New Bengali Poetry 2023 | পূর্ণা গাঙ্গুলী | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

শেষ বেলা [Bengali Poetry]

পড়ন্ত বেলায় জীবনের খেলা শেষ হবার পথে,
আয় না খেলি চু কিত্ কিত্ আরেকটিবার,
হই না ছেলেমানুষ…শেষ বার !
করি না বায়না সব যুক্তি ভুলে,
খেলি কানামাছি ভোঁ ভোঁ,
শিশুদের নিয়ে!
জীবন-উপন্যাসের সমাপ্তির পথে..
থাক্ না কিছু নুড়ি অগোছালো ভাবে পরে..
সুখ দুঃখের স্মৃতি বহন করে,
পথের বাঁকে বাঁকে !
মেঘলা দিনে ছুটে যাক্ না মন দূরে..
পাখিদের সাথে খোলা আকাশে !
চাঁদনী রাতে ঢেউ গুনতে,
চল্ না,
যাই ছুটে সমুদ্র সৈকতে !
সূর্যাস্তের লাল আভা পড়ুক ঝরে চারি পাশে,
গোধূলির সোনালী রঙের ছোঁয়া..
আসুক জীবনের শেষের পথে!
ঝোড়ো হাওয়ার সাথে যাই না ছুটে…
নিরুদ্দেশের পথে…!
কোনো এক শ্রান্ত দুপুরে..
এক নাগাড়ে কাকের ঐ কর্কশ ডাক..
কেন হঠাৎ ভীষণ ভালো লাগে!
কোকিলের সুরে গেয়ে ওঠে মন..
অনাবিল সুখের খোঁজে !
সবই মধুর লাগে যে আমার..
সবই মিষ্টি মধুর লাগে!
মধুর স্বপ্ন, মধুর স্মৃতি,
মধুর আঘাত, মধুর বিপদ,
মধুর মধুর যুদ্ধ খেলি বারে বার..
জীবনের চলার পথে !
তবুও মেটে না আশ,
ফিরি সারাক্ষণ দুয়ারে দুয়ারে…
জানি না কিসের খোঁজে ।।

বিদ্যাং দেহী [Bengali Poetry]

বিদ্যার দেবী..
নও শুধু তুমি,মাগো …..!
তুমি যে চৈতন্যময়ী..
চৈতন্যদায়িনী !
চৈতন্য হোক সকলের..
এই বরই দাও তুমি, মা !
মানুষের মত মানুষ..
যেন পারে হতে সব..!
দেশের কাজে..
দশের জন্য যেন পারে করতে..
বিদ্যার সঠিক ব্যবহার..!
তবেই বিদ্যার সঠিক মূল্যায়ন..
হবে এই সমাজে!!

নতুন সকাল [Bengali Poetry]

যা কিছু এলাম ফেলে বিগত বছরে,
থাক্ না সেসব পড়ে সেখানে !
চলি এগিয়ে আলোর দিকে..
সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে !
২০২৩ আনুক সেই নতুন বার্তা,
স্বপ্নের বীজ বপন হোক হৃদয়ে,
ভালোবাসা স্নেহ দয়া মায়াকে সাথে নিয়ে !
আসুক নতুন ছন্দ..আমাদের জীবনে !
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
সকলে জয়ী হোক মনুষ্য ধর্মে !
খুলুক নতুন দিগন্ত..
পৃথিবী হয়ে উঠুক আরো সুন্দর….
সবার বাসযোগ্য, নতুন করে !
নারীশক্তির সঠিক মূল্যায়ন হোক..
পাক তাঁরা প্রাপ্য সম্মানটুকু !
নতুনত্বের ছোঁয়া আসুক নেমে,
প্রত্যেকের জীবনে……!
পৃথিবীর প্রতিটি কোণে,
কোনো একজনও যেন না থাকে অভুক্ত !
হিংসা হানাহানি হোক বন্ধ !
প্রাণী-প্রকৃতি একাত্ম হয়ে..
গড়ে তুলুক নতুন বিশ্ব !!

হিসেব মেলানো [Bengali Poetry]

“আমি কি পেলাম……?
আমার তবে কি হবে ” ?
কথাটা শুনলাম আজ এক বন্ধুর মুখে..!
চমকে তাকালাম ফিরে !
সত্যিই তো আমাদের,মেয়েদের..
জীবনের হিসেব কি করে মেলে…?
স্বামী সন্তান সংসার….
ব্যাস্,আর কিছু ?
সকলেই এসেছে নিজের নিজের ভাগ্য নিয়ে,
আমি শুধু চিন্তা করে..
টেনশন বাড়িয়ে,
সমাধান পারবো কি কিছু করতে ?
কখনই না..
সব কিছুই যে তাঁরই হাতে !
একটা গাছের পাতাও নড়বে না,
তাঁর ইচ্ছেটুকু না হলে !
কি পেলাম আর কি হারালাম,
হিসেব যায় না মেলানো কিছুতে !
যেদিন পারবো সব কিছু ছাড়তে,
তাঁরই হাতে,
পারবো করতে আত্মসমর্পণ..
তাঁরই কাছে,
সেই দিনই দেখবো সব হিসেব,
মিলে গেছে নির্ভুলভাবে !!

সময় [Bengali Poetry]

সময়…..
তুমি কোথায় ?
কেন গো পারিনা তোমায় ধরতে ?
কোনো এক জায়গায়,
থাকো না কেন খানিক দাঁড়িয়ে ?
সবসময় চলেছো ছুটে,
টগবগিয়ে… তেপান্তরের মাঠ পেরিয়ে,
কতো না জানি পাহাড় পর্বত ডিঙিয়ে !
ক্লান্ত তুমি হও কখনোও..
একনাগাড়ে যে চলতে থাকো !
একঘেয়েমি লাগে না কখনো ?
কি করে পারো..
একই কাজ করে যেতে,
অনন্তকাল ধরে !
থামতে জানো না কেন..
কখনও সখনও,
এক মুহূর্তেরও জন্য !
কি নিপুণ দক্ষতায় কাজটি,নিজের,…
যাচ্ছো করে অনন্ত কাল ধরে !
সাক্ষী থাকো,কত শত ঘটনার !
থাকো তুমি কেবল নির্বাক দ্রষ্টা হয়ে,
কোনো কিছুরই ছাপ দাও না পড়তে,
এক দণ্ডেরও জন্য তোমার মনে !
আচ্ছা…..
তোমার মন আছে ?
তোমার,
কোনো অনুভূতিই কি নেই ?
তুমি অন্যের দুঃখে কখনো কি কেঁদেছো ?
অপরের আনন্দের ভাগীদার,
কখনো কি তুমি হয়েছ ?
তোমার কাছে পারতাম যদি শিখতে,
হতে পারতাম যদি কেবল দ্রষ্টা,
এই দুঃখ ভরা পৃথিবীতে,
তাহলে…..
জীবনটাই আমার যেতো বদলে !
দুঃখ সুখের আবেশে বন্দী না থেকে,
মুক্ত বিহঙ্গের মত এক অনাবিল আনন্দে,
উড়ে বেড়াতে পারতাম এই পৃথিবীর বুকে,
কেবল…..
মনটা থাকতো বাঁধা,
সেই পরম কল্যাণময় ঈশ্বরের..
পাদপদ্মে !!:

আজকের বন্ধু [Bengali Poetry]

বন্ধু আমার প্রচুর বন্ধু !
এদিকে বন্ধু, ওদিকে বন্ধু !
এ পাড়ায়, ও পাড়ায় বেপাড়ায়,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম,
সল্ট লেক, পার্ক স্ট্রিট, নিউ টাউন,
মুম্বাই, দিল্লি, চেন্নাই,
সব জায়গায় আছে বন্ধু,
আমার বন্ধু….প্রচুর বন্ধু !
ফেসবুকেতে অগুন্তি বন্ধু,
টিকি যায় না দেখা তাদের কখনো..!
ইনস্টাগ্রামেও আছে বন্ধু ,
প্রচুর বন্ধু… আমারও ।

স্কুল জীবনে প্রিয় বন্ধু ছিল একজনাই,
সে-ই হতো সব হাসি-কান্নার সাথি আমার !
আড়িও হতো খুব তার সাথে,
তবুও চলতো না আমার..
তাকে ছাড়া মোটে !
টিফিন পিরিয়ডে হতো যত গপ্পো..
টিফিন ভাগ করে খাওয়ায়,
ছিল কত্তো আনন্দ !
স্কুলে যেতে ভালো লাগতো,
সে কেবল তারই জন্য !
স্কুল জীবনের সব স্মৃতির ভাঁজে,
আজও কেবল তারই কথা মনে পড়ে ।

এত বন্ধুর মাঝে..
আজ কেন আমি এত একা ?
সেই ছোটবেলার ভালোবাসা,
পাই না কেন কোথা ?
একডাকেতে ছুটে আসার..
বন্ধু কোথা পাই ?
মনের কথা বলার বন্ধু,
কোথাও খুঁজে না পাই !
সেই ছোটবেলার ছেলেমানুষী,
পারি না করতে কারো সঙ্গে,
আড়ি ভাবের খেলায় মাততে,
তাই আজ ভীষণই ভয় করে ।

এত এত বন্ধুর ভিড়ে,
কেন দুঃখ আজ বাসা বাঁধে ?
প্রাণটাই যে আমার বন্ধু বিনে,
কেবলই হাঁপিয়ে ওঠে !
এখানে ওখানে ঘুরে বেড়াতে,
তাদের সঙ্গ মন চাইবে !
সিনেমা পিকনিক কিংবা রেস্টুরেন্টে,
তাদের ছাড়া জমবে না মোটে !
দুখুকে তাই বুড়ো আঙুল দেখিয়ে,
একটা কথাই বলি বারেবারে,
বন্ধু আমার…প্রচুর বন্ধু আছে ।।

অন্য ভালোবাসা [Bengali Poetry]

ভালো তো লাগতেই পারে কাউকে,
সে তো নয় নিছক ভালোবাসা!
তবে সে যে অন্য কিছু..
শুধুই ভালো লাগা,
এক্কেবারেই নয় কি সে..ভালোবাসা?!
ভালোবাসার কবলে পড়লে,
নিজেকে তখন সামলাবে কে?!
হাঁটা-চলা কথা-বলা..
সব আচার আচরণের হিসেব,
দিতে হবে গুনে গুনে…
অন্যদের কাছে !
একটু বেচাল দেখলেই,
ঘটবে সর্বনাশ!
এতদিনের আত্মত্যাগ,পরিশ্রম,
সবই যাবে বেকার..এক নিমেষে!
হাজার চেষ্টাতেও পারবে না,
আর আগের নিয়মে ফিরতে।।

একরাশ ভালো লাগা [Bengali Poetry]

ওগো আমার মন কেমনের সঙ্গী,
আমার একরাশ ভালো লাগা!
নিজেকে নতুন করে ফিরে পাওয়া,
সে তো তোমারই দেওয়া!
পাই না কেন কাছে তোমায়,
চাই যে অনেক কাছে,
তোমার বুকে মুখ লুকিয়ে,
ভুলতে চাই শুকনো অতীতকে!
আমায় তুমি চেপে ধরো,
ছেড়ো না এক মুহূর্তেও,
যতই ঝড় ঝাপটা আসুক,
রেখো আমায় আগলে!
নিখাদ ভালোবাসায় মুড়ে,
আমার মনকে রেখো ভরিয়ে,
আঘাত মোটেই দেবে না পেতে,
প্রমিস করো তুমি আগে!
প্রভুর আশীষে পেয়েছি তোমায়,
আমার মন ভরাবে বলে,
চাহিদা আমার কিছুই নেই,
শুধুই ভালোবাসা দিলে চলবে!
মায়ের আশীষ করি প্রার্থনা,
সদাই ঝরে পড়ুক তোমার শিরে!!

আমার পুরুষ [Bengali Poetry]

সেই পুরুষের স্পর্শ চাই বারে বার..
যার বাঁশি করবে পাগল আমায়,
যার ঠোঁটের কোণায় থাকবে হাসি…
পরনে তার পীতাম্বরী,
যার চরণের ধ্বনি শোনার আশায়,
আছি বেঁচে এই ধরায়!
সেই আমার পুরুষ…
আমার একমাত্র পুরুষ,
আমার একমাত্র অবলম্বন..
সে যে!
যাকে জড়িয়ে ধরে সব দুঃখ ভুলে,
যাবো আমি ওপারে!
সে যে আমার,আপনার চেয়ে আপনজন..
সে আমার প্রিয়তম যে।।

ভালোবাসার নেশা [Bengali Poetry]

নেশা নেশা নেশা,
আছে সর্বনাশা কত নেশা..
মদের নেশা-বিড়ির নেশা,
আরো কত না জানি আছে নেশা,
মানুষ তাতেই ডোবে নিশ্চিন্তে,
প্রচুর টাকা খরচ করে করে!
কিন্তু ভালোবাসার নেশা..!
হয় কি কারো,ভুল করেও?!
যার তাগিদে সে বাসবে ভালো,
সকলকে, নির্বিশেষে?!
সেই ভালোবাসার নেশায়.. মেতে মানুষ,
পর কে আপন পারবে করতে!
পারবে কি সে,
বাসতে ভালো নিজেকে?!
নিজেকে ভালোবাসলে পরে,
চলবে সে পথ সন্তর্পণে,
মিথ্যে নেশায় জড়িয়ে না পরে,
থাকবে সদা সত্যেরই পথে…!
যে পথের শেষে মিলবে দেখা,
সত্যের!
শান্তির!
চির আনন্দের!!!

পরকীয়া [Bengali Poetry]

পরকীয়া ভালোবাসায় তৃপ্তি কি থাকে?!
থাকে কি কোনো প্রেম, মনের গভীরে?!
এই উদ্দাম ভালোবাসার মধ্যে প্রাণের ছোঁয়া.
পাওয়া কি যায় তবে?!
মাতাল করা আনন্দে থাকে…
কেবলই কামের গন্ধ,
গা ঘিনঘিন করে তোলে,
মনের নাগাল যে মেলে না সেখানে,
তৃপ্তি আসে না প্রাণে এক্কেবারে!
নেই গভীরতা সেখানে,
আদিম প্রবৃত্তির অনুসরণ আছে যে…!
এই উদ্দামতায় ভাসালে নিজেকে,
হারিয়ে যেতে হয় অতল গহ্বরে,
ফিরে আসা আর যায় না কিছুতে,
মুক্তি মেলে না কোনোভাবেই।।

প্রেম যদি আসে স্বপ্নে [Bengali Poetry]

প্রেম যদি না থাকে জীবনে,
থাকুক না প্রেম স্বপ্নে!
স্বপ্নে আসে আসুক না প্রেম,
যত্ন করে রাখবো তুলে,
মনের ফ্রেমে….
থাকবে একা,নিঃশব্দে,
জাগবে না তার পরশ প্রাণে,
মিলিয়ে যাবার ভয় হবে না বাতাসে,
গন্ধ তার ছড়াবে না চার ধারে,
নিজের কাছেই নিজে বন্দী হয়ে থাকবে,
সংগোপনে!!

শীত বুড়ো [Bengali Poetry]

শীতকালে সূয্যি মামা,
ওঠে যেন বড্ড ভোরে,
ঘুম যে আমার ভাঙ্গে না,
পারি না বেরোতে..
লেপটা ছেড়ে!
স্কুলবাসের ঐ ড্রাইভারকাকু..
হর্নটা বাজায় ভীষণ জোরে,
ঘুম ভাঙ্গে না,
ভালো লাগে না ইস্কুল যেতে!
কি হাওয়াটা বইছে রে ভাই,
হাড় কাঁপুনি কি একেই বলে?!
জানি নে বাপু,
ভাল লাগে না ইস্কুলে যেতে!
দিদিমণিদের চোখগুলো সব,
আটকে থাকে আমার দিকে,
একটু দেরি হলেই পরে,
দেয় আমার কানটি মুলে!
উফফ! আর পারিনে বাপু!
শীতকালটা বড়ো জ্বালায়,
আর কটা দিন পরেই,
শীত বুড়োটা গেলে পরে..
একটু যেন স্বস্তি মেলে।।

স্বপ্নের দল [Bengali Poetry]

স্বপ্নেরা ভেসে বেড়ায় বাতাসে,
নেই যে ওদের কিছু হারাবার ভয়,
ওদের পেছনে ছুটতে ছুটতে,
মানুষই কেবল হাঁপিয়ে মরে!
কত লোকের স্বপ্ন..
ধুলোয় যায় যে মিশে!
স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে..
হোঁচট খায় বহু লোকে!
কতজন হয় দিশাহারা..
স্বপ্নের টানাপোড়েনে!
কতজন হয় ছন্নছাড়া…
স্বপ্নের জাল বুনতে বুনতে!
কেউ হারিয়ে ফেলে নিজেকে..
স্বপ্নকে খুঁজতে গিয়ে!
স্বপ্নের ঘোরে.. স্বপ্নের জালে ফেঁসে…
কেউ দেয় নিজেকে শেষ করে !
স্বপ্নেরা আছে,স্বপ্নেরা থাকবে..
স্বপ্নদের কদর কমবে না মোটেই!
স্বপ্নেরা তবুও হাতছানি দেয়..
চোখে মুখে নতুনত্বের আলো জ্বালায়,
নবীন রক্ত টগবগ করে ফোটায়,
প্রবীণদের বাঁচার ইচ্ছে জাগায়!
স্বপ্নেরা আছে,স্বপ্নেরা থাকবে..
স্বপ্নেরা চির অমর যে!!

সুখ বিকানো [Bengali Poetry]

সুখ নেবে গো,সুখ?!
হরেক রকম সুখ..
আছে আমার ঝোলায়,
তাই তো ঘুরি পথে পথে,
সুখ বিলিয়ে বেড়াই!
একটার বেশি পাবে না মোটে,
এটাই আমার শর্ত বটে,
তবে খুব পিড়াপিড়িতে
আরেকটা দিই বিনা শর্তে!
কি সুখ চাও বলতো?
দেখবো সে সুখ আছে কিনা ঝোলায়?
অর্থ নাম যশ….
কোনটা বেশি জরুরি তোমার কাছে?
নাকি স্বাস্থ্যটাই বেশি দরকারি মনে হয়?
এসব সুখে আশ মিটবে?
মন ভরবে কি তাতে?
মনের সুখ পেতে গেলে..
কেবল তাঁকেই পেতে হবে!!

হিসেব মেলানো [Bengali Poetry]

“আমি কি পেলাম…??
আমার তবে কি হবে”??
কথাটা শুনলাম আজ এক বন্ধুর মুখে..!
চমকে তাকালাম ফিরে!
সত্যিই তো আমাদের,মেয়েদের..
জীবনের হিসেব কি করে মেলে…?!
স্বামী সন্তান সংসার….
ব্যাস্,আর কিছু??
সকলেই এসেছে নিজের নিজের ভাগ্য নিয়ে,
আমি শুধু চিন্তা করে..
টেনশন বাড়িয়ে,
সমাধান পারবো কি কিছু করতে?!
কখনই না..
সব কিছুই যে তাঁরই হাতে!
একটা গাছের পাতাও নড়বে না,
তাঁর ইচ্ছেটুকু না হলে!
কি পেলাম আর কি হারালাম,
হিসেব যায় না মেলানো কিছুতে!
যেদিন পারবো সব কিছু ছাড়তে,
তাঁরই হাতে,
পারবো করতে আত্মসমর্পণ..
তাঁরই কাছে,
সেই দিনই দেখবো সব হিসেব,
মিলে গেছে নির্ভুলভাবে।।

পূর্ণা গাঙ্গুলী | Purna Ganguly

Bengali Poetry 2022 | তালাল উদ্দিন | কবিতাগুচ্ছ ২০২২

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

Bengali Story 2023 | সন্ধ্যে নামার আগে | গল্প ২০২৩

Bengali Novel 2023 | স্টেশন কান্তার (২য় পর্ব) | উপন্যাস ২০২৩

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment