Bengali Poetry 2022 | তালাল উদ্দিন | কবিতাগুচ্ছ ২০২২
তালাল উদ্দিন – সূচিপত্র [Bengali Poetry]
দৌলা বাড়ি [Bengali Poetry]
১.
আনুমানিক ৫০ বছর পরে
আদিম গুহা থেকে বের হয়ে
যেদিন পৃথিবীর আলো ফের দেখলাম
সেদিনই তাজ্জব বনে গেলাম
গ্রাম বা বাড়ির কোন রাস্তাই
জোতমতো চিনতাম না আমি
এ-কে ও-কে জিজ্ঞেস করে
যখন গ্রামে পৌঁছলাম
তখন নিজেকে আবিষ্কার করলাম
কোন এক অপয়া অথবা ভিন গ্রহের সন্তান
আমাকে কেন্দ্র করে
জটলা বেঁধে গেল এবার
কোন বাড়ি যাবেন?
কি করেন?
নাম কি আপনার?
আমি তবু নিরুত্তর থেকেছি বারবার
এরা তো পুঁচকে ছেলে
হতে চাই না কোন হাসির খোরাক।।
তবু ভাগ্যটা ছিল বেশ ভালো
একজন এগিয়ে এসে বললেন
কিভাবে সাহায্য করতে পারি স্যার?
আমি বললাম মৃদু কণ্ঠে
দৌলা বাড়ি কোন দিকে যায়?
তিনিও মুচকি হাসলেন
বললেন, আমি তো দৌলা বাড়ির সন্তান।।
২.
পথ চলতে চলতে
আমরা চলে আসলাম
একটা বাড়ির সামনে
উনি বললেন, এটা দৌলা বাড়ি
চলে আসেন ভেতরে
আমি তবু আশ্চর্যান্বিত হলাম
এটা কি দৌলা বাড়ি
বা নিদেনপক্ষে কোন মুসলিম বাড়ি
যেখানে পর্দা দিয়ে
বেপর্দা ঢেকে রাখার প্রয়াসের অভাব
আমি তাই সটান দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ
উনিও তাড়া দিলেন
বললেন, চলে আসেন মহাশয়।
দ্রুত পায়ে চলে গেলাম
বাড়িটার ভেতর
দেখলাম এ যেন বাড়ি নয়
কোন এক নরকের আলয়।
শুনলাম চারিদিক থেকে ভেসে আসছে
বেসুরো সব ইংলিশ ও হিন্দি গান
মুন্নি বদনাম হোয়ে থেকে
হালের বিলবোর্ডের টপওয়ান
“ব্লাইন্ডিং লাইটস”** সং
আমি তাই ক্ষেপে গিয়ে
বললাম যা তা
বাড়িটা কী তবে হবে
ইংলিশ ও হিন্দি গানের জলসা
তারা জানাল
এসবই স্মার্টনেস ও আধুনিকতা।।
৩.
হঠাৎ দেখলাম আকাশে উড়ছে
কিছু রঙিন ফানুস
বললাম কিসের এসব ফানুস?
তারা জানালো আজ জন্মদিন
ব্ল্যাক বয় ও নেটিভ সানের
আমি ভাবলাম হতে পারে
আমার কোন ভবানীর
কিছুক্ষণ পরে দেখলাম
দুটি প্ল্যাকার্ড শোভা পাচ্ছে
দুটি ছাগল ছানার গায়ে
তাতে লেখা
Happy birthday to Black boy and Native Sun
তখন মনে মনে ভাবলাম
মানুষই যেখানে জন্মদিন পালন করতে পারে না
সেখানে জন্মদিন পালন হচ্ছে দুটি ছাগল ছানার
সত্যি এক তাজ্জব ব্যাপার।।
৪.
আর আমি দিতে চাই না মহিলাদের
পোশাকের বিবরণ
শুধু বিকিনিটা পরার রয়েছে বাকি
ক্লিটোরিস পর্যন্ত আর আমি নিচে যেতে চাই না,
বাড়িটা ও আর পূর্বের অবস্থায় নেই
এখন হয়েছে ৩০-৩৫ টা ঘর
বাড়িটার শ্রী বৃদ্ধি হয়েছে
সত্যি এক গৌরবের খবর।।
আবারো আমাকে নিয়ে বেঁধে গেল এক জটলা
আপনি কে? কিসের জন্য এসেছেন?
কাকে চান মুসালা?**
আমি তবু নিরুত্তর থেকেছি বারবার
হঠাৎ দেখি সমবয়সী এক মহিলা
ভিড় টেলে আসছেন এ ধায়
উনি আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন
এ যে সিরাজ-উদ্-দৌলা
এতদিন কোথায় ছিলেন ভাইজান?
ঠিক তখনই একে অপরকে জড়িয়ে ধরে
শুরু হল ক্রন্দন থেকে গভীরতর ক্রন্দন
আমি ও চিনলাম, এ যে আমার ছোট বোন
নাম তার মাঈশা খানম।
কিন্তু আমার স্বজনেরা দেখায়নি কোন প্রতিক্রিয়া
তারা তো জানেনা আমায়,
দেখেনি কোন গৌরবের নমুনা
দেখলাম কিছুটা ভয় ঢুকেছে তাদের মনে
আমি বা হতে পারি কোন এক প্রেতাত্মা
বোনকে প্রশ্ন করলাম
মা কোথায় রে খানম?
প্রশ্নটা তার কাছে ছিল বজ্রপাতের মতন
কিছুক্ষণ নিরুত্তর থেকে বললে আমায়
মা তো পরপারে গেছেন ৪০ বছর আগে
আর মৃত্যুকালে জানতে চেয়েছেন
আমার সিরাজ-উদ্-দৌলা কেমন আছে?
৫.
ছোকরার দল আমাকে নিয়ে গেল
আমাদের পারিবারিক গোরস্থানে
কিন্তু এটাকে ঠাহর হচ্ছে যেন কোন
ডিজাইনের স্থান বা কোন ফ্যাশন শো
যেখানে চলে কারুকার্যের প্রতিযোগিতা
কিন্তু মনে নেই কোন তাকওয়া।
আমি তবু দু’হাত তুলে
জপ করলাম মহান আল্লাহ ‘তায়ালার নাম
পবিত্র গ্রন্থ থেকে পাঠ করলাম
সূরা ইখলাস, আয়াতুল কুরসি
আরো কিছু দোয়া দরুদ যতদূর জানি
যেন কিছু সওয়াব পৌঁছে দিতে পারি মায়ের রুহের ওপর।
আমার কাণ্ডকারখানা দেখে ছোকরার দল
বনে গেল তাজ্জব
আমি শুধু চুপিসারে বললাম
এভাবে করতে হয় মুসলিম শরিয়াহ মতে
কবর জিয়ারত সমাপন।।
আছরের আযানের মঞ্জুল ধ্বনি শোনা গেলে
ছুটে চললাম মসজিদ পানে
দেখি, ইমামের কক্ষ থেকে বের হচ্ছেন এক মহিলা
যাকে ৫০ বছরের আগেকার স্ট্যান্ডার্ডে
খুব খারাপ বলা যাবে
গুহাবাসী মানব আমি
আজকের স্ট্যান্ডার্ড, মূল্যবোধের গোলকধাঁধা
কখনো বুঝতে পারি না।
৬.
রাতের খাবার সাঙ্গ হলে
আমাকে নিয়ে যাওয়া হলো
অন্ধকারাচ্ছন্ন এক ঘরে,
এখন মহাশূন্যের যুগ
বাড়ির পাশে ছোট এক টারবাইন বসিয়ে
কোড ISS 950 লিখে দিলেই
যেকোনও জায়গা থেকে
পাওয়ার ট্রান্সফার করা যায় খুব সহজেই
কিন্তু এখানে এসবের কোন বালাই নেই
আমি তো গুহাবাসী মানুষ
আমার সাথে এমন আচরণই চলে।।
কিন্তু সকালে ওঠে শুনি না তো পাখিদের গুঞ্জন
বউ কথা কও, শালিক, ময়না টিয়া
এসব কি হারিয়ে গেছে এখন?
কেননা চারদিকে আজ শোনা যাচ্ছে
মহাশূন্যের ইটিদের** খসখসে রবোটিক শব্দ;
যতদূর মনে পড়ে বাড়িটা ছিলো হরেক রকমের
গাছগাছালিতে ভরপুর
যেমন দেবদারু, তুলসীগাছ, আম গাছ, জাম গাছ
নারকেল গাছ, রেইনট্রি এবং আরো কত লতাগুল্ম ;
কিন্তু এখন এসবের কিছু নেই আর
যেন সবকিছু হয়ে গেছে রফাদফা
জমিন থেকে আসমান হবে ফকফকে সাদা;
৭.
এসব দূষণ, মূল্যবোধের অবক্ষয়
ভণ্ডামি আর কৃত্রিম জীবন দেখে
একদিনেই হাঁপিয়ে গেছি আমি
‘কা তব কান্তা কস্তে পুত্র’ ** জপে
ফের হতে চাই গুহাবাসী।।
ফুট নোটঃ
**মুসালা: মুসালা নামের আরবি অর্থ “অনুকরণীয়”, “মডেল”, “আদর্শ”। কিন্তু এটাকে এখানে ব্যঙ্গাত্মক হিসেবে দেখানো হয়েছে।
**কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ॥২॥
অর্থ- কে তোমার স্ত্রী? কেই বা তোমার সন্তান? এই সংসার হল অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছ? তত্ত্ব সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখ।
শেষ বাংলা ক্লাস [Bengali Poetry]
১
মাতৃগর্ভ থেকে শিখেছি বাংলা ভাষা
তাই, এ ভাষার বিরুদ্ধে কেউ কিছু বললেই
হৃদয়ে ঘটে যায় রক্তক্ষরণ
আমার ও রক্তক্ষরণ হয়েছিল সেদিন
যেদিন জিন্নাহ ঘোষণা করেছিলেন
“উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা “
সবার মতো আমিও প্রতিবাদ করেছিলাম
বলেছিলাম, মানব না মানব না।।
২
মনে পড়ে
পড়ুয়া ছিলাম আমি ক্লাস থ্রি কিংবা ফোরের
গুঞ্জন শুনেছিলাম শিক্ষা দেওয়া হবে উর্দুতে
সে গুঞ্জন সত্যি হলো রফিক স্যারের ক্লাসে যেয়ে
স্যার বলেছিলেন, আজ তোমার শেষ বাংলা ক্লাস
কেন দেরি করলে ফরহাদ?
কথাটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম
আর দু’য়ে দু’য়ে মেলাচ্ছিলাম চার
এজন্যই বুঝি রাস্তায় পাকসেনাদের টহল
আর সুনসান স্কুলের চারপাশ।
আমি আরও অবাক হয়েছিলাম
ক্লাসের পেছনের বেঞ্চগুলো দেখে
বসে আছেন হারুর বাপ, মেম্বার, চেয়ারম্যান
ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ
তারা স্যারের ৪০ বছরের শিক্ষকতা ও
বাংলা ভাষার সম্মান জানাতে এসেছেন।
৩
যথারীতি পাঠদান শুরু হলো আমাদের
কিন্তু আমি পড়া শিখে আসিনি
স্যার তবু রাগ করলেন না। বললেন,
কিভাবে তুমি নিজেকে বাঙালি পরিচয় দিবে, ফরহাদ?
আজ হতে ২০ বছর পরে
যখন তুমি বাংলার ব’ ও জানো না।
আমি অনুতপ্ত হলাম
আজ আমার শেষ বাংলা ক্লাস
অথচ আমি শিখি নি বাংলা ভাষা
যে বইগুলোকে মনে হত স্রেফ জঞ্জাল
এখন মনে হচ্ছে হীরের টুকরো।
আমি বুঝি না, কেন চাপিয়ে দেওয়া হবে উর্দু ভাষা?
মায়ের ভাষায় কেন পড়তে পারব না?
দোহাই :
মনে পড়ে
পাক শাসকেরা এ সিদ্ধান্ত থেকে সরে এসেছিল
তুমুল গণআন্দোলনের মুখে
তাই বাংলার শেষ ক্লাস করতে হয়নি আমাদের
তবু, রফিক স্যারকে আর দেখা যায়নি
হয়তোবা অবসর নিয়েছিলেন
অথবা বদলি হয়েছিলেন
ঝাপসা স্মৃতিতে এর বেশি মনে পড়ে না।।
একুশ [Bengali Poetry]
একুশ আমার রক্তে মিশে
বাংলা ভাষার ঘ্রাণে
একুশ আমার বিশ্বায়নের
অর্থনৈতিক উন্নয়নে
একুশ আমার নাচন জাগায়
আত্মভোলা মনে
মনের ভুলে দেই ছুটিয়ে
রঙ্গের ঘোড়াটাকে
অবাক হয়ে বিশ্ব দেখে
একুশ রত্ন আমার
আধমরারা উঠবে জেগে
সাফ হবে জঞ্জাল।।
যেভাবে পেলাম ক, খ, অ, আ [Bengali Poetry]
সবুজ পৃথিবীর বুকে
এক ফোঁটা
রক্তের দাগকে
বড় অপবিত্র লাগে
তখন ভেঙ্গে যায়
হাজার বছর ধরে
লালন করা
সহনশীলতার ঐতিহ্য।
আমরাও অসহনশীল
হয়েছিলাম
২১শে ফেব্রুয়ারির দিনে
বুক চিতিয়ে
বলেছিলাম
বাংলা হোক রাষ্ট্র ভাষা
বাংলা আমার মায়ের ভাষা।
তক্ষকেরা দাবি না মেনে
বরং করল গুলিবর্ষণ
তখন ঝরে পড়েছিল
সালাম, রফিক, বরকত
আর জব্বারের মতো তাজা প্রাণ
বিনিময়ে পেলাম
রাষ্ট্র ভাষা বাংলা
উদার জমিন
মুক্ত আকাশ
আর পেলব বর্ণমালা ক,খ, অ, আা।।
তালাল উদ্দিন | Talal Uddin
Bengali Story 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | অণুগল্পগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | তন্ময় দাস | কবিতাগুচ্ছ ২০২৩
Bengali Poetry 2023 | তালাল উদ্দিন | কবিতাগুচ্ছ ২০২৩
দৌলা বাড়ি | সিরাজউদ্দৌলা | নবাব সিরাজ উদ্দৌলার পুত্র কে | সিরাজ-উদ-দৌলার সমাধি | নবাব সিরাজউদ্দৌলার জন্ম কত সালে | নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন | সিরাজ উদ দৌলার স্ত্রী | সিরাজউদ্দৌলার পরিবার | নবাব সিরাজউদ্দৌলা ইতিহাস | নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু কিভাবে হয়েছিল | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
bee bengali poetry | bengali poetry about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer bengali poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder