New Bengali Poetry 2023 | প্রতিম ঘোষ | কবিতাগুচ্ছ

Sharing Is Caring:
BENGALI POETRY

মানিক জোড় – প্রতিম ঘোষ [Bengali Poetry]

সোনার আংটি নয় বেঁকা
নোলক কভু রবে না একা।
সোনার চাঁদি রূপার চাবি
করিস নেকো নিজের দাবী।

জীবন কথা মধুর বার্তা
করবে লোকে বহু চর্চা,
যার মাঝে নেই প্রেমকথা
হবে নাকো তাহা শূন্য কথা।

সঠিক কথা পূর্ণ গাঁথা
রইবে যাহা পূর্ণ কথা,
ওরা হবে মানিক জোড়
গড়বে নাকো নকল গড়।

আসল গড়ে ঢুকবে যবে
সময় বুঝে তাড়া দেখাবে,
সোনা চাঁদি হেলায় পাবি
তখন তাহা নিয়ে খেলবি।

মুঠোফোন – প্রতিম ঘোষ [Bengali Poetry]

বিংশ শতাব্দীতে আর্মস্ট্রং চাঁদে যায়
চাঁদে জমি বর্তমানে ক্রয় হয়,
বিংশ শতকে ফোন এসে যায়
চিঠি লেখা বন্ধ মুঠোফোন আসায়।

দুনিয়ার নিয়ম বদলে গেছে
অনলাইনে দুনিয়া বেশ চলছে,
প্রযুক্তি বিজ্ঞানে দিন কাটছে
ফোনে সকলে মশগুল হয়েছে।

মুঠোফোন সব ছিনিয়ে নিয়েছে
শিশুরা ফোন নিয়ে খেলছে
বড়োরা ফোনে বুদ হয়েছে
ফোন একমাত্র সাথী হয়েছে।

ফোন মানুষের মরণ ঘনায়
ফোন কানে দুর্ঘটনা হয়
সুষ্ঠু ভাবে ব‍্যবহার করে
মুঠোফোন নাও আপন করে।

সমাজ সংসার মুঠোফোনে আবদ্ধ
মুঠোফোন করছে কি মন্দ!
মুঠোফোন দুর কে করেছে নিকটে
মুঠোফোন ফেলছে নানা সংকটে।

মুঠোফোন আমাদের করেছে আধুনিক
মুঠোফোন নিয়ে চিন্তিত নিন্দুক,
অগ্রসর সমাজে হয়েছে অগ্রগতি
মুঠোফোন সাহিত‍্য বিজ্ঞানে এনেছে গতি।

কষ্টের জীবন – প্রতিম ঘোষ [Bengali Poetry]

ঈশ্বরের এক অমর সৃষ্টি হল পশু
নিবিড় সম্পর্কে আবদ্ধ মানব ও পশু,
অবলা পশুর আত্মারে দাও সবাই মান,
পোষ্য মনিবের খায় হয় বাড়ির দারোয়ান।
অমানবিক তাদের পাথর ছোঁড়ে বিষ খাওয়ায়,
অবলা প্রাণীরা কষ্ট পায় মারা যায়।

আমাদের বাড়িতে একটি ছোট্ট নেড়ি এসেছিল
সকলের ভালোবাসায় ভালো পোষ মেনেছিল।
মৃত্যু তাকে আমাদের থেকে তাকে সরিয়েছিল
একটি গোখরো বর্ষার রাতে বারান্দায় ঢুকেছিল
নেড়ির সাথে তার ভীষণ লড়াই হয়েছিল।
সাপ মরে নেড়ি ছোবলে প্রাণ দিয়েছিল।

কবিতা দিবস – প্রতিম ঘোষ [Bengali Poetry]

বর্ণদের একত্র করে
শব্দ তৈরী করে,
বাক‍্য করে লেখার দেবতা
লিখি মনের কবিতা।

নতজানু হয়ে দেখি সৃষ্টি
ফেলে মনের দৃষ্টি,
জন্ম জন্মান্তর ধরে
আঁকড়ে থাকব কবিতারে।

বিশ্ব কবিতা দিবস
আঞ্চলিক জাতীয় ভাষার দিবস,
প্রকাশনা উৎসাহিত করবে
কবি কবিতা রচিবে।

মায়ার সংসার – প্রতিম ঘোষ [Bengali Poetry]

মায়ার সংসারে আবদ্ধ হতে চাই না
সংসারের কোন মোহ পাই না
ঈশ্বরের চেতনা ছাড়া কিছু চাইনা
বদ্ধ সংসার হতে মুক্তি পাই না।

মায়ার সংসারে হরেক দয়া
দয়া নিয়ে কেবল বাড়ানো মায়া
তুমি প্রভু আমি দাস করো দয়া
ঈশ্বর দাও শ্রদ্ধা ভক্তি করো দোয়া

সংসারে নানা সংকট সর্বদা
সংসারের জড় সম্পত্তিতে দেখাই মর্যাদা
হয় নাকো সঠিক দেওয়া তোমায় মর্যাদা
মায়ার সংসারে যেন না হয় তোমার অমর্যাদা।

চেষ্টা বিনা মেটে না তেষ্টা
কথার স্বর্গ ভর্তি করে পিষ্টা
মায়ার সংসার অর্থ নির্ভর
দয়ার খাতা হোক সুন্দর।

মায়াময় সংসারে দেখাও দয়া
তোমার চরণতলে রইল থোয়া
তুমি বিনা কারে ডরাই
তুমি বিনা কোনো স্থান নেই।

মায়াময় সংসারে তুমি প্রধান
শিক্ষার চেতনায় নেই অর্জিত জ্ঞান
মায়া হয়ে অন্য সম্পদে নাহি আসে টান
দয়া করে তোমার পাদপদ্মে দাও স্থান।

কলম সৈনিকেরা – প্রতিম ঘোষ [Bengali Poetry]

স্বপ্ন কি শেষ হল!
ভিন্ন স্বপ্নে লেখ কবিরা
যদি স্বপ্ন না থাকে,
লেখা কলমের বলে কাকে!
বাস্তব কঠিন হবে জীবনে,
তবে কলম বিদ্রোহী হোক!
শব্দে রক্ত ঝড়ে পরুক
সৃষ্টি তোমায় করতে হবেই!

কলম সৈনিক চলবে থামলে,
কবির লেখার ধার কমলে,
সমাজের বিরাট ক্ষতি হবে
কবি তুমি হও সজাগ;
দৃষ্টিতে আসুক নব বেগ
অদৃশ্য দিশায় জাগরণ হও
তুমি সত‍্যের সারথি হও
খোলো সমাজের নব দুয়ার
বিদ্রোহের শক্তি লেখায়।
কলমে শব্দের গুলি
লেখায় কলম তুলি
সদাই কথার বুলি
কলম সৈনিকের যবান
উথাল পাতাল জীবন
গ্রামগঞ্জে নগরে হবে ধন্য
কলম সৈনিক নয় নগণ্য।

মহিমা – প্রতিম ঘোষ [Bengali Poetry]

চরণতলের মহিমা নেই জানা
বিস্তার প্রাণের নাগাল খানা
স্পর্শ করিবে না কি!
বিধ্বস্ত জীবনের ধকল কি?

ছন্দ দিয়ে সাজিয়ে তারে
কৌশলে তারে আনি স্বরে
মন্দ ভাগ্য হলে পরে
তার কথা মনে পরে।

কথা কও কথা কও
লেখাতে ছন্দ সাজিয়ে লও
বাণী বীণার তারে রও
বেণুর সুরে প্রসারণ হও।

ভিক্ষুক হয়ে ভিক্ষা করি
তোমার সদা পায়ে ধরি
ধর্ম কি বিদায় নিলি!
জাতের নামে পিছপা হলি!

যার নাগালে থাকিস রয়ে
ছন্দ যেথা যায় দিয়ে
তারেই সদা চাই নিজে
পাঠ তোমাকে নিব খুঁজে।

মহান হয়ে থাকো পাশে
থাকো আমার সর্বদা নিঃশ্বাসে
মধু হয়ে থাকো শীর্ষে,
থাকি পাঠ তোমার বীর্যে।

পরাস্ত – প্রতিম ঘোষ [Bengali Poetry]

পরাস্ত হবো-হলো বললেই,
পরাস্ত বলে কিছু নেই।

পরাজিত পরাজয় জীবনের কথা
হারের দুঃখে জীবনের ব্যথা।

ইচ্ছা অধ্যবসায় চেষ্টা তৎপরতা
বাধা মুক্তি আনো সাহসিকতা।

জীবনে কষ্ট হল অলংকার
সংগ্রামে জয়ী হওয়া পুরুষকার।

দুঃখ অশান্তির মাঝে শান্তি
খুঁজে পাওয়া হল নিষ্কৃতি।

দুখের মাঝে হও জাগরণ
হেসে খেলে দুঃখ সমাধান।

বিপদে মন উদ্বিগ্ন হয়
আশঙ্কা মনের ভাঙন ঘটায়।

সুখ শান্তি বড়ই নিজের
আত্মাকে তুষ্ট কর আপনার

একজনকে ভালোবাসে ভরসা করবে,
সুযোগ পেলে আঘাত করবে।

ক্লান্তি ছেড়ে হও অগ্রসর
হারের মানসিকতা কর পরিহার।

জগতে হারের মাঝে জেতা
চাওয়া পাওয়ার মাঝে বিজেতা।

দুনিয়া কঠোর মানাতে হবে
সময় হলে পিছোতে হবে।

নিপুণতা জীবনের আসল প্রাপ্তি
সঠিক পথে হাঁটলে তৃপ্তি।

সুখ-দুঃখ – প্রতিম ঘোষ [Bengali Poetry]

দুঃখ শরীরে সহিতে হয়
মজ্জার মাঝে রাখতে হয়
মন দিয়ে তাকে পুষতে হয়
প্রকাশ করতে নাহি হয়

জীবনের শত জ্বালা নিজের
দুঃখ-গাথা রচিব না পরের
দিশার সাগর খুঁজবে অন্তর
দুঃখ কথার নাই উত্তর।

ব্যথা আমার করব প্রতিকার
যন্ত্রণা নিজের করব সৎকার
দুঃখের মাঝে সুখের চিৎকার
দুঃখ সহ্যের সাহস দরকার।

সুখ নিয়ে বাঁচতে হয়
সুখের তরীর গীত গায়
সুখ মিতে পাতাতে হয়
হেসে-খেলে জীবনে বাঁচতে হয়।

সুখের জন্য কাঁদতে নেই
সুখ নিয়ে বাঁচতে চাই
সুখ-দুঃখ নিয়ে গঠিত জীবন
সুখের মাঝে দুঃখের মরণ।

নিজ দুঃখ নিজের রবে
কেহ তাতে ভাগ নেবে
সুখের সাথী অজস্র পাবে
দুখের সাথী পিছিয়ে যাবে।

ভাবতে শেখ নিজে সুখী
পালিয়ে যাবে মনের দুখী
হাসি মুখে দুখ সহে
থাকো বেঁচে জীবনের মোহে।

উদ্বিগ্ন – প্রতিম ঘোষ [Bengali Poetry]

আছো কি তাকিয়ে আমার দিকে!
ঝলমলে রোদ্দুরের আলো ফিকে,
মনকাড়া ভোর চাইছে মাতাবে মিতে
পূবের আকাশ তৈরি আলো দিতে।

উদ্বিগ্ন প্রেম থাকবে কি নীরবে!
তোমার লেখা ফোন দেখবে,
তোমার গলার স্বর ফোন কী শুনবে?
কাটছে আঁধার নীলাকাশে তুমি আসবে।

আমার মন পারনি কি চিনতে!
তোমার চোখের প্রেম বুঝতে,
তুমি কেন দুরে চাই জানতে?
তোমার প্রেমে আমায় হাবুডুবু খাওয়াতে।

তিনবেলা পাইনি কি কন্ঠ তোমার!
মনের খাঁচা হয়েছে দুর্বার,
মর্যাদা সম্মান তুচ্ছ আজ আমার
অজানা প্রেমিক আমার তোমায় দরকার।

ভুলে গেছ কি মলে হয়েছিল সাক্ষাৎ!
মন চায় পুনরায় মুলাকাত,
নয়নে আছো তুমি প্রিয় দৌলত
নাও পাশে দেখিও না অজুহাত।

জয়ী তারা – প্রতিম ঘোষ [Bengali Poetry]

শীর্ণ দেহে জীর্ণ ব্যথা
দম্ভ জাগায় কথা।
জন্ম হতে সমস্যা যত
হয়েছে তাদের গত
কথা বলায় নয় সাবলীল-
শরীরে দুর্বল,
পায়ে লিখে হুইলে চড়ে কোলে চেপে
তারা মাধ‍্যমিক বাইশের টপে,
আলমগীর লিখে পা’য়ে,
ছয়শো পঁচিশ পায়ে।
মিতালি পারে না হাঁটতে
কোলে করে যেত স্কুলটিতে,
পাঁচশো চুয়ান্ন পেয়ে প্রথম সারিতে।
অরিজিৎ পিতাকে হারিয়েছে,
হুইল চেয়ারে বসে পরীক্ষা দিয়েছে
পাঁচশো একান্ন পেয়েছে।
কেহ গরীব কেহ অসুস্থ শরীরে
প্রানপণে শিক্ষা অঙ্গ করে
প্রথম মাইলফলক নিলে জয় করে।
তোমরা প্রতিষ্ঠিত হও জীবনের পথে
বিশেষ ভাবে সক্ষম উঠুক উঁচুতে,
বিশেষ ভাবে সক্ষম আসুক আলোতে।

বয়সের ধারা – প্রতিম ঘোষ [Bengali Poetry]

বয়স ক্রমবর্ধমান হচ্ছে
শরীরে প্রভাব পরছে
চামড়া কুঁচকে যাচ্ছে
চুলে পাক ধরছে;

আত্মা লব্ধ মনে
জাগ্রত রয়ছে প্রাণে,
মন চিরতরে উজ্জ্বল
তার প্রকাশ সজল;

সে আছে সমধারাতে
চামড়া ঘেরা অন্দরেতে
তার প্রভার রূপ-রস-ঘ্রাণেতে
উৎফুল্ল জীবনের চাহিদাতে,

মন দেয় বুঝিয়ে
চোখ দিয়ে দেখিয়ে
বসন্তের রূপকে চিনিয়ে
কুহুর ডাক শুনিয়ে,

মন দেয় দমিয়ে
প্রেমের রস পালটিয়ে
বয়সের ধারা বাড়লে
মন রাখে আগলে,

প্রকৃতির প্রতি আকৃষ্ট
সব প্রেম নিকৃষ্ট
বাড়ুক যত বয়স
ঋতুকে নিয়ে আয়েস।

আমরা যুবক – প্রতিম ঘোষ [Bengali Poetry]

আমরা যুবক আমরা স্বাধীন,
আমরা চাই না হতে পরাধীন।
আমরা চেতনায় হই মুক্ত
আমরা জীবন পথের ভক্ত
ঝরিয়ে ঘর্ম শুদ্ধ করি রক্ত

আমরা প্রতিজ্ঞায় দৃঢ় চিত্ত।
আমরা ভঙ্গুর সমাজের মিত্র
আমরা মানি না কারও শৃঙ্খলাতা,
আমরা আবেগের কাছে আপ্লুতা,
আমরা ভালো-মন্দ বিচার করি না।

আমরা পরাজিত হতে চাই না
আমরা গরম ঠান্ডা ভয় পাই না
আমরা বৃষ্টি তুফান মানি না
আমরা অন্যের ভরসায় বাঁচি না
আমরা কলঙ্কিত হতে চাই না,

আমরা নিজেকে অশুদ্ধ করি না
আমরা জল ঝড় তুফান বাতাস,
আমরা নতুন যুগের শ্বাস-প্রশ্বাস।
আমরা নিজের কাছে নিয়েছি শপথ
আমরা করব গঠন সুপথ।

আমরা মুক্ত করি সোনালী পথ,
আমরা পথের দাবিকে নিয়েছি মেনে
আমরা উদ্দামতায় ছুটি রাতে দিনে
আমরা জীবন কে চাই নিতে চিনে,
আমরা নতুন সূর্যের কণা,

আমরা বিপদ আসলে তুলি ফণা।
আমরা গর্জে উঠে ঝাঁপিয়ে পড়ি,
আমরা শৌর্যে শত্রুর শির পদানত করি।
আমরা যুবক আহ্বান করি নতুন দিন
আমরা যুবক চাই থাকতে স্বাধীন।

ভাবনা-ফারাক – প্রতিম ঘোষ [Bengali Poetry]

মানুষ ডাবে এক হয় আর এক
মনের চাহিদার সাথে যার ফারাক
স্বর্ণ সময়ে মানুষ দেখালে দেমাক
কাটলে সময় হয় উজবুক।

ধন্য মানব রেখো না ক্রোধের চিহ্ন;
চলার পথ হবে নিশ্চিহ্ন—
ধরণীতে কে স্বাধীন!
ভাগ্যের কাছে সকলে পরাধীন।

মানুষের ইচ্ছা অনিচ্ছা নেই,
নিজের কোনো মূল্য নেই
প্রভুর কৃপায় মঙ্গল পাই
এ দুনিয়ায় নিজের কিছু নেই!

মৃত্যু – প্রতিম ঘোষ [Bengali Poetry]

তুমি বাস্তব তুমি পারদর্শী-
তুমি অবিচল করো না দোস্তি।
তুমি নির্ভীক নেই মনস্তাপ
তুমি শীতল নেই উত্তাপ।

তুমি অদৃশ্য করো স্পর্শ
তুমি কাড় পৃথিবীর আবাস।
তুমি দামাল করো উত্তাল
তুমি মাতাল চেনাও পাতাল।

তুমি আসলে যেতে হবে,
তুমি আসবে অতি নীরবে,
তুমি উদ্বেগ করো উদ্ধার
তুমি আসলে সমাপ্তি জীবনের।

তুমি ঘাতক শুনবে না ধমক
তুমি ধারক তুমি বাহক,
তুমি স্তব্ধ করবে শ্বাস
তুমি ছুঁলে হব লাশ।

প্রতিম ঘোষ | Pratim Ghosh

Bengali Story 2023 | মন্টুর মা | গল্পগুচ্ছ ২০২৩

Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ

Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | আশা নিরাশার দোলাচলে বাঁকুড়া জেলার কাঁসা শিল্প

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment