Best Bangla Kobita Style | Shabdodweep Bengali Poetry

Sharing Is Caring:

Bangla Kobita Style – Shibaprasad Purakayastha

নারীশক্তির প্রকাশ – শিবপ্রসাদ পুরকায়স্থ

কাদের পরে ভরসা করো
তারা তোমায় নেয় সেভাবে-
নিজেকে না করলে প্রকাশ
তোমাকে মা ভয় কে পাবে?

বর্ষা তাপে স্নেহের আঁচল
পুত্র ব্যথায় যে মা পাগল
সেই মায়েরা বিপন্ন আজ
কী করে মা’র দায় এড়াবে।

হীন জনেরাই চড়ায় গলা
ভীতুরা আজ পাকায় দলা
আমরা মায়ের তেমন ছেলে
বিপদ দেখে পালিয়ে যাবে।

আয়-রে মা ভীষণা রূপে
আর কতো বা থাকবি চুপে
তুমি মা রে না সরব হলে –
দুর্জনেরা ভয় কি পাবে?

আশঙ্কা – শিবপ্রসাদ পুরকায়স্থ

আমায় যে কি জানিয়ে গেলো
বুঝিনি কী নীরব ভাষে
অপলকে তাকিয়ে থাকায়
এমন কি রে যায় বা আসে।

হয়তো সরে থাকবে দূরে
বাঁধলে কথা আপন সুরে
ছিন্ন ফুলের বুঝবে ব্যথা
দাঁড়ালে না তাহার পাশে।

তোমায় পূজা করবে যারা
মুঠোয় পেতে পাগল তারা
লোলুপ চোখে হিংস্র থাবায়
দাপিয়ে ফেরে চারিপাশে।

মন জুড়ানো অমল হাসি
মলিন হলে লাগবে বাসি
গভীর শূন্য দূর নীলিমায়
মুখটি টিপে কারাই হাসে।

স্বীকার করি না – শিবপ্রসাদ পুরকায়স্থ

পারি না যা সুকৌশলে
আপন ত্রুটি ধরবো না
কাদামাটি গায় মাখি না
ঠিক নয় তা বলব না।

আকাশ কুসুম মুঠোতে চাই
হাত বাড়ালে তা যদি পাই
জোর দিয়ে কেউ বলতে পারে
পাপড়ি হাতে দলব না।

মধুকরের বেশে ছিলে
ফুলের বনে গুঞ্জরিলে
রানি যেথায় বলছে নাতো
গা বাঁচিয়ে চলব না।

বাস্তব কেউ ভুলতে পারে
ভুলতে পারা টিকবে নারে
কথা দিয়ে না রাখলে কেউ
দোষের বলে ধরব না।

প্রেমের কাঙাল – শিবপ্রসাদ পুরকায়স্থ

ভাবলি যারে নিরস মরু
কাউকে সে কি নিরাস করে
অন্তঃসলিলার এই ধারায়
হৃদয় পাত্রে যায়রে ভরে।

যেমন নীরব মনের স্তরে
সুদ্ধ ধারায় বিমল করে
মানব প্রেমের পরম সুধা
বইছে রে যুগ যুগান্তরে।

ধর্ম নে থাক লড়াই ছেড়ে
মানব সেবায় বিভেদ ঝেড়ে
সব অবতার প্রেম বিলাতে
নামেরে এই ধুলার পরে।

দেখানো প্রেম যায়নি লিখে
নিজের মতো নিলাম শিখে
ভালোবাসার কাঙাল যারা
নাও রে ডেকে আপন করে।

মনিনদীর মুক্ত জলে – শিবপ্রসাদ পুরকায়স্থ

মনিনদীর মুক্ত জলে
গেঁওয়া বানির ছাওয়া
উজান স্রোতে নাও ভাসিয়ে
সোদরবনে যাওয়া।

নাচের পায়ে যায়না কেহ
জীবন-মরণ তাও জেনেও
জলে কুমির ডাঙাতে বাঘ
না চাইতে যা পাওয়া –
সোদরবনে যাওয়া।

কপালে সুখ নাইরে চেয়ে
অশ্রু গড়ায় দুচোখ বেয়ে
ঢেউয়ের তোড়ে ঘূর্ণিঝড়ে
অকূলে পাক খাওয়া –
সোদরবনে যাওয়া।

পেটের খিদে দেয়রে তাড়া
জল-জঙ্গল যায় না ছাড়া
পলকা জীবন এক নিমেষে
নেভায় ঝোড়ো হাওয়া –
(তবু) সোদরবনে যাওয়া!

রঙের খেলা – শিবপ্রসাদ পুরকায়স্থ

এখন তো আর হোলির রঙে
টানেনা এই মন
দলের রঙে রাঙিয়ে খুশি
দেশপ্রেমিক জন
মাতামাতি অনেক বেশি
প্রদর্শিত বাহুর পেশি
মাদকতায় ভীষণ খুশী
বেজায় আস্ফালন।

দোলের স্মৃতি ভাবতে পারি
দেয়ালে রঙ ছোপে
গাছগাছালির বাকল বেয়ে
পড়ত টোপে টোপে
অজপাড়াগাঁ শহরতলি
এখন খেলে খুনের হোলি
পথের ধুলোয় শরীর পড়ে
দলাদলির কোপে।

রঙের খেলা অনেক হল
মারণ খেলা নিয়ে
মা বোনেরা স্বজনহারা
ভাবায় প্রশ্ন দিয়ে
জীবন বাঁচায় যেমন জীবন
যেই রঙে তা হউক সৃজন
দূষণ হলে সমাজ জীবন
বাঁচব কোথায় গিয়ে?

মুখাপেক্ষী – শিবপ্রসাদ পুরকায়স্থ

পরস্পরের খেয়োখেয়ি
এসেছে হাত ধরে
আগেও ছিল এখনো আছে
চলেছে পথ করে
নিজের কোলে মাখাতে ঝোল
বোঝাতে হয়, পেটাতে ঢোল
কড়ায়গণ্ডায় বুঝে নিতে
ছাড়েনা পাই ওরে।

কে কার দিকে আঙুল তুলে
নীতির কথা বলি
অধিকাংশ আমরা কোথায়
ন্যায়নিষ্ঠয় চলি?
মসৃণ নয় নিজের চলা
জ্ঞানের কথা পরের বলা
শব্দমালায় ফুটিয়ে তুমি
নীরস কথাকলি।

নিজেই শ্রেষ্ঠ প্রমাণ করার
সুযোগ এলে হাতে
ন্যুনতম চাহিদা যাদের
কেবলই ডাল ভাতে
সেইটুকু চায় তোমার কাছে
তোমার প্রতি আস্থ যাচে
দেখাও এবার কোন গুনেতে
তফাৎ সবার সাথে।

আমাদের সব ভালো – শিবপ্রসাদ পুরকায়স্থ

ভীষণ খুশি প্রতিহত
করতে পেরে কারো
একি প্রকার জেদ চেপে যায়
তোমার মতো তারও
যাকে বলি অকাট জেদি
অহংকারে কাঁপায় বেদি
বিনা বাধায় কারো কাছে
চাইবে তুমি হারো?

তুললে আঙুল বাকিগুলো
নিজের দিকে বাঁকে
অবচেতন মনে তোমার
ঘৃণায় ভরা থাকে
অন্যের ভুল দেখার আগে
নিজের মনে প্রশ্ন জাগে
নিজেই কেন হাজার কথায়
নিজেরই ভুল ঢাকে?

আমি ভালো, আমরা ভালো
আমাদের সব ভালো
অন্য জনার সব কিছুতে
ঘাটতি জ্ঞানের আলো
নিজের সীমায় প্রাচীর টেনে
ফুলঝাড়ুতে ঝাঁটিয়ে এনে
প্রতিবেশীর ভদ্রাসনে
মনের ময়লা ঢালো!

অসংগঠিত – শিবপ্রসাদ পুরকায়স্থ

অসংগঠিত শ্রমিক জীবনে
অনিশ্চিতের জেরে
ধীরে ধীরে সেই পোক্ত শরীরে
অবসাদ এসে ঘেরে
মনে করো তারা হেরে গেল বুঝি
কি হবে নতুন পথ খোঁজাখুঁজি
কার প্রতি এই অভিমান করা-
নিজেই নিজেকে মেরে।

অনেকেই পারে কপাল বলেই
মনেতে না মেনে নিতে
বিবেক পারেনা সবল হস্তে-
করুণা কুড়াতে দিতে
দয়া নিয়ে বাঁচা আত্মহনন
নতমস্তকে নিজেকে বরণ
যেন মনে হয় নবীন বরণে
যোগ দেওয়া ভিখিরিতে।

সচ্ছল যারা আপন নজরে
কত বাস্তব জ্ঞানী
সারা দেহ মন বিকশিত করে
কতকিছু ভাবে জানি
নিজের সুখের কিছু ছাড় দিয়ে
ভেবেছে আর্থসামাজিক নিয়ে?
শুধুই দেখেছে অকালবৃদ্ধ
টেনে চলে আজও ঘানি!

তেমন আছি – শিবপ্রসাদ পুরকায়স্থ

মানুষের কথা লিখতে যেদিন
লেখনী ধরেছি হাতে
লেখার রসদ খুঁজেই পাইনি
সাধারণ ভাবনাতে
কবিরা তো সব লিখেই গিয়েছে
সাহিত্যিকেরা বাকি যা লিখেছে
এমন বদ্ধ ধারণা মাথায়
ঘুরতই দিন রাতে।

যা-কিছু ভেবেছি মনেই হয়েছে
সবাই তো ওঁদের লেখা
তখন হয়নি সমাজ জীবন
এতটা গভীরে দেখা
আজও প্রতিবাদ শোষণের প্রতি
তেমন অটল শাসকের মতি
কলমের খোঁচা থামাতে পারেনি
শোষকের প্রাণরেখা!

সেইদিন যদি থামিয়ে দিতাম
আমার লেখনী খানা
মানিয়ে নিতাম মানুষ মারার
অভিনব কারখানা
সজ্জিত হয়ে কায়েমি অস্ত্রে
বিকিয়ে যেতাম অন্নে-বস্ত্রে
ওদের চক্ষু প্রতিস্থাপনে-
থাকতাম আজও কানা!

দশেচক্রে – শিবপ্রসাদ পুরকায়স্থ

ছিলো নাকি ভালো
ওরা বলে গেলো
তোমাকে ডোবালো
কারা সে?
যদি বলো ভাই
কিছু বুঝি ভাই
মুখে বলি তাই
যা আসে।

কী বোঝার আছে
হাতকড়া নাচে
এসো গা’র কাছে
চাইনা,
বিপরীতে কেউ
ছিলো যারা ফেউ
করে ফেউফেউ
তাইনা !

ছিলো পথে পড়ে
ওঠে নড়েচড়ে
নাচে ঘাড়ে চড়ে
আজ কে,
ফোটাবে তো হুল
করেছ যা ভুল
গিলে খাবে মূল-
গাছকে!

সামাজিক বিচার – শিবপ্রসাদ পুরকায়স্থ

চলার পথে অশুভ কিছু প্রভাব ফেলে থাকে
দোষের অনুপাতে সমাজ বিচার করে তাকে।
সমাজ কিরে মানবো কেন বলবে কড়া ভাষে-
না খেলে দেয় দু’মুঠো ভাত বিপদে থাকে পাশে?

মুখ ঘুরিয়ে এড়িয়ে থাকে নীতির কথা কতো
নিজের বেলা এসব মানে প্রলাপ বকে যতো।
বলছ ঠিকি মানছে নাতো গোপন কথা জানি
‘দেয়না খেতে,কিল যে মারে গোঁশাই’ কতখানি।

সমাজটাকে গোঁশাই করে মানতে তবু হবে
সাজার কথা, জরিমানায় সমাজ খুশী তবে?
অসামাজিক চরিত্রে দোষ যাদের আছে যোগ
ঠিক হয়েছে সেটাই করা করুক সাজা ভোগ !

বলতে পারো আঙুল তুলে দিলেন যারা রায়
এমন দোষে তারাও দোষী কীভাবে ছাড়া পায়,
তোমায় যদি কাঠগড়ায় তুলতে ওরা পারে-
কোন্ আইনে কোনো সাজা ওদের হবে নারে?

উপমা দিয়ে যাবেনা বলা তোমার দোষ নেই
সমাজে থেকে যারাই দোষী সমান জানি এই।
যেখানে দশ, বিবিধ মতে সত্য বেরিয়ে আসে
ন্যায় বিচারে জনগণের গণদেবতা হাসে!

অমোঘ স্মৃতি ভারে – শিবপ্রসাদ পুরকায়স্থ

আমাকে ভালোবেসে ডেকে নিতে কাছে
আজকেই বুঝছি তার কতো দাম আছে
না বুঝে অনেক কথা শুনিয়েছি পাছে
অভিমানে প্রিয়জন তাই গেলে চলে,
ভাবতে পারিনা আর ধারেকাছে নেই
এইতো রয়েছো বসে যেন পাশেতেই
যে কথা ভাববে পারি আমি সহজেই
জানি তো ফুরাবে না এতকিছু বলে।

জানাশোনা আমার তো এতো সুখস্মৃতি
আমার প্রতি যাঁদের কী অমোঘ প্রীতি
বয়সের ভারেই তাঁরা ছিলেন অশীতি-
সে তাঁদের শারীরিক দেখিনি তো মনে
আমাকেই দিয়ে গেলে কিছুটা এগিয়ে
সৃজনের ভালোবাসা গিয়েছ শিখিয়ে
ক্ষণিকের অবসর কাটে স্মৃতি নিয়ে
আশীষের হাত ভাবি শিরে প্রতিক্ষণে।

যেখানে যাই না মন ভারী স্মৃতি ভারে
দেখে থাকি চেনা মুখ ভুলে যাবো কারে
চমকাই এ ভাবে কে ডাকতেই পারে-
ধারেকাছে কেউ নেই তা কী করে হয়,
তবে কি মনেরই ভুল সব কি অচেনা
তবে কি আগের মতো কিছু বলবে না
ঋণী করে ছেড়ে যাবে তাতো চলবে না
যে ঋণীনের বোঝা বই সেকী সুখী নয়?

প্রেমবাদ – শিবপ্রসাদ পুরকায়স্থ

এই সময়ে লক্ষ্য রাখি
কোন লেখা খুব খাচ্ছে
প্রেম নিয়ে যা হচ্ছে লেখা
কবির মান কী বাড়ছে
প্রেমের লেখা সহজ বুঝি
আমি তো প্রেম পাইনা খুঁজি
লিখতে গিয়ে মাথা গুঁজি
কুড় হারিয়ে যাচ্ছে।

যে কবিতা দেখছি পড়ে
প্রেম না ধাপার বর্জ্য
আমি তো নই সূক্ষ্ম বোধের
তাই লাগে অসহ্য
গোপনীয় একান্ত যা
নিম্ন ভাষায় বর্ণনা ছ্যা
কেউতো শুনে বলছে রে বা
কজন হারায় ধৈর্য।

দেশের যেন আর কিছু নেই
কোন প্রকার চিন্তা
প্রেম নিয়ে তাই তুর্কিনাচন
তাক্ ধিনা ধিন ধিন্তা
প্রেম মানে তো অর্থ সিদে
প্রাধান্য পায় দেহের খিদে
ভোগবাদে প্রেম আছে বিঁধে
চলবে কত দিন তা?

শেষ ধাপে পৌঁছে গেছি – শিবপ্রসাদ পুরকায়স্থ

তেমন শুভ চিন্তাভাবনা আমার মধ্যে নেই
যার ফলশ্রুতি দাবী করতে পারিনা
সমাজের পক্ষে হিতকর বলে।

সমাজের কথা বলি বটে
নিজের কোলে ঝোল টানার জন্য,
সবার নজর কাড়ি।

আমার চোখের জল
আবেগে আপ্লুত হয়ে গড়িয়ে পড়ে না
অন্য ভাবে ঝরাতে হয় –
সহানুভূতি আদায়ের তাগিদ ভেবে।

আমার কাছে ওরা তেমন কিছু পায়না।

আমার সম্পর্কে ওদের ভুল ভাঙার আগে
পা টেনে নিতে চেষ্টা করি
তখন আমার প্রাপ্তির-
শেষ ধাপে পৌঁছে গেছি।

নীরব প্রতিজ্ঞা – শিবপ্রসাদ পুরকায়স্থ

আমার বুঝে উঠতে সময় লাগে
প্রকৃত সত্য কী হতে পারে?
কে কাকে আড়াল করতে চায়
আলটপকা মন্তব্য করতে ভয় পাই।

অন্যের মুখে ঝাল খেলে যেমন
ঝালের ব্যাখ্যায় ভুলের সম্ভাবনা থাকে
আমার তাড়াহুড়োর কী আছে,
কারো তেমন ভাবমূর্তি ঢাকার দায় নেই।

আমার ভুল বোঝানোর খেসারত যদি
সাধারণ মানুষের দিতে হয়,
ভুক্তভোগীরা তো আঙুল তুলবেই
যা আমার পক্ষে অস্বস্তিকর।

আমাকে সময়ের প্রতীক্ষায় থাকতে হয়
মুখে কিছু বলতে হয় বোবা নই বলে,
আমার মুখ আর মন অন্তর্দ্বন্দ্বে ভোগে-
তোমরা সরবে ওলটপালট করে দেখাও!

ছাগলগুলো – শিবপ্রসাদ পুরকায়স্থ

দিনটি কর্মবিরতির, আলসেমির
শূন্য দিবস। খাদ্যরসিকের জিহ্বা
লকলক করার- বাঁহাতের জন্য
সারা সপ্তাহের শক্তি সঞ্চয়ের।

তখনও পুবে রক্তিম আভা ফোটেনি
তাতে কি? রক্তের ফোয়ারা ছুটছে তো
ঘাতকদের ছুরিতে!

যে ছাগলগুলো এখনো বাইরে বাঁধা
তারা বেশ খুনসুটি করছে।
শিং-এ শিং-এ গুঁতোগুঁতি খেলছে। নিছক
মজা পেতে। ওই শিং কি পারেনা ঘাতকদের
বিরুদ্ধে যেতে?

যারা কিছুই বুঝে উঠতে পারেনি
তাদের কী করুণ পরিণতি হতে চলেছে-
চারপাশে কী ঘটতে চলেছে নজর নেই।

যা নয় তা করলেই বা – শিবপ্রসাদ পুরকায়স্থ

যদি কাউকে সর্বশান্ত করতে চাও
নিশ্চিত তার ঘরে মামলা ঢুকুক চাইবে।

আর যদি সরাতে চাও- পথ থেকে
কিছু অর্থ না পাওয়ার কথা ভেবে দিও
শোধ দেওয়ার ভয়ে ধার ঘেঁষবে না, আর
ফিরলে অনেকটা ধস নামিয়ে তবে যাবে।

ওই কথাগুলো বললাম এই কারণে
অযোগ্য অপ্রত্যাশিত সম্মানের প্রত্যাশায়
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফ্যালে
হুটহাট মন্তব্যে মাতে। সহজ কথা
সহজে নিতেই পারেনা
সবাইকে ভুল বুঝতে শুরু করে।

সেই ব্যক্তির কাছে তোমার নিরাপদ অবস্থান হলো
দ্বিধাহীন ভাবে প্রশংসা করা,
যা নয় তা বললেই বা- নয় চুপ করে থাকা।

বিড়ম্বনা তোমার পথ থেকে আপনাতেই সরে যাবে !

আত্মঘাতী প্রেম – শিবপ্রসাদ পুরকায়স্থ

পৃথিবীতে তালকানা বলে কিছু থাকে
তা হলো প্রেম-নামক অপদার্থ।

প্রেমে পড়া আর প্রেমে পড়তে যাওয়ার জন্য
অন্ধের মতো ঝাঁপ দেওয়ার মুহূর্তে,
কাঁটাখোঁচা বাছার ধৈর্য থাকেনা।

প্রেমে একবার পড়লে বোধ বুদ্ধি অকেজো,
গায়ের গন্ধ যতো দূর পযর্ন্ত বাতাসে ঘোরেফেরে
মাটি কামড়ে পড়ে থাকে প্রেমিকেরা।

যদি বুকের ওপর দিয়ে হাতী পেরিয়ে যায়
মশা মাছি মনে করতে পারে নতুবা ফুলের
ঘায়ে মূর্ছা যাবে না এমনটা নয়।

ঘোর না কাটলে এমন অনেক আত্মঘাতী প্রেম
মলমূত্রের সারে বেড়ে ওঠা ধাপার ফুলকপির
মতো বাজারে অনাদরে বিকোয় প্রতিনিয়ত!

উশৃঙ্খল প্রেমের পরিণতি এড়ানো বেশ কঠিন।

শিবপ্রসাদ পুরকায়স্থ | Shibaprasad Purakayastha

New Bengali Story 2023 | ভালো লাগে | শওকত নূর

New Bengali Story 2023 | খোঁজ | কুহেলী দাশগুপ্ত

New Travel Story 2023 | লাচুং-নাথালু’র সীমান্ত ছুঁয়ে | জয়ন্ত কুমার সরকার

New Bengali Story 2023| এসো করুণা ধারায় | কৃষ্ণকিশোর মিদ্যা

Kobita Lyrics Poetry In Bengali | Bangla kobita | Words of bangla kobita pdf | Words of bangla kobita for students | bangla kobita lyrics | bengali kobita for child | bengali poem in english | Bangla-English Poem Books | Bangla Poem for school Kids | Quotes by Jibanananda Das | Bangla kobita on Tumblr | Rahur Prem Bangla Kobita | Poem in Bengali | Shabdodweep Web Magazine | High Challenger | Shabdodweep Founder | Sabuj Basinda | Bengali Poetry | Bangla kobita | Bangla Kobita Style 2024 | Poetry Collection | Book Fair 2024 | bengali poetry | bengali poetry books | Bangla Kobita Style pdf | Bengali Poem Lines for Caption | bangla kobita | poetry collection books

poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | Bangla Kobita Style Ebook | poetry collection clothing | new poetry | new poetry 2023 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | Bengali Poem Lines for Caption in pdf | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Best Bengali Poetry Folder | Best Bengali Poetry Folder 2023 | story writing competition india | story competition | poetry competition | poetry competitions australia 2023 | poetry competitions uk

poetry competitions for students | poetry competitions ireland | Bengali Poem Lines for Caption crossword | writing competition | writing competition malaysia | Bengali Poem Lines for Caption in mp3 | writing competition hong kong | writing competition game | Best Bengali Poetry Folder pdf | Trending Bangla Kobita Style | Bangla Kobita Style – video | Shabdodweep Writer | poems about life | poems to read | English Literature | Bangla Kobita Style examples | Bangla Kobita Style Ranking | positive Best Bangla Kobita Collection | Bengali Poem Lines for Caption about life struggles | New Bangla Kobita Style | Writer – Bangla Kobita Style

Top Writer – Natun Bangla Kabita 2023 | Top poet – Natun Bangla Kabita 2023 | Poet list – Kobita Bangla Lyrics 2023 | Archive – Bangla Kobita Style | Bangla Full Kobita | Online Full Kobita Bangla 2023 | Full Bangla Kobita PDF | New Bangla Kabita Collection | Shabdodweep Online Poetry Story | Poetry Video Collection | Audio Poetry Collection | Bangla Kobitar Collection in mp3 | Bangla Kobitar collection in pdf | Indian Bengali poetry store | Bangla Kobita Archive | All best bengali poetry | Indian Bangla Kobita Style | Best Poems of Modern Bengali Poets | Best Collection of Bengali Poetry in pdf | Bengali Poetry Libray in pdf

Autograph of Bengali Poetry | India’s Best Bengali Writer | Shabdodweep Full Bengali Poetry Book | Bengali Poetry Book in Google Bookstore | Google Bengali Poetry Book | Shabdodweep World Web Magazine | Shabdodweep International Magazine | Top Poems of Modern Bengali Poets | Bangla Kobita in Live | Live Bangla Kobita Style | Bengali Poetry Recitation Studio | Sabuj Basinda Studio for Bengali Poetry | Bangla Kobita Sankalan 2023 | Shabdodweep Kabita Sankalan | New Bengali Poetry Memory | History of Bengali Poetry | History of Bangla Kobita | Documentary film of Bengali Poetry | Youtube Poetry Video | Best Bangla Kobitar Live Video | Live Video Shabdodweep | Bengali to English Poetry | English to Bengali Poetry | Bengali Literature | Full Bengali Life of Poetry | Bangla Kobita Ghar | Online Bangla Kobita Style

Leave a Comment