Top Best Bengali Poetry 2023 | মহা রফিক শেখ | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY

কাপুরুষ – মহা রফিক শেখ [Bengali Poetry]

আশ্রিতা যুবতীর অপাপবিদ্ধ ভালবাসাকে- পাত্তা দিইনি,
কবেই তা প্রত্যাখ্যান করেছি।
হয়তো শরীর পাইনি বলে!
জাপটে ধরার সাহস কই?
দুর্বল বক্ষপিঞ্জরে কটমট করে – শুকিয়ে যাওয়া বিকল হৃদযন্ত্র।

রাস্তার পাশেই অসহায় রমণী লালসার শিকার।
করুণ আর্তনাদ- কানে পৌঁছায় না।
গট গটিয়ে হেঁটে যাই।
হয়তো আবদার মেটেনি বলে!!
কৃত্রিমভাবে শ্রবণযন্ত্রটাও বিকল!

কোন প্রিয়জন যখন পড়ে দুর্বিপাকে।
হঠাৎ শিরদাঁড়ার হাড়গুলো জেগে ওঠে,
চিৎকার করে ডাকতে চাই- সাহায্যের হাত।
কেন জানি না ।
কোন এক অজ্ঞাত কারণে বাগযন্ত্র এবার বিকল হয়।

দূরে চোখের ঠুলি খুলে দাঁত কেলিয়ে হাসছে …..জনগণ।

দূর থেকেও ভালোবাসা যায় – মহা রফিক শেখ [Bengali Poetry]

দূর থেকেও ভালোবাসা যায়
কাছে না এলেও,
দূর থেকেও মনে রাখা যায়
কাছে না পেলেও।
দূর থেকেও খুঁজে পাওয়া যায়
হারিয়ে গেলেও,
ভিড়েও চেনা যায়
ব্যস্ততা ভুলেও।
দূর থেকেও ভালোবাসা যায়
সবকিছু ফেলেও,
অন্ধকারেও দেখা যায়
দু নয়ন মেলেও ।
ভালোবাসা থামে না
অপরাধী হলেও,
ভালোবাসা ভালোবাসাই
অন্ধকার জেলেও।

বাঙলা ভাষা – মহা রফিক শেখ [Bengali Poetry]

নিজ দেশে পরভাষা
একটুও চাই না,
বাংলাতেই “বাংলা”
এই মোদের বায়না।

নিজ দেশে পরভাষা
যদি যাও ভুলে,
বাংলাই সেরা হবে
বিশ্ব ভাষাকুলে।

নিজ দেশে পরভাষা
একটুও সয়না,
হিন্দি ও উর্দু
মোটেই তা চাই না।

পলাশের রঙে – মহা রফিক শেখ [Bengali Poetry]

পলাশের রঙে
ফাগুন মনে
বসন্ত সেজেছে
ভালোবাসার ঢঙে।

পলাশের রঙে
আগুন দিনে
বাসরে বসন্ত আজি
যেন রঙচঙে।

পলাশের রঙে
দ্বিগুণ প্রেমে
সেজেছে লাজুক ফুল,
রাঙা বধূর সঙে।

তবুও সূর্য ওঠে – মহা রফিক শেখ [Bengali Poetry]

আকাশের বুকে গাঢ় অন্ধকার
ভোরের কলিতে কুয়াশার ছোবল।
তবুও সূর্য ওঠে।

ক্লান্ত রাতের বিফল স্বপ্ন
আশার আলোর আত্মহত্যা।
তবুও সূর্য ওঠে।

পর্ণমোচীরা হা হুতাশ করে।
ক্লোরোফিল লুট হয় পোকার কামড়ে।
তবুও সূর্য ওঠে।

কোমর ভাঙ্গা লতার আকাশ ছোঁয়ার ব্যর্থ কার্যকলাপ।
গুহায় বিষাক্ত কীটের খেলা।
তবুও সূর্য উঠে।

মরণ ফাঁদে – মহা রফিক শেখ [Bengali Poetry]

যৌবনের পসরা সাজানো দেহে
চোখ আটকায় বারবার,
শরীর ক্লান্ত হওয়ার আগেই –
অক্ষিগোলকে তন্দ্রাবেশ!

উচাটন মনে – ফাগুনের রঙে,
যৌন-জ্বরের বাড়াবাড়ি।
সদ্যস্নাত বৃষ্টি ভেজা আঁচলে –
মন খুঁজে বেড়ায় – বিদ্যুৎ তরঙ্গে।
শরীর ক্লান্ত হওয়ার আগেই –
হৃদ্গতির ছন্দপতন।

বুকের মাঝে উপত্যকার লড়াই,
তবুও ডানা গজানো মন পিপীলিকা হতে চায়।
শরীর ক্লান্ত হওয়ার আগেই –
পার্বত্য পথে হোঁচট!
মায়াবী যৌবনজালে – আদিম রিপুর ষড়যন্ত্র –
তনু মন আটকে পড়ে – মাকড়সার জালে।

কেশ কন্যার প্রেমে – মহা রফিক শেখ [Bengali Poetry]

আলতো ওই চুলে
মন যায় ভুলে।
রাগের বরফ
নিমেষে গলে।

ওরে কৃষ্ণ কলি
তোর প্রেমেই চলি।
অপরূপ কেশবাহার
কেমনে ভুলি?

তোর লম্বা কেশে
নানা রঙের বেশে,
মন সঁপেছি –
শুধু ভালোবেসে।

সিক্ত ঝোড়ো কুন্তলে
হৃদয় অন্তরালে,
দেখি নয়ন সুখে –
প্রেম প্রীতির ছলে।

কেশরাজির মুলে –
শিশিরের কোলাহল,
প্রেমের আঁচে অক্ষি নাচে –
চোখ ছল ছল।

সাঁঝ বেলার সাজে –
তারাদের মাঝে,
খোঁপায় বনফুল,
ত্রস্ত যামিনী – যেন কামিনী,
সুবাসিত চুল।

তাতে আমার কি – মহা রফিক শেখ [Bengali Poetry]

তুমি আকাশ হও,বা মহাকাশ
তাতে আমার কি বলো তো?
আমি চন্দ্রযানে পাড়ি দিব
ছোঁয়ার নেশায় দিগন্ত!

তুমি তারকা হও, বা মহাতারকা
তাতে আমার কি এসে যায় –
অভিনয় দিয়ে মাতাবো আমি
সারা বিশ্বময়।

তুমি রাণী হও,বা মহারাণী
তাতে আমার কি তোমার শাসনে,
আমি অশোক হয়ে শান্তি ফিরাবো
বসে একাসনে।

তুমি সাগর হও,বা মহাসাগর
তাতে আমার কি সুখ?
আমি ডুবুরি হয়ে – খুঁজব গিয়ে
মণি মুক্ত ঝিনুক।

তুমি কবি হও, বা মহাকবি
তাতে কাব্যের কি এসে যায়?
আমি হোমার হয়ে লিখবো শুধু
ইলিয়াড আর ওডিসি।

অবলুপ্তির পথে – মহা রফিক শেখ [Bengali Poetry]

অপেক্ষারা আর অপেক্ষা করে না,
উপেক্ষা করেই চলে যায়।
মনটাও আর খারাপ করে না।
ওটা তো কবে থেকেই বিকল।
ইচ্ছা – অনিচ্ছার দ্বন্দ্বে –
হারিয়ে যায় সময়।
দুর্বল শরীরে – যৌবনেরা আর খেলা করে না।
ভাঁটার টানে মন আজ বদ্বীপ।
গতিপথের বাঁধায় হতবাক জলরাশি।
আবেগের বেগগুলি ক্রমশঃ চলৎশক্তিহীন
বিন্দুতে পরিণত।
বাকশক্তিরাও অনিয়মের ধর্মঘটে সামিল।
কণ্ঠ ও জিহ্বায় শব্দের আড়ি।
মৃত প্রায় শরীরে – মমির আস্তরণ।
দেহ ও মন ক্রমশঃ জড়ে পরিণত।

শুধু তোমার জন্য – মহা রফিক শেখ [Bengali Poetry]

মোমবাতির আলোয় খুঁজে নেব তোমায়।
সে যতই গাঢ় অন্ধকার হোক না কেন!
যদি অমাবস্যা নেমে আসে – আসুক।
আমি পূর্ণিমা ছিনিয়ে আনবো।

এলোমেলো চুলে বেঁধে যাবো খোঁপা,
সে যতই লম্বা হোক না কেন!
যদি বাঁধন খুলে যায় – খুলুক।
আমি জোনাকিদের নিয়ে সাজাবো খোঁপায়।

চোখের তারায় ভেসে যাবো –
আকাশ তারার সাথে,
সে যতই দূর হোক না কেন!
যদি ডানা খসে পড়ে – খসুক।
আমি পক্ষীরাজের সাথে পরী নিয়ে আসবো।

প্রেমে মন মেলাতে – মহা রফিক শেখ [Bengali Poetry]

এলোমেলো চুলে – মন যায় ভুলে,
তরী-মন দুলে – একটুখানি ছুঁলে।
কাজল ভরা আঁখি – অপলকে দেখি,
শোন ওরে সখী – এ প্রেম নয় মেকি।
রাঙা ঐ ঠোটে – যদি পরশ জোটে,
হাজারো ঢেউ ওঠে – হৃদয়নদী তটে।
নূপুরের আওয়াজে – সুর তুলি রেওয়াজে,
কত কড়া মেজাজে – মন আজ সওয়া যে।
রূপ সাগরের তীরে – পথিকের ভীড়ে,
দুজনে ঘিরে – লীন হবো নীড়ে।
স্মিত হাসির ভেলাতে – লুকোচুরি খেলাতে,
কাটে কাল বেলাতে – প্রেমে মন মেলাতে।

সভ্যতা সংকটে – মহা রফিক শেখ [Bengali Poetry]

অতৃপ্ত রাতের স্বপ্নেরা –
হঠাৎ হাঁসফাঁস করে ওঠে।
অমাবস্যার কালো হাত
টুঁটি চেপে ধরে।
প্রকাণ্ড আকাশটা বুকে নেমে আসে।
স্পষ্ট বুঝতে পারি –
এ আকাশ নীল নয়।
ভোর হতে এখনও অনেক বাকী।
গত দিনের ক্লান্তি আর অভিমানে –
বেঘোরে ঘুমোচ্ছে সূর্যটা।
সকালে উঠবে কি না জানি না !
পেঁচার অহর্নিশ ডাকে – ঘুমেরা বেজায় বিরক্ত।
ভয়ঙ্কর গিরিখাত – এদিক ওদিক।
তটস্থ প্রাণীকুল।
সভ্যতাকে চিবিয়ে খেতে আসছে –
দ্রুতবেগে, বুভুক্ষু ডাইনোসরের দল।।

তবুও ভালোবাসতে চাই – মহা রফিক শেখ [Bengali Poetry]

রক্ত স্রোতে আর ভীড় জমায় না –
লালায়িত যৌনকণারা,
বাষ্পীভূত হয়ে উবে যায়।
যেখানে হদিশ মেলা ভার ।
হৃৎপিণ্ডে ঢেউ জাগে না –
রক্তের “পাম্পিং” কমে গেছে কবে!
শিরা ধমনী গ্রীষ্মের শুষ্ক নদী নালা।
ইচ্ছেগুলোও শুকিয়ে মরা কাঠ।
বয়সের ভারে ন্যুব্জ ডানা।
চোখের চাহনিতে আজ নিস্তেজের বার্তা,
প্রতিটি পলকে – হোঁচট খাওয়া দৃষ্টিতে –
ঘনঘটা কুয়াশার।
তবুও পোড়া মন…..
ভালোবাসার গভীর মায়াজাল খোঁজে।

না ছোঁয়া শরীরে – মহা রফিক শেখ [Bengali Poetry]

ভালোবাসার আগুন দ্বিগুণ হয়েছে।
হৃৎপিণ্ডের এক কোণে এখনও ধিকি ধিকি জ্বলে।
চুম্বনের নেশায় ঠোঁট কখনো একাত্ম হতে পারে নি,
ক্ষণিকের ছন্দপতনে।
লিপস্টিকের সেই সুঘ্রাণ- এখনও শুঁকে বেড়ায়।
হাতে হাত রেখে চোখের দিকে আর তাকানো হলো না।
অথচ বুক পকেটেই ছিল – সেই কাজল।
এখন শুষ্ক হয়ে ভুসো কালিতে পরিণত।।
শরীরের আনাচে কানাচে মরণ ফাঁদের নেশা।
তখন মাতাল বা নেশাগ্রস্ত হই নি ।
এখন পড়ন্ত বিকেলে স্মৃতিপটে ভাসে।
,”বুক ভরা ভালোবাসা, না ভালোবাসা ভরা বুক”–
এই নিয়ে দ্বন্দ্বে ছিলাম।
সাহস হয় নি- প্রথা ভাঙার খেলায়- নিয়ম মেনে নিয়ম ভাঙার!!!

মহা রফিক শেখ | Rafik Shaikh

Loukik Debota Masan Thakur | লৌকিক দেবতা মাশান ঠাকুর | 2022

Porokia Prem Ekaal Sekaal | পরকীয়া প্রেম (একাল সেকাল) | 2023

Rabindranath Tagore’s love for art and literature

Fathers Day History | পিতৃ দিবসের ইতিহাস ও বাঙালি আবেগ | 2023

bengali poetry | bengali poetry books | bengali poetry books pdf | bengali poetry on love | bangla kobita | poetry collection books | poetry collections for beginners | poetry collection online | poetry collection in urdu | poetry collection submissions | poetry collection clothing | new poetry | new poetry 2022 | new poetry in hindi | new poetry in english | new poetry books | new poetry sad | new poems | new poems in english | new poems in hindi | new poems rilke | new poems in urdu | bangla poets | indian poetry | indian poetry in english | indian poetry in urdu | indian poems | indian poems about life | indian poems about love | indian poems about death | Bangla kobita | Kabitaguccha 2022 | Shabdodweep Writer | Shabdodweep | power poetry | master class poetry | sweet poems | found poem | poetry night near me | poem about myself | best poets of the 21st century | christian poems | prose poetry | poetry international | poetry pdf | free poem | a poem that tells a story | beat poetry | poetry publishers | poem and poetry | def poetry | heart touching poetry | poetry near me | prose and poetry | poem on women empowerment | identity poem | quotes by famous authors and poets | bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment