New Bengali Poetry 2023 | বারিদ বরন গুপ্ত | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

বারিদ বরন গুপ্ত – সূচিপত্র

সৃষ্টি নিয়ে বাঁচা [Bengali Poetry]

সৃষ্টি নিয়ে বাঁচা
সৃষ্টি নিয়েই মরা
সৃষ্টি নিয়েই জীবনধারা
চারিদিকে দেখি সৃষ্টির হাতছানি!

সৃষ্টির সেই প্রাতে
আদিম মানুষের হাতে
হরপ্পা মহেঞ্জোদারো মেসোপটেমিয়া
মায়া মালি ইজিপ্টিয়ান
শতশত সভ্যতা
নীরবে বয়ে চলে ইতিহাস!

ধন-দৌলত সবই গেছে উড়ে
মিথ্যে মোহ জালে শুধু ঘুরে ফিরে,
জুটেছে শুধু হতাশা আর হাহাকার,
যুগে যুগে দেখি সৃষ্টির কারিগর!!

কবিতারও কথা বলে [Bengali Poetry]

কবিতারও কথা বলে
ঝড় তোলে
নাড়িয়ে দেয়
গুঁড়িয়ে দেয়
মাটিতে মিশিয়ে দেয়
ধসে পড়ে রাজপ্রসাদ অট্টালিকা !

পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও
এসেছে সাম্য মৈত্রী স্বাধীনতা
ফুটেছে বোবা মানুষের ভাষা
কেড়েছিল মাতৃভাষা
ফিরিয়ে দিল কবিতার ভাষা
জেগেছিল একটা জাতি
গেয়েছিল একুশের গান
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!”

দেবতারা যখন ঘুমিয়ে পড়ে [Bengali Poetry]

দেবতারা যখন ঘুমিয়ে পড়ে
পৃথিবীটা অস্থির হয়ে ওঠে
বারে বারে উদ্ভ্রান্তে ছুটে মরে
ঠিকানা হারায়!

দেবতারা যখন ঘুমিয়ে পড়ে
অসুরের দাপাদাপি বাড়ে
ঘন ঘন হুংকার ছাড়ে
পৃথিবীটা চিৎকার করে
ভয়ে শিটিয়ে থাকে
আতঙ্কের বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ে,
ধ্বংসের বিভীষিকা তাকে জাগায়
ঘুম আর ভাঙ্গে না
মৃত্যুশয্যা শুধু চেয়ে থাকে!

নীরব দর্শক [Bengali Poetry]

চারিদিকে যখন কান্নার আওয়াজ ওঠে
আকাশ বাতাস কাঁপে
রাজপথ ঢেকে যায় নিরন্নের মিছিল
প্রতিবাদ প্রতিরোধ ঘুমিয়ে পড়ে
বুভুক্ষু দুনিয়ার অশ্রু ধারায়
নিভে যায় বার বার বিদ্রোহের আগুন!

অসহায় পৃথিবী এক কোণে বসে
বারে বারে ঝুলি থেকে বার করে
জীবন সংগ্রামের ইতিহাস!

চারিদিকে অকাট মূর্খের দল
সবাই এক মনে নামাবলী জপছে
মঞ্চটা একেবারে ফাঁকা
তবুও আশা ছাড়েনি পৃথিবীটা,
এক মনে এক ধ্যানে
জাগিয়ে বিদ্রোহের আগুন!!

কঙ্কাল [Bengali Poetry]

সবাই বলে পৃথিবীটা জেগে আছে
এখনো চাঁদ সূর্য ওঠে
পৃথিবীর বুকে মানুষগুলো দিব্যি বেঁচে!

ওগুলো কঙ্কাল!
শূন্যে হাওয়ায় শুধু দুলছে
রক্ত মাংস দিয়েছে বেচে
এ নিয়েই বাঁচবে পৃথিবী!

হাজার রজনী করেছে পার
আরো আসবে
অলীক স্বপ্নের দোলে
পৃথিবীটা নাচবে!

সবুজের বুক চিরে [Bengali Poetry]

সবুজের বুক চিরে
ছুটেছে উদাসী মন আজ
কোন ঠিকানায়?
জানিনা!
মন মেলছে পাখনা
হারিয়ে যেতে চায় সেই অজানায়,
সবুজের শেষ ঠিকানায়!

রৌদ্রছায়ায় লুকোচুরি মন
ঝিকিমিকি কার্নিশে,
উদাস বাউল গান গেয়ে ফিরুক
সবুজের উল্লাসে!

ঝিঁঝিঁ পোকা আজ সুর তুলেছে
সবুজ প্রাণের সন্ধানে,
বন বীথিকায় বাতাস ছোটে
অবুঝ মনের স্পন্দনে!

মিঠে আলোর করুন প্রাণে
সবুজ নাচে
পাখির গানে
ঠিকানাহীন মন ফিরে পেতে চায়
সবুজ প্রাণের সন্ধানে!

অবুঝ প্রাণ আজ ভেসে বেড়ায়
সবুজের উল্লাসে
বনবীথির নরম গালিচায়
ফিরে পেতে জীবনের ঠিকানা
বনপথে পেতেছে বিছানা!

বাঁচার ঠিকানা [Bengali Poetry]

অস্থির সময় বয়ে বেড়ায়
একরাশ হতাশা!
ক্ষুধার্ত পৃথিবীটা আকাশের দিকে তাকিয়ে
জড়িয়েছে অসহায়‌তা!
ধূসর প্রান্তর হারিয়ে অন্তর
শুকনো বাতাস তুলেছে তুলেছে ক্রন্দন সুর,
অসহায়‌ দৃষ্টি,
অবুঝ মন!
হারিয়ে হারায়নি
জীবন এখন।

শুধু স্বপ্ন!
স্বপ্ন নিয়ে গড়া,
স্বপ্ন নিয়ে বাঁচা!
শূন্য আকাশটা এখনো আছে দাঁড়িয়ে,
ঢাকুক না বিভীষিকার কুয়াশা!
ঠিকরে বেরিয়ে আসবে আলো
কুয়াশার বুক চিরে
সোনালী রঙিন!
আসবেই সে সুদিন,
উদাসী নয়ন খোজে
সোনা ঝরা দিন!

বাঁচতে চাই [Bengali Poetry]

আজকে পৃথিবীর আলোগুলো সব ওর!
দেখো কিভাবে পাতাগুলো মেলেছে?
অনেক আশা নিয়ে আজ
আকাশের দিকে মুখ চেয়েছে,
ওর হাসিতে আজ আকাশ-বাতাস মুখরিত!
সদ্য ওটা পল্লব গুলো যেন হাসছে
সীমাহীন উল্লাসে ,
সরল প্রাণে পৃথিবীকে দেখছে
বিকশিত তাজা প্রাণ!
ভাবছে শুধুই ভাবছে
“গোটা পৃথিবীটা আমার!”

জটিল পৃথিবীর কুটিল মন
সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে এগিয়ে আসছে,
ও জানে না ! সব স্বপ্ন!
এই কুটিল পৃথিবীর অন্তরে বিষ!
আর কতক্ষণ!
হৃদয়হীন পৃথিবীর হৃদয়!
শুরু হবে শোষণ
সবুজ হারাবে অবুঝ মন!
শূন্য আকাশে চেয়ে থাকবে
ডাটা সার প্রাণ!!

শুধু এক কাপ চা [Bengali Poetry]

শুধু এক কাপ চায়ে
দুনিয়াকে পাই!
ঘুরে বেড়াই
পৃথিবীর কোনায় কোনায়!

গোটা বিশ্ব যখন বিদ্রোহ করে
হাহাকার ছোটে
চতুর্দিকে ভুখা মানুষের মিছিল
আমিও ঘুরে বেড়ায়
শুধু এক কাপ চায়ে তোমাকে পাই!

যখন গোটা পৃথিবী ছোটে আলোর পথে
নতুন নতুন ইতিহাস গড়ে
আমি তখন আটলান্টিক পেরিয়ে
ক্যালিফোর্নিয়ার বুকে
হয়তো তোমার অপেক্ষায়!
শুধু এক কাপ চায়ে
তাহলে তোমাকে চাই!

যখন গোটা বিশ্ব ঘুমায়
তখন তুমি জেগে থাকো
আমার অপেক্ষায়
শুধু এক কাপ চায়ে
তোমাকে পাই!

ময়ূরপঙ্খী মন [Bengali Poetry]

ময়ূরপঙ্খী মন
খুঁজে বেড়ায় হারানো জীবন
পাড়ি দিতে চাই তেপান্তরে
যেখানে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী—
রূপকথা গল্পের
পাতাগুলো রয়েছে থরে থরে!

ফিরিয়ে দাও আমার ময়ূরপঙ্খী মন,
উড়ে যাক জরাজীর্ণ জীবন!!
ফিরে যাক রূপকথার দেশে
দোলা দিক শিশুমন
ভরে উঠুক কুটিল প্রাঙ্গণ
প্রাণের স্পন্দন!
ধূলি ধূসরিত জীবনের পাতাগুলো‌ মুছে যাক
রূপকথার প্রাঙ্গণ
ভরে উঠুক জীবন
মন আজ শুধু খুঁজে ফেরে
যেথায় রূপকথার দেশে
একান্তে বসে
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী পেয়েছিল জীবন!
দাও ফিরে ময়ূরপঙ্খী মন,
লও এ কুটিল নিঃসঙ্গ জীবন!!

আমি তারাদের সাথে বাঁধবো ঘর [Bengali Poetry]

ওই আকাশটা দেখো
তারারা কত কথা বলছে বারে বার
উদাসী মন আজ উড়ে চলে
কত কথা জীবনের রয়ে গেল আর
আমি তারাদের সাথে বাঁধবো ঘর!

আমি উড়ে যাব নীল নীলিমায়
জীবনের চাওয়া পাওয়ার হিসেব গুলো
মিলতে চায় না আর;
তবু হিসাবের খাতাটা পাল্টাই বারবার,
আমি তারাদের সাথে বাঁধবো ঘর!

ওই দেখো নীল সীমানা,
আমাকে বার বার ডাকে
চতুর ইশারা!
জীবনটা ছোটে মরীচিকার মায়ায়,
আমি তারাদের সাথে বাঁধবো ঘর!

জীবনের সব সাধ হল একাকার
হিসেবের খাতা গুলো মিলবে না আর!
সময় আর নেই পিছু হটবার,
আমি আজ জীবনটা বাজি রাখি বারবার

রক্তিম সূর্যের লুকোচুরি খেলা [Bengali Poetry]

গোধূলিবেলায় সূর্যের লুকোচুরি খেলা
সমুদ্রের গর্জন ফেলে ঘন ঘন রক্তিম নিঃশ্বাস
গাঙচিলের চিৎকারে
মুখরিত আকাশ বাতাস!
ধূসর গোধূলি বেলায়
আমি একা বালুকাবেলায় দেখি
রক্তিম সূর্যের মাখামাখি
ফেলে আসা বিবর্ণ স্মৃতি
একরাশ হতাশা বয়ে বেড়ায়
ফেলে আসা জীবনের ইতিহাস!

সন্ধ্যা নেমে আসে,
ভারী হতে থাকে গর্জন
একটার পর একটা আছড়ে পড়ে‌ তীরে
স্মৃতির পাতা থেকে
একটার পর একটা হতাশার কুয়াশায়
ভারী হতে থাকে আঁধার রাত্রি
বিদ্রূপে ভেসে বেড়ায়
দূর সমুদ্রের দীর্ঘশ্বাস!
হারিয়ে যায় গাঙশালিকের চিৎকার
পৃথিবী ঝিমিয়ে পড়ে
ক্লান্তির নীরব ছায়ায়!!

আজ মন নেই মনে [Bengali Poetry]

কলমে বারিদ বরন গুপ্ত
আজ মন নেই মনে
প্রকৃতির তালে তালে
আপন খেয়ালে নেচে চলে
দৃষ্টি হারিয়েছে আজ
ফেনিল ইশারায়!

আজ মন নেই মনে
ছুটেছে ওই দিগন্ত পানে
যেথা সারাদিন লুকোচুরি
রৌদ্র ছায়ায়!

মন আজ বাধা মানে না
ছুটে চলে কোন অজানায়?
অন্ধ আবেগে মেতে
খুঁজে ফেরে শ্বেত পরীদের ডানা

মন আজ উড়ে গেছে
শুভ্র মেঘ গুলো থেমে গেছে,
দৃষ্টি হারিয়েছে প্রকৃতির নীরব কোণে,
ভাবছে আপন মনে
কে যেন রয়েছে
ধরিত্রীর এই বুকে
সাদা বিছানায় ঘুমিয়ে
একরাশ শুভ্র হাসিতে
দোল খেলে আপন মনে
প্রকৃতির নির্জন কোণে?

পৃথিবী একটা জ্যান্ত মরুভূমি [Bengali Poetry]

পৃথিবী একটা জ্যান্ত মরুভূমি!
চারিদিকে দেখি সাহারা
ধুধু বালুচর
দিনরাত ঘুরে বেড়ায় শুকনো হাওয়া
কায়াহীন মায়াহীন
নিরস কাঁটা ঝোপঝাড়!
নিমেষে উবে যাবে
স্নেহ প্রীতি ভালোবাসা
চারিদিকে শুধু শোষণ
উল্লাসে মাতে খামসিন
ছোটে চাবুক গরম হাওয়া
উড়ে বেড়ায় আধমরা বীভৎস চেহারা!

ওই দেখো অবোধ শিশু
যেন ছোট্ট যীশু!
পৃথিবীর ভালবাসা ঢেকেছে
একমুখ হাসিতে!
ওরা জানে না! বোঝে না!
সব উবে যাবে
জ্যান্ত মরুভূমি
সব গিলে গিলে খাবে!!

তোমায় সেদিন দেখেছিলাম [Bengali Poetry]

তোমায় সেদিন দেখেছিলাম
একমুখ হাসিতে
আলতা পায়ের আলতো ছোঁয়ায়
ম্লান হয়েছিল সব সৌন্দর্য
ভেসেছিল দিগন্ত
বাংলার পথঘাট
হেসেছিল!
একদিন বেহুলা অমরায় গিয়ে
আলতা পায়ের ছোঁয়ায় নেচেছিল
বাংলার নদ-নদী ঘাসফুল
জেগেছিল!

আজও বেহুলা নদীর ধারে
একমনে বসে থাকি
শুধু তোমার অপেক্ষায়
কখন বাজবে রাঙা দুটি পায়!
প্রকৃতির প্রেমের ডালি
সবই ম্লান
তোমার চরণ দুটি জড়িয়ে ধরি
জেগে ওঠে আধমরা প্রাণ!

আজ সব স্মৃতি
রেখে গেছো চরণ দুটি
আজ তাই নিয়ে বেঁচে আছি
থাকবো চিরকাল!!!

ভালোবাসা বেঁচে থাক [Bengali Poetry]

ভালোবাসাগুলো বেঁচে থাক পৃথিবীর বুকে
ধূলি ধূসরিত পৃথিবীর মাঝে
গড়ে উঠুক রাজপ্রসাদ,
আমি দেখবো!
এই কায়াহীন মায়াহীন পেতপুরীর ছায়া
নীরব বসন্ত কেঁদে বেড়ায়
দিক থেকে দিগন্ত
শুধু হৈ-হুল্লোড়
অন্ধ আবেগ
অভিনয় শুধু অভিনয়!
দুদিনের ঠাট্টা-তামাশা !

আমি দেখতে চাই না আর
মায়াবী আলোর রোশনাই!
ক্ষণিকের অতিথি
শূন্যে মিলায় শুধু
মায়াবী বিদ্যুতের ঝলক!

আমি চাই প্রাণ!
আলোর স্বর্ণালী স্রোত
হাজার তারার হাসি
অন্তর থেকে অন্তরে
ভেসে বেড়াক মনের গহীনে!

প্রকৃতির তালে তালে [Bengali Poetry]

দুধারে বন
মাঝখানে আঁকাবাঁকা পথ
নিবিড় ছায়ার আড়ালে
জীবন চলেছে
প্রকৃতির তালে তালে!

ছন্দহীন মন
আপন খেয়ালে
ধরেছে গতি
বিভ্রান্তের দোলে
কোথায় থামে
কে জানে?

সীমাহীন পথ
মরীচিকা ইশারা
কেবল ছুটিয়ে মারে
সোনালী হরিণের সন্ধানে!

আঁকাবাঁকা পথ
ঝিকিমিকি কার্নিশে
জীবন এখানে হাঁপিয়ে মরে
মায়াবী সুখের উল্লাসে!

অশান্ত সমুদ্রের বুকে আমি একা! [Bengali Poetry]

অশান্ত সমুদ্রের বুকে আমি একা
একাই রয়েছি পড়ে
বিধ্বস্ত তীর বুকে জড়িয়ে!
একটার পর একটা ঢেউ
আছড়ে পড়ছে তীরে
ধ্বংসলীলার তাণ্ডব গীত
আপন খেয়ালী সুরে
ভারী করে আকাশ বাতাস
আপন রাজ্য গড়ে!

অশান্ত তীর,
রুদ্র বেশ,
ভয়াল পরিবেশ!
হাজার পাথর বুকে
বুক চিতিয়ে
বাঁচার রাস্তা খুঁজছি,
বিধ্বস্ত তীরে ঘর বেঁধে
নিরবধি বিধাতার মৃত্যু ঘন্টা
আপন-মনে গুনছি!

নাছোড়বান্দা মন
আজ না মানে শাসন–
শোষণ -নির্যাতন
প্রাণ আছে যখন
বিনা যুদ্ধে
রণক্ষেত্র না ছাড়ছি,
মৃত্যুর আগে বুক চিতিয়ে
শেষ হাসিটাই দেখছি!!

আমায় এক ফালি মেঘ দাও [Bengali Poetry]

আমায় এক ফালি মেঘ দাও
ধূলি ধূসরিত মরুর বুকে
সোনার ফসল ফলাই,
ঘরে ঘরে ভরে উঠুক
খুশির আওয়াজ,
থেমে যাক নিরন্নের হাহাকার
মুছে যাক শত বেদনার ইতিহাস!

আমাকে এক ফালি মেঘ দাও
আমি উড়ে যাই শহর – নগর
থামাই হিংসা-বিদ্বেষ
শোষণ নিপীড়ন,
খোলা আকাশের নিচে
থেমে থেমে ভেসে আসে
আর্তের আর্তনাদ
মুছে যাক শ্রেণী শোষণর ইতিহাস!

আমাকে এক ফালি মেঘ দাও
আমি উড়ে যাই
প্রাণহীন পৃথিবীর প্রান্তর,
মিশে যাই অন্তর থেকে অন্তর
বন্ধ্যা এই পৃথিবীর বুকে
ভরে উঠুক নিষ্পাপ প্রাণ
মুছে যাক মেকি অভিনয়
ভালোবাসার ছলনার ইতিহাস!!

নতুন দিনের স্বপ্ন [Bengali Poetry]

সেই অনাদিকাল অনন্ত সময়
দিন মাস বছর
ঘুরে ফিরে আসে
এই পৃথিবীর বুকে
শীতের দুঃস্বপ্নের মতো
তারা করে হতাশা!
তবুও খুঁজি আশা
দিনরাত শুধু স্বপ্ন দেখা।
খোলা আকাশের নিচে
শুধু খাবি খায় জীবন
মাঝে মাঝে ভেসে আসে চিৎকার–
“বাঁচাও !বাঁচাও! “
নিপীড়িত মানুষের বুকফাটা আর্তনাদ
ভেসে বেড়ায় চারিদিক
আতঙ্কের কুয়াশা,
তবু জাগে আশা
শেষ ভরসা
নতুন দিনের আলোর রেখা!

ওর মিষ্টি হাসিটা আমায় এনে দাও [Bengali Poetry]

ওর মিষ্টি হাসিটা আমায় এনে দাও
আমি গায়ে মাখবো!
নিষ্পাপ প্রাণের দোলা
শুধু সোনা আর সোনা
ভরে উঠুক পৃথিবীর প্রাণ,
সবুজে সবুজ মন
আর কিছু নয়
আমি ঘুরবো পৃথিবীর কোনায় কোনায়!

কুমারী মেরির কোলে
একদিন এসেছিল
পৃথিবী আলো করে
বেথলেহেমের আস্তাবলে,
দূর করেছিল যত আধার,
পাপাচার দুরাচার!
আঘাতের পর আঘাত
পাষণ্ডের উল্লাস
ক্রুশের আঘাতে আঘাতে
বিদীর্ণ প্রাণ করে আনচান
তবুও হেসেছিল!
ছড়িয়েছিল বাণী
দিকে দিকে
শুধু ক্ষমা করো !

নিজের কবর খুঁড়ে রাখো [Bengali Poetry]

আমি বাঁচতে চাই,
আমায় বাঁচাতে দাও!
তোমাদের নিষ্ঠুর প্রাণ
আমায় করে খানখান
তোমরা চোখ বুজে দেখো
নীরব দর্শক জ্ঞান!
প্রতিবাদ হারিয়েছো যখন
আর খুব দেরি নয়
কান পেতে শোনো
কাল ভৈরবীর নৃত্যগান
পতনের আন্দোলন!
নিশ্চিত জেনে রেখো
চতুর্দিকে ধেয়ে আসছে
তোমার মৃত্যুবাণ!

জেনে রাখো!
আর দেরি নয় ,
সতর্ক হও!
ধেয়ে আসছে ওই বিধ্বংসী ঘূর্ণিঝড়!
পার পাবে নাকো,
করবে পগার পাড়!
প্রকৃতির লীলাখেলা
কে বোঝে আর!
আপন মৃত্যু দেখো,
নিজের কবর খুঁড়ে রাখো!

পৃথিবীটা আবর্জনার স্তূপ [Bengali Poetry]

আজ সকালে ঘুম ছেড়ে দেখি
পৃথিবী আর পৃথিবী নেই
খোলা আকাশের নিচে
উদাসী নয়ন খোজে
প্রাণহীন পৃথিবীর প্রাণ
পড়ে আছে আবর্জনার স্তূপ,
ইটকাঠ পাটকেলে ভরেছে পৃথিবীর বুক!
আড়চোখে উঁকি মারে
বিবর্ণ পৃথিবীর রূপ !

কায়াহীন মায়াহীন পেতপুরী
দম ফাটা চিৎকার
এক বুক নিঃশ্বাস
চারিদিকে হাহাকার!
দাও আলো !
দাও প্রাণ !
মাতাল করে আকাশ বাতাস
হাঁপিয়ে মরে বাঁচার অধিকার
বিমর্ষ পৃথিবীর রূপ,
প্রাণহীন পৃথিবীটা আবর্জনার স্তূপ!

ওই হাসিগুলো আমায় দাও [Bengali Poetry]

ওই হাসিগুলো আমায় দাও,
হারিয়ে গেছে অনেক কাল আগে
আমি খুঁজে খুঁজে সারা
তোমরা কি দেখেছো?

নীরব বসন্তের দেশে কোকিল ডেকে ছিল
শুকনো ডালগুলো কচি পাতায় ছেয়েছিল,
গাছগুলোয় মুকুল এসেছিল
আলোয় ভেসেছিল দিক
প্রকৃতি আপন খেয়ালে হেসেছিল,
তারপর কি যে হলো!
একটা দমকা হাওয়া কোথা থেকে উড়ে এলো,
নিমেষে আকাশ ঢেকে দিল কালির পাহাড়!
বয়ে এলো আতঙ্কের ঝড় !

তারপর কি হলো?
—হাসি গুলো সব মিলিয়ে গেল
কুড়ি গুলো অকালে ঝরে গেল,
নীরব বসন্তের দেশে এখনো কোকিল ডাকে
শুকনো ডালের ফাঁকে,
ছায়াহীন মায়াহীন শ্রীহীন
প্রেতাত্মার ছায়া!

বারিদ বরন গুপ্ত | Barid Baran Gupta

New Bengali Article 2023 | প্রেমাবতার ঠাকুর হরনাথ ও সহধর্মিণী কুসুমকুমারী কথা

New Bengali Article 2023 | স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন

New Bengali Article 2023 | শ্রমের শোষণ

New Bengali Article 2023 | বাংলায় শিল্পে বিনিয়োগ সামান্যই

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment