্রলয়কান্তি মজুমদার -বুকের নামফলকে যার নাম প্রলয়। প্রলয় বটে এই সার্জেন্ট-সকল প্রকার যানের চালকের জন্য। এবং এই অবস্থাটা অধিক থাকে সকাল আটটা হতে দুপুর দুইটা পর্যন্ত। এই সময়ে প্রত্যেক সার্জেন্টকে যে কোন ধরনের গাড়ির বিরুদ্ধে মামলা দায়েরের পূরণ করতে হয় লক্ষ্যমাত্রা। এই সময়ের মধ্যে পান থেকে চুন খসলেই খবর হয়ে যায়-শীর্ষ পর্যায়ের তদবিরেও হয় না কাজ! তাই ভয়ঙ্কর সময় তখন গাড়িচালকদের। গাড়িচালকরাও চেষ্টা করে নিরানব্বই দশমিক নিরান্নব্বই ভাগ ট্রাফিক নিয়ম অনুসরণ করতে। অন্য সময়ে অন্যরকম ব্যবস্থা চলে।

দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়। আর একটা মামলা দায়ের করতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ঐ দিনের জন্য।সার্জেন্ট প্রলয় বারবার হাতঘড়ি ও আসা-যাওয়া গাড়িগুলোর দিকে তাকাচ্ছেন। লক্ষ্যমাত্রার একটা মামলা কম হলে ভর্ৎসনাসহ দশ হাজার টাকা জরিমানা। জরিমানা প্রদান সহ্য হলেও ভর্ৎসনা শোনার চেয়ে মৃত্যু অনেক আরামের! পুলিশের ভর্ৎসনা মানে মা-বাবা-বোনকে নিয়ে অকথ্য গালিগালাজ!

হঠাৎ আশা পূরণের আলো দেখতে পেয়ে সার্জেন্ট প্রলয়ের চোখ চকচক করে উঠলো। পাওয়া গেছে! সময় ফুরিয়ে যাবার আগেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে, ইনশাআল্লাহ!

মোটর বাইক কাছে আসতেই হাত ইশারায় থামতে বললেন সার্জেন্ট প্রলয়। বাইকে দুইজন যাত্রী-চালকের মাথায় হেলমেট আছে; কিন্তু পেছনের ভদ্রমহিলা হেলমেটটা রেখেছেন হাতে।

লঙ্ঘন কী হয়েছে বুঝতে না পারলেও বাইকটা ফুটপাতের কাছাকাছি নিয়ে থামালেন বাইকের চালক। সার্জেন্ট প্রলয় কিছু না বলে কোমরে ঝুলিয়ে রাখা একটা থলে থেকে ছোট মেশিনটা বের করে গটাগট টাইপ করতে লাগলেন।

মোটরবাইক চালক জিজ্ঞেস করলেন, সার্জেন্ট সাহেব, দোষ কী আমার বলবেন দয়া করে? কোনো কিছু জিজ্ঞেস না করে আপনি মামলা করতে পারেন না। আমার কাছে গাড়ির হালনাগাদ কাগজপত্র আছে; ড্রাইভিং লাইসেন্সও হালনাগাদ করা আছে। মাথায় হেলমেট আছে, কোন ট্রাফিক রুলও ভায়োলেট করি নাই।

টাইপ শেষ হলে প্রিন্ট কপি বের করে একটা স্বস্তির হাসি দিয়ে সার্জেন্ট প্রলয় বললেন, আপনার যাত্রী হেলমেট মাথায় না পরে হাতে ধরে রেখেছেন। এর জন্য মামলা হচ্ছে। দুই শত টাকা জরিমানা।

ভদ্রমহিলা বললেন, এর জন্য আপনি মামলা করতে পারেন না সার্জেন্ট সাহেব!

সার্জেন্ট প্রলয় চোখের তারা নাচিয়ে বললেন, কেন মামলা করতে পারবো না, বলবেন কী?

ভদ্রমহিলা হেলমেটটা দেখিয়ে বললেন, এই হেলমেটটা আমার মাথায় ঢুকে না।

ছোট হেলমেট গাড়িতে রেখেছেন কেন? তাহলে বাইকারের বিরুদ্ধে মামলা হবে!

ভদ্রমহিলা বাইকারের হেলমেটটা নিয়ে মাথায় পরার চেষ্টা করে বললেন, এই দেখেন, এটাও লাগে না! আপনার হেলমেটটা দেন দেখাই পরে। আমার মাথায় কোন হেলমেট লাগে না। আমার মাথাটা একটু বড় কিনা!

সার্জেন্ট প্রলয় থমকে গিয়ে বললেন, কী বলছেন আপনি আপা!

বলে পাশে রাখা নিজ মোটরবাইক থেকে হেলমেটটা ভদ্রমহিলার হাতে দিলেন। ভদ্রমহিলা হেলমেটটা হাতে নিয়ে মাথায় পরার চেষ্টা করে দেখালেন-বাস্তবিকই মাথায় ঢুকছে না।

মোটরবাইক ড্রাইভার বললেন, কোন হেলমেট-ই যদি মাথায় না ঢুকে, তাহলে উনি কী করতে পারেন! মামলার ঐ কাগজটা আপনার কাছেই থাকুক সার্জেন্ট সাহেব! আমরা যাই। কেমন? আমাদের একটু তাড়া আছে! সিন্থিয়া, সার্জেন্ট সাহেবের হেলমেটটা ওনার হাতে দিয়ে দাও।

সার্জেন্ট প্রলয় হেলমেটটা হাতে নিলে ওরা মোটরবাইক স্টার্ট দিয়ে গেলো চলে। আর সার্জেন্ট প্রলয় হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলেন লক্ষ্যমাত্রা পূরণের সময় পেরিয়ে দশ মিনিট হয়ে গেছে। হাতে ধরা মামলা দায়েরের স্লিপটার দিকে তাকিয়ে মনে মনে বললেন: জরিমানা ও গালিগালাজ দুটাই বরাদ্দ হয়ে গেলো আজ! কিন্তু কোন হেলমেট-ই লাগবে না এতো বড় মাথা ভদ্রমহিলার! হাউ স্ট্রেঞ্জ!

রানা জামান | Rana Zaman

Bengali Story 2022 | জয়ন্ত কুমার সরকার | গল্পগুচ্ছ ২০২২

Bengali Story | কৃষ্ণকিশোর মিদ্যা | গল্পগুচ্ছ | 2022

Bengali Story 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | অণুগল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2022 | বন্ধুর বিয়েতে গিয়ে | প্রবোধ কুমার মৃধা

কাঁটা | না বলা কথা | না বলা কথা কবিতা | কথা লিরিক্স | হেলমেট | নাকানিচুবানি | বার্স্ট ফায়ার | ব্রাশ ফায়ার | ভালোবাসার ভিন্ন মূল্য | ভালবাসার মূল্য কত | ভালোবাসার মূল্য | ভালোবাসার ভিন্ন বাসা | ভালোবাসার রঙ চিনুন | ভালোবাসার ফুল কেনা | ভালোবাসার উপহার | ভালোবাসার সপ্তাহ শুরু | কাঁটা অর্থ | কাঁটা সমার্থক শব্দ | গোলাপের কাঁটা | কাঁটা খায় যে উট অর্থ | মাছের কাঁটা | ঘড়ির কাঁটা | স্কেল ও কাঁটা কম্পাস | মাছের কাঁটা পথের কাঁটা | কাঁটা আর ক্যাকটাস | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | সেরা বাংলা গল্প | গল্প ও গল্পকার | সেরা সাহিত্যিক | সেরা গল্পকার | বাংলা বিশ্ব গল্প | বাংলা গল্প | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

new bengali story 2023 | new bengali story 2023 books for child pdf | new bengali story 2023 books for adults | new bengali story 2023 books | bengali story books for child | new bengali story 2023 books pdf | new bengali story 2023 for kids | new bengali story 2023 reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short bengali story definition | short story english | short story for kids | short new bengali story 2023 generator | bengali story 2023 | short story ideas | short new bengali story 2023 length | long story short | long story short meaning | long new bengali story 2023 | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | bengali story writing | bengali story dictation | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali story news| article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | Shabdodweep Bengali Writer | Shabdodweep Bengali Story | Updated Bengali Story 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *