Bengali Story 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | অণুগল্পগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:

বিশ্ববিদ্যালয় [Bengali Story]

টবে গোলাপের চারা রোপণ করে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিলেন প্রফেসর দত্ত। ইতিহাসের ক্লাসে আস্ত শিউলি গাছ দেখে বললেন আমার ঠাকুরদা আর তোমাদের মাতামহের জীবনের দোসর এটি।

অনুসন্ধিৎসু কেরিম বলে :” স্যার গতকাল আমরা পাতিয়ালা মুজারা আন্দোলনে ছিলাম। আজ কোথায় যাব ?”
আমাদের শাসন ব্যবস্থা এখনো বেশ দুর্বল বুঝলে! প্রদেশ কংগ্রেস”ভারত জড়ো” করছে ঠিকই তবে রাজস্ব আদায়ের চেষ্টা মুজারাদেরকে প্রভাবিত করছে না! অসন্তোষে আকালি আন্দোলন সময়ের অপব্যবহার।
আমি হাত তুলে বলি, উনিশ শতক কি জমির মালিকানা ঠিক করতেই কেটে গেছে। মালিক এবং কৃষকের সম্পর্ক আজও তেমন ভালো না!
প্রফেসর দত্ত পড়াতে লাগলেন ‘ লাল কমিউনিস্ট দল ‘ এর অবদান সম্পর্কে।
পিছনের বেঞ্চে চোতা নিয়ে পাশ করা জর্জ ঘড়িতে সময় দেখছে।
চল্লিশ মিনিট সময় কখনো আমাকে সন্তুষ্ট করতে পারেনি, আরেকটু সময়। ঠিক ক্ষতিপূরণও কমিউনিস্ট দলকে খুশি করতে পারেনি। সময়কে কদর করতে শেখ তা না হলে তোমার পণ্য নগন্য দামে বিক্রি হয়ে যাবে।
ক্লাস থেকে বেরিয়ে আরেক প্রফেসর শেখ স্যারের হাত ধরে দত্ত স্যার বললেন :” স্বৈরতন্ত্রে গ্রামে গ্রামে মালিক পক্ষের বিরুদ্ধে রায় চাষের জমি শক্ত করেছিল। প্রযুক্তি যথাযথ মূল্য দিতে পারলো না।”

গতরাতে আমি এই স্বপ্নটাই দেখেছি দত্ত বাবু। কি আশ্চর্য!
বিভাগীয় প্রধানের ঘরের বাইরে আরো একটা সংগঠিত আন্দোলন।
স্যারের কড়ে আঙুলে ধাক্কা দিয়ে চলে গেল অবৈধ দাবি।
অন্যান্য প্রফেসররা বেরিয়ে এলেন। প্রত্যেকের মাথায় সংঘর্ষের আঁচ। না আন্দোলনের গতিপথ ধীরে ধীরে বদলাতে শুরু করে।
কম নম্বরের ক্ষতিপূরণ স্বরুপ নম্বর বাড়বে না ঠিকই কিন্তু পরবর্তী এম এ তে ভর্তিরও সমস্যা হবে না।

প্রফেসর দত্ত বাড়ি ফিরে দেখে টবের চারপাশে বিকালের সোনা রুপা রোদ ঋণের ভারে ক্লান্ত। দরজা বন্ধ করে টিভি খুলতেই দেখে ছাত্র নির্বাচনে এবার লড়বে না কমিউনিস্টরা।
ধাক্কা লাগা আঙুলের দিকে স্যার তাকিয়েই থাকলেন, কিছু বললেন না।

অর্ধেক মুখস্থ শ্লোক [Bengali Story]

হাতে কলম, গলায় অর্ধেক মুখস্থ শ্লোক, চোখের নীচে ঘুম কম হওয়া কালো দাগ। সংস্কৃত পাশ করে পৌরোহিত্য শিখতে যাচ্ছে রমেশ। সঙ্গে বড়দি এনা।
এনা সমাজ বিজ্ঞানের, বিয়ের বয়স হলেও বাবার ইচ্ছে মেয়ে স্কুলে চাকরি করবে।
বাস স্টপেজে বাসের জন্য দুজনের অপেক্ষা। রমেশ দেখলো রাস্তা পার হতে গিয়ে একটা প্রাপ্ত বয়স্ক লোক থুতু ফেললেন, দিদিকে বলে, দ্যাখ বঙ্গ সংস্কৃতি। দিদি বলল — চুপ! বাস আসছে।
রমেশ বলে, দ্যাখ কুকুরটা পা দিয়ে চলে গেল। দিদি বললো : পৌরসভা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
গলা থেকে শ্লোক সরিয়ে রমেশ বলে, আপনি কোথায় যাবেন ?
লোকটা বলে, স্কুল।
রমেশের হাত ধরে এনা বলে — ও, আপনার বাস ঐদিক থেকে আসবে। এটা ওখান থেকে ফেরার রুট।
আমাকে কথা বলতে দিলি না কেন ?
রাস্তাটা প্রতিবাদ করার জায়গা না। বাসে ওঠ।

রমেশ বাস থেকে নেমে তিন মিনিট হাঁটা পথ পেরিয়ে ঢুকে যায় বেদিক জ্যোতিষ ইনস্টিটিউটে।

কলম বের করে নিজের নামের জায়গায় সই না করে লেখে : ‘ ভীতু সেন ‘। শ্লোক বলতে বললে বলে : ‘ রাস্তা কখনো প্রতিবাদ করার জায়গা না ‘

চোখে না আমার মনে কালি।

এনাকে ফোন করে ডাকা হল। রাস্তায় ঘটা ঘটনা খুলে বলতেই শাস্ত্রীজি বললেন :

” রাস্তায় থুতু ফেললে সেই থুতু বাসের কোনো ক্ষতি করে না। তোমার শিক্ষা দিয়ে তুমি বুঝিয়ে দেবে কোনটা আলো কোনটা অন্ধকার। চোখ কান নাক জিহ্বা ত্বক খোলা রাখ, তোমার আলো অন্যকে আলোকিত করবে।”

আমি জমিতে ধান পুঁতে এসে তোমাদের দিক ঠিক করতে আসি। এখন উপদেশ দেওয়ার জায়গাটা ব্যবহারিক হয়েছে। তুমি নিজে হাতে-কলমে দেখার জন্য তৈরি হও।

এনা বলে : ‘ ভাই…শান্ত হয়ে যা ‘
রমেশের কপালে রসকলি এঁকে দেয় শান্তিচুক্তির কর্তৃপক্ষ।

একবীর [Bengali Story]

বাড়িটা বিক্রি করবো করবো করেও ব্যর্থ হচ্ছে ভাদুদা। অতি উচ্চবিত্তরা গাড়ি রাখার জায়গা পাচ্ছে না আর মধ্যবিত্তরা নিকাশি ও রাস্তা সমস্যায় পিছিয়ে যাচ্ছে।
পাঞ্জাবি – পাজামা পরা ভাদুদা বাড়ির দাম সাধ্যের মধ্যেই রেখেছে। নীল সাদা রঙ বাড়িটা অনেক উন্নত তিন কামরার ফ্ল্যাটকেও হার মানাবে, বাড়ির পাশে বিস্কুট কোম্পানির বড়ো হোডিং, নীচে অপরিষ্কার ডোবা।

ভাদুদার শশুরবাড়ি টিয়াপুর, ওখানে এক মুসলিম ভদ্রলোক বাড়িটা কেনার জন্য বলেছে। আপত্তি শুধু প্রতিবেশীদের, পাড়াতে মুসলিম আনা চলবে না!

বড়ো রাস্তা থেকে বাড়ির দূরত্ব তিনশো মিটার।

ভাদুদা প্রতিবেশীদের বলল : রিকোয়েস্ট ছিল, আপনারাই তাহলে লোক খুঁজে আনুন। ছেলেটার এখানে থাকতে অসুবিধা হচ্ছে তাই তাড়াহুড়ো।

ভাদুদা আমাকে দেবে। আমার এক মামা প্রমোটার, কথা বলবো তাহলে।

ভাদুদার একতলার পূর্ব দিকের ঘরের পূর্বদিকে নেতাজি, বিবেকানন্দ, নাথুরাম গডস।

নাথুরাম এখানে কেন ?

আমার দাদু গান্ধী বিরোধী তাই!

দোতলার ঘরে দেয়ালের ফাটলে দেখলাম হলুদ ছেঁড়া কাগজ। ওতে লেখা” রাইটার্স চলো”…..

কম্পিটিশন [Bengali Story]

বিশু ফুল বিক্রি করে কম্পিটিশন মার্কেটে। ফ্রেশ ফুল, মোটর সাইকেল শো-রুমের উল্টো দিকে ফুটপাতই ওর দোকান।
গাঁদা, রজনীগন্ধা, গোলাপের মালা এছাড়াও রয়েছে সকালের পুজোর ফুল, প্যাকেটে বেলপাতা।
চায়ের দোকানে বেশ ভিড়। চা খেয়ে ফুল নিয়ে বাড়ি যাব তখনই সামনের রাস্তায় অ্যাক্সিডেন্ট।
বাইকের সঙ্গে চারচাকার, বাইকের ছেলেটা ছিটকে গিয়ে পরে রাস্তার পাশে! মাথার রক্ত ছিটিয়ে যায় ফুলে।
আজ ঠাকুর ফুল পাবে না! চারচাকা সমেত চালককে থানা নিয়ে গেল পুলিশ।

শুভ বিবাহ [Bengali Story]

আজ বিয়ে করে নিল পদ্ম ঘেঁষা মৌ সেন। মাল্টিপ্লেক্স বিল্ডিং পাশে কাত্য রিসোর্ট । অফিস ফেরার রাস্তায় দেখলাম বর নামলো গাড়ি থেকে। বাড়ি ফিরে হবু বৌকে ফোন করে বললাম : “ক্লাব সেন্ট্রাল যাবে ডিনারে”। রাজি হয়ে যায়। ফুলের দোকান থেকে গোলাপ কিনে পৌঁছাতে পৌঁছাতে ফোন এল — “সরি রনো আজ যেতে পারবো না! স্যার ফোন করেছিল এখুনি যেতে বললো”।
আমিও গেলাম কাত্য রিসোর্ট। মৌ-য়ের প্রিয় পারফিউম গোলাপে স্প্রে করে একটা ছোট্ট মেয়েকে ডেকে হাতে দিয়ে বলি : “ঐ বৌ দিদিটাকে এই ফুলটা দিয়ে এস”।
মৌ হাতে নিয়ে বুঝতে পারে পারফিউম মেশানো। উঠে দাঁড়ায়, আমি ওকে দেখতে পাচ্ছি কিন্তু মৌ পাচ্ছে না!

ভিডিও কল [Bengali Story]

খরগোশের মাথায় হাত বোলাতে বোলাতে দোতলা থেকে একতলায় নেমে এল প্রিয়াঙ্কা। বোতল খুলে গ্লাসে জল নিয়ে ওপরে এল। আয়নার সামনে জিভ দেখতে দেখতে জল খেল, জিভে লাল দাগ! বোধহয় কামড়ে ফেলেছে।
ভিডিও কলে দেখলাম। প্রিয়াঙ্কা এবার শুয়ে পরবে। ফোনের গায়ে কাঁচের গ্লাস রেখে রাতের ড্রেস পরে নেয়। আহামরি শরীরে কোনো উষ্ণতা তৈরি হল না!
প্রিয়াঙ্কা বলল, কাল এই নাইটিটা কিনেছি। কেমন ?
আমাকে নিয়ে গেলে গলাটা রাউন্ড কিনতে বলতাম।

ভিক্টোরিয়া [Bengali Story]

বান্ধবীর ভাঙা রেডিয়োতে উদ্বাস্তুদের গন্ধ পেল রৌনক । আর্ট স্কুলের ছাত্র ।
স্পেন ও ফ্রান্সের প্রতি টান ছোটবেলা থেকেই , ঐ রিপাবলিকান উদ্বাস্তুদের গল্প প্রথম শুনেছিল দাদুর মুখে । ইতিহাসের শিক্ষক ছিলেন ভবতোষ বাবু ।

অন্যদিকে চিলির জন্য প্রাণ কাঁদে রৌনকের বান্ধবীর । ইংরেজি অনার্স , স্কটিশে আছে ।

চিলি না স্পেন কে বেশি নেরুদার কবিতা পড়েছে ? ভিক্টোরিয়ার আকাশে মেঘ করে এল , ময়দানে বৃষ্টি উৎসব ।

পারমিতার শাড়ির আঁচলে তুলি বাজায় পাবলো পিকাসো ।

প্রদর্শনী [Bengali Story]

ক্লাস অনলাইনেই হচ্ছে । স্যার একদিকে পড়াচ্ছেন “What Is Modern Art & Van Gogh” অন্যদিকে বাবা খবরে দেখছে শ্রীলঙ্কার আর্থিক সংকট ।

আজ তরুণ কাকুর দোকানে চপের দাম দু’টাকা বেড়েছে , চা এক টাকা ।
ভিয়েতনাম থেকে ফোনে মেল এল । আমার ছবির প্রদর্শনী শুরু হবে পরের মাসে ।

মায়ের মুখে চিন্তার ভাঁজ ! বাবা বোঝাচ্ছে আমার বেড়ে ওঠার ক্ষেত্রে বাইরে যাওয়াটা গুরুত্বপূর্ণ ।

মা এল , বললাম : শান্তিনিকেতন থেকে অদ্রিজা আসবে, ঘরটা একটু পরিষ্কার করে দিও ।

চন্দ্রশেখর বাবুর টোল [Bengali Story]

কলম থেকে কলমের দূরত্ব আমি পরে জেনেছিলাম । WB Yeats পড়তে পড়তে বুঝলাম কলমকে মাধ্যম করে কিছু বলবো । ঠিক তখনই ভর্তি হয়েছিলাম চন্দ্রশেখর বাবুর সংস্কৃত টোলে।

রবি ঠাকুরের “Gitanjali” ভূমিকা লিখেছিলেন “Yeats”। বিকালের হাওয়াতে পড়ছি “লঘুসিদ্ধান্তকৌমুদী”।

বাবা এলেন হাতে রাজ্যের দেনা । বাবা অর্থ দপ্তরের কর্মী।

আমার কলম থেকে বাবার কলমের দূরত্ব মুখস্থ করে বুঝলাম অ-আ-ক-খ এর প্রয়োগ এক না । আমি বিপ্লবের পাশে গোলাপ রাখতে পারি কিন্তু বাবা বিপ্লব মানে বুঝবে গোলাপের মূল্যবৃদ্ধি ।

আপাতত কপালের ভাঁজে “লঘুসিদ্ধান্তকৌমুদী”, WB Yeats আমার তৃতীয় পুরুষ।

শুভদীপ দত্ত প্রামানিক | Subhadip Dutta Pramanik

Bengali Story 2022 | জয়ন্ত কুমার সরকার | গল্পগুচ্ছ ২০২২

Bengali Story | কৃষ্ণকিশোর মিদ্যা | গল্পগুচ্ছ | 2022

Top Bengali Poetry | কৃষ্ণকিশোর মিদ্যা | কবিতাগুচ্ছ | 2023

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

কম্পিটিশন | শুভ বিবাহ | ভিডিও কল | ভিক্টোরিয়া | প্রদর্শনী | চন্দ্রশেখর বাবুর টোল | অণুগল্পগুচ্ছ | ভিক্টোরিয়া মেমোরিয়াল হল | রাণী ভিক্টোরিয়া | ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত | ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা | ভিক্টোরিয়া মেমোরিয়াল | ভিক্টোরিয়া মেমোরিয়াল কে প্রতিষ্ঠা করেন | ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে টীকা | ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিহাস | ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণ | ভিক্টোরিয়ার পরী | ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণ | ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ছবি | | ভিক্টোরিয়ার শ্রাদ্ধে খিচুড়ি | রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো | ছবি প্রদর্শনী | প্রদর্শনী কাকে বলে | প্রদর্শনী প্রথম আলো | প্রদর্শন অর্থ | বিজ্ঞান প্রদর্শনী | প্রতিভার প্রদর্শনী | জাতীয় চারুকলা প্রদর্শনী | কুঞ্জবনে পুষ্প প্রদর্শনী | প্রদর্শনীর ব্যবহার | জাদুঘর ও প্রদর্শনী | পোশাক ও শিল্পকর্ম প্রদর্শনী | কলাকেন্দ্রে চিত্রকর্ম প্রদর্শনী | দার্জিলিং-এ প্রদর্শনী | প্রাণিসম্পদ প্রদর্শনী | পূর্ব মেদিনীপুর বক্স কম্পিটিশন | খাওয়ার কম্পিটিশন | কম্পিটিশন কম্পিটিশন | ডিজে কম্পিটিশন | কম্পিটিশন মিউজিক | কম্পিটিশন সং | কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া | শুভ বিবাহ – উইকিপিডিয়া | শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা | ২১০টি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা | শুভ বিবাহ পর্ব-১ | শুভ বিবাহ ডিজাইন | শুভ বিবাহ লোগো | শুভ বিবাহ বার্ষিকী পিকচার | শুভ বিবাহ ছবি | শুভ বিবাহ বন্ধু | শুভ বিবাহ ছন্দ | শুভ বিবাহ স্ট্যাটাস | শুভ বার্ষিকী কার্ড | শুভ বিবাহ তত্ত্ব | শুভ বিবাহ ১৪২৯ | স্ত্রীর জন্য শুভ বিবাহ বার্ষিকী | কীভাবে গ্রুপ ভিডিও কল করবেন | বিনামূল্যে অনলাইন ভিডিও কল | এন্ড্রয়েড মোবাইল থেকে ভিডিও কল | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | সেরা বাংলা গল্প | গল্প ও গল্পকার | সেরা সাহিত্যিক | সেরা গল্পকার ২০২৩ | বাংলা বিশ্ব গল্প | বাংলা গল্প ২০২৩ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bengali story | short bengali story analysis | short bengali story characteristics | short bengali story competition | short bengali story definition | short bengali story english | bengali story competitions for students | bengali story competitions ireland | writing competitions ireland | bengali story writing practice | bengali story writing topics | trending topics for article writing 2022 | what is bengali story writing | bengali story trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Shabdodweep bengali story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment