Bengali Poetry Theme – Sumit Saha
বন্ধু যদি ভালবাসা – সুমিত সাহা
আমি হন্যে হয়ে খুঁজি
বন্ধু আমার কয়টি ছিল, যেটাই আমার পুঁজি
লগ্ন বয়ে যায়, শূন্য হিয়া প্রায়
বন্ধুর মান রাখতে পারা, সেটাই হোল দায়
পূর্ণিমা বা অমাবস্যা, কোনটা খুঁজে পাই
যেথায় থাকি সবই আছে শুধু ভালবাসা নাই
বন্ধু সেজেও অপমানের বোঝা
চাপিয়ে দেওয়া হয়তো অনেক সোজা
চক্ষু নিয়ে তাকিয়ে থেকেও আমার চক্ষু বোজা
মিষ্টি মধুর স্বপ্ন ছিল যেটা
আজকে আধা, কালকে ছিল গোটা
স্বপ্ন সৌধ ভাঙার পরে, গুঁড়িয়ে জমে পথে
যৌবন সুর বেহায়া সব, লুটিয়ে ভাঙা রথে
বন্ধু যদি আজো খুঁজে পাই, নিয়ে বুকটি ভরা আশা
জড়িয়ে ধরি, বন্ধু আমার প্রিয়, আমার ভালবাসা
হয়তো কখনো পারিব না আমি, কাউকে মারিতে হাতে
আজ লেখনীকে শক্ত করিব, কাউকে মারিতে ভাতে
অন্ধকারের নামে একটি কালো ছুরি – সুমিত সাহা
অন্ধকারকে ধরে নাও একটি অশনি সংকেত —
রিমোট দিয়ে জ্বলে নেভে!
গভীর রাতেও অব্যর্থ নিশানা তার
তোমার ভিতর, আমার ভিতর
সমগ্র নগরী জুড়ে!
দেখতে পাইনি কেউ!
অন্ধকার কখন ছুরির মতো!
অন্ধকারের পর উদ্ভাসিত আলো!
আলোর অবক্ষয়!
মানুষের চরিত্রে ক্রমশঃ জং ধরেছে
ইচ্ছাকৃত অবহেলায় অযত্নে…
নির্বিঘ্নে, অবলীলায়!
মিলনের মাঝে বিচ্ছেদের ঢেউ
চোরাবালি হয়ে হাঁটু পর্যন্ত আঁকড়ে
বিচ্ছেদের যূপকাষ্ঠে আবার মিলন
কাশফুল দোলে স্নিগ্ধতায়!
সকলের জন্য তৈরি মুক্তপথ!
পাপ পুণ্যের দোলায় নীরব চাউনিতে
ছড়িয়ে দাও আলো নীরবে নিভৃতে
প্রতিটা কালো ছুরির ছোবলের আগে
আরও অনেক আলো শুধু
রাস্তা দেখানোর পথে দাঁড়িয়ে আছে।
স্কুলের কোন জাত নেই – সুমিত সাহা
স্কুল পেরিয়েছি চার দশক আগে
বন্ধু ছিল চার ডজনের বেশী
শুধুই ছিল প্রাণ ভরানো খুশী
সূজয়, প্রণব, তাপস এদের সাথে
সেলিম, কাশেম, আলকাশ
তারাও ছিল তিনজন।
সবাই মিলে কাটত বেশ
এক আত্মা এক মন হয়ে।
সেলিমের রংটা ছিল ডালিমের মতো
আলকাশ ছিল একটু কালো মোটা।
কাশিম দেখতে যেমনই হোক
কথা বলতো ভাল।
থাকতাম সবাই আনন্দে একসাথে
পড়া, খেলা, টিফিনে খাওয়া
সবাই মিলে গল্প, খুশীর গান গাওয়া।
নাইকো ছিল দ্বন্দ্ব কোন, মোদের জাত-পাতে।
জাত ছিল একটাই, নাম তার “বন্ধু”!
বুঝতাম না ভালো, কে মুসলমান কে হিন্দু!
ধর্মের কোন মানে বুঝতাম না ভালো।
জানলাম স্কুলে ঢোকার অনেক বছর পরে।
নিমন্ত্রণ ছিল বন্ধু সেলিমের বাড়ী থেকে।
ঈদের চাঁদ ওঠার পরে রাতে।
মাকে জিজ্ঞেস করলাম স্কুলের থেকে এসে।
বলো না মা, “ঈদ” বলে কাকে?
বেটা, ওটা মুসলমানের বড় পরব!
তাহলে কি আমাদের দুর্গাপুজোর মতো?
অনেকটা তাই, খুশীর পরব বড়।
মাংস, কাবাব, বিরিয়ানি থাকবে থরো থরো।
কিন্তু খোকা ভিন্ন জাতে ওরা।
আমি বললাম কি হয়েছে তাতে!
বাড়ী থাকলেও খেতাম আমি রাতে!
পৌঁছেছিলাম ঈদের দিন রাতে।
অনেক খুঁজে রাস্তা চিনে চিনে।
কাটল ভালই সেলিমের বাড়ী গিয়ে।
জীবনটাকে নতুন ভাবে ভিন্ন সুরে মেখে।
পরের দিন আবার স্কুলে, দেখা সবার সাথে।
আমরা সবাই বন্ধু, আমি সে ও সখা।
পরিযায়ী – সুমিত সাহা
আমাদের কোন জাত নেই
নেই কোন আত্মাভিমান
পরিচয় একটাই
“পরিযায়ী মজুর”
আমরা বাংলার ছেলে
জন্মেছি প্রত্যন্ত বাংলার মাটীতে
মুক্তির আনন্দে আকাশে বাতাসে
একদিন ছিলাম দামাল ছেলে
মাঠ ঘাট রাস্তা নদী
সবই ছিল আমাদের শুধু একান্ত
প্রিয় সোনার বাংলা!
প্রতিটি মুহূর্ত নিজের অনুভবে
সর্বাত্মক বাঙালী ভেবে
আশা ছিল বাংলার বুকে
বেড়ে উঠব সবাই
নিয়ে মুক্তির নিশ্বাস!
পাব বাংলায় সংস্থানের আশ্বাস
কিন্তু হলাম সবাই অপাংক্তেয়!
বাংলার পরিচিতি হোল শেষ
জীবনের ঠিকানা হোল
দেশ থেকে পরদেশ!
নতুন তালে চলছিল দিন
বিশ্বব্যাপী মহামারী!
করোনার তাণ্ডবে দেশে
বিতাড়িত আবার বাংলায় ফিরে
বঞ্চিত নিপীড়িত বেশে
ভবিষ্যতের চালচুলো বিহীন
‘পরিযায়ী’ হয়ে!
জীবনের চলার পথে নির্লিপ্ত
বিলাসবিহীন অচেনা পায়ে
অজানা আশার বেষ্টনে
এক অশনি সংকেতের অঙ্গীকারে
অন্ধকার ভবিষ্যৎে!
দীর্ঘশ্বাস – সুমিত সাহা
কোলকাতা এয়ারপোর্টে তোমার পৌঁছানো সংবাদের সঙ্গেই
জীবনের চিত্রনাট্যটা দুদিনে হঠাৎই বদলে গেল মনে হয়
ড্রইংরুমের জানলাগুলো খুলে পেলাম বেশ দমকা বাতাস
ব্যালকনির গাছে এত ফুল ফোটে আগে খেয়াল করিনি
গালাগাল না খেয়ে জীবনটা বোধহয় বদলে গেছে আমার
শরীরের ব্যথাগুলোর অনেক অনুভূতি এখন শরীরেই লুকিয়ে
নিজেকে একলা পেলে শরীরের চেয়ে মন বেশী খুশী
নিজের চরিত্রের বিস্তারগুলো আরো স্পষ্ট হয় একাকীত্বে
হারিয়ে যাওয়া অনুভূতিগুলো অনেকটা অক্সিজেন পায়
আকাশ আট না খুলেও মনের ছন্দ চাপা থাকে না
শরীরের চাহিদাগুলোও এখন যেন ময়াল সাপের মতো শুয়ে
মেয়ের সাথে থাকি অনেক শান্তিতে, জীবনের পুরষ্কার খুঁজি
জীবনের লম্বা যাত্রায় যতি পড়ার আগে একটা দীর্ঘশ্বাস!
জলদীঘি নদী তীরে – সুমিত সাহা
জলদীঘি নদী বুঝি একটাই আছে!
পলতাগুড়ি নামে একটি গ্রামের কাছে!
পুরো চত্বরে নদী আছে একটাই!
গ্রাম থেকে নদী বেশী দূরে নাই।
গোটা গ্রামেতেই শুধু সাঁওতালদের বাস।
সবাই সেখানে করে জমিতে চাষ!
যেদিকে তাকাই সারি সারি গাছ!
জঙ্গলেতে ঘেরা পুকুরেতে আছে মাছ!
মেয়েদের থাকে মাথায় গোজা ফুল!
তেমনি তাদের কালো বরণ চুল!
জমাট শরীর পরনে ছোট শাড়ী!
কালো রঙের মন ভোলানো নারী!
পুরুষ যারা কোঁকড়া ঘন চুল!
কানে গোজা রুপোর মস্ত দুল!
চলে তারা লম্বা সারি সারি!
কাধে নিয়ে মস্ত ওজন ভারী!
বাচ্চারা সব জড়িয়ে মায়ের বুকে।
জড়িয়ে থাকে স্তনের বোটা মুখে!
তাদের কাছে নাইকো নগদ বেশী!
সন্ধ্যা বেলায় দেশী পেলেই খুশী!
মনটা তাদের বড়ই সরল সোজা!
শুধু অন্ন বস্ত্র থাকার জায়গা খোঁজা।
খুশীর তালে একই সাথে নাচে।
জড়িয়ে ধরে আপন করে কাছে!
শহর গ্রামের রাজনীতি না বোঝে।
দুখের মাঝেও থাকে খুশীর সাজে।
শিক্ষা দীক্ষা কম তবু ভালবাসা আছে।
আপন করে নিতে পারে
ভালোবাসার মাঝে!
যদি এদের মতো এ সমাজে!
বাকী সবাই হত।
হয়তো সমাজ ভালবাসার!
নতুন পথে যেত!
অতীত ভুলতে চাই না – সুমিত সাহা
সময় সময়ের সাথে চলে।
কখন নিম্ন থেকে উচ্চ বিত্ত হবার তাগিদে।
কোমর কষেছিলাম, ঠিক মনে নেই।
অফুরন্ত মাত্রা, ভাগ্যের অন্তর্জলি পর্যন্ত।
দিল্লী, মুম্বাই, পুণা, কলকাতা আরও
প্যারিস, টোকিও, ব্যাংকক।
ব্যস্ততা ছিল আধুনিক উন্নাসিকতায় ভরা।
অজস্র উত্তেজনা, উন্মাদনায় ত্রস্ত জীবন।
অচেনার মাঝে ভাবলেশহীন পথ।
অনেক বৈভবের মাঝে নিরলস বিবশতা ।
তবু প্রতিটি মুহূর্তের মাঝে নিরবধি!
দুটি চোখ চিকচিক করে উঠত।
সুদূরে আমার বাড়ী কালনার কথা ভেবে।
আমার প্রিয় জন্মস্থান!
যেখানে গচ্ছিত মায়ের স্নিগ্ধতা কোমলতা।
শহরটাকে প্রাণভরে আকণ্ঠ পান করেছি!
ভাবনাগুলোকে পেছনে নিয়ে যেতে যেতে।
ভাবনা থমকে গেল ব্যান্ডল স্টেশনে।
আজ পঁচিশ বছর পরে আবার
স্বপ্ন আবার সত্যি হোল ব্যান্ডেল স্টেশনে।
আমার প্রিয় ব্যান্ডেল লোকালে চেপে।
সেই আগের দেখা ছন্নছাড়া।
সেই নিম্নবিত্তের ক্লান্তিতে ভরা।
একে একে এগারোটি স্টেশন পেরোলো।
হকার সমৃদ্ধ, জীবন্ত অপুষ্টি, বেকারত্ব।
যখন পৌঁছে গেলাম প্রিয় কালনায়।
মুক্তির নিশ্বাস আছড়ে পড়ল।
কুচকাচালি – সুমিত সাহা
পাড়াতে কুচকাচালি করার লোকের অভাব নেই!
নামাবলী গায়ে মাধুকর এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র!
কোন ঝুঁকি নিতে গেলে যে সাহসের দরকার, আমার আছে
মন কেমনের জায়গায় দুটো ধুতরা ফুল শিবের মাথায়
নিষিদ্ধ পল্লীতেও কবিরা থাকে, আমার জানা ছিল না
ভালবাসার পাঁকের মধ্যেও, জ্যোৎস্নার মৃদু আভা
শরীরে কিছু হাড় টিকে থাকার যোগ্যতায় এখনো দাঁড়িয়ে
বেঁচে মরা আর মরে বাঁচা সমান্তরাল রেখায় টিকে আছে
শুকনো দুটি রুটির আনন্দ এখনো অনুভব করি
বাড়ী খালি হয়ে যাওয়ায় প্রথম একাকীত্ব অনুভব করি
দীর্ঘশ্বাসগুলো প্রথম প্রিয় হয়ে উঠেছে আজ!!
সময়গুলো এখন মেরুদণ্ডহীন ময়াল সাপের মতো
অপূর্ব শূন্যতায়!!
মাধ্যাকর্ষণের ফাঁস থেকে বেরিয়ে মহাশূন্যর দিকে ক্রমশঃ
একটা গণধর্ষণ কলকাতা জুড়ে – সুমিত সাহা
একটা গণধর্ষণ কোলকাতা জুড়ে।
চোখ জ্বালা করে ঘড়ির কাঁটা ধরে ঝুলতে ঝুলতে এগিয়ে
সভ্যতা হয়তো তখনো এগিয়ে ডাইনিং টেবিল মটর পনীরে
দেওয়ালে মাকড়সা জাল ক্রমশঃ লম্বা সবার অজান্তে,
তবে জালে ফুটোর সংখ্যা অতিরিক্ত হওয়ার কারণে
রাজপথ দখল নিয়েছে ফুটপাত।
এই বিচার বিচার বিচার চাই…
পোস্টারের নিচে নিঃশ্বাস কাঁদছে
ঘামছে
ভয় পাচ্ছে
ভয় পেতে পেতে হাঁটছে, হাঁটা ছাড়া উপায় নেই।
অথচ ওরা ভয় পায়নি,
রঙিন জলে গলা ভিজিয়ে হজম করে নিচ্ছে
শতাধিক কামড়ে উঠে আসা কাঁচা মাংস
কিংবা জমা করছে দেড়শ’ গ্রাম বীর্য।
আমরা বলছি, আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো
আগুন জ্বেলে বলো
বিচার বিচার বিচার চাই…
এই পথে আর কোন দয়া-দান হবে না,
রক্তের বিনিময়ে ছিঁড়ে নেওয়া হবে হৃৎপিণ্ড।
ঘর হাসে, দোর হাসে।
চারটে বাউন্সার জানে নিত্তিতে টাটকা কিডনির
ওজন পিছু দাম কত।
ছিঃ
ধিক ধিক ধিক্কার…
কিসের ধিক্কার?
এই কালো কাপড়ে ঢাকা দেহ মর্গে গেলেও লোভের স্বীকার,
ঘুমোলেও…
তোদের নিয়ে কি করি বল তো?
রাগ, ঘৃণা, দুঃখ, ক্ষোভ জ্বালার ওপরে গিয়ে আয় —
তোদের টুঁটি টিপে রক্ত বার করি।
রজঃস্রাবে মিশিয়ে তোদেরই গলায় ঢালি,
বড্ড তেষ্টা, বড্ড খিদে।
একলা পেয়ে নেত্য করিস
সামনে আয়, লালা ঝরিয়ে দেখ
লিঙ্গ ছিঁড়ে বুঝিয়ে দেব উল্লাসের রঙ কতখানি ভয়।
স্তব্ধ আর-জি-কর – সুমিত সাহা
শব্দগুলো চলতে চলতে
হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল দীর্ঘশ্বাসের ভিড়ে
কনফারেন্স হলের মধ্যে!
রাত যখন নির্বিকার দেখছে নিজেকে সিসিটিভি-তে
শুধু আমি নই অনেকে দেখেছি প্রাণভরে
ঠোঁটের কষ বেয়ে নীরব রক্তের স্রোত
অনুভূতিগুলো টান টান মেরুদণ্ডে শির শির
আমি শুধু ধর্ষিতা ডাক্তার দেখে
নিজের উন্মাদনাকে বার বার অশ্লীল করেছি
এতদিনের রাত দখলের সব প্রতিবাদে
কেউ প্রশ্নচিহ্নের মতো ঝুলিয়ে দিচ্ছে
দেয়ালের গায়ে বহু সংকেতে!
কেউ ছড়িয়ে দিচ্ছে জ্বলন্ত অক্ষরে বিচারের তকমা লাগানো শৃঙ্গার
চাঁদের আলোয় দেখি হাওয়ায় পতপত নড়ে
শরীরের সব অস্থিগুলো জীবন্ত
রাতের প্রহর গুনতে গুণতে ক্রমশঃ
শেষ হোল দীর্ঘশ্বাসের অন্তিম ক্ষণ!
পোস্টমর্টেমে নিয়ে যেতেও চরম বিভ্রান্তি, হতাশা!
ঢাকা চাদরের নীচে!
পোস্টমর্টেমের শরীর দেখেও বোঝা যায় না
ধর্ষণ না আত্মহত্যা!
অনেক দাগ শরীরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছড়িয়ে।
সুমিত সাহা | Sumit Saha
New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | জয়ন্ত চট্টোপাধ্যায়
মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন | Ramakrishna Mission | 2023
Bengali Article 2023 | পরিবেশবাদী দৃষ্টিকোণ ও রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটক
দেবতা ৩৩ কোটি | 33 Crore Gods | প্রবোধ কুমার মৃধা
Shabdodweep Web Magazine | Bengali Poetry Theme | Sumit Saha
Bengali poetry is renowned for its depth, emotion, and rich tradition. Rooted in centuries-old literary practices, Bengali poetry continues to evolve with modern interpretations. The theme of Bengali poetry, especially in modern times, reflects the changing dynamics of society, culture, and human emotions. This article explores the Bengali poetry theme, its significance in modern poetry, and its place within the broader context of Bengali literature. We also delve into the works of renowned poets like Sumit Saha, whose contributions in Shabdodweep Web Magazine have helped redefine contemporary Bengali poetry.
The Rich History of Bengali Poetry
Bengali literature is one of the oldest and most vibrant literary traditions in the world. It has produced numerous poets whose works have deeply influenced the socio-political landscape of India. The themes of Bengali poetry have always been diverse, exploring a range of subjects from love and nature to spirituality and national identity.
In the classical era, poets like Rabindranath Tagore and Kazi Nazrul Islam shaped the course of Bengali poetry with their insightful, thought-provoking works. These poets laid the foundation for the themes of Bengali poetry we see today. Tagore’s poems, often laced with themes of love, nature, and nationalism, paved the way for a poetry culture that emphasized emotional and intellectual depth.
However, as the world changed, so did the themes in Bengali poetry. Modern poets began experimenting with new forms, shedding light on contemporary issues while staying connected to their roots. The themes of Bengali poetry thus became more varied, addressing the complexities of modern life, identity, social issues, and existential queries.
Bengali poetry is renowned for its depth, emotion, and rich tradition. Rooted in centuries-old literary practices, Bengali poetry continues to evolve with modern interpretations. The theme of Bengali poetry, especially in modern times, reflects the changing dynamics of society, culture, and human emotions. This article explores the Bengali poetry theme, its significance in modern poetry, and its place within the broader context of Bengali literature. We also delve into the works of renowned poets like Sumit Saha, whose contributions in Shabdodweep Web Magazine have helped redefine contemporary Bengali poetry.
The Rich History of Bengali Poetry
Bengali literature is one of the oldest and most vibrant literary traditions in the world. It has produced numerous poets whose works have deeply influenced the socio-political landscape of India. The themes of Bengali poetry have always been diverse, exploring a range of subjects from love and nature to spirituality and national identity.
In the classical era, poets like Rabindranath Tagore and Kazi Nazrul Islam shaped the course of Bengali poetry with their insightful, thought-provoking works. These poets laid the foundation for the themes of Bengali poetry we see today. Tagore’s poems, often laced with themes of love, nature, and nationalism, paved the way for a poetry culture that emphasized emotional and intellectual depth.
However, as the world changed, so did the themes in Bengali poetry. Modern poets began experimenting with new forms, shedding light on contemporary issues while staying connected to their roots. The themes of Bengali poetry thus became more varied, addressing the complexities of modern life, identity, social issues, and existential queries.
The Role of Shabdodweep Web Magazine in Promoting Bengali Poetry
Shabdodweep Web Magazine has played a crucial role in promoting modern Bengali poetry. As an online platform dedicated to Bengali literature, it offers readers a space to explore contemporary poetry and stories that reflect the evolving themes of the modern world. The magazine’s collection of poems, stories, and novels showcases works from various Bengali poets, including Sumit Saha, who continue to shape the future of Bengali poetry.
By featuring poets who experiment with themes related to love, identity, societal issues, and nature, Shabdodweep Web Magazine contributes significantly to the promotion of modern Bengali literature. The magazine not only highlights traditional themes but also encourages new, innovative expressions that engage a wide audience.
FAQ: Bengali Poetry Theme and Shabdodweep Web Magazine
Q1: What is the theme of Bengali poetry?
A: The theme of Bengali poetry covers a wide range of topics including love, nature, identity, spirituality, and social issues. Modern Bengali poetry often reflects contemporary issues like gender equality, mental health, and social justice.
Q2: How does modern Bengali poetry differ from traditional Bengali poetry?
A: While traditional Bengali poetry often focused on nature, love, and spirituality, modern Bengali poetry has expanded to include themes related to societal challenges, personal identity, and existential questions.
Q3: How can I read modern Bengali poetry?
A: You can explore modern Bengali poetry by visiting platforms like Shabdodweep Web Magazine, which regularly publishes works by contemporary poets like Sumit Saha, offering readers access to fresh and thought-provoking poetry.
Conclusion – Bengali Poetry Theme
The theme of Bengali poetry continues to evolve, moving beyond traditional topics to include modern-day issues and reflections on the human experience. Through the works of poets like Sumit Saha, featured on Shabdodweep Web Magazine, the world of Bengali literature remains vibrant and relevant. As Bengali poetry explores diverse themes, it remains an essential part of both India’s literary heritage and its contemporary cultural discourse.
Shabdodweep Web Magazine is proud to showcase the depth and diversity of Bengali poetry theme, offering readers the opportunity to explore and engage with the poetry that defines the modern literary landscape.
Sabuj Basinda | Follow our youtube channel – Sabuj Basinda Studio