Best Bangla Golpo Porojibi 2023 | Kuheli Dasgupta

Sharing Is Caring:

পরজীবী – কুহেলী দাশগুপ্ত [Bangla Golpo Porojibi]

— দিদি, দিদি দ্যাথনা, ওলা থব লজেন থাচ্চে । আমায় দিত্থে না। আমায় লজেন দিবি?

— হ্যাঁ রে বাবু, দেবো। আমি দোকান থেকে তোর জন্য অ্যাত্ত লজেন্স নিয়ে আসব।

— থত্ত্যি দিবি তো? অনেত দিবি তো?

— দেবো রে, দেবো।

ঋককে মাথায় হাত বুলিয়ে দেয় পলা। তুতো ভাই-বোনেরা ঋকের সমস্যা বোঝে না। দেখিয়ে, না দিয়ে মজা করে কিছু খায়। ঋক বায়না করে। একমাত্র ছোড়দিই ওর সব আবদার মেটায়। ছোট্ট ভাইটিকে পলা খুব ভালোবাসে। দিদিই যে ওর জগৎ। দু’বোন, এক ভাইয়ের মধ্যে ঋক সবার ছোট। বড় দিদি ইলার বিয়ে হয়েছে দু’বছর আগে। দিদির বিয়ের পর মায়ের অসময়ে চলে যাওয়া। হঠাৎই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তারপর একদিনের বেশি সময় দেয়নি।

পলাদের বাড়িটা দাদামশাইয়ের সময়কার। দোতলা বাড়ি। ওপর নিচ মিলিয়ে চারটে পরিবারের বাস। ওপরে ছোটকা ও পলার বাবার পরিবার। নিচে থাকে মেজ ও সেজ কাকার পরিবার। সবাই আলাদা সেটল্ড। আপদ বিপদে পাশে থাকা যায়। তবুও যে যার মতো বুঝে চলা।
হার্ডওয়্যাড়ের পারিবারিক ব্যবসা এখনো পৃথক হয়নি। ছোটকা মাঝে মাঝেই কথা তোলে, পাকাপোক্ত ভাবে শেয়ারের একটা ব্যবস্থা করা দরকার। নয় তো পরের জেনারেশন সমস্যা ভোগ করবে।

পলার জীবনের গল্প হয়তো দশ জনের মতো হবার নয়। ঋক যখন দু’বছরের তখন তারা সবাই একবার তিরুপতিতে পুজো দিতে গিয়েছিল। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে সেখানে ঋক অজ্ঞান হয়ে যায়। মাথার পেছনে আঘাত। ক’টা দিন হাসপাতালে উদ্বেগ নিয়ে অপেক্ষা সবার। সেরে উঠলেও ক্ষতি আটকানো যায়নি। শরীরে বেড়ে উঠলেও বোধ বুদ্ধিতে এখনো ছোট্ট শিশুটি। বারো বছরের ঋকের জগৎ তার দিদি। ভাইকে অনেকটা সময় দেয় পলা। একটা এন-জি-ও বোধ বুদ্ধিতে অপরিণত বাচ্চাদের নিয়ে কাজ করে। পলা তাদের কাজের সাথে যুক্ত। ভাইকেও নিয়ে যায়। পড়াশোনা যেটুকু এগিয়ে নেয়া যায়।

সন্ধের পর বাবা বাড়ি ফিরলে চা জলখাবার পরিবেশন করে ভাইকে পড়াতে বসে। সেদিনকার কথা ভাবলে এখনো পলার মন খারাপ হয়। ঋকের পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়া। মা বাবার মুষড়ে পড়া।
বড্ড অসহায় বোধ হচ্ছিল। পলার মনে আছে, ডঃ শেষাদ্রি বলেছিলেন ,
শরীরে পরিণত হয়ে উঠলেও ঋকের যা ড্যামেজ হয়েছে, তাতে ও স্বাভাবিকের চেয়ে পিছিয়ে থাকবে।

মা চলে যাওয়ার পর বাবা অনেকটা চুপচাপ। পলা এটা ওটা প্রসঙ্গ তুলে গল্প করতে চায়। যতটা সঙ্গ দেয়া যায়। ইলা বিয়ের পর আসে মাঝে মাঝেই। থাকা হয়না । বড় সংসারের দায়িত্ব তার। শোভনদা মানে ইলার বর আবার একটু বেশি আমুদে। এলেই হই হই ব্যাপার।

গেলো বার পুজোর পর এসে বলেছিল ইলা,
— এবার পলার বিয়ের দেখাশোনা করলে ভালো হয় বাবা। তুমি রাজি থাকলে শোভনকে বলে রাখব। চেনা জানার মধ্যে ভালো ছেলে আছে।

একটু থমকে বিজয় বর্মণ বলেন,
— হ্যাঁ রে। দেখবি তো। মেয়ে যখন, পাত্রস্থ করতে তো হবে। আবার ভাবি ঋকের কি হবে! পলাই তো আগলে রাখে। আমি দোকান থেকে ফিরি সন্ধ্যের পর। আর ক’দিনই বা আছি! এরপরের কথা ও ভাবি।

— অত ভাবছ কেন? আমরা সবাই মিলে ঋকের দেখাশোনা করব। ভাই কিছুদিন আমার কাছে, কিছুদিন পলার কাছে থাকবে।

— কি বিষয়ে কথা হচ্ছে রে দিদি?
পলা চায়ের কাপ নিয়ে ঢুকতে ঢুকতে বলে।

— তোর সংসার গড়ে দেয়ার কথা হচ্ছে। মা বেঁচে থাকলে আমরা কি আর ব্যস্ত হতাম!

— সংসার! কোন সংসার! এটা কি আমাদের সংসার নয়! আমি ভালো নেই কে বলল তোকে? দ্যাখ দিদি, শুধু শুধু আমায় নিয়ে ভাববি না। তোরা ভালো আছিস। থাক ।আমায় নিয়ে ব্যস্ত হওয়ার কোন প্রয়োজন নেই।

— তা বললে হয়! বাবার বয়স হচ্ছে। তোর একটা উপায় না হলে চিন্তা থাকে না!

— তবে ভাইয়ের কি হবে? ও আমায় ছাড়া থাকে না। সব সময় খেয়াল রাখতে হয়। সবই তো জানিস, বুঝিস। তা ও কেন এসব বলিস?

— বেশ, আমি আর কিছু বলব না। বড় হিসেবে আমার ভাবা উচিত। তাই বলছিলাম।

— কি গো পলু রানি! কোথায়? এই এলাম তোমার সেবা নিতে।
শোভনের হাঁক ডাক শুনে দুই বোনের কথা থেমে যায়।

পলাকে চুপ থাকতে দেখে,মজা করে শোভন।
— তোর এই দিদিকে নিয়ে আর পারি না। এখানে এসে ও ঝগড়া জুড়েছে! আমায় তো অতিষ্ঠ করে তুলল। এখন আমার একমাত্র সিস ইন ল কে ও অ্যাটাক করা! দাঁড়াও তোমার হচ্ছে।

— তাই তো! আমি ঝগরুটে বৈকি। এই সংসারে কারো ভালো চাইতে যাওয়াই ঝকমারি। ভুল বোঝে সবাই। বাবার চিন্তা কমাতে চাইলাম। পলাকে পাত্রস্থ করতে পারলে বাবা একটু স্বস্তি পেতো। তোমার পলু রানি ক্ষেপে যান। ভাই ছাড়া আর কিছু ভাববার নেই তার।
পলা চুপ করে রান্নাঘরে যায়। শোভনের জন্য চা জলখাবার আনে।

— এই যে পলু রানি, বলি এতোদিন ধরে তোর সেবা নিলাম। এবার আমায় একটু সেবা করার সুযোগ দে।

— কি প্রকার সেবা দিতে চাইছ শুনি! বিয়ের কথা বাদে অন্য কিছু বলো। ওই ব্যাপারে আমি ইচ্ছুক নই। পলা হেসে বলে।

—আচ্ছা, যদি তোর সাথে ঋকের কথাও ভাববে এমন ছেলে আমরা খুঁজে পাই!

ঋক পাশের ঘরে ছবি আঁকছিল। খাতা নিয়ে এসে দেখায়।
— দ্যাথ দিদি, এতা ভালো হয়েথে?

— খুউব সুন্দর। আরো ছবি আঁক।
পলা আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়।

পলাকে কোন ভাবে রাজি করিয়ে শোভন চেনা জানা এক পরিবারের সাথে সম্পর্ক গড়ার ভাবনা এগিয়ে দেয়।

ছেলের বাড়ি থেকে পলাকে দেখতে এলো। ওষুধের হোলসেল বিজনেস তাদের। দুই ছেলে। বড় ছেলে সুজয়ের জন্য পাত্রী দেখতে আসা। দিদিভাই আজ পলাকে ছুটি দিয়েছে। ঋককে সামলে রাখছে। কাকিমণিরা আপ্যায়নে ব্যস্ত। ছিমছাম সাজে পলা এলো অভ্যাগতদের সামনে। শোভনের কাছে আবদার ছিল পলার, ছেলের সাথে আলাদা কথা বলতে চায় সে।

ছিপছিপে গড়নের সুশ্রী পলাকে সবার পছন্দ হয়েছে, বোঝা যাচ্ছিল। সুজয়কেও বেশ খুশি মনে হচ্ছিল। একটা সময় শোভন এসে বলে,
— আপনাদের যদি আপত্তি না থাকে, ছেলে মেয়ে নিজেরা একবার কথা বলে নিক? সবার সামনে অস্বস্তি হতে পারে।

সবার সম্মতিতে সুজয় আর পলাকে ছাদে পাঠানো হোল। পলা সুজয়কে তার ছাদ বাগান দেখাচ্ছিল।

— আপনার হাতে ভালো গাছ হয় দেখছি।

— ভালো হয় কিনা জানি না। আমার ভালো লাগে, গাছের পরিচর্যা করতে।
পলা নিজেই অগ্রসর হয়।

— শোভনদাকে বলেছিলাম, আলাদা কথা বলতে চাই। আমার ছোট ভাইটির কথা জানেন তো?

— হুম্, শুনেছি। আজ দেখলাম ইলাদির সাথে।

— ওকে আমি কাছছাড়া করতে পারব না। ওর অ্যাকসিডেন্ট, অপরিণত বোধ বুদ্ধির কথা নিশ্চয় জেনেছেন? আমিই ওর সবটা জুড়ে। আপনি না করে দিতে পারেন। পাত্রী পছন্দ হয়নি বললে, কেউ কিছু মনে করবে না।

— কে বলল আমার পছন্দ হয়নি! আমি সবটা নিয়েই আপনার সাথে এগোতে চাইছি।

— আবেগ বা হঠাৎ ভালো লাগা থেকে সিদ্ধান্ত নেবেন না। ঋক আমার ভাই হলেও আমি ওকে সন্তান স্নেহ করি। ওর পিছিয়ে থাকা অবুঝ মন আমার স্নেহের আশ্রয়ে ভরসা খোঁজে। কেউ ওকে বোঝা ভাবলে আমি মানতে পারব না। বিয়েতে আমার আপত্তি ছিল। কিন্তু, দিদি বাবা স্বস্তি পাচ্ছে না তাই। আপনি সাফ কথা জেনে রাখুন, ঋক ছাড়া আমি কোন ভাবেই এগোতে চাই না। আপনি বাড়িতে কথা বলে জানাবেন।

— বেশ তো, তাই হবে। তবে এই সম্পর্ক ছাড়া ও আমরা কি বন্ধু হতে পারি না!
পলার মুখে মৃদু হাসি। এমন সময় হনহন করে ঋক এলো।

— কি লে দিদি! তুই কোথায় থিলি? দিভাই আমায় থালি আতকে লাখথিলো। এতা কে লে দিদি?

— আমি তোমার দিদির বন্ধু। তুমি আমার বন্ধু হবে? আমরা বেশ গল্প করব।

ঋক পলাকে জড়িয়ে ধরে অবাক হয়ে চেয়ে থাকে।
ওরা ছাদের সিঁড়ি দিয়ে নামছে। তখনই শুনতে পায়, সুজয়ের মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে সেজ কাকিমার সাথে কথা বলছে।

— মেয়েটির বিয়ে হলে, এই হাবাগোবা ছেলেটিকে নিয়ে আপনাদের খুব সমস্যা হবে দিদি।

— আমরা কিই বা করতে পারি! আমার ভাসুর আর ওর দিদিরা যা করার তা করবে। আজকের দিনে কে আর অন্যের দায় নেয়! তাছাড়া ঋককে বুঝিয়ে সব করাতে হয়। পলা ছাড়া কারো কাছে থাকতে চায় না।

— তাহলেই মুশকিল। আমরা কিভাবে এর দায়িত্ব নেব! এরকম বাচ্চারা পরজীবী টাইপের। যত দিন যায়, আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ে। আমি তো সাফ জানিয়ে দেবো। এ আমাদের দায়িত্ব নয়।

সুজয় আর পলা ঋককে সাথে নিয়ে মাঝ সিঁড়িতে থমকে দাঁড়িয়ে পড়েছিল।
— আমার উত্তর বুঝে নিলেন তো ? আমি আর কিছু ভাবতে চাই না।

সুজয় কোন জবাব খুঁজে পায় না। পলা ঋককে নিয়ে দ্রুত নেমে ঘরে যায়। রাতে পলার মোবাইলে সুজয়ের মেসেজ এলো।
— আমি সবার সাথে লড়তে রাজি। আপনি আর একবার ভেবে দেখতে পারেন।
পলা রিপ্লাই না করে সুইচ অফ করল।

কুহেলী দাশগুপ্ত | Kuheli Dasgupta

New Bengali Story | গল্পগুচ্ছ | বিপাশা চক্রবর্তী

New Bengali Story | বুড়ো দাদুর মন্দির | শুভাঞ্জন চট্টোপাধ্যায়

Teachers day in honor of teachers | শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস

Bengali Story 2023 | নিষিদ্ধ আনন্দ | গল্পগুচ্ছ ২০২৩

Bangla Golpo Porojibi | New Best Story Blogs | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | World’s Best Story Blogs | Best Story Blogs in Online | Online Bangla Golpo Porojibi | Full Whatsapp Bengali Story | Bangla Golpo Porojibi Download | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bangla Golpo Porojibi – audio | Top Whatsapp Bengali Story | Bangla Golpo Porojibi Link | Best Bangla Golpo Porojibi | Live Bangla Golpo Porojibi | short story competition | Adult Whatsapp Bengali Story | Best Selling Bangla Golpo Porojibi | Google Bangla Golpo Porojibi | Golpo Dot Com 2023 | Top Golpo Dot Com | Whatsapp Bengali Story 2023 | Bangla Golpo Porojibi pdf | Bangla Golpo Porojibi Boi | Read Bangla Golpo Porojibi | Shabdodweep Bengali Story | Shabdodweep Best Seller | Shabdodweep Writer | Top Searched Writer | Top Searched Story | Trending Story Bangla Golpo Porojibi | New Story in Bangla | Indian Bangla Golpo | Indian Bengali Story | Full Online Story Reader

পরজীবী | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | সেরা বাংলা গল্প | গল্প ও গল্পকার | সেরা সাহিত্যিক | সেরা গল্পকার ২০২৩ | বাংলা বিশ্ব গল্প | বাংলা গল্প ২০২৩ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | পরজীবীবিজ্ঞান | পারজীবী মানে কি | পরজীবিতা | পরজীবী (সংক্রামক রোগ) | পরজীবী প্রাণীর বৈশিষ্ট্য কী | পরজীবী কারা | বহিঃ পরজীবী কাকে বলে | পরজীবী প্রাণী | পরজীবী উদ্ভিদের নাম | পরজীবী বিদ্যা বলতে কী বোঝায় | অন্ত পরজীবী কাকে বলে | পরজীবী উদ্ভিদ কাকে বলে | পরজীবী কত প্রকার ও কি কি | পরজীবী বাহিত রোগ | পরজীবী নিয়ে আলোচনা | পরজীবী শব্দের অর্থ | ম্যালেরিয়ার পরজীবী | পরজীবী দমণকারী | পরজীবী উদ্ভিদ কি | পরজীবী ও পরভোজী প্রাণী

Leave a Comment