Best Modern Bangla Kabita Collection 2023 | Subrata Saha

Sharing Is Caring:

সুব্রত সাহা – সূচিপত্র [Bengali Poetry]

অকালবোধন আনলো রোদন – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

ঝরছে বৃষ্টি অঝোর ধারায়,
ফুঁসছে নদী দারুণ রোষে!
বইছে রুধির শিরায় শিরায়,
রসস্ফীতি কোশে কোশে।

উবে গেছে পেনের কালি,
শব্দ গেছে হারিয়ে আজ।
কবিতার বাস গেছে ভেসে
তিস্তার স্রোতে ঢেকেছে লাজ!

মেঘের গুরুগুরু গর্জন,
শুনে তবু নীরব কবি!
কল্পনায় আজ এঁকে চলে
বানভাসিদের দুঃখের ছবি!

বরিষণের অকালবোধন,
আনলো ডেকে দুখের হুতাশ!
দশভুজার ঘোড়সওয়ারী
করুণ সুরে ভরলো বাতাস!

ভুলের মাশুল – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

পরিবর্তন নিয়ে এলো এ’ কী নতুন ত্রাস,
উন্নয়নের জোয়ারে আজ ভাসছি বারোমাস!
রাস্তাঘাট সব খানাখন্দে ভরেছে বিলকুল,
নোংরা জলে থইথই নালা, পথ খোঁজায় হয় ভুল!
চলার পথে পথচারী পড়ছে যে গর্তে,
নরক নেমে এলো বুঝি হেথায় এই মর্ত্যে!
একের পর এক ভুল করেছি, দিচ্ছি তার মাশুল,
প্রতি পলে ভাঙছে হৃদয়, বিঁধছে যেনো শূল!
মননে আর চিন্তনে যে হচ্ছি মোরা দীন,
মর্মে মর্মে গ্লানির বোঝা বাড়ছে প্রতিদিন!
ভাবছি, কেমন করে করবো প্রায়শ্চিত্ত আজ,
সব ভুল শুধরে নিলে তবেই ঘুচবে সকল লাজ!

মায়াবী শারদ অপরাহ্ন – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

শরতের মেঘলা আকাশের নিসর্গ,
অদ্ভুত মায়াবী বিকেলের রহস্যময়তা,
আলোয় রাঙানো ঐ আকাশপথের
মোহময় হাতছানি উপেক্ষা করা–
সত্যিই যে অসম্ভব হয়ে পড়ে!
গোধূলিবেলার ফিরোজারঙে রাঙানো
মুহুর্মুহু বদলে যাওয়া চালচিত্র,
আমাকে পাগলের মত নেশাতুর করে তোলে!

তাকে ধরে রাখার অপরিসীম বাসনা,
কিছুতেই বাধ মানে না!

শুধু একের পর এক খিচিক-খিচিক করে যাই।

তাছাড়া যে আর কোনো উপায়ই থাকে না!

স্মৃতির ঘর ভারাক্রান্ত হতে থাকে,
মাঝে মাঝেই চোখের সামনে ভেসে ওঠে,
সতর্কবার্তা, “স্মৃতি পরিপূর্ণ”!

তবুও বেছে বেছে কিছু মুছে নিয়ে
আবার নতুন করে ভরে তোলা!

তুমি আমাকে পাগল ভাবতেই পারো,
ভাবতেই পারো এ আমার বালখিল্য!

কিন্তু, তবুও পারবো না আমি নিজেকে বদলাতে,
পারবো না করতে নিজেকে এতটুকুও সংযত…

শারদীয় বিকেলের মায়াবী আকর্ষণ এমনই যে!

খেলনা, নয় ফেলনা – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

তোমরা যাদের জঞ্জাল বলো,
ওরাই আমার ছেলেবেলা!
ওদের মাঝেই কাটতো আমার
সকাল-বিকাল-সন্ধ্যাবেলা!
তোমরা ভাবো মূল্যহীন সব,
আমার কাছে ভীষণ দামী!
যত্নে যে তাই গুছিয়ে রাখি,
যেথায় যেটুক পাই আমি।
খেলনা মানেই নয়কো ফেলনা,
এই কথাটা রেখো মনে,
ছেলেবেলার খেলার সাথী
রাখবো স্মৃতির সিংহাসনে!

মা গো, দাও গো এবার ক্ষান্ত – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

আশ্বিন মাসে বিজলি হাসে গুড়ুম গুড়ুম রবে,
ঘাসের আগায় শিশির বিন্দু ঘর বসাবে কবে?
আগমনীর করুণ সুরে বাতাস যাচ্ছে ভরে,
ঝড়-বাদলে তোমায় মা গো দেখবো কেমন করে?
অঝোর ধারায় বরিষণে ডুবলো যে সব পথঘাট,
কাদা প্যাচপ্যাচ পিছল পথে চলাফেরায় ঝঞ্ঝাট!
মায়ের এবার আসা-যাওয়া ঘোড়ার পিঠে চড়ে,
জলকাদাময় মাঠ পেরিয়ে হবে কেমন করে?
নেই তো দুঃখের কূলকিনারা, পাই না ভেবে হদিশ,
গোদের উপর বিষফোড়া ঐ ভয় দেখানো জ্যোতিষ!
বলছে মায়ের ঘোটকযাত্রা নয়কো মোটেই শুভ,
দেশ ও দশের পক্ষে এটা ভীষণই অশুভ!
দুর্ভিক্ষ আর মহামারীর আছে সম্ভাবনা,
অনাবৃষ্টির খরা, নইলে অতিবৃষ্টির বন্যা!
বর্ষাকালের যে বৃষ্টিটা রয়ে গেছে বাকি,
শরতে তা হচ্ছে টানা, নেই তো কোনো ফাঁকি!
আবহাওয়ার নতুন ধারায় ভাসছে পুরো বঙ্গ,
ডুবলো পাহাড়, সমতল সব, বৃষ্টি দেখায় রঙ্গ!

জানি মাগো, বৃষ্টি তো নয়! এ’সব তোমার ইচ্ছে,
তোমার কথায় বরুণদেব যে অঝোরধারা দিচ্ছে!
মোদের ‘পরে এখনও, মা, অ্যাতো অভিমানী?
কীসের পাপের সাজা তুমি দিচ্ছো এতখানি!
ঘাট হয়েছে, মা গো, এবার হও গো তুমি শান্ত,
বৃষ্টিবাদল, ঝড়তুফান সব দিক না একটু ক্ষান্ত!

আজ শ্রাবণে উদাস মনে – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

আজ সারাদিন ঝোড়ো হাওয়ায়
উড়ো মেঘের আনাগোনা,
আকাশ জুড়ে বিছায়-গোটায়
রঙবেরঙের সামিয়ানা।

এই দেখা যায় ঝলমলে রোদ
হঠাৎ ঘনায় ঘোর অন্ধকার!
চড়বড়িয়ে বৃষ্টি নামে
কাপড় ভিজে সব ধুন্ধুমার!

দুড়দাড়িয়ে সকল তুলে
বারান্দায় যেই দিলেম মেলে,
ওমা দেখি অমনি আবার
বৃষ্টি কোথায় গেলো চলে!

সকাল, দুপুর, বিকেল জুড়ে
মেঘবালাদের দাপাদাপি,
সন্ধ্যামণির আঁধার ঘনায়
হা-হুতাশের শব্দে কাঁপি!

বিশ্ব জুড়ে আদিবাসী
দিবস পালন হ’লো আজি,
তারই সাথে মহররমের
তাজিয়া যে উঠলো সাজি।

রাজপথে আজ মিছিল করে
তাজিয়া, ঢাল, দুলদুল চলে,
মুগ্ধচোখে অবাক চেয়ে
কারবালা যাই গগনতলে!

হাসান, হোসেন ভাই দুটি যে
আজও আছে বুকের মাঝে,
বিষাদসিন্ধুর রুধির ধারা
বইছে সেথা সকাল-সাঁঝে!

সন্ধ্যা ঘনায়, আঁধার নামে
মনের মাঝে বাদল জমে,
আদল ভেঙে মাদোল বাজে
বিহানবেলায় ভাকুর দমে!

দ্রিম দ্রিমি দ্রিম ধামসা তালে
লচক্ লচক্ কোমর দোলে,
জ্যোৎস্না রাতে ডুমুরজোলায়
সোহাগী চাঁদ ঘোমটা খোলে!

ঝঞ্ঝাভরা জীবনপথে
একলা কবির উদাসী মন,
অন্ধকারে মিলিয়ে যায়
দহন-জ্বালার তীব্র ক্ষরণ!

প্রৌঢ়ত্বে – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

আজকাল এ’সব কী যে হচ্ছে, পারি না বুঝতে ঠিক,
আটপৌরে বিষয়গুলোও ছোটায় যে দিগ্বিদিক!

গোবেচারা ভাবনাগুলোও ভাবাচ্ছে ভীষণ,
আদরযত্নে করছি পালন ঘরশত্রু বিভীষণ!

হঠাৎ হঠাৎ দুশ্চিন্তা সব জাগছে মনের মাঝে,
বেদনাতুর হৃদয় ভাঙছে নিত্য সকাল- সাঁঝে!

ছোটোখাটো ঘটনাও আজ নাড়িয়ে দেয় মন,
জটিলতায় যাচ্ছে ভরে সহজ-সরল জীবন!

জানি তুমি বলবে হেসে,” নতুন কী আর এতে?
আকছার তো এমনই ঘটে বেশি বয়সেতে!”

এসব শুনে আমি তখন ভাববো বসে আবার,
সত্যিই যে গো “দিনগুলি মোর” হয়ে এলো কাবার!

সুন্দর এই পৃথিবী ছেড়ে নিতে হবে বিদায়,
হিজিবিজি সব ভাবনা নিয়ে বেঁচে থাকাই দায়!

পাহাড়প্রমাণ দায়-দায়িত্ব পিছু টেনে ধরে,
সে’সব পালন না করে কি শান্তি পাবে মরে?

প্রসঙ্গ জাতীয় শিক্ষানীতি – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

মহা শোরগোল দেশ জুড়ে আজ
আসছে নতুন শিক্ষানীতি,
দেশের সকল বিদ্যালয়ে
চলবে এখন একই রীতি।
পাঠক্রমের অন্তর্ভুক্ত
রইলো কী আর কী গেলো বাদ!
এ’সব নিয়েই চলছে দেশে
বাক-বিতণ্ডা আর বিসংবাদ!
ভালো না কি মন্দ হবে?
ছেড়ে দিলাম সে’সব বিচার;-
আশাবাদী হওয়া ছাড়া
মোদের তো নেই যে কিছু আর!
দিলাম সঁপে ভবিষ্যতের
হাতেই সব বিচার করার ভার!

সম্প্রীতির রাখী – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

শুভকামনায় ভাইয়ের হাতে বোন বাঁধে রাখী,
এ’ পরম্পরা দীর্ঘদিন চলে আসছে না কি!
কার্জনের বঙ্গভঙ্গের আবহে রবীন্দ্রনাথ
রাখীবন্ধনের মাধ্যমে জুড়লেন সম্প্রীতির হাত!

পূর্ণিমার এই শুভক্ষণে বোন বেঁধে দেয় রাখী,
ভাই নেয় শপথ, “বোনকে যেন সুরক্ষিত রাখি”!
লোভী হায়নার দল ঘুরছে যে আজ খোলা রাজপথে,
মা-বোনেরা নয় নিরাপদ বিপদ পদে পদে!

রঙবেরঙের সুতোয় রাখী বাঁধে ভাইবোনের মন,
হৃদয় জুড়ে ভালোবাসার সুর জাগায় উত্তরণ।
রাখীর সাথেই আসে ঝুলন কৃষ্ণ-রাধা দোলে,
কচি-কাঁচা সব সাজিয়ে পুতুল মাঙ্গনি তোলে!

সুপ্রাচীন এই দেশ আমাদের মহান রীতিনীতি
বিবিধের মাঝে ঐক্যের সুর – মিলনসংস্কৃতি!
বিশ্বমাঝে রবির কিরণ দানেন বিশ্বকবি,
সাম্প্রদায়িক-সম্প্রীতির এক আলোকোজ্জ্বল ছবি!

ওরা কী চায়? – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

পড়তে বললে পড়ে না,
বিরক্তিতে হয় মুখভার।
এনে দাও তো মোবাইল,
উঠুক না দেখি একবার!

লিখতে বললে পারে না,
অক্ষর জ্ঞানের যে অভাব!
অসাধু উপায় খোঁজে,
ভারী সাংঘাতিক স্বভাব!

বুদ্ধি ওদের নেই, তা নয়,
বরং বেশিই আছে যে!
দুষ্টুমি আর ফাজলামি
দেয় প্রমাণ হাতেনাতে।

বললাম সেদিন একজনকে,
“লেখাপড়া না শিখলে,
জুটবে খাবার কী করে?”
উঠলো হেসে তাচ্ছিল্যে!

“থাকবো স্যার রাজার হালে,
ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে;
‘মনপসন্দ খানা’ খেয়ে
দিন কাটবে হেলেদুলে!”

“ঘরেতেই অনলাইনে
কারবার সব চলবে হেসে;
কী হবে পড়েশুনে?
ফালতু চক্করে ফেঁসে!”

“লেখাপড়া করে যে
ঘুষের চক্করে ফাঁসে;
না দিলে ঘুষ চাকরি নেই,
লাভ নেই তাই ডিগ্রী পাশে!”

শুনে তো আমি তাজ্জব,
বলে কী রে এই ছেলে!
নেচেকুঁদে জীবনভর
কাটাবে হেসেখেলে?

তারপরেই মনে হলো,
এটাই এখন স্বাভাবিক;
রাজার হালে কাটায় আজ
ওদের হিরো রাজনীতিক!

একগাদা লিখে-পড়ে
শিক্ষিত বেকার হয়ে,
কেন মিছে বেড়াবে
কষ্টকর জীবন বয়ে!

নালিশ – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

নেই অবসর! সঙ্গী কোথায়?
কাটে যে দিন নানান কাজে!
মায়াবিনী সন্ধ্যাবেলায়,
অবসর ঠিক নিই যে খুঁজে!

মোবাইলটা হাতে তুলে,
কাজের কথা যাই যে ভুলে!
‘খেলা-লেখা’-র ফাঁকে ফাঁকে,
দেখি বিশাল আকাশটাকে!

নীল আকাশটা ঢেকে থাকে
পেঁজা মেঘের নরম তুলোয়।
গোধূলি আলোর লাল মায়ায়
কাজের পাহাড় সব যায় চুলোয়!

জ্বলে ওঠা সাঁঝের আলোয়
কখন যেন সন্ধ্যা ঘনায়।
শাঁখের ধ্বনি ডাক দিয়ে যায়,
কাজেরা সব নালিশ জানায়!

ভিক্ষার ঝুলি বনাম টাকার থলি – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

ঝুলি কহে, “থলিভাই! মনে নাই মোরে?
ঝুলিতাম দুই ভায়ে বিপণির দোরে!
ধনী এক বাবু আসি কিনিলো তোমারে,
আজ আমি ভিক্ষা মেগে ঘুরি দ্বারে দ্বারে!
জানি না কী জাদুবলে দেখা হ’লো আজ,
ভাই বলে এসো বুকে ফেলে সব লাজ!
ভেদাভেদ ভুলে গিয়ে আজি শুভ দিনে,
এসো মোরা মিলেমিশে খুশি নিই জিনে!”

“ভুলিতে তো চাই তবু ভুলিবো কি করে ?
অধুনা উদর তব কেন বেশি ভরে!
কুটুম্ব হলেও মোরা এক নহি মোটে!
সিন্দুকেতে বাসা মম, তব কাঁধ জোটে!
তুমি ঝুলি আমি থলি, যতক্ষণ খালি,
কুটুম্বিতা দোঁহে মিলে, একসাথে পালি!
অর্থ অনর্থের মূলে, জেনে রাখো ওরে,
উদর ভরিবে যদা, দূরে যাবো সরে!”

বাঁচাও নলবন – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

কলিকাতার পুব পাশেতে আছে বন এক খাসা,
নোনা জলার ধারে শুধুই নলখাগড়াতে ঠাসা!

এই নলবনই হ’ল রাজ্যের প্রথম ‘রামসা সাইট’।
পৃথিবীর একমাত্র প্রাকৃতিক জলশোধক, রাইট!

কলকাতা শহরের যত জ’লো আবর্জনা,
গতি করতে তাদেরকে সব এখানে হয় আনা।

উন্নয়নের জোয়ারেতে হচ্ছে সে’ বন উধাও,
তাইতো ছিরিক বৃষ্টি হলেই রাজপথে চলে নাও!

আগামীতে আসছে নাকি বিপদ আরও কতো,
আবর্জনায় ডুববে শহর ভাগাড়খানার মতো!

শোন রে মানুষ ফেরাও হুঁশ এখনো সময় আছে,
গরিমা ভুলে নতশির হও প্রকৃতির কাছে!

নগরায়নের বুঁদনেশায় করেছো মনমানি,
বন-পাহাড় আর জলাভূমির ঢের করেছো হানি!

ছাড়ো ও’সব মনের খেয়াল, সোজা পথে এসো,
প্রকৃতি যে মা আমাদের, একটু ভালোবেসো!

আবহমান – সুব্রত সাহা [Modern Bangla Kabita Collection]

ঢ্যাম কুরাকুর কুরুরকুরুর
ঢ্যাম কুরাকুর কুর,
আসছে ভেসে ঢাকের আওয়াজ
ভারী সুমধুর!
সপ্তমীতে মায়ের পুজোয়
কলাবউয়ের স্নান,
ধুয়েমুছে সাফ হয়ে যাক
মন খারাপের গান!
বছর ঘুরে মা এসেছে,
মিলবে ধরার ত্রাণ।
রোগ-ব্যাধি সব দূর হয়ে যাক,
বেদনা হোক ম্লান!
অষ্টমী আর নবমীতে
উঠুক মেতে দেশ,
দশমীতে বিসর্জনে
বিয়োগব্যথার ক্লেশ!
বছরভর ফের অপেক্ষাতে
রয়ে যাবে রেশ।
আগমনীর সুর ভেসে যায়
নেই শুরু কি শেষ!
মেঘদূতেরা ছুটে বেড়ায়
আকাশজুড়ে বেশ।
আবহমান কাল কেটে যায়,
একলা নির্নিমেষ!

সুব্রত সাহা | Subrata Saha

Bardhaman District Pancham Dol 2023 | পঞ্চম দোল – বসু পরিবার ও দেবকী বসু

New Bengali Novel 2023 | অকপটে অগ্রজকে (পর্ব ৪) | অতনু দাশ গুপ্ত

2023 New Bengali Story | রামপদর ভুবন | কৃষ্ণকিশোর মিদ্যা

Mother’s Day History Information | মাতৃদিবসের উৎপত্তি, তাৎপর্য ও বাঙালি প্রতিক্রিয়া | 2023

Nalish Lyrics | Nalish 2 Lyrics | Valo Cheler Nalish | Nalban Boating Complex | Abohomaan (2009) | Abohoman kobita poem lyrics | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Kobita Bangla Collection in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla Online Kobita | Bangla Online Kobita 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | Kobita Bangla Collection in mp3 | writing competition hong kong | writing competition game | Bangla Online Kobita pdf | Bangla Online Kobita pdf book | Bangla Online Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | Natun Bangla Kabita 2023 pdf book | Writer – Kobita Bangla Lyrics 2023 | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Top poetry – Natun Bangla Kabita 2023 | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bengali Poem | Best poem in Bengali Forever | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf | Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top newest Bengali Poetry | Bangla Kobita in Live | Live collection Bengali Poetry | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry

নালিশ | ভিক্ষার ঝুলি বনাম টাকার থলি | বাঁচাও নলবন | আবহমান | নালিশ (চলচ্চিত্র) | নালিশ ২ | নালিশ কবিতা | নালিশ অর্থ | মেঘলা নালিশ | ভাল ছেলের নালিশ | একশো নালিশ | নালিশ ২ লিরিক্স | কারো বুকে নালিশ নেই | কহিল ভিক্ষার ঝুলি টাকার | আবহমান কবিতার আলোচনা | আবহমান কবিতার প্রশ্ন উত্তর | আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আবহমান প্রশ্ন উত্তর | আবহমান কথাটির অর্থ কি | নবম শ্রেণির আবহমান | আবহমান – সৃষ্টিসুখ | আবহমান পাঠ | ঋতুপর্ণ ঘোষের আবহমান | বেদ আবহমান | আবহমান বাংলা কবিতা

1 thought on “Best Modern Bangla Kabita Collection 2023 | Subrata Saha”

  1. একরাশ ভালোলাগা, অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা শব্দদ্বীপ ওয়েব ম্যাগাজিন কর্তৃপক্ষ 💞🙏💞

    প্রিয় কলমসাথী ও পাঠক বন্ধুগণ আপনাদের পাঠ প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম 💞🙏💞

    Reply

Leave a Comment