Bengali Poetry 2023 | শিবপ্রসাদ পুরকায়স্থ | কবিতাগুচ্ছ ২০২৩

BENGALI POETRY

শক্তির শেষ প্রান্তে [Bengali Poetry]

লেপটে থাকার অসার চেষ্টা
পেটুয়ারা নাড়ে লম্বা লেজটা
ভালো নয় পরিণতির শেষটা
বড়ো একরোখা ভুখার দল,

যতো দিন যায় উগবেগ বাড়ে
শূন্যের দিকে খালি হাত নাড়ে
বেশ হতাশায় নিশ্বাস ছাড়ে
তলানিতে পড়ে সে মনোবল !

পুজোর থালায় সন্দেশ হয়ে
ভক্তকুলের গেছে চোখ সয়ে
মুখ ফিরিয়েছে সন্দেহ লয়ে
কাঁচা বাঁশে ঘুণ এড়ানো যায়,

আকণ্ঠ লোভ প্রাণবায়ু কাড়ে
নীতি ভ্রষ্টাকে সময় কি ছাড়ে
প্রশ্নের থেকে থাকতেই আড়ে
অক্টোপাসে কে বাঁচতে চায়!

মুখ ও মুখোশ একাকার হলে
কটাকে বোঝাবে অসত্য বলে
চোখ আর কান যদি যায় চলে
অন্ধের হাতি চেনানো যায়,
নীতি হীনতায় দগদগে ক্ষত
না দেখার ভাণে তারাই বা কত
ধ্বংসের পথে হাঁটছি বিগত-
সেই পুরোপুরি বিনাশ চায় !

হায়রে অবসর [Bengali Poetry]

একান্তই প্রয়োজন
প্রতিটি জীবনে অবসর
তা এলে মরণ হয়ে
সে কি আর হয়রে দোসর।

অবসর কারো করো
অনাহারে নীরবে মরার
মরে বাঁচা ঢের ভালো
কী বাহুল্য রয়েছে বলার।

অবসর কারো কাছে
স্বাধীনতা বলতে যেমন
খায় না মাথায় মাখে
ভেবেই পায়না সাধারণ।

কষ্টের বাঁচার চেয়ে
মন চায় পরপারে যেতে
মরিচ-ঝাঁপির মতো
ভিটে ছেড়ে হবে তাড়া খেতে?

অবসর প্রহসন
নিপীড়িত বঞ্চিতের কাছে
দৃষ্টির আড়ালে থেকে
অসহায় মানুষেরা বাঁচে !

সুনামি [Bengali Poetry]

সুনামি ধ্বংসের মেলা
প্রাণ নিয়ে হোলি খেলা
হেন দৃশ্যে সমব্যথী মানবিকতায়-
সাড়া পড়ে দেশে দেশে
সাহায্যের তরী এসে
দুর্গত জনের স্বার্থে কূলেতে ভিড়ায়।

বিবেক পেটায় ঢাক
দাম্ভিক শুনেই রাখ
সুনামির জন্ম শুধু সমুদ্রেই নয়,
বঞ্চিত মনের তলে
নীরবে প্রস্তুতি চলে
পুঞ্জিভূত বেদনায় বিস্ফোরণ ভয়!

সাদা ও কালোর দ্বন্দ্ব
ভাঙে জীবনের ছন্দ
জাতপাত ভেদাভেদে দলিতই যারা,
ছোট হতে হতে শেষে
বঞ্চিতের তলদেশে
সুনামি জানান দেয় ধ্বংসের ইশারা।

জ্ঞানপাপী অহংকারে
ছিটিয়েছে থুতু যারে
সেই থুতু জলোচ্ছ্বাসে দ্রুতলয়ে মেশে,
ভাঙে যদি তীরভূমি
জীবন সংকটে তুমি
ত্রাতার কৌলীন্য ভেবে দূরে যাবে ভেসে?

তোমার বংশের যারা
চাও ভেসে যাক তারা
সে শক্তি তোমার নেই দেখে লজ্জা করে,
আগলে রয়েছে যারা
‘ম্যানগ্রোভ’ সম তারা
সমাজের সবকিছু আছে বঞ্চিতেরা ধরে!

মাটির দেবতা [Bengali Poetry]

হরিজন দ্বারে এলে
ঢাকে আবরণ ফেলে
দেখে না দুচোখ মেলে
যদি কিছু চায়,
জীবনের অবশেষ
মেলে চলে উপদেশ
খুশি হলে হৃষিকেশ
স্বর্গ তারা পায়।

স্বার্থের সাধনা মেশে
যৌবন বার্ধক্যে এসে
মানুষের ভালোবেসে
স্বর্গ খুঁজে নাই,
গড়েছে যাদের থেকে
বসায় না কাছে ডেকে
লৌকিকতা দায়ে ঠেকে
অধিক এটাই।

সকলে আমরা চাই
নিঃস্বার্থের দৌড়ে নাই
তবু যদি বর পাই
কভু ঐশ্বরিক,
হবেই জীবন ধন্য
জানিনা কীসের জন্য
অমরায় হবো গণ্য
স্থায়ী নাগরিক।

স্বর্গের দেবাধিপতি
প্রসন্ন ভক্তের প্রতি
বলে যদি “দ্রুত অতি,
এসো দেবলোকে”
চিনি না যে স্বর্গলোক
যতই সুখের হোক
কী করে ভাবি অশোক
কর্ণে নাহি ঢোকে।

থেকে যাবো স্বর্গ ভুলি
অপূর্ণ বাসনাগুলি
পরিপূর্ণ করে তুলি
দীনের বাসনা,
নিরন্ন মানুষ যারা
অসহায় গৃহহারা
আমার দেবতা তারা
আমার ভজনা।

অতীত বর্তমান [Bengali Poetry]

পাথর খণ্ডে গড়া হাতিয়ার দিয়ে
কাঙ্ক্ষিত দেহে ঝরাত রক্তপাত
এখন তেমন সুচতুর লেখনীতে
অবাধ্যদের অনায়াসে কুপোকাৎ।

মানুষের ছিল একদা চিন্তা উঁচু
অরণ্য কেটে বাস উপযোগী করা
আকাশ চুম্বী বহুতল বাড়িগুলি
এখন চাইছে বন্যতা মেলে ধরা।

আদিমদিগের পৈশাচিকতা যাহা
সেই আচরণে স্বাভাবিক ছিলো তারা
রঙিন আলোকে উন্মাদনার সুখে
সভ্যতা আজ লজ্জায় দিশাহারা।

যখন হয়নি ভাষার সূচনা কোনও
আকার ইঙ্গিতে ভাব হতো বিনিময়
আজ ইঙ্গিতে নিমেষে প্রলয় ঘটে
প্রেমের ইশারা শারীরিক মনে হয়!

আমরাই যেন সভ্য হয়েছি অনেক
এগিয়ে গিয়েছি মানবিক গুনছাড়া-
ঘন কুয়াশায় অস্বচ্ছ পথে ঘুরে
মুক্ত দুচোখে চিনতে শিখিনি পাড়া !

পক্ষপাত [Bengali Poetry]

ভেসে আসা অনেক কথা শুনতাম,সত্যতা যাচায়ের সুযোগ ছিলনা -মা সেটাই করে দিল।

পরিযায়ী ভায়ের কাছে যখন ফিসফিস করে মা জানালো, তুই অনেক ভালো।

ভাইটা কী বোকা দেখ প্রশংসা কুড়োনোর ইচ্ছা একদম ছিল না,
মায়ের মুখের ওপর বলেই দিল- দাদার সম্পর্কে উলটাপালটা বলছ কেন?

আর, তোমাকে আমি চিনিনি, অস্ফুট উচ্চারণ।

মায়ের পক্ষপাতের অন্যতম করণ, ভায়ের ওপর মা নির্ভর করতে চায়। ওইতো চাকরি করে,
নিশ্চিত জীবন যাপন ওই দিতে পারে।

ভাই, ভাবল, নিজের সুবিধা মতো কিছু দিই বটে,মা এখানেই ভালো থাকবে!

আনন্দে লিখে যাই [Bengali Poetry]

কারো যদি ভুল দেখি লেখাতে
সকলেই জ্ঞান দেই শেখাত
শিক্ষানবিশ আর থাকে না
দোষত্রুটি গুরুকুলে দ্যাখে না।

যাকিছুই দেখা সারা দিনটায়
ধরা দেয় ভাবনায় চিন্তায়
দাগ কাটে ভাবুকের কলমে
সব কি গো গাঁথে আর মরমে?

বিষয় আর ছন্দের গাঁথুনি
যথাযথ হল কি না দ্যাখুনি
হাতেগোনা কবি ছাড়া সময়ে-
কালের স্মৃতিতে যাবে তা রয়ে।

কিছু পাঠকেরা মত জানাতে
প্রশংসায় কবিমন বাঁচতে –
ভর করে বীণাপাণি জ্বিহাতে
অসার বললে হ’ল কী তাতে।

আনন্দে লিখে যাই সকলে
সাহিত্য নয় করো দখলে
এর বেশী বলা যায় কী তারে
ফলাফল সময়ের বিচারে।

ছন্দছাড়া কবিকুলের প্রতি [Bengali Poetry]

আবেগ আটকে যায় ছন্দের বেড়ে
গদ্য কবিতা যায় সারা মাঠ তেড়ে
ওখানে দৈন্যের বাড়া
এখানে লাগাম ছাড়া
কবিকুল দোটানায় নেবে, কাকে ছেড়ে?

বাঁধা হলে যা দেবেই খায় শুনে থাকি
উদোমের রুচি হয় রাজসিক নাকি?
বাঁধা, মুখ চেপে খায়
ছাড়া,খাদ্য শুকে যায়
কবিকুল কোন শ্রেণি চেনা আর বাকি?

যে রাঁধে সে চুল বাঁধে সেটা যদি হয়
গদ্যের আগেই কেন ছন্দ চর্চা নয়?
নিরেট গদ্য না রোচে
ছন্দে বিরক্তি ঘোচে
কবিকুল না বুঝলে আগামীতে ভয়।

বিষয় আর ছন্দের যথাযথ হ’লে-
হৃদয়ে দোলা লাগে,যারা দোলাচলে
কোনটা আবেগ নয়?
জোর করে যেটা হয় –
কবিকুল পাঠে খুশী নিজে শ্রোতা হলে।

নিরেট গদ্য সে তো নিরেটের মতো
ছান্দসিক ছন্দে কাঁচা বলছিনা অত
ছন্দের আকালে গান
অকালে হারায় প্রাণ,
কবিকুল অন্নছাড়া ছন্দছাড়া নাতো।

অপরিণত মন [Bengali Poetry]

কেউ যদি তার নিজের কবর
আপন হাতে
খুঁড়তে থাকে,
করছে না ঠিক হিতৈষী তার
কঠোর ভাবে
বলবে তাকে ।

তা না করে তার ঘা যেথায়
খুঁচিয়ে যদি
বাড়ায় আরো,
ভালো মানুষ আদৌ সে নয়
থাকতে পারে
দ্বিমত করো?

প্রতিবেশীর পুড়তে দেখে
আত্ম হারায়
যেজন সুখে,
সেই আগুনের ফুলকি এসে
জ্বলতে পারে
তাহার বুকে।

প্রচার বিমুখ অতি প্রচার
মাত্রা ছাড়ায়
দুয়ের যদি,
মনের অসুখ ভাঙবে শরীর
গড়েনি কেউ
আজ অবধি।

কবর খোঁড়া শুরুটা হয়
হীন মননে
সেদিন থেকে,
বড়ো মনের মানুষ হলে
পরের সুখে
হাসতে শেখে।

ঘুরে দাঁড়ানো [Bengali Poetry]

থাকা যায় নির্বিকারে
পচে মরা নির্বিচারে
আশাহত দ্বারে দ্বারে
হয়েছি বিবাগী,
বলহীন বৃথা ছুটে
ফলহীন মাথা কুটে
শকুনেরা নেয় লুটে
করে ভাগাভাগি।

বিশ্বাসের ঘেরা টোপে
পড়ে লালসার কোপে
পরিস্থিতি ঠোঁটে চেপে
অস্তিত্ব বিকায়,
পীড়িত যাদের দ্বারা
কলির সাঁঝের তারা
কেশটুকু ছুঁতে পারা
স্বপনে মিলায়।

তলায় কোথাও এক
প্রিয় রঙে মিশে থাক
ওপর তলার ডাক
পেয়ে থাকে যারা-
রাজসিক খেয়ে দেয়ে
হেসে খেলে নেচে গেয়ে
আঁধারের পথ বেয়ে
বুকে হাঁটে তারা।

ওরা আর যাই হোক
নয় আমাদের লোক
হতে হবে একরোখ
ভিতটা নাড়াতে
খুবলে খেয়েছ মাস
হাড়ে গজিয়েছে ঘাস
তবু আজো চাপা আশ
ঘুরেই দাঁড়াতে !

মানবতার জয় হোক [Bengali Poetry]

জয় জয় জয় হোক জয় জয়কার-
গণদেবতার নাকি শুধু আপনার?
জয় জয় জয় চাই মানবিক জয়
কখনো সেটাই যেন মৌখিক না হয়।
জয় জয় জয় ধ্বনি ঘেরাটোপ থেকে
বিচ্ছিন্ন জীবনে আনে সংকীর্ণতা ডেকে।
জয় জয় জয় করে অতিথিরা দ্বারে
সন্দেহ তাদের প্রতি তাত্ত্বিক বিচারে।
জয় জয় জয় ডাকে গুরুভাই যতো
তাদের মধ্যেই ভেদ উঁচু নিচু কতো।
জয় জয় জয় কোন্ ধর্মমতে গড়া
মানুষের ছোট করে বৃথা শাস্ত্র পড়া।
জয় জয় জয় করি মহানন্দে তবে
আত্মার আত্মীয় হতে আসিয়াছি ভবে?
জয় জয় জয় করে যারা শুধু মুখে
স্বার্থ ছাড়া পাশে নেই কারো সুখে দুখে।
জয় জয় জয় লাগে বড়ো হাস্যকর
নরনারায়ণ দেখে কাঁদে না অন্তর।
জয় জয় জয় চাই ব্যক্তিগত ভাবে
সার্বিক জয়ের কথা এড়িয়ে কি যাবে?
জয় জয় জয় বলে যারাই চতুর
বড়ই লোলুপ তারা পার্থিব বস্তুর।
জয় জয় জয় বলে বাঁধো গাঁটছড়া
সমাজের উন্নয়নে চাই লেগে পড়া।
জয় জয় জয় হোক মানবের জয়
দিবারাত্রি জপমালা সেটা যেন হয়।
জয় জয়ে দূর করো প্রতিবন্ধকতা –
মানবের মূলমন্ত্র হোক মানবতা!

সন্ত্রাসবাদ [Bengali Poetry]

এই সবে চুল কেটে
স্বচ্ছন্দে এসেছে হেঁটে
তখনো নামেনি পেটে খেয়েছে তো এই,
যমের মতই ‘ষ্টোক’
গিলতে দেয়নি ঢোক
এ তার কেমন রোখ ভয় তো ভেবেই।

দেখিনি তো যমদূত
পিশাচ দানব ভূত
একদা ভেবেছি ধ্যুৎ যতো বাজে কথা,
সময়ে ঘুরেছে সব
সন্ত্রাসের অবয়ব
গ্রাস করে জনরব ঘোর নাশকতা।

শিক্ষিত সন্ত্রাস অতি
পারমাণবিক গতি
প্রখর সূর্যের জ্যোতি ঢেকে দিতে পারে,-
আর কী কী পারে দিতে
অশুভ সংকল্প চিতে
প্রাণ কাড়ে অঙ্গুলিতে পাইকারি হারে।

মারণে ওদের সুখ
লক্ষ্যে নেই ভুলচুক
যমের কাঁপবে বুক ওরা তার চেয়ে –
কঠিন মানববোমা
শরীরে বারুদ জমা
শেখেনি করতে ক্ষমা দ্যাখে না তো চেয়ে।

ওরাও তো শিশু ছিলো
কোমল প্রবৃত্তিগুলো
কারা অযতনে থুলো সেটাই ভাবায়?
ওরা কি সাম্যের কোলে
ঠাঁই পায়নি তা হলে
বঞ্চিতের ক্রোধানলে নাশকতা চায়?

বদলা ধ্বংসের জানি,
প্রাগৈতিহাসিক প্রাণী
উভয়ের হানাহানি বিলুপ্তির মূলে!
গর্ব করি সভ্য বলে
ভাষায় কৃপণ রলে
সমাধান ধ্বংস হলে দেয় প্রশ্ন তুলে?

সকল দেশের ডেরা [Bengali Poetry]

জাতি-ধর্মে গর্ব করা সকলে চায় মুঠোয় ধরা
আপনভোলা আছে দেশ এক উদারতায় সেরা
ও সে দাস্যসুখে তৃপ্ত এ দেশ সকল দেশের ডেরা,
এমন অলস দেশটি খুঁজে আর পাবেনা তুমি
সকল দেশের ভোগের সে যে আমার লজ্জা ভূমি !

প্রশাসনিক গ্রহের ফেরে জনজীবন আঁধার ঘেরে
কোথায় গুলি তড়িৎ বেগে বর্ষে বিনা মেঘে
কারা অনাহারে ঘুমিয়ে পড়ে ভোটের ডাকে জেগে,
এমন অলস দেশটি খুঁজে আর পাবেনা তুমি
সকল দেশের ভোগের সে যে আমার লজ্জা ভূমি!

এতো ঠাণ্ডা মাথা কাহার বুদ্ধি ধরে ঘর ভাঙাবার
কোথায় শনির অনুপ্রবেশ সুখের পরিবেশে
কোথায় পরকীয়া প্রেমের রসে সংসার যায় ভেসে
এমন অলস দেশটি খুঁজে আর পাবেনা তুমি
সকল দেশের ভোগের সে যে আমার লজ্জা ভূমি!

ফুলের নামে নামটি রাখি মেয়ে তো নয় মা মা ডাকি
তাদের নিয়ে মধুচক্রে দেশ গিয়েছে ছেয়ে
নিশিপদ্মে রসিক ঘুমায় সুখে উদম খেয়ে,
এমন অলস দেশটি খুঁজে আর পাবেনা তুমি
সকল দেশের ভোগের সে যে আমার লজ্জা ভূমি !

প্রতিবেশীর ব্যক্ত প্রেমে কোথায় আসে নরক নেমে?
ও মা তোমার খেঁউড় ভাষায় দিন কলহ করি
তোমার, আদালতে বিচার চেয়ে হেঁটে হেঁটেই মরি,
এমন অলস দেশটি খুঁজে আর পাবেনা তুমি
সকল দেশের ভোগের সে যে আমার লজ্জা ভূমি !

(দিজেন্দ্রলাল রায়ের ‘সকল দেশের সেরা’ কবিতার প্যারডি)

আজব দেশ [Bengali Poetry]

কোন দেশেতে কেরোসিনে
সতী হওয়া খুব সরল?
কোন দেশেতে জোঁকের মতো
মধ্যভোগী হয় সবল?
কোথায় বলে গরিব দলে
বসত ছাড়া করে রে?
সে আমাদের আজব দেশ
আজব দেশের আমরা রে।

কোথায় মামার গাড়ি চলে
লাঞ্ছিতা হয় মাঝহাটে?
কোথায় এতো প্রেমের বলি
প্রতারণার হাড়িকাঠে?
বাবুরা সব আকাশ ছোঁয়ায়
ভুখারা ফ্যান মাগে রে
সে আমাদের আজব দেশ
আজব দেশের আমরা রে।

কোন দেশেতে প্রতিশ্রুতি
ভোটের আগে সস্তা পান?
কোথায় এতো বাকচাতুরী
এঁচোড়ে পাকা হয় মহান?
রাজনীতি ও গুণ্ডানীতি
কোথায় কাঁধে কাঁধে রে?
সে আমাদের আজব দেশ
আজব দেশের আমরা রে।

কোন দেশেতে আকাল হলে
ব্যবসায়ীর ফুল্ল মুখ?
কোন দেশেতে ঘুম কেড়ে নেয়
ভিনদেশীদের জয়ের সুখ?
কোথায় এমন মহৎ রাজা
স্বজনপোষণ করে রে?
সে আমাদের আজব দেশ
আজব দেশের আমরা রে।

(সত্যেন্দ্রনাথ দত্তের ‘বাংলাদেশ’ কবিতার প্যারডি)

শিবপ্রসাদ পুরকায়স্থ | Shibaprasad Purakayastha

Bengali Story 2023 | রূপশঙ্কর আচার্য্য | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Article 2023 | দুর্গা পূজার কথকতা | প্রবন্ধ ২০২৩

Bengali Poetry 2023 | ডাঃ মাধাই মিদ্যা | কবিতাগুচ্ছ ২০২৩

Bengali Poetry 2023 | মোহাম্মদ শহীদুল্লাহ | কবিতাগুচ্ছ ২০২৩

ঘুরে দাঁড়ানো | মানবতার জয় হোক | সন্ত্রাসবাদ | সকল দেশের ডেরা | আজব দেশ | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | ঘুরে দাঁড়ানো দূরের কথা | ঘুরে দাঁড়াতেই হবে | ঘুরে দাঁড়ানো বাংলাদেশ | ঘুরে দাঁড়ানোর গল্প | জয় হোক মানবতার | জয় হোক বিশ্ব মানবতার | গাজায় মানবতার জয় হোক | ভারতে সন্ত্রাসবাদ | সন্ত্রাসবাদ প্রতিরোধ | সন্ত্রাসের উৎপত্তি কোথায় থেকে | সন্ত্রাসবাদ বিরোধী আইন | সন্ত্রাসবাদী সংগঠন | সন্ত্রাসবাদী আন্দোলন | সন্ত্রাসবাদ কি অসমীয়া | সন্ত্রাসবাদের সংবাদ | সাইবার সন্ত্রাসবাদ | সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয় | সন্ত্রাসবাদ ও তার কুফল | আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কী | বিপ্লবী সন্ত্রাসবাদ | সকল দেশের সেরা | ধন ধান্য পুষ্প ভরা | সকল দেশের সেরা গান | সকল দেশের সেরা কবিতার বিষয়বস্তু | আবৃত্তির জন্য সেরা কবিতা | আজব এক দেশ | আজব আইন | বাংলাদেশের আজব ঘটনা | আজব কাহিনী | আজব দেশের সব আজব নিয়ম

bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *