Best Bengali Poetry 2023 Tirts19 | Bangla Kabita 2023

Sharing Is Caring:

Bengali Poetry 2023 Tirts19 – সূচিপত্র

অনিবার্য – তীর্থঙ্কর সুমিত

অনিবার্য কারণ বশত কিছু সময়
উঠে আসে আমার সাদা পাতায়
তখন তোমার নোটিশবোর্ডে লেখা থাকে
ফেলে আসা দিনের গল্প
হারাতে হারাতে এখন শালিক
একাই খুঁটে খায় আমার অন্দরমহলের অপ্রয়োজনীয় খাবার

আর আমি!
বিনোদিনীর সাদা শাড়িতে নক্সাকাটা সময়ের…

মহেন্দ্র হতে চাই।

দিগন্তে – তীর্থঙ্কর সুমিত

কথারা পাল্টাতে পাল্টাতে এখন উপনিবেশ গড়েছে
আমার দক্ষিণের জানালায়
উত্তরদিকে মধুপুর গ্রামে বটগাছের ছায়ায়
সভ্যতা গড়েছে আধুনিকতা
নয় দশের ব্যঞ্জনায় মাঠের ধান নাম পরিবর্তন করতে করতে

একদিন মিলিয়ে যাবে দিগন্তে…

অপু দুর্গার জন্য – তীর্থঙ্কর সুমিত

জেগে থাকা যত কথন
মুছে যাওয়ার অনুপ্রাসে
একদিন বট গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে
নদী বয়ে যাবে –
কথারা?
বট ফলের সংজ্ঞা খুঁজতে খুঁজতে
নিজেকে মেলে ধরবে
একরাশ অভিমানে

বৃষ্টি ঝরার নৈতিকতায়
আসন্ন দুপুর অপেক্ষা করবে

কোনো অপু – দুর্গার জন্য।

আগাছায় বেড়ে ওঠা উঠোন – তীর্থঙ্কর সুমিত

আগাছায় বেড়ে উঠেছে বাড়ির উঠোন
দেওয়াল জুড়ে শ্যাওলার অনুপ্রাস
ঘটনাবিহীন যত মুহূর্ত
নিমিষে বৃষ্টি হয়ে ঝরেছে পশ্চিমদিকে
দুর্গামূর্তির পিছনে একটা পুরোনো আদলের
সা রে গা না পা গাওয়ার যন্ত্র
উঁকি দিয়ে যায় আমার দৈনন্দিন যাপনে
তবুও…

প্রয়াস চেতনায় ভেসে আসে কোনো উৎসমুখী সুরেলা।

লবঙ্গ পাতায় – তীর্থঙ্কর সুমিত

কারুকার্যহীন লবঙ্গ পাতায়
গত কয়েক বছরের বিকেল দেখেছিলাম
ডোবার শামুকে হাঁসের চঞ্চুর মিলন
কিম্বা আকাশরঙা নীলে…
ভোরের শালিকের মিলিয়ে যাওয়া
স্বপ্নবিভোর মুহূর্তে আজ
শৈশবের নদী চরাচর জুড়ে

ইমারতের ভিড়ে মিলিয়ে গেছে।

সমস্ত অপেক্ষা ভুলে – তীর্থঙ্কর সুমিত

সমস্ত অপেক্ষা ভুলে,
যাবতীয় অন্ধকার উঠে আসে তোমার চুলে
উদাসীনতা কত দূর যেতে পারে?
ফাঁকা জমিতে এখন হোগলা পাতা
ক্রমশঃ…
এই অবেলা ঘুমের মধ্যে জেগে থাকে সময়

উঠোনে পিপুলের চারা বেড়ে উঠছে

এলোমেলো হৃদয় – তীর্থঙ্কর সুমিত

দুরন্ত নদীর সঙ্গে পাল্লা দিতে দিতে
আজ বড় ক্লান্ত
পশ্চিমে অস্তাচলের সূর্য আর বুকের বাতাস
ইচ্ছের দিনলিপি সাজিয়ে
বসে আছে সামনের নিকানো উঠোনে
দেখতে দেখতে ঘাস পাতার গল্পেরা
আজ বড় হয়ে উঠছে
সময়েরা পার হয়েছে আপন স্বভাবে

এলোমেলো হৃদয় আজ কড়া নাড়ে স্রোতের বিপরীতে —

ধানের শহরে – তীর্থঙ্কর সুমিত

হয়তো এখানে
মাঠের আলপথ ধরে
দ্রুত পায়ে তৃণশূন্য প্রান্তরে
একাকী হেঁটে চলেছি…
অজানার দৃষ্টান্তে নিজেকে চিনবো বলে
তারপর কি এমন কথা ছিল?
ঝাউবনের সোঁ সোঁ শব্দে
নিজেকে উজাড় করে দিয়েছি

আর ক্রমাগত ধানের শহরে নিজেকে গ্রাম করে তুলেছি।

অচেনা মফস্বল – তীর্থঙ্কর সুমিত

লিখে যেতে হয় তবুও…
যেটুকু সময় আছে ব্যস্ত জীবনে
না এর ঘরে নৌকা ভেসে গেছে একান্তের ঠিকানায়
ফুলে ফুলে সেজে উঠেছে বাগান
দৈনন্দিন যত চাওয়া পাওয়ার হিসেব
একদিন ম্লান হয়ে সেজে উঠবে বিবর্তন
তুমি অপেক্ষা করবে
সবুজের দেশে, সবুজের পাশে
নিতান্তই এক আকাশের নিচে

ঠিকানা – অচেনা মফস্বল।

শরৎ তুমি – তীর্থঙ্কর সুমিত

কিছুটা সময় বড় একা লাগে
বিষণ্ণতা মন ছুঁয়ে যায় পুবের আকাশে
একটা শরৎমালা জুড়ে গোটা বছর কেটে যায়
কখনও দেবদাস, কখনও মেজদিদি
আবার কখনও বিন্দুর ছেলে কিম্বা মহেশ
স্বপ্নের চিলেকোঠায় শুধুই তুমি
যত বিন্দু একদিন বৃত্ত হতে হতে মিলিয়ে যাবে অন্ধকারে

আর তুমি শরতের আলো হয়ে পুজোয় সেজে উঠবে।

Bengali Poetry

বদল – তীর্থঙ্কর সুমিত

বদলে গেছে অনেক কিছু
পাশাপাশি ধরে রাখা হাত
সময়ের সাথে সময় কখন
একান্তে ঝরেছে কত পাতা
হিসেবের অন্ত্যমিলের প্রয়োজন নেই
কত কথা অতীত হয়েছে
কত কথা হয়েছে বর্তমান
কত কথা আবার ভবিষ্যৎ।

বদলে গেছো – তীর্থঙ্কর সুমিত

তুমি কতটা বদলে গেছো
বদলেছো কতটা নিজে দেখো
পায়ে বেড়ি পড়িয়ে রেখেছো
হাওয়ার সাথে যুদ্ধ প্রতিনিয়ত
তোমার আমার আক্ষরিক অর্থ
ছোটো ছোটো কত অভিমান
আশানুরূপ যত ইচ্ছে পাখি
একান্তে কেঁদেছে বহু বহুবার।

বেআক্কেলের হিসেব – তীর্থঙ্কর সুমিত

বেআক্কেলের হিসেব যত সব
একশো থেকে শূন্য হবে
তার মধ্যে তোমার মুখ
ভেসে উঠতেই একটা সকাল
কত রং ফিকে হয়েছে
কত আলো নিভে গেছে
এসো একটা সংলাপ লিখি
বেআক্কেলের হিসেব তোলা থাক।

স্বাধীনতা – তীর্থঙ্কর সুমিত

কথার ভিড়ে কথারা সব
আজ হারিয়ে গেছে বহুদিন
নামের আগে অক্ষর সাজিয়ে
ঢল নেমেছে রাস্তায় রাস্তায়
কি জানি কার পথে
বহু আগ্রাসনের ইতিহাস কাঁদে
তুমি আসবে বলে অপেক্ষারত
আমার তোমার সবার স্বাধীনতা।

নদী কথা – তীর্থঙ্কর সুমিত

মুহূর্তের সঙ্গে মুহূর্ত মিশে গেছে
রূপকের চারুলতা …
যেমনভাবে নদী মেশে সাগরে
তর্জনীর চিৎকার আজ
ভেসে গেছে নদীস্রোতে
কথার পাহাড় —
ভোরের সূর্য কঠিন বাস্তব
সূত্রের সূত্র

আজ অঙ্কে মশগুল।

ছেলেবেলা কথা – তীর্থঙ্কর সুমিত

ফেলে আসা দিন হারানো কথা
টাপুর টুপুর বাজিয়ে নূপুর
মনের কথায় বৃষ্টি এলো
ঝমঝমিয়ে লিখলো আকাশ
ছেলেবেলার হারানো দিন
সেই দিনেতে আকাশ পথে
আজও নামে মনের চূড়া
রাস্তা কথা লিখছে দেখো
ছেলেবেলায় হারিয়ে যাওয়া।

নবান্ন – তীর্থঙ্কর সুমিত

নবান্নতে খুশির পরব
গোলা ভরা ধান
মাঠে মাঠে সোনার ফসল
ফিরছে সবার প্রাণ।
খুশির রঙে মাঠ সেজেছে
পাকা ফসল সোনা
গোলা ভরা ধান উঠেছে
অপেক্ষা বীজ বোনা।

ঠিকানা – তীর্থঙ্কর সুমিত

ধুলো ঝারা সব মুহূর্তগুলো
সময়ের সাথে সাথে
বদলে যায় অনুসাঙ্গিকতায়
যেমনভাবে নদী মিশে যায় সাগরে
ভালোবাসার ঢেউ চোরা স্রোত ঘিরে
কৃত্রিম প্রতিবেদন লেখে
ঠিক তেমনই তুমি বদলে যাও
মুহূর্তের স্বরলিপি ভেদ করে

কোনো অচিনপুরে ঠিকানার উদ্দেশ্যে।

বদলানো দরকার – তীর্থঙ্কর সুমিত

বদলে যাও বদলানোটা দরকার
সবুজও তো বদলে হলুদ হয়
নীল ও তো বদলে কালো হয়
সূর্য বদলে মেঘ হয়
আবার মেঘ বদলে সূর্য
সবাই বদলায় —
নদী, বই, গাছ কিম্বা হতাশা,
চলো একটা গল্প সাজাই
তুমি বদলে আমি
আর আমি বদলে তুমি

দর্শন সবার ব্যক্তিগত…

অব্যক্ত কথা – তীর্থঙ্কর সুমিত

কিছু কথা —
মুখোশের খোঁজে যন্ত্রণা হারায়
ফেলে আসা সব ব্যর্থতায়
ফিরে আসে ঢেউ
ভালোবাসার সমীকরণে
হারানো যত চাহিদা
চুপ কথার হাত খোঁজে
ব্যর্থ সময়,
মুহূর্তেরা বদলে যায় মুহূর্তের সাথে
তাইতো ভোর সকালে
আজও সূর্য হাসে
ভালো থেকো মুখোশের মুখ
বদলে নাও সময়
আড়ালে থাকুক ফুলের পাপড়ি

আর, তোমার আমার
অব্যক্ত কিছু কথা।

ভাবনা – তীর্থঙ্কর সুমিত

নিজের মত শহর সাজানো আছে
একটার পর একটা গ্রাম মুছে
আজ শহর হয়েছে
শহর ঠিক নয় মফঃস্বল ও বলা চলে
সারাদিন ধরে ভাবছি এর একটা হেস্তনেস্ত করবো
কিন্তু ফিরে আসছি খালি হাতে
এই কি আমাদের জীবন যাত্রা ?
তুলসী মঞ্চে তুলসী নেই
প্রদীপ জ্বলে না তাতে _

অল্প সময় !
বিন্দুকেই বৃত্ত ভাবো ।

তীর্থঙ্কর সুমিত | Tirthankar Sumit

Bengali Story 2023 | ইচ্ছাপূরণ | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story 2023 | রূপশঙ্কর আচার্য্য | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Story | কৃষ্ণকিশোর মিদ্যা | গল্পগুচ্ছ | 2022

Best Tattoo Machine 2023 | ট্যাটু মেশিনের ক্রমবিকাশ | প্রবন্ধ ২০২৩

বদল | বদলে গেছো | স্বাধীনতা | বেআক্কেলের হিসেব | নদী কথা | ছেলেবেলা কথা | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | বদল শব্দের অর্থ | বদল অর্থ | অদল বদল | অদল বদল অর্থ | বদল মানে কি ইংরেজি | বদলে গেছো তুমি বদলে গেছে মন | পৃথিবী বদলে গেছে বদলে গেছো তুমি লিরিক্স | পৃথিবী বদলে গেছে জেমস | স্বাধীনতা দিবস (ভারত) | স্বাধীনতা দিবসের শুভেচ্ছা | স্বাধীনতার অমৃত মহোৎসব | স্বাধীনতা বলতে কি বোঝায় | স্বাধীনতা কি ও কেন | স্বাধীনতা কবিতা | স্বাধীনতা মানে কি রচনা | স্বাধীনতার ইতিহাস | স্বাধীনতা দিবসের বক্তব্য | স্বাধীনতা দিবসের তাৎপর্য | স্বাধীনতা দিবস রচনা ২০২২ | নদী-কথা | নদীয়ার নদী-কথা | নদী রচনা | পশ্চিমবঙ্গের নদী রচনা | নদীর উপকারিতা রচনা | নদী থেকে আমরা কি কি পাই | নদী কি | বাংলাদেশের নদীর উৎপত্তি | নদী বাক্য রচনা | ছেলেবেলা গল্প | রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা | ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর | ছেলেবেলা প্রশ্ন উত্তর | ছেলেবেলা রচনা | আমার ছেলেবেলা | ছেলেবেলা কবিতা | ছেলেবেলা নিয়ে কিছু কথা

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | New Bengali Poetry 2023 Tirts19 | Bengali Poetry 2023 Tirts19 Archive | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | Mp3 Bengali Poetry 2023 Tirts19 | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder | Shabdodweep Magazine | Shabdodweep | Bengali Poetry 2023 Tirts19 | Best Bengali Poetry 2023 Tirts19 | Top Bengali Poetry 2023 Tirts19 | Trending Bengali Poetry 2023 Tirts19 | Mp4 Bengali Poetry 2023 Tirts19 | Album Bengali Poetry 2023 Tirts19

Leave a Comment