New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | শান্তনু গুড়িয়া

Sharing Is Caring:
BENGALI POETRY
Bengali Poetry

লোলুপ [Bengali Poetry]

মনের জঙ্গল থেকে হুংকার ছাড়ে
ডোরাকাটা বাঘ
তার সংযম নেই, দুঃসাহস আছে
ন্যায়-অন্যায় বোধ নেই, দুঃশাসন আছে
সে শেখেনি নতজানু হতে
কিংবা চারা পুঁততে মনের মাটিতে
সে জানে কেবল গরম রক্ত চাটিতে
সুদৃশ্য শিংওলা হরিণীর মাথা
ধীরে ধীরে নড়ছে দু’দিকে
অন্ধকারে ওৎ পেতে থাকে শিকারির চোখ
যন্ত্রণার জানলা থেকে যা দেখেনি কোনওদিন
বনগন্ধে মাতোয়ারা পতঝর-পবন
শুধু হিংস্রতায় হেসে ওঠে লোলুপ জীবন !

আপনভোলা [Bengali Poetry]

একটুখানি ওম চেয়েছি তোমার কাছে
আছে, তবু ধার দেবে না ?
ভিতরে কি ডেকে নেবে না ?
লাথি-ঝাঁটা পেলাম শুধু জীবন ভ’রে
শরীর তবু চাইছে স্পার্ক
যেমনটি চকমকি পাথরে
অক্ষরে-অক্ষরে শুনবো আমি তোমার বাণী
তুমি শুধু তোমার জন্য শোনো রাণী
একে একে সাজতে পারি মেষ, মৎস্য, মকর
করতে পারি সমস্ত রাত ননস্টপ বকর-বকর
অবোধ এমন ঝাঁপ দিতে চায়
পতঙ্গ-পরান
প্রেমিক এমন ফিনিক্স পাখির যেমন ভস্মোত্থান
দেয় না ফাঁকি —
মিলবে না কি ?
ও আগুনরাঙা গর্ভকেশর,
তোমার জন্য বসে আছি
আপনভোলা লিঙ্গেশ্বর।

পিতলের গ্লাস [Bengali Poetry]

জট ছাড়াতে ছাড়াতে জট পাকিয়ে যাচ্ছে মগজে
ঢোলা প্যান্ট পরে হেঁটে যাচ্ছে শৈশব
যে-জামা কোনওদিন ইস্তিরি দেখেনি
যে-দুপুর কখনও ভাতঘুম শেখেনি
ঘুড়ি উড়ছে আর লাটাই হাতে ছুটছে কিশোর
যে-দিন গেছে, তা কি একেবারে গেছে ?
নাকি কোথাও এখনও সেই ছেলেবেলা-গ্রাম আছে ?
বিস্তৃত হলুদ সরিষার ক্ষেত, শিরশিরে শীতের হাওয়া
গোড়ালিতে কামড় দেওয়া শেয়ালকাঁটা
একটু হাত ধরার আনন্দে নেচে ওঠা বাল্যপ্রেম
চোখের কোণ ভিজে আছে অসমাপ্ত কথায়
বুকে দগদগে ক্ষতাক্ত ইতিহাস আর
ভুলে ভরা ভূগোলের ধাঁধা
সুবোধ বালক সাবান ঘষে ঘষে চেপে রেখেছে কাঁদা
স্মৃতির পুকুর পাড়ে আজও চমকায়
ঘষামাজা পিতলের গ্লাস।

ক্ষুধা [Bengali Poetry]

এখনও শরীরে পাক খায় জন্তুর মতো খিদে
রাক্ষস দেখেছো? খোক্কসের গল্প শোনোনি কোনোদিন ?
জিভ যদি হ্যাংলার মতো লকলকায়, তোমার কী অসুবিধে ?
আমার ভালো লাগে ঝাল ঝাল কষা মাংস আর পানীয় রঙিন
এসো দু’হাতে পরিচর্যা করি তোমার বাগান
পাঁজরে আছড়ে পড়ে ভালোবাসার দুরন্ত সুখ
আস্ত শরীর দিয়ে চিনতে চেয়েছি তোমায়
আদর করি,আরতি করি — রতি-বিরতির দুঃসহ প্রহর পেরিয়ে
আমরা এসেছি দেহের দেউলিতে আবার
এই শীতঘুমের রাতে তুমুল কাঁসর-ঘন্টা বাজাও
হাড়গোড়ে ঘুণ ধরার আগে আমি হই ক্ষুধার্ত ট্রাক্টর
কর্ষণে কর্ষণে তোমার ওই বাগানের মাঠ
এলোমেলো করি বারবার…

কার্যক্রম [Bengali Poetry]

যে প্রেম — খাচ্ছে চরকি পাক
যে ঈর্ষা — ফুলছে লুচির মতো
যে বিপ্লব — বলছে নিপাত যাক
যে জীবন — তুমুল অসংযত

যে ঘুড়ি — আকাশে উড়ছে
যে পাখি — দেখছে খাঁচায় বন্দী
যে হাত — হাতিয়ার তুলে ধরে
যে মাথা — মানুষ মারার ফন্দি

যে গরু — কাটছে বসে জাবর
যে নেড়ি — ঘুরছে পায়ে পায়ে
যে আমি — একদিনেরই রাজা
যে স্বপ্ন — গন্তব্য ওয়ান-ওয়ে

যে ভয় — বুকে বসছে চেপে
যে আলো — সবুজ কিংবা লাল
যে কলসি — দড়ি বেঁধে ডুবে মরে
যে মরণ — জিতে যাবে জানি কাল।

পরাজিত [Bengali Poetry]

শেষ অশ্রুবিন্দুটি ঝরে পড়ার পর
আমি চুপ করে বসে থাকি ।
ঘুরে ঘুরে পাক খায় কান্না
বুকের ভেতর ।
দরজা-জানালা সব হাট করে খোলা
তবু এতটুকু বাতাস নেই যেন ।
কলম আঁকড়ে বসে থাকি চুপচাপ ।
যুদ্ধ থেমে গেছি অনেকক্ষণ
প্রতিপক্ষ গর্জাতে গর্জাতে ফিরে গেছে
বিজয়ীর শিরোপা ছিনিয়ে ।
ফাঁকা রণক্ষেত্রে ফাঁকা মস্তিষ্ক নিয়ে বসে থাকি
আর বসেই থাকি শুধু ।

অপেক্ষা [Bengali Poetry]

এক শতাব্দী নীরবতা বুকে
যেন পদ্মফুলের বীজ
বেঁচে থাকা এক কঠিন তপস্যা
যেন অনন্ত অপেক্ষা — কখন পাবে
জল কাদা আর ঠিকঠাক টেম্পারেচার
সবকিছু মিলে গেলেই জার্মিনেশন শুরু
খোসার আড়াল ভেদ করে আসবে সুদিন
ধ্বনিত হবে নতুন জীবনের স্পন্দন ।

পরজন্মে [Bengali Poetry]

পরজন্মে আমি হবো সুবোধ সুশীল ছাগল
ঘাস খাবো আর বাঁধা থাকবো, ভাঙবো নাকো বেড়া
এজন্মে হলো না কিছুই, লোকে বললো ‘মেড়া’
তুমিও বোঝোনি যে — বললে ‘সেয়ানা পাগল’।
পারিনি তো দিতে সুন্দর বিছানা উপহার
কি আধুনিক স্নানঘর এবং বিবিধ উপচার
‘পেটুক পাষণ্ড’ বললেও তুমি — আমি নাচার
শুধুমুদু মান-অপমান গায়ে মাখবো না আর ।
পরজন্মে বেড়াবো না বয়ে স্মৃতির গলগণ্ড
আমায় দেখে যদি বা তোমার রাগ হয় প্রচন্ড
ধড় অথবা মুণ্ডু ইচ্ছেমত নিও গো কেটে
মাংস হয়ে ঢুকে ব্যা ব্যা করবো তোমার পেটে ।

ভালোবাসা [Bengali Poetry]

ভালোবাসবে আদর দেবে স্পর্শকাতরতা
দেহের ভেতর উঠবে জেগে যৌনপ্রবণতা

তোমার দিকে বাড়িয়ে দেবো আদিম ইচ্ছে যত
ভালোবাসার মলম দিয়ে সারবে মনের ক্ষত

সম্মোহনে নষ্ট প্রহর উন্মাদনা মেশে
তৃষিত মন শান্তি পাবে তুমুল ভালোবেসে

প্রেমিক পুরুষ চায় যে শুধুই মুগ্ধতা দুই চোখে
বশ্যতাও চায় বুঝিবা পৌরুষেরই রোখে

শরীর থেকে কুড়োতে চায় তাপ আর বিদ্যুৎ
নিত্যনতুন উপচারে প্রণয় রাখে নিখুঁত

মুগ্ধ হয়ে করবে তুমি বকম বকম জানি
ভালোবাসবো আদর খাবো বন্ধু তোমায় মানি ।

জবানবন্দি [Bengali Poetry]

ছদ্ম প্রেমিক নয়, বদ্ধ প্রেমিকের পাগলামিতে
সাঁকো নাড়াই দিনে রাতে ।
লজ্জাশরমের নেই বালাই
চেঁচিয়ে পাড়া করি মাথায়
করি তোমার কান ঝালাপালা
যতই তুমি সেজে থাকো বদ্ধ কালা !

প্রেমের ঘোরে ভূতে-পাওয়া ছায়াপথ ধরে
চাঁদকে নামাই মধ্যরাতে,
আঁকশি হাতে লাফাই, দাপাই খোলা ছাতে
আমার প্রেমের প্রদীপ ভাসাই গহীন রাতের অশ্রুজলে
এই যে আমার বন্দি জীবন তোমায় ঘিরে
অকৃত্রিম জবানবন্দি, পড়বে তুমি সময় হলে ?

প্রসন্ন হও দেবী [Bengali Poetry]

আমি বিষের পাত্রে অমৃত খুঁজেছি
তুমি প্রসন্ন হও দেবী

হাসি-কান্নার ভেতরে চুনি পান্না খুঁজেছি
তুমি প্রসন্ন হও দেবী

করেছি কত আপোস, হয়েছি তোমার
পায়ের তলায় পাপোষ
চারিত্রিক ঋজুতা ছুঁড়ে ফেলে
তোমার পিছে পিছে করেছি ম্যাও ম্যাও
তুমি প্রসন্ন হয়েছো দেবী

ওই ভারী শরীরের নিচে শুয়েছি নির্বিকার
প্রত্যেক রোমকূপ দিয়ে শুষে নিয়েছি
ভালোবাসার অত্যাচার
ভূমিকম্পে কি ঘূর্ণিঝড়ে চৈত্র থেকে আষাঢ়ে
আমি নিজেকে এগিয়ে দিয়েছি বারে বারে
তুমি প্রসন্ন হলে কি দেবী

আমি মাঠে ঘাটে ঘাটে বাটে ভেসে ভেসে ফিরে এসেছি
তোমায় নিজের ভেবে ভালোবেসেছি
আশ্চর্য এক আনুগত্য উপহার তুলে ধরেছি
তুমি প্রসন্ন হও দেবী !

স্বপ্নে ও সম্ভবে [Bengali Poetry]

অক্ষরে আনন্দ খুঁজি
ওটুকুই সম্বল অথবা পুঁজি
জীবনের শত গলিঘুঁজি —
ঠিকানা পাওয়া অসম্ভব ।

কালো কালো অক্ষরেও
এতো থাকে আলো ?
আনন্দের আয়োজন
চমকপ্রদ জমকালো !

স্মৃতিরা করে ভিড়
শুনি সময়ের পদধ্বনি,
জগতের ন্যাকাপনা দেখে
ট্যারা হয়ে গেছে মণি ।

বুকের ভিতর যন্ত্রণা
বড়ই প্রকাশকাতর
নির্বোধের বক্র হাসিতে
হৃদয় হয়েছে পাথর ।

মনের ক্ষুধা আছে
সশরীরে প্রত্যক্ষ করি,
স্বপ্নে ও সম্ভবে
আকুল জড়িয়ে ধরি !

থাকা বা না-থাকা [Bengali Poetry]

গাড্ডায় পড়লে হাতি —
আড্ডায় দুর্গন্ধ ছড়ায় !

বন্ধুর ছদ্মবেশে কত হিতৈষী
সুযোগ বুঝে বেরিয়ে পড়ে
জিঘাংসার দাঁত নখ ।

জীবন আসলে এক হত্যার প্রমিতি
রিপুর আঁচড় । কামড় ।
রাত্রি ছন্নমতি ।

আলো জ্বালাতে গিয়ে
নিভে যায় অনেকেই ।
অমানুষদের জন্য যদি
পাওয়া যেত উপযুক্ত ভ্যাকসিন !

জীবন্মৃত হয়ে বেঁচে থাকা বা না-থাকা
সমান ।
রজনীগন্ধার মালা চেনে
রক্তমাংসের অন্তিম আখ্যান ।

দার্শনিক [Bengali Poetry]

কত অজস্র মুখ, মনের ভিতর ছায়া পড়ে

ভাবে-ভাষায়, আসে-যায়, হাসায়-কাঁদায় অনিঃশেষ
যেন শিশুর কলরোল…উল্লাস…বাঁধ ভাঙে
মুহূর্তেরা বন্দি হয় স্মৃতির পাতায়

কেউ কোত্থাও নেই, তবু কর্টেক্সের খাঁজে খাঁজে
ফেলে আসা সম্পর্কের হারানো সুর বাজে

নিজেকে মুছেছি আমি শূন্য করে মায়া
কার আবছায়া ভেসে ওঠে মনের আকাশে

অনন্ত আশ্রয় ওই নীলের ভিতর
জুবুথুবু বসে এক বৃদ্ধ দার্শনিক
দ্যাখে সব দু’চোখ ভরে অশ্রুসজল পাতা

রোমন্থনে রাত ঝরে যায়
আলো ফোটে কবিতার খাতায়…

পিপাসিত হে [Bengali Poetry]

যে আনন্দ রোমহর্ষক, তাকে রোজ আহ্বান করি
যে খেলা বিপজ্জনক, তাকে জড়িয়ে ধরি
পাত্তাও দিই না গুরুজনের চোখরাঙানি বা
সাধুজনের সাবধান বাণী

গতির নেশায় মত্ততার পারদ ঊর্ধ্বমুখী
পিষে ফেলার জান্তব উল্লাস কিভাবে দেব রুখি !

ব্যথা জাগানোর অনুপম সুখে
চোখ বুজে আসে, কথা সরে না মুখে
চাপা নিশ্বাসের তোড়ে ভেসে যায় সব
বড় অকিঞ্চিৎকর লাগে এই বিত্ত-বৈভব

চিত্ত যখন পিপাসিত —
ভুলে যাই পাপ-পুণ্য, হিতাহিতও
জীবনের মানে কী বুঝিনি কখনও
বাতাস-কাঁপানো পাখার
বিরাম নেই কোনো ।

শান্তনু গুড়িয়া | Santanu Guria

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৬) | উপন্যাস

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ১) | উপন্যাস

Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022

Bengali Story 2022 | নকুল পাগলা | প্রবোধ কুমার মৃধা

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment