Top Kobita Bangla Lyrics 2023 | Md. Wasiur Rahman

Sharing Is Caring:

পালটে যাওয়া সময় – মোঃ ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

চির যৌবনা নদী বয়ে চলেছে অবিরাম, চারিদিক কেউ নেই-
আমার করতলে ঘনিষ্ঠ রাখা যে হাত সফেদ, তীক্ষ্ণ সুন্দরীর, সেই;
আমার চোখে নির্লিপ্ত ঘাতকের দৃষ্টি রেখে পান করে চলেছে সুরা।
ছিমছাম হয়ে অনীলের নীলকে দেখা আর শেষ রেলের অপেক্ষা করা;-
ঝোলানো ফাঁসের শূন্যে পেতেছি মাথা, থাকি অপেক্ষায়,
যেনো হঠাৎ নরক নেমে এসে সমস্ত ফাঁস ছিঁড়ে নিয়ে যায়।
অরণ্যময় মস্তিষ্কের, উদ্ভ্রান্ত মানুষ আমি,
তাকিয়ে দেখি সমস্ত মানুষ-সব বিচিত্র, আর সময় অদ্ভুত নিরঙ্কুশ।
আমি ধরা-ছোঁয়ার বাইরে, নিষিদ্ধ বন্দী-
ফিরে পেতে চাই আমার সবকিছু,
তবু পালটে যাওয়া সময় আঁটে ফন্দি।
এখানকার কিছুই আমার জন্যে নয়, আমিই এসেছি ভুল শহরে,
কোন সহজ রাস্তা নেই, কোন প্রতিচ্ছায়াকে হঠাৎ দেখি যায় সরে।
সমস্ত ক্রিয়ার কলা অজানাই থেকে গেলো, নির্বোধরাই ভেবে নিচ্ছে প্রমাণের চেষ্টায় রত আছি,
এ সেতুর নিচে প্রবাহমিনী বয়ে চলে সঙ্গী করে কত কিছু, কেউ না জাগুক আমি পার হয়ে যাচ্ছি।
অরণ্যময় মস্তিষ্কের, উদ্ভ্রান্ত মানুষ আমি,
তাকিয়ে দেখি সমস্ত মানুষ-সব বিচিত্র, আর সময় অদ্ভুত নিরঙ্কুশ।
আমি ধরা-ছোঁয়ার বাইরে, নিষিদ্ধ বন্দী-
ফিরে পেতে চাই আমার সবকিছু,
তবু পালটে যাওয়া সময় আঁটে ফন্দি।
হয়তো একদিন সবকিছুই শেষ হয়ে যাবে, সিগারেটের মতো নয়, হঠাৎ করেই-
আমি শুধু চলেছি, সমস্ত ব্যস্ত শহর নিমগ্ন থাকুক, যতদূর সম্ভব পার হয়ে যাই।
স্রোতস্বিনীতে জল গড়িয়েছে বহু, বয়ে গেছে কতকিছু, ঝাঁপ দিয়েছে কে জানা নেই;-
আমি কোন ভুল করছিনা, ঠিক উড়ে যাবো নরকের বাতাসে;
পৃথিবীর সমস্ত মিথ্যেগুলোর সত্যটাকে খুঁজে বার করতে আকাশে।
অরণ্যময় মস্তিষ্কের, উদ্ভ্রান্ত মানুষ আমি,
তাকিয়ে দেখি সমস্ত মানুষ-সব বিচিত্র, আর সময় অদ্ভুত নিরঙ্কুশ।
আমি ধরা-ছোঁয়ার বাইরে, নিষিদ্ধ বন্দী-
ফিরে পেতে চাই আমার সবকিছু,
তবু পালটে যাওয়া সময় আঁটে ফন্দি।

চেনা গল্প (একটি রুমি অনুপ্রেরণা) – মোঃ ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

অস্থির উত্তুঙ্গ বিক্ষিপ্ত পাগলগুলো যাদের বেধে রাখা হয়েছে শক্ত শেকল দিয়ে,
তাদের সারিতে দাঁড়িয়ে স্বাধীন ও মুক্ত হবার সময় এসেছে।
দেহের খাঁচা থেকে আত্মাকে মুক্ত করার সময় এসেছে,
সমস্ত পার্থিবতায় আগুন ধরিয়ে উন্মুক্ত রাস্তায় আজ দিকশূন্য হয়ে ছুটে যেতে হবে ।

মৃত্যুই আমাদের সৃষ্টি করবে, কেন না বিয়োজনই এনে দিতে পারে অভাবনীয় নির্যাস, স্বর্গের!
যেমনটা উলটো হয়ে চিরুনি বিলি কাটে কেশবতীর!
তেমনি উলম্ব হয়ে ঝুলে যাওয়া চাই আমাদের।

শক্ত রাস্তায় নিদারুণভাবে ছড়িয়ে থাকা বীজের মতো ছড়িয়ে পড়ুক হৃদয় কণা,-
যেমন বৃক্ষরাজির চাঁদোয়া বিস্তার গভীর অরণ্যে, তেমনি অন্তর ছড়াক প্রশস্ত পাখা।
তবেই তো পাথর গলে হয় মোম, মোমবাতি মুক্তি নেয় মথে,
ঠিক যেমন দাবার চালে ফিরে পাওয়া শক্তি!

সময় এসেছে পুরোনো জঞ্জাল সরিয়ে নিজেকে ফিরে পাবার, খুঁজে বের করার,-
দুরন্ত চালেই জাগুক উল্লাস, যখন দাবার ছকে ফিরে আসে হারানো রানী আবার।
গল্পের কলকাঠি থাকুক প্রেমিকেরই হাতে,
ইচ্ছে মতো সাজানো যাক প্রিয় পট বারবার।

অন্য জীবন – মোঃ ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

হিসেবের খাতা আজ অর্থশূন্য বিরক্তিকর,
এমন হিসেব অর্থহীন, যখন সমীকরণ বলে প্রাপ্তির খাত শূন্য।
এমন এক রিক্ত প্রাণ খুঁজে ফেরে সিক্ত চরাচর।
সিক্ত থাক মরুভূমির বালুকণার অন্তরটুকু গহীনে,
তীব্র দাবদাহ যার প্রাপ্য, শুষ্ক অশ্রুকণার মতই অর্বাচীন নগণ্য।
এমন অহেতুক প্রাণের কল্পনায় কালো ছেঁড়া মেঘ ওড়ে।
ওড়ে অবাস্তব আকাঙ্ক্ষা চিরতরে মেঘের অন্তরে একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়তে অজানা ভূধরে।
মিশিয়ে দেবে সবুজ, মেলাবে তৃষ্ণা অকাতরে,
অন্যকোন লোকালয়ে, অন্য জীবনের তরে,
অজানা সাগরে, অজানা কারো তরে, দূর বহু-দুরে।

বিষন্নতার আহবান – মোঃ ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

এই যে স্তব্ধ চুপ করে বসে থাকাঃ বড় ভালো লাগে।
একটা বিরতি,
যেনো একটা মুক্ত খোলা মাঠ,
একটা হিজিবিজি আকার পট,
একটা আনকোরা কবিতার খাতা।
কিছু না বলার ফাঁকে তবু কথা না বলার বিরতি।
শুধু নিজের সাথে কিছু কথা বলে ফেলার সু্যোগ,
অব্যক্ত যোগাযোগ পৌঁছে যায় অতীতে অথবা সামনে অথবা তা আসলেই থাকুক স্থাণু।

একটু আগের চাঞ্চল্য রূপ নিক বিষন্নতার,
এই বিষন্নতাটুকুই সঙ্গী হোক।
মদিরাটুকু আশ্রয় পাক একান্ত পাত্রটিতে,
আর তার কিছু সুগন্ধ বন্দী হোক।

যেমনটা দিন শেষে সারাদিনের আলোগুলো লাল হয়ে গোধূলিতে আশ্রয় নেয়।

আলিঙ্গনলো বহুদূরে চলে যাক,
হয়ে নির্বাসিত, অভিশপ্ত।
প্রতিশ্রুতি গুলো কুয়াশায় ঢেকে যাক,
অরণ্য ঢেকে যাক সমস্ত।

স্বপ্ন দেখুক অন্ধকার,
ভালোবাসুক এ স্তব্ধতা,
বিরহ গুলো সব হয়ে যাক কল্পনা।
খরতাপের পর হিমেল হাওয়া জানান দিক উষ্ণতা,
বয়ে যাক দিয়ে খোলা জানালা।

বিষন্নতাগুলো আজ বড় বেশী প্রেমময়,
অস্তিত্ব জানান দেয়,
যেমন মুক্ত ওই পাখিগুলো, গান গেয়ে দূর থেকে,
নৈকট্য জানান দেয়।

এখানে দিনের হিসেবগুলো গোবেচারা, কর্মহীন, খুঁজে ফেরে অর্থ,
বিষন্নতা আড় হেসে, পাশে এসে বসে, কানে কানে বলে সেই অব্যর্থ।

বেহিসেবী – মোঃ ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

মাতাল হবার সময় হয়ে এসেছে,
কোন কিছুতেই আর সম্বিত লোপ পায়না যখন,
মাতাল হওয়া আজ বড্ড প্রয়োজন।
লাভ ক্ষতির হিসেব গুলো যখন বড্ড নিরুংকষ ও প্রকট,
সময় হয়েছে ভেংচি কাটার, মুখপোড়া হনুমানের আজ মাতাল হবার খুব দরকার।
পায়ের নিচের শুকনো পাতার শব্দও আজ কড়া গুনে বাজে, তাই জেনেশুনে সম্বিত হারাতে চাই।
ভুলে যাওয়া যাক নাম, ভুলে যাওয়া যাক পথ,
একটা বড্ড হিসেব হীন নেশা চাই আজ।
যেখানে কমলা রঙ এর রোদটিও ভুলে যাবে তার রঙ,
এলোমেলো পা ফেলবে ছোট পাখিটা, ঘুরে ফিরে তবু ফিরে আসবে সেই এক রাস্তায়।

সুখ নগরের কামনায় – মো: ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

অশুদ্ধ সুখ নগরের বসবাসটাকে পোক্ত করে তুলতে আজ মন উচাটন হয়ে থাকে।
বাধ্যবাধকতার বৃত্তে আবৃত ঘরের চাইতে নিষিদ্ধ ডেরায় উদাসীনতা মিশে থাকে।
যে উদাসীনতায় পাখি মেলে ডানা, উড়ে বেড়ায় রঙ্গিন সব কীট-পতঙ্গ;
এরা সকলেই নিষিদ্ধ নগরের নিষাদ বাসিন্দা; তবুও স্বাধীন।
কোন বহিরাগত দুঃস্বপ্ন নেই এখানে,
তাই এমন নিষিদ্ধ শহরকেই নিজের মতো করে পাবার বাসনা যন্ত্রণা হয়ে চেপে বসের হৃৎপিণ্ডের উপর;
ফুসফুসে বুনে চলে কালো জালের প্রবল বুনন।
সমস্ত আকাশ আজ উন্মুখ হয়ে খুঁজে এমন কোন নিষিদ্ধ শহর আছে এই চরাচরে;
বৃক্ষরাজি বাতাসের ফুঁ-এর সাথে মিশিয়ে দেয় নিজেদের পলকা বীজ।
যেন দমকা বাতাসে উড়ে উড়ে খুঁজে নেবে তারা ওম চন্ডাল মৃত্তিকার।
এমন এক নিষাদ নগর –
যেখানে সমস্ত বস্তুবাচক বাতুলতার সামনে দাঁড়িয়ে থাকবে বদ্ধ নিরেট এক সিংহদ্বার।
এখানে এই সমস্ত সভ্য চরাচরে মহামারীতে মরে গেছে সকল মানুষ।
মৃতদের পাল ঘুরে-ফেরে জীবিতদের সন্ধানে,
আর গুটি-কয়েক পালানো জীবিত তাই খুঁজে চলে স্তব্ধতায় হারানো অচ্ছুৎ জনপদ।
স্মৃতির পাতায় আজ যতটুকু আসে,- ঘুম ভেঙে কোনদিন মন ভালো ছিল না আমার;
এমনকি প্রথম যেদিন ঘুম ভেঙে ক্রন্দন চিৎকারে সবাইকে বলেছিলাম আমি বেঁচে আছি;
সকলেই হয়তো ভুলে গিয়েছে সেই স্মৃতি;
তবু আমার মনে পড়ে, সেই দিনও মন ভালো ছিলা না আমার।
সমস্ত জগৎ আজ পুড়ে ছাই হতে চলছে; মহামারীর আগুনে।
জীবনের ভাড়াটে গাড়ী অহেতুক ছুটে চলছে তবু তপ্ত মরুভূমির বুকে, খুঁজে ফিরতে কোন নিরাপদ আস্তানা।
সমস্ত প্রিয় মুখগুলো যখন এক এক করে হয় যায় অচেনা, তখন ভুল-ত্রুটির সমীকরণখানা এক অহেতুক জাঁদরেল অনুশীলন।
এমন এক গণিতের ক্লাসকে পেছনে ফেলে সমস্ত খাতা পত্র ছিঁড়ে-ছুড়ে ফেলে দিতে চাই আস্তা-কুঁড়ে;
কেন না চারিপাশে শুধু ঝুলছে বিকৃত মৃতদেহ!

অবশেষের পর – মো: ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

চলেই যেতে হবে বন্ধু,
চলে যেতেই হবে তাইঃ
তুলে নাও যদি পারো, যা থাকবে চিরকাল তোমার সাথে,
তুমি ভাবছো মন থেকে, বা যদি পারো তা কখনো ভেবে নিতে।
থাকেনা হয়তো সবই একইরকম, এক রং আবহমান,
ওই যে দরজায় দাড়িয়ে মন, সে তো অনাথ চিরকাল।
দাড়িয়ে থাকে চৌকাঠে, তোমায় করে দিতে শেষ, বলে যায়ঃ
সবই শেষ, সবই শেষ, থাকেনা কিছুই অবশেষ।
জ্বলে সেও হয়ে যায় নিঃশেষ, যেমন আগুন সূর্যের বুকে।
আজ এ পথ তো শুধুই জুয়াড়িদের দখলে,
অজানা বাতাস বলে যায় কথা, চলতি পথে।
ভেবে নাও যা সে আনে মনে, সময়ের প্ররোচনায়।
নিঃস্ব এক রিক্ত আঁকিয়ে, বসে থাকে সে পথের বাকে,
একে যায় অদ্ভুত আল্পনা, তোমার সাদা পাতায়।
এ আকাশও নিজেকে আজ গুটাতে চায়,
তোমার পথের প্রতিচ্ছায়ায় লুকোতে চায়।
বলে যায়ঃ
সবই শেষ, সবই শেষ, থাকেনা কিছুই অবশেষ।
সেই ভবঘুরে কখন যেন পথ ভুলে কড়া নাড়ে,
থাকে তোমারই সে পুরানো ছেড়া শার্ট পড়ে,
আটো হয়েছে যা তোমার বহু আগেই।
সেই সমুদ্র ক্লান্ত মাঝিরা আবার ঘরেই ফেরে,
তোমার শ্রম সেনারাও খালি হাতে ফেরে ঘরে।
সেই পুরোনো প্রেম,
যে চলে গেছে নিয়ে তার সর্বস্ব বহু আগেই,
যে ঘরের গালিচাও শূন্যে ভেসে যেতে চাইছে বারবার, সে বাতাসে, যা বলছে কানে কানেঃ
সবই শেষ, সবই শেষ, থাকে না কিছুই অবশেষ।
পথের মাড়ানো নুড়িগুলো বুঝি হারিয়েছে কবেই,
মৃত তারার দল, যারা জ্বলছে আজো, ভেবেই বা কি? নাকি তারা ভাবছে তোমাকে?
তাই ভেবে নাও নতুন কিছু, যখন, সবই হয়ে যায় শেষ, থাকেনা কিছুই অবশেষ।

হয়তো সকলের সাথেই ঘুমুতে গিয়ে, ঘুমন্ত সবাইকে রেখেই চলে যাওয়া যেতে পারে অন্য জগতে।
যেখানে মানব শূন্য পৃথিবী কেবল শুরু করেছে পথচলা।
আবারো ক্রমাগত ঘুরেফিরে, কোন প্রজাপতির ডানায় চড়ে, আবার ঘুমের বিছানায়!

ভ্রান্তির খোঁজে – মো: ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

চোখ রেখে খোলা জানালায়,
শরতের এ নীল আকাশটায়,
সাদা মেঘেরা উড়ে চলে যায়।

আমি নইতো সেই আমি,
বসে বসে শুধু এই ভাবি,
যা ভেবে রেখেছো তুমি।

যত্নে আপন করে রাখবে বাধন,
তোমারই সব স্বপ্ন করতে পূরণ,
করবেই অসম্ভব সব আয়োজন।

শুধু করতে তোমায় সমর্থন,
উড়িয়ে দিয়ে সব সমীকরণ,
আগলে রাখবে সারাক্ষণ।

আমাকে যাকে দেখছো তুমি,
সেইরকম কিছু নইতো আমি,
আকাশটা নীল দেখেছো কি?

সাদা সাদা মেঘগুলো কি এমনিই নামে?
আকাশের ডাকেই তো জোয়ার আসে,
সবকিছুকে গভীরে ডুবিয়ে দিতে, বানে।

গড়তে দেবো না কিছু তোমায়,
খুঁজবে আশ্রয় খোলা রাস্তায়,
তবেই যদি আমায় চেনা যায়।

না না আমি নইতো সেই মানুষ তুমি যাকে খুঁজছো,
উঁচুতে মেঘগুলোকে কখনো কি মন দিয়ে ছুঁয়েছো,
একবার ভেবে দেখো কখনো কি নিজেকে বুঝেছো?
তাইতো না, এইতো আমি নই তুমি যাকে খুঁজছো!

Kobita Bangla Lyrics

বর্ষণ অবগাহন – মো: ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

মেঘাচ্ছন্ন আকাশ মানেই শুধু মন খারাপের কবিতা নয়,
মেঘাচ্ছন্ন আকাশ মানে, ঘনিয়ে আসা প্রতীক্ষার প্রহর।
যে প্রহরের অন্তে সমস্ত ভূধর ক্লান্তির ধুলো ধুয়ে নির্মল হয়।
মেঘাচ্ছন্ন আকাশের মতো করে অন্ধকার বিষন্ন মন তাই আমাকে আবারো প্রেরণা দেয়,
যেমন শুষ্ক মৃত্তিকার জঠরে লুকোনো পুরোনো সুপ্ত বীজ উপ্ত হয়;
ঝরে পড়া বারিধারা যেমন প্রেষণা জোগায় ময়ূরের পেখমে, লুকোনো হরিৎকে রূপ দেয়;
বৃষ্টি আসবে আজ এই কামনায়, অন্তরের গুমোট খাঁজে খাঁজে জমে স্বেদ,
জমে থাকা মেঘ বৃষ্টি বিনা উড়ে গেলে কখনো, মন নিস্তেজ হয়ে যায়, বুকে ক্ষত বাড়ায় তপ্ত খেদ।
তাই মেঘাচ্ছন্ন আকাশ আমার বড় প্রিয়, খুঁজে চলে মন অবিরাম বারিধারা, প্রবল বর্ষণ;
অলিতে গলিতে আজ জমে যাক জল, ধ্বসে যাক মাটি নামুক পাহাড়ি ঢল।
বৃষ্টির ছাটে কখনো ধুয়ে যাবে নোনা চিবুক; শুষ্ক ফুসফুসে তাই চলুক সিক্ত ক্রন্দন।

অপাংক্তেয় হিসেব – মো: ওয়াসিউর রহমান [Kobita Bangla Lyrics]

হিসেবের খাতা আজ অর্থশূন্য বিরক্তিকর,
এমন হিসেব অর্থহীন, যখন সমীকরণ বলে প্রাপ্তির খাত শূন্য।
এমন এক রিক্ত প্রাণ খুঁজে ফেরে সিক্ত চরাচর।
সিক্ত থাক মরুভূমির বালুকণার অন্তরটুকু গহীনে,
তীব্র দাবদাহ যার প্রাপ্য, শুষ্ক অশ্রুকণার মতই অর্বাচীন নগণ্য।
এমন অহেতুক প্রাণের কল্পনায় কালো ছেঁড়া মেঘ ওড়ে।
ওড়ে অবাস্তব আকাঙ্ক্ষা চিরতরে মেঘের অন্তরে একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়তে অজানা ভূধরে।
মিশিয়ে দেবে সবুজ, মেলাবে তৃষ্ণা অকাতরে,
অন্যকোন লোকালয়ে, অন্য জীবনের তরে,
অজানা সাগরে, অজানা কারো তরে, দূর বহু-দূরে।

মো: ওয়াসিউর রহমান | Md. Wasiur Rahman

Lost music and culture in Bengali wedding ceremonies | Bengali Article

Dr. BR Ambedkar Short Biography | ডাঃ বি আর আম্বেদকর | 2023

32 Beshas of Jagannath Mahaprabhu | পুরীর জগন্নাথ মহাপ্রভুর বত্রিশ প্রকার সাজ-শৃঙ্গার

2023 New Bengali Story | গুরুতর সন্দেহ | হাসির গল্প ২০২৩

Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | short story length | long story short | long story short meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | Bangla Online Kobita | Bangla Online Kobita 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | Bangla Online Kobita pdf | Bangla Online Kobita pdf book | Bangla Online Kobita – video | Shabdodweep Writer | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Shabdodweep Writer | Shabdodweep Poetry | Natun Bangla Kabita 2023 | Kobita Bangla Lyrics 2023 book | Natun Bangla Kabita 2023 pdf book | Writer – Kobita Bangla Lyrics 2023 | Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Top poetry – Natun Bangla Kabita 2023 | Best seller – Natun Bangla Kabita 2023 | Full pdf book – Natun Bangla Kabita 2023 | Free download pdf – Natun Bangla Kabita 2023 | Audio book – Natun Bangla Kabita 2023 | Video book – Kobita Bangla Lyrics | Video poetry – Kobita Bangla Lyrics 2023 | Audio poetry – Kobita Bangla Lyrics | New Poetry book | Shabdodweep poetry book | Shabdodweep International Web Magazine | International Bengali poetry | Bengali Poetry publisher | Shabdodweep Publisher | Shabdodweep Publisher 2023 | Shabdodweep Video Publisher | Shabdodweep Audio Book | Shabdodweep Video Book | Shabdodweep Mp3 poetry | Audio Poetry mp3 | Audio Poetry wmv | Video poetry mp4 | Poetry Bangla Word 2023

Leave a Comment