New Bengali Story 2023 | আশার আলো | সুভাষ নারায়ন বসু

Sharing Is Caring:
BENGALI STORY

আশার আলো – সুভাষ নারায়ন বসু [Bengali Story]

মহকুমা শহর খাতড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ব্লক ভিত্তিক জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। চারিদিকে ফিসফাস আওয়াজ ও গুঞ্জন চলছে কোন ব্লক শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় । টান টান উত্তেজনা চলছে রাইপুর আর বিষ্ণুপুর ব্লকের মধ্যে।উত্তেজনার পারদ পৌঁছে গেল শেষ ইভেন্ট পর্যন্ত। শেষ ইভেন্ট বিতর্ক প্রতিযোগিতা, ছাত্র ছাত্রীদের দলগত। দুইজনের দলে একজন ছাত্র এবং একজন ছাত্রী থাকবে অবশ্যই একজন পক্ষে অপরজন বিপক্ষে। রাইপুর ব্লকের ছাত্রদের মধ্যে রাজা পক্ষে বলার জন্য নির্ধারিত ছিলই কিন্তু মুশকিল হলো বিপক্ষে বলার মতো যে ছাত্রীকে মনোনীত করা হয়েছিল সে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ায় অংশগ্রহণ করতে পারবে না তাই রাইপুর ব্লকের ভারপ্রাপ্ত শিক্ষককে বেশ বিচলিত দেখাচ্ছে। বিকল্প কাকে দলভুক্ত করবেন তাই নিয়ে কুল কিনারা পাচ্ছেন না। চ্যাম্পিয়নের তকমাটা এইভাবে হাতছাড়া হয়ে যাবে ভেবে মাথায় হাত দিয়ে বসে আছেন। এমন সময় রাইপুর গার্লসের নবম শ্রেণীর ছাত্রী রানী এসে বললো, মাস্টারমশাই যদি অভয় দেন তাহলে রাজাদার বিপক্ষে আমি বলতে পারি, আমার বাবা ব্যাংকের ম্যানেজার হলেও রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন আর বলতে দ্বিধা নেই এইসব বিষয়ে খুবই পারদর্শী। কিছুদিন আগেই বাবা এ ব্যাপারে বিশদ আলোচনা করেছিলেন তাই শুনে শুনে আমিও নিজেকে অনেকটা তৈরি করে রেখেছি, আপনার আশীর্বাদ ও সুযোগ পেলে একবার চেষ্টা করে দেখতে পারি। শিক্ষক, মশাই যেন হাতে স্বর্গ পেলেন। রানীর মাথায় হাত দিয়ে বললেন , আমার মন বলছে তুমিই পারবে মা আমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে, আমি কিছু পয়েন্ট দিচ্ছি তুমি আর রাজা নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে বক্তব্য রাখবে রিহার্সাল দিয়ে একটু ঠিক করে নাও। এই অবসরে বলে রাখি রানী এর আগে সঙ্গীত বিভাগে প্রথম হয়ে ব্লকের মান উজ্জ্বল করেছে আর রাজাও ব্লকের হয়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে।

