গোলাপ মাহমুদ সৌরভ – সূচিপত্র [Bengali Poetry]
কবিতার মঞ্চে – গোলাপ মাহমুদ সৌরভ
আমিও একদিন কবিতার মঞ্চে দাঁড়িয়ে
তোমাকে নিয়ে লেখা কবিতা পড়বো,
তুমি দর্শকের চেয়ারে বসে আপ্লূত হবে
তোমার উপস্থিতি আমাকে সাহস যোগাবে।
কবিতার মঞ্চে সবটুকু আবেগ দিয়ে পড়বো
তোমাকে দেখে আমি নতুন শব্দ খুঁজে নিবো।
আমার দিকে তুমি মায়াবী দৃষ্টিতে তাকাবে
কথাসাহিত্যের পরিপাটি ছন্দের রূপ তুমি,
তোমাকে যতই দেখি ততই আমি মুগ্ধ হই
আমি কবিতা পড়ি আর তোমাতে চেয়ে রই।
দায়বদ্ধতা নেই – গোলাপ মাহমুদ সৌরভ
যে মানবতা আজ হারিয়ে গেছে
বদলে গেছে মানুষের ভাবমূর্তি,
অশৃঙ্খলার রাজনীতির পাড়াতে
মনুষ্যত্ব হীনরা আজ করছে ফুর্তি।
সমাজের কাছে কারো দায়বদ্ধতা নেই
নেই কোন বিবেকের কাছে কারো প্রশ্ন,
ক্ষুদ্র স্বার্থের প্রয়োজনে আজ যারা
সত্যকে মিথ্যে বানানোর নেশা তীক্ষ্ণ।
সভ্যতা চড়ে বেড়ায় অসভ্যতার পিঠে
মায়া মমতা হারিয়ে যায় রক্তের ললাটে,
মানবতা পালিয়ে বেড়ায় বইয়ের মলাটে
অদ্ভুত অভিনয় করতে মানুষ পারেও বটে।
সুখ বিলাসী মন – গোলাপ মাহমুদ সৌরভ
সুখ বিলাসী মন তোমার
হাজার স্বপ্ন চোখে,
যখন তখন পাল্টে যাও
বিষের হাসি মুখে।
ডানা মেলা পাখির মতো
উড়ে বেড়াতে চাও,
নতুন সুখের নীড় খুঁজে
তাইতো উড়ে যাও।
পোষা পাখি যে উড়ে যাবে
যন্ত্রণা দিয়ে মনে,
নতুন করে সে বাসা বাঁধবে
অচেনা এক বনে।
মন পাখি যে পোষ মানে না
ছিলো না তো জানা,
আমার মনে উড়তে তারে
করতাম আমি মানা।
রাজা মশাই – গোলাপ মাহমুদ সৌরভ
এক দেশে এক রাজা ছিলো
ছিলো যে এক রাণী,
রাজার সাথে অভিমান করে
রাণীর চোখে পানি।
রাজা মশাই খুবই ভালো
রাগ একটু বেশি,
মনটা যে তার সহজ সরল
থাকতেন হাসি খুশি।
রাজার রাজ্যে সবাই আপন
বলতেন রাজা এসে,
এই রাজ্যে নাই যে ভেদাভেদ
থাকবো ভালোবেসে।
রাজা মশাই সকাল বেলা
সঙ্গে নিয়ে গাড়ি,
চুপি চুপি খোঁজ নিতেন
গিয়ে প্রজার বাড়ি।
হে বিশ্বকবি – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিশু সাহিত্যের নিবেদিত প্রাণ,
গীতাঞ্জলির নোবেলজয়ী কবি
তোমার জন্মদিনে শুভেচ্ছার গান।
অতি সহজ সরল স্বভাবের তুমি
মিশে যেতে শিশুদের উল্লাসে,
হাসি আনন্দে তুমি খেলার ছলে
তোমার স্মৃতিচারণ অভিলাষে।
মনমাতানো যত কবিতা তোমার
বারবার যেন পড়িবার মনে লয়,
আবার যদি আসিতে এই ধরায়
তোমার লেখনীতে করিতে জয়।
সাহিত্যে উদয় হয়েছিল সেদিন
দীপ্তিময় আলোকিত রবি প্রভাত,
তুমি নেই এই সুন্দর বসুন্ধরা
তোমার জন্মদিনে জানাই সুপ্রভাত।
নজরুলের কথা – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
কাব্যের স্বর্গে চেতনায় নজরুল
যেন নৈসর্গিক কালজয়ী গান,
জীবন্ত কিংবদন্তি সাম্যের কবি
বাংলা সাহিত্যের অম্লত্ব প্রাণ।
ইতিহাস বলে নজরুলের কথা
তার কণ্ঠ ধ্বনি কবিতায় গাঁথা
তোমার স্মৃতিচারণে মনে ব্যথা
সাম্যের কবি তুমি সোনালি পাতা।
লিখেছো তুমি শত মুক্তির গান
অমর সাহিত্যে তোমার অবদান,
অন্যায়ের কাছে করোনি নতশির
হে নজরুল তুমি বাংলার বীর।
তোমার চোখে প্রতিবাদের নেশা
কণ্ঠে সমাজ সংস্করণের ধ্বনি,
সিংহ পুরুষ তুমি করেছো বিদ্রোহ
ইতিহাসে অম্লান সেই বাণী।
লোডশেডিং – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
কাজের শেষে ক্লান্ত হয়ে
যখন ফিরি বাড়ি,
ঘণ্টায় ঘণ্টা লোডশেডিং
কি’যে আর করি।
বাহিরে যে গরমের দাবদাহ
লোডশেডিং ঘরে,
স্বস্তি খুঁজি পাতার পাখায়
তবুও ঘাম ঝরে।
বাহিরে গরম ঘরে গরম
বন্ধ হিমেল বাতাস,
ঝড়োমেঘ আসবে কখন
মেঘলা হবে আকাশ।
দাবদাহে দেহে ঝরছে ঘাম
মেজাজ যেন চড়া,
লোডশেডিংয়ে বউয়ের মেজাজ
খিটখিটে আরো কড়া।
চিঠি দিলাম মেঘের বাড়ি – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
আয় বৃষ্টি নেমে আয়
ভিজিয়ে দেয় ধরা,
একটু মোদের স্বস্তি দেয়
প্রচন্ড রোদ্দুর খড়া।
মানুষ খুঁজে গাছের ছায়া
একটু হিমেল বাতাস,
রোদের বাড়ি মেঘের আড়ি
অভিমানে ঐ আকাশ।
চিঠি দিলাম মেঘের বাড়ি
একটু বৃষ্টির আশা,
স্বস্তি খুঁজে মানব জীবন
রোদে করে তামাশা।
শিয়াল ভূতে তাড়া – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
ভরদুপুরে কোথায় যাস
যাসনে বিলের ধারে,
একলা পেলে ভূতের দল
ঝাপটে ধরে ঘাড়ে।
ঝুপড়ি ঝাড়ে লুকিয়ে থাকে
খেঁক শিয়ালের দল,
হাঁস মুরগী শিকার করে
লুকায় গর্তের তল।
ভরদুপুরে যে বড্ড ভয়
সব গুরুজনে কয়,
শিয়াল ডাকে ঝুপড়ি ঝাড়ে
ভূতের আছে ভয়।
বিলের ধারে ধরবো না মাছ
কাটবো না আর ঘাস,
শিয়াল ভূতে তাড়া করেছে
আজ হবে সর্বনাশ।
গল্পের পিছনে গল্প – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
শত গল্পের পিছনে গল্প আছে
অভিষেক দুর্লভ কীটপতঙ্গের কাছে।
শেষের গল্প থেকে ঘুরে দাঁড়ানোর অব্য
কোন সোনালি প্রভাতের নতুন কাব্য।
উন্মুক্ত চেতনায় স্বচ্ছ নীহারিকার স্বপ্ন
অবিরাম ভাবনায় নতুন গল্পের বহিঃপ্রকাশ
ভোরের শিশির কণা যেন সতেজ বিশ্বাস
তিমির দীপ্ত আঁধারে গল্পের উপহাস।
মা আমার – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
মা যে আমার এই পৃথিবী
মা আমার সব,
মায়ের সেবা করতে হবে
বলছে আমার রব।
মায়ের জন্য দেখেছি আমি
এই পৃথিবীর মুখ,
মায়ের কোলে ঘুমিয়ে দেখি
আহা কতো সুখ।
মায়ের মনটা অনেক বড়ো
যার তুলনা নাই,
জগৎ জুড়ে মায়ের মতো
খুঁজে নাহি পাই।
লালন পালন সবই করে
করে আদর স্নেহ,
স্বার্থ বিহীন এমন সেবা
আর করে না কেহ।
মে দিবস – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
মে দিবস সফল হোক
সকল শ্রমিকের বাণী,
সঠিক কাজের মূল্য চাই
দূর হোক যত গ্লাণি।
কলের চাকা আমরা ঘুরাই
আমরাই শ্রমিক জানি,
মাথার ঘাম পায়ে ফেলে
পাইনা ন্যায্য মানি।
আমরা শ্রমিক দিনমজুর
চাই যে শ্রমের মূল্য,
অল্প টাকা বেতন মোদের
হয়না পরিশ্রমের তুল্য।
শ্রমের মূল্য যে দিতে হবে
মালিক পক্ষ যারা,
অতিরিক্ত শ্রমের হিসাব দাও
ওভারটাইমের ধারা।
কথায় কথায় ধমক দিয়ে
গায়ে তুলে যে হাত,
গালিগালাজ চোখ রাঙিয়ে
খাটায় যে দিন রাত।
ঈদের আনন্দ – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
ঈদের আনন্দ আর উল্লাস নিয়ে
ছুটে যাচ্ছে মানুষ বাড়ি,
প্রচন্ড দাবদাহ আর ক্লান্তি শেষে
হাসি মুখে চড়ছে গাড়ি।
বাসের ছাঁদে আর ট্রেনের ছাঁদে
উঠছে মানুষ ঝাঁকে ঝাঁকে,
ট্রলার আর লঞ্চে পরিপূর্ণ করে
ঈদের খুশির বাঁকে বাঁকে।
এই ব্যস্ত শহর হচ্ছে ফাঁকা ফাঁকা
বন্ধ সব কাজের চাকা,
জীবন ঝুঁকির কারো নাই যে ভয়
মনে যে ঈদের স্বপ্ন আঁকা।
পরিবার আর পরিজনদের নিয়ে
করবে যে ঈদের আনন্দ,
তাইতো মানুষ ছুটে যাচ্ছে গাঁয়ে
নাই যে কারো কোন দ্বন্দ্ব।
বছর ঘোরে আসে একটি দিন
আনন্দ আর উল্লাসের ঈদ,
ঈদের খুশি যে বিরাজ করে
মনে কতো প্রশান্তির গীত।
ভোর হলো – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
ভোর হলো সকাল হলো
গাছে ডাকে পাখি,
খুকু উঠো রাত পোহাল
খোলে দেখো আঁখি।
পাখি ডাকে কিচিরমিচির
সূর্য মামার উঁকি,
উঠোন কোণে মোরগ ডাকে
খুকুর ঘুম বাকি।
দাঁত ব্রাশ করবে খুকু
টুথপেষ্ট হাতে,
পোকা থেকে রক্ষা পাবে
ভালো হবে তাতে।
সকাল বেলার মিষ্টি রোদ
গায়ে লাগে ভালো,
কম্বল কাঁথা ছেড়ে তুমি
রোদ পোহাতে চলো।
দেয়ালের ছবি – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
তোমার দেয়ালের ছবি হবো
যদি মনের ফ্রেমে রাখো,
যদি ভালোবাসার রং-তুলিতে
আমার ছবি তুমি আঁকো।
তোমার চোখের কাজল দিয়ে
আমার কপালে টিপ দিও,
তোমার ঠোঁটের হাসি দিয়ে
স্পর্শ আর অনুভূতি নিও।
তোমার রাতের স্বপ্ন হবো
দিনে কল্পনায় ভেসে রবো,
মুচকি হেঁসে দেয়ালে আমি
ভালোবাসার কারণ হবো।
কাজলা দিদি – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
খোকন সোনা রাগ করেছে
ভাত খায়না আজ,
কাজলা দিদি নাই যে বাড়ি
কে করাবে সাজ।
কাজলা দিদি শ্বশুর বাড়ি
আসবে চড়ে গাড়ি,
মায়ের কথা শুনবে খোকন
আসবে দিদি বাড়ি।
কখন আসবে কাজলা দিদি
ময়ূর পালকি চড়ে,
খোকন সোনা রাগ করেছে
ভাত খায়না ঘরে ।
ইচ্ছেগুলো – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
ইচ্ছে গুলো ডানা মেলে
মনের আকাশে উড়ে,
চোখের পাতা স্বপ্ন দেখে
শিশির ভেজা ভোরে।
রাত্রি ফুটা ফুলের মতো
স্বপ্ন পূরণ হবে,
মন খারাপের ইচ্ছে গুলো
ঝরে ফুল সবে।
ইচ্ছে গুলো যেন প্রতিদিনই
ডানা মেলে উড়ে,
স্বপ্ন যেন আকাশ ছোঁয়া
থাকে অনেক দূরে।
শরৎ ফুলের মধু – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
বছর ঘুরে বছর আসে
শরৎ আসে ফিরে,
জুঁই, চামেলি, শ্বেতকাজন
মাধবী, মল্লিককে ঘিরে।
ফুলে ফুলে উড়ে বসে
প্রজাপতির খেলা,
শরৎ ফুলের মধু নিতে
মৌমাছিদের মেলা।
ঐ কাশবনে শরৎ এলো
শরৎ এলো ফুলে,
মেঘ বালিকা উড়ে বেড়ায়
এলো কেশ খুলে।
সবুজ মাঠে শরৎ এলো
সোনালি ফসল দুলে,
শরতের গান মাঝি গেয়ে
যাচ্ছে যে পাল তুলে।
শরৎ ঘ্রাণে মন আনন্দে
নানান ফুলের মেলা,
শরৎ কন্যার মুখে হাসি
সকাল সন্ধ্যা বেলা।
হলুদ খামে ঈদের দাওয়াত – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
কালতো বন্ধু ঈদের দিন
আইসো মোদের বাড়ি,
দিলাম তোমায় নিমন্ত্রণ
বসতে দিবো পিঁড়ি।
আমার বাড়ি আসতে বন্ধু
করিও না যেন ভুল,
হলুদ খামে ঈদের দাওয়াত
সঙ্গে দিলাম ফুল।
ফিরনী সেমাই খেতে দেবো
বিছিয়ে শীতল পাঠি,
মিষ্টান্ন আরো দধি দেবো
দিবো হালুয়া রুটি।
সাদা ভাতের সাথে দেবো
গরুর মাংসের ঝোল,
ইলিশ মাছের ভাজা দেবো
শেষে দেবো ফলমূল।
ঈদ আনন্দে কাটুক বন্ধু
হাসি খুশি বেশ,
ঈদ মোবারক ঈদ মোবারক
হয়না বলা শেষ।
পহেলা বৈশাখ – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
এসো হে পহেলা বৈশাখ
বসন্তের ফুটা ফুলে,
পান্তা ইলিশের বৈশাখ তুমি
হাসি প্রাণ খুলে।
যাবো আমি রমনার বটমূলে
নববর্ষের ঐ মেলা,
শিশুদের সাথে মিশে যাবো
চরাক গাছের খেলা।
এসো হে পহেলা বৈশাখ
এসো একসাথে বলি,
পুরনো সব ভুলে গিয়ে
নতুনের পথে চলি।
এসো বৈশাখ এসো ফিরে
ঝিঁঝিঁ পোকার শব্দে,
নতুন স্বপ্নের খোরাক তুমি
কবি-র নতুন ছন্দে।
ঈদের আমেজ – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
চারদিকে ঈদের আমেজ
আনন্দের কোলাহল,
বছর ঘোরে ঈদ এসেছে
আজকে খুশির ঢল।
পাঞ্জাবী আর টুপি পড়ে
ঈদগাহে সবে চল,
আজকে মোদের খুশির দিন
ওরে মুমিন দল।
এক কাতারে নামাজ পড়ি
ধনী গরীব যে সবে,
হিংসা বিদ্বেষ ভুলে যাই
বলছে মোদের রবে।
নতুন জামা গায়ে দিয়ে
ঘুরে বেড়াই চল,
ঈদ মোবারক ঈদ মোবারক
সবাই মিলে বল।
মুসাফা আর কোলাকুলি
করবো সবে মিলে,
সুখ শান্তি বয়ে আনুক
সবার মন দিলে।
বাড়ির ধারে ছোট নদী – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
বাড়ির ধারে ছোট নদী
উঁচু দুইটি পাড়,
ছেলে মেয়ে সাঁতার কাটে
জল ভরা তার।
এপার ওপার পাড় হয়
মানুষ আর গাড়ি,
সারি সারি ঢেউ তার
দুই ধারে বাড়ি।
ডিঙি নৌকা চালায় মাঝি
পাল খানি উড়ে,
ভাটিয়ালি গান গায় আর
জেলে মাছ ধরে।
ছোট নদী পাড় হয়ে যায়
মাঝি তার নায়ে,
নদীর জলে স্নান করে
ফিরে তার গাঁয়ে।
ঈদ এসেছে – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
হাঁটে যাবো হাঁটে যাবো
কিনবো নতুন জামা,
ঈদ এসেছে ঈদ এসেছে
হাসে চাঁদ মামা।
খুকু হাসে খোকা নাচে
ঈদের খুশি ঘরে,
ঈদের দিনে চায় সালামি
নতুন জামা পড়ে।
ঈদের খুশি – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
আকাশ পানে চাঁদ উঠেছে
ঈদ এলো’রে ভাই,
বছর ঘোরে রোজা এলে
এই আনন্দ টা পাই।
চারদিকে ঈদের আমেজ
নতুন কেনাকাটা,
শপিং মলে ভীড় জমেছে
যায় না যে ভাই হাঁটা।
রোজার শেষে খুশি এলো
বাঁকা চাঁদের হাসি,
হিংসা বিদ্বেষ ভুলে যেন
সুখ রাশি রাশি।
ঈদের খুশি বিলিয়ে দিও
এতিম দুঃখীর মাঝে,
তাদের ও যে ইচ্ছে করে
ঈদের আনন্দে সাজে।
আম কাঁঠালের সিজন – গোলাপ মাহমুদ সৌরভ [Bengali Poetry]
আম কাঁঠালের সিজন এলো
শুনেছ দাদু ভাই,
পেয়ারা আরো লিচুর ঘ্রাণে
আকুল করে তাই।
ঝাঁকে ঝাঁকে লিচু ধরেছে
ডালে ডালে আম,
গাছে গাছে কাঁঠাল পেকেছে
কালো কালো জাম।
আমলকী আর জামরুল পাকে
পাকে যে আনারস,
চালতা পাকে জলপাই পাকে
মিষ্টি কামরাঙার রস।
গোলাপ মাহমুদ সৌরভ | Golap Mahmud Sourav
Bengali Story 2023 | তিন্নির ফড়িং আর মানুর কারসাজি | গল্পগুচ্ছ ২০২৩
Bengali Story 2023 | মন্টুর মা | গল্পগুচ্ছ ২০২৩
Bengali Article 2023 | “স্তন কর” বিরোধী নারী আন্দোলন ও নাঙ্গেলির (Nangeli) আত্মত্যাগ
Bengali Article 2023 | শ্রমিক আন্দোলনে সুভাষচন্দ্র বসু | প্রবন্ধ ২০২৩
ভোর হলো | দেয়ালের ছবি | কাজলা দিদি | ইচ্ছেগুলো | শরৎ ফুলের মধু | ভোর হলো দোর খোল | ভোর হলো কাজী নজরুল | ভোর হলো ছড়া | ভোর হলো কবিতার ছবি | ভোর হলো কবিতার মূলভাব | ভোর হলো দোর খোলো কার লেখা | ভোর হলো কবিতার প্রশ্ন উত্তর | ভোর হলো কবিতা আবৃত্তি | নিশি ভোর হলো জাগিয়া পরান | ভোর হলো কোলকাতার | ছবির দেয়াল | দেয়ালের ছবি প্রচলিত গল্প | দেয়ালের ছবি প্রশ্ন উত্তর | দেওয়ালের ছবি অনুশীলনী | দেয়ালের ছবি গল্প | কাজলা দিদি কবিতা | কাজলা দিদি গান | কাজলা দিদি কই | কাজলা দিদি প্রেম | কাজলা দিদি কবিতার মূলভাব | কাজলা দিদি কবিতা কোন ক্লাসের | কাজলা দিদি কবিতা কার লেখা | তোমার ইচ্ছেগুলো | স্বপ্নের ঘোরে ইচ্ছেগুলো | ইচ্ছেগুলো কবিতা ইচ্ছা | শরৎবেলায় ফুলের দোলায় | শরতের ফুলগুলো | শরৎকাল রচনা | শরৎ এলো ফিরে | শরৎ কালে কি কি ফুল ফোটে | শরৎ কালের বৈশিষ্ট্য | শরৎ কালে কি কি ফসল হয় | শারদপ্রাতে ফোটা ফুল | শরৎ ও সৌন্দর্য | শরৎ নারীর মতো সুন্দর | উৎসবের ঋতু শরৎ | শরতের আগমনী | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন
bee poem | poem about self love | story poem | poetry angel | narrative poetry examples | poetry reading near me | prose poetry examples | elegy poem | poetry reading | the tradition jericho brown | poetry websites | protest poetry | prayer poem | emotional poetry | spoken word poetry | poem about god | percy shelley poems | jane hirshfield | spiritual poems | graveyard poets | chapbook | poems about life | poems to read | found poem examples | poems about life and love | elizabeth bishop poems | poems about women | sister poems that make you cry | famous quotes from literature and poetry | mothers day poems from daughter | poem about community | 8 line poem | inspirational poetry quotes | poem about life journey | positive poems | short poem about life struggles | toni morrison poems | good bones poem | google poem | funny poems for adults | inspirational poems about life | friendship poem in english | paul laurence dunbar poems | freedom poem | sad poetry about life | Shabdoweep Founder
আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয় কে
আপনার ওয়্যেব ম্যাগাজিনে আমার লেখা স্থান পাওয়া আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয় কে। শুভকামনা অবিরাম পথ চলার। শব্দদ্বীপ এগিয়ে যাক বহুদূর এমনটাই প্রত্যাশা করি।