Best Bengali Poetry 2022 | বৃন্দাবন ঘোষ | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

শুধু তুমি আমি [Bengali Poetry]

তোমায় আমি প্রেম দিয়েছি পরিচয়ের পরে,
তুমি কি তা করলে গ্রহণ?জানব কি করে।
জানিয়ে দিলে ভালো কি হয় দেব প্রেম আরো,
তাতে মঙ্গল দুই জনেরই আমারো ও তোমারো।
প্রেম ছাড়া কিছুই নাই বিরাট এ বিশ্ব সংসারে,
প্রেম ছাড়া বলুক আমায় কে কে বাঁচতে পারে।
কোন হিম্মত নেই কারুর সাহস করে তা বলা,
প্রেম ছাড়া সম্ভবই নয় এ জীবনে পথ চলা।
তোমায় আমি প্রেম দিয়েছি প্রতি কথায় কথায়,
সেটা তুমি বুঝেছ কি ঢুকেছে তোমার মাথায়?
মাথায় ঢুকে থাকলে তবে প্রেম চলুক দুজনের ,
তুমি আর আমি শুধু বাদ সব বিশ্ব ভুবনের।

তোমাকে করব স্মরণ [Bengali Poetry]

একটু হলেও তোমার সাথে প্রেম হয়েছে আমার,
এতে পাই মহানন্দ সবার তা হোক জানার।
এ প্রেম আমি জিইয়ে রাখব সারাজীবন ধরে,
তুমি যে আমার বটে এ ভুলি কেমন করে।
তুমি আমার কাছেই আছ স্বপ্ন ও জাগরণে
তোমাকেই চাই যে আমি সর্বদা প্রাণে মনে।
তোমাকে চাই যে আমি বাংলার ষড় ঋতুতে
তোমাকে উঁচুতে রাখি রাখি না কভু নিচুতে।
তোমাকে নিয়েই আমার সব এ সত্য অনুক্ষণ,
তুমি আমার হৃদয়ে থাকবে নিশ্চয়ই আজীবন।
তুমি আমার হৃদয়ে থাকবে কাশফুলের প্রকাশে,
তুমি আমার হৃদয়ে থাকবে পলাশ ফুলের বিকাশে।
তুমি আমার হৃদয়ে থাকবে জগত য’দিন থাকে,
তোমাকে আমি করব স্মরণ কাজের ফাঁকে ফাঁকে।।

তাও তো কম না [Bengali Poetry]

তোমার কথা ভাবতে আমার ভালো লাগে,
তাই তো আমি তোমার কথা ভাবি,
তোমার কথা যেই আমার স্মৃতিপটে ভাসে
আনন্দ হয় এই করব দাবি।

আমার ভাবায় স্বার্থ কিছু নাই,
করি না সাধ যদি কিছু পাই,
বরং তোমার শুভ সতত কামনা করি মনে
নাইবা দেখা এই জীবনে হোক তোমার সনে,
স্পষ্ট করে একথা জানাই তোমাকে এক্ষণে।

একটা সময় আমরা দুজন
হেঁটেছি একসাথে,
গান গল্প কবিতা পাঠ
ছিল সঙ্গী তাতে।
ছিলাম ভালোই কিন্তু হঠাৎ
দুই দিকে দুইজনা
এখন শুধু দূর থেকে হয়
ভাবের আনাগোনা
এভাবে আমি তোমাকে পাই
তাও তো কম না!!

কবেই বা জন্মাবে [Bengali Poetry]

তুমি কি তারও বটে?
এ আমার খুব সন্দেহ হয়।
আসলে তোমরা কারুরই নও
প্রকৃতপক্ষে
তোমরা কখন যে কার হবার ভান কর
তা তোমরাই জানো।
তোমাদের চেনা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকেও ঘোল খাইয়ে ছাড়বে।
তোমরা যখন যাকে ধরা দাও তখনই তার হও।
অন্তত: সে মনে করে।
আসলে তোমরা কারুরই নও।
তোমরা যখন তখন যার তার কাছে ফায়দা লোট।
যাকে তাকে ফিরকি বাজির মতো ঘুরাও।
আমরা ঘুরতে ঘুরতে বেশ আনন্দ পাই
তোমাদের এতটুকু স্পর্শে খুব আনন্দিত হই।
আমরা কী বোকা তাই না!
সে বোধ আমাদের জন্মাই নি।
কবেই বা জন্মাবে।

দমন [Bengali Poetry]

ও দোলা মনেও দোলা
ভাবনা হাজার কুড়ি,
শরীরের সব স্নায়ুতে
দিয়ে যায় সুড়সুড়ি।

ওকে কে ভুলতে পারে
ও যে ভীষণ আরাম
ত্রিভুবনে তার চেয়ে বেশি
হবে কি কারো দাম!
অনেকেই মগ্ন সেথায়

করে সদা হুড়োহুড়ি।

কেন যে এমন হয়
আমি কে সে বিচারে,
মন টললে সেখানে সে
প্রতি যুদ্ধে হারে।

সাবধানে যে পা ফেলে
তার আবার কি ভয়
ও কে সে পাশ কাটিয়ে
সব বিঘ্ন করে লয়।
এ ব্যাপারে জেনো আছে
প্রমাণ ভুরিভুরি।
প্রলোভনকে দেয় উড়িয়ে
মেরে একটা তুড়ি।

ব্যাকুল [Bengali Poetry]

তোমায় আমি ভালোবাসি কথা না নতুন,
এমনি এমনি নয় তা তোমার মহা গুণ
দিন কিম্বা রাত হোক তোমায় নিয়ে ভাবি,
তুমি শুধু আমার হবে করব এমন দাবি।
তোমার রূপে মুগ্ধ অতি আমায় পাগল করে,
তোমায় না পেয়ে কাছে মন বেদনায় ভরে।
আমার দেওয়া প্রেম তুমি হৃদয় মাঝে রাখো
তা ছাড়া আর দেব কি বুঝতে পারি নাকো।
আমি যা দিতে চাইছি ওটা জিনিস সেরা,
সেটা নয় ফালতু অনেক সোহাগ দিয়ে ঘেরা।
তোমার কথায় আছে মধু আমি ভালো জানি,
তুমিও আমার লাগি ব্যাকুল সত্য বলে মানি।।

থাক না তুই অনেক ভালো [Bengali Poetry]

যা না চলে রাখব কেন তোকে ধরে
গায়ের জোরে ধরে রাখা কি যায়?
মন 1যে তোর অন্য স্থানে অন্য কারোর কাছে।
আমার কথা শুনবি কেন
আমার ধরা মানবি কেন
তাই তোকে রাখতে চাই না ধরে।
যেখান খুশি সেখান যা
যার সাথে চায় তার সাথে থাক
হয়তো আমার জ্বলবে হৃদয় একটু।
তাতে তোর কি আসে যায় বল।
আপন ছিলি কিন্তু এখন নয়।
এখন তুই হলি অনেক পর।
ভীষণ পর
দারুণ পর
মেনে নেওয়া যায় না এমন পর।
তবুও ধরে রাখব না জোর করে।
ভাঙলে কাঁচ যায় না জোড়া দেওয়া।
পরিচয়ের ভাঙন তেমনি ভাবি।
আজ
আয় না তুই আমার বুকে এ বলা অন্যায়।
বরং বলি
থাক না তুই অনেক ভালো যেখানে তুই থাকিস।

একান্ত মন [Bengali Poetry]

আমার অনেক ভালোবাসা আমি
তোমাকে দিয়ে যাব,
দেখব না তো মনে মনে সদা
তুমি তাতে কি ভাব।
তোমার ভারি সন্দেহ হয়
ভালোবাসি না তোমায়,
এতে পাই যে অধিক কষ্ট
কি করে বোঝানো যায়।
আমার কষ্ট হৃদয়ে রাখব
তবু তুমি ভালো থেকো,
তোমায় কত ভালোবাসি
চিন্তা করে দেখো।
আসলে দারুণ বদনাম দিয়ে

আমাকে তোমাতে রাখ ,
ফন্দি তোমার অনেক গভীরে
বুঝতে পারি নাক?
বুঝেছি খুবই আনন্দ পাও
আমায় কষ্ট দিতে,
আমার কাছে জেনে নিতে চাও
আমি আছি তব চিতে।
একথা আমি বুঝি না তা নয়
ভালোভাবে সব বুঝি,
তোমাকে সতত পথে প্রান্তরে
একান্ত মনে খুঁজি।

অনুসন্ধান [Bengali Poetry]

তোমায় কাছে পাব বলে
চেষ্টা করিনি এমন নয়,
তুমি ভুল বুঝতে পার
এ ভুল হবেই অতিশয়।

তোমায় কাছে পাব বলে
চিন্তা ছিল দিন রাত্তির,
পাই নি আজ তোমায় মানি
তবুও আছে উচ্চ শির।

তোমায় কাছে পাব বলে
আমি উদগ্রীব ছিলাম কত
কেউ কেউ তো ভালোই জানে
তোমাকে পাওয়াই ছিল ব্রত।

তোমায় কাছে পাব বলে
এখনও তো মুখিয়ে আছি
এখনও তোমায় দেখতে পেতে
অনুসন্ধানী আমার আঁখি।

ভালো দিনে [Bengali Poetry]

তোমার সাথে কথা বলে
আমার খুবই লাগল ভালো
তুমি আমার অনেক আপন

আজই প্রেমের প্রদীপ জ্বালো।
এসো গল্প করি সারাদিন
খুশিতে নাচি তা ধিন ধিন
ঘুচবে আঁধার এই জীবনের
পাব তো শুধুই আলো।
তুমি এসো আমার কাছে চলে
কোন দুঃখ থাকবে না তাহলে।

ভালোবাসায় ভরাব তোমায়
হাত ধরে হাঁটব সুদূর গায়
নূপুর বাজবে ঝুমঝুম
তোমার রাঙা পায়।
এক ভালো দিনে গানের
আসর হবে জমকালো।

এসো তোমার হাত ধরি [Bengali Poetry]

ছিলাম তো বেশ
কেন আমার হৃদয় নাড়িয়ে দিলে
তার কি কোন দরকার ছিল?
এ প্রশ্ন এসে যায় বার বার।
হয়তো হতে পারে আমার কোন কাজ
তোমার হৃদয় দিয়েছিল খুব করে নাড়া
তুমি দারুণ ভাবে উজ্জীবিত হলে
তোমার চোখ মায়া ছড়াল
আর তাতেই আমি কাবু হলাম
আমার হৃদয় নড়ে উঠল
আর আমি সামলাতে পারলাম না।
সে যা-ই হোক
মেনেই নিলাম আমি তোমার হৃদয়ে
নাড়া দিলাম
তোমাকেও তেমনি বলতে হবে
আমি তোমার হৃদয় নাড়িয়েছি বলে।
তাহলে দোষ সমান সমান হবে।
এক প্রেম অস্ত্রে দুজনেই ঘায়েল।
ওসব থাক
এসো তোমার হাত ধরি।

কে বলেছে [Bengali Poetry]

কে বলেছে তোর সাথে আর নেই আমি
কে বলেছে, কে বলেছে
কে বলেছে তোকে দিলাম চির তরে আঁড়ি
কে বলেছে কে বলেছে।
কে বলেছে তোকে আর বাসি না তো ভালো
কে বলেছে, কে বলেছে।
কে বলেছে তোকে এখন ঘৃণার চোখে দেখি
কে বলেছে কে বলেছে।
কে বলেছে তোর কথা ভাবি না একদিনও

কে বলেছে কে বলেছে।
কে বলেছে স্বপ্নে তোকে দেখি না আমি আর।
কে বলেছে কে বলেছে।
কে বলে তুই কাছে এলে চিনতে পারব না।
কে বলেছে কে বলেছে
কে বলেছে কে বলেছে।

শেষ নেই [Bengali Poetry]

বছর মাস পেরিয়ে যায়
অপেক্ষা আর কত হবে?
সূর্য উঠে অস্তে গিয়ে শেষ হয়
চাঁদের জ্যোৎস্নার পর অমাবস্যা ।
তার জন্য উদগ্রীব আমি।
অপেক্ষা আর কত হবে?
বর্ষা পেরিয়ে শরৎ পেরিয়ে
হেমন্তের দোরগোড়ায়
তবুও তার দেখা মিলে না।
অপেক্ষা আর কত হবে?
নদী দিয়ে কত জল বয়ে চলে।
কত কতবার সমুদ্রে জোয়ার উঠে।
দিন হয় রাত হয়
তবুও তার দেখা মেলে না।
অপেক্ষায় আছি।
বছর মাস পেরিয়ে যায়
সূর্য উঠে অস্তে গিয়ে শেষ হয়
নদী দিয়ে কত জল বয়ে চলে।
অপেক্ষা আর কত হবে?
তার লাগি আমায় ব্যাকুল করে।
সে কেন ছুটে আমার কাছে আসে না।
কেন বলে না ,”এই তো এসেছি আমি
ভালোবাসি তোমায়,হ্যাঁ,হ্যাঁ।”
কত পেরোল বসন্ত
তবু তোমায় দেখতে পাই না।
অপেক্ষা আর কত হবে?
কত শেষ হল সমুদ্রের ঢেউ।
অপেক্ষারও শেষ নেই।

খুব অধরা সুখ [Bengali Poetry]

এমন একটা ভুল হয়েছে
তা তো বলার নয়,
এমন ভুল কারও কি
সত্যি করে হয়!
এমন ভুল জানি না আমি
কে বা স্বীকার করে,
এমন ভুল কার জীবনে
অনুশোচনায় ভরে।
এই জীবনে চলার পথে
কিছু কিছু ভুল হয়,
সেটা মন ও প্রাণের মাঝে
দাগ কাটার নয়।
কিন্তু এই জীবনে কারুর
হয় এমনই ভুল,
ফেলে তুলতে পারে না আর
সেই ভুলের মূল।
দুশ্চিন্তা,কষ্ট তখন
মনের বেড়ে যায়,
সেসব দূর করার লাগি
কি আছে উপায়
সেসব দূর না করলে
অনেক বাড়ে দুখ
সেসব দূর না করলে
খুব অধরা সুখ।

আশাই ভরসা [Bengali Poetry]

আমি আশাবাদী
আমি আশা নিয়ে বেঁচে আছি
অনন্ত,অফুরন্ত আশা।
এ আশা মরতে মরতেও মরে না
এ আশা গ্রীষ্মের দাবদাহে আহত হয় না
এ আশা প্রচন্ড শীতেও হয় না কাবু।
শ্রাবণের ধারাপাতে আমার আশার যে অশেষ বিকাশ,
হেমন্তে বা বসন্তে সেই বিকাশের পরিমাণ কম নয়।
এক দিন এই আশারই জয়জয়কার হবেই।
জীবনের শেষ দিন পর্যন্ত এই আশা নিয়ে বাঁচব।
হয়তো অনেক বাঁধা আসবে সম্মুখে।
আমি কি তেমন লোক তাতে ভয় খাব?
সমস্ত ভয় জয় করে আমি শুধু এগিয়েই চলব।
তোমাকে যে আমার চা-ইই।
আমার জীবনের পূর্ণতা প্রদানে তোমার যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
তা অস্বীকার করা যায় না
আমি অস্বীকার করবও না কখনো।
আমার আশা তোমাকে পাবার স্বপ্ন দেখায়।
দুজনের দূরত্ব কমিয়ে দেয়।
একেবারে কাছাকাছি চলে আসি।
এই আশাই আমার ভরসা।..

রাখিস না গোপনে [Bengali Poetry]

তোকে আমার খুব দরকার
কবে আসবি কাছে,
তোর জন্য আমার ঘরে
মিঠাই রাখা আছে।
যে মিঠাই তোর ভালো লাগে
আমার খুবই জানা,
সে মিঠাই আজ দোকান থেকে
যত্নে হয়েছে আনা।
মিঠাই দেব থালায় করে
কাচের গ্লাসে জল,
সদা হাস্যে আমার ঘরে
কবে আসবি বল।
কাশফুলের ঐ ঘন বনে
লুকোচুরি খেলায়,
দারুণ খুশিতে মেতে থাকতাম
আমরা ছোট বেলায়।
ভোরের বেলা শিউলি কুড়াতে
যেতাম শিউলি তলায়,
তোর আচলে শিউলি দিয়ে
থাকি নিশ্চিন্ততায়।
আরো কত কথা আমার
খুব পড়ছে মনে,
আয় না তুই নিজরে আর
রাখিস না গোপনে।
থাকিস না গোপনে।।

বলে যাই [Bengali Poetry]

আজ সুস্থ বাতাস বহে
আমার অমরকাননে,
আমার জাগে খুব পুলক
নশ্বর এ জীবনে।
দীর্ঘ দিনের চিন্তা ছিল
ও বাতাস কবে পাই,
এখন ঐ পেয়ে বাতাস
খুশির অন্ত নাই।
আমার দারুণ ভাগ্য ভালো
জোরসে বলতে পারি,
ও বায়ু পেতে করেছি যুদ্ধ
জিতি অথবা হারি
তবে আমার জয় ই হল
র ই বিজয়ীর বেশে,
উদ্বিগ্নতার বিনাশ হল
সুখ পাই অবশেষে।
বিজ্ঞ জনের কাছে এসে
পাই ঠিক পরামর্শ,
তাইতো আমার হয় মনে
যার পর নাই হর্ষ
বিজ্ঞ সে জন পূজার পাত্র
কৃতজ্ঞতা জানাই,
তাঁকে কোন দিন ভুলব না
অক্লেশে বলে যাই।।

বাড়াবাড়ি [Bengali Poetry]

আয় না একটু তোর সাথে ভালো করে
গল্পগুজব করি।
খুশি হব খুবই কাছে এসে চলিস
করে হাতধরাধরি।
তোর মতো কেউ হয় না সঠিক কথা
তুই যে তুলনা হীন,
আমি দেখি এক অন্য নজরে তোকে
আশা হয়নি ক্ষীণ।
তুই ভুললেও আমি মনে রাখব তোকে
এ প্রতিজ্ঞা আমার,
তবে আমি কী করেছি ভুলবি আমায়
এ ইচ্ছা জানার।
তোকে আজ বলতে হবে করি অনুরোধ
নইলে নেই ছাড়াছাড়ি,
তবে বলি এ ব্যাপারে মোটেই কিন্তু
করছি না বাড়াবাড়ি।।

বৃন্দাবন ঘোষ | Brindaban Ghosh

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | কল্যাণ সুন্দর হালদার

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | শুভশ্রী রায়

New Bengali Poetry 2022 | কবিতাগুচ্ছ | কল্যাণ সুন্দর হালদার

New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment