New Bengali Story 2023 | আঁধার পেরিয়ে (পর্ব ১) | গল্প

Sharing Is Caring:
BENGALI STORY

আঁধার পেরিয়ে (পর্ব ১) – প্রবোধ কুমার মৃধা [Bengali Story]

দেখতে দেখতে ছেলে দুটো বড়ো হয়ে উঠছে। তাদের ঘিরে নমিতার অন্তরের আশা লতাটি সজীব তরুলতার মতো পত্র-পুষ্পে পল্লবিত হতে থাকে। ভয় হয়, লতাগুল্ম যেমন গবাদি পশুতে আচম্বিতে মুড়িয়ে ধ্বংস করে দেয়, তেমনি মানুষের আশা- আকাঙ্খাগুলো আধিদৈবিক, আধিভৌতিক প্রভৃতি বিপর্যয়ের কারণে যে কোন মুহূর্তে তছনছ হয়ে যেতে পারে। মানুষ আশা করে,ঘর বাঁধে, দুঃখ সাগর মন্থন করে সুখের ইমারত গড়তে চায়।আড়ালে বসে অদৃষ্ট দেবতা অপেক্ষা করে থাকেন কখন কোন অজুহাতে সব কিছু ওলট-পালট করে দেওয়া যায়।

দিনটা ছিল ফাল্গুনের ১৭ তারিখ, বুধবার। রোজকার মতো ওদিন ও নিজের বাইকে স্কুলে যাচ্ছিল শোভন। স্কুলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।রাস্তায় ঘটল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ।ঘাতক লরির চাকা চলে গেল তার পাঁজরের উপর দিয়ে।বীভৎস করুণ সে দৃশ্য চোখে দেখার মতো ছিল না।

নমিতা খবরটি পেয়েছিল বেশ কিছুটা পরে। শোভনের স্কুলের দুই শিক্ষক দুঃসংবাদটি নিয়ে এসেছিলেন বাড়িতে। ছেলে দুটিকে সঙ্গে নিয়ে দুপুর নাগাদ থানাতে গিয়ে স্বামীর থেঁতলে যাওয়া দেহটি দেখে জ্ঞান হারিয়েছিল নমিতা।

সে আজ এক দশক হয়ে গেল। দিনটি নমিতার জীবনে স্বাভাবিক চলার গতিটাকে ঘুরিয়ে দিয়ে ভিতটাকে নাড়িয়ে দিয়ে গেছে। অনেক চেষ্টা তদ্বির আর ধরা-করার পর ‘ডাই-ইন-হার্নেস’ গ্ৰাউন্ডে প্রাইমারির চাকরিটা জোটাতে পেরেছিল নমিতা। সেজন্য কৃতজ্ঞতার দাবিদার অবশ্য শোভনের স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় বাবু এবং স্কুলের করনিক সজল বাবু। শোভনের ঘনিষ্ঠ দুই শিক্ষক ও পারিবারিক বন্ধুর মতো সকল বিষয়ে, সকল প্রয়োজনে সহায়তা যুগিয়ে ছিলেন। আজও তারা খোঁজ খবর রাখেন। সবার কাছে কৃতজ্ঞ নমিতা। এমনি কি শিক্ষা দপ্তরের কাছেও।

শোভন বেঁচে থাকতে ওর দাদাদের কাছ থেকে অনেক সহযোগিতা, সহানুভূতি পেয়ে আসছিল। কিন্তু ও মারা যেতে ছবিটা গেল আমূল বদলে। শুরু হলো কথা চালাচালি,ভীতি প্রদর্শন। শোভনের দুই দাদা। সবাই সপরিবারে গ্ৰামের ভিটেয় বসবাস করে।চাষ-বাস‌ই তাদের প্রধান ভরসা।মা বেঁচে আছেন।ছোট ছেলের প্রতি গভীর মমত্ববোধ থাকলেও বড় দুই ছেলের মতামতের বিরুদ্ধে যাওয়ার উপায় তাঁর নেই। অসহায়ের মতো সবকিছু নীরবে সহ্য করে রাতদিন চোখের জল ফেলেন।

চাকরির সুবাদে ব্যাঙ্কলোন নিয়ে পৌরসভা এলাকায় বাড়ি বানিয়ে গ্ৰাম থেকে সপরিবারে চলে আসে শোভন। এখন তার অবর্তমানে ভাইপোরা সম্পত্তির অংশীদার হতে পারে এই মর্মে পরবুদ্ধি শুনে অবাস্তব একটা যুক্তি খাড়া করে উকিল-মুহুরি ধরে দুই দাদা গোপনে অনেক চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত আইন কানুন জেনে বুঝে নিরুৎসাহ হয়ে ক্ষান্ত হয়। কারণ ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে ভাইকে মানুষ করার দাবি আইনে টেকেনি।

Bengali Poetry

শোভনের দুই ছেলে ও স্ত্রী আছে, উপরন্তু জায়গাটি শোভন ও নমিতার যৌথ নামে দলিল করা ছিল। অহেতুক পায়ে পা দিয়ে বিপদ সৃষ্টি করে অভিভাবক হীন শোকার্ত,ভাগ্যহত পরিবারটিকে নানাভাবে হেনস্তা করার মনোগত অভিপ্রায় ছিল ভয়ডর দেখিয়ে যৌথ সম্পত্তি থেকে বঞ্চিত করা। যেহেতু চাকরি একটা পেয়েছে, অত‌এব শ্বশুরের বিষয় সম্পত্তির দিকে যাতে নজর না ফেরায় তার‌ই একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল নমিতার দুই ভাশুর। শোভনের বৃদ্ধা মা এ-সবের বিন্দু-বিসর্গ জানতেন না। তবে খবর চাপা থাকে না। পরে পরে সমস্ত ঘটনাই অবগত হয়েছিলেন, আর হাত-পা বাঁধা বন্দীর মতো অন্তর বেদনায় ক্ষত -বিক্ষত হয়েছেন। পিতৃহারা নাবালক দুটোকে এক ঝলক চোখের দেখা দেখতে প্রাণটা ডুকরে কাঁদে, বড় মেয়ের কাছে সে ইচ্ছা অনেক বার প্রকাশ করেছিলেন। কিন্তু ভাই-দাদাদের ভয়ে মায়ের ইচ্ছা পূরণের সাহস পায়নি সুমতি। কারণ মা থাকে তাদের কাছে, মায়ের সমস্ত দায়-দায়িত্ব ভাইয়েরা পালন করে, পরের ঘরে চলে যাওয়ার কারণে এ-সংসারে তার অধিকার যথেষ্ট খর্ব হয়ে গিয়েছে; এমনকি মায়ের উপর থেকে ও।অগত্যা তারা ভালো আছে বলে সান্ত্বনার ছলে মাকে তুষ্ট করা ছাড়া আর কোন উপায় তার হাতে ছিল না।

বড় ননদের সঙ্গে নমিতার সম্পর্ক ভালো। যোগাযোগ আছে। ভাইপো দুটোকে দেখতে সুমতি বছরে বেশ কয়েক বার মজিলপুরে যায়। জয়নগর-মজিলপুর স্টেশন থেকে মিনিট পাঁচেকের পথ। ওখান থেকে আরো ছ-সাত কিলোমিটার দূরে নতুন হাটের কাছাকাছি সুমতির বড় মেয়ের বাড়ি।রথ দেখা কলা বেচা দুই-ই মিটে যায়।

প্রাইমারির কাজটি পেতে সুবিধে যেমন হয়েছিল তেমন প্রথম প্রথম ছেলে দুটির দেখভালের সমস্যা দেখা দিয়েছিল। তখন নমিতার মা-ই এসে সামলে দিয়েছে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোন সাহায্য পাবে না বুঝে মা-বাবার পরামর্শে নমিতা তার এক বিধবা পিসিকে নিয়ে এল নিজের বাসায়। পিসি বাল্য বিধবা। সন্তান সন্ততি কিছুই ছিল না। ভাইয়ের সংসারে খাটা-খাটুনি আর ভাইপো-ভাইঝিদের দেখাশোনা করেই তার সময় কাটত।

পিসি আসাতে নমিতার বেশ সুবিধে হলো। সংসার আর ছেলে দুটোর ভার তার উপর ন্যস্ত করে সে অনেকটা নিশ্চিত মনে স্কুলে যায়। সেই -যে এসেছিল, তার পর থেকে পিসি নমিতার সংসারের একজন স্থায়ী সদস্য রূপেই রয়ে গিয়েছে। পিসির প্রতি নমিতা আন্তরিক কৃতজ্ঞ। পিসিকে না পেলে দুই শিশু সন্তান আর চাকরি কিভাবে সামাল দিত সে কথা মনে করলে কোন কিনারা পায় না সে।

প্রবোধ কুমার মৃধা | Probodh Kumar Mridha

Godhuli | গোধূলি | রম্যরচনা | জয়ন্ত কুমার সরকার | Best 2023

Chandannagar Jagadhatri | চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবক্তা কে ??

Dwiragaman | দ্বিরাগমন | পুনম মায়মুনী | 2023

Traditional Seth Family Durga Puja | চন্দননগরের ঐতিহ্যবাহী হরিহর শেঠ পরিবারের দুর্গাপূজা

অনেক আঁধার পেরিয়ে | অনেক আঁধার পেরিয়ে রকমারি | অনেক আঁধার পেরিয়ে আলোর খোঁজে | অনেক আঁধার পেরিয়ে পিডিএফ ডাউনলোড | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | সেরা বাংলা গল্প | গল্প ও গল্পকার | সেরা সাহিত্যিক | সেরা গল্পকার ২০২৩ | বাংলা বিশ্ব গল্প

bengali story new | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short bengali story definition | short story english | short story for kids | short bengali story generator | bengali story 2023 | short story ideas | short story length | long story short | long story short meaning | long bengali story | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | bengali story writing | bengali story dictation | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bengali story news| article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder

Leave a Comment