New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | নীলমাধব প্রামাণিক

Sharing Is Caring:
BENGALI POETRY
BENGALI POETRY
Bengali Poetry

স্বাভাবিক – নীলমাধব প্রামাণিক [Bengali Poetry]

সব স্বাভাবিক সব স্বাভাবিক
যতই মানুষ আওয়াজ তুলুক
উচ্চগ্রামে ধিক্কার দিক।

অস্বাভাবিক কোথায় যে কি
দেখছি না তো তেমন কিছুই
ক্ষোভ বিক্ষোভ সবটা মেকি।

যতই লোকে তুলুক ধুয়ো
সব চোর নয় স্লোগানটা ভুল
কে বলেছে চাকরি ভুয়ো।

চাইবো না কেউ চাকরি হারাক
চোর বাটপার যে যেখানে
সবাই মানুষ কমুক ফারাক।

কেউ তো এসে খায়নি লুটে
যে যার মতোই সাধ্য বুঝে
একটু আধটু নিচ্ছে খুঁটে।

কোপ – নীলমাধব প্রামাণিক [Bengali Poetry]

হয়তো ভাবে লোভের কোপেই
বনটা কাবার
এগিয়ে চলা উন্নয়নে ঘাটতি সময়
এসব ভাবার।

কুপিয়ে কুপোকাত করেছি ছায়া
অবুঝ তো নই
নদীর থেকে খাত নিয়েছি কেড়ে
বীরত্ব বলবই।

বহু নদীর প্রাণ কেড়েছি মরা গাঁঙের
চর কেড়েছি
আ করেনি উ করেনি সাত চড়েও
তাই মেরেছি।

তীব্র লোভের লোলুপতায় জেনেও কত
ভান করেছি
বিষ জেনেও গতানুগতিক অমৃতরস
পান করেছি।

পেশায় বেকার – নীলমাধব প্রামাণিক [Bengali Poetry]

কে কার শত্রু আর মিত্র কে কার
তুলেছে প্রাসাদ বাড়ি পেশায় বেকার।

খুলেছে ঘ্যাচাং কল ফ্যাচাং কাটাতে
এপারের কিছু মিছু ওপারে পাঠাতে।

লাভের ব্যবসা গোরু ভাসালে নদীতে
নোটের বনেত দাও ইমারতি ভীতে।

প্রভাবশালীরা কেনে লোভনীয় পদ
আদাড়ে আনাড়ি বোকা দেশের আপদ।

কেউ কেউ কেনে হাটে আলু চাল ডাল
চাকরি কিনতে গেলে বলবে বাচাল।

হালচাল বুঝে চলে ভোটকো হাবোল
মাথায় দাদার হাত নেই হেলদোল।

আয়েসে চাকরি কিনে বেচে করে লাভ
এসব বোঝে না যারা বাড়িতে অভাব।

মন্ত্রশক্তি – নীলমাধব প্রামাণিক [Bengali Poetry]

আমার মা আমাকে সেই কবে
একটি দারুণ মন্ত্র শিখিয়েছিলেন
সেই মন্ত্রের নাম ভাষা।

উচ্চারণে উদ্বেলিত হৃদয় ও মন
যাকে তুমি বাংলা বলেই জানো।

যে মন্ত্রের বলে তোমাকে বুঝতে পারি
আর বুঝি আপামর বাঙালির
মনোভাব বাচনভঙ্গি।

যে মন্ত্রের ভেলকি তে লিখেছি আমার
ভাবনা আর উপলব্ধি

মনের অতল তল খুঁজে পাই
ওই মন্ত্রের জন্যেই।

কিন্তু সেই মন্ত্রশক্তি কোনো কোনো ক্ষেত্রে
আমাকে দিশা দেখাতে পারে না

কখনো কখনো অকেজো হয়ে পড়ে
তখন আমি কাউকে বুঝতে পারি না
আমাকেও বুঝতে চায়না কেউ।

ঠিক কি রকম – নীলমাধব প্রামাণিক [Bengali Poetry]

এই আমি যে ঠিক কি রকম
আমায় যদি প্রশ্ন করো
বলবো তুমি ভীষণ বোকা
আমাকেও বোকাই ধরো।

এই আমি যে ঠিক কি রকম
বললে তুমিই বলতে পারো
আমায় তুমি তোমার মতোই
ইচ্ছে খুশি বুঝতে পারো।

তুমিই সঠিক বলতে পারো
এই আমিটা ঠিক কিরকম
দেখতে কেমন লম্বা খাটো
হালহকিকত রকম সকম।

তোমার চোখে যেমন দ্যাখো
সেটাই আমি এক্কেবারে
জানিনা ঠিক মানুষ নিজের
একা একা চিনতে পারে!

তুমি তোমরা যেমন বোঝো
সেটাই আমি ঠিক ততোটা
সরু মোটা ফরসা কালোয়
এবার দেখুন মিল কতোটা।

সর্ষে ফুল [Bengali Poetry]

চারিদিকে খুব ফুলের মেলা
দারুণ এ মরসুম

দু চোখে এখন দেখছি সর্ষে ফুল
নবান্নের দিন এলো ফিরে

কারো কারো হয়তো পৌষ মাস
সর্বনাশের বাকিটা কোথায় আর ।

দেওয়াল লিখন পড়তে পারিনি বলে
নজরে আসিনি তাই

তবু রাগবশে তুমি আমি তড়পাই
থাকতে পারিনা বলে ।

মৌন মিছিলে হাঁটি গুটি গুটি পায়
গলা তুলে বলিবার আছে কি উপায় !

খোঁজ [Bengali Poetry]

নিজেকে খুঁজতে খুঁজতে এতদূর

চল্লিশটা বসন্ত ঘুরে
এখানে এসেছি আজ
সামনে আর এক বসন্ত

এবার ওখানে যাবো পায় পায় ।

নিজেকে খুঁজতে বেরোই রোজ
আজ আরো একবার

এতদূর এসে ফিরে যাবো কেন
বরং খুঁজতে খুঁজতে সামনে এগোই

ছায়াময় মায়াময় এই কি জগৎ
তাও যদি হয় একবার তোমাকে শুধাই

আমাকে খুঁজছি আমি তার খোঁজ
আমাকে জানিও

কয়েকটা শব্দের জন্য [Bengali Poetry]

কয়েকটা শব্দের জন্য এসেছি এখানে
এই নির্জনে ।

শব্দের টানে ছুটে ছুটে আসা
আর ফিরে ফিরে যাওয়া

অসমাপ্ত কবিতার জন্য
কোথায় না গেছি

কোথায় না পেতেছি হাত
শুধুমাত্র কয়েকটা শব্দের জন্য।

এই এখানে আবার এসে বসি
আবার উঠে যাই

এইখানে শব্দ নেমে আসে
শব্দরা উড়ে যায় অনাবিল ভাবে ।

কথা কাহিনী [Bengali Poetry]

হাওয়ায় উড়েছে কথা
উড়তে উড়তে উড়তে উড়তে
সেঁধিয়ে যাচ্ছে কানে

কানে হাঁটতে হাঁটতে সে কথা
ছড়াচ্ছে ডাল পালা

একটা সময়
কানা কানি তে পৌঁছলে
কান তাকে বয়ে বেড়াতে কষ্ট পায়

কানের মালিক তাকে
আবারো ভাসিয়ে দেয় বাতাসে

তখন সে ডানা মেলে
সামান্য কথাটা বাড়তে বাড়তে

এক একটা কাহিনী হয়ে ওঠে ।

ঘুমোচ্ছে কোলকাতা [Bengali Poetry]

চলকে পড়া রাতের কালোয়
আলোয় ভাসে রাত

আলোক মালায় ঝাঁ চকচক
রাত্রি কি পিছলায় !

আকাশ ছোঁয়া অট্টালিকা ভীড়ে
হর্ন বাজিয়ে সজাগ করে কেউ

রাশভারী এক মফস্বলের
বেয়াড়া চাল চলন

উটকো গেঁও দোখনো কোনো
মোটা মাথার লোক
এদিক ওদিক তাকিয়ে দেখে

ফুটপাথে
কাৎ হয়ে ঘুমোচ্ছে কোলকাতা ।

এলজিবিটি [Bengali Poetry]

ভাবনা যখন এলোমেলো
যায় ছড়িয়ে এদিক ওদিক
আমরা বোধহয় সত্যিই ভুল
তোমরা আছো হয়তো বা ঠিক ।

এক মেরুতে নেই বলে তাই
হয়তো এতো দ্বন্দ্ব মাঝে
সুর গুলো ও তাই এভাবে
বেঢপ এবং বেসুর বাজে ।

তোমার আমার মধ্যিখানে
সমাজ নামের শক্ত প্রাচীর
মানবে কেন বেবাক মানুষ
অপদার্থ এলজিবিটির ।

এলজিবিটির স্বপ্ন কিসের
কিসের বাঁচা মরার সাধ
ওরা আবার মানুষ কিসের
তাই কি সকল খানেই বাদ !

অভয় [Bengali Poetry]

মন খুলে বল মনের কথা
খামোখা তোর কিসের ভয়?
এমন ভাবে কেউ বললেই
করতে পারি এ বিশ্ব জয় ।

এই ভাবে কেউ অভয় দিলে
এই আমি আর পিছপা নয়,
রুখতে পারি সবাই দ্রুত
বিশ্ব জোড়া অবক্ষয় ।

থাকে না আর তেমন ভাবে
খুলে বলার মৃত্যু ভয়,
কিন্তু অভয় দেবেন যিনি
আজ নিরাপদ সে ও নয়।

বলছে না কেউ তেমন ভাবে
মনের কথা বল খুলে,
এই কথাটাই ভাবাচ্ছে খুব
তুষ্ট কে হন কোন ফুলে !

খুঁত [Bengali Poetry]

আমাদের আর সেভাবে ঠিক ঠাক
গড়ে ওঠা হল না ।

অন্যের গড়নের
খুঁত খুঁজতে খুঁজতেই
সময় গড়িয়ে গেছে অনেক দূরের পথ ।

অন্যের ফাঁক ফোঁকর খুঁজে
আমাদের যুতসই মজবুতি তেই
রয়ে গেছে অনেকটা ফাঁক আর ফাঁকি ।

যাপনের লতায় পাতায়
মিশে মলিনতার খাদ তবুও
আমরা সব নিটোল নিখাদ ।

কে কার ধরবে খুঁত
সেয়ানে সেয়ানে বোঝে ঠিক
সবাই যে যার মতো সত্যি নিখুঁত ।

পাহারা [Bengali Poetry]

সকাল যখন ন’টার মতন বাজে
অপেক্ষমাণ আমি ট্রেনের জন্য বসে ।
সুঠাম দেহী ক টা কমবয়সী মেয়ে
যাচ্ছিল এই স্টেশন দিয়েই হেঁটে
সব কটার ই অঙ্গে অল্প বাস ।

স্মার্টফোনে হাত চালাচ্ছিল ক’জন
উদোম চরা বেকার বেয়াদব ।
যে বেঞ্চ খানা চা’র দোকানে পাতা
তার মধ্যেই কেউ অশ্লীল ভঙ্গিমায়
ছুঁড়লো কামুক দু’চার-খানা ঘেউ ।

বাদবাকি কয় জনায় বেরকরে দাঁত নখ
পারলে তারা এক্ষুনি ঝাঁপাবে ।
ভ্রুক্ষেপ নেই কেমন ভাবে তাকিয়ে আছে
স্টেশন শুদ্ধু লোক, বুক চিতিয়ে তবু
যাচ্ছে হেঁটে কটা নন কেয়ারি মেয়ে ।

কে কোন চোখে দেখছিল কি জানি
ভাবছিল ঠিক যে যার মতোই তবে –
এই আমি ভাই বিস্ময়ে দেখছি যে
সব পুরুষের নখ দাঁত বের করা
কে দেবে আর তোদেরকে পাহারা ?

ভাবার আছে [Bengali Poetry]

চাঁদ যদি মেলে ধরে
ঝলমলে রোদ,
যেই বলেছি তখনই কেউ
আমারে কয় নির্বোধ!

এবার তবে ঘুরিয়ে বলি
সূর্য ছড়ায় জ্যোৎস্না,
আবার কে ফের বললে রেগে
বেহিসাবি হোস না!

তাইতো কেমন গুলিয়ে গিয়ে
হচ্ছিল তালগোল,
কি বলতে কি দিলাম বলে
বেজায় গণ্ডগোল ।

এখন আমি ভুলেই গেছি
জ্যোৎস্না এবং রোদ,
ভাবার বিষয় এখন আমি
সত্যি কি নির্বোধ?

সংসার [Bengali Poetry]

আদি পিতা লজ্জায় ঢাকলেন মুখ
অসহ্য যন্ত্রণা-

এ কিসের অসুখ !

পৃথিবীর এমাথা ওমাথা জোড়া
সংসার যার

সাদা কালো পিঙ্গলের বিচিত্র গড়নে
সন্তান সন্ততি রা কালের নিগড়ে
কত কিছু ভাঙে আর গড়ে।

আদি মাতা দেখলেন চেয়ে
ইসলামে খ্রীস্টানে দেশ গেছে ছেয়ে ।

সনাতনে ও আছে কিঞ্চিত ।

মানব মানবী নয় মানব সন্তান
এসব কিসের ইঙ্গিত ?

ভাবনার কথা এই
কেউ নেই আজ আর মানবতাতেই ।

সত্যি এ বড়ই কঠিন অসুখ
আদি পিতা লজ্জায় ঢাকলেন মুখ।

বোধ [Bengali Poetry]

একটা অপরাধ বোধ যেন কাজ করে
বোধহীন বোধে ।

এই আমরাই তো দূষণের
সুতীব্র গরল ঢেলে দিচ্ছি প্রকৃতির মুখে
নির্বিবাদে বসিয়ে দিচ্ছি মুনাফার ছুরি।

আসন্ন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি
সম্ভাবনাময় আগামীকে ।

মামুলি স্বার্থের খাতিরে
হারিয়ে ফেলছি মানবিকতা
নানা কৌশলে মুঠোতে পুরেছি দুনিয়া ।

পৃথিবীকে ছোট করতে করতে আজ
শুধু এই পৃথিবীকে নয়
নিজেদের ও ছোট করে চলেছি নিয়ত ।

তাই বোধকরি বড়ো মানুষের অভাব
টের পাই মানুষের ভিড়ে

বড়ো হতে শেখাই না নিজের আত্মজকে ।

আলো মানুষ ছায়া মানুষ [Bengali Poetry]

যাপন জুড়ে আলো ছায়ার
নকশা কাটা বিচিত্র পথ

কুয়াশা ঠেলে আসছে যাচ্ছে
আলোমানুষ —
ছায়া মানুষ ।

চেনা পথ মনে হয়
অনেকটা হাঁটা র পর ।

অথচ যাত্রা কালে নতুন ঠেকে
সমস্ত পথ ।

মাঠে মাঠে —
মাটির গভীরে কুয়াশা নেমে আসে
ভুতুড়ে ছায়ার মতো।

আলো হাতে নেমে আসে কেউ
সন্ধ্যার গন্ধ ওঠে অজস্র তারায় ।

সখের বাগান [Bengali Poetry]

আমার একটা সখের বাগান আছে
সাধ করে লাগিয়েছি

বনসাই পাতা বাহার
আর ও কতো কিছু ।

যত্ন করি পরিপাটি রাখি
সখের বাগান খানা ।

আজ দেখি গোলাপের টবে
জমে আছে আগাছার ভিড় ।

এতদিন আসেনি নজরে
তাই এত্তো গজিয়েছে এরা!

জানি ওরা টেনে নেবে
মাটির খাদ্যরস।
তবে আর দেরী নয় চটপট
টব থেকে তুলে
ঘৃণাভরে ছুঁড়ে ফেলি দূরে ।

তারপরে ধুয়ে ফেলি
এই হাতে লেগে থাকা পাপ ।

মি – উ – উ [Bengali Poetry]

প্রতিদিন একটু একটু
শব্দ জড়ো করি
একটু একটু সাহস খুঁজে ফিরি।

যা দিয়ে আগুন জ্বালানো যায়।

রোজ ভাবি কিছু বলবো
দিন পেরিয়ে গেলেও সাহস পাই না আর ।

না এইবার একটা কিছু বলা উচিত
তবু ও হয় না বলা।

হঠাৎই অনুভব করি
ক্ষমতার প্রবল ঝাপটায় আর দম্ভে

জড়ো করা শব্দের স্তূপ
মিন মিনে স্বরে ভিজে বিড়ালের মতো

মি -উ- উ ডেকে ওঠে।

নীলমাধব প্রামাণিক | Nilmadhab Pramanic

Bengali Story 2023 | ইচ্ছাপূরণ | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | রূপশঙ্কর আচার্য্য | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | স্বপ্নের জোনাকিরা | গল্প ২০২৩

Bengali Novel 2023 | স্টেশন কান্তার (১ম পর্ব) | উপন্যাস ২০২৩

সংসার | বোধ | আলো মানুষ ছায়া মানুষ | সখের বাগান | মি – উ – উ | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | সংসার শব্দের অর্থ | সংসার কাকে বলে | সংসার কি | মেয়েদের সংসার জীবন | সংসার সন্ধি বিচ্ছেদ | সংসার করার নিয়ম | সংসার কবিতা | সংসার ধর্ম কি | সংসার নিয়ে উক্তি | সুখের সংসার | শ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার | বিপিনের সংসার | আমার সংসার | সংসার সঙ্গমে | আদর্শ সংসার | বোধ কি | জীবন বোধ | বোধ কবিতা জীবনানন্দ দাশ | বোধ কবিতার সারাংশ | বোধ কবিতার নামকরণের সার্থকতা | বোধ কবিতার প্রশ্ন উত্তর | বোধ কবিতা কোন কাব্যগ্রন্থের | আলো-ছায়া-মানুষ | আলোর বৈশিষ্ট্য | মানুষের ছায়ার ছবি | মানুষের ছায়া নিয়ে উক্তি | এলজিবিটি | অভয় | খুঁত | পাহারা | ভাবার আছে | এলজিবিটি কমিউনিটি তথ্য ও সম্পদ | এলজিবিটি – উইকিপিডিয়া | এলজিবিটি প্লাস | এলজিবিটি আন্দোলন | তোপসিয়ায় এলজিবিটি | এলজিবিটি প্ৰতীক | এলজিবিটি অর্থ | অভয় অর্থ | অভয় বিপরীত শব্দ | খুঁত অর্থ | খুঁত সমার্থক শব্দ | খুঁত বিপরীত শব্দ | খুঁতের শাড়ি | পাহারা অর্থ

story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2022 | LGBT | NYC LGBT | Iraivi LGBT | Abhay season 1 | Abhay Hindi | Abhay 3 | Abhay 3 Review | Khut

Leave a Comment