Top Bengali Poetry 2023 | সুমিতা চৌধুরী | কবিতাগুচ্ছ ২০২৩

সুমিতা চৌধুরী – সূচিপত্র [Bengali Poetry]
মন বাসর [Bengali Poetry]
সানাইটা আজও আলাপ সারছে মনঘরের নিভৃতে,
রজনীগন্ধা গোলাপের বাসে মজে সেখানে মন।
কখন যেন হারিয়ে গেছি আমি, বর্তমানকে ছেড়ে!
ভাস্বর হয়েছে, তোমার আমার অভিসারের সে ক্ষণ।
সাদা কালো ফ্রেমে ফের উঠেছে জেগে রঙিন ছবিগুলো,
সাদা ক্যানভাসে কে যেন ঢেলেছে মনের আবীর যতো,
প্রেমালাপী আজ হয়েছে মরসুম, আবারও তোমায় ঘিরে।
দূর থেকে দূরে মন ধেয়ে চলেছে, বেখেয়ালী নাওয়ের মতো।
ছিঁড়ে ফেলেছি জীবনের সব করুণ বীণার তার,
তুমিও মেতেছো মুছতে সকল ধূসরতার প্রলেপ,
রামধনু থেকে রং নিয়ে ফের দিচ্ছো আমায় রেঙে,
বলছো, “এই তো আছি আমি সবখানে, তবে কিসের আক্ষেপ?”
সহসা দেখি ডায়রীর ভাঁজের গোলাপটা হয়েছে তাজা,
কত শত পাপড়ি ছড়িয়ে দিচ্ছে তার ভালোবাসার আবেশে,
রুক্ষ শীত, মখমলি বসন্তের সাজে সেজে যেন অনুরাগে লজ্জা রাঙা,
সুখশষ্যা রচেছে কেউ বুঝি রূপালী জোছনার সন্নিবেশে।
হ্যাঁ, আজও তোমার ভালোবাসায় রঙিন আমার মনঘর,
তাই তো সেখানে সাজে বাসর, প্রতিদিন, প্রতিক্ষণে।
স্মৃতি নয় তুমি, আমার যাপন, জানে আমার অন্তর,
মনজমিতে তোমার ভালোবাসার আবীরেই রেঙেছি, তাই আজও যতনে।।
মন খোঁজে ভালো-বাসা [Bengali Poetry]
যুগে যুগে প্রেমের সংজ্ঞা হাজারো,
কখনো সে বড়োই সংকীর্ণ,
আমি তুমিতেই সীমাবদ্ধ।
কখনো তার দহন-জ্বালায় কেউ পোড়ে,
কেউ বা পোড়ায়।
প্রেম কখনো বা মিথ্যাকে দেয় সঙ্গত,
শপথ আর অজুহাতের মাঝে, নিত্য খেলে লুকোচুরি,
তাই বুঝি প্রেমিক সেখানে আপন সত্তাকেই হারায়।
কখনো বা প্রেম সেকেলে,
হাজারো শৃঙ্খলে ওঠে তার নাভিশ্বাস।
এতো প্রেমের মাঝে মন চায় এক সত্যি সম্পর্ক,
যার উদার আকাশের আহ্বানে মন হয় মুক্ত বিহঙ্গ।
সকল সংকীর্ণতার আগল ভেঙে,
যেখানে বিশ্বাস ভরসা দিয়ে গড়ে ওঠে একটা সুখের ঘর।
যেখানে মিথ্যার নেই কোনো স্থান,
না আছে শপথের আয়োজন,
না আছে অজুহাতের প্রয়োজন।
না তা উগ্র আধুনিকতার ছোঁয়ায় বেলাগাম, স্বেচ্ছাচারী,
না তা মান্ধাতার শৃঙ্খলে জর্জরিত কুপমণ্ডুক।
মন চায় শুধুই ভালোবাসায় আগলে রাখার দুটো হাত,
ক্লান্ত মাথা অবলীলায় এলিয়ে দেওয়ার এক উষ্ণ বুকের আশ্রয়।
যেখানে ভালোবাসার বিনিসুতোয় বাঁধা দুটি মন,
বাঁধে ভালো-বাসা,
মনের উন্মুক্ত প্রাঙ্গণে,
মনের প্রদীপ জ্বেলে।।
বিচ্ছেদের বিষে [Bengali Poetry]
গাঁথা মালা ছিঁড়ে গিয়ে বাসি ফুল ছড়িয়ে আছে পড়ে,
আতরের গন্ধ সবটুকু গেছে উবে,
কিছু ইট কাঠের ইমারত রয়েছে তবু তেমনই,
