সুদীপ ঘোষাল – সূচিপত্র [Bengali Story]
[Bengali Short Story Online Reading]
বাৎসরিক শ্রাদ্ধ – সুদীপ ঘোষাল
আজ সকাল থেকে প্রভাতবাবু তার বাবার পুরোনো বাক্সটা খুলে বসেছেন।বাক্সটি খোলামাত্র বেড়িয়ে আসে শৈশবের দুপুর।বাবা খেয়ে মাটির দোতলা ঘরে শুয়েছেন।মুখে তার জোয়ানের সুবাস।প্রভাত তার বাবার পা টিপে দিচ্ছেন। বিকেল হলেই পেয়ে যাবেন এক টাকা, পা টেপার পারিশ্রমিক। তারপর বন্ধুদের সঙ্গে খেলা।সন্ধে হলেই সরব পাঠের আসর।
আজ প্রভাতবাবু তার বাবার হাতে হাত রেখে বসেছেন একান্তে।কথা বলছেন মুগ্ধস্বরে। তার বাবা বলছেন,সময় নষ্ট করো না,হ্যারিকেনের তেল পুড়ছে,তুমিও পুড়ে শুদ্ধ হও।জীবনে বড় হতে গেলে কষ্ট করতে হয়, ভালোবাসতে জানতে হয়।
হঠাৎ পুরোহিতের ডাক এলো। সমাজের নিয়ম মেনে আজ গোয়ালঘরে শ্রাদ্ধের কাজ সারতে হবে।
প্রভাতবাবু বাবার পুরোনো বাক্সটি অতি শ্রদ্ধায় রেখে দেন মন-মন্দিরে। তারপর বাবার তৈরি সবুজ বাগানে আসেন খিড়কির দরজা খুলে।
পূজা – সুদীপ ঘোষাল
তুমুল বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে চার কাঁধে চলেছে বাবার শবদেহ।বাবা চিরকাল রবীন্দ্রসংগীতের সুরে ভিজে যেতেন।প্রত্যেক বাইশে শ্রাবণে বাবা বাড়ির সামনের ফাঁকা মাঠে কবিসম্মেলনে বিশ্বকবির গলায় ভেজা চোখে মালা দিতেন।নিজে গান গাইতেন, ” যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে”…। গান শুনে ভিজে যেত আমার চোখ।
আজ বাবা চলেছেন চার কাঁধে শবদেহ হয়ে, ঠিক তার কবিগুরুর মত। বৃষ্টি ভিজে বাবা মাথা দুলিয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান।দূর থেকে মাইকে ভেসে আসছে রবিঠাকুরের গানের সুর,
“আমার ব্যথার পূজা হয় নি সমাপন।”
কাকতালীয় – সুদীপ ঘোষাল
দুরন্ত রাস্তার ধারে একটা সবুজ গালিচার পাশে খড়ের চালে ঘুগনির দোকান।বাঁশের কাবারি পরপর সাজিয়ে বানানো দুটো বেঞ্চ।এখানে খরিদদারদের বসার জায়গা।ডানহাতে রসিয়ে পানটা মুখে ভরেই লোকটি বলে, ক প্লেট।আমি আর আমার কলিগ হাসিমুখে বলি, দুই প্লেট।লোকটা বিগত হেমন্তের কথা বলে।সে বলে,জানেন বাস দুর্ঘটনায় আমার বামহাত ভেঙে গেছে।পা মুড়ে বসতে হয় কারণ হাঁটুর অবস্থাও খারাপ। আমার কলিগ বলেন,বাসগুলোর অবস্থা ঠিকমত পরীক্ষা না করেই ওরা ফিটনেস সার্টিফিকেট পেয়ে যায় গোপন কায়দায়।তারপর বিপদ হয় সাধারণ মানুষের। ঘুঘনি চেটেপুটে খেয়ে আমরা সিগারেট ধরাই।ততক্ষণে রাস্তার দুধারে ঢেউখেলানো কুয়াশা-মাখানো প্রকৃতির শোভা নাচে মনজুড়ে। অনেকক্ষণ বসার পরে লোকটি বলে,মোটরসাইকেল চালাবেন সাবধানে। কুয়াশায় কিছু দেখা যায় না।
আমি বলি, ঠিক বলেছেন। কুয়াশায় গাড়ি আস্তে চালানোই ভালো।
আমার কলিগ গাড়ি স্টার্ট দিতেই সজোরে একটা বাস চলে আসে সামনে। তারপর কী হয়েছিলো আমাদের মনে নেই।
আজ আমরা দুজনে একটা রেডিমেড পোশাকের ব্যবসা খুলেছি। অখন্ড অবসর জুড়ে আমাদের অপেক্ষার পালা শুরু হয়েছে ঠিক ঘুগনির দোকানের লোকটার মত।
পুজোয় প্রথম প্রেম – সুদীপ ঘোষাল
নবমী নিশিতে ধুনুচি নাচ চলছিলো দুর্গামন্ডপে। রিতা নাচের ফাঁকে দেখে নিলো তপুর চোখ। নিস্পলক দৃষ্টি তপুর চোখে। গিলছিলো রিতার নাচের ভঙ্গিমা। তারপর তপু গিয়ে একটা ঢাক বাজাতে শুরু করলো। কখন যে রিতার নাচ শেষ হলো তপু জানতেই পারলো না। তখন নাচ শুরু করেছে পাড়ার ক্যাবা মস্তান। ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার। রিতার তখন দারুণ হাসি।তার বান্ধবীরাও হাসছে। তপু বাজানো বন্ধ করে পাশে দাঁড়ালো।সে মনে মনে ভাবলো, অসুরের মত দেখতে ছেলেগুলো কেন মেয়েদের এত প্রিয় হয়।পাশে আমি ছিলাম। বললাম, পাগলা পুজো শেষ হয়ে যাবে। যা বলার এখনি বলে দে রিতাকে। নইলে পরে পস্তাতে হবে। তপু ঢাকের কাঠি দুটো নিয়ে গিয়ে রিতাকে বললো, তুমি আর একবার নাচো না প্লিজ। সঙ্গে সঙ্গে আবার হাসি। তারপর থেকে লজ্জায় প্যান্ডেল ছেড়ে পালিয়ে বাঁচলো। জানি না কবে যে তপু সাবালক হবে।
কবি – সুদীপ ঘোষাল
যে ছেলেটা পূর্ণিমা পুকুরের জ্যোৎস্না ভিজে চাঁদ হওয়ার স্বপ্ন দেখতো সে চাঁদ ছুঁতে পারেনি।সমস্ত যোগ্যতার ফানুস সে উড়িয়ে দিয়েছিলো ঘাসের শিশিরে, বাতাসের খেলায়। হেলায় সে হয়েছিলো ফাঁকা মাঠের রাজা।আলপথের মাটির গন্ধে তার যোগ্য সম্মানের ঘ্রাণ নিতো প্রাণভরে।সমস্ত চাওয়া পাওয়ার বাইরে অনুভূতির জগতে তার আসা যাওয়া। বন্ধু বলতো, তোর ধনী হতে ইচ্ছে হয় না?ছেলেটি উত্তর দিলো না। সে জানে তার আপন জগতে সে শুধু রাজা নয়, সম্রাট।তাই সে অবহেলায় যাপন করতো সাধারণ জীবন।সে জানে তার মত ধনী কমই আছে।বাতাসের রেণু,আকাশের হৃদয় আর সবুজের হাতছানিতে সে ছুটে চলে যেতো।সেখানে গিয়ে সে কথা বলতো আপন মগ্নতায়।
তার কথাগুলো হয়ে যেতো কবিতার পান্ডুলিপি…
ঝড় – সুদীপ ঘোষাল
কই গো ওখানে কি করছো। একবার এখানে এসো।
যাই, কি হলো কি?
আর কি হবে, বাবাই এর অঙ্কটা দেখো।
বাবাই এর খাতাটা দেখতে দেখতে বাবু চলে গেলো অতীতে। একবার বেলুন গ্রামে পিসীর বাড়িতে বেড়াতে গিয়ে বাবু এক বিপদে পড়েছিলো ।সবাই খেতে বসেছে, এমন সময়ে একটা সাপ হঠাৎ বাবুর পায়ে ছোবল দিয়ে পালিয়ে গেলো। মহা-চিন্তায় বাবু হাসপাতাল যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করে রওনা হলো। পথে দেখলো একটা বয়স্ক লোক দুর্ঘটনায় অজ্ঞান হয়ে পড়ে আছে ।বাবু লোক টি কে কোলে করে তুলে নিলো। বিপদ একা আসে না। হাসপাতাল যাওয়ার পরে দুদিন পরে দুজনেই সুস্থ হলেন ।মানুষের জীবনে কত ঝড় যে আসে।
বাবা কি করছো খাতাটা দাও ছেলের ডাকে বাবুর চিন্তার রেশ কেটে গেলো।
সাত পাকে বাঁধা – সুদীপ ঘোষাল
মায়ার বর ফিরে আসছে। এতদিন মায়ার সঙ্গে কোন সম্পর্ক ছিল না তার বরের। অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে মায়া তার বরকে বিয়ে করেছে, বাবার ভয়ে। মায়া তার বাল্যবন্ধুকে ভালোবাসত। তাকেই সে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সংসারের চাপে তার ইচ্ছেপূরণ হয়নি। মায়া কেশবকে ভালোবাসত। বিয়ের পরেও মায়া বাল্যপ্রেমের সম্পর্ক ত্যাগ করতে পারল না। কেশব আসত, বসতো,কথা বলতো এমনকি রাতেও থাকত।মায়ার বর অশান্তি করে নি কোনদিন। বাজার, রান্না সবই সে করত। দশ বছর এইভাবে চলল। তারপর মায়ার বর বলল,
— তুমি ভালো থেকো। যখন প্রয়োজন হবে, আমাকে বলবে। আমি ঘরভাড়া নিয়ে আলাদা থাকব।
মায়া বলল – এখানে থাকলেও আমার আপত্তি ছিলো না। তুমি আমাকে সন্দেহ করে চলে যাচ্ছ?
মায়ার বর বলে – সত্যকে স্বীকার করতে শেখো। আমি চললাম।
তারপর মায়ার ছেলের বিয়ে হয়েছে, নাতি বড় হয়েছে। পেরিয়ে গেছে অনেক বসন্ত। মায়া রেগে বলে, এবার বুড়ো হয়ে কাছে আসছে। কোনদিন সুখ দিল না আর বুড়ো বয়সে এখানে আসছে। সেবা করতে হবে ওনার। পারব না আমি। মায়ার নাতি,বৌমা সকলে মায়াকে সমর্থন করছে। মায়ার বৌমা বলছে, এবার বুড়ো বয়সে সেবা নিতে আসছে। পাড়ার লোক যারা বয়স্ক তারা আসল ঘটনা জানে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সব খবর জানে না। তারা বলে, বুড়ো বয়সে বাড়ির কথা মনে পড়ল। এতদিন কোথায় ছিল বুড়ো?
কিছুদিনের মধ্যেই মায়ার বর ফিরে এল মায়ার কাছে, চারজনের কাঁধে চেপে। শববাহী গাড়ির পয়সা রাখতে পারেনি, তাই চারজনের কাঁধে বাঁশের তৈরি খাটিয়ায় শুয়ে মরদেহ এল। মায়া সজোরে কাঁদতে কাঁদতে হঠাৎ চুপ করে গেলো। কেশব তার মাথায় জল দিলো, বাতাস করল। ডাক্তার এল। তিনি বললেন, শি ইজ নো মোর। চরম শোকে হার্ট আ্যাটাক করেছে।
শ্মশানবন্ধুরা দুজনকে নিয়ে চলে গেলো শ্মশানে। এতদিনে মায়ার বরকে মায়ার কাছে ফিরিয়ে দিলো সাত পাকের অমোঘ আকর্ষণ।
সুদীপ ঘোষাল | Sudip Ghoshal
Doob De Re Mon Kali Bole | ডুব দে রে মন কালী বলে | অভিজিৎ পাল | New 2023
Paribartan Bengali Story | পরিবর্তন | অঙ্গনদীপ চ্যাটার্জী | Top New 2023
Sera Bangla Uponnash | খুঁজে ফিরি বিশল্যকরণী (পর্ব ১৩) | উপন্যাস | Top New 2023
Osomapto | অসমাপ্ত | প্রবোধ কুমার মৃধা | Top New Story 2023
Bengali Short Story Online Reading 2023 | Top Bangla Golpo Online Reading | New Read Online Bengali Story | Top Best Story Blogs | Best Story Blogs in pdf | Sabuj Basinda | High Challenger | Famous Bangla Golpo Online Reading | Shabdodweep Read Online Bengali Story | Shabdodweep Writer | Bangla Golpo Online Reading pdf | Famous Bengali Short Story Online Reading | Pdf Bengali Short Story Online Reading | Natun Bengali Short Story Online Reading | Full Bengali Short Story Online Reading | Bengali Short Story Online Reading Blogs | Best Story Blogs in Bengali | Live Bengali Story in English |Bangla Golpo Online Reading Ebook | Full Bangla Galpo online | New Live Bengali Story | Bengali Short Story Online Reading – Episode | Golpo Dot Com Series | Horror Adult Story Video | Horror Live Bengali Story | New Bengali Web Story Audio | New Bengali Web Story Video | Bangla Golpo Online Reading Netflix | Audio Bangla Golpo Online Reading | Video Bengali Short Story Online Reading | Shabdodweep Competition | Bengali Short Story Online Reading Competition | Bengali Writer | Bengali Writer 2023 | Trending Bangla Golpo Online Reading | Recent Bangla Golpo Online Reading | Top Live Bengali Story | Popular New Bengali Web Story | Best Read Online Bengali Story | Read Online Bengali Story 2023 | Shabdodweep Bangla Golpo Online Reading | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Golpo Dot Com Download | Bangla Golpo Online Reading mp3 | Horror Adult Story | Read Online Bengali Story Collection | Bengali Short Story Online Reading mp4 | Bengali Short Story Online Reading Library | New Bengali Web Story Download | Full Live Bengali Story | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Live Bengali Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Literature | Shabdodweep Magazine | Shabdodweep Web Magazine | Live Bengali Story Writer | Shabdodweep Writer | Collection Bangla Golpo Online Reading | Bengali Short Story Online Reading