কিছুক্ষণ বাদে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। ঘোষক মঞ্চে এসে জানালো, এখন শুরু হচ্ছে আমাদের সর্বশেষ ইভেন্ট বিতর্ক প্রতিযোগিতা।এটা দলগত প্রতিযোগিতা, প্রত্যেক ব্লক থেকে একজন পক্ষে আর একজন বিপক্ষে বলবে। পুরস্কার ঘোষণা করা হবে পক্ষে-বিপক্ষের মিলিত নাম্বারের ভিত্তিতে। নিয়ম অনুযায়ী মোট সময় ৬ মিনিট, ৫ মিনিটের পর ওয়ার্নিং বেল বাজবে আর ৬ মিনিটে বক্তব্য শেষ করতে হবে। তাহলে শুরু করা যাক আজকের বিতর্ক প্রতিযোগিতা। বিষয় – “সভার মতে ছাত্রদের সক্রিয় রাজনীতি করা উচিত”। টানটান উত্তেজনা , এতক্ষণ সব ব্লকের ছাত্র-ছাত্রীরা মোটামুটি ভালই বলেছে তবে রাইপুরের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিষ্ণুপুর ব্লক একটু এগিয়ে। সবশেষে মঞ্চে ডাক পড়লো রাইপুর ব্লকের। পক্ষে বলার জন্য রাজা প্রস্তুত ছিল এবং তার বক্তব্যের মধ্যে রাইপুরের ভারপ্রাপ্ত শিক্ষক আশার আলো দেখতে পেল কিন্তু এ যে দলগত প্রতিযোগিতা তাই কপালে চিন্তার ভাজ থেকেই গেল। তাকে নিরাশ না করে ধীর অথচ দীপ্ত পদক্ষেপে মঞ্চে উঠেই রানী তার জোড়ালো বক্তব্যের মাধ্যমে পূর্ববর্তী পক্ষে বলার বক্তাদের তুনোধনা করে দিল। বিচারকদের ভাবভঙ্গি ও বক্তব্যের শেষে হাততালির বহৱ দেখে কারোরই বোঝার বাকি রইল না এবার রাইপুর ব্লকের বিজয় রথ অপ্রতিরোধ্য। বিস্মিত শিক্ষক মহাশয় স্বস্নেহে কাছে টেনে নিলেন রানীকে। এদিকে ফলাফল ঘোষণার পর প্রথম হওয়ার সুবাদে আনন্দে উৎফুল্ল হয়ে রাজা ছুটে গিয়ে সবার মাঝেই রানীকে জড়িয়ে ধরলো। কিশোরী রানীর জীবনে পুরুষ বন্ধুর সেই প্রথম আলিঙ্গন । ভালোবাসার পরশে মুহূর্তে ওর শরীরে এক শিহরণ খেলে গেল, একটা কীরকম অনুভূতি উপভোগ করলো আর একটু একটু করে হারিয়ে গেল রাজার বাহুবন্ধনে।

সেই রাতে রাজা রানী কারোর চোখেই ঘুম ছিল না, হয়ত বা সেই সুখমিলনের ঘোরে দুজনেই বিভোর ছিল, অলক্ষ্যে ঈশ্বরের কী অভিপ্রায় তা দুজনেরই অজানা। সেই অজানা সাগরে পাড়ি দিয়ে পরস্পর বহুবার মিলিত হলো পড়ার ছলে দুজনের বাড়িতে অথবা নিভৃতে প্রেম নিবেদন করতে বেলাশেষে কংসাবতী নদীর বালুকা তটে অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে। দেখতে দেখতে গঙ্গার বুক দিয়ে কত জল বয়ে গেল, ওরাও পরস্পরের আরো ঘনিষ্ঠ হলো। নদী সাগরে মিলিত হবার দিন গুনছে এমন সময় বাদ সাধলো রানীর বাবার বদলিৱ নির্দেশ। চাকরি সূত্রে ব্যাংকের ম্যানেজার থেকে প্রমোশন হয়ে দূরে চলে যেতে হবে। রাজা ও রানী দুজনের জীবনেই যেন নেমে এলো ঘোর অমাবস্যা, তবে কি মধুর প্রেম পর্বের যবনিকা আসন্ন! রানীৱ তো আবার এবছরই মাধ্যমিক পরীক্ষা । রানীর বাবা আশিষবাবু নিরুপায় হয়ে সপরিবারে এখানকার পাট চুকিয়ে যাবার প্রস্তুতি সমাপন করলো, রানী রাজা দুজনেরই রাতে ঘুম নেই, ভোরবেলা গাড়িতে মালপত্র সমস্ত তোলার পর যাত্রার পূর্ব মুহূর্তে রানীর খোঁজ পড়লো, আশিষবাবুর বাড়িতে হুলুস্থুলু কান্ড, রানীকে কোথাও পাওয়া যাচ্ছে না, রাজা ও রানী যে খুব ভালো বন্ধু সেটা সকলেই জানে তাই রাজাদের বাড়িতে লোক পাঠালেন আশিষবাবু কিন্তু সেখানেও পাওয়া গেল না। উল্টে রাজার বাবা শংকরী বাবু জানালেন যে রাজাকেও নাকি সকাল থেকে কেউ দেখেনি। তবে কি ওরা দুজনেই নিখোঁজ! ব্যাপারটা সুবিধার নয় বলে অনেকে কটু মন্তব্য করলো। ওরা তো প্রাপ্তবয়স্কও নয় তাই আশিষবাবুর মাথায় যেন বাজ ভেঙ্গে পড়লো, শংকরীবাবুও দিশাহীন। এমনিতে আশিষবাবু ও শংকরীবাবুৱ হৃদ্যতা ইদানিং সর্বজন বিদিত, বাড়িতে কিছু না জানিয়ে পালিয়ে যাবার ছেলে মেয়ে যে রাজা রানী নয় এটা দুই পরিবারই নিশ্চিত তবুও কালবিলম্ব না করে চারিদিকে খোঁজ খবর চললো, শেষে সন্ধান মিললো রাইপুরের মা মহামায়াৱ মন্দিরে গিয়ে, সেখানে দেখা গেল দুজনেই মায়ের কাছে খুব ভোরে পূজা দিয়ে ওদের জীবনের এই মহাসংকট থেকে উদ্ধার পাবার জন্য ঠায় বসে আছে। স্থানীয় বাসিন্দাদের মতো ওরা জানে এবং মানে যে , মা মহামায়া খুবই জাগ্রত দেবী তাই তাঁর নির্দেশের অপেক্ষায় ধ্যানমগ্ন।

শেষে শংকরীবাবু আশিষবাবুকে বললেন, রানীৱ তো এবার মাধ্যমিক পরীক্ষা, এখন থেকে চলে গেলে পড়ার ছেদ ঘটলে ওর পরীক্ষার ফল আশানুরূপ হবে না; এমনিতে তো ও খুব ভালো স্টুডেন্ট, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে ওর দায়িত্ব আমাকে দিতে পারেন। আমাদের বাড়িতে থেকেই ও পরীক্ষাটা দিতে পারবে আর বলতে দ্বিধা নেই ওকে ভবিষ্যতে আমাদের বাড়ির একজন সদস্য করে নেবার বাসনা রাজার মায়ের কিন্তু অনেক দিনেরই ইচ্ছা, হয়তোবা মহামায়ারও তাই। আশিষবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন আর রাজা রানীও যেন মহামায়ার করুণায় স্বর্গের সিঁড়ির সন্ধান ও আশার আলো দেখতে পেল।

সুভাষ নারায়ন বসু | Subhas Narayan Basu

স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা | Top Best 4 Yoga by Swami Vivekananda

New Bengali Article 2023 | ওড়িশার পটচিত্রে ভগবতী কালী দেবী | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | ভৃগুর শক্তিপীঠ ও বড়োমা :: বিল্লপত্তন থেকে বড়বেলুন

Bengali Article 2023 | সুভাষচন্দ্রের আত্মজীবনীঃ বিভিন্ন মনীষী প্রসঙ্গ

bengali story | short bengali story analysis | short bengali story characteristics | short bengali story competition | short bengali story definition | Best Bengali Story | Top Bengali Story | World Bengali Story | International Bengali Story | short bengali story english | writing competitions ireland | bengali story writing practice | bengali story writing topics | trending topics for article writing 2022 | bengali story trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Shabdodweep bengali story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder | bengali story pdf download | bengali story audio book | bengali story audio download

Leave a Comment