Best Poetry Archive – Kalyan Sundar Haldar
বদলে গেছে দিন – কল্যাণ সুন্দর হালদার
দিন বদলের পালা
মুখে কুলুপ তালা
সবার হাতে কাঠি গা করে ঘিন ঘিন
সন্ধ্যা নামার আগে
চাঁদের আলো জাগে
বদলে গেছে দিন সব চরিত্রহীন।
জোৎস্নামাখা রাতে
ময়লা পড়ে ভাতে
জীবন গড়ার পথে শব্দ যে মলিন
ছোট্ট ডোবার পারে
বড় নদীর ধারে
বদলে গেছে দিন জীবন হলো লীন।
শব্দগুলি বাঁকা
খাতায় দেখি আঁকা
বর্ণপরিচয়ের পাতায় বর্ণগুলি একা
নিঃস্ব হওয়ার পথে
জগন্নাথের রথে
বিবেক নিয়ে বসে পায়না কারো দেখা।
রঙিন স্বপ্ন – কল্যাণ সুন্দর হালদার
জীবন দেখেছে কত স্বপ্ন
স্বপ্ন গিয়েছে মরে
গাঙুরের জলে কলার ভেলায়
রক্ত গিয়েছে ঝরে।
রক্ত জমাট বেঁধেছে দেহে
সব তো হয়েছে জল
মেদহীন দেহ কঙ্কাল সার
ব্যর্থতার ফলাফল।
তবুও জীবন পারেনি পালাতে
সরাতে পারেনি চোখ
পৃথিবী ঘুরছে মনের খেয়ালে
পাবে বলে বড় শোক।
আকাশের চাঁদ – কল্যাণ সুন্দর হালদার
আকাশে চাঁদ ভাসে
মিটি মিটি তারা হাসে
সামনে অন্ধকার হাসি আজ বদ্ধ
চিতার পাশে কারা নাচে
আনন্দে তারা খুব বাঁচে
পাথরের বুকে যন্ত্রণা কেঁদে জব্দ।
লাভা আজ ভারী পাথর
খুঁজে ফেরে সেই আখর
সময়ের সাথে জমাট বেঁধেছে নিঃশ্বাস
ভেঙে গেছে বাসাটাই
ভুলে গেছে সব্বাই
হারিয়েছে আজ বুক ভরা বিশ্বাস।
সাদা-কালো – কল্যাণ সুন্দর হালদার
সাদা বকের মেলা
ভাসায় যদি ভেলা
করিস নারে হেলা
মুক্তি নিয়ে খেলা।
মন্দ তবু ভালো
বন্ধ ঘরে আলো
অন্ধ মনে কালো
ছন্দ ঘরে জ্বালো।
বিশ্ব মনের কোণে
জাগায় প্রতি ক্ষণে
নিঃস্ব আজি মনে
ভীষ্ম আছে পনে।
নদীর ঢেউ অশান্ত
নৌকো মাঝি ক্লান্ত
মনের ফেউ শান্ত
লক্ষ্য যে দিকভ্রান্ত।
পাখি – কল্যাণ সুন্দর হালদার
পাখিকে কেউ খাঁচায় ভরিস না
সুযোগ খোঁজে উড়ে যাবেই চলে
ঠিক কী না?
মনের খাঁচা তপ্ত বালু হবে
শূন্য খাঁচা শূন্য পড়ে রবে
শূন্য খাঁচা ভরেছে কে কবে?
জীবন নদী হবে জীবনহারা
ভাঙবে নাতো লৌহ কপাট মানি
সত্যি তাই নয় কী?
শুকনো ঘাসে তৈরি করা ছিপ
অচৈতন্যে ভারাক্রান্ত জীব
আবার,
চৈতন্যে অটল দেখি শিব।
দেশ প্রেমের মডেল – কল্যাণ সুন্দর হালদার
দেশ প্রেমের মডেল গুলো
রিক্ত শেয়াল
ক্ষুধার পেটে বন্য প্রাণীর
ক্ষুব্ধ খেয়াল।
বুদ্ধিজীবীর বুদ্ধি নাশে
দেশ রসাতল
ধ্বংস বিবেক চামচে গুলো
যায় তলাতল।
শীতল বারি পাতাল ফুঁড়ে
করতে সৃজন
শুদ্ধি করন করবে কেডা
নাই মহাজন।
অঙ্গে লাগাও মাটির ধুলো
শুদ্ধ মনে
বোদ্ধারা সব বুদ্ধি বানাও
সাধুর সনে।
গণ্ডগোল – কল্যাণ সুন্দর হালদার
দিন যায় দিনের শেষে
মানুষ কেন গরুর বেশে
দাঁত কেলানো হাসি হেসে
শুয়োরের বাচ্চা গুলো
বাধায় বহুত গণ্ডগোল।
বিবেক নীতি গেল কোথায়
ছদ্মবেশে ছাতার তলায়
গদির উপর নেতা চেঁচায়
ধোকা বাজি হিংস্র নেশায়
শিরায় শিরায় গণ্ডগোল।
গর্জেতো কই ওঠেনা কেউ
চা দোকানে কেবলই ঘেউ
বাঘের পিছে নেইতো ফেউ
গলির পথে দেখি হট্টগোল
শিক্ষা চোর জেলে বসে
খাচ্ছে পাঁঠার ঝোল।
চলছে দিন – কল্যাণ সুন্দর হালদার
সিক্ত পেয়ালা রিক্ত হাতে
শিউলি বকুল মড়ার খাটে
গামবাটেরা পুরানো হাটে
নগ্ন ষোড়শী নাচছে রাতে
এইতো দিন চলবে দিন।
সারাটি দিন মগজ ধোলাই
ভিক্ষা গ্রহণ বিবেক সেলাই
সবার উপরে ব্রজের কানাই
তবুও চোরে বাজায় সানাই
এইতো মজার চলছে দিন।
হাড় হাবাতে মাথা মোটা
আস্ত পুকুর গিলছে গোটা
কুকুর গুলো বাঁধছে লোটা
জন্মে ধিক্ ধিকরে নোটা
চলছে দিন চলবে দিন।
জিজ্ঞাসা – কল্যাণ সুন্দর হালদার
মনের অগোচরে হৃদয় আকাশে
জমে যায় কিছু ভাষা
কলম পিপাসু মনের কলমে
লিখে যাই কাঁদা-হাসা।
কত জঞ্জাল কত ময়লা
পথের দু-ধারে দেখি
সময়ের তালে সময় হারায়
ভালবাসা শুধু মেকি।
জন্ম-মৃত্যু জীবনের দুই ধারে
মাঝে কটা দিন বাঁচা
রঙিন মদের ঠুনকো পেয়ালায়
চুমুক দিয়ে শুধু নাচা।
লাভের খাতায় লোকসান কেন
হিসাবের খাতা বলে
ধিক্কারে আজ বনেরা পশুরা
শিক্ষা হারা প্রতি পলে।
স্বপ্ন চোর – কল্যাণ সুন্দর হালদার
ছোট্ট মদন পকেট কাটে বাবার পকেট
ভাই বোনেরা সামলে রাখে গলার লকেট,
ইসকুলেতে পেন চুরি আর খাতা চুরি
মদন সোনা একাই করে নেইতো জুড়ি।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
যৌবনে সে বাবার কথা নেয়নি মোটে
পুকুর চুরি করবে বলে দাঁড়ায় ভোটে,
অম্ল -মধুর সন্ধ্যা বেলায় রূপসী নিয়ে
বাংলা মদে আসর জমায় হোটেলে গিয়ে।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
মদন চোরা দু-কান কাটা সবাই জানে
সব কথাটি হেসে ওড়ায় বিজ্ঞ জ্ঞানে,
সঙ্গে আরো জুটল দেখি মাতাল কজন
নৌকা বিহার ও মাই ডিয়ার এরাই সুজন।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
গলাবাজি তোলাবাজি মদনা করে
বিয়ের পিঁড়ি বসবে না সে ছুতো ধরে,
বৃদ্ধ পিতার চোখের জলে স্বপ্ন গুলো
মায়ের স্বপ্ন টুকরো হয়ে হল ধুলো।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
আইন বাবু আইন দিয়ে ধরল জালে
মদন চোরা বন্ধু নিয়ে জেলের ঘালে,
এখন দেখি কাঁদছে বসে নিঃস্ব পিতা
কান্না-হাসির স্বপ্নে দোলে বিশ্ব পিতা।
কুড়কুড়াকুড় কুড়াকুড় কুড়কুড়াকুড়।।
পঞ্চরস – কল্যাণ সুন্দর হালদার
শান্ত রসে দাস্য খতে
সখ্য প্রেম নিধি
বাৎসল্য বসে মধুর রসে
প্রেম শিখাল বিধি।
নিত্য অতীত গৌর পতিত
কোল দিয়েছে ভাল
মধুর পিরীত হয় গুণাতীত
প্রেমের আগুন জ্বালো।
গৌর চরণ করহ স্মরণ
গৌর করিবে আশ
গৌরের আগে দেখ পুরোভাগে
গৌর বারো মাস।
নিত্য লীলায় গৌর খেলায়
গৌর আপন জন
গৌরের প্রেম অভিনব হেম
নিকুঞ্জ কানন।
শখের রাজা – কল্যাণ সুন্দর হালদার
আজকে আমি শখের রাজা
সভ্যতাকে চমকাব
পাবে যারা ভুলের নাগাল
সেপাই দিয়ে ধমকাব।
চলব আমি খেয়াল খুশি
নিয়ম নীতি মানব না
শুনবে সবাই আমার কথা
দুখী মানুষ রাখব না।
ভিক্ষা করেই ভিক্ষা দেব
শিক্ষা হারাক জনতা
দীক্ষা পাবে শিষ্য গুলো
শিখবে দেখে ক্ষমতা।
অযোগ্যদের চাকরী দেব
যোগ্যরা থাক পথে
আমলা গুলো গামলা ভরে
চলবে আমার মতে।
রাজতন্ত্র করব কায়েম
জনগণ সব ফেলনা
ভোটের সময় দু-চার আনা
বাজিকরের খেলনা।
সৃষ্টি ছাড়া চিন্তা করি
বৃষ্টি আনি মেঘ ডেকে
কৃষ্টি গুলো পাল্লায় ভরি
শুভ বুদ্ধি যাক বেঁকে।
ধান্দাবাজি করব শুধু
গাঁজার নেশায় বুঁদ থাকি
পঞ্জিকাটি লিখব বলে
গঞ্জিকাতে মন রাখি।
আদরের বোন – কল্যাণ সুন্দর হালদার
ঝর্ণা ধারায় জ্যোৎস্না মায়ায়
মিষ্টি মুখের সুধা
সুধার ধারায় জগৎ হারায়
চাতক বাড়ায় ক্ষুধা।
অসীম আকাশ মলয় বাতাস
সৃষ্টি চমকে ধায়
পাহাড় ডাকে সাগর মাকে
মরু থমকে যায়।
চোখের ভাসায় অনেক কাঁদায়
কথার মাঝে হাসি
হৃদয় মাঝে সকাল সাঁঝে
বোনকেই ভালবাসি।
ঠোঁটের মাঝে লালের খাঁজে
না বলা অনেক কথা
মনেতে জমাও একটু কমাও
হাল্কা হবেই ব্যথা।
শিশির বিন্দু পাইলে সিন্ধু
যেমন বুকেতে রাখে
হিমালয় জানে বলি তার কানে
ভালো রেখো শুধু মাকে।
রাত জাগা পাখি – কল্যাণ সুন্দর হালদার
বিবেকের চৌকাঠে বসে দিন যায়
রাত জাগে একাকীত্ব
তুমি আসবে বলে এখনো ফোটেনি রজনীগন্ধা
সুবাস ছাড়েনি তাই
কোকিলের ডাক বন্ধ হল একটু আগে
কষ্টের বারোমাস্যা অব্যাহত
তুমি আসবে বলে চাঁদ ওঠেনি এখনও
বসন্ত কষ্টে ঘুমায়
এত বড় আকাশের বুক খালি করে আজও
নিরুদ্দেশের পথে চাঁদ
তাই—–
জোছনা পায়নি পৃথিবী
কবির কলম থেমে গেছে প্রতীক্ষাতে
মেঘের রাশি আকাশের বুকে জমেছে অনেক
জমাট বেঁধে ভারী
বৃষ্টি হয়নি — হতাশায় রাত জাগে দুটি চোখ ।
প্রেম যমুনা ঘাটে – কল্যাণ সুন্দর হালদার
প্রেম যমুনার ঘাটে
বসে আছে বাম্বটে
পিছল নদীর বাঁকে
প্রেম খালি হয় ঝাঁকে
পৌঁছে গেলাম ষাটে।
এবার অশ্রু ধারা
আগে পিছে কারা
মলাট হল মলিন
স্বপ্ন গুলো বিলীন
জীবন নদীর হাটে ।
যুদ্ধে হেরে সৈনিক
অতীত ভাবে দৈনিক
এইতো সেদিন এসে
সঙ হয়েছি কষে
চেয়ে আছি চৌকাঠে ।
কেউ নহে পূর্ণ আনা
পেতে চাই ষোল আনা
পেতাম যদি বারো আনা
দিত না আর চোরে হানা
এখন অস্তাচলের মাঠে ।
ঢেউয়ের তালে – কল্যাণ সুন্দর হালদার
ঢেউ উঠেছে নদীর জলে
ঢেউ লেগেছে কূলে
ঢেউ লেগেছে ডাঙায় দেখি
ঢেউ তো ছিন্ন মূলে।
সাগর জলে আছাড় খেয়ে
ঢেউ উঠেছে ফুলে
নদীর জলে তুফান এল
তরীকে গেল ভুলে।
মাঝির হাতে ছোট্ট তরী
একলা ঘরে মা
পেটের জ্বালা বড় জ্বালা
সঙ্গ দিচ্ছে না।
স্বপ্ন – কল্যাণ সুন্দর হালদার
স্বপ্ন গেছে উড়ে
স্বপ্ন গেছে অচিনপুরে
অধরাকে যায়না ধরা
মুখটা গেল পুড়ে।
দেখি গলির বাঁকে
কত স্বপ্ন মুখ থুবড়ে
চুম্বন শুধু মাটির বুকে
নতুন চিত্র আঁকে।
অসভ্যরা সভ্য সেজে
ঠোঁটের ফাঁকে মুচকি হাসে
মোটা চামড়ার জামা পরে
আগুন লাগায় লেজে।
নিষ্পাপ যন্ত্রণা – কল্যাণ সুন্দর হালদার
নাড়ী ছেঁড়া ধন অরূপ রতন
আর পাবনা তোরে
মন উচাটন কাঁদি ঘন ঘন
যাস না ফেলে মোরে।
দশ মাস ধরে মাতৃ জঠরে
লালন পালন করা
সেই গুণনিধি পাঠায়েছে বিধি
দেখাল সবুজ ধরা।
সুখের ঝলক হারাল পলক
বৃদ্ধা হয়েছি আজ
পরিচয় দিতে বাধে তোর হিতে
তাই ভিখারির সাজ।
ভোর হল যেই পাখি ডাকে সেই
রিক্ত করুন সুরে
ফিস ফিস কানে কান ধরে টানে
পাখি গেছে উড়ে।
চাকা – কল্যাণ সুন্দর হালদার
চাকার ঘর্ঘর শব্দ আতঙ্কে
কাঁদে বাঁকা চাঁদ
পথের শেষ কবে জানিনা
পাতা পুরানো ফাঁদ।
জন্ম থেকেই শুধু পথ চলা
কত অজানার পথে
বৃন্ত খসা ফুলের পাপড়ি
দেখি সুদূরের রথে।
বিশ্রাম বলে কিছু নেই
অবসর আরো দূরে
ক্যাঁচ কোঁচ শব্দ বিভ্রাট
শব্দ করুন সুরে।
নিয়তির হিসাবের খাতা
দেখিনিতো কোনদিন
জানিনা কত পাপ রাশি
জমা হয় প্রতিদিন।
ষোড়শী চাঁদের চোখের কোনে
জমে থাকা কথা
নিয়তির পরিহাস আর কত
পরিশোধ হবে ব্যথা।
থাকতো যদি ডানা – কল্যাণ সুন্দর হালদার
থাকতো যদি ডানা
বিশ্ব পিতার কাছে, যত আশিস আছে
এক নিমেষে বস্তা ভরে
কাঁধের উপর নিতাম ধরে
বঙ্গে দিতাম হানা।
করুন সুরে গান
সুরা-সুরের লড়াই, ঢপের চপের বড়াই
রাস্তা জুড়ে মিছিল ভরা
চিঠি পিঠে ডাক হরকরা
ভিন্ন স্বাদের টান।
অন্ন হারা বঙ্গবাসী
খুশির গান গায় না, সামনে পিছে হায়না
চেয়ে আছে প্রভুর দিকে
ছুঁড়বে রুটি চতুর্দিকে
লজ্জা ভরা চতুর্দশী।
কল্যাণ সুন্দর হালদার | Kalyan Sundar Haldar
Top Bengali Article 2022 | বসন্ত উৎসব | প্রবন্ধ ২০২২
Bengali Story 2022 | জয়ন্ত কুমার সরকার | গল্পগুচ্ছ ২০২২
Top Bengali Story 2022 | আমাদের একাল-সেকাল | গল্প ২০২২
Bengali Story 2023 | সন্ধ্যে নামার আগে | গল্প ২০২৩
Shabdodweep Web Magazine | Best Poetry Archive | Kalyan Sundar Haldar
Poetry, with its timeless beauty, serves as a window into the soul of a culture, its people, and their collective emotions. In the rich world of Bengali literature, poetry has a special place, and exploring this treasure trove of artistic expression can offer profound experiences. If you’re a poetry lover or simply looking for the best poetry archive, Shabdodweep Web Magazine stands out as a perfect destination for a deep dive into Bengali poetry, including poems, Bengali literature, and works from poets like Kalyan Sundar Haldar.
At Shabdodweep, we pride ourselves on being a comprehensive archive dedicated to Bengali poetry, particularly Bangla Kobita (Bengali poems). Our goal is to preserve, present, and celebrate the beauty of Bengali poetry through our magazine, showcasing the finest works by Bengali poets from the past and present.
What Makes Shabdodweep Web Magazine the Best Poetry Archive?
When it comes to the best poetry archive, quality, variety, and authority play a crucial role. At Shabdodweep Web Magazine, we blend all these elements to create an enriching experience for readers who wish to explore the world of Bengali poetry. Here are some reasons why our platform stands as the ultimate archive for Bengali literature:
- Experience & Expertise in Bengali Poetry
Shabdodweep Web Magazine is built on years of dedication to Bengali poetry. Our team consists of experienced poets, critics, and literary enthusiasts who are well-versed in the history of Bengali literature. We ensure that every poem, article, and feature on our platform showcases a deep understanding of the art form. - A Vast Collection of Bengali Poems
Our archive hosts an extensive range of poems from both classic and contemporary Bengali poets. Whether you’re interested in Bangla kobita or modern works, Shabdodweep provides an exceptional variety of poetry styles, including romantic, philosophical, and socio-political themes. The best poetry archive has something for every poetry lover. - Celebrating Bengali Poets
At Shabdodweep, we highlight the work of poets like Kalyan Sundar Haldar, whose contribution to Bengali poetry has left an indelible mark. His poems reflect the nuances of Bengali culture, philosophy, and the human experience. By including such prominent voices, we ensure that our poetry archive maintains a high level of authority and quality. - Curated Bengali Literature Content
Our poetry magazine goes beyond just poems; we also publish insightful articles, critical reviews, and analyses of Bengali literature. This makes us more than just a poetry archive – we are a hub of literary knowledge, fostering a deeper connection with Bengali poets and Bengali literature. - Trustworthy & Authoritative Platform
Shabdodweep has earned the trust of poetry lovers and literary critics alike, making it a dependable source for anyone interested in Bengali poetry. Our commitment to authenticity and quality ensures that every piece we publish is carefully curated, maintaining a high standard for all poetry fans.
Key Features of Shabdodweep Web Magazine
- A Rich Collection of Bengali Poems
Our magazine includes a diverse range of Bengali poems, from the works of legendary poets to new voices. With poems available in various styles and languages, including Bangla Kobita, you can explore the versatility of Bengali poetry. - Works by Kalyan Sundar Haldar
One of the notable poets featured on our platform is Kalyan Sundar Haldar, whose poetry has gained admiration for its depth and emotional richness. His works have found a special place in the hearts of readers and continue to inspire new generations. - Bengali Literature Articles
In addition to poems, we regularly publish articles that delve into the world of Bengali literature. These articles cover everything from historical perspectives to modern-day trends in Bengali poetry, ensuring you stay informed about the literary world. - A Space for Emerging Poets
At Shabdodweep, we are passionate about showcasing not only established poets but also emerging voices in Bengali poetry. Our platform offers a stage for up-and-coming poets to reach a wider audience and gain recognition.
Why Shabdodweep Web Magazine is the Ultimate Destination for the Best Poetry Archive
With an exceptional blend of experience, expertise, and a vast collection of poems, Shabdodweep Web Magazine has firmly established itself as the best poetry archive. We believe in the power of words to connect cultures, ignite emotions, and preserve history. Our magazine is a digital space where you can find everything related to Bengali poetry, including works from iconic Bengali poets like Kalyan Sundar Haldar.
By regularly updating our archive with fresh and insightful content, we aim to be the go-to source for anyone looking to experience the beauty of Bengali poetry and literature.
FAQ – Best Poetry Archive at Shabdodweep Web Magazine
- What is Shabdodweep Web Magazine’s Best Poetry Archive?
Shabdodweep Web Magazine’s best poetry archive is a curated collection of Bengali poems, articles, and literary works from renowned Bengali poets and emerging voices. It includes poems by Kalyan Sundar Haldar and other prominent poets, as well as in-depth literary articles. - Why should I explore Bengali poetry at Shabdodweep?
At Shabdodweep, we provide an expansive collection of Bangla kobita and Bengali poetry that covers a range of themes, from romance to social issues. Our platform is trusted for its authority, quality, and dedication to Bengali literature, making it an ideal space to immerse yourself in Bengali poetic heritage. - What kind of poetry can I find in the archive?
You can find a wide variety of poetry in our archive, including romantic, philosophical, social, and political themes. Whether you’re looking for classic works or modern poetry, our collection has something for every reader. - Who is Kalyan Sundar Haldar, and what role does he play at Shabdodweep?
Kalyan Sundar Haldar is a Bengali poet whose works are regularly featured on Shabdodweep Web Magazine. His poems reflect the rich cultural tapestry of Bengal and continue to inspire readers across the world. - How can I contribute to the poetry archive at Shabdodweep?
If you are a poet or writer interested in contributing to our Bengali poetry archive, we invite you to submit your poems for publication. Our platform encourages emerging poets to showcase their talent alongside established voices. - Is there any charge for accessing the Best Poetry Archive?
No, access to our best poetry archive is free. We believe in making Bengali literature and poetry accessible to everyone, so you can explore our vast collection without any cost. - How often is the poetry archive updated?
Our best poetry archive is updated regularly with fresh content, including new poems, articles, and reviews. We strive to keep our readers engaged and informed with the latest in Bengali poetry.
In conclusion, Shabdodweep Web Magazine is the perfect destination for anyone seeking to explore the rich world of Bengali poetry. From poems by Kalyan Sundar Haldar to the latest works from emerging poets, our archive offers something for every reader. Visit us today and immerse yourself in the beauty of Bengali poetry!
Sabuj Basinda | Follow our youtube channel – Sabuj Basinda Studio