দুটি পথ চলেছে সমান্তরাল, ভাবের আলিঙ্গন ছেড়ে।
পোশাকি খোলসটুকু একই আছে তায়,
এখনো পড়েনি বুঝি কালির আঁচড় তাতে,
মনের ঘরে তবু উঠেছে আগল,
বুকে জমা কথার ভিড়ে বোবা কান্নারা গুমড়ায়।
জালনারা হাট খোলা, তবু গুমোট ভীষণ ঘর,
দিন আসে রাত যায় নিয়মমাফিক,
চোখেতে চশমা আর ঠোঁটে ঝোলানো হাসির মুখোশে,
জানান দেয়নি আজো, মনসীমায় কে হয়েছে কবে পর।
এভাবেই সমাজ ছেয়েছে আজ বিচ্ছেদের বিষে,
মন পোড়ে দহনে, তবু কাঠামো থাকে অকৃত্রিম,
যন্ত্র শরীর কিছু বয়ে চলে জীবনের ভার,
যতক্ষণ না শ্মশান চুল্লিতে শরীরটা যাচ্ছে পঞ্চভূতে মিশে।।
জীবনের নীতি [Bengali Poetry]
কিছু বুকের ভাঁজে
পরতের পর পরতে জমা হয় নীল ব্যথা,
ধীরে ধীরে তা পরিণত হয় জমাট পাথরে,
সেখানে সুখেরা কখনো আসে না পথ ভুলেও।
সুখ তো ক্ষণিকের অতিথি,
যেন রঙবেরঙের পালক,
আপনমনে ভেসে বেড়ায় হাওয়ায়।
মুঠোয় ভরতে গেলেই দোমড়ায় মোচড়ায়,
ঝরে পড়ে অচিরেই।
সেই পালকরা কি কঠিন পাথরের বুকে মানায় কখনো?
জীবন নাকি সুখ দুখের সমাহার,
তবু দুটি আলাদা সরলরেখায় চলে,
কখনো এসে মেলে না একই পথে!
ঠিক তেমনই,
জীবন পথে হাঁটে কতো না মুখের মিছিল,
চেনা অচেনার মিশেলে।
কতোই না তাদের বৈচিত্র্য,
কতো না রঙের বাহার,
তবু সব রঙ মনের জমিতে দাগ কাটে না,
ফিকে হতে হতে মিলিয়ে যায় চিরতরে।
শুধু কিছু মুখ রয়ে যায় চেতনার গভীরে,
যেন তাদের রঙ মিশে যায় মন- মননে,
তারাই হয় ভাস্বর,
অবিস্মরণীয়, হাজার মুখের ভিড়েও।।
নতুন আলোর আশীষ মাগি [Bengali Poetry]
নতুন ভোরের আলোর সাথে,
যাক মুছে সব দুখের স্বপন।
মেঘলা মনের মনখারাপি,
ঝরুক যা কিছু জীর্ণ যাপন।
ঐ যে দূরে মেঘের পরে,
রোদ যেখানে খিলখিলিয়ে হাসে,
আগামী আসুক এমনি করেই,
শিশির ধোয়া দূর্বাঘাসে।
পাহাড় চূড়ায় সোনার পরশ,
হাতছানি দিক জয়ের পথে।
বুকের মাঝের অভয়বাণী,
সারথি হোক জীবন রথের।
ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো,
মেলুক পাখা আকাশ নীলে।
সব কুঁড়ি পাক প্রকাশ আপন,
অপ্রাপ্তিরা সমাধিস্থ হোক সলিলে।
মন জুড়ে হোক একখানি ঘর,
বিভেদের সব দেওয়াল ভেঙে।
কাঁটাতারে ফুটুক হাসনুহানা,
সীমারেখার আগল ডেঙে।
এমনই কিছু মনের সাধ,
নৈবেদ্যের ডালিতে সাজিয়ে করি পেশ।
হে সৃষ্টিকর্তা, তোমারই আশীষের আলোয়,
থাকে না যেন কোনো আঁধারের রেশ।।
মনঘরে নেই প্রাক্তন [Bengali Poetry]
মনের ঘরে হাজার লোকের বাস,
সময় কালের বহমানতায়।
কেউ অতীত, কেউ বর্তমান,
কেউ বা ভবিষ্যতের খেয়াঘাটে নৌকা ভেড়ায়।
তবু কি কেউ প্রাক্তন হয় কোনোদিনও?
অগুণাণ স্মৃতি মোড়া ক্যানভাস,
সাদা, কালো, রঙিন প্রলেপের আঁচড়,
সবই তো মনের চৌহুদ্দিতেই করে বাস।
মোছা যায় না কোনো রঙই,
হয়তো ধূসরতার প্রলেপ পরে কখনো তাতে।
ছেঁড়া যায় না স্মৃতির পাতা একটিও,
হয়তো ঝাপসা হয় প্রতিবিম্ব আয়নাতে।
ছোটো বড় কোলাজের সারি,
সুখ- দুঃখ, ভালো- মন্দের মিশেলে,
কিছু অধ্যায় ঘুণে ধরা ব্রাত্য,
কিছু বা থেকে যায় একান্ন হেঁশেলে।
কিছু নাম ঝরে যায় কালের নিয়মে,
কিছু নাম জোড়ে সময়ের খেয়ালে,
তারই মাঝে ভাস্বর হয় কতিপয়,
মনমন্দিরের স্বর্ণখচিত দেওয়ালে।
তাদেরও মাঝে ঝাড়াই বাছাই পর্বে,
সময় করে কারোকে নির্বাচন।
বাতিলরা যায় কালের নিয়মে ভেসে,
তবু হয় না অতীত, হয় না কখনো প্রাক্তন।
বারে বারে ডাক দেয় ফেরারী মন,
আবেগ বাণের বন্যায় যায় ভেসে,
সময় ফিরে যায় এক লহমায় সেইদিনে,
অতীত যেখানে বর্তমানে যায় মিশে।
মনঘরে নেই কাল সময়ের ফের,
শুধু আছে সম্পর্কের গাঁথা মালা।
বাসি ফুল অচিরেই ঝরে যায়,
বাকী সবই থাকে জীবনের পূর্ণ ডালায়।।
ইচ্ছেডানা [Bengali Poetry]
হয়তো কোথাও দূর আকাশে হারিয়ে যেতে চাই,
সাতরঙা রামধনুর রঙে রাঙিয়ে নিতে চাই।
পায়ের বেড়ি মনের শিকল একটানেতে খুলে,
বয়স কালের সীমার বাঁধন এক্কেবারে ভুলে।
মনের মাঝের স্বপ্নগুলো রং তুলিতে এঁকে,
পথ হারাবার রাস্তা খুঁজি বেখেয়ালের ঝোঁকে।
হয়তো এই মন বেদুইন, স্বপ্নের ফেরিওয়ালা,
মনের মাঝের সব কুঠুরির খুলতে চায় তালা।
পেরিয়ে যেতে চায় সে ঐ তেপান্তরের মাঠ,
সপ্তসাগরে ডিঙি ভেরায় পেরিয়ে চৌকাঠ।
হয়তো মন পাড়ি জমায় সপ্তসুরের দেশে,
মনের জমা কথাগুলো গান হয়ে যায় ভেসে।
হয়তো মন খুঁজে ফেরে সেই অচীনপুর,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীর গল্প ভরা দুপুর।
রাজপুত্তুর-রাজকন্যার গল্প ভরা গাঁয়ে,
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে যেতে চায় সে ধায়ে।
লাগাম ছেঁড়া ঘোড়ার গতি বাঁধতে চায় পায়ে,
হাজার তারার সোনালী রঙ মাখতে চায় গায়ে।
মনের হাজার ইচ্ছেগুলো মেলতে চায় ডানা,
মনকেমনের বায়নারা সব মানে না বারণ-মানা।
হয়তো মন আজও খোঁজে মনের ঠিকানা,
ভালোবাসা দিয়ে গড়া ভালো বাসা খানা।।
আমার আমি [Bengali Poetry]
আমি এমন কোনো আলোর পথের পথিক হতে চাই না,
যে আলোতে চোখ ধাঁধিয়ে যায়।
আমি এতোটা ও মহাশূন্য ছুঁতে চাই না,
যেখানে আমার আমিকে খোঁজা বড় দায়।
আমি চাই না এমন কোনো আলোকবৃত্ত,
যেখানে থাকে অলিখিত নজরদারি।
আমি চাই না এমন কোনো অট্টালিকায় বাস,
যেখানে কেবলই বাহ্যিক জৌলুসের জারিজুরি।
আমি চাই না এমন কোনো হৃদয়ে স্থান,
যেখানে ভালোবাসা গুমড়ে কেঁদে মরে।
আমি চাই না এমন মেহফিল / মজলিশ,
যেখানে পদলেহনের আবশ্যকতা ঘিরে ধরে।
আমি এমন মানুষ চাই না খুঁজে পেতে,
যার মুখোশটা মুখের চেয়ে দামী।
আমি চাই না এমন রাজ দরবারে যেতে,
যেখানে আত্মা করে অর্থের গোলামী।
আমি পেতে চাই সোঁদা মাটির ঘ্রাণ,
শিকড়ের টান, মুক্ত আকাশ, স্বাধীনতার স্বাদ।
আমি হতে চাই সেই মনের জানলা,
যার আঙিনায় ভালোবাসা গড়ে রাজপ্রাসাদ।
আমি পেতে চাই শক্ত মাটির ভিত,
যেখানে আছে মনুষ্যত্বের স্থায়ী আবাস।
আমি হতে চাই আমার আমিতে দামী,
যেখানে মানবিকতার জলসা বসে বারোমাস।।
হৃদয়ের পূর্ণতাই ভালোবাসা [Bengali Poetry]
ভালোবাসি নাই বা হলো বলা,
চোখের ভাষাই বলে সকল কথা।
মুখের কথায় কিই বা আসে যায়,
যদি মনের মাঝে থাকে অনুভূতির গভীরতা।
প্রকাশ সেখানেই চড়া তারে বাজে,
যেখানে থাকে না স্বীকৃতি/সম্পূর্ণতা।
বাহ্যিক আড়ম্বরই সেখানে শোনায়,
অস্তিত্বহীন ভালোবাসার গল্পকথা।
নাই বা রাখা হলো হাতে হাত,
নাই বা এক হলো অধরযুগল,
পাশাপাশি পথ চলাতেও জেনো,
আছে ভালোবাসার পরশ সকল।
নাই বা গোঁজা হলো গোলাপ খোঁপায়,
নাই বা পাওয়া হলো কোনো উপহার,
হৃদয়ভরা উষ্ণতাই জোগায়,
ভালোবাসার অমূল্য সম্ভার।
একান্তে কাটানো কিছু সময়,
নীরবে চেয়ে থাকা দুটি আঁখি,
অব্যক্ত কথার স্বরলিপি,
ভালোবাসার মূর্ত প্রতিচ্ছবি।।
মোহনবাঁশি [Bengali Poetry]
আজও কোথাও কোন সুদূরে
মোহনবাঁশি বাজে,
মন হারানো, ব্যথার সুরে
ফাগুন সাজে লাজে।
আলসে রাখা তানপুরাটা
হঠাৎ ধুলো ঝেড়ে,
বাজছে মনের সংগোপনে
ছেঁড়া তারের বাঁধন জুড়ে।
উদাসী মনের জানলাগুলো
আজকে যে হাটখোলা,
বেখেয়ালি মন হতে চায়
আজ কেন পথভোলা!
নীল আকাশে ধূসর মেঘের
নিত্য আনাগোনা,
বাউল বাতাস আজো জানে
অপেক্ষায় দিন গোনা।
মেঘদূত তুই বার্তা বয়বি
সুদূর পিয়ার কাছে,
আজো যেথা নয়ন জলে
নিত্য হৃদয় ভেজে।।
সুমিতা চৌধুরী | Sumita Choudhury
তিন্নির ফড়িং আর মানুর কারসাজি | গল্পগুচ্ছ ২০২৩ | Bengali Story 2023
মহা রফিক শেখ | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023
মোঃ ওয়াসিউর রহমান | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023
বিকাশ চন্দ | কবিতাগুচ্ছ ২০২৩ | Bengali Poetry 2023
মন বাসর | মন খোঁজে ভালো-বাসা | বিচ্ছেদের বিষে | জীবনের নীতি | নতুন আলোর আশীষ মাগি | মনঘরে নেই প্রাক্তন | ইচ্ছেডানা | আমার আমি | হৃদয়ের পূর্ণতাই ভালোবাসা | মোহনবাঁশি | প্রাক্তন – উইকিপিডিয়া | প্রাক্তন – জয় গোস্বামী | প্রাক্তন মানেই কি প্রতিপক্ষ | প্রাক্তন গল্প | মুভি প্রাক্তন | প্রাক্তন নিয়ে উক্তি | প্রাক্তন কে চিঠি | প্রাক্তন মানে কি | প্রাক্তন শব্দের অর্থ | প্রাক্তন-এর মানে কী | প্রাক্তন বাংলা বই পিডিএফ | প্রাক্তন সৈনিক কল্যাণ | মৃৎশিল্পী মোহনবাঁশি রুদ্রপাল প্রয়াত | মোহনবাঁশি বাজে | ঐ বাজে মোহনবাঁশি | মোহনবাঁশির থিম গানে | হৃদয়ের অনুভূতি পর্ব | হৃদয়ের ঠিকানা | হৃদয়ের গহীনে | গল্প পোকা | ধারাবাহিক গল্প | গল্পের শহর ডট কম | হৃদয়ে তুমি | গল্পের মহল শ্রেণী | গল্প পোকা রোমান্টিক অত্যাচার | ধারাবাহিক রোমান্টিক গল্প দিপান্তর | ভালোবাসা চিরকালীন | প্রেম ও ভালোবাসা কী | আমার আমি – উত্তম কুমার | আমার আমিতে আমি | আমার জীবন | আমার উত্তম | আমার আমি কবিতা | আমার আমিকে নিয়ে উক্তি | আমি আমার মতোই | একলা আমি কবিতা | এই আমি কবিতা | ব্যর্থ আমি কবিতা | আমার আমি অণু কবিতা | আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই | বাংলা আমার আমি বাংলার | ইচ্ছে ডানা কবিতা | ইচ্ছে ডানা লিরিক্স | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ
Praktan (2016) | Prakton Poem Lyrics | Amar Ami Lyrics in Bengali | Ami Amar Modhye Lyrics | Icche Dana | Ichhedana Lyrics | bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | bengali story | bengali story books for child pdf | bengali story books for adults | bengali story books | bengali story books for child | bengali story books pdf | bengali story for kids | bengali story reading | short story | short story analysis | short story characteristics | short story competition | short story definition | short story english | short story for kids | short story generator | short story ideas | short story length | long story short | long story short meaning | long story | long story instagram | story writing competition | story writing competition topics | story writing competition for students | story writing competition malayalam | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2022 | poetry competitions uk | poetry competitions for students | poetry competitions ireland | poetry competition crossword | writing competition | writing competition malaysia | writing competition london | writing competition hong kong | writing competition game | writing competition essay | writing competition australia | writing competition prizes | writing competition for students | writing competition 2022 | writing competitions nz | writing competitions ireland | writing competitions in africa 2022 | writing competitions for high school students | writing competitions for teens | writing competitions australia 2022 | writing competitions 2022 | writing competitions uk | bengali article writing | bangla news article | bangla article rewriter | article writing | article writing ai | article writing app | article writing book | article writing bot | article writing description | article writing example | article writing examples for students | article writing for class 8 | article writing for class 9 | article writing format | article writing gcse | article writing generator | article writing global warming | article writing igcse | article writing in english | article writing jobs | article writing jobs for students | article writing jobs work from home | article writing lesson plan | article writing on child labour | article writing on global warming | article writing pdf | article writing practice | article writing topics | trending topics for article writing 2022 | what is article writing | content writing trends 2022 | content writing topics 2022 | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Bangla kobita | Kabitaguccha 2022 | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Shabdodweep Writer | Shabdodweep | Shabdodweep Founder