New Bengali Poetry 2023 | গোবিন্দ মোদক | কবিতাগুচ্ছ

গোবিন্দ মোদক – সূচিপত্র [Bengali Poetry]
মানসী [Bengali Poetry]
তুমি বেশিটা মেঘ, নাকি অনেকটাই গল্প
এ সব ভাবনা ফিকে হয়ে যায়
যখন তুমি চোখের আড়াল হও।
চোখের আড়ালে তুমি আরও রূপবতী
তোমার কোমরের খাঁজে দৃষ্টি পড়লে
রক্ত ছলকায় বুকের ভিতর
তুমি হয়তো তখন অবগাহনে
নিজের ভিতর খুনসুটি করে লাস্যময়ী।
তুমি বেশিটা বাস্তব, নাকি খানিকটা কল্পনা
এমন ভাবনার হঠাৎই ছেদ ঘটে
যখন তুমি দৃশ্যমান হও।
বিভাজিকা জুড়ে তুমি শ্রেষ্ঠ সম্রাজ্ঞী
অথবা রূপকথার রাজকন্যা
কিংবা রক্তমাংসের কামনাময়ী
— তা আমার মনে পড়ে না
অথচ তুমি তখন ঢেঁকীর পাড়ের শব্দ তুলে
হেঁটে যাও বুকের গভীরে।
মানসী, এভাবেই থাকো তুমি —
আর চাঁদ এসে টিপ দিয়ে যাক
তোমার মানবী কপালে …
আর, তাকিয়ে দেখুন দেবী প্রলয়ঙ্করী!
শেষ গান [Bengali Poetry]
সারাটা জীবন ধরে
আয়োজন করেছি শতেক অনুষ্ঠান,
অজস্র নিমন্ত্রিত এসেছে
ভরে গেছে আমার তনু মন প্রাণ!
আলোক-উজ্জ্বল সে সব রাতে
বেজেছে গান ভরা কতো সুর,
জীবনের তটে দিনান্তের সূর্যালোক
মনে জাগে স্মৃতি সুমধুর!
এবার চলেছি ডাকতে
জীবনের শেষ অনুষ্ঠান —
একমাত্র নিমন্ত্রিত হবেন আগুন
তিনিই গাইবেন শেষ গান ….!
তুমি চলে গেলে [Bengali Poetry]
তুমি জলসিঞ্চন করেছ বলে
বাগানের গাছে গাছে এতো ফুল
পাতাগুলো এতো সবুজ
ক্লোরোফিলে ভরপুর, স-তেজ ও স-তেজী
আমি বাগানে এলেই তুমি উৎফুল্ল হও
তখন আমরা দু’জনে পাতার গান গেয়ে
ফুল দেখি … পাখি দেখি …
এভাবেই অনেকটা পথ হাঁটা …
অনেক গান-কবিতার মোহময় রাত …
অবশেষে একদিন ছিঁড়ে গেল
প্রিয় দোতারার একটি তার …
মুছে গেল আলো-আগুনের সহাবস্থান …
বাগানের এককোণে পড়ে রইল ঝাঁঝরি …
শুকিয়ে গেল জলের উৎস
মাটি ফেটে চৌচির, গাছেরা মৃতপ্রায়;
পাতায় পাতায় নেই ক্লোরোফিলের ভিড় …
এক আশ্চর্য ধূসরতার মধ্যে দিয়ে
একা পথ হাঁটছি আমি মোনালিসা!
বন্ধন [Bengali Poetry]
বয়ঃসন্ধির হাত ধরে ধরে
নেমে এসেছি অনেকটা পথ
এখন একাকী গোপন রোদে
ওম্ নিচ্ছে ভাদরের
এবার একবার এসে দাঁড়াও
ওগো প্রেম
মাতন হয়ে ঝড়ের পুচ্ছ নাচাও
কিংবা ঝরে পড়ো তুষারকণা হয়ে —
পৃথিবীর সব অনিকেত পথ ধরে
ভেসে আসুক প্রেমের বাতাস
কামগন্ধহীন
আর রহস্যের মায়াজাল ছিঁড়ে
ভেসে আসুক সু-বাতাস …
এবার জেগে ওঠো ওগো প্রেম
অন্তত একবারের জন্যও!
যখন অচেনা … [Bengali Poetry]
রাত্রির অন্ধকার জুড়ে
অন্ধকারের ভেতরে
আজও জেগে আছি
মনে হয় আরও কেউ
প্রতীক্ষা করে আছে
অন্ধকারের ভিতর
অথচ জানা হয় না
একে অপরের
রাত শেষ হয়ে যায়
সকাল আসে
দু’জন দু’দিকে চলে যাই
ঠিকানা বিহীন পথে
অচেনা রয়ে যায়
চেনা সময় …
নদী তুমি … [Bengali Poetry]
অবিরত একটা চলা
ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা
পাহাড় থেকে সাগর
চলার পথে রোমাঞ্চ …
পর্বতসঙ্কুল এলাকা, তরাই অঞ্চল,
কঙ্করময় মালভূমি …
আবার কখনও সমভূমি
তুমি উর্বর করো তোমার পলিতে।
যুগ যুগ ধরে নব নব সভ্যতা
সবুজ শস্যক্ষেত্র হাতছানি দেয়,
বনানী ডাকে মেঘের দলকে,
তুমি বয়ে চলে অবিরাম …
নদী তুমি, তটিনী, নৃত্য পটীয়সী!
চাই না এতোটুকুও যুদ্ধ [Bengali Poetry]
একটা যুদ্ধ কখনও
কোনও আরাম দিতে পারে না,
আঁকতে পারে না জীবনের জলছবি
গাইতে পারে না জীবনের জয়গান
উপহার দিতে পারে না নাচের ছন্দ,
তবুও শব্দকোষের ‘আগ্রাসন‘ শব্দটি
কখনও বা ভীষণাকার ধারণ করে
আছড়ে পড়ে যুদ্ধক্ষেত্র জুড়ে …
ভয়ঙ্কর কালো ধোঁয়া, বারুদের গন্ধ,
একরাশ হতাশা, চামড়া পোড়া বিবমিষা,
ক্ষমতালোভীর লোলুপতা
ক্রমশ গ্রাস করে তপোভূমির প্রশান্তি।
মনে রেখো —
যুদ্ধ কখনও কোনও লাভ দিতে পারে না,
আর, প্রাণের বহ্নুৎসবে
কোনও পুরুষাকার থাকতে পারে না।
না বলা কিছু কথা [Bengali Poetry]
সব কথা বলা হয়ে গেলেই
কাহিনী ফুরায় না,
বলা শেষেও থাকে কিছু কথা
অস্তরাগের আলোর মতো;
তেমনই কিছু প্রেম
বিশ্বাসভঙ্গের পরেও জেগে থাকে
মনের মাস্তুলে জুড়ে।
রাত শেষে থেকে যায় আধভাঙ্গা ঘুম,
অগ্রন্থিত কিছু স্বপ্নসমাধি
আর কিছু লাবণ্যপ্রভা।
নশ্বর কিছু সময়
শুধু টিকটিক করে বয়ে চলে
আরও কিছু না বলা কথার অনুরোধে।
হায় রে মানুষ! [Bengali Poetry]
গাছ ফুল দেয়, ফল দেয়, অম্লজেন দেয়,
দেয় শান্ত-সৌম্য কিছু ছায়া,
বিনিময়ে কিছু চায় না সে।
তবু অপরিণামদর্শী মানুষ
নির্বিচারে করে চলে অরণ্য নিধন
রাজসূয় যজ্ঞের মতো আয়োজনে।
যজ্ঞের পুরোহিত হয়ে মানুষ
একে একে মুছে দেয় অরণ্যের অধিকার,
অথচ ভাবে না —
একদিন সভ্যতার দুঃস্বপ্নে ভেসে উঠবে
মরুভূমির হাহাকার,
সেদিন ঊষর পৃথিবীর চোখেও
থাকবে না এক বিন্দু অশ্রুকণা।
কথামালা [Bengali Poetry]
কিছুটা আলো এখন তির্যক এসে পড়েছে
তোমার অবারিত চুলে,
একটা মোহনা অপেক্ষা করে আছে
তোমার সঙ্গমের আশায়;
অথচ ক্লান্তিহীন কিছু বিকেলের আশায়
একটা সকাল ত্যাগ করেছে
তার সমূহ সতেজতা,
আলো জুড়ে বাড়ছে বাতাসের গণসংগীত
আর শব্দময় একটা উঠোন জুড়ে
নির্ভীক খেলা করে চলেছে
কিছু না বলা কথামালার আলপনা।
পথের ভুল [Bengali Poetry]
অনেকদিন আগেই রাস্তায় নেমেছি
তারপর শুধু চলা, চলা আর চলা।
এক সময় চলার গতি শ্লথ হয়েছে
দু’চোখের দৃষ্টিও ঈষৎ স্তিমিত
তবু চলবার ফাঁকে ফাঁকে দেখি –
রেলিং টপকে রাস্তা চলেছে
সেই সঙ্গে চলেছে স্থির কিছু ছায়াচিত্র,
আবছা অথচ কিঞ্চিৎ যেন চেনা চেনা।
মনে মনে ভাবি – দৃষ্টিবিভ্রম!
পরক্ষণেই ভুল ভাঙে,
টের পাই – আমি যে রাস্তায় চলেছি
সেই রাস্তাটিই চলেছে উল্টোদিকে!
আহা! রাস্তাও কি পথ হারাতে পারে
ঠিক আমাদেরই মতো?
নেশার ঝোঁকে [Bengali Poetry]
রঙিন কিছুটা পানীয় পেটে পড়তেই
মনটা উসখুস করে উঠলো
আর সেই উসখুশানি-সুখের জেরে
ভেবে বসলাম —
পৃথিবী জুড়ে বানিয়ে ফেলবো অজস্র খোপ;
প্রতিটি খোপে সূর্য উঠবে, চাঁদ উঠবে,
আর আমরা শ্লা ইয়ে মাতালের দল
বেসুরো রকমভাবে গেয়ে ফেলবো –
“চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি!”
কিন্তু না, না! এটা বড্ড বেশি রকমের
বাড়াবাড়ি হয়ে গেল।
তার চেয়ে বরং ঢাউস একটা ঘুড়ি ওড়াবো,
আর সেই ঘুড়ি উড়ে উড়ে গিয়ে
চাঁদের মুখে চকাৎ চকাৎ করে হামি খেয়ে বলবে-
আ্যাই ধুমসী! আমি তোকে ভালোবাসি!
ইস! ভীষণ ভুল হয়ে গেছে!
সেন্সর কাঁচি চালিয়ে চুমুর সিনটাকে কেটে দেবে।
তাহলে উপায়?
হ্যাঁ, একটা উপায় আছে বটে!
সেটা হলো আর এক পেগ করে গিলে ফেলে
পুরোপুরি আউট হয়ে যাওয়া।
তাহলে শ্লা রাধাও নাচবে না,
আর তেলও পুড়বে না॥
ম্যাজিক [Bengali Poetry]
আজকাল পি. সি. সরকারের মতো
ম্যাজিক শিখেছি।
জীবনে প্রয়োগও করেছি অব্যর্থভাবে।
কখনও জোড়াতালি দিয়ে
ফোকটে কাটিয়ে দিচ্ছি গোটা একটা দিন।
আবার কখনও তালুমুদ্রার সামান্য কসরতে
চোখের সামনে হাজির করছি
পীনোন্নত পয়োধরা কোন নিতম্বিনীকে।
কি বলছো? বিশ্বাস করো না এ সব?
বেশ, তাই হোক!
কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকো।
“হিং টিং ছট! হুলি গুলি গো! হোকাস পোকাস!”
ব্যাস! এবার তুমি কেন,
তোমার ব্রহ্মাঠাকুর পর্যন্ত চোখে সর্ষেফুল দেখবে!
এই নাও! এই এক গ্লাস সোমরস পান করো!
তাহলে সর্ষেফুলগুলো আরও রঙিন দেখাবে!
পরীক্ষা প্রার্থনীয়! [Bengali Poetry]
পরস্ত্রীর মত সুন্দরী আর হয় না!
কারণ তারা পোশাক পরে
দারুণ রকম ম্যাচ করে!
এই না শুনে আমার বউয়ের
পোষা বিড়াল হেসে দিল
ফ্যাঁচ করে!
আচ্ছা আপদ! এই না ভেবে
তাকে থলেয় ভরে
নিয়ে গেলাম প্যাক করে!
বিলের জলে যেই ফেলতে গেলাম
অমনি একটা মাছরাঙা-বউ
হাসলো বেজে ফ্যাক করে!
হচ্ছেটা কি! ঘটছে কি সব!
অগত্যা তাই বোতল খুলে
দু’বার নিলাম ঢুকু-ঢুকু,
অমনি দেখি – সবই রঙিন
নিজের ধেড়ে বউটাকেও
লাগছে যেন খুকু-খুকু!
খবরদার ভাই! ভুল করেও
আমার মতো করবেন না
এই জমানায়,
আমও যাবে, থলেও যাবে
বুক চাপড়ে আমার মতো
করতে হবে হায় হায়!
বিশ্বাস না হয় পরীক্ষা করে
দেখতে পারেন আমার মতো
একটি বার,
এই বয়সে বউ-বিছানা
আলাদা হলে জীবন শেষ
কম্ম কাবার!!
এ হেঁ হেঁ !! [Bengali Poetry]
কবিতা লিখতে লিখতে রামি একদিন
এক বিস্ময়কর সত্য আবিষ্কার করল এই যে–
কবিতার খাতা আর মুদির দোকানে রাখা
হিসাবের খাতার মধ্যে বিশেষ কিছু প্রভেদ নেই;
কারণ উভয় খাতাতেই থাকে
কিছু সত্য-মিথ্যার বাস্তব কারচুপি!
রামি, অর্থাৎ তার প্রেমিকা একথা শুনে
বিশেষ চমৎকৃত কিছু হলো না
যেমনটা রাম ভেবেছিল।
অনেক সাধ্য-সাধনার পর রামি জানালো–
রামির প্রেম-প্রতিদানেও কিছু গরমিল আছে
ঠিক যেমনটি হয়ে থাকে মুদির খাতাতে।
রঘু, অর্থাৎ রামির দ্বিতীয় প্রেমিক
এ কথা শুনে এতটাই চমৎকৃত হল যে
তার মস্তিষ্কের বিশেষ কোষে
এলোমেলো কিছু একটা ঘটে গেল,
আর তাই বোধহয় তারপর থেকে লোকে ওকে
“রঘু-পাগলা” বলে ডাকে!
রাম অবশ্য অতোটা পথ অতিক্রম করেনি,
তবে সে অবিন্যস্ত দাড়ি রাখে
আর চিন্তিত মনে কবিতার লাইন খোঁজে!
এ হেঁ হেঁ হেঁ !!
গোবিন্দ মোদক | Gobinda Modak
New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই
New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন
New Bengali Article 2023 | অযোধ্যা গ্রামে প্রাচীন জমিদারদের আশ্চর্য স্থাপত্য নিদর্শন
New Bengali Article 2023 | অঘোষিত প্রতিযোগিতার ফল
bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder