মৌসম সামন্ত (অসুর) – সূচিপত্র [Bengali Poetry]
ঈশপ এবং আমি [Bengali Poetry]
কবিতার খাতা নিয়ে বসেছি, পড়েনি কেউ
নষ্ট হচ্ছে পান্তা ভাত। তাই-ই হোক তবে,
রক্ত মিশিয়ে বানাবো কাল্পনিক নদীর ঢেউ
সেই নদীতে তুমি স্নান করতে আসবে কবে?
তুমি চিনতে বলছো নিজেকে, পারছি না আর
একে একে নাকে আজে মৃত্যুর তীব্র ঘ্রাণ
শ্রাবণের বৃষ্টি আমায় চিনে গেছে বারবার
বাকিদের মতোই করেনি কভু অসম্মান।
সেলাই করবো। দেহের অস্থিসজ্জা নিয়েছি।
আলপনা মাখব আরশিনগরের প্রতি কোণে,
লাল গোলাপে পেরেক পুঁতবো এবার ভেবেছি
একটা নাহয় অবৈধ প্রেম করে যাবো গোপনে।
নিজের দুঃখ বের করবো ভেবেছি জানালায়
একে একে দুই না তিন ভুলে গেছি মোটে,
মৎসমুখে এসে ভালো বলে যেও এই বেহায়ায়
এই পুণ্য শুনে যদি পরজন্মে ভালোবাসা জোটে…
হাতের রেখা থেকে বেয়ে চলে যায় জীবন,
একা একা অভিশাপ ভোগ করে অন্তর্যামী;
রাস্তা আমি, লাথি মারে লোকে রাত-দিন
তবু জ্বরের দীর্ঘায়ু কামনা করে যাই আমি।
নীতিকথা শোনাতে চায় ওরা আমাকে—শুনিনি।
সাড়া দেয়নি মৃত্যু হাজারবার ডাকার পর-ও;
দৌড়ে হেরে যাবার থেকে মরা ভালো—বুঝিনি
ঈশপ আমায় বোধ হয় ভালবাসেনি কখনও…
পদার্থবিদ্যা পড়তে গেলে কি জানতে হবে? [Bengali Poetry]
পদার্থবিদ্যা পড়তে গেলে কি জানতে হবে?
একটি ইলেকট্রন
একটি প্রোটন
একটি নিউট্রন
একটি ইলেকট্রন থাকতে গেলে দরকার কক্ষের
কোন কক্ষে ক’জন থাকবে বলা মুশকিল।
একটি প্রোটন থাকতে গেলে দরকার নিউক্লিয়াস
সেখানে আবার ভাড়া দিতে হবে কাউকে।
ভাড়াটে হয়ে হঠাৎ করেই নিউট্রন এলো
না জানিয়েই জোট বেঁধে নিল প্রোটনের সাথে।
একটি নিউক্লিয়াস
একটি ইলেকট্রন
এদের এখন আসলে কি করণীয় তবে?
ইলেকট্রন প্রায় নিঃসঙ্গতার দোরগোড়ায়
অন্য কারো কক্ষ খুঁজে চলছে।
অন্য একটা পরমাণুর সাথে গিয়ে জোট বাঁধলো
আর গঠন করলো আয়ন, ক্যাট কিংবা অ্যান।
এখন তো দুজনেই স্থির, আকর্ষণীয় বল কম
ছিটকে যাবার মত কিছুই নেই আর।
কক্ষ কমে এসেছে, সবাই স্থির শেষের পথে
জীবনে স্থির হওয়াটাই বড়ো কথা তবে।
কার কক্ষ ভাঙলো, কার মন, কার নিউক্লিয়াস
কেউ তাকিয়ে দেখে না এই জীবনে,
মানে পদার্থবিদ্যায়।
একটা ইলেকট্রন
একটা প্রোটন
একটা নিউট্রন
একটা নিউক্লিয়াস
এটুকুই তো পদার্থবিদ্যা।
ভালো থাকার টনিক [Bengali Poetry]
জিরাফের ভাষার মতো ছিল তোমার উপসংহার
কাছে এসেও যেন জোর করে দূরত্ব তুলে নেবে
কাকের শোক
কিংবা বিড়ালের খেয়ে ফেলা মাছের কাঁটাগুলো
নতুন বহুরূপীর ঢঙে চেয়েছে সাজতে।
কবিতা স্বার্থপর। এমনকি কূটনীতি-ও জানে সে।
সে চায় একটা মেয়ের ধর্ষণ হোক আবার রাস্তায়
মেডিকেলে ভর্তি হোক বাবা। মরে যাক তারা সব
আর তুমি–নিরুপায় হয়ে–অপেক্ষায় বসে থাকো
পাবলোর মতো
জল ঢেলে দাও সমস্ত হলুদ দেবতাদের দুয়ারে
কিছুদিন চেয়ে থাকো দরজায়
ফিরিয়ে দাও করো
ক্যাকটাস ক্যাকটাস করো
দেখো, আর যাই করো, যদি ভালো থাকতে চাও
সঙ্গে কিছু রেখো না, ভালোবাসা-ও না।
জীভের জীবন্ত জিওড [Bengali Poetry]
জীভের নীচে আকাশ এবং জীভের নীচে গাছ জীভের কাছেই ডিম পেড়েছে সব কটা কই মাছ
মাছের পাশে ধানের গায়ে শব্দ ওঠে শুধু
ঐ দিকে লোক যাচ্ছে এবং এই পড়ল থুতু
ধুধু করে দৃশ্যাবলীর সব নিরুপম দূর তোমার অসুখ যৌন হলে কার মতো ভঙ্গুর
আলোয় মিশে যাচ্ছি আমি। যাচ্ছে হরিণেরা এসবখানে তুমিই কেবল কান্না থেকে ফেরা
ধানের তলায় একটা মেঠো ইঁদুর শুয়ে আছে আকাশ জোড়া হরপ্পারা আমার মতো ভাসে
হরপ্পা হয় অযোধ্যা হয় বয়স্থা হয় না আসলে এক জেন কবিতা বাস্তু সাপের মা
অজস্র মিথ এই বাড়িতে। আর ওদিকে সবার
জীবন্ত মথ ছটফটিয়ে উড়ল পুনর্বার
শ্যাওলা জমে টালির ওপর। অন্ধকারে ভাম লাফিয়ে নামে কদম ডালে -এইটুকু ঘটলাম
বলেই তুমি আয়না ভাঙার বছর পাঁচেক পরে টুকরোগুলো আবার তুলে কাঁদলে অকাতরে
অকাতরের সব রয়েছে।অশ্বিনী নেই কোনও তুমি আমার গন্ধ পাওয়ার আগেই এসব শোনো
শুনতে পারার ক্ষোভ ছিল ঘর শূন্য করার আগে…..
একটা নতুন চৌকাঠে বিষ মৌন হয়ে থাকে পিতা, পিতা, হে পিতা গো, ইছামতির পাড়ে
আমার মতো সবাই মিলে বাচ্চা ছেলে মারে!
আমি এবং মৃত্যু [Bengali Poetry]
চোখের আগুনে পুড়িয়েছি প্রজাপতি,
বুকের পাহাড়ে দিয়েছি চাপা জোনাকি;
জীবন নেই। আনন্দ নেই। এমনই সন্ধ্যায়
বনলতা সেন আমার কথা শুনবে নাকি?
নিহত কম্বলে লেগে থাকে রক্তের দাগ,
কথার ফাঁস ফাঁসি লাগিয়েছে আমায়।
মূর্ছা যাওয়া ফুল ফেলে রাখা হয় জলে
রাজার কেচ্ছায় কার কী-ই বা এসে যায়?
বিপ্লবের শ্লীলতাহানি হয়। ভাত থাকেনা কালকের
মর্গের বাইরে দাঁড়িয়ে মৃতদেহের মৃত্যু দেখি ফের…
কুয়াশাও ক্ষণস্থায়ী, যেন তোমার সাথে কাটানো কিচ্ছুক্ষণ;
প্রয়োজন মিটলে পরে, সব মানুষই নিঃসঙ্গ ইলেকট্রন।
মৌসম সামন্ত (অসুর) | Mousoom Samanta
Bengali Story 2022 | বন্ধুর বিয়েতে গিয়ে | প্রবোধ কুমার মৃধা
Rabindranath Tagore’s love for art and literature
Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023
Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022
bee bengali poetry | bengali poetry about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer bengali poetry | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdodweep Founder