Bengali Poetry 2023 | তন্ময় দাস | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:

রঙ ছটা – তন্ময় দাস

ডাকেরে বসন্ত জাগিতে দোলে
ডালে ডালে লাগিলো দোল, শিমুলের ফুলে।
বসন্ত খেলিছে দোল আবিরের শনে
মাদোলে উঠিলোরে বোল – মহুয়ার বনে।
মাতিলোরে রং মেখে- মহুয়া, শিমুল
যৌবন সব নামিলোরে, খোঁপায় বেঁধে ফুল।
মাতিলোরে কুহু- কেকা দোলের দিনে
নাচিছেরে রাধিকার সখা – একলা কুঞ্জ বনে।
ঘুঙুর পড়ি পায় – গুঞ্জর তুলি
ছন্দে নাচে দোল পূর্ণিমায় – খঞ্জর ভাঙি।
নিধিবন তায় আনন্দে ধায় – যমুনা ডিঙি।
প্রেয়সী ছোটে তায় –
বসন্ত মঞ্জরির আবির মেখে গায়।

ও বসন্ত, একটু দাড়াও – তন্ময় দাস

ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
একটি চিঠি আমার জন্যে – তুমি চাও
ভ্রমরের কানে তুমি গুঞ্জর তুলি
মালঞ্চ, মাধবিতে সখা প্রেম বুলি
নিমের ডালের টুনটুনিরে একটু সুধাও।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?

শূন্য এ হৃদয় পড়ে, বাহারের পাতা পরে
ও বসন্ত বাতাস তুমি, কেন বিরহের গান গাও?
মন আমার অচঞ্চল, চঞ্চল এ ফাগুনে
এ বুকে প্রেম বাও, জ্বলি প্রেম আগুনে।
বন্য বেলি মাতাল, তার সুগন্ধের আবেশে
আমার কেন হাহাকার, পূর্ণ এ বুকে।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
তবে কেন এলো না, আমার প্রিয়র নাও?
বসন্তে ফুটলো গোলাপ, বাহারে বাহারে
ও বসন্ত, রেখেছি একটি গোলাপ দেব বলে তারে।
কেউ তো নিলো না ফুল ; দাড়িয়ে আছি পাড়ে
ও বসন্ত একটু দাড়াও ; দিও এ ফুল তারে।

দগ্ধ জ‍্যোৎস্না – তন্ময় দাস

ও প্রিয়ে, দগ্ধ আমি তোমার প্রেমের মরীচিকায়
স্তব্ধ চয়নে ব‍্যাকুল আমি, আমার গোলাপ বাগিচায়।
খোঁপায় তোমার কৃষ্ণচূড়া ; লাজে মরে বকুল।
ও হিয়ে, মগ্ন আমি তোমার দক্ষিণের জানালায়
দক্ষিণ বাতাসে ছুঁতে তোমায় – আমার আঙিনায়।
বেণীর বাঁকে শিমুল তোমার; আহত শালুক।

হিজলের শেষ সীমানায় আমি –
তুমি অন্ত ঢেউ
ক্ষয়িত হৃদয় আমার –
তটে নেয় তো কেউ।
মন আকাশ আমার গুরু গম্ভীর –
অন্তহীন বরিষে
ও প্রিয়ে,
কথা দিয়েও এলে না তুমি
তাইতো ওঠেনি চাঁদ আমার আকাশে।
জ‍্যোৎস্নার মিলন আজ সাগরের শেষ সীমানায়
বসন্তের বাসন্তী তুমি আমার আঙিনায়।

রব জেগে তোমার আশে – পূর্ণিমার দোলের এ রাতে
নিধুবন জেগে রয় যেমন – রাধিকার প্রাতে।
চাঁদ আজ এ রাতে কাম সুরায় মগন
ও প্রিয়ে,
আজো এলে না তুমি –
আজ যখন আমার অন্তিম যাত্রার লগন।

প্রকৃতির খুশি – তন্ময় দাস

নব দিগন্তে আজি উচ্ছ্বাসিত আলোরে
নতুন আশায় – বায়ুর টানে ক্ষণে ক্ষণে মন নাচেরে।
কোন ক্ষণে – বসন্ত এসেছেরে, ডালে ডালে মুকুলে
কোকিল রে গেয়ে চলে আকুল ব‍্যাকুলে।
সন সন শব্দে কলরিত গহন বন
ছুটে চলে দূরে আরো দূরে – নিয়ে বায়ুর বাহন।
বসন্তের তরু তলে যায় আশা ছুটে চলে
ঝুরু ঝুরু শব্দে পরে পাতা খসে দলে দলে
উতলা মন – কী যে কারণ, খুঁজে না পাই
বাতাসের তালে তালে দোলেরে মন,
ইচ্ছে হয় সে- আমি এক হয়ে যাই।
কতক ডাক আসে, আয় ছুটে আয়
নতুনের ত্বরে পুরাতনে জানাতে বিদায়।
রবির কিরণ ছটা দ্বারে দ্বারে আসে
ঘুমন্ত বালকেরে দেখে মনে মনে হাসে।
আয় ছুটে – আয় বালক সকালের মাঠে
খেলবে তরুলতা, তুমি – আমি আর চারুলতা
ছড়ায়ে ছিটায়ে রবে পাখির কূজন –
আর, ফুলের সৌরভ হেথা হোথা।
নতুন পল্লবে ঢাকা, দূরের ওই বট শিখা
নাঙল লয়ে দূরের মাঠে যায় যে চাষা
জলের ছল ছল – বয়ে যে যায়
নতুন দিগন্তে আজ বসন্তরে – জাগরে তোরা জাগ
ওরে – সুবোধ বালকের দল,
নিয়ে যা হাসি, খুশি করে ভাগ ভাগ।

চিঠির উত্তরে ফাল্গুন – তন্ময় দাস

এ ফাল্গুন – অলি গুন গুন
ভ্রমর গুঞ্জরায়
ছাড়ি ছাড়ি রেণু – বাজায়ে বেণু গেয়ে চলে ভ্রমরায়
ফুলে ফুলে অলি- পথ ভোলে খালি আনন্দে আত্মহারায়
রঙ লেগে মনে – প্রেম ক্ষেতে বুনে
জ্বলে প্রেম আগুন
এ ফাল্গুন।
প্রেমিক খেলে যায়, দোলের রং খেলায়
এ দোলনায় – দুলে দুলে যায় – স্মৃতির লহমায়।
একাকী ভেবে যাই – বাঁশবন মর্মরি গায়
হাওয়ায় পাতারা খসে যায় –
অজানা চিঠির খামে।
স্মৃতির কলমের ঘায় –
হৃদয়ের ছেঁড়া পাতায়-
এ লেখা চিঠি, উড়ে চলে যায়-
প্রেমিক পাঠিয়েছে যার নামে।
এই তার গুন – এ ফাল্গুন
যেখানে হাওয়ারা ছোটে
নেচে নেচে গায় বিরহিণীর বেদনায়
তার প্রেমিক আসবে না তার কাছে
আশা নিরাশায় – জল বয়ে যায়,
দুটি আখির ঝরনায়
করে প্রেম খুন –
এ ফাল্গুন।

তাকে… [Bengali Poetry]

বলে চলে মন…
শূন্য জীবন
বেঁচে থাকা কার ত্বরে।
বোঝে না তারা – যারে বোঝাতে মন চায়
বোঝে শুধু, না বোঝানোর যারা।
বুকে কত ঢেউ ওঠে – ভালোবাসার এ সাগরে
আবার তারা তটহীন; এক তটে আছরে পরে মরে।
চেনা মুখ অচেনা, অচেনারা চেনা হয়
এ হৃদয় কারে পেতে; ভুল করে -কারে লয়
যৌবনের স্রোত হল ধীর – অতি ধীর
কঙ্কালসার হল আশা, বুকে বিঁধে তীর।
আশা হত এ ধীবর – খোঁজে তারে তৃণে
জানে না সে, তার খোঁজা,
হরিছে তার রাজনে।

একটু আশা [Bengali Poetry]

তোমার ওই বুক জুড়ে
নিথর পাথর
আমায় রাখার জায়গা কই?
ভেবে ছিলাম শুকনো ডালে বাঁধবো বাসা –
তুমি তা দিলে কই?
হাজার ফুলের একটি মালা
সুতোর টানের বিনুনি ওই –
পরবে বলে; পড়লে না তুমি –
ব্যথা পেলাম বুকে সই।

ছিঁড়ো না প্রিয়ে – মালা খানি –
ওটি বকুল, বেলির মালা জানি।
তুলে রেখো একটি পাশে

রয়ে যাবে ঘ্রাণে – মোর স্মৃতি।
হয়তো যদি বেলা শেষে -মনে পরে আমায়
তখন পাথর খানি সরিয়ে প্রিয়ে,
একটু জায়গা দিও।

নগ্ন বিশ্বাস [Bengali Poetry]

তুমি আমার হৃদয় – ছিদ্র করে,
হাতটি মেলাও অন্যজনে _
জিঙ্গাসিলে, বলই শুধু – তারে মনে বন্ধু জানে।
বিশ্বাসের ঘরটি ভেঙে _
কতই না পেলে সুখ_
এক জনেতে হৃদয় ভেঙে,
অন্য জনে খুঁজতে গিয়ে –
মনে দিলে বরই দুখ।
কি পরিচয় দিলে বলো?
এখন কি নামে ডাকবো তোমায় ?
ভালোবাসি বলেও তুমি –
অন্য জনের হাতটি মেলাও _
যে অনলে জ্বলছি আমি –
সেই অনলের প্রথম জ্বালাও।

রাখলাম [Bengali Poetry]

এক বুক অভিমান
সে তোমার স্বভিমান

মুক্ত লয়ে, নেই কোনো যতি, বিরাম।
অজুহাত, অজুহাত প্রতিদিন, সারা রাত।
অভিনয়,অনুনয়, প্রতিদিন ক্ষমা হয়
শুধুই কুঁড়ে খায় এ বুক।
রাত নামে, পাখি ঘুমে, নিশাচর নিশিদিনে,
মিলে মিশে একাকার, শুধু বুকে হাহাকার।
যার জন্যে অভিমান,
তার লক্ষ্য ব‍্যথা দান_
প্রতিনিয়ত থাকি শূন্য হাতে।
যন্ত্রণার অবসান, নাটকের শেষ বিতান
শেষ হবে দূরে সরে গেলে।
অন্যায় আর অবিচারের ফাঁকে –
স্মৃতি শুধু আঁকি বুকি কাটে –
কারণ সে নেহাতই শিশু।
কত শত বায়না, ধারেও শোধা যায় না।
ছেড়ে দাও তারে, প্রকৃতির ধারে-
সুদে আসলে মিটাবে সে ধার।
নিতান্তই অভিমান, এক ফোটা জলের টান –
শুষ্ক করো দুটি চোখ।
স্বচ্ছ চোখের জ্যোতি,
দেখাবে তোমায় আঁধারে বাতি
অভিনয়ের ফল – জুড়াবে বুকের অনল,
পাবে অনন্ত সুখ –
ছেড়ে একটি দীর্ঘ নিশ্বাস।

শেষ বিকেল [Bengali Poetry]

তোমার চাহনি টুকুও আজ বাঁকা লাগে,
লাগে না চাঁদ আজ উজ্জ্বল,
পুকুরটির জল সত্যিই কালো ছিলো –
লাগেনি ভালো তোমার আনা মিঠে ফল।
চিরন্তন সত্য কথা ভালোবাসা টেকে না সেথা –
যেখানে আশ্রয় পায় না মিথ্যে অভিনয়।

……. বিকেলটি আজো কেটে যায় – আগের মতো
তোমার শূন্যতা আজো অনুভব করি প্রিয়
ভুল গুলো শুধরে এসো না একবার কাছে……
হাজারো কথা আমার,
তোমার কানে কানে বলার আছে।

মুক্তির খোঁজে [Bengali Poetry]

ছুটে চলি এক অচেনা টানে-যেন মোহিত আমি মোহিত বানে
এক অজানা অচেনা -স্বপ্নের বাস্তব খোঁজে
নেশাহীন -তবুও তীব্র নেশাতুর ঘোরে
জীবন শক্তি হীন তবুও পথে চলে দ্রুত, তার বাস্তবের খোঁজে
খুঁজে চলি-শুধু একা একা-পান্থের পথিকের মতো
নিরুদ্দেশ আমি, স্বপ্ন ভাবনার দেশে, বুকে এক অজানা ক্ষত।
ম্লান প্রদীপের আলোয় শুধুই নিরীক্ষণ -সেই স্বপ্নের বাস্তবে
সন্ধিহান সেই বাস্তবের খোঁজ -তবুও খুঁজে চলি ভাবনার গুজবে।
খুঁজে চলি আগে আগে-বহু দুর আত্মীয় পরিজন
থেকে থেকে জেগে ওঠে স্বজনদের কাছে না পাওয়ার ব্যথা
কখনো মনে পরে মায়ের আদরের এক খোকনের কথা
আজ আমি বহুদূর- সেই বন্ধন হতে
আজ আমি বন্দি অজানা এক অদৃশ্য শৃঙ্খল হাতে
স্বপ্নের বাস্তবের দেশে যাওয়ার পথে; ইচ্ছে হয় উঁকি মেরে দেখে নিতে
কিন্তু আমায় টেনে ধরে সেই শৃঙ্খল – সেই বন্ধন থেকে দূর হতে
জানি, তবুও অজানার ভান করে পরে রই খাঁচায় বন্দি পাখির মতো
হৃদয় বিষিয়ে ওঠে একাকী সেই পথে-বাধা আমার এ জীবন।
কিছুই করার নেই -সেই পুতুল আমি -যে খেলা দেখাতে জানে,
সেই মালিকের হাতে গড়া আমি -সে অন্তর্যামী
সুতোর টান আলতো হলে- আমি জানি এবারের মতো মুক্তি
কিন্তু আবার জানি-রুজি রোজগারের প্রয়োজনে প্রয়োজনী আমি
সেই মালিকের হৃদয়ের থেকে বড়ো বেশি দামি
পুতুলের সেই কারিগর আজ জেগে রয়- সেই পথের দিকে চেয়ে
যে পথে আমার মালিক নিয়ে যাবে আমায় খেলার বেয়ে হয়ে

আমি চলি আমার মুক্তির খোঁজে
পথে চলে দেখি, পাশে কুমোরের এক খানা ঘড়
বানাতে নতুন -ভুল হলে- ফেলে দেয় দুরে-ভেঙে পড়ে তার গড়
আমি খুঁজে পেলাম আমার মুক্তির ভর
ভেঙে দেয় যদি এক মোচরে আমার বহর-যদি থাকে _আমার মুক্তি দিতে -অপেক্ষায় কোনো ঝড়।

নীড় হারা আশাদের ঠিকানা [Bengali Poetry]

দিনগুলি কেটে যায় স্বপ্ন- বাস্তবের সন্ধিক্ষণে
ফুটে ওঠে চলন্ত দৃশ্য- হৃদয়ের মননে
দূরের জেগে থাকা আশারা – চেয়ে থাকে পানে
মরুভূমির মরীচিকার অদৃশ্য টানে
পেরিয়ে যায় একটি করে জেগে থাকা অধ্যায়
এড়িয়ে যায় রাতের আকাশে জেগে থাকা তারারা
ভেবে যায় -শব্দহীন -প্রাণহীন- চেতনার বোল
না বাজিয়ে চলে যাবে দুরে
শুনতে পাবে না – জেগে থাকা স্বপ্নরা
রইবে পরে – এক গুচ্ছ কল্পনা
যাতে ভড় করে বেঁচে থাকবে বসন্ত আগমনের অপেক্ষায়।
গাইবে অচেনা সুরে আগমনী
বুঝবে না কেউ _ চলে যাবে বয়ে দিন
অপেক্ষায় রইবে শেষ বিকেল
যে বিকেলে দেখা হবে সমুদ্রের পাড়ে পরে থাকা নুড়ির
যারা এতদিন বাসা বেঁধে ছিল বুকে -ভেসে যাবে অনন্ত অসীমে
আজ সেই অপেক্ষার সন্ধিক্ষণ,
যেখানে দেখা হবে বাস্তবের সাথে-কল্পনার
যারা বাঁচিয়ে রাখে-এ ভাবে সংখ্যাধিক হৃদয়
শেষ বিকেল এলে দিয়ে যাবে একটি গোলাপ-হৃদয় পড়ে
সেখানে তাদের শান্তির সমগান গাইবে সমুদ্র তাড়িত পাখির দল
শেষ উষ্ণ অভ্যর্থনা জানাবে দুরের ডুবতে থাকা সূর্য
সমাধি হবে তাদের,যারা বেঁচে ছিল এতদিন একটু স্বপ্নে দেখা বাস্তবের আশায়

আবার নতুন করে দেখা দিবে দুরে চাঁদ
সেখানে ভিড় হবে শুধু -প্রেমিকের দেখা কল্পনার
হবে শুধু প্রেমের মিলন-যারা এতদিন ছিল মিলনের আশায়
দূরে দেখা যাবে -ওই সমাধিতে চাঁদের আলোরা গেয়ে যাবে গান
এভাবেই বয়বে বাতাস –
ভোর হলে শোন যাবে পাখির কলতান।

আমিও ভুলে গেছি তোমায় – তন্ময় দাস [Bengali Poetry]

ও প্রিয়, তুমি কী জান? আমিও ভুলে গেছি তোমায়_
এখন আর হৃদয়ে ব্যথা হয় না অনুভূত; পরিণত হয়েছে শিলায়।
মাঝ রাতে এখন আর ভাঙে না ঘুম
ডুকরে আসে না আর কান্না
শুকিয়ে গেছে চোখের জল – আসে না তো আর তোমায় পড়লে মনে
আমার দু চোখে বন্যা।
ভাটির টানে চড়া পরেছে অনুভূতির নদীতে
জন্মায় না আর জলঝাঝি, শালুক
শ্যাওলারা আর করে না কান্না।

ও প্রিয়, তুমি কী জান? আমিও ভুলে গেছি তোমায়
পড়ে না মনে আর পড়ন্ত বিকেলে –
অপেক্ষায় থাকি না আর তোমার উষ্ণ ছোঁয়ার।

আলতো চুম্বন আর লাগে না ভালো
আর ফিরে তাকাই না, তুমি পাশ দিয়ে হেঁটে গেলে
আর রাগ অনুরাগে থাকে না মন
তোমায় আর লাগে না প্রিয় , ভাঙতে আমার মান ভঞ্জন।
ভালো থেকো প্রিয় – ভুলে তুমি আমায়

আমিও আর কাঁদি না লুকিয়ে তোমাকে হারানোর ভয়ে।

দাম নেই – তন্ময় দাস [Bengali Poetry]

তোমার এই কংক্রিটে গড়া ভালোবাসার শহরে,
হতে পারিনি দাঁড়িয়ে থাকা মূর্তি হয়ে।
অনুভূতিগুলো কুঁকড়ে খায় আমাকে;
তুমি এই শহরের নিস্তেজ এক বিশাল ভবন
আমি, বৃষ্টিতে ভিজে যাওয়া এক টুকরো কাগজের খাম।
জেনে শুনে ভালোবেসে ছিলাম পাথুরে এই শহরকে
ভেবেছিলাম, যদি ফোটাতে পারি একটি ফুল
কিন্তু,
এই শহরে অস্তিত্ব নেই অনুভূতির-
ছুঁড়ে ফেললো নর্দমায়;
আমি আজ ম‍্যানহোলে_
ভালোবাসার অন্তিম ইচ্ছে গুলো ধুয়ে মুছে যাচ্ছে –
নোংরা গন্ধযুক্ত কালো জলে।
চাপা পরে যাবো একদিন, আর থাকবে না ইচ্ছে
কত বার বলেছিলে বন্ধু তুমি, আমি এমনই ছেলে
আমি বুঝিনি, তোমার সে কথাটি সত্যি
জেনেও হাত বাড়িয়েছি রক্তে গড়া অনুভূতি নিয়ে
কিন্তু, ঠাঁই হলো না এই পাথরের গড়া তোমার এই শহরে।

ছুটি – তন্ময় দাস

ও প্রিয়ে, আর রইবো না অপেক্ষায় তোমার
দু চোখের ঝরা জলে ক্ষয়েছে অপেক্ষার বাঁধ।
রইলো পরে সে বাগান, মাড়া যাবে জল না পেয়ে
যে দুটি ময়না পাখি এনেছিলে একদিন ; পুষবে বলে
ছেড়ে দিয়েছি আজ, অনন্ত আকাশে ওড়ার জন্যে।
যেন ভুলে যায় তারা, সেই কল্পনার গল্প গাথা।
দোষারোপ – প্রতিদোষারোপ আর হবে না কখনও
আমিও ছেড়ে গেলাম, ওই বাগানের চাবি।
জানি, কেটে যাবে কত বসন্ত
ঝড়ে যাবে – ফুটে ওঠা কৃষ্ণচূড়ারা
শুকিয়ে যাবে শিমুলের ফুল
কেটে যাবে কত -শ্রাবণের দিন,
বৃষ্টিতে ভেজার বায়না।

রইলো পরে, প্রিয়ে তোমার সব কল্পনার শপথ।
মোহ ভঙ্গ হল আমার – আর হয় না অযথা অশ্রু বিসর্জন।
রেখো তুমি তোমার পাশে অন্য জন।
অপেক্ষার স্রোতস্বিনী নদী, বিলীন করেছি মরু বুকে।
উবে যাক, উড়ে যাক, মিলিয়ে যাক সব,
ও প্রিয়ে
ঘুমোতে যাবো, অনন্ত ঘুমে
তুমি থেকো প্রিয়ে সুখে।

তুমি শুধুই তোমার – তন্ময় দাস

অনন্ত এ জীবন পথে
আমি এক ক্লান্ত পথিক।
চারিদিকে শুধুই মিছে
ভুলে গেছি কোনটি সঠিক।
বোঝে না মন ভ্রান্ত শমন
ঘোরে বহু বহু বার
সবইতো অভিনয় –
ভেতরকার শুধু হাহাকার।
দিনের শেষে, হাসির শেষে
জানালার ধারে তুমি শুধু একা
গড়িয়ে পড়া চোখের জল
দেখবে না তো কোন মন
ভিজবে কংক্রিটের দেওয়াল শুধু।
দিনের এই অন্তপানে-
সঙ্গী তোমার চন্দ্রায়নে
তুমি শুধু তোমার হয়ে
চলবে রাতের স্বপ্ন খুঁয়ে
সঙ্গী তোমার স্তব্ধ বাতাস।
তোমার কানের পাশে
গরম শ্বাসের আশে
পুড়বে বহু হৃদয়।
কঠিন, কঠিন এই চলার পথে
সঙ্গী খোঁজা শুধুই মিছে।
দিনের শেষে তুমিই শুধু তোমার।

অপেক্ষার এক মুঠো বিকেল – তন্ময় দাস

বন্ধু চল যাই, একটু দূরে-
বিরহ নেই, যেখানে শান্তির নীড়ে
দুটি শূক গল্প করে।
তবুও তুই চলে গেলি দূরে, আরো দূরে
এই অবেলায়, হারিয়ে গেলি তুই
রেখেছিলাম তোর জন‍্যে কিছু গান
না শুনে তুই গেলি চলে বহুদূর।
তাই তো ক্লান্ত কোকিল, দক্ষিণ জানালায় –
আর গাইবে না গান
কারণ বসন্ত ও চলে গেছে দূরে।
রেখে ছিলাম যত্ন করে তোর জন্যে একমুঠো বসন্তের বিকেল
তাও পেরিয়ে হলো আঁধার ; রয়ে গেলাম তোর অপেক্ষায়
ওই আকাশে রেখেছিলাম তোর জন্যে একটু জায়গা
তাও তুই গেলি চলে – তার পরে ও
আমি মেটালাম স্মৃতির ভাড়া টুকু দিয়ে
যে টুকু রেখেছিলি আমার জন্যে যত্নে।
আমি নিঃশেষ আজ; তোর স্মৃতির আকাশে
বন্ধু আয় আরেক বার ….
চল যাই একটু দূরে –
যেখানে শান্তির নীড়ে দুটি শূক গল্প করে।

গুপ্ত পথ [Bengali Poetry]

রিমঝিম বৃষ্টিতে একলা নীরবে
জেগে ওঠে বুকে, স্মৃতি ঘেরা যূথিকা মালতি
প্রেম মত্তে একা চিত্তে বরষার আরতি
হৃদয়ের বাগিচায়- প্রেমের গালিচায় গেয়ে যায় কনক কাকলি
প্রেমের পরশে – শিহরণ হরষে – মেঘের রং লাগা তুলি।
এঁকে যায় বারে বার-মনের খাতাটায়- প্রেমের হাত বুলি
গন্ধে মাতাল হৃদয় গেয়ে যায় গান,
বিরহের অবকাশ তাই – গেঁথে যায় স্মৃতির বাগান।
অপেক্ষায় বরষা – আসিবে কখনে
ছুঁয়ে যাবে হৃদি মোর জেগে থাকা আসনে
প্রেমের পথিক তুমি – যাও চলে দুরে
কোথায় ঠিকানা তোমার – অজানা অদূরে
চলার পথের বাঁকে একবার চোখে দেখা
এ হৃদয় বারে বারে দেখিয়া লয়- দেখার অদেখা
যাওয়ার পথে তোমার থেকে যায় অদৃশ্য রেণু
তোমারে খোঁজার পথে- আমি তোমার প্রেমের কামিত ধেনু
এ বুকের চোরা ফাঁকে দৃশ্যত প্রেম এস রেনু
উড়িয়া বেড়ায় মন -শুনিবে কখন – তোমার লুণ্ঠিত বেণু।

পানে পানে চাই – প্রেম মত্তে ধাই-
তোমার মিলনের আশায় ;
যৌবন যমুনার পাড়ে-
অপেক্ষার বিকেল আজ, নেমে যায়, না চেনার ভারে।

ওহে শ্যাম- আমি তোমার প্রেমের রাধিকা
ব্রজের প্রেম আমি – প্রেমের সাধিকা
তোমার সঙ্গী আমি নৌকা বিহারী
ব্রজের পাগলিনী আমি-তুমি রাসের বংশী হারী
জাগাও প্রেম – এ বুকে ওহে নন্দলাল
আমি যে- এ জগতে তোমার প্রেমের কাঙাল
কামিত করো আমায় ওহে বিনোদ বিহারী
ঝরিয়া পরুক কামরস এ বুক বিদারি
হবে গন্ধে মাতাল, এ জগতের যত যুবক অলি
ভ্রমিয়া আসিবে তারা -শান্তির কামরসে গলি।

তন্ময় দাস | Tanmay Das

Top Bengali Poetry | কৃষ্ণকিশোর মিদ্যা | কবিতাগুচ্ছ | 2023

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

Bengali Story 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | অণুগল্পগুচ্ছ ২০২৩

Bengali Poetry 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | কবিতাগুচ্ছ ২০২৩

শব্দদ্বীপ | গুপ্ত পথ | নীড় হারা আশাদের ঠিকানা | নীড় হারা পাখি | গোপন পথ | বাংলার কবিতা | জীবনের কবিতা | কবিতাগুচ্ছ | আশার আলো | গুপ্তচর | কবিতা প্রেমিক

bee bengali poetry | bengali poetry about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer bengali poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment