শ্রাবনী দত্ত – সূচিপত্র [Bengali Poetry]
জলই জীবন – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
গ্রীষ্ম শুরু হবার আগেই প্রবল জলের কষ্ট
অথচ সর্বত্র তাকিয়ে দেখি কত জল হচ্ছে নষ্ট।
আস্তে আস্তে কমছে পাতালে পানীয় জলের স্তর
‘জল মানেই জীবন’ ‘তবু বাড়ছেই জল খরচের বহর।
হেলদোল নেই কারোও সবাই বোঝে আপন স্বার্থ
খরাপ্রবণ এলাকায় বাস যাদের তারাই বোঝে এর মর্মার্থ।
পুকুরগুলো গিয়েছে মজে পানীয় জলই সব।
একদিন কলে জল না পেলে করে কত কলরব।
পৌর এলাকায় জলের কলগুলো বেশিরভাগই থাকে খোলা
দেখেও কেউ বন্ধ করেনা ভর্তি হয় নালা।
কয়েক বছরের মধ্যেই মানুষ পাবে এর কুফল
হা-হুতাশ করেও পাবেনা তখন প্রয়োজনীয় জল।
এখনও যদি সবাই না হয় সচেতন পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে
জলাভাবে কত জীবজন্তু ও গাছপালা অকালে মারা যাবে।
রুজির তাগিদে – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
সকাল থেকে পেটে পড়েনি একটুও দানা পানি
বাবু এই ফুলগুলো নেবেন,একটু খাবার কিনে আনি।
বাড়িতে আছে অসুস্থ মা যেতে পারে নি কাজে
আমার কি আর এখন খেলা করা সাজে।
অনেকেই বলছে এইটুকু ছেলে বিক্রি করছিস ফুল
লেখাপড়ার বয়স এখন তোর করিসনে এমন ভুল।
পেটে খাবার জোটে না, লেখাপড়া করব আমি?
রোজগার করে পেট চালানোই যে আমার কাছে দামি।
গরীবের ঘরে জন্ম নিয়েছি নেই কারোও হাত
টাকা উপার্জন না করলে জুটবে না পেটে ভাত।
সঠিক দামে ফুল কিনে সাহায্য করে না কেউই
দরদাম করে চলে যায় অথচ উপদেশ দেয় সবাই।
ভুখা পেট ভরে না উপদেশে এটা বুঝলেই শান্তি
আমি আছি আমার মতো বাড়াবে না আর অশান্তি।
অবসরের সাথী – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
অবসর সময়ে কবিতা লিখেই
থাকতে পারি ভালো
দুশ্চিন্তা উদ্বেগ মুক্ত করে
জাগায় মনে আলো।
খাতা খুলে চিন্তা করতে
কাটে অনেক সময়
জাগতিক তুচ্ছ চাহিদাগুলো
দূরে সরে যায়।
একবার লিখতে শুরু করলে
বয়ে যায় বেলা
শব্দগুলো সাজিয়ে নিয়ে
চলে লেখার পালা।
কবিতা লেখা মনের ব্যায়াম
কুচিন্তা যায় হারিয়ে
হৃদয়ে জমা কষ্ট যন্ত্রণা
একে একে যায় বেরিয়ে।
মনোনিবেশ করেছি কবিতা লেখায়
এই নিয়েই আছি বেশ
স্মৃতি যতদিন থাকবে প্রখর
রয়ে যাবে এর রেশ।
জীবন যাপন – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
বহুবার ঠকেছি মানুষকে করে বিশ্বাস
আজ অবধি শিক্ষা হয়নি তবু
কাউকে কখনও করতে পারিনি অবিশ্বাস
অনেক বিড়ম্বনাও সইতে হয়েছে কভু।
পারিবারিক শিক্ষায় হয়েছি বড়ই সহজ সরল
খেসারত দিতে হয়েছে পদে পদে তার
বেশিরভাগ মানুষের মনে শুধুই গরল
বাঁচব একা কিভাবে এই ভেবেই সার।
আমার কাজ আমি ঠিকই করে যাই
তবে বয়স শিখিয়েছে ভালোমন্দের বিচার
কারোও ব্যাপারে অযথা কৌতূহল না দেখাই
সকলের সাথে মিশেও থাকি নির্বিকার।
লক্ষ্য এখনও স্থির করব সকলের ভালো
মানব জীবন তো একটাই বুঝেছি এই সারকথা
অসহায়ের পাশে দাঁড়িয়ে দেখাব আশার আলো
কখনও কারো মনে দেব না ব্যথা।
রক্তদান – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
জীবন বাঁচায় রক্তদাতা
কাজটি মহৎ অতি পুণ্য
আশীর্বাদ করে যে গ্রহীতা
দাতার জীবন হয় ধন্য।
রক্ত সংকটে মরে রোগী
প্রয়োজনে যদি না পায় সে
অতিমারী কালে ভুক্তভোগী
এ পরিস্থিতিতে পড়েছে যে।
সচেতন যদি হয় সবে
রক্ত দিলে ক্ষতি নেই কোনো
শারীরিক ক্রিয়া সুস্থ রবে
বাঁচবে অনেকে এটা জানো।
উচ্চ রক্তচাপে ভোগে যারা
অথবা যাদের আছে রোগ
বিরত থাকুন শুধু তারা
অন্যরা করুন যোগাযোগ ।
সবাই শপথ নেব তাই
স্বেচ্ছায় করব রক্ত দান
সেবা কর্মে ব্রতী হব ভাই
মুমূর্ষও ফিরে পাবে প্রাণ।
ভোরের স্বপ্ন – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
আজ ভোরে স্বপ্ন দেখলাম অঙ্কে পেয়েছি শূন্য
মাকে বলতে উত্তর দিল করলি আমায় ধন্য।
ছোট থেকে আসছি শুনে স্বপ্ন বলে দিলে
সেই স্বপ্ন স্বপ্নই রয় কখনও না মেলে।
পরীক্ষার খাতা বেরোতে দেখি অংকে পেয়েছি ত্রিশ
বাবা শুনে বলে শুধুমাত্র পাশ নম্বর, ইস্।
অঙ্কে ভালো না করলে জীবনে নেই কোনো দাম
অথচ কত শিল্পী অঙ্ক না জেনেও করেছে কত নাম।
বছর বছর বদলায় গৃহশিক্ষক নম্বর ওঠে না ভালো
বাবা বলে, এই ছেলে আমার মুখ করবে কালো।
সারাদিন রাত অঙ্ক করি বাবার বকুনির চোটে
ত্রিশ থেকে ষাটে পৌঁছাতে একটু হাসি ফোটে।
বাবা বলল, মাধ্যমিকে কিন্তু পেতেই হবে আশি
বাবা বিশ্বনাথের পূজা দিতে সবাই যাব কাশী।
মাধ্যমিকে অংকে একাশি পেলাম চারটে বিষয়ে স্টার
আনন্দে আত্মহারা আমি পায়ে হাত দিই বাবার।
আরেকটু খাটলে একশ পেতিস তাই নাকি বল?
‘ত্রিশ থেকে আশি পেয়েছি ,এটাই তো খাটার ফল।’
সুনাম জুটলো না এত খেটেও জল এল চোখের কোনে
‘উচ্চ মাধ্যমিকে করতে হবে আরও ভালো এটা রাখিস মনে।’
চাওয়ার নেশায় মত্ত সবাই কেউ দেখে না ক্ষমতা
সবাই যদি প্রথম হয় থাকবে কিভাবে সমতা?
গড়পড়তা মানের ছেলে আমি বেশি চাওয়াই বৃথা
একবার যদি বুঝতো বাবা মা আমার মনের ব্যথা।
বসন্তের আগমনে – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
বসন্ত এসে দিল ডাক
ওঠ রে কৃষ্ণচূড়া
শিমূল পলাশ অশোক বলে
আমরাও আসছি ত্বরা।
কুয়াশা ভয়ে পালাল ছুটে
‘ আবার আসব পরে’
ঝলমলে রোদ রাঙাচ্ছে চোখ
যাচ্ছি আমি উড়ে।
কনকনে ঠাণ্ডা নিয়েছে বিদায়
বইছে দখিনা বাতাস
লেপ কম্বল নিয়েছে ছুটি
করছে শুধু হা হুতাশ।
বিবর্ণ পাতারা গিয়েছে ঝরে
কিশলয়ে ভরেছে গাছ
আম গাছেতে ধরেছে বোল
অলিদের সুখের নাচ।
গাছের ডালে গাইছে কোকিল
কুহু কুহু স্বরে
অলস দুপুরে বারান্দায় বসে
কত কি মনে পড়ে।
বসন্ত উৎসবে মাতবে সবাই
সাজবে কত সঙ
খিলখিলিয়ে হাসবে প্রকৃতি
মেখে ফাগের রঙ।
এলোমেলো ভাবনা – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
জীবনে চলার পথে মানুষ পড়ে ষড়রিপুর ফাঁদে
ভাগ্য তাকে চালায় যেমন সেভাবেই হাসে কাঁদে।
এক জীবনে যা চায় সে পায়না হয়ত সব
চাওয়া পাওয়া নিয়ে তাই জন্মায় মনে ক্ষোভ।
না পাওয়ার বেদনা থেকেই ভাবনা পুনরায় জন্মাবার
এ জীবনের ঘাটতি গুলো মেটাতে চায় পরের বার।
পরজন্ম বলে আছে নাকি কিছু হয়তো কেউই জানেনা
আশা নিয়ে বেঁচে থাকে তবু, নিজেকেও দেয় সান্ত্বনা।
হাস্যকর হলেও এটাই সত্যি এভাবেই চলে জীবন
আশা নিরাশার দোলাচলে কেটে যায় কৈশোর যৌবন।
বয়সের সাথে বাড়ে রোগভোগ স্মৃতিও হয় ক্ষীণ
চাওয়া পাওয়া ভুলে ঈশ্বরের নাম জপে কাটে দিন।
বার্ধক্যে পৌঁছে মানুষের থাকে না আর কোনো বাসনা
মৃত্যুটা যাতে সুখের হয় এটুকুই করে কামনা।
নেশা – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
সন্ধ্যে থেকে বিল্টু হাসছে শুধু পাচ্ছে বেদম হাসি
হাসির সাথে শুরু হল ভীষণ রকম কাশি।
থামছে না হাসি থামছে না কাশি কিযে বিপদ হল
থামাতে হাসি সঙ্গে কাশি ডাক্তারের কাছে গেল।
বিল্টুর রকম দেখে ডাক্তারবাবু পড়লেন ভীষণ চিন্তায়
এতো দেখছি মানসিক রোগী মাথা খারাপ নিশ্চয়।
ঘুমের ওষুধ খাইয়ে তিনি করলেন কিছুটা শান্ত
ঘুম ভাঙলে কিযে হবে চিন্তার নেই অন্ত।
ভর্তি করে শুইয়ে রাখলেন হাসপাতালের বিছানায়
নার্সকে রাখলেন পর্যবেক্ষণে ঘুম ভাঙার পর কি হয়!
সকাল হতেই নড়েচড়ে বিল্টু উঠল বসে
‘এখানে আমি এলাম কি করে, আনল আমায় কে সে?’
ডাক্তারবাবু এসে বলেন কি খেয়ে এমন দশা?
অন্য কিছুই লক্ষণ নেই কেবল হাসা কাশা।
‘দাদুর ঘরে পুরিয়া ছিল খেয়েছিলাম গুলে জলে
তারপর কি যে হল গেল সব গুলে।’
দাদুর আছে ভাঙের নেশা বাড়ির সবাই জানল
ভাঙ খেয়েই হয়েছে এমন রোগের কারণ জানা গেল।
আজব দেশ – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
আজব দেশের আজব কথা বলছি সবে শোনো
আপন দেশের সাথে তার তুলনা কোরো না যেন।
শাক সবজি সবুজ ফসলে ভরা সেই দেশ
টলটলে জলে ভরা পুকুরে হাঁস গুলি চরে বেশ।
গাছগুলো সব পড়েছে নুয়ে রকমারি ফলের ভারে
ফুলে ফুলে উড়ছে অলি আনন্দ না ধরে।
চোর ডাকাতের নেই উপদ্রব ভয় নেই কোনো
দোকান জুড়ে নানা জিনিস থরে থরে সাজানো।
বনের সব পশু পাখি থাকে মিলেমিশে
থাকে তারা যে যার মত নেই মনে হিংসে।
দিঘির জলে পদ্ম ফোটে মাছেরা থাকে ভেসে
সবাই সবাইকে আঁকড়ে ধরে বেঁচে থাকে ভালোবেসে।
আসল কথা এই দেশেতে খিদে তেষ্টা নেই কারোও
একটিবার এই দেশ থেকে বেড়িয়ে আসতে পারো।
পাগলামি – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
লোকে আমায় পাগল বলে আসলে আমি সেয়ানা
পাগল বলে যখন যা ইচ্ছে করতে পারি বায়না।
ভালো কোনো কিছু দেখলেই বাড়ে আমার লোভ
না পেলে মাথা ঠুকে দেখাই ভীষণ ক্ষোভ।
সংসারের সব ভালো তাই আমার জন্য বরাদ্দ
মনে মনে ভাবি আমি ‘ওরা বোকার হদ্দ ‘।
পাগল বলে দেয়না বাধা যত্র তত্র করি বিচরণ
গোপন কথা শুনে আসি ঠিক রেখে আচরণ।
ভালো লোকের কখনও আমি চাইনা কোনো ক্ষতি
বিপদ বুঝে সাবধান করি নেই যে অন্য গতি।
মন্দ লোককে সাজা দিতে তৎপর হই আমি
খবর দিই পুলিশের কাছে তাইতো আমি দামী।
এই রূপটা পুলিশ ছাড়া সবার কাছে অজানা
পাগলামির মুখোশটা তাই চট করে চেনা যায় না।
ভালো মানুষ এই সমাজে পায়না সঠিক কদর
তাই তো তাদের পাশে থেকে করি তাদের আদর।
যতদিন এই অভিনয়টা পারব চালিয়ে যেতে
নিজের সবটুকু উজাড় করে দেব অপরের হিতে।
জন্মদিন পালন – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
জীবনের প্রথম জন্মদিন পালন হলো পঞ্চাশতম বর্ষে
কেক কেটে মোমবাতি জ্বালিয়ে উদযাপিত হলো হর্ষে ।
বাইরে পড়তে গিয়ে ছেলে করল এক চমৎকার
আমার এ জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার।
মেয়েদের জন্মদিন পালন সেযুগে হোতো না কোনদিন
আজকের দিনে এগুলো বিশ্বাস করা খুব কঠিন।
এখন তো বাবা মায়ের কাছে ছেলে মেয়ের সমান দাম
তাই তো মেয়ে হলেও জন্মদিনে হয় খুব ধূমধাম।
এমন দিন আসবে জীবনে ভাবিনি কখনও কল্পনাতে
পরিবারের অনেক সদস্যকে এনেছিল ছেলে ডেকে।
এমন চমক দেওয়া ঘটনায় হয়ে গেলাম হতভম্ব
কিছুক্ষণের জন্য মনের মধ্যে জন্ম নিল দম্ভ।
অনেক ভাগ্যবতী মাতা আমি মনে হলো সেই ক্ষণে
নারী হয়েও পুরুষের সমান মর্যাদা পেলাম এতদিনে।
শান্তির খোঁজে – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
শান্তি তুমি হারিয়ে গেলে খুঁজব এখন কোথা
শান্তি তুমি ফিরে এসো আর দিও না ব্যথা।
কুচিন্তা গুলো ভিড় করছে শুধুই মনের মাঝে
অশান্তি অহিংসা পরিবারের মধ্যে ছড়াচ্ছে সকাল সাঁঝে।
যখন তুমি সাথে ছিলে চারিদিকে দেখতাম আলো
এখনতো দিনের বেলাতেও দেখছি সবই কালো।
শান্তি বুঝি চলে গেলে অনেক আলোক বর্ষ দূরে
খুঁজছি তোমায় হেথায় হোথায় বহু লোকের ভিড়ে।
ছুটছি আমি মন্দিরে মসজিদে তোমায় পাবার আশে
বয়সটা শুধু যাচ্ছে বেড়ে থাকছে না কেউ পাশে।
এমনি করেই তোমার খোঁজে ছাড়ব একদিন ধরা
অসীম অনন্তে বিলীন হলে দেবে বুঝি ধরা
এবার নিশ্চয়ই আসবে তুমি কিছুদিন অপেক্ষায় রই
মৃত্যুতেই আসবে পরম শান্তি অন্য উপায় নেই।
অভ্যাস – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
দম দেওয়া পুতুলের মত কাজ করি আমি
বাড়ির বৌ নয় রোবট কিনে এনেছে আমার স্বামী।
সকাল থেকে রাত পর্যন্ত বসতে পারিনা মোটে
কারোও সাথে গল্প করলেই চোখ কপালে ওঠে।
নারী স্বাধীনতার লেশমাত্র এ সংসারে নেই
পরিবারের সকলের দেখভাল করে সময় কাটে এতেই।
বাঙালীর বারো মাসে তেরো পার্বণ ও উৎসব আছে যত
করতেই হবে তিথি মেনে পূজা অর্চনা তত।
শরীর অসুস্থ হলে শুধুমাত্র সেদিন গুলোই ছাড়
বাকি দিনগুলোতে খেটে খেটে চেহারা কঙ্কালসার।
লোকের কাছে রোগা বলে পরিচয় দিতে লজ্জা
আমি নাকি সাদামাটা নেই কোন সাজসজ্জা।
শাশুড়ির হুকুমেই চলে সংসার ছেলে তার দাস
পান থেকে চুন খসলেই অশান্তি বারোমাস।
এখন আমি হয়েছি শাশুড়ি দিতেই পারি ফাঁকি
কিন্তু বদলাতে পারিনি নিজেকে কাজেই ব্যস্ত থাকি।
বহু বছরের অভ্যাসের ফলে কাজটাই হয়েছে প্রিয়
কর্মের মধ্যে বেঁচে থাকাটাই এখন মানি শ্রেয়।
জীবন যুদ্ধ – শ্রাবনী দত্ত [Bengali Poetry]
জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে সবাই চায় জিততে
অহরহ মানুষ করে সংগ্রাম কেউই চায়না হারতে।
এভাবেই ছোট থেকে শুরু হয় টিকে থাকার প্রতিযোগিতা
কৈশোর ও সাবালক বয়সে এথেকে শুরু প্রতিদ্বন্দ্বিতা।
লেখাপড়ার সময় শুরু হয় সেরা ফল করার মানসিকতা
সাথে বাড়ির বড়দের আদেশ করো না কাউকে সহযোগিতা।
বড় হয়ে সেটাই গেঁথে যায় মনে তৈরী হয় স্বার্থপরতা
একটা সময়ে নিজের মনে বাসা বাঁধে সংকীর্ণতা।
নিজের একটা ছোট গণ্ডীর মধ্যে বেঁধে ফেলে তার জীবন
বিশাল পৃথিবীতে কেউই তখন হয়না আপনজন।
বাবা মা আত্মীয়স্বজন ভাইবোন সবাই হয় পর
নিজের ছোট্ট পরিবার নিয়ে বাঁধে সুখের ঘর।
বৃদ্ধ বয়সের একাকীত্বে বাবা মা মনে পান বড় ব্যথা
নিজেদের ছিল গোঁড়ায় গলদ ভুলে যান সে কথা।
আধুনিক সমাজ চলছে এভাবেই তাই কাউকে দিও না দোষ
যুগের সঙ্গে চলো তাল মিলিয়ে মনে আনো সন্তোষ।
শ্রাবনী দত্ত | Shrabani Dutta
Top Bengali Poetry 2022 | বৃন্দাবন ঘোষ | কবিতাগুচ্ছ
New Bengali Story 2023| এসো করুণা ধারায় | কৃষ্ণকিশোর মিদ্যা
New Bengali Poetry 2023 | সুশান্ত সেন | কবিতাগুচ্ছ
New Bengali Poetry 2023 | সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ
bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word bengali poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | poems about hope in hard times | allama iqbal best poetry | black female poets | african american poets | poems to comfort the grieving | poems about loneliness | romantic poetry in english | encouraging poems | joy harjo poems | best poetry lines | short poems on values of life | female poets | poetry quotes about life | poem about faith | dark poems | uplifting poems | new poetry | Shabdodweep Founder