Natun Bangla Galpo 2023 | গল্পগুচ্ছ | কুহেলী দাশগুপ্ত

Sharing Is Caring:
Natun Bangla Galpo 2023

দূষণ – কুহেলী দাশগুপ্ত [Natun Bangla Galpo 2023]

সারারাত ঝমঝম বৃষ্টির পর সকালে বাড়ির চাতালে দাঁড়িয়ে মন খারাপ হয়ে যায় টিনার। বাইরে রাস্তা, নর্দমা জলমগ্ন হয়ে বাগান পেরিয়ে জল প্রায় চাতাল ছুঁয়েছে। আর ক’দিন এমন বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকবে। বাগানের গাছগুলি টিনার পরিচর্যায় খুব সুন্দর হয়েছিল। ওগুলো মনে হয় আর বাঁচানো যাবেনা। তার চেয়ে আরো বিরক্তিকর, কোথা হতে এতো পলিথিন, প্লাস্টিক ভেসে আসছে! বাগানের আনাচে কানাচে সব ছড়িয়ে জলে ভাসছে। জল নামলে সব পরিষ্কার করতে হবে। আগে ওদের বাড়ির আশেপাশে এমন জল জমতো না। কিন্তু সবখানেই পলিথিন, প্লাস্টিকের ব্যবহার। তার চেয়েও বড় চিন্তার মানুষের মানসিকতা। ব্যবহার করা পলিথিন, প্লাস্টিক সামগ্রী যত্রতত্র ফেলা যেন খুব স্বাভাবিক আচরণ! নর্দমা জ্যাম হয়ে যাচ্ছে, নিকাশি ব্যবস্থার বাধা হয়ে ম্যানহোল, ড্রেনেজ পাইপে সব জমে থাকছে, সারা কলকাতার অনেকটা অংশ জল থই থই। সব নোংরা জল গায়ে মেখেই কাজের জায়গা থেকে বাড়ি ফিরছে। তবুও সচেতনতার অভাব সর্বত্র। প্রশাসনের চেষ্টা থাকলেও বেপরোয়া ভাবে অমান্য করে চলা নাগরিক জীবনের যেন স্বাভাবিক আচরণ হয়ে উঠেছে! চায়ের ভাঁড় ওয়েস্টবিনে না ফেলে ড্রেনে ফেলাই উচিত-এটাই যেন রীতি! টিনার মনে নানান ভাবনা জেগে ওঠে।

ছেলেবেলায় পরিবারের সবাই মিলে সিঙ্গাপুর ঘুরতে গিয়েছিল । তখন দেখেছে টিনা, সে দেশে চারধার কেমন ঝকঝকে। প্রায়ই সন্ধ্যার দিকে ওখানে সামান্য বৃষ্টি হয়। সাজানো শহরে কোথাও এতটুকু নোংরা নেই। কেউ ভুল করে কিছু ফেললে সাথে সাথে ট্রাফিক সার্জেন জরিমানা করে। কেউ ওখানে পরিচ্ছন্ন পরিবেশ নষ্ট করে না। অথচ, এদেশে আইন অমান্য করা, পরিবেশ দূষণ ঘটানো দস্তুর যেন!

কখনো দূরপাল্লার ট্রেনে ভ্রমণকালে, বিশুদ্ধ পানীয় জল কেনার পর জল খেয়ে সে বোতল যদি ক্রাশ করে ফেলা না হয়, টিনা দেখেছে পথ শিশুরা সে বোতল কুড়িয়ে নিয়ে স্টেশনের কল থেকে জল ভরে। অথচ বোতলের গায়ে ক্রাশ করে ফেলার কথা লেখা থাকে। কিছু অসাধু ব্যবসায়ী এই ফেলে দেয়া কুড়ানো বোতল কম দামে কিনে নিয়ে পুনর্ব্যবহার যোগ্য করে তা বাজার জাত করছে-যেটা অস্বাস্থ্যকর ও বেআইনি। রিসাইকেল করে প্লাস্টিক বোতল কত অভিনব পদ্ধতিতে পলিয়েস্টার সুতো, প্লাস্টিক ফার্নিচার বানানো সম্ভব তার আইডিয়া নেটের দুনিয়ায় একটু খোঁজ রাখলেই পাওয়া যায়। সবার আগে সচেতনতার প্রয়োজন। বিজ্ঞানীরা কবে থেকেই প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে সাবধান করে যাচ্ছেন। খাদ্য দ্রব্য বাজার জাত করনের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার ক্ষতিকর। বেপরোয়া লোকজন বেড়ানোর সময় কি প্রাত্যহিক জীবনে নদীতে, সমুদ্রে, পুকুরে, খালে সমস্ত আবর্জনা, পলিথিন, প্লাস্টিকের বোতল ফেলে যাচ্ছে। সেইসব জলজ প্রাণীদের উদরস্থ হয়ে তাদের প্রাণনাশ হচ্ছে -এসব খবরে ওয়াকিবহাল ক’জন! এসব ভেবে মন খারাপ হয় টিনার। আসল দূষণ মানুষের মনে, তাদের চিন্তা ভাবনায়। পরিবেশ দূষণ সম্পর্কে অসচেতন মানুষ আগামী প্রজন্মের কাছে জঞ্জালে ভরা পৃথিবীর নিদর্শন রেখে যাবে।

ধরণী পরে – কুহেলী দাশগুপ্ত [Natun Bangla Galpo 2023]

সামতাবেড়ে সুশীল বসুর অনেক খানি জায়গা জুড়ে সুবিশাল বাগান। সারিবদ্ধ ভাবে গাছগুলি দেখলে বোঝা যায় খুব যত্নে ওরা বেড়ে উঠছে। পঞ্চাশজন কর্মী এই বাগানের পরিচর্যায় নিয়োজিত। সকাল থেকেই বাগানের কাজে ওরা লেগে পড়ে। সারাদিনের খাওয়ার দায়িত্ব সুশীল বাবুর স্ত্রী মলিনা বসুর। উনি যত্নের সাথে কর্মীদের বসিয়ে খাওয়ান। বসু দম্পতি নিঃসন্তান।

বাগানের গাছগুলি ওনাদের সন্তান তুল্য। সুশীল বাবু নিজেও গাছের পরিচর্যা করেন। বাড়ির পেছনের জমিতে আম বাগান। সাত কি আট রকমের আমের ফলন হয় এখানে। এছাড়াও চারধারে নারকেল, জাম, কাঁঠাল, সবেদা, লিচু গাছ ও রয়েছে। সামনের জমিতে কিছু বারোমেসে ফুলের ও মরসুমী ফুলের গাছ রয়েছে। শীতের মরসুমে নানান রঙের গোলাপের সমারোহ মন ভরে যায় দেখে। শৈশব থেকে কৈশোর, ফল ও ফুলবতী যৌবন এমনকি বার্ধক্য কালেও গাছগুলি পরম স্নেহ যত্নের ছোঁয়া পেয়ে শাখা প্রশাখা বিস্তার করে। মনিষ্যিকূলের চুল, নখ কেটে ছেঁটে দেয়ার মতো তেনাদের ডালপালা ছেঁটে দেয়া হয়। শীতের পাতা ঝরা দিনের পরে বসন্ত আসে। কচি কিশলয়ের আগমন জানিয়ে দেয়, নতুন বছরে আবার পরিপূর্ণতার দিকে এগিয়ে চললাম।

সুশীল বাবুর কাজের অবসরে কিছু বন্ধুসমাগম হয়। চায়ের জমাটি আসরে শরীর মনের ক্লান্তি জুড়োয়। গাছেরা হাওয়ায় দুলে সকলকে অভিবাদন জানায়। পাখিদের কলতানে বাগান বাড়ির চারধার মুখরিত। কখনো বন্ধুরা জানতে চান,

— “একভাবে বাগান নিয়ে পড়ে আছিস। কখনো বোর ফিল করিস না”?

স্মিত হাসির রেখা সুশীল বসুর মুখে। বলেন,

— “তোরা সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করিস। তাদের জন্য অবারিত স্নেহ বাবা মায়ের। আমার তেমনি এই বাগান আর গাছ গুলি।পৃথিবীর মাটি, জল, হাওয়ায় বেড়ে ওঠার পর কিছু চিহ্ন, কিছু স্মৃতি পরম্পরা বহন করে চলে। আমি আর মলিনা এই গাছেদের আগামী দিনের স্বার্থে লালন পালন করছি।আমরা না থাকলেও এরা পৃথিবীর বুকে অক্সিজেন যোগাবে। মাটির ক্ষয় রোধ করবে, ছায়া দান করবে। বাগানের ফলন থেকে যা আয় হয়, তার কিছুটা এখানকার কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য ধরা আছে। তারাও বড় হয়ে সবুজ পৃথিবীর ভাবনায় এগিয়ে আসুক। এমনি করেই পরম্পরা গড়ে দিতে চাই।”।

সুশীল বাবুর সবুজ পৃথিবীর ভাবনা বন্ধুদের অবাক করে। এভাবেও স্বপ্নে বাঁচা যায়!

মুঠোবন্দি – কুহেলী দাশগুপ্ত [Natun Bangla Galpo 2023]

ছেলেবেলাকার কৌটো বন্দি রাক্ষসের প্রাণ ভ্রোমরা গল্পের সার সত্য বিয়াসের আজকাল বোধগম্য হয়। করোনাসুরের দাপটে ঘরবন্দি জীবন আর এক যন্ত্রের খাঁচায় বন্দি হয়ে পড়েছে। এমন দাবি অবশ্য সে করেনি। বিশুদ্ধ গব্যঘৃত সেবনকারী তার পতি দেবতাটি এমনই দাবি রাখেন। যন্ত্র দানবের কবল হতে নিজ স্ত্রীকে বাঁচাতে তিনি বদ্ধ পরিকর।

“তোমার কিন্তু আজকাল বড্ড ফোনের নেশা হয়েছে। রাত জেগে ফেসবুক করা বন্ধ কর। চোখের বারোটা না বাজিয়ে ছাড়বে না দেখি। যখনই দেখি ফোন খুলে বসা”।এমন সব গাইতে থাকে বিয়াসের এক এবং অদ্বিতীয় কত্তামশাই সুদীপ্ত।

“তোমার কোন সেবার কম হয়েছে গো? সবই তো হাতের কাছে এগিয়ে দিই। তারপরেও ফোন নিয়ে এতো কথা কেন? আমার কাজের পরেই তো ফোন নিয়ে সময় কাটাই”। বিয়াসের আত্ম পক্ষে যুক্তি।

তা সুদীপ্ত বাবুও ছাড়বার পাত্তর নন। উনি পাঠে অনুরাগী, ফাস্ট ফুডে বিরাগী, সেকেলে ভাবনার একনিষ্ঠ যোগী। দিন কাল, পড়াশোনা, আধুনিক খাদ্যাভ্যাস নিয়ে ওনার অভিযোগের শেষ নাই।

তবে বিয়াস ও ভাবছে, সে কি সত্যিই মুঠোফোনের দাস হয়ে গেল! একখান ঝক্কাস ডি পি দিয়েই মনটি কেমন আনচান করে ওঠে না!ক’জনা রিয়েক্ট দিলো , কতক কিছুই কইলো না -ওই দেখার তাগিদে কাজের ফাঁকতালে খালি ফোনের কাছে হাত চলে যায়। নাহ্!এমনটা করলে তো চলে না। তাকে এই স্বেচ্ছাবন্দি দশা হতে নিজেকে মুক্ত করতেই হবে। কত্তা তো এমনও বলেন,অনেকে আবার বাহ্যিকর্ম সারতে বসেও নাকি ফোনের মায়া ছাড়তে পারে না। ইশশশশ্! ম্যাগো! ওয়াক! এমন বদ স্বভাব মোটেই বিয়াসের নয়। তবে ফোন খানা স্মার্ট হয়ে তাকে অনেকটা অবসর যাপনে সঙ্গ দেয়। অনেক ভালো গল্প, রান্নার ভিডিও, সিনেমা, গান- সব চাহিদার রকমারি পরিবেশন হাজির। কত পুরনো বন্ধুদের খোঁজ সে পেয়েছে। আত্মীয় পরিজনদের ছবি দেখে ও মন ভরে। হিংসুটে কত্তার তাতে ও আপত্তি। তবে ফোনটাও তাকে কম ঝক্কিতে ফেলে না। ছেলের অনলাইন ক্লাসের জন্য বাড়িতে ওয়াই ফাই কানেকশন নেয়া আছে। বিয়াস কিভাবে জানবে ফোন তার যখন তখন ওয়াই ফাইয়ের সাথে হৃদ্যতা স্থাপন করে বসে থাকে! সেদিন তো ছোড়দিভাই মানে বিয়াসের ছোট ননদ ফোনে এক পশলা বাক্যি বর্ষণ করলেন।

“সারাক্ষণ ফোনে অন দেখি, অথচ একটা কথা জানতে চাইলাম হোয়াতে তার কোন রেসপন্স নেই।”।

কত্তা তো আরেক কাঠি এগিয়ে। বলেন,”চিরকাল মায়ের হাতে পাতি বাঙালী রান্না খেয়েছি। ফোন ঘেঁটে ওসব হিজিবিজি রান্না যত পারো নিজেরা রেঁধে খাও।আমার জন্য মাছের ঝোল ভাত রেঁধো।”। বিরোধী পক্ষ থেকে যতই বলা হোক, বিয়াস মুঠো বন্দি দুনিয়াটাকে ভালোই উপভোগ করছে।

2023 New Bengali Story

মর্যাদা – কুহেলী দাশগুপ্ত [Natun Bangla Galpo 2023]

— “তোমায় কতদিন বলেছি মা, আমার জন্য না খেয়ে এভাবে রাত জাগবে না। সুধা দিদি রয়েছে তো”। দুর্গা রাগ করে বলে।

— “তোকে ছাড়া একা খেতে মন চায় না যে। অনেকদিনের অভ্যেস তো! তুই অত ভাবিস না। কিছু হবে না আমার। সারাদিন তোর অপেক্ষায় থাকি। একসাথে গল্প করতে করতে খেতে মন চায়”।

— “ছাড়ো তোমায় বোঝানো যাবে না। বয়স হচ্ছে, দেরিতে খেয়ে যদি হজমের সমস্যা হয়, শরীর খারাপ হয়,আমায় কত সমস্যা সামলাতে হবে তুমি বুঝতে চাও না। হসপিটাল, চেম্বার সব বন্ধ করে তোমায় নিয়ে ছুটতে হবে”।

— “কিগো আজ খাওয়া দাওয়ার পাট চুকলো? কখন থেকে খাওয়ার নিয়ে বসে রয়েছি! কত রাত হোল বলতো!” সুধা এসে দুজনকে খেতে ডাকে।

খেতে বসে মা মেয়েতে কত কথা! সারাদিনের জমে থাকা কথার বিনিময়ের মাঝে মা মেয়ের নৈশ ভোজনের পালা মেটে। এখনও সেদিনকার কথা ভাবলে মৃন্ময়ীর বুক কেঁপে ওঠে। একমাসের মেয়ে দুর্গাকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে এসে ওঠে সে। শাশুড়িমা ও স্বামী দীপ্তেশ ক’দিন ধরেই খুব অশান্তি করছিল। মেয়ে হয়েছে বলে অপমান জনক কথা বলে খুব হেনস্থা করছিল মৃন্ময়ীকে। দীপ্তেশ তো বলেই ছিল, এরপর ওর ছেলে চাই। নয়তো বংশ রক্ষা পাবেনা।

খুব অপমানিত হয়েছিল মৃন্ময়ী । মনে মনে ভাবছিল সে, কোন যুগের বাসিন্দা এরা! এ যুগে ছেলে মেয়েতে কেউ তফাত করে! নিজে নারী হয়ে এমন লাঞ্ছনা মেনে নেয়া তার নিজ স্বত্বার অমর্যাদা করা। মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ার পর যাওয়ার জায়গাও ছিল না। ছেলে বেলায় পিতৃমাতৃহীন মৃন্ময়ী মামার বাড়িতে বেড়ে ওঠে। বিয়ে দিয়ে ওনারা যথেষ্ট কর্তব্য করেছেন। এই অসময়ে মেয়েকে নিয়ে আর বিব্রত করতে চায়না সে। স্কুল শিক্ষিকা মৃন্ময়ীর সহকর্মী মীরাদির চেনা পরিচিত বাড়িতে ভাড়াটে হয়ে থাকা শুরু তাদের। সেই থেকে প্রতিজ্ঞা ছিল তার মেয়েকে যথাযোগ্য শিক্ষা দিয়ে নারী স্বত্বার মর্যাদা রক্ষা করবে সে। দুর্গা নাম তারই দেয়া।

ডাঃ দুর্গা চ্যাটার্জ্জী সরকারী হাসপাতালে পরিচিত নাম। কাজের অবসরে অসহায়দের সেবা দিয়ে যায় সে। জনাকয়েক সহকর্মীদের নিয়ে একটি দাতব্য চিকিৎসালয়ের কাজের সাথে যুক্ত। মায়ের এতকালের সাধনার মান রক্ষা পেল মেয়ের যোগ্যতা প্রতিষ্ঠায়।

কুহেলী দাশগুপ্ত | Kuheli Dasgupta

পতিতাবৃত্তি ও চন্দননগর | Bengali Article 2023

Chandannagar Jagadhatri | চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবক্তা কে ??

দেবতা ৩৩ কোটি | 33 Crore Gods | প্রবোধ কুমার মৃধা

New Bengali Novel 2023 | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ৯) | উপন্যাস

Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Galpo 2023 | Natun Bangla Galpo 2023 book | Natun Bangla Galpo 2023 pdf book | Writer – Natun Bangla Galpo 2023 | Top Writer – Natun Bangla Galpo 2023 | Top poet – Natun Bangla Galpo 2023 | Poet list – Natun Bangla Galpo 2023 | Top poetry – Natun Bangla Galpo 2023 | Best seller – Natun Bangla Galpo 2023 | Full pdf book – Natun Bangla Galpo 2023 | Free download pdf – Natun Bangla Galpo 2023 | Audio book – Natun Bangla Galpo 2023 | Video book – Bangla Kabita 2023 | Video poetry – Bangla Kabita 2023 | Audio poetry – Natun Bangla Galpo | New Poetry book | Shabdodweep poetry book | Shabdodweep International Web Magazine | International Bengali poetry | Bengali Poetry publisher | Shabdodweep Publisher | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Shabdodweep Video Book | Shabdodweep Mp3 poetry | Audio Poetry mp3 | Audio Poetry wmv | Video poetry mp4 | Natun Bangla Galpo 2023 video series | Natun Bangla Galpo 2023 – web series | Natun Bangla Galpo 2023 – Latest version | Natun Bangla Galpo 2023 pdf book | web video – Natun Bangla Galpo 2023 | web reader – Natun Bangla Galpo 2023 | pdf reader – Natun Bangla Galpo 2023 | pdf publisher – Natun Bangla Galpo 2023 | Best web series – Natun Bangla Galpo 2023 | new pdf book – Natun Bangla Galpo 2023 | New story book – Natun Bangla Galpo 2023

Leave a Comment