New Bengali Poetry 2023 | কবিতাগুচ্ছ | ইন্দ্রাণী সমাদ্দার

Sharing Is Caring:
Bengali Poetry

ইন্দ্রাণী সমাদ্দার – সূচিপত্র [Bengali Poetry]

এই সময় – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

ঠিক এখন এই সময় কেউ মনের ঘরের
সব আলো নিভিয়ে বিষাদে আচ্ছন্ন।
ঠিক এই সময় এখন হয়ত বা কেউ
প্রিয়জনের আলিঙ্গনে আবদ্ধ।
এই সময় এখন হয়ত বা কারোর
জীবন থেমে গেছে।
ঠিক সেই সময় কেউ অথবা অনেকে
মনের আনন্দে হাসিতে ভেসে গেছে
ঠিক এই সময় গাছে নূতন কুড়ি এলো
ফুল ফুটবে জেনে সবাই
আনন্দে ভেসে গেলো।
ঠিক সেই সময় কেউ নিজের কষ্টগুলোকে
অতি যত্নে মনের চিলে কোঠায় তুলে রেখেছে।

বাবা – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

এখন আমি ছাদে
পাখিরা বাসায় ফিরছে
দূরে কোকিলের ডাক
তাঁর চেয়েও অনেক দূরে
আজ তুমি।
একটা বছর তুমি নেই
শেষ এই দিনে তোমায় দেখেছিলাম
ভেবেছিলাম তখনো তুমি বিছানায় শুয়ে
তখনো বুঝিনি তুমি নেই
আমরা মৃত্যু গুনি
মৃত্যু শুনি টিভির পর্দায়।
কিন্তু বাবা আজও
তোমার এই ভাবে চলে যাওয়া
মানতে পারলাম না।

সময় – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

সময় ভালো যায়
কখনো সময় খারাপ যায়
ভালো সময় মন আনন্দে নাচে
খারাপ সময় মন দুঃখে ভাসে
ভালো সময় মানুষের ভিড়ে
বন্ধু চেনা যায় না
কিন্তু খারাপ সময় পাশে
বন্ধু পাওয়া না গেলেও
মানুষ চেনা যায়।
মানুষ চেনা সহজ নয়
সারা জীবন পাশে থেকেও
মানুষ চেনা যায় না।
তবে খারাপ সময়ে
সহজে মানুষ চেনা যায়।

তোমার মতো হতে চাই – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

তোমার মত হতে চাই
জানি সহজ নয়
তোমার মত সাধারণ ভাবে
বাঁচতে চাই।
জানি তাও সহজ নয়।
নিজের কথা না ভেবে
শুধু সবার কথা ভাবা
সবার মাথার ছাতা হয়ে থাকা
মোটেও সহজ নয়।
এই সব পাওয়ার যুগে
কিছু না পেয়েও সব পাওয়ার আনন্দ
এই সময়ে বড় বিরল গুণ।
তাই জানি তোমার মত হওয়া সহজ নয়।

বিদায় – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

কালো চাদরে ঢাকা আকাশ
গুমোট গরমে চোখের জলে
ভাসছে বাতাস।
কিছু মানুষ মুখ মুখোশে
ঢেকে মাঝরাতে দাঁড়িয়ে আছে
ছড়িয়ে ছিটিয়ে।
প্রিয়জনকে বিদায় দিতে,
গঙ্গাকে সাক্ষী রেখে।
গঙ্গা ভাসছে চোখের জলে।
চুল্লী জ্বলছে অভিমানে।

সতেরো কী আঠেরো – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

হঠাৎ করে পাড়ার মোড়ে,
যেতে যেতে পথে পথে
তখন যেন বয়স কত!
সতেরো কী আঠেরো হবে।
মনের মেঘে হঠাৎ করে,
বজ্র বিদ্যুৎ গর্জে ওঠে।
উথলে ওঠে মনের কোণে
চলকে পরা অনুভূতি।
ভালোবাসা ভাসতে থাকে
অনুভূতি হাসতে থাকে
ইচ্ছেরা উড়তে থাকে
নবীন মেঘের পাগলামিতে

৪ঠা ডিসেম্বর – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

একটা দিন ঘিরে থাকে কিছু
অনুভূতি ও একরাশ ভালো লাগা।
সেই দিন ও আছে, অনুভূতিরাও আছে।
শুধু আজ তুমি নেই,
তোমার জন্মদিনের দিন আছে।
তোমার হাতের ছোঁয়া আজও আমার হাতে ছুঁয়ে আছে, স্মৃতিরাও আছে।
তোমার সেই কথারা আছে।
কেক আছে, এক রাশ ভালো লাগা
ও কী আছে!
না আজ শুধুই দীর্ঘ শ্বাস আছে, তোমার জন্য কী পারিনি সেই কাঁটা ছেড়া
চলে মনের ভিতর অবিরাম আজও।
আমার বাইরের ঘরে নিত্যদিনের
অভ্যেস আছে আর মনের ভিতর ঘরের দরজা খুললেই এক মুখ হাসি নিয়ে
তুমি দাঁড়য়ে থাকো, এক হাতে চায়ের কাপ নিয়ে।আমার হাতে পায়েসের বাটি দেখে শিশুর মত আজও হেসে ওঠ।

পোস্টকার্ড – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

অলস দুপুর, মন খারাপের বিকেলে
তোমার অপেক্ষায় দিন কাটতো আমার।
তুমি এসে গেলে শব্দের স্পর্শে
মনে ভালোলাগার ঢেউ উঠত।
টুংটাং সাইকেলের শব্দে
তোমার আগমনবার্তা ভেসে আসত।
এসেছে, এসেছে পোস্টকার্ড এসেছে।
পড়তে পড়তে অনুভব হতো
যে লিখেছে তার অনুভূতি
ভেসে আসতো কত শব্দ, প্রিয়জনের কথা
পড়া হয়ে গেলে যত্ন করে
তুলে রাখা হোতো পোস্টকার্ড।
সময়ের স্রোতে লেখা ঝাপসা হলেও
পোস্ট কার্ড রয়ে যেত প্রিয়জনের যত্নে অক্ষত।

বৃষ্টি – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

তোর মুখে প্রশান্তি
তোকে দেখলে আমার
দুই চোখের পাতায়
নেমে আসে শান্তি।
তুই আমার জীবনের
পরম পাওয়া।
মেঘ সরে যায়
দূরের থেকে দূরে
রোদ ফিক্ করে
হেসে ওঠে মাঝরাতে।
বৃষ্টিতে আমার সব
রাগ, দুঃখ, অভিমান
ধুয়ে মুছে একেক্কার
হয়ে যায়।

অন্তহীন অপেক্ষা – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

তোমার অপেক্ষায় দিন চলে যায়
দিন চলে যায়, বয়স বেড়ে যায়।
কিন্তু মনের বয়স বাড়ে না।
আয়নায় নিজেকে দেখি
সত্যি কী নিজেকে দেখি!
আসলে যা দেখতে চাই
মন ঠিক তাই দেখায়।
মনের বয়স বাড়েনা
মন চির নবীন থাকে।
ফেলে আসা সেই দিনগুলিতে
ফোন ছিলনা, মন ছিল।
কৃত্রিমতা ছিল না, সজীবতা ছিল।
ভালোবাসারা আজ হারিয়ে গেছে,
সবুজ আলোর হাতছানিতে।
তবে সবুজ আলো আছে বলে
আজও তোমায় খুঁজি।
খুঁজতে খুঁজতে যখন হাঁপিয়ে উঠি
হারিয়ে যাওয়ার নদীর থেকে
একে একে উঠে আসে জীবনের স্রোতে
ভেসে চলে যাওয়া সেই ছেলেবেলার বন্ধুরা।
তখন ভারি চিন্তা হয়, ভাবি
সামনে এলেও তুমি চিনতে পারবে আমায়!
আমি পারবো তোমায় চিনতে?
আমার চোখে তোমার বয়স
একি জায়গায় দাঁড়িয়ে ।
তাই হয়ত চিনতে পারছিনা
তবুও তোমার অপেক্ষায় দিন কেটে যায়
অচেনা মানুষের ভিড়ে নিরন্তর তোমায় খুঁজে চলি।

মাতৃভাষা – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

আমার ভাষা আমার গর্ব
আমার ভাষা আমার প্রেম
আমার ভাষা প্রাণের ভাষা
বাংলা ভাষা আমার মাতৃভাষা
যে ভাষার প্রথম ডেকেছি মা
যে ভাষায় প্রথম শুনেছি মা
সেই ভাষা আমার প্রাণের ভাষা
সেই ভাষা আমার গর্ব
আমার বাংলা ভাষা।

ভাবনা – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

আমার অভ্যস্ত জীবনে
আমার অজান্তে তুমি
অভ্যাস হয়ে গেলে।
তুমি অলীক নাকি
বাস্তব! আমি জানিনা।
আসলে তুমি স্পষ্টবক্তা।
তোমার স্বচ্ছতা আমাকে
মুগ্ধ করেছে আবার
কখনো দগ্ধ করেছে।
আবার কখনো ভালোলাগার
আবেশে আচ্ছন্ন করেছে।
কখনো ভাবনারা ভাবিয়েছে।
অপরপক্ষের ভাবনা নেই
চিন্তার সময় নেই,
হয়তো বিষয়ও নেই।

শুধু তোমায় ভালবাসতে চাই – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

একটা দিন প্রাণ খুলে বাঁচতে চাই
একটা দিন মন খুলে হাসতে চাই।
একটা দিন ভারসাম্যহীন ভাবে বাঁচতে চাই
একটা দিন শুধু তোমায় ভালোবাসতে চাই ।
কিন্তু তুমি কে??
যে আমায় আমার মত ভালোবাসবে,
যে আমার স্রোতে আমার মত ভাসবে
যে শর্তহীন ভাবে আমার পাশে থাকবে ।
কিন্তু পাশে থাকা মানে, কাছে থাকা নয়
অনেক দূরে থেকেও যে সবসময় আমার
আর আমি তার অস্তিত্বের
আলিঙ্গনে আবদ্ধ থাকবো।
প্রাত্যহিক জীবনের থেকে খানিক দূরে
পার্থিব জীবনের ছোট – ছোট
চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে
শুধু একমুঠো ভালোবাসা ও
এক বুক নির্ভরতা যদি কারোর মধ্যে খুঁজে পাই
তাহলে শুধু তাকেই ভালবাসতে চাই ।

আমার রাজকুমারী চ্যাংদোলা – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

আমার ছোট্ট চ্যাংদোলা সে করে
সারাদিন খেলা, খেলা আর খেলা।
নেই কোন কাজ, নেই কোনো পড়া।
তাই সারাদিন সে করে
লেজ নাড়িয়ে খেলা,
বাঘের মাসি ছোট্ট চ্যাং দোলা
সারাদিন করে ম্যাও ম্যাও
ভদ্র বিল্লী চ্যাং দোলা
শুধু রেগে গেলে কামড়ে ও
আঁচড়ে করে ফালা -ফালা ।

ছাদ – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

দিনের শেষে চুপিচুপি
নেমে আসে রাত।
ঘড়ির পিছনে ছুটতে ছুটতে
সকাল গড়িয়ে দুপুর
দুপুর কখন যেন
বিকেল হয়ে যায়।
বিকেলের আকাশে উড়ন্ত পাখি,
পড়ন্ত বিকেলে বাসায় ফেরে।
পাখিদের হাতে ঘড়ি নেই
অথচ ঠিক সময়ে
দলবেঁধে বাসায় ফেরে।
দলছুট পাখিকে
খুঁজে নিয়ে আসে
আরেক সঙ্গী পাখি
সন্ধ্যের ছাদে দীর্ঘশ্বাস,
বাতাসে এসে মেশে ।

মন – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

দুটো মানুষ যেন দুটো গ্রহ।
নিজ নিজ কক্ষপথে এগিয়ে চলে
জীবনের রথে।
অভ্যস্ত জীবনে মাঝে মাঝে কক্ষচ্যুত,
লক্ষ্যচ্যুত হয়ে কী এক আবেশে
আচ্ছন্ন হয় মন।
অভ্যস্ত জীবনে মানুষ যখন শুধুই প্রয়োজন
তখন প্রিয়জন খোঁজে মন।
অবচেতন বা প্রাকচেতন মনে তুমি আছো।
শুধু অবচেতন কেন? ক্নান্ত,দীর্ঘ পরিশ্রান্ত
দিনের পর গভীর রাতে যখন নিজের মুখোমুখি
দাঁড়াই তখনও মাঝে মাঝে তোমায় খুঁজে পাই।
সচেতন মনেও তুমি থাকো ভোরের স্বপ্ন হয়ে।
আমি প্রত্যাশাহীন ভাবে থাকতে চাই তোমার ব্যস্ত জীবনে চলার পথে।

হৃদয়ের অনুভূতি – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

অনুভূতি ও আবেগের হাত ধরে
ভালোবাসা মনের ঘরে প্রবেশ করে।
বাস্তবের মাটি থেকে খানিকটা দূরে
এই ঘর, যুক্তি-তর্ক মানে না।
মনের চোরাগলি দিয়ে অনুভূতি ও
আবেগের হাত ধরে তুমি যখন এলে
বিশ্বাস করো বুঝিনি তুমি এসেছো!

সত্যিই কী এসেছিলে? মনে হয় এসেছিলে।
আমার মনের ঘর আর্দ্র করে
সেই দিন ও রাতের সন্ধিক্ষণে চলে গেলে।
মস্তিষ্ক স্নায়ুপথে খবর পাঠালো জীবনে
উত্তরণের পরিবর্তে আমি নাকি
অবতরণের খেলায় মেতেছি, মন সতর্ক হলো।
অনুভূতি,আবেগ আর যা সব ছিল
ছুঁড়ে ফেলতে গিয়ে চোখের জল ছাড়া
আর কিছুই ফেলতে পারলাম না।
চোখের জলে ভাসতে ভাসতে স্বপ্নের হাত ধরে
কখন যেন ঘুমের দেশে পারি দিলাম।
দেখি সেখানেও তুমি পৌঁছে গেছো।
কী সুন্দর দীঘির পাশে হাতেহাত ধরে আমরা
বসেছিলাম বহুক্ষণ। কতক্ষণ?
যতক্ষণ না আমার মোবাইলে অ্যালার্ম বাজলো।

স্বীকারোক্তি – ইন্দ্রাণী সমাদ্দার [Bengali Poetry]

অনেক মানুষের ভিড়ে তোমায়
অন্যরকম কী একটু ভেবেছিলাম!
ডেকে কথা বললে, মুখোমুখি বসলাম।
লেখা দেখলে,খানিক প্রশংসাও করলে
প্রশংসা কার না ভালো লাগে ?
আমারো ভালো লেগেছিল।
অস্বস্তি হচ্ছিল। ভীষণ অস্বস্তি।
তোমার চোখ যেন এক্সরে আই,
আমার জামা -কাপড় ভেদ করে সেই দৃষ্টি
আমার মনের ভিতর ঘর অব্ধি হানা দিচ্ছিল।
পরে সোশাল মিডিয়ায় তোমার
বন্ধুত্বের আমন্ত্রণে সাড়া দিলাম।
বন্ধুত্ব তালিকায় একজন নীরব
বন্ধুর সংযোজন হলো ।
এই সেদিন রাতে দেখলাম তোমার
লেখা কবিতা। শব্দ নয়, যেন চাবুক,
স্নায়ুতে স্নায়ুতে ভালোলাগা ছড়িয়ে পড়ল।
সব হারানোর যুগে যেখানে মানুষ
সব সময় ভয় নিয়ে ঘর করছে
সেখানে কী সাহসী তোমার লেখা,
মেরুদন্ডহীন মানুষের ভিড়ে
মেরুদন্ডযুক্ত বন্ধু পেয়ে খুব ভালো লাগলো।

ইন্দ্রাণী সমাদ্দার | Indrani Samaddar

Bengali Article 2023 | দুর্গা পূজার কথকতা | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | চিরায়ত ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য | প্রবন্ধ ২০২৩

Bengali Article 2023 | আশা নিরাশার দোলাচলে বাঁকুড়া জেলার কাঁসা শিল্প

Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ

এই সময় | বাবা | সময় | তোমার মতো হতে চাই | বিদায় | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২৩ | কবিতাসমগ্র ২০২৩ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন | এইসময় বিশেষ খবর | এই সময় (সংবাদপত্র) | এই সময় কলকাতা পশ্চিমবঙ্গ | এই সময় খেলার খবর | এই সময় ডিজিটাল ডেস্ক | এই সময় গোল্ড | এই সময় বিনোদন | এই সময় পত্রিকা | আনন্দবাজার পত্রিকা | সংবাদ প্রতিদিন | পিতৃ দিবস | বাবা টেবলেট | বাবা গান | বাবা পিক | বাবা মা | বাবা কবিতা | বাবা মানে | বাবা ছেলে | আমার বাবা | আমি তোমার মতো হতে চাই | বিদায় স্ট্যাটাস | বিদায় ছন্দ | বিদায় ফেসবুক পিক | সহকর্মীর বিদায় কবিতা | ভালোবাসার বিদায় | বিদায় স্ট্যাটাস ২০২৩ | কষ্টের বিদায় | বিদায় বন্ধু | বন্ধুকে বিদায় জানানো স্ট্যাটাস | শিক্ষা সময় | সময় সংবাদ আন্তর্জাতিক | সময় সংবাদ দুপুর ২টা | সময় টিভি ভোট | সময় সংবাদ ভিডিও | সময় সংবাদ ২৪ | সময় টিভি খেলার খবর | সময় টিভি লাইভ করোনা ভাইরাস আজকের খবর | সতেরো কী আঠেরো | ৪ঠা ডিসেম্বর | পোস্টকার্ড | বৃষ্টি | অন্তহীন অপেক্ষা | মাতৃভাষা | ভাবনা | শুধু তোমায় ভালবাসতে চাই | আঠারো বছর বয়স | ডিরোজিওর পুরো নাম কি | আঠারো বছর বয়স কী দুঃসহ | আঠারো বছর বয়স কবিতার ব্যাখ্যা | পাগলের ভাষা | পোস্টকার্ড পূর্ববঙ্গ | কলকাতা বৃষ্টি | বৃষ্টি সংক্রান্ত সাম্প্রতিক খবর | বৃষ্টির খবর | বৃষ্টি ভিডিও | বৃষ্টি কিভাবে হয় | বৃষ্টি কেন হয় | বৃষ্টি বিলাস | বৃষ্টির খবর | বৃষ্টি স্ট্যাটাস | বৃষ্টি ক্যাপশন | বৃষ্টি পড়ছে | বৃষ্টির অ্যালার্ম | বৃষ্টি কত প্রকার ও কী কী | মাতৃভাষা কাকে বলে | মাতৃভাষা দিবস | মাতৃভাষা বলতে তুমি কী বুঝ? | ভাষা অর্জন কি? | ভাষা দিবসে কি হয়েছিল? | মাতৃভাষা ভাব ও চেতনার বাহন | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | মাতৃভাষা কী | মাতৃভাষা বাংলা | মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি | মাতৃভাষা ভূমিকা | মাতৃভাষা অনুচ্ছেদ | মাতৃভাষা মাতৃদুগ্ধ সম | মাতৃভাষা সম্পর্কে ৫টি বাক্য | মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা | মাতৃভাষা এবং সাহিত্য | আশনা হাবিব ভাবনা | ভাবনা অর্থ | ভাবনা চিন্তা | ভাবনা নিয়ে কবিতা | অনিমেষ আইচ কোন ধর্মের | ভয়ংকর সুন্দর | অঞ্জন আইচ | দেবী চলচ্চিত্র | বহুরূপী ভাবনা | ভালোবাসি শুধু তোমায় | ভালবাসি তোমায় ভালবেসে যাব | ভালোবাসি শুধু তোমায় আমি

bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder

Leave a Comment