Bengali Poetry 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | কবিতাগুচ্ছ ২০২৩

Sharing Is Caring:

প্রথম পর্ব : শান্তিনিকেতন [Bengali Poetry]

ঢালু ফুলের পাপড়িতে বিকল্প সুখ। শিকড়ে জল দেয়নি উষ্ণ – হিম পুরুষেরা। স্মৃতিচারণে রবীন্দ্র সঙ্গীত শিল্পী, যত্ন করে শুনি বৃক্ষেরও গান। শস্য, সূর্যের প্রার্থনা শেষ করে ফিরছে পাঠভবনের ছাত্রছাত্রীরা। আজ ফুটেছে বর্ণকোষ। ভাষা ভবনে ক্লাস নিচ্ছে পূর্বমেঘ।

আমি কলা ভবনের কেউ না অথচ কলাভবনে গিয়ে গল্প করি তিন্নির সাথে, নন্দলাল বসুকে যে প্রেমিক বলে নন্দ বলে ডাকে। তিন্নির শরীর ঢেকে রাখে পাথর খোদাইয়ের উত্থান।

বিনয় ভবনের দিকে আকাশ অনেকটা খোলামেলা আরও মুক্ত লালবাঁধে। বাতাস ভেঙে ভেঙে এসরাজ বাজায় মণি রায়। নাকের নোলকে আবাহন ও পাদ্যাদি।

রং ক্ষং মং রং যং ঔং উং তুমিও অর্ধনারীশ্বর, রাশি মীন।

দ্বিতীয় পর্ব : খোয়াই [Bengali Poetry]

এ কি অর্জুনের চরিত্রে কোথাও অভিনয় করবি নাকি ? হাতে তীর ধনুক ! নদী বলয় পেরিয়ে এলাম বাউলগানের পাড়ে। তীর ধনুক আমার না সাঁওতাল যুবতী মেয়েটা দিয়ে বললো : ” যত্ন করে রাখিস “। আমার সামনে বন্ধু গলা নিয়ে শূন্যের কুঠুরিতে এগিয়ে যাচ্ছে।

বাড়িতে তীর ধনুক ? না না ! ফেরত দিয়ে এলাম মেয়েটাকে। যুবতী বলে : ” ভয় ” ?

যুবতীর কন্ঠে কোকিলের বাসা।

মেলা থেকে উর্বর যৌবনে এলাম যজ্ঞডম্বুর স্থানে। রাতে হাঁড়িয়া খেয়ে নাচবে ময়ূরবাহনা।

দ্বাদশ বাহুতে কাব্যপদ্ম।

তৃতীয় পর্ব : কঙ্কালীতলা [Bengali Poetry]

আচার্য ও গুরুমা
আমার মহাসময়ের মূঢ় খন্ডে বিভক্ত হয়ে
একাংশ গেল মায়ের মন্দির অন্য অংশ দেবতাদের হাসিতে।

পৃষ্ঠা খুলে রাখি, পশুপাখি স্তোত্র অথবা বরুণের পাশ কিংবা ‘শক্তি’ ঘিরে ফেলুক আমাকে।
মা মৃদু হাসছেন, গলায় শিবের মহাতেজ।

রাস্তার দু’ধারে হোটেল, ভাড়া বাড়ি, রিসোর্ট….

হাঁসেরা জল থেকে উঠে আসে ডাঙায়
গুরুমা ওদেরকে খেতে দিচ্ছে
শুম্ভনিশুম্ভ, অবিদ্যা, দেবীর তৃতীয় কল্প

আমি অঘটন ঘটাতে পারবো আমি মায়া। যুদ্ধে জয়ী হয়ে ফিরছে শ্বেতবাহন।

শঙ্খ বেজে উঠলো….. ওঁ কলি, ওঁ ফুল। হাতে হাতে ‘প্র’—’কৃতি’।

চতুর্থ পর্ব : দেবস্মিতা [Bengali Poetry]

আপনাকে বিশেষ সংবাদটা দেওয়া হয়নি
আপনার কপালে ভুল রোদের রঙ এঁকে পাঠিয়েছিলাম প্রদর্শনীতে !
বাকি ঠিক ছিল। কানের ঢালুতে বৈদিক শ্লোক। ওখান থেকে পাক খেতে খেতে নামি লাউ বনে। আপনি ব্রাহ্মী — ক্রিয়াযোগ বাগানে চিত্রঘন্টা ফুল।

রোদের রঙ ইন্দ্রশক্তি

কপালে ঘাম দেখে ভেবেছিলাম আপনি ‘কৃ’ রজোগুণা

এবার ঠিকাছে। বৃত্তাংশ নিয়ে আঁকলাম রোদ। আমার গোত্র পাঁচ রূপ চন্ডীপাঠ।

পরবর্তী প্রদর্শনী ঈশ্বর গ্যালারীতে, উদ্বোধন করবেন যমশক্তি চামুণ্ডা। গ্যালারীর চারকোণে ফুলদানি ভর্তি ময়ূরপুচ্ছ।

পঞ্চম পর্ব : বনের পুকুর [Bengali Poetry]

হাওয়া মিথ্যা না, কথা বলে
তুমিই হাওয়া
জলের গ্লানি ঐ গায়ে স্তোত্র পাঠ করে হস্তিনাপুরের পান্ডবকুল
তুমি ” রক্ষ মাম্, ত্রাহি মাম্ ” দেবী
দীঘির জলে মৎস্য-কন্যা ধ্যান করে তোমার স্তব
অথচ আমি অল্প অল্প করে লিখিয়ে নি মেরুদণ্ডের কথা
চুপ কোণে পেয়েছি বহুরূপী বাক্স
নিবারণ চক্রে আমার অর্জুন বিনোদবিহারী মুখোপাধ্যায়, মনের চোখে দেখেছিলেন তোমার চোখে শাকম্ভরীকে
কি বলি বেল কাঠে জ্বলে ওঠে হোমের আগুন
হাওয়া অষ্টধাতুর বিগ্রহে বিশ্রাম নিচ্ছে
কথা বহুতন্ত্র পুঁথি

মা এখানে ঢাকের বাদ্যি আর মাদলের তালে পূজিতা। বনের পুকুরে মা আদিবাসী মেয়ে। তুমি মায়ের কন্যা। চারদিন গাছেরাও নাচ করে মানুষের সাথে।

প্রণতি [Bengali Poetry]

প্রণতি
সমস্ত পাখির শৈশবের মধ্যেই থাকে
চোখ বাড়িয়ে দি বুঝে উঠতে পারার দিকে
ফিরে দেখি শৈশব।

প্রণতি
আমার কবিতার জুঁইফুল
পিতৃগণের ঘরে নিয়ে গিয়েছিলাম
নিজের আনন্দের কথা জানিয়ে এসেছে।

প্রণতির সব জ্বর এই নিলাম
স্রোতের জ্বরকুলে নৌকার সংসার।

স্বাধিষ্ঠান [Bengali Poetry]

নিয়মের নিয়মিত আয়োজনে কখনো ভুলে বসি নখের কোনায় পেঁয়াজের গন্ধ
একমাত্র সিঁড়ি পৃথিবীর বুক
অন্য চিন্তাও আছে
জ্ঞানকে বৃদ্ধ করি রামায়ণ পাঠে।

একদিন যাব স্বাধিষ্ঠান ভেঙে ?

কেউ কি ছিল
অসহায় নখের কোনায় ঘর বাঁধতে চায় দলিত সিঁড়ি !

ভাদ্র [Bengali Poetry]

নগ্ন বালিতে পাপপূণ্যপাপ ?
ওখানে নারীরা অন্ধকার পীড়িত শুক্র
ডানা মেলি ব্রহ্মার স্থানে
বিষণ্ণ অথচ উজ্জ্বল সিদ্ধ মধু।

কী রকম ব্যাপ্ত করেছ সতত শরীরের জড়ুল ভাদ্র !

প্যাডেল করছি পিছিয়ে থাকা সত্যের জন্য। আমার কবিতা থুতনিতে রাগী!
এখানে বাগদেবী আরাধনা করা হয় না !

বকম বকম উড়ে এসে বসল দস্তয়ভস্কির বইয়ের প্রচ্ছদে,
পূর্ব দিকেই ঢলে পড়ে সূর্যপ্রেত, ডানাওয়ালা বনানী।

রজনীগন্ধা ক্যালেন্ডার [Bengali Poetry]

প্রণতি সরল রজনীগন্ধার ক্যালেন্ডার
জল ও শুকনো পাতার গান মনে করবো
একটু হেরফের হবে কবরের তুলাদণ্ড
চলো প্রণতি জেনে নি মুখোশ সাম্রাজ্যের উত্থানের কারণ।

নোটবইয়ে লেখা বায়ুকোণে বিপদসীমায় দাঁড়িয়ে আছে স্তন্যপায়ী বাঁশি।
মহৎ-সূত্র পুনরায় পুরাণগন্ধা। প্রণতি কি জানতো না ট্রাফিকসংহিতা উত্তরপূর্বে বহমান ?

উত্থানও স্তন্যপায়ী
অক্ষরেখায় দীর্ঘপাঠক্রম
মেরুদন্ডী উপপাদ্যে এখনো স্থির বর্ণদুর্গ।

আচার্য ঋত্বিক চক্রবর্তী বললেন : ক্যালেন্ডারে জুড়ে দিও রবি নক্ষত্রের শ্যামলী বাড়ির ন্যায়-অন্যায় ?

নমহস্তুতে [Bengali Poetry]

শাড়ি উড়েছিল আগুনের উত্তাপে
অপবিত্র তিথি ! তাও স্পর্শ করেছিলাম বসন্তকন্যার কানের লতি
নিখুঁতভাবে ফোটাতে পারিনি আকন্দের বরাত
শুধু পেয়েছি আশ্রম মাঠের বিকালবেলা।

বসন্তকন্যা নাও
সত্ত্বায় মৃত্যুর মতো আনন্দ
নাও আমার ঘামের নমহস্তুতে লোকালয়।

রাগচূড়া
খুব ঘুমিয়ে পড়ে দেখি মাকড়সা ও নন্দীর স্বপ্ন।

ক্রশপুত্র [Bengali Poetry]

অতৃপ্ত, বাঁকা – একটা প্রেমে পড়েছি
লালন ফকির পেতে রাখি নিরাকার বিশ্রামে
প্রেমে পড়েছি; অসুখ-সাপ ঘিরে ধরে কর্পূর জৈব
আর্দ্র চোখ আকাঙ্ক্ষা চায়

কাতর শব্দ, গোলাকার ধাঁধা, রুটির দোকান
আমার তিনদিক। শরীরে সুখ-পিঁপড়ের গেরস্থ।
কুড়িয়ে নি রাধা কাল, ধানের বদলে চোয়ালে পুঁতি
কাঁটার দরজা।

পাতলা উৎসাহে উড়ে যায় পাখি
দেবদূত মুখ ধুয়ে ফিরছেন সাকার কামে
ছিঁড়ে গেছে পরিণতির স্ফটিক
দুয়ারে ক্রমশ তাচ্ছিল্য।

বাঁকা প্রেম ঢেউ শাপ
খড়ি দিয়ে আঁকি ক্রশপুত্রের অহংকার?

নষ্টচারণ [Bengali Poetry]

না না শুনিনি বীজের কান্না
প্রতিধ্বনি দেয়া-নেয়া শেষ, হৈ হৈ নষ্টচারণ
মুক্ত হব
বীজের বাইরে বিলাসিতা তৈরি করেছে আবরণ !

শিয়রে উঠলে হঠাৎ ?

হঠাৎই ঘাসের ডগায় দেখি অগ্রাহ্য অঙ্গ
খন্ডে রিপু দিন
জাগরণকে দেখলাম শব্দ ভাঙতে ।

বীজই প্রকাশ, উৎফুল্ল ত্রিকোণমিতি

মৃদু শালুকফুল [Bengali Poetry]

হ্যাঁ গলায় অন্ধকার ও অনেককিছু
মুগ্ধতা আছে, উচ্চতা ন্যায়
বিকৃত করিনি অনাগ্রহী সফরের ছোট ছোট আস্থা ।
উঁকি দি সদা সঙ্গীতের জন্মে
যত্ন করি চুম্বন – ভ্রম বাদাম

আমার নিশ্চয়ে মৃদু শালুকফুল।

শেষ নেচেছিলাম প্রজাপতি যেদিন দেবী হল
দেবীর চুলে প্রতিবন্ধী শিশুর শিশ্ন
উসকে দেওয়া হয়নি অদৃশ্য অজগরের হাঁ-চেতন !

অন্ধকার, ওরা লেখে স্তন সনেট।

দাঁড়-প্যাঁচা ও হারমোনিয়ামের হাসি [Bengali Poetry]

পড়াশোনা শেষ করে —
আমি ও আমার গুরু চোখের শূন্যে চাষ করি মর্গের জোৎস্না।
পলক পড়েছে ; নড়ে ওঠে জল-নক্ষত্রের আয়না
হাঁ করে খেয়ে নি ক্রশ আগুন
ছায়া চুঁইয়ে নামছে মুদ্রা রমণীরা
একটা আহুতি তোলা ছিল গুঁড়ো তন্ত্রে
রমণীদের দাঁতে অণু-ঈশ্বরকণা।

এই আমার মাংস ক্ষেত
ডোমের গলা থেকে তুলে নিলাম লাল ভাত
ভাত প্রভু, ভাত ভুঁই, সরলরেখা বরাবর তীব্র কপাল
কপালে ডাকে দাঁড়-প্যাঁচা…

ভালো কেউ ছিল কি ?
মৃতদেহকে কেউ ফুল দেয়, কেউ কেউ ফুলই দেয়; আমি দিই হারমোনিয়ামের হাসি । এখুনি কেঁদে উঠলাম।

এবার আহুতি দেব হ্লাদলোকের ঘূর্ণন।

শুভদীপ দত্ত প্রামানিক | Subhadip Dutta Pramanik

Bengali Story | কৃষ্ণকিশোর মিদ্যা | গল্পগুচ্ছ | 2022

Top Bengali Poetry | কৃষ্ণকিশোর মিদ্যা | কবিতাগুচ্ছ | 2023

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

Bengali Story 2023 | শুভদীপ দত্ত প্রামানিক | অণুগল্পগুচ্ছ ২০২৩

শান্তিনিকেতন | খোয়াই | কঙ্কালীতলা | বনের পুকুর | দেবস্মিতা | বোলপুর শান্তিনিকেতন | শান্তিনিকেতন ভ্রমণ | প্রসঙ্গ শান্তিনিকেতন | শান্তিনিকেতন উল্লেখযোগ্য স্থান | শান্তিনিকেতন প্রতিষ্ঠা | শান্তিনিকেতন ভ্রমণ অভিজ্ঞতা | শান্তিনিকেতন প্রবন্ধ | পাঠভবন শান্তিনিকেতন | শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম | শান্তিনিকেতনের গল্পকথা | শান্তিনিকেতন – উইকিপিডিয়া | শান্তিনিকেতনের প্রথম বিদেশি ছাত্র | শান্তিনিকেতন ও বিশ্বভারতী | খোয়াই জেলা | খোয়াই নদী | দৈনিক খোয়াই | খোয়াই হাট | খোয়াই কি | খোয়াই শান্তিনিকেতন | খোয়াই জেলা | খোয়াই বোলপুর | খোয়াই নদ | খোয়াই নদী হবিগঞ্জ | খোয়াই ক্ষয় কি | খোয়াই পত্রিকা | কঙ্কালীতলা কেন মহান | কঙ্কালীতলা মন্দির | কঙ্কালীতলা মন্দির ভ্রমণ | বাংলার সতীপীঠ | কঙ্কালীতলা শক্তিপীঠ | সতীপীঠ কঙ্কালীতলা | বনের পুকুর ডাঙা | প্রণতি | স্বাধিষ্ঠান | ভাদ্র | রজনীগন্ধা ক্যালেন্ডার | নমহস্তুতে | বীথিকা- প্রণতি | প্রণতি বাংলা অর্থ | প্রণতি শব্দের অর্থ | স্বাধিষ্ঠান চক্র | অনাহত চক্র | মুলাধার চক্র | আজ্ঞা চক্র জাগরণ | বাংলা ক্যালেন্ডার ভাদ্র ১৪২৯ | ভাদ্র মাসে কোন পুজো | ভাদ্র মাসে জন্ম | ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২২ | ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২১ | ভাদ্র মাসের ক্যালেন্ডার ১৪২৯ | ভাদ্র মাস অর্থ | ভাদ্র মাস সমার্থক শব্দ | ভাদ্রমাসের পূর্ণিমা অর্থ | ভাদ্র মাসের অন্নপ্রাশনের তারিখ | ভাদ্র মাসের কৃষি | রজনীগন্ধা ফুলের ছবি | রজনীগন্ধা ফুলের ছবি আঁকা | রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য | রজনীগন্ধা ফুলের মালা | ক্রশপুত্র | নষ্টচারণ | মৃদু শালুকফুল | দাঁড়-প্যাঁচা ও হারমোনিয়ামের হাসি | মন, তোমাকে ছুঁয়ে দিলাম | পরিকাহিনি | পরানপুরাণ | পেঁচা পাখির দাম কত | হুতুম পেঁচা | পেঁচা কি পোষা যায় | হুতুম পেঁচা ছবি | লক্ষ্মী পেঁচার দাম কত | হুতুম পেঁচা পাখি | কাল পেঁচা ছবি | পেঁচা কি খায় | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder

Leave a Comment