New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | রীনা তালুকদার

BENGALI POETRY

রীনা তালুকদার – সূচিপত্র [Bengali Poetry]

এই বসন্ত সেই বসন্ত না – রীনা তালুকদার [Bengali Poetry]

একদিন বসন্ত বেলায়
কুচকুচে কালো কোকিলের ডাক শুনে
ছুটে যেতাম ঘর থেকে বাগানে বাগানে
খুঁজে খুঁজে বেহাল মন
নারঙ্গী বনের সবুজ লতা যেন
তখন বসন্ত ছিলো অন্যরকম দোলে
হৃদয়ের উচ্ছৃঙ্খল আগুন দোলা
পাগলা কোকিলের কুহু ডাকে
বেভুলা সব ঘরদোর মন বন-বাদাড়
এখন বসন্ত আসে মোবাইলে
ম্যাসেজে ম্যাসেজে বাসন্তী ছবি
ফুল পাখি নদীর ছবি কথা বলে
বসন্ত চারুকলায় হাট বসায়
মানুষ আর ফাগুনের বন্ধুদের
রাস্তায় রাস্তায় যুগলের বাসন্তী
পোশাক, ফুলের ব্যান্ড মাথায়
লাল লিপস্টিকে বসন্ত হাসে নিলাজ
মনে পড়ে ভীষণ, মন বলে ওঠে
এই বসন্ত সেই বসন্ত না।

কালবৈশাখী তান্ডব – রীনা তালুকদার [Bengali Poetry]

বারমাসী চৈত্র সংক্রান্তির উৎসব
রোদ খরা ঠা ঠা দুপুর চতুর্দিক
লাল মরিচের ঝালে মুখ পোড়া টিয়ে
সুদিনের আপেক্ষিক আবেদিত মনে
তৃষ্ণার্ত ইচ্ছের দুয়ারে বিনয়হীন বিনোদ
বাউরী বায় তার বারমাসী বৈশাখ
ক্লান্তিহীন নদী উজানে স্রোতের নাইউর
বাকলে বাকল ঘষে প্রস্তুর আগুন
এই কথা সেই কথা দিনের অস্ত
লালিমার অগ্নিকণার আভায় উজ্জ্বল বারুদ
রাতের আকাশ পোড়ে বিজুলির ফুলকিতে
জলের আগুনে পোড়ে সমতটি ঠমক
পুড়ে যায় সমস্ত প্রশান্তির মোহ
সর্বজনীনেরা সুখভোগী সুজন সখা হে
পানিফুল ফুটে যায় বিস্তুর বুদবুদ
সোনালু ফুলের বুকে গভীর উৎসুক
চৈত্রের চোখ রাঙানি নানা ছল ছুতোয়
অন্দরে যে কাল বৈশাখী তান্ডব
কে তার খবর লয় ?

ফুঁ – রীনা তালুকদার [Bengali Poetry]

ভ্রমণ শেষে কৃষ্ণচূড়ায় এলো রঙ বাসন্তী
বোগেলভিলিয়া চড়াক চোখে দেখে
পরকীয়া রোষে বাঁচে না পড়িমরি হেসে
বছর যায় নতুন বছরে মিশে
ভ্রমণের আনন্দে মাতাল হই হই বিষে
রঙের আদিখ্যেতায় ভরা নদীর পাড় জুড়ে
তপ্ত তুশে দুপুর রোদে একটা দিলাম ফুঁ …
ফুঁ -এর তাপ ছড়িয়ে গেলো
পুকুর, খাল, নদী নালায়
সমুদ্রের কবলে পড়ে অবশেষে
সাঁতরানো নয় সহজ হে !
এইসব শীর্ণ সাঁতারু পর্যটক
চেনা-অচেনায় হাড়হাভাইতা বাতাসে
নারঙ্গী রাত নাড়ায় দিচ্ছে ফুঁ !
বাসন্তীর যাচ্ছে উড়ে দোপাট্টা
কৃষ্ণচূড়ার ডালে ডালে
কে দিয়েছে ফুঁ….!

সুশিল্প মায়ায় জড়িয়ে থাক হৃদয় যুগল – রীনা তালুকদার [Bengali Poetry]

যতই না না ততোই আগ্রহ বেশি
নিষিদ্ধ জিনিস আহা !
ডুবলে ডুবে আপাদমস্তকে
না ডুবলে তীরের জলে জলোজল
কোনোটাই যায় না বিফলে
যুদ্ধে কোথায় কে জড়াচ্ছে জড়াক
চাই না শুধু রক্তপাত
ভালোবাসা নিয়ে ছিনিমিনি…মানি না
বিরান বসতি হৃদয় ক্ষরণে
যুদ্ধ হোক মধুর … সুমধুর…মধুরতম
রণাঙ্গনে কেবল থাকুক একটি জোড়া সংখ্যা
আপত্তি নেই ভালোবাসার কাঙাল হতে
বার বার আদি ভূমি চাষে ফলবে
ভালবাসার নীলফুল
অপরাজিতার কাছে মানুষের দায় চিরদিনের
হারজিৎ জগৎ জোড়া নিপুণ শিল্প
গহনে গরলে উদস্থৈতিক অনুভূমিক তরলে সর্বত্র
সুমধুর যুদ্ধে সুশিল্প মায়ায় জড়িয়ে থাক হৃদয় যুগল।

তুমি আছো সবখানে – রীনা তালুকদার [Bengali Poetry]

প্রকৃতি তার আপন সাজে
সাজায় নিত্য ঢালি
সবুজ শ্যামল দূর্বা ঘাসে
নিঃশ্বাসের বিশ্বাসে রাখি
নানান রঙের পাখি
পরে নতুন নতুন রাখি
ষড়ঋতুর রঙ মহলে
মন মহুয়া দে দোলে

পাখির কূজন, হাওয়ার মাদল,
নদীর ঢেউ, বেদের বহর,
নীল চাঁদোয়ার বুকের ভেতর,
অমাবস্যার ভয় তাড়ানো রাতে
নির্ভরতার ছোঁয়ায় ছোঁয়ায়,
দুপুর রোদে, শরৎ মেঘে,
শিয়াল রোদের বৃষ্টিতে
নতুন দিনে নতুন সৃষ্টিতে

বসন্তের এই অগ্নি ঝরা দিনে
পলাশ বনের গুঞ্জরনে
রেসকোর্সের সেই গানে
ছড়িয়ে আছো তুমি সবখানে…।

এসো যৌখ প্রলয়ে প্রণয় জাগিয়ে রাখি – রীনা তালুকদার [Bengali Poetry]

এই তো সেদিন ছিলে উন্মাতাল বিদিশা
রাতদিন একাকার করে খুঁজেছো

প্রতি ফোনকলে যেন টর্নেডো টর্নেডো চাওয়া
বেগতিক হয়ে কেবল তোমার কথামালায়
ডুবে গেছি আপাদশরীরে
ক্ষণেক হাসি ক্ষণেক খুনসুটি
বুঝে না বুঝে কেবল গেয়ে যাই
তুমিময় তোতার গান

দূর দূরত্বে এনড্রয়েড সুদূরের অদূরে
তোমাকে বুকের কাছে জড়িয়ে রাখে
সেদিনওতো গলাগলিতে জড়িয়ে ছিলে
যত গভীর রাত ততো আবেগে
আমাকে বেঁধে রেখেছো পাঁজরে
যত সহজিয়া গাঁথার মালা দিয়েছ
উতল হৃদয়ের অবুঝ কোণে

হঠাৎ হেসে ওঠে হঠাৎ নীরবতা
দ্যাখো ওই শিমুলের ডালে ডালে
লালে লাল খুন রাঙা ফাগুন
অস্থির আগুন হাওয়ার বিস্তর বাড়াবাড়ি
জাগো আগুনের শিখায়
জাগো বাসন্তিক আহবানে
জাগিয়ে রাখো সমস্ত নাড়ার আগুনে !

এখনো পাগলা বসন্তের
দোপাট্টা উড়ানোর বয়স পেরোয়নি
তুমিময় কৃষ্ণচূড়ায় মুগ্ধ দু’চোখ
বসন্ত আবীরে বুকের কন্দরে ঝড় তুলে
দুমড়ে মুচড়ে কৃষ্ণ কূলে আসো

এসো যৌখ প্রলয়ে প্রণয় জাগিয়ে রাখি।

চোর-পুলিশের কুমির-ডাঙ্গা – রীনা তালুকদার [Bengali Poetry]

মণিপ্রভার মুগ্ধতা যায়নি এখনো
আজন্ম ঘোর লেগে আছে রেটিনার চৌহদ্দিতে
যতই দেখি দেখার ইচ্ছে ততোধিক
যে আদর মনকে স্পর্শ করে না
সে আদর ছোঁয় না সহজিয়া দেহ

ছোট বেলায় বৃষ্টির দিনে
ঘরবন্দী সময়টা কাটাতে
কয়েকজন মিলে কাগজের
ছোট্ট ছোট্ট টুকরো করে
চোর -পুলিশ খেলাটা হামেশাই পরিচিত
যে চোর লেখাটা পেতো
তার পিঠে ধুমাধুম শনির রাহু আরকি

যৌথ জীবনের পরিপূর্ণ বসন্তকাল
পলাশের বনে বনে আগুন খেলা
ভরা পূর্ণিমার টইটুম্বর রাগে
রাতের জলে ভালবাসার নীল মাখা
আদরে কদরে অন্দরে বন্দরে
মন্থনে ম্যাপল বৃক্ষের শৃঙ্গারে
রসের হাড়ি পাতা দিনরাত একাকার

বিপত্তিশূন্য সত্ত্বেও হঠাৎ
তৃতীয়পক্ষের প্রবেশ যৌখ খামারে
শুরু হলো কিশোরকালের
চোর -পুলিশের কুমির- ডাঙ্গা
রোজ রোজ কানামাছি প্র্যাকটিস হচ্ছে !

শূন্যগর্ভ অপূর্ণ হাহাকার নির্বাক্য
অব্যবহিত …কে জানে… কে-ই জানে !!

শব্দ প্যালিনড্রোম -৪ : প্রেম আমার প্রেম – রীনা তালুকদার [Bengali Poetry]

প্রেম আমার প্রেম
তোর কাছে থুই
থুই কাছে তোর

দেখে রাখ দেখে
মেখে চোখে মেখে
নিলাজ অবগাহনে নিলাজ
বলুক লোকে বলুক
বেলাজ বেলাজ বেলাজ
নাই পরোয়া নাই
গাই চল চল গাই
সে গান গান সে

আদরে সোহাগে আদরে
বুকের কন্দরে বুকের
বিলিয়ে সুধা বিলিয়ে
মিলিয়ে যাই মিলিয়ে

ডুবে যাব যাব ডুবে
বাসলে ভাল দুজনে ভাল বাসলে
অমর হবো হবো অমর।

বিবর্তিত সময় – রীনা তালুকদার [Bengali Poetry]

যেতে চাও………যাও
যে চোখ তোমাকে পড়তে পারে
সে চোখ রক্ষা কর
যে হাতে প্রশান্তি মেলে… সে হাত ধরো
যে মুখ দেখলে আনন্দে উদ্বেলিত হয় মন
সে মুখ পানে তাকিয়ে যাপন কর জীবন
অযথা কষ্টের বোঝা বাড়িয়োনা
চাইনা থাকতেই হবে ইচ্ছের বিরুদ্ধে
মানুষের সময় সব সময় হয় না এক
একদিন যা একমাত্র অবলম্বন গণ্য হয়
সময়ের বিবর্তনে কাল তা অসহ্য ঠেকতে পারে
যাপিত জীবনের কোনো অভিযোগ নেই
কী পাইনে সে হিসেব মূল্যহীন
পাবো কী ; সেটিও স্বপ্ন দেখিনা
কী করা উচিৎ এই ভাবনার চেয়ে
যা করতে পারব তা-ই মুখ্য
দুঃখ ও সুখ কোনোটাই আকাঙ্ক্ষিত নয়
দুটো শব্দই ফানুস ; তৈলে চলে
দুঃখটা বাধ্যগত ভোগ, সুখ উপভোগের
যা প্রকৃতিগত সেটুকুই ভোগ ও উপভোগে রাখি
ভালোবাসা মূল্যহীন হয় ভোগে
মানুষ ও স্বাধীনতা ভালোবাসি
ভালোবাসি আপন আলয়
বৃদ্ধাশ্রমও ভালোবাসি
বাঁচলে নির্ভেজাল বৃদ্ধাশ্রম
মরলে মৃত্তিকার জৈব সার
নক্ষত্রের ভিড়ে তারা হবার সখ নেই
ভালোবাসার মন নিয়ে তারা দেখার লোক নেই
স্বাধীনতা মুক্ত থাক যে কোনো উপায়ে
অর্থে মানুষ বিনয়ী হয় উল্টোও হয়
সুদিনের বন্ধুরা বিলাসী দুঃখের গল্প ফেরী করে
যা প্রশংসারই নামান্তর
চলতি পথের বোঝা হালকা ও ভারী তা একান্তই নিজস্ব
কোনো গাধার উপর নির্ভর করা ঠিক না
নির্ভরতার হাত দুর্বিপাক
ভাঙা সাঁকোর মধ্যিখানে জোড়া হাত ছেড়ে দিবে
যা ঘটে তা প্রাকৃতিক নিঃসন্দেহে
সময় সঠিক অভিভাবক
যাকে যোগ্য মনে হয় তার কাছে যাও
মন বলছে চলে যেতে ? যাও …যাও … সত্যিই যাও …
পিছু ডাক মরীচিকা !

স্বর্গে হুর-গেলমান পাবা – রীনা তালুকদার [Bengali Poetry]

যে বিশ্বাসে দুজন কাছে আসে
মনই মুখ্য থাকে সেখানে
আর কাগজে সই করে তবেই একঘর হওয়া
এটা নরম মনের কোমল অনুভব
একঘর থেকে জোড়া মন থেকে
না সরেও একই অনুভবে
কোনো এক মন অন্য কুটিরে
এখানে মুখ্য কি? মন না সই করা কাগজ ?
একদিন মন ভালোবেসে ব্যাদান বুকে জড়িয়েছিল।
বাউরী ঝড়ের চলমান স্রোতে
পরগাছা শ্যাওলায় আশ্রয় চায় কালের খেয়ায়
বুকপাঁজর কেবল আড়াল খোঁজে
সই করা কাগজ সমাজের দপ্তরে
অনাদরে পড়ে থাকে ধুলোর আস্তরণে
অকেজো কাগজে বিশ্বাসী মন সৎ ও সতী হয়ে থাকো
মরলে স্বর্গে হুর – গেলমান ও বিলদান পাবা !

পুড়ে যায় রাতের শাড়ি! – রীনা তালুকদার [Bengali Poetry]

সমর্পণের রাত যায় পাংশু মুখে –
পশ্চিমে দ্রাঘিমার লাল গালিচায়
আন্তর্জালের যখন দ্রুত গতির গোপন খেলা
লোহিত সাগর উজাড় করা হৃদয় আনচান
পাঁজরের কম্পনে বিহ্বল তিহামাহ’র নক্ষত্র ভরা আকাশ ;
অধরে, ওষ্ঠে, যুগল বাহুতে আশংকাজনক ঝড়
আতৃষ্ণার শীৎকারে খই ফোটে আরাফাতের গ্রানাইটে
নিষিদ্ধতর লোবান ছুঁইয়ে ছুঁইয়ে বিশুদ্ধ বাতাস
মুগ্ধতায় বুকের গহীনে অপেক্ষায় থাকা রুদ্ধশ্বাস
শীতলতার আবেদনে অপেক্ষমাণ সুদূরে অদূরে
জয়তুনের ফুলও নিলাজ হেসে ওঠে বারান্দা পেরিয়ে
ব্যালকনির রোদ কপোলে অসহ্য ঠেকে
শুষ্কতায় মরুর দেশে অতৃপ্তির হাহাকারে
পুড়ে যায় নিত্য রাতের শাড়ী, কাঁচুলি সহ যাবতীয়!
কিছুই কি দিবার নেই ?
আন্তর্জালের তরঙ্গে অন্তত:মৈথুনের চুমু পাঠিয়ে দিও..।

ভিসা – রীনা তালুকদার [Bengali Poetry]

আকুলিত দু’চোখে তুমুল পোড়ে
সাতটা নয় হাজার হাজার হাবিয়াহ্
নীচতলায় নহর বয় কহর দরিয়ার
তোতার ঠোঁটে বড় বেশি বেপরোয়া বোল
জোয়ারের মালভূমিতে –
মরুর লালচে বালির পালক ভিজে একাকার
পাসপোর্ট পেয়ে কর্ডনে ঘরদোর

অগত্যা ভিসা দেয়া হলো জান্নাতুল ফেরদাউসের !

রীনা তালুকদার | Rina Talukder

New Bengali Novel 2023 | অকপটে অগ্রজকে | অতনু দাশ গুপ্ত

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ২) | উপন্যাস

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৩) | উপন্যাস

New Bengali Novel 2022 | ফিরি বিশল্যকরণী (পর্ব ৪) | উপন্যাস

bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *