সুভাষ নারায়ন বসু – সূচিপত্র [Bengali Story]
হৃদয় নিকেতন – সুভাষ নারায়ণ বসু [Bengali Story]
বেশ কয়েক বছর হ’ল ‘হৃদয় নিকেতনই’ আকাশের স্থায়ী ঠিকানা। এই হৃদয় নিকেতন তার সাধের তৈরি রাজারহাটের সেই গাছ-গাছালি সমেত মনোরম গ্রাম্য পরিবেশের একতলা বাড়ি না যার সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক জড়িয়ে ছিল। বার্ধক্যে স্ত্রী বিয়োগের পর বড় অসহায় হয়ে পড়ে। তার অসহায়তার সুযোগে ছেলে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য বাবাকে বাধ্য করে সেই বাড়ির মায়া ত্যাগ করে বৃদ্ধাশ্রমে থাকতে। অনেক আপত্তি করলেও শেষে শহরের এই নামকরা বৃদ্ধাশ্রম যা অনেক অসহায় প্রবীণ প্রবীণার আশ্রয়স্থল যার নামও ‘হৃদয় নিকেতন’ দেখে সম্মতি দিয়েছিল অন্তত দুধের স্বাদ ঘোলে মিটাবে বলে। জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয় নিকেতনের বাসিন্দা এই হোক তার শেষ পরিচয় সেই ছিল মনের সুপ্ত বাসনা। জাঁদরেল হেডমাস্টার হিসাবে এককালে মহাকাশের মতো বিরাট ব্যাপ্তি থাকলেও আজ আকাশেৱ জীবনে নেমে এসেছে মহাশূন্য। অনেক লেখাপড়া শেখানো একমাত্র ছেলে বিয়ের পর ভালো চাকরি নিয়ে স্ত্রী পুত্র সমেত বিদেশে পাড়ি দিয়েছে। বাবাকে অবশ্য সঙ্গে নিতে চেয়েছিল কিন্তু আকাশ দেশের মায়া ত্যাগ করে যেতে রাজি হয়নি যদিও ছোট্ট নাতিটার প্রতি একটা টান অনুভব করতো কিন্তু ও তো একটু একটু করে সাহেবী কায়দায় বড় হবে সেখানে ওর উপস্থিতি না থাকাই ভালো তাছাড়া দেশের প্রতি ভালোবাসা ও একটা শিকড়ের টান আজন্ম সে অনুভব করতো বিশেষতঃ বাংলার আকাশে বাতাসে পথে ঘাটে আজও সে খুঁজে বেড়ায় তার ফেলে আসা হারানো শৈশব কৈশোরের মধুর দিনগুলি যেখানে নীলার সঙ্গে হাত ধরে অনেকটা পথ চলা, একটা মিষ্টি মধুর সম্পর্কের হাতছানি যা পূর্ণতা পায়নি ওর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওর বাবা গগনবাবু পড়াশুনার জন্য বহু দূরে পাঠিয়ে দেবার জন্য। আসলে আকাশের বাবা গগন বাবু মনেপ্রাণে চানবংশ মর্যাদায় ছোট নীনার সঙ্গে ভবিষ্যতে আকাশের একটা সম্পর্ক গড়ে ওঠে। নিরুপায় আকাশ পা বাড়ালো ভিন রাজ্যে, পিছনে পড়ে রইল তার প্রথম ভালোবাসার ধন। লেখাপড়ার পাঠ সমাপ্ত করে নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা অর্জন করে নিজের শহরে ফিরে আসে কিন্তু ততদিনে তার প্রথম ভালোবাসার ফুল চিরতরে হারিয়ে গেছে, পরে বন্ধুদের কাছে শুনলো ওর অন্যত্র বিয়ে হয়ে গেছে আর তার পিছনে পরোক্ষে ওর বাবা গগনবাবুর হাত ছিল। পড়াশুনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই নীলাকে অবশ্য চিঠি পাঠাতো কিন্তু কোন উত্তর পেত না, মনে মনে অভিমান হতো। একদিন সেই পুঞ্জিভূত অভিমান ধুয়ে জল হয়ে গেল যখন বাবার একটা পরিত্যক্ত স্যুটকেসের মধ্যে নীলাকে লেখা চিঠিগুলো আবিষ্কার করলো । মাকে প্রশ্ন করে সমস্ত রহস্যের হদিস পেল কিন্তু সমাধান হলো না, সে পথ যে বন্ধ। অগত্যা মধুসূদন মনের গোপন কথা মনে চেপে রেখে কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে দেবদাস না হয়ে মায়ের পীড়াপীড়িতে বাধ্য হয়ে আর দশটা মানুষের মতো জীবনস্রোতে গা ভাসালো।
‘হৃদয় নিকেতনে’ প্রথম প্রথম মানিয়ে নিতে একটু অসুবিধা হলেও সমবয়সী বৃদ্ধ-বৃদ্ধাদের সান্নিধ্যে অচিরেই এক পরিবারের মতো অন্যতম সদস্য হয়ে উঠলো। সকাল বিকাল অনেকে মিলে কাছে পিঠে হাঁটতে যাওয়া ও ভ্রমণে বের হওয়া, গল্প গুজব সুখ-দুঃখের কথা সর্বোপরি সান্ধ্যকালীন মজলিস নিত্যদিনেৱ রুটিন হয়ে দাঁড়ালো, খাবার থাকে আর কোন চিন্তা নেই বেশ কাটছিল আকাশের, সংসারের পিছুটানও দিন দিন শিথিল হচ্ছিলো।
বহুদিন বাদে আজকে কেন জানিনা সকাল থেকেই আকাশের মনটা চঞ্চল। মনে পড়লো, আজতো দাদুভাইয়ের জন্মদিন। এই দিনে কত জাঁকজমক করে দাদুভাইয়ের জন্মদিন পালন করত, আশেপাশের ছোট ছোট বাচ্চারা নিমন্ত্রিত হয়ে আসতো । তাদের ছোটাছুটি ও কলকলানিতে সারা বাড়ি মুখরিত থাকতো। অবসর জীবনে আকাশও এক অনাবিল আনন্দ উপভোগ করতো — সে সব অতীত, এখন আর কেউ খবরও নেয় না যদিও দাদুভাইয়ের মুখটা খুব ভেসে ওঠে। স্নেহের স্বভাবই এই না চাইলেও নিজের অজান্তেই উঁকি দেয় অন্তরে। কতক্ষণ ভাবে বিভোর হয়েছিল জানেনা আকাশ , চমক ভাঙ্গায় একটা গাড়ি হৃদয় নিকেতনের সদর গেটে এসে দাঁড়াতে । দোতলার একটা ঘর আকাশের জন্য বৱাদ্ধ করা হয়েছিল তাই সেখান থেকে স্পষ্ট দেখতে পেল গাড়ি থেকে এক প্রৌঢ়া মহিলা নামলো, সঙ্গে দু-একজন আত্মীয় পরিজন। তবে কি হৃদয় নিকেতনে নতুন সদস্য এলো ? ব্যাপারটা দেখতে হচ্ছে। পাশের ঘরের রসিক বন্ধু প্রদীপ এসে বলল, আকাশ ভালোই হয়েছে আর একজন বামা সঙ্গী পাবে। বলতো আমার ঘরটা না হয় ছেড়েই দেব। মৃদু ধমকে সুরে আকাশ বলল, প্রদীপ এই বয়সে এইসব রসিকতা শোভা পায় না, এছাড়া আরো তো কয়েকজন প্রবীণা সদস্যা এই হৃদয় নিকেতনে আছেন, কৈ এমন কথাতো আগে কখনো শুনিনি! প্রদীপ আমতা আমতা করে বললো, আসলে ভদ্রমহিলাকে উদাস ভাবে গাড়ি থেকে নামতে দেখে কেন জানিনা মনে এই প্রশ্নটা দেখা দিল হয়তো একেই বলে টেলিপ্যাথি । যাইহোক উৎসুক হয়ে দুজনে নিচে নেমে অফিস রুমের দিকে গেল।
হৃদয় নিকেতনের ইনচার্জ তাপস বললো, আকাশবাবু, প্রদীপবাবু আপনারা এসেছেন ভালই হয়েছে। ইনি আজ থেকে এই বৃদ্ধাশ্রমে থাকবেন, ওনার নাম নীলাঞ্জনা। ভদ্রমহিলা এতক্ষণ মাথা নিচু করেই ছিলেন, হয়তো সংসারের বিড়ম্বনায় হতাশাগ্রস্ত হয়ে। এবার মাথা তুলে পরিচয় পর্ব সাৱতে গিয়েই বিস্ফোরিত চোখে আকাশের দিকে চেয়ে থাকলো, এই নামটা যে তার খুবই চেনা, অপরদিকে আকাশের অবস্থাও তথৈবচ — এ কী তার সেই হারিয়ে যাওয়া নীলা ! ঠোঁটের নিচে বিউটি স্পটের মতো বড় তিলটা তাই জানান দিচ্ছে । এ-ও কি সম্ভব ! আকাশের যেন ঘোৱই কাটছে না। বিধাতার কী অসীম করুণা নাকি অভিপ্রায় যাকে সারা জীবন হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে আজ জীবনের সায়াহ্নে তাকেই এনে হাজির করেছেন তার সামনে জীবনের শেষ পথটা মসৃণ করার জন্য । নীলার ব্যাপারে আগেই আকাশের থেকে সমস্ত বৃত্তান্ত শুনেছিল প্রদীপ তাই অশোককে মৃদু ধাক্কা দিয়ে বললো, এই নীলাঞ্জনাই কি তোমার সেই নীলা ? আকাশ সম্মতিসূচক ঘাড় নাড়লো। প্রদীপ লক্ষ্য করলো, আকাশেৱ চোখ দিয়ে দু’ফোঁটা জল গড়িয়ে পড়ছে — হয়তবা আনন্দাশ্রু। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রদীপ বললো, তাপসবাবু এতকাল দোতলার দক্ষিণ দিকটা ছিল আকাশ প্রদীপ এখন থেকে সেটা হোক নীলাকাশ। দেখুন না সেটার একটু ব্যবস্থা করা যায় কিনা, মানে আমি উত্তরে গিয়ে দক্ষিণের ঘরে যদি নতুন আসা এই ভদ্রমহিলাকে থাকার ব্যবস্থা করেন তাহলে ওনার হয়তো একটু সুবিধা — রবি ঠাকুরের কথায় ‘আজি দক্ষিণ দুয়ার খোলা’ কী বলো আকাশ ? বাকরুদ্ধ আকাশ অপলক নেত্রে নীলার দিকে তাকিয়ে থাকলো। তাপসবাবু কিছু না বুঝেই বললেন, আপনারা রাজি থাকলে ভেবে দেখা যেতে পারে।
সুভাষ নারায়ন বসু | Subhas Narayan Basu
Bengali Article 2023 | শ্রমিক আন্দোলনে সুভাষচন্দ্র বসু | প্রবন্ধ ২০২৩
Bengali Novel 2023 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৭) | উপন্যাস
Bengali Article 2023 | আশা নিরাশার দোলাচলে বাঁকুড়া জেলার কাঁসা শিল্প
Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩
bengali story | short bengali story analysis | short bengali story characteristics | short bengali story competition | short bengali story definition | Best Bengali Story | Top Bengali Story | World Bengali Story | International Bengali Story | short bengali story english | writing competitions ireland | bengali story writing practice | bengali story writing topics | trending topics for article writing 2022 | bengali story trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Shabdodweep bengali story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | bengali story pdf download | bengali story audio book | bengali story audio download