অতনু দাশ গুপ্ত – সূচিপত্র [New Bengali Novel 2023]
অকপটে অগ্রজকে (পর্ব ৪) – অতনু দাশ গুপ্ত [New Bengali Novel 2023]
(প্রাণের পত্র লিখনি)
বাবা চেয়েছিলেন নিজের শেষ জীবনের কিছুদিন প্রবাসে কাটাবেন। যিনি পুরো জীবনেই নানান কারণে এতটুকু শান্তি পাননি। এটা চাওয়া বা করার ইচ্ছে থাকা কোন অপরাধ হতে পারে না। আমাকে পাঠানোর সিদ্ধান্তের পেছনে উনার মানসিক একটা প্রস্তুতি ছিল। আমাদের বাসায় যখন আমরা বিভিন্ন বিষয়ে কথোপকথন করতাম সেসব নিয়ে তোমার ধারণা থাকার কথা নয়। উনাদের আমি যত কাছে থেকে দেখেছি বা জেনেছি দুর্ভাগ্যবশত তোমার ক্ষেত্রে সেটা হয়নি। গত চিঠিতে এজন্যই লিখেছিলাম আমাদের অবস্থানগত দূরত্বই পরবর্তীতে সম্পর্কেও ফাটল ধরিয়েছে। কাজেই আমার এখানে আসার পেছনে এটাও সবসময় মাথায় ছিল যে উনারাও পরে আসবেন।
জায়গা-জমির কাগজপত্র বরাবরই বাবার কাছে থাকতো। যদি গরমিল পেয়ে থাক সেটা ওদের সমিতির অফিসে যোগাযোগ করে জানতে হবে। আর খরচাপাতির হিসাবে সমস্যা পাওয়ার কথা। কারণ মা কখনো টাকা- পয়সার হিসাব সামলানোর কাজে অভ্যস্ত ছিলেন না। এত বছর বাবা বা আমি বরাবরই ওসব দেখেছি।
বেশ কয়েকটা ভিন্ন ঘটনা বলি –
সময়টা মে-জুন হবে। প্রথমবারের মত ইংল্যান্ডের গ্রীষ্মকালীন প্রকৃতি দেখার সুযোগ হয়েছিল আমার। কিন্তু সেটা উপলব্ধি করার আগেই এখানে আসার স্বপ্ন ছত্রখান হওয়ার জোগাড়! গ্রীষ্মের পড়াশোনা চলছে। এর মধ্যেই বাবার ক্যান্সার ধরা পড়ার খবরটা মামুর কাছ থেকে জানতে পারি। মা-বাবা তখন কলকাতায় চিকিৎসা নিতে গেছেন। তখনও আমার পুরো কোর্স বলতে গেলে বাকি। শীতের সেমিস্টার শেষ করে এর পরেরটায় পড়ছি।
যখন বাবার ক্যান্সার পড়ে তখন মামুর সাথে ফোনে কথা বলার এক পর্যায়ে মরিয়া হয়ে বলে বসলাম, “মামু, কিছুই কি করা যায় না? দরকার হলে তোমরা অন্য কোথাও চেষ্টা করে দেখো না। কিছু একটা তো কর তোমরা!!”
উত্তরে মামু বলেছিলেন, “কি করবো বাবা, বল? এটা মেনে নিতে হবে। আর তো কোন পথ নেই। কিছু জিনিস আমাদের অনিচ্ছা সত্বেও মেনে নিতে হয় বাবা!”কেমোথেরাপির ধকল বাবার শরীর কখনো নিতে পারতো না।
ঠিক ওই মুহূর্তেই আমি নিশ্চিত হয়ে যাই যে বাবাকে হারাতে চলেছি। কিছু কিছু সিদ্ধান্ত মনে পাথর রেখেই নিতে হয়।
খুব মনে পড়ে যখন শমী আপুর বর ফোন করেন। স্পষ্টতই আমাকে মানসিকভাবে বাবার যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে বলেন। তখন তাঁর আইসিইউতে শেষ সময় উপস্থিত। এর আগে বেশ কয়েকবার হাসপাতালে রাখার পর শারীরিক উন্নতি হলেও এবার আর ফিরে আসতে পারলেন না। তখন তোমাদের অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল সাগর ভাইয়া, কামাল ভাইয়াসহ বন্ধুদের আরও অনেকে। কিন্তু কোন সাড়া না পেয়ে অগত্যা আমার কাছে কল করেন শমী আপু। তখন বাবার অন্তিম সময় চলে এসেছে। শেষ মুহূর্তে পরিবারের একান্ত কোন আপনজনের অনুমতি সাপেক্ষেই অক্সিজেন সাপ্লাইসহ অন্যান্য যন্ত্রপাতি খুলে নিলেই পরপারে চলে যাবেন বাবা। মায়ের অনুমতি দেওয়ার মত অবস্থাই ছিল না। আমি মৌখিক অনুমতি দিই। শমী আপুর সাথে কথা শেষ করে আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে সোজা সেন্ট্রাল লাইব্রেরীতে চলে যাই। এখানে পাড়ি দেওয়ার পর জীবনে যতবারই বিষন্নতা ঘিরে এসেছে ততবারই আমি লাইব্রেরিতে ছুটে গেছি। এবারও এর ব্যতিক্রম হয়নি। জানালার পাশের এক বেঞ্চে বসে বই পড়ছিলাম। অল্প সময়ের মধ্যেই শমী আপু আমাকে জানান বাবা পরপারে চলে গেছেন। বাবার শেষ সময়েও তোমাদের কাউকে পাওয়া যায়নি! এটা দুর্ভাগ্যজনক নয় কি??
এরপরের ঘটনা বাবার জীবদ্দশায় ঘটে যাওয়া সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর একটা। তখন প্রায় প্রতি রাতেই মা- বাবার সাথে আমার কথা হত। তখন বাবা প্রায়ই জিজ্ঞেস করতেন যে তোমরা ওনার সাথে কথা বল না কেন?? এটা উনি আমার কাছে অনেকবার জানতে চেয়েছেন। এক রাতে বাবা ফোনেই কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন এটা জিজ্ঞেস করতে করতেই যে তুমি ওনার সাথে কোন অপরাধে কথা বলছো না?? উনার অপরাধ কি?? আমি অনেকভাবে ওনাকে এটাই বলেছিলাম যে তোমরা অবশ্যই ফোন করবে। কিন্তু শেষ মুহূর্তেও তোমাদের ফোনে পাওয়া যায়নি। কাজেই দেশে ফিরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় আমার অনুপস্থিতি থাকার চেয়ে এটা আরও অনেক বেশি বেদনাদায়ক। অগ্রজ ছেলে যখন বাবার কান্নার কারণ হয়। যে ছেলেকে বড় করার সময় অনেক গগনচুম্বী স্বপ্ন দেখেছেন বাবা। এক সময় দেখলেন সবকিছু ধুলোয় মিশে গেছে!
এরপরের ঘটনা গ্রীষ্মের এক বিকেলে গেছি আমার এখানকার বন্ধু ধ্রুবের হোস্টেলে। আমরা বাসার কাছাকাছি একটা পার্কে গেলাম কথা বলতে। বাবার অসুস্থতার পাশাপাশি যাবতীয় সবকিছু ওকে খুলে বললাম। সব শুনে ধ্রুবও ওর বাসার আত্মীয়স্বজনদের অনেক সমস্যার কথা আমার বললো। ও আমাকে পার্কে বসে কথা দিল টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় পাশে দাঁড়ানোর। মাত্র চার মাসের পরিচয়ে ও যতটা বিশ্বাস আমাকে করতে পেরেছিল, হয়তো আমরা চব্বিশ বছরেও সেটা পারিনি। না হলে এভাবে কোন বড় ভাই শুধুমাত্র অর্থের গরমিল হওয়ায় চিরতরে যোগাযোগ ছিন্ন করতে পারে না! এমনকি ও তোমার ফোন নাম্বারও চেয়েছিল। কথা বলার ব্যাপারে। যদি তোমাকে বোঝাতে পারে। আমি রাজি হইনি। সম্পর্কে বিশ্বাস যখন একটা আভরণ হয়েই রয়ে যায় তখন পড়ে থাকাও যা আবার খুলে রাখলেও তা! আমাদের বিশ্বাসের গাঢ়তা কতদিন স্থায়ী হবে সেটা সময়ই বলে দেবে কিন্তু এমন অসময়ে ওর আমার পাশে এসে দাঁড়ানো ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ।
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য টাকা-পয়সার টানাটানির ঘটনা ছোটকাল থেকেই দেখে এসেছি। তোমাকে ইন্ডিয়াতে পড়াশোনা করাতে গিয়ে বাবাও তো কোন সঞ্চয় করেননি বা স্পষ্টত বলতে গেলে করতে পারেননি। আর মাঝপথে যখন তোমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখন বাবার অর্থ যোগান দেওয়া আর তোমাকে মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন উনি যাতে তুমি ওখানকার পড়াশোনা শেষ করতে পারো। তখন বাবা শুধু তোমার জন্য সান্ধ্যকালীন টিউশনি শুরু করেন। তখন আপাতদৃষ্টিতে দেখে কখনোই বুঝিনি কেন করছেন?? অনেক অনেক পরে মায়ের সাথে ঢাকার বাসায় একদিনের কথোপকথনে সেটা জানতে পারি। এরপরে যখন আবারও সুইডেন যেতে তোমার অর্থের সমস্যা দেখা দিল সেটা বাবার কেন, যে কোন মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব একটা প্রস্তাব বলা যায়। যদিও অষ্ট্রেলিয়া যেতে সমস্যা হয়নি কারণ আগেরকার অভিজ্ঞতার কারণে খরচের বিষয়টা তুমি বুঝতে পেরেছো। তবুও বৌদিমণির যাওয়ার সময় কাগজপত্রের যোগাড়যন্ত্রের কাজে বাবার অকুন্ঠ সহায়তা না পেলে যাত্রা অসম্ভব ছিল। অনেক পুরোনো ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করেছেন এসব ব্যাপারে। কখনো সকালে, কখনো রাতে বৌদিমণিকে নিয়ে বিভিন্ন কাজে ছুটেছেন। আমার সময়ও সেটা করেছেন তবে শুধু ব্যাংকের কাগজপত্রের জন্য। বাবার অসুস্থতার ব্যাপারে সর্তকতা আমার সবসময়ই ছিল। উনি চাইলেও অধিকাংশ ব্যাপার আমি এড়িয়ে গিয়ে নিজেই করেছি।
অতনু দাশ গুপ্ত | Atonu Das Gupta
দেবতা ৩৩ কোটি | 33 Crore Gods | প্রবোধ কুমার মৃধা
New Bengali Article 2023 | কবিতার অন্তরাত্মা
New Bengali Article 2023 | কৃষিভিত্তিক সমাজ ও মুঠ উৎসব
Chandannagar Jagadhatri | চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবক্তা কে ??
new bengali novel 2023 | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | new bengali novel 2023 for adults | bengali story books | bengali story books for child | new bengali novel 2023 pdf | bengali story for kids | new bengali novel 2023 reading | short story | new bengali novel 2023 analysis | new bengali novel 2023 characteristics | new bengali novel 2023 competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | new bengali novel 2023 length | long story short | bengali novel meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | bengali novel competition india | story competition | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing cmpetitions 2022 | writing competitions uk | new bengali novel 2023 writing | bangla news article | bangla article rewriter | article writing | new bengali novel 2023 ai | new bengali novel 2023 app | article writing book | new bengali novel 2023 bot | bengali novel description | bengali novel example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | bengali novel format | bengali novel generator | article writing global warming | article writing igcse | article writing in english | article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | bengali novel on child labour | article writing on global warming | article writing pdf | bengali novel practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | bengali novel trends 2023 | bengali novel topics 2023 | